amarto_basicvalona | Unsorted

Telegram-канал amarto_basicvalona - important Info + links

10528

Scientific name: amarto basicvalona । প্রয়োজনের তাগিদে বিভিন্ন প্লাটফর্ম হতে প্রাপ্ত তথ্য এখানে সংগ্রহ করে রাখা।। কোনো প্ল্যাটফর্ম, এর সাথে জড়িত নয়।। সকলের জন্য দুয়া আর শুভেচ্ছা🌱🌸🦋

Subscribe to a channel

important Info + links

এটা সার্কুলার না, নীতিমালা । সার্কুলার ৮ ডিসেম্বর।

সেখানে জিকে কি থাকবে হয়তোবা ক্লিয়ার করে দিবে বা আগের মতই রাখবে।
©Mediaim

Читать полностью…

important Info + links

Varsity Math Program
Straight Line (Part-1)
Bright Saha
Math Instructor

https://www.facebook.com/OfficialMediAim/videos/980751290544624/?app=fbl

Читать полностью…

important Info + links

পড়েন দেখি সবাই ✅
📛Short overview 📛

💊ট্রিপল সুপার ফসফেট(TSP) = Ca(H2PO4)2
💊ইউরিয়া = NH2CONH2 (N2-46%)
💊সুপার ম্যাজিক সার= Me2DI3A2IM
💊মিউরেট অব পটাশ = KCl
💊জিপসাম = CaSO4.2H2O

♻️গ্যাস overview ♻️
⛳🎯পানি গ্যাস/ওয়াটার গ্যাস/ব্লু গ্যাস = CO + H2

⛳🎯প্রডিউসার গ্যাস = 2CO + N2

⛳🎯সিনথেটিক গ্যাস / সংশ্লেষ গ্যাস = CO+3H2

⛳🎯উডগ্যাস = CH4 + CO + H2

⛳🎯মার্শ গ্যাস = মিথেন (CH4)

⛳🎯মাস্টার্ড গ্যাস = CICH2-CH2-S-CH2-CH2-CI(C₄H₈Cl₂S) 👉 ডাইক্লোরো ডাই ইথাইল সালফাইড

⛳🎯বোতল গ্যাস = CH3-CH2-CH3( প্রোপেন)

⛳🎯ফসজিন গ্যাস = কার্বোনিল ক্লোরাইড(COCl2)

⛳🎯লাফিং গ্যাস = নাইট্রাস অক্সাইড(N2O)

⛳🎯কাঁদুনে গ্যাস/টিয়ার গ্যাস/বমি গ্যাস = ক্লোরোপিক্রিন(CCl3-NO2)

⛳🎯ক্লেটন গ্যাস = সালফার ডাই অক্সাইড(SO2)

🏆নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার সংক্ষেপে 🏆

🎀He- উড়োজাহাজ+বেলুন+ডুবুরীর শ্বাস প্রশ্বাস+অ্যাজমা চিকিৎসা(O2+He মিশ্রণ)+NMR মেশিনে ও তোমার মনের নিষ্ক্রিয় পরিবেশে রাসায়নিক বিক্রিয়া ঘটাতে।
🎀Ne- নিয়নবাতিতে+ আলোকসজ্জায়+উড়ন্ত বিমানে লাল নিয়ন আলো
🎀Ar- বৈদ্যুতিক বাল্ব+ তেজস্ক্রিয়তা মাপার যন্ত্রে
🎀Kr-টিউব লাইট+ বৈদ্যুতিক গ্যাস বাল্ব
🎀Xe-ফটোগ্রাফিক ফ্লাশ লাইটে
🎀Rn-ক্যান্সার চিকিৎসা+ রেডিও থেরাপিতে।

#mediaim_chemistry
#mediaim_contents

Читать полностью…

important Info + links

না পড়ে ফোন দেখছো কেন?



যাও, পড়তে বসো।

Читать полностью…

important Info + links

কবি নজরুল আর সোহরাওয়ার্দী কলেজে এই হামলার তীব্র প্রতিবাদ জানাই।শুভ বুদ্ধির উদয় হোক এদের।।

Читать полностью…

important Info + links

৫ বছর বয়সী এই ফুটফুটে কন্যাকে মারতে ৩৫৫ টা বুলেট খরচ করেছে ইজর।ইল

Читать полностью…

important Info + links

#medunitions

▶️ডাক্তারি ভর্তি পরীক্ষার জন্য আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এবং তাপগতিবিদ্যা অধ্যায় থেকে যা যা পড়লে ভালো

আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব:
১. সকল গাণিতিক সূত্র, একক, মাত্রা, কোন রাশি দ্বারা কী বুঝায় (তাপগতিবিদ্যার জন্যও প্রযোজ্য)
২. আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য ও সূত্রাবলী, আদর্শ গ্যাস সমীকরণ
৩. প্রমাণ তাপমাত্রা-চাপ, পরমশূন্য তাপমাত্রা
৪. গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য (বেশি জটিল লাগলে এটা অধ্যায় শেষ করার পরে পড়বেন)
৫. অতিবিক্ষ্যাত "মূল গড় বর্গবেগ" সম্পর্কিত তথ্য
৬. গ্যাসের গতিতত্ত্বের জনক বার্নৌলি এবং ব্রাউনীয় গতির আবিষ্কারক আইনস্টাইন, যেটা আমরা অনেকেই ভুল করি
৭. গড় মুক্তপথের নির্ভরশীলতা (যদিও এটার গাণিতিক সূত্র জানা থাকলে আলাদা করে পড়ার দরকার নাই তেমন)
৮. স্বাধীনতার মাত্রার এবং γ এর মানগুলো, এর গুরুত্ব (তাপগতিবিদ্যা অধ্যায়ে আছে)
৯. সম্পৃক্ত-অসম্পৃক্ত বাষ্পের বৈশিষ্ট্য (মূল পয়েন্ট – সংজ্ঞা, স্থান, বয়েল-চার্লসের সূত্র মানে কিনা, রূপান্তর। এটা জটিল মনে হলে অধ্যায় পড়া শেষ করার পর পড়বেন)
১০. 0° ও 100°C এ বাষ্পচাপের মান
১১. আর্দ্রতার প্রকারভেদ, সংশ্লিষ্ট ঘটনাবলী (গল্প পড়ার মত করে পড়বেন, মুখস্ত করার দরকার নাই, মূল জিনিস বুঝতে পারলেই হইছে), আপেক্ষিক আর্দ্রতা x% দ্বারা কী বুঝায়?
১২. আর্দ্রতামাপক যন্ত্রের শ্রেণিবিভাগ, হাইগ্রোমিটারের পাঠের পার্থক্যের ব্যাখ্যা

তাপগতিবিদ্যা:
১. উষ্ণতামিতিক ধর্ম ও পদার্থের নাম (উদাহরণ – রোধ-পারদ থার্মোমিটার, পাইরোমিটার) ও ব্যবহার
২. তাপগতিবিদ্যার সকল সূত্র, সম্পর্কিত সকল বিজ্ঞানীদের নাম, ব্যবহার, মূল বক্তব্য
৩. তাপমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে C/5=F-32/9=K-273/5 (অ্যাডমিশনে এসেও এই সূত্র না জানলে চড়ানো উচিত), তাপমাত্রার পার্থক্যের ক্ষেত্রে 1°C=1.8°F=1K,  এবং সংশ্লিষ্ট সব অংক
৪. ত্রৈধবিন্দুর শর্তাবলী, অক্সিজেন, আর্গন, পারদ ও পানির ত্রৈধবিন্দু (পানিরটা আপনারা সবাইই জানেন)
৫. কোন তাপমাত্রা কোন কোন স্কেলে একই মান দেয় টাইপের অংক (এগুলো সোজা মুখস্ত করবেন)
৬. তাপগতীয় প্রক্রিয়াগুলোর দাগানো লাইন
৭. সিস্টেমের প্রকারভেদ ও সংজ্ঞা
৮. সমোষ্ণ-রুদ্ধতাপীয় পরিবর্তনের শর্ত-বৈশিষ্ট্য (মিলিয়ে পড়লে সহজ হবে)
৯. মেয়ার হাইপোথিসিস
১০. তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের বিবৃতিগুলো – (বিবৃতি পুরো পড়তে গেলে প্যাঁচ লাগবেই, তারচে মূল শব্দগুলো মনে রাখলে ভালো)

ক্লসিয়াস – বাইরের শক্তি, স্বয়ংক্রিয় যন্ত্র
কেলভিন – শীতল
প্ল্যাংক – তাপশোষণ, কাজে রূপান্তর
কার্নো – তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর

১১. প্রত্যাবর্তী-অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার শর্ত ও উদাহরণ
১২. কার্নো ইঞ্জিনের অংশগুলো, কোন ধাপে কী প্রক্রিয়া ঘটে, কার্নোচক্রে এন্ট্রপির পরিবর্তন
১৩. কোন ইঞ্জিনের দক্ষতা বেশি?
১৪. রেফ্রিজারেটরের মূলনীতি
১৫. এন্ট্রপির দাগানো লাইন, তাৎপর্য (খুবই গুরুত্বপূর্ণ টপিক), পৃথিবীর তাপীয় মৃত্যু

দুই অধ্যায়েই অনুশীলনী সলভ করা লাগবেই, তবে স্কিপ করার মত প্রশ্নও আছে। হাতে হাতে ক্যালকুলেট করার মত সব অংকই সলভ করা লাগবে।

#medilogy@amarto_basicvalona #physics

Читать полностью…

important Info + links

#gklogy_30days_challange

কন্টেন্ট-০৬: নদীর বিশেষ নাম এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ

📭বিশেষ নাম:

✅বাংলার সুয়েজ খাল -গাবখান নদী

✅পশ্চিম এর লাইফ লাইন- গড়াই নদী

✅বাংলার দুঃখ -দামোদর নদ

✅কুমিল্লার দুঃখ -গোমতী নদী

✅চট্টগ্রামের দুঃখ -চাক্তাই খাল

✅খাগড়াছড়ি দুঃখ -চেঙ্গী নদী

✅পশ্চিমা বাহিনীর নদী- বিল ডাকাতিয়া

🔰পূর্ব/প্রাচীন নাম:

✅ব্রহ্মপুত্র নদের প্রাচীন নাম- লোহিত

✅পদ্মা নদীর প্রাচীন নাম- নলিনী

✅যমুনা নদীর প্রাচীন নাম-জোনাই

✅পদ্মা নদীর অপর নাম- কীর্তিনাশা

✅বুড়িগঙ্গা নদীর অপর নাম- দোলাই

✅উৎপত্তিস্থলে মেঘনার নাম- বরাক

পদ্মার ভারতীয় অংশের নাম- গঙ্গা

🔰প্রতিষ্ঠানসমূহ:

✅বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরে অবস্থিত।

✅নদীর মাছ/ইলিশ মাছ গবেষণা ইনস্টিটিউট/মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউট চাঁদপুরে অবস্থিত।

✅সামুদ্রিক মাছ গবেষণা ইনস্টিটিউট কক্সবাজার অবস্থিত ।

✅যৌথ নদী কমিশন গঠিত হয় ১৯৭২ সালে।

#medilogy@amarto_basicvalona #gk

Читать полностью…

important Info + links

/channel/thinkingcorner01/234

Читать полностью…

important Info + links

খুব নিরবে, নিভৃতে, নির্ভয়ে নিজের সব চাওয়া-পাওয়া, কষ্ট, হতাশা, প্রত্যাশার চাপ, আবেগ ও আক্ষেপ নিয়ে সৃষ্টিকর্তার কাছে নত হও।

যা কাউকে বলা যায় না, উনাকে বলো। যা কারও কাছে চাইতে পারও না, উনার কাছে চাও।

সমস্যা, হতাশা বা কষ্টগুলো ঠিক তাৎক্ষণিক চলে যাবে না হয়ত; কিন্তু, নিজের ভেতর অন্যরকম সাহস, শক্তি ও চাঞ্চল্য অনুভব করবে। সামনে আগানোর পথ পাবে। নিজেকে হালকা মনে হবে। নিশ্চিত।

"হে প্রশান্ত আত্মা! তুমি ফিরে আসো তোমার রবের দিকে, সন্তুষ্টচিত্তে ও সন্তোষপূর্ণ অবস্থা। অত:পর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও। আর চির প্রশান্তির ময়দানে প্রবেশ করো।"

(আল কুরআন - ৮৯:২৭-৩০)

Читать полностью…

important Info + links

মেধাবীদের অন্বেষনে, মেধার বিকাশে, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে— ন্যাশনাল ইয়ুথ সাইন্স অলিম্পিয়াড।

(রেজিষ্ট্রেশন সম্পূর্ণ ফ্রী)

রেজিষ্ট্রেশন লিংক: http://bdinnovativesociety.org/innovative-registration

বিভাগ ভিত্তিক স্থান, তারিখ ও সময় জানিয়ে দেয়া হবে।

Читать полностью…

important Info + links

১৫ তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড ২০২৫ এর নিবন্ধন চলছে।

নিবন্ধন করতে ভিজিট করুন: www.bdpho.org

Читать полностью…

important Info + links

নদ-নদী নিয়ে তোমাদের রয়েছে চিরায়ত কনফিউশন।চেষ্টা করেছি যেগুলো কনফিউশন তৈরি হয় তোমাদের প্রশ্ন সলভ করতে গিয়ে সেগুলোরই উত্তর করার।

#gklogy_30days_challenge

কন্টেন্ট-০৫: নদী নিয়ে কনফিউশন

✅২৪ সেপ্টেম্বর,২০২৩ বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত সেমিনারে জাতীয় নদী রক্ষা কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী দেশে মোট নদী-১০০৮ টি।

এবং নদ-নদীর দৈর্ঘ্য মোট ২২,০০০ কিলোমিটার।

✅সবচেয়ে বেশি নদী প্রবাহিত বিভাগ ঢাকা(২২২ টি),জেলা সুনামগঞ্জ(৯৭)

✅সবচেয়ে বেশি জেলা অতিক্রমকারী নদী পদ্মা৷

সবচেয়ে বেশি উপজেলা অতিক্রমকারী নদী মেঘনা।

✅-বাংলাদেশের দীর্ঘতম নদী (৩৪১ কি.মি.)- পদ্মা[জাতীয় নদী রক্ষা কমিশন এর ২৫ সেপ্টেম্বর ২০২৩]

-দ্বিতীয় দীর্ঘতম নদী ইছামতী ৩৩২ কিমি।

-তৃতীয় দীর্ঘতম মেঘনা।

✅বাংলাদেশের বৃহত্তম, প্রশস্ততম (১৩০০০ মি.), গভীরতম (২৭মি.), নাব্যতম নদী ও চির যৌবনা নদী - মেঘনা।

নিঝুম দ্বীপ অবস্থিত মেঘনা নদীর মোহনায়।

✅ক্ষুদ্রতম নদী-গাঙিনা(০.০৩২ কি.মি.)

অপশনে গাঙিনা না থাকলে গোবরা হবে।(৪ কি.মি.,পঞ্চগড়)

✅বাংলাদেশের নবীনতম এবং অধিক চরবিশিষ্ট নদী যমুনা।(১৭৮৭ সালে উৎপন্ন)

✅একমাত্র পাহাড়ি নদী,খরস্রোতা,বিদ্যুৎ উৎপাদন এ সক্ষম নদী- কর্ণফুলী।

✅বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি- হালদা এবং সাঙ্গু নদী।

✅বাংলাদেশ হতে ভারতে প্রবেশকারী নদী- কুলিখ।

✅বাংলাদেশ এর মোট অভিন্ন নদী ৫৮ টি।অপশনে ৫৮ না থাকলে ৫৭ দিবে।

✅ভারত ও বাংলাদেশের অভিন্ন নদী-৫৫ টি।বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী হাড়িয়াভাঙ্গা।

✅মায়ানমার ও বাংলাদেশের অভিন্ন নদী-৩ টি(সাঙ্গু,মাতামুহুরী ও নাফ)

✅দেশে নদী বন্দর বর্তমানে ৫৩ টি।সর্বশেষ চিলমারী নদী বন্দর,কুড়িগ্রাম।প্রধান নদী বন্দর নারায়ণগঞ্জ।

✅বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ফরিদপুর এ।

✅দীর্ঘতম নদ ব্রহ্মপুত্র।

বাংলাদেশ সহ তিন দেশের উপর বয়ে যাওয়া দীর্ঘতম নদ - ব্রহ্মপুত্র।

বাংলাদেশের মোট নদ তিনটি।(ব্রহ্মপুত্র,কপোতাক্ষ,আড়িয়াল খা)

#medilogy@amarto_basicvalona #gk

Читать полностью…

important Info + links

টপিকঃ দুধ (কর্মমুখী রসায়ন)


📌 দুধ একটি ইমালসন

📌 কোন প্রাণীর দুধে কোনটি বেশি?

শক্তি/ ক্যালরি/ চর্বি বেশি - মহিষ
প্রোটিন বেশি - ভেড়ী
ল্যাকটোজ/ চিনি বেশি - মানুষ

📌 দুধের pH 6.6-6.9

📌 দুধের প্রোটিন ৩ শ্রেণির
- ক্যাসিন (প্রধান প্রোটিন)
- ল্যাক্টো অ্যালবুমিন ও ল্যাক্টো গ্লোবিউলিন (হোয়ে প্রোটিন)

📌 ক্যাসিন
- ফসফো প্রোটিন
- পানিতে অদ্রবণীয়
- ৪ ধরণের

📌 দুধের শর্করা ল্যাকটোজ

📌 ল্যাকটোজ
- গ্লুকোজ + গ্যালাক্টোজ
- দুধের অসমোল হিসেবে কাজ করে
- অসমোসিস প্রক্রিয়ায় সাহায্য করে

📌 দুধের প্রধান উপাদান পানি (৮২-৮৮%)

📌 দুধে প্রধান আয়নসমূহের সেট K+, Ca2+, Cl-

📌 দুধে ভিটামিন A বেশি থাকে, ফুটালে ভিটামিন C নষ্ট হয়

📌 তরল দুধ সংরক্ষণের পদ্ধতি পাস্তুরাইজিং

📌 সংগৃহীত দুধের pH নিয়ন্ত্রণের জন্য NaHCO3 মিশানো হয়

📌 দুধ থেকে দই/ছানা - কোয়াগুলেশন

#SABAS ©ShaonVaiya #chemistry

Читать полностью…

important Info + links

আসসালামু আলাইকুম


আপনারা ngl এ বিভিন্ন প্লাটফর্মের এক্সাম ব্যাচ নিয়ে প্রশ্ন করেন ভর্তি হওয়ার ব্যাপারে।এক্ষেত্রে আমরা তাদের পাবলিক প্লাটফর্মে কেমন সার্ভিস দেই সেটা দেখে সাজেশন দেই।কিন্তু কোর্স এনরোল করিয়ে প্রাইভেট এক্সাম ব্যাচে নিতে পারলেই প্রশ্নের মান কমিয়ে দেয়/সময়মতো এক্সামের কুয়েশ্চন দেই না।মুখে মিষ্টি দিয়ে পেইড ব্যাচে গিয়ে তিতা দেখেন।আপনাদের তখন স্বভাবতই আমাদের উপর অভিমান আসে যেহেতু আপনারা আমাদের সাজেশনে ভর্তি হয়েছিলেন।


™যারা বাহ্যিক চাকচিক্য দেখিয়ে বিভিন্ন কোর্সে ভর্তি করিয়ে তাদের কোন কুয়েশ্চন থাকলে সলভ করে দেওয়া হই না, কথায় এবং কাজে মিল রাখে না, ঠিকটাইমে প্রশ্ন দেই না তাদের চিন্তায় পরিবর্তন আনার জন্য দোয়া করছি।


🔘নোট:আপনারা এখন থেকে আমাদের সাজেশনে হুট করে কোথাও ভর্তি হবেন না।একটু নিজেও চেক করে নিয়ে তারপর ভর্তি হবেন কারণ অনেকের আলাদা আলাদা চয়েজ থাকে।

Читать полностью…

important Info + links

মেডিকেল ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশিত!

Читать полностью…

important Info + links

সর্তকবার্তা:

রাত জেগে পড়বে ভাবছো কিন্তু তাও পড়াশোনা রেখে মোবাইলে স্ক্রল করছো কিংবা চ্যাটিং এ ব্যাস্ত হয়ে পড়েছো!


এত কষ্ট করে রাত জাগা সফল করো।এ সময় শীঘ্রই ফুরিয়ে যাবে।

Читать полностью…

important Info + links

এই লাইন গুলো আমাদের মনে করিয়ে দেয় যে - এই পৃথিবীর ক্ষণস্থায়ী মায়া-মোহের বাইরে এক অনন্ত জগৎ অপেক্ষা করছে, যেখানে শান্তি, সাফল্য, এবং পরিপূর্ণতার প্রতীক সেই সোনার তোরণ।

জীবনের প্রতিটি দুঃখ-কষ্ট, চ্যালেঞ্জ, এবং ব্যর্থতা যেন আমাদের প্রস্তুত করে সেই মহৎ গন্তব্যের জন্য। এই লাইন আমাদের মনে আশার আলো জ্বালায়, যেন আমরা জীবনের সকল ঝড় পাড়ি দিয়ে এগিয়ে যেতে পারি।

কবিতার আরেকটি অংশ এখানে প্রাসঙ্গিক: সেটা হলো -
"তোমার চিবুকে জল! অথচ স্বপ্নেরা জেগে আছে
তারা হারায়নি।
আমাদের ছায়াগুলোও ঠিকঠাক দুলছে,
আমরা বেঁচে আছি এখনো।"

এটি আমাদের মনে করায়, যতই জীবন কঠিন হোক, স্বপ্ন এবং আশা কখনো মরে না। এগুলোই আমাদের গন্তব্যের পথ দেখায়। তাই মনে রাখতে হবে, অন্ধকার যত গভীর হোক, সোনার তোরণের আলো ঠিকই আমাদের পথ দেখাবে।। ধৈর্য্য, বিশ্বাসের সাথে সামনে এগিয়ে যেতে হবে....❤️🌸

Читать полностью…

important Info + links

পয়েন্ট মিউটেশন সম্বন্ধে আমি সর্বপ্রথম জানতে পারি MBBS সেকেন্ড ইয়ারে উঠে, বায়োকেমিস্ট্রি পড়তে গিয়ে। অথচ এখনকার পোলাপান তা সম্বন্ধে ইন্টারমিডিয়েটেই ধারণা পাবে।

Botany আবুল হাসান স্যারের নতুন এডিশনে এই তথ্যসমূহও এড করা হয়েছে।

_riyad ভাই
#BeUpdateWithRAAC #biology

Читать полностью…

important Info + links

এরা ছাত্র!!
Shame.

Читать полностью…

important Info + links

একনজরে নিস্ক্রিয় গ্যাসের ব্যবহার সমুহ:

▶️ হিলিয়াম 🌺🌺
✅ গভীর সমুদ্রে ডুবুরিগণ ও হাঁপানির রোগীগণ He-O2 গ্যাসের মিশ্রণ শাসকার্যে ব্যবহার করে
✅ Asthma রোগের চিকিৎসায় He-O2 গ্যাসের মিশ্রণ ব্যবহার করা হয়
✅ অধিক সক্রিয় ধাতুকে গলানোর সময় He গ্যাসের উপস্থিতিতে কাজটি সম্পন্ন হয়
✅ NMR যন্ত্রে তরল He ব্যবহার করা হয়
✅ পরম শুন্যতাপমাত্রায় পৌছাতে He গ্যাস ব্যবহার করা হয়

▶️নিয়ন🌺🌺
✅ বাণিজ্যিক নিয়ন বাতিতে Ne গ্যাস ব্যবহার করা হয়
✅অপারেশন রুমে নিয়ন টিউবের আলো ব্যবহার করা হয়
✅ এরোপ্লেন,হেলিকপ্টার, জেট বিমান প্রভৃতি আকাশযানে নিয়ন আলো ব্যবহার করা হয়
✅ ভোল্টমিটারে Ne গ্যাস ব্যবহার করা হয়

▶️আর্গন🌺🌺
✅বৈদ্যুতিক বালবে নিস্ক্রিয় পরিবেশরুপে ব্যবহার করা হয় Ar
✅ রাসায়নিক বিক্রিয়ায় নিস্ক্রিয় পরিবেশ সৃষ্টি করতে ব্যবহার করা হয় Ar

▶️ ক্রিপটন 🌺🌺
✅ টিউবলাইটে Kr গ্যাস ব্যবহার করা হয়
✅খনি শ্রমিকদের মাথায় ব্যবহৃত টুপিতে Kr গ্যাস ভর্তি বালব ব্যবহার করা হয়

▶️জেনন
✅ ফটোগ্রাফিক ফ্ল্যাশ বালবে Xe গ্যাস ব্যবহার করা হয়

▶️ রেডন
✅ ক্যান্সার চিকিৎসায় Radiotherapy তে Rn ব্যবহার করা হয়

© ফারিয়া আপু

#mediaim@amarto_basicvalona #physics #mediaim_contents

Читать полностью…

important Info + links

আপনাদের বেশ খানিক লিখা চিঠি গতকাল পড়েছি, আসলে এতো সুন্দর রিমাইন্ডার আর ভালো লাগার মতো শব্দ চয়ন দেখে , মন কিছুটা হালকা হয়ে যায়।। আল্লাহ আপনাদের জ্ঞান আরো সমৃদ্ধ করুন, ইন শা আল্লাহ।।

জীবনের এই ক্ষুদ্র পরিসর প্রকৃতপক্ষে আমাদের জন্য পরীক্ষা। আড়ম্বরের প্রয়োজন নেই, বরং প্রয়োজন একটি খাঁটি হৃদয়ের, যা আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা ও ঈমানে ভরপুর। যদি সাহাবীদের মতো জীবন যাপন করতাম, তবে দুনিয়ার দুঃখ-বেদনাগুলো আমাদের স্পর্শ করতে পারত না। কারণ তারা দুনিয়াকে পিছনে ফেলে আখিরাতের আলোতে ছুটতেন।

কবি বলেছেন:
"এই জীবন, এই আঘাত, এই পথচলা, এই কষ্ট—
এসবই আল্লাহর পরিকল্পনার অংশ এবং রহস্যে ঘেরা, তাই একে মেনে নাও।"

তাই আমাদের উচিত, জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করা। কারণ, এই ক্ষণস্থায়ী জীবনের প্রকৃত সৌন্দর্য এখানেই❤️🌸

https://chithi.me/ayatus

Читать полностью…

important Info + links

/channel/thinkingcorner01/235

Читать полностью…

important Info + links

ডুরালুমিন -
90-95% Aluminium
4% Cu
Mg
Mn

ব্রোঞ্জ / কাসা
90% Cu + 10% Sn /
88% Cu+12% Sn

ব্রাস/পিতল
80% Cu + 20% Zn

Читать полностью…

important Info + links

"আর তুমি ভিক্ষুককে ধমক দিও না"

আদ-দুহা: ১০

Читать полностью…

important Info + links

জীবন,ক্যারিয়ার, অ্যাকাডেমিক নিয়ে যারা অনেক বেশি হতাশ তাদের আজকের আইইউটির ঘটনাটা সময় নিয়ে ভাবা উচিত। পিকনিক বাসে কারেন্টের তার লাগছে, সেখান থেকে তিনজন ছেলের মৃত্যু। জীবন কতটা অনিশ্চিত। স্রষ্টার প্ল্যান ছাড়া আর কারো প্ল্যান কি আসলেই কখনো সফল হয়??

Читать полностью…

important Info + links

#ngl_ask@amarto_basicvalona

সব ধরনের possible academic (admission) সমস্যা থেকে উত্তরণ এর তোমাদের জিজ্ঞাসার অনেক কমন উত্তর এখানে দেয়া আছে।। দেখতে পারো।

Читать полностью…

important Info + links

এটা খুবই স্বাভাবিক, কারণ আমাদের মন ও শরীর সবসময় একভাবে কাজ করে না।।আমি একটু একা থাকি, চেষ্টা করি ইস্তেগফার, দরুদ পড়তে (কুরআন তিলাওয়াত শোনা বেশি হয় মন ভালো না থাকলে)....

এই সময়গুলোতে আল্লাহ আমাদের মনে করিয়ে দেন যে হয়তো আমরা তাঁর দিকে যথেষ্ট মনোযোগ দিচ্ছি না। আমাদের দুনিয়ার কাজগুলোতে এত ব্যস্ত হয়ে পড়ি যে তাঁর সঙ্গে আমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। তাই যখন এমন উদাসীনতা আসে, তখন এটা আল্লাহর দয়া যে তিনি আমাদের বিরতি নেওয়ার সুযোগ দেন যাতে কিছু উপলব্ধি করতে পারি । এই সময়টা নিজের সঙ্গে এবং স্রষ্টার সঙ্গে সম্পর্ক দৃঢ় করার জন্য কাজে লাগানো উচিত। কুরআন তিলাওয়াত করো, নামাজ পড়ো, আর দু'আ করো—এগুলো আমাদের মনে প্রশান্তি নিয়ে আসে।

মনে রেখো, আমাদের জীবনের সব সমস্যার সমাধান আল্লাহর কাছে। তাঁর কাছে ফিরে গেলে সবকিছু সহজ হয়ে যাবে। শুধু তাঁর ওপর ভরসা করো, দেখবে মনের ভারও কমে যাবে, আর কাজের প্রতি আগ্রহও ফিরে আসবে ইন শা আল্লাহ।।

অবশ্যই আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয়।
(সূরা আর রা'দ: ২৮)

https://chithi.me/ayatus

Читать полностью…

important Info + links

বই থেকে মতবাদ গুলো দেখে রাখবেন must with example
#chemistry #mediaim@amarto_basicvalona

Читать полностью…

important Info + links

📌 বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-বিইউপির ভর্তি পরীক্ষার কেন্দ্রসমূহ দেখে নাও এক নজরেঃ


১. বিইউপি ক্যাম্পাস [মিরপুর সেনানিবাস]

২. MIST [মিরপুর সেনানিবাস]

৩. মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ [মিরপুর সেনানিবাস]

৪. ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ [ইসিবি চত্ত্বর]

৫. আদমজী ক্যান্টনমেন্ট কলেজ [ঢাকা সেনানিবাস]

৬. শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ [ঢাকা সেনানিবাস]

৭. বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ [কুর্মিটোলা]

৮. বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ ঢাকা [তেজগাও]

৯. শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ [ঢাকা সেনানিবাস]

_সংগৃহীত

Читать полностью…
Subscribe to a channel