amarto_basicvalona | Unsorted

Telegram-канал amarto_basicvalona - important Info + links

10528

Scientific name: amarto basicvalona । প্রয়োজনের তাগিদে বিভিন্ন প্লাটফর্ম হতে প্রাপ্ত তথ্য এখানে সংগ্রহ করে রাখা।। কোনো প্ল্যাটফর্ম, এর সাথে জড়িত নয়।। সকলের জন্য দুয়া আর শুভেচ্ছা🌱🌸🦋

Subscribe to a channel

important Info + links

ধরুন, আপনাকে একটা ব্যাগভর্তি টাকা দেয়া হয়েছে। এই টাকা শেষ হলে আপনার সকল সম্পদ শেষ হয়ে যাবে। তখন আপনি কোনো বাড়তি টাকাও আয় করতে পারবেন না।
এখন কেউ যদি আপনার ব্যাগ থেকে টাকা নিয়ে যায়, কিন্তু আপনি বুঝতে পারছেন না ঠিক কত নিচ্ছে, আবার টাকা কেড়ে নেয়ার পরে কতটুকু অবশিষ্ট আছে সেটাও বুঝতে পারছেন না, তাহলে আপনার অনুভূতি কেমন হবে?

আপনি কি খুশি হবেন? আনন্দ করবেন? নাকি অজানা শঙ্কা কাজ করবে? যাই হোক, টাকা অতটা গুরুত্বপূর্ণ না হলেও এই পার্থিব জীবনে আমাদের প্রত্যেকের “হায়াত” তথা জীবনের সময় নির্ধারিত। এই যে একটা বছর চলে যাচ্ছে তা আপনার জীবনের কোন ভাগের সময় কিংবা কতটুকু সময় সেটা কি আপনি জানেন?

আপনি কখন মারা যাবেন না জানলেও আপনার হায়াত থেকে একটা বছর চলে গেছে এটা তো জানেন! স্বাভাবিকভাবে চিন্তা করে দেখুন তো, এটা আদৌ আনন্দ করার বিষয়?

বছরটা ভালো গেছে? এজন্য আনন্দ করবেন? করতেই পারেন, সমস্যা নেই। তবে আল্লাহ্ যে আপনাকে পুরো বছরটা ভালোভাবে কাটানোর তৌফিক দিলেন, আনন্দটা যদি তাঁর অসন্তুষ্টির মাধ্যমে পালন করেন, তাহলে সেটা কৃতজ্ঞতা প্রকাশ হলো নাকি চূড়ান্ত অকৃতজ্ঞতা?

31st Night, New Year উদযাপন মুসলমানের জন্য নয়। কোনো মূল্যবান জিনিস হারিয়ে উদযাপন করা স্বাভাবিক মানুষের কাজ নয়। মুসলিম হয়ে New Year celebrate করবেন? এটা কাদের জন্য নতুন বছর? শব্দটা যে “খ্রিস্টাব্দ” সেটা ভুলে গেছেন?

যে টাকাটা এই হারামকে কেন্দ্র করে খরচ করার কথা ছিলো সেটা দান করে দিন। আল্লাহর সন্তুষ্টিও অর্জন করতে পারবেন পাশাপাশি সদকাহর দ্বারা বিপদ-আপদও দূর হবে ইনশাআল্লাহ।- কপিড

Читать полностью…

important Info + links

⚠️যারা অতিরিক্ত ফোন অ্যাডিক্টেড তাদের উদ্দেশ্যে:

যদিও অ্যাডিকশন কমানো পুরোটাই মনের দৃঢ় ইচ্ছাশক্তির উপর নির্ভর করে তাও দীর্ঘ সময়ের জন্য তোমার সিদ্ধান্তে অটল থাকতে সাহায্য করবে এমন
দুইটা অ্যাপ নিয়ে কথা বলবো।

বিঃদ্রঃ (এটি কোনো প্রমোশনাল পোস্ট নয়)


1.Digital Detox: স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ

Digital Detox এমন একটি অ্যাপ যা আপনাকে স্ক্রিন টাইম কমাতে এবং যেসব অ্যাপ ডিস্ট্রাকশন তৈরি করে সেগুলো থেকে দূরে থাকতে সহায়তা করবে।
সুবিধাগুলো:

📵 নির্ধারিত সময়ের জন্য অ্যাপ ব্লক করা।(প্রয়োজনীয় অ্যাপ আলাদা রাখা যায়)

⏳ নির্দিষ্ট সময়ে ব্রেক নেওয়ার জন্য রিমাইন্ডার।

💤 সিডিউল অনুযায়ী ডিটক্স মোড অন অফ।

📍টাইমার খুব সাবধানে দিয়েন,কারণ একবার ঠিকঠাক মত ডিভাইস এডমিন একসেস দিয়ে এই অ্যাপ সেট করে টাইমার দিলে টাইম শেষ না হওয়া পর্যন্ত এটা অফ করার কোনো উপায় থাকে না, আনইনষ্টল ও করতে পারবেন না🤓



2.Yeolpumta(YPT): নিজেদের কমিনিউটির সাথে পড়াশুনা।

👥 এখানে অনেক কমিউনিটি গ্রুপ আছে,আপনার লেভেল
(SSC,HSC,Admission, university)অনুযায়ী বিভিন্ন গ্রুপে যুক্ত হতে পারবেন। বন্ধুদের বা আপনার গ্রুপের মানুষদের প্রোডাক্টিভিটি দেখতে পাবেন।

🕒 Pomodoro টেকনিক ব্যবহার করে স্টাডি সেশন তৈরি করা।

📈 প্রতিদিনের স্টাডি রিপোর্ট দেখা।

অনেকেই জানতে চেয়েছেন সেজন্য পোস্ট দেয়া।এছাড়া আরো অনেক অ্যাপ আছে,তবে এই দুইটা অ্যাপ আমাকে অনেক হেল্প করেছে,তাই আমার ব্যক্তিগত ভাবে পছন্দ। ধন্যবাদ।

_SOT

Читать полностью…

important Info + links

গাজ্জার সর্বশেষ হাসপাতালটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে।
আর পৃথিবী 31st নাইট উদযাপনের প্রস্তুতি নিচ্ছে।

Читать полностью…

important Info + links

✅জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত - Tokyo, Japan

✅জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত - San Jose, Costarica

বল, সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?

Читать полностью…

important Info + links

#Extra_Info

🔥ক্ষুদ্রান্তের ডিওডেনাম ও জেজুনামের ভিলাইগুলো আকারে বড় এবং সংখ্যায় অধিক কিন্তু ইলিয়ামের ভিলাইগুলো আকারে ছোট ও সংখ্যায় কম।

✅ভিলাই ও মাইক্রোভিলাই অন্ত্রীয় শোষণ তলের আয়তন যথাক্রমে 40 গুণ এবং 600 গুণ বৃদ্ধির মাধ্যমে অন্ত্রের পুষ্টি শোষণের দক্ষতা বৃদ্ধি করে৷

🔥সিলিয়াক ধমনী ও সুপিরিয়র মেসেন্টারিক ধমনী থেকে অগ্ন্যাশয়ে রক্ত বাহিত হয়।

✅মানব আইলেটস এর প্রায় ২০% আলফা কোষ, ৫০-৭০% বিটা কোষ, সর্বোচ্চ ১০% ডেল্টা কোষ, মাত্র ৩-৫% গামা কোষ।

✅গ্লুকাগন পেপটাইড ধরনের হরমোন।

✅ফোভিওলার কোষ বা গবলেট কোষ থেকে মিউকাস নি:সরণ হয়।

#পরিপাক #এক্সট্রা_ইনফো

~আলীম স্যার

#mediaim_contents

Читать полностью…

important Info + links

টপিকঃ বর্তনীতে সমান্তরাল/শ্রেণিতে সংযোগ (চল তড়িৎ)

🔰 আমরা যারা মেডিকেল প্রিপারেশন নেই তাদের বেশিরভাগেরই ইলেকট্রনিক্স সম্পর্কে ধারণা এতোটাও সমৃদ্ধ না। তাই "চল তড়িৎ" অধ্যায় টার-
✅ অ্যামিটার
✅ গ্যালভানোমিটার
✅ ফিউজ
✅ ভোল্টমিটার
✅ শান্ট

-বিষয় গুলো আমাদের খুব প্যারা দেয়। বিশেষ করে কোনটা বর্তনীতে শ্রেণীতে আর কোনটা বর্তনীতে সমান্তরালে যুক্ত করা হয় সেটা অন্যতম প্যারাদায়ক একটা টপিক। আজকের পোস্ট এই টপিকটাকে সরল-সোজা করার জন্য!

🔰 ট্রিকঃ

এই নেমোনিক টা মনে রাখি-

✅ "ক্লাসে এগ্যাইন ফিউজ হইছে?"

মানে তুমি ক্লাস করতেছো, এমন সময় এই ফিউজ হওয়ার ঘটনাটা ঘটলো, যা আগেও একবার হইছে। তাই, "এগ্যাইন" কথা টা বললা

তাহলে এখানে,

✅ ক্লাসে- শ্রেণিতে
✅ এ- এমিটার
✅ গ্যাইন- গ্যালভানোমিটার
✅ ফিউজ- ফিউজ

তার মানে এই ৩ টা শ্রেণিতে/সিরিজে সংযোগ দেওয়া হয় (ক্লাস মানে শ্রেণি, এভাবে মনে রাখলাম)

তাহলে বাকি সব কিসে সংযোগ দেওয়া হবে?
- সমান্তরালে/প্যারালালে
যেমনঃ ভোল্টমিটার, শান্ট..

☑️ তবে, শ্রেণির টা পড়লে সমান্তরালের টা পড়ার দরকার নাই

©ShaonVaiya #SABAS #physics

Читать полностью…

important Info + links

মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন, "হে মুমিনগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাক। নিশ্চয়ই কতক ধারণা গুনাহ।"
-সুরা হুজরাত:১২

মিথ্যা অপবাদে মানুষের সম্মানহানি ঘটে। কারো সম্মানহানি করার অধিকার অন্যের নেই । যে অপর ভাইয়ের ইজ্জত খাটো করে তার সম্পর্কে রাসূলুল্লাহ(সা.) বলেছেন, ‘কোনো মুসলমান অপর কোনো মুসলমানকে যদি এমন স্থানে লাঞ্ছিত করে যেখানে তার সম্মানহানি হয় আল্লাহ তাকে এমন স্থানে লাঞ্ছিত করবেন, যেখানে তার সাহায্যপ্রাপ্তির আশা ছিল।'
(আবু দাউদ ৪৮৮৪)

অপবাদ বান্দার হক। কারো ব্যাপারে অপবাদ দেওয়া হলে সে ক্ষমা না করলে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া যাবে না।

আল্লাহ আমাদের সুরক্ষিত রাখুন। আমিন।

Читать полностью…

important Info + links

ফেইল করেও রাবিতে পোষ্য কোটায় ভর্তি–
২০১৯-২০ শিক্ষাবর্ষে ৪৩ শিক্ষার্থী
২০২০-২১ শিক্ষাবর্ষে ৭১ শিক্ষার্থী
২০২১-২২ শিক্ষাবর্ষে ৬০ শিক্ষার্থী

তারা সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর সন্তান। মেধাবীদের আসন আপনার ফেল্টুস সন্তান দিয়ে ফিল-আপ করা, কেমন কথা? এখনই সময় এসব বন্ধ করার, না হয় পরীক্ষা ছাড়াই আপনাদের সন্তান ভর্তি করান। বিশ্ববিদ্যালয়কে পরিবার না বানিয়ে দেশের বানান। এ দেশে সবাই আপনাদের মতো উচ্চবিত্ত নয়। সাধারণ শিক্ষার্থীরা রাতদিন এক করে চোখের জল ফেলে একটা সিটের জন্য। আর আপনারা কি না ফেল্টুস সন্তানদের ভর্তি নেন। আপনারা এমন করে আপনার সন্তান কি শিক্ষা পাবে? তারাও তো ভবিষ্যতে এমনটা করবে!!

© RU Insiders

Читать полностью…

important Info + links

Medical Aspirant Exam 2024!!

রেজিস্ট্রেশনের শেষ সময় : ১ তারিখ রাত ১০.৫৯ মিনিট।

রেজিস্ট্রেশন ছাড়া এক্সামে অংশগ্রহণ করতে পারবেন না। রেজিস্ট্রেশনের সময় শেষ হলে মোবাইল নম্বরে এক্সামের টাইম স্লট ও রোল যাবে।

✅পরীক্ষার তারিখ : ০৩ জানুয়ারি ২০২৫ (শুক্রবার)

✅পরীক্ষার পূর্ণমান : ২০০ (MCQ = 100x1 = 100 ; GPA = 100)

🔴পরীক্ষার সময় : সন্ধ্যা ৭টা থেকে রাত ১১.৫৯ টা

🔴প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ মার্ক কর্তন করা হবে।

🔴সেকেন্ড টাইমারদের ৩ মার্ক কর্তন করা হবে ।

🔴সবার জন্য উন্মুক্ত পরীক্ষা : HSC 23+24

🔰Registration Free
Link : https://forms.gle/588LibkHCNnrgmEAA

Читать полностью…

important Info + links

                            

English

      

🔗 Previous years' questions of BCS preliminary (10th - 27th)

https://www.rayvila.com/g.php/230920115812


🔗 Previous years' questions of BCS preliminary (28th to 46th)

https://www.rayvila.com/g.php/230920115826


🔗 Previous years' questions of Medical Admission Test (from 1991-92 to 2023-24)

https://www.rayvila.com/g.php/230920115849


🔗 Previous years' questions of Dental Admission Test (from 1995-96 to 2023-24)

https://www.rayvila.com/g.php/230920115905



GK




🔗 বিসিএস প্রিলিমিনারি বিগত বছরের ( ১০ম - ৩০ম)

https://www.rayvila.com/g.php/231016121749


🔗 বিসিএস প্রিলিমিনারি বিগত বছরের ( ৩১তম - ৪৬তম ),মেডিকেল ও ডেন্টাল বিগত বছর

https://www.rayvila.com/g.php/231016121811

©Poll_machine
এক্সামগুলো দিয়ে নিজেকে যাচাই করে নিতে পারো।।

Читать полностью…

important Info + links

নতুন বছর উপলক্ষ্যে ১০০ জিবি দিচ্ছে সরকার বলে লিঙ্ক পাঠানো হচ্ছে যার দরুন অনেকের মোবাইল আইপি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছে একটা চক্র!

সচেতন এবং নিরাপদ থাকুন, যেকোনো প্রলোভনে দেওয়া ফেইসবুকে কিংবা হোয়াটসঅ্যাপে দেওয়া (লি`ঙ্ক)- ক্লিক থেকে দুরে থাকুন।

সচেতনতায় : বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স।

Читать полностью…

important Info + links

📌চ্যানেল যারা পরিচালনা করছেন-
🔖মুহাম্মদ আয়াত(JnU)
🔖Umme mus'aab আপু(SUST)
🔖 হামীম জহুর (শেরে বাংলা মেডিকেল কলেজ)

চেষ্টা থাকে এডমিশনে প্রয়োজনীয় সঠিক তথ্য সরবারহ করা, তবে আমাদের যেকোনো ধরণের ভুলত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।।

🎀প্রয়োজনীয় হ্যাসট্যাগ গুলো(Update হবে)


#Night_Dose
#info #english
#important
#MCQ_Daily
#Medilogy_Physics
#medilogy_chemistry
#mediaim_contents
#SABAS #analysis
#gk  #reminder
#HSC #strategy
#MediAimGiveAtry
#MediAim_Model_Test
#যেখানে_কনফিউশন_হতে_পারে
#mediphysics
#mediaim_physics
#mediorganic
#mediaim_chemistry
#note  #chemistry
#medilogy #agri
#gupta   #analysis
#BOB       #BH
#Problem_box
#MediAimGapSeries
#Vocab_Armory
#Dontskip         #biology
#Ashbe_na_bro    #JU_D
#last_moment।   #revise
#medhaapu       #box
#extracting_info #gst
#triplebondchemistry
#medilogy@amarto_basicvalona
#gklogy_30days_challange
#confusion_killing
#salam@amarto_basicvalona

মেডিক্যালের অ্যাপ্লাই সম্পর্কে আরো একটু টুকটাক
/channel/amarto_basicvalona/13652

AFMC এবং AMC সমাচার
/channel/amarto_basicvalona/13653

important channels for MAT and Varsity admission preparation
/channel/amarto_basicvalona/12131

Topic: BUP Admission
/channel/amarto_basicvalona/13683

▶️দরুদ সিরিজ
1) /channel/amarto_basicvalona/13319

✅ এখানে প্রয়োজনীয় সব হ্যাশট্যাগ একসাথে করে দিয়েছি।। আর কোনো তথ্য খোঁজার ক্ষেত্রে গ্রূপ এর search 🔎 option এ গিয়ে root word মানে যেই রিলেটেড তথ্য খুজতেছো ঐটা লিখে সার্চ করবা।।

Читать полностью…

important Info + links

পড়া মনে থাকে না?
সমাধান: দুরুদ

মেধা কম?
সমাধান: দুরুদ

আমলে মন বসে না?
সমাধান: দুরুদ

দ্রুত হজ-উমরায় যেতে চান?
সমাধান: দুরুদ

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে চান?
সমাধান: দুরুদ

হাশরে তাঁর অবধারিত সুপারিশ পেতে চান?
সমাধান: দুরুদ

জান্নাতে তাঁর কাছাকাছি থাকতে চান?
সমাধান: দুরুদ

আল্লাহ তাআলার প্রিয় হতে চান?
সমাধান: দুরুদ

দুরুদে-দুরুদে ঝলসে যাক আমাদের যবান। জিহ্বা যেন সাক্ষ্য দেয়, তাকে দিয়ে সবচেয়ে বেশি উচ্চারণ করা হয়েছে দুরুদ— সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

_তানজিল আরেফিন আদনান

Читать полностью…

important Info + links

মাথা স্হির করুন।
দেখুন,আপনি মেডিকেল এর জন্য এতদিন পড়েছেন।আপনার যদি মনে হই এই পথ আর পাড়ি দেওয়া পসিবল না তখন এপথ আসলেই ইম্পসিবল হয়ে দাঁড়াবে।আপনি মেডিকেল এর এক্সাম অবধি মেডিকেল এর জন্য পড়তে থাকেন।আপনি মেডিকেল এর জন্য যে চ্যাপ্টারগুলো পড়ছেন এটা ভার্সিটিতেও যেন কাজে লাগে সেটা এনশিউর করেই পড়বেন।একই পড়া কিন্তু আমাদের অবহেলার প্রিপারেশনে পড়ে মেডিকেল কাভার হলে ভার্সিটি কাভার হই না!কিন্তু একটু কষ্ট করলেই ডিফ প্রিপারেশন নেওয়া পসিবল।


পড়তে থাকুন।আধারের বুক চিরে আলো আসবেই, ইনশাআল্লাহ।

#ngl_ask

Читать полностью…

important Info + links

কিছু বড় অপশনের প্রশ্ন from SABAS.

Читать полностью…

important Info + links

জিয়ানূস এক্সাম-২০২৪-২৫

সিলেবাসঃ জিয়াউর রহমান + ডক্টর মুহাম্মদ ইউনূস

সময়ঃ সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা ।

পূর্ণমানঃ ৫০

এক্সাম টাইমঃ ২০ মিনিট

প্রতিটি ভূল উত্তরের জন্য ০.২৫ মার্ক কর্তন করা হবে ।

লিংকঃ testmoz.com/14199968

Читать полностью…

important Info + links

তুমি কেন ঠিকানাবিহীন?
_ নাবা

Читать полностью…

important Info + links

#Cardinal_Topics #Physics

- চোখের ত্রুটিতে লেন্স

- প্রিজম

- বিচ্ছুরণ ও কৌণিক বিচ্ছুরণ

- ফোকাস দূরত্ব ও আলোক কেন্দ্র

- অণুবীক্ষণ / দূরবীক্ষণ যন্ত্র

#জ্যামিতিক_আলোকবিজ্ঞান

Читать полностью…

important Info + links

দুইটা আসার মত সাম্প্রতিক .....

সম্প্রতি চিকুনগুনিয়া টিকার ১ম অনুমোদন দেয় কোন সংস্থা?

উত্তর : ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি - ১ জুন ২০২৪

mPOX টিকার অনুমোদন দেয় কবে WHO?
উত্তর : ১৩ সেপ্টেম্বর ২০২৪

#recent_gk #gk

Читать полностью…

important Info + links

সালতামামি -2024
RECENT GK


©FIGHTERS PDF
#gk #info

Читать полностью…

important Info + links

আবার রিয়েলাইজ করলাম:

অনলাইন আসলে টক্সিক একটা মিডিয়াম।আপনি যদি টক্সিক ব্যাপারগুলোতে নিজে ইনভলভ করে ফেলেন আপনার জন্য কেবলই আফসোস।অপবাদ দেওয়ার ক্ষেত্রে খুবই সাবধান।


কিছু কথা বলিতে মনে চাই:

১ম কথা:

এখন হয়তো বিভিন্ন গ্রুপে একটিভ পার্টিসিপেশন করছেন।টপ কন্ট্রিবিউটর হচ্ছেন সবচেয়ে বেশি কমেন্ট করার কারণে।

-ফল: পড়ালেখা রিলেটেড ছাড়া যদি অন্য কারণে এই টাইপের কন্ট্রিবিউটর হয়ে থাকেন হয়তো এখন ভালো লাগবে পরে এই ব্যাপারগুলো আপনার জন্য দ্বিগুন কষ্ট হয়ে ফিরবে।এখন হয়তো আমার কথার সাথে একমত হবেন না৷ সময় অতিশীঘ্রই চলনশীল।

২য় কথা:
অনলাইনের সকল ভাইয়া আপনার অতিরিক্ত একটিভ দেখে/তাদের প্রমোশনাল পোস্টে কমেন্ট করছেন দেখে হয়তো আপনাকে হালকা প্রসংশা করছে কারণ গ্রুপের রিচ হই এতে।এই যে সময় দিচ্ছেন তারা এডমিশনের পর খুব অল্প সংখ্যক টিচারই আপনাকে মনে রাখবে তাও যদি চান্স পেয়ে যান (ব্যাতিক্রম আছে, সার্বজনীন কথা বলছি)।

আর তারাও জানে আপনার এইভাবে সময় গুলো নষ্ট করলে সামনে ভয়ংকর দিন আসবে৷ তারা বলতে চেয়েও অনেক কথা বলতে পারে না৷মানুষ স্বার্থের গোলাম, আমি কিংবা আপনি সবাই৷


অনেক কথা বলতে চাই কিন্তু আপনি নিতে পারবেন না। গালি খাব অযথা৷ কি দরকার আপনার উপকার করতে গিয়ে নিজে গালি খেয়ে?

নোট: করোনার সময় থেকে বিভিন্ন প্লার্টফর্মে কাজ করার অভিজ্ঞতা থেকে এই বার্তাটুকু আপনাকে দিয়ে গেলাম। পড়াশুনা রিলেটেড কাজ ছাড়া অন্য কাজে সময় আশা করছি আর ওয়েস্ট করবেন না।সময়কে মূল্যায়ন করুন৷সময় অতীব জরুরী। 

©হামীম জহুর

Читать полностью…

important Info + links

১৯৯৯ সালে যাত্রা শুরু হওয়া ভ্রাম্যমাণ লাইব্রেরি বন্ধ হচ্ছে ৩১ ডিসেম্বর থেকে😢 কত স্মৃতি!!

Читать полностью…

important Info + links

কেউ এক্সাম মিস দিও না। অন্তত প্রশ্ন গুলোতে চোখ বুলাও।🤲🏻

https://www.facebook.com/share/p/1AzWdkqYEJ/

Читать полностью…

important Info + links

"বর্তমানে একটি ট্রেন্ড চালু হয়েছে, মানুষ স্পষ্ট হারাম কাজে জড়িয়ে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে ও সাহায্য কামনা করে! "

যেমন:

০১. ফেসবুক, ইস্টাগ্রামে মেয়েরা নিজেদের হিজাব ওয়ালা/হিজাব বিহীন ছবি দিয়ে সাথে কুরআনের আয়াতও পোস্ট করে...আল্লাহ আমার জন্য যথেষ্ট/ তিনি তাকওয়াপূর্ণ ব্যক্তিদের পছন্দ করেন।

০২. মাশাআল্লাহ আন্টি আপনার মেয়ে তো দারুন নাচতে পারে।

০৩. হ্যা "আলহামদুলিল্লাহ" স্কুলের ড্যান্স প্রতিযোগিতায় সে প্রথম হয়েছে।

০৪. এক ছেলে কলিগের স্ত্রীকে ইঙ্গিত করে ভাবি, আর বইলেন না আপনি যা সুন্দর "মাশাআল্লাহ।"

০৫. ইনশাআল্লাহ এবার যদি আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতে, তাহলে আমি নামায শুরু করবো।

০৬. মাশাআল্লাহ আপনার ছেলের গায়ে হলুদের অনুষ্ঠান দারুন হয়েছিলো। যা ড্যান্স করেছি জোয়ান বুড়ো সবাই। হ্যাঁ "দোআ" করবেন দ্বিতীয় ছেলেটার বিয়েও যেনো এমনভাবে পালন করতে পারি।

০৭. ছেলে মেয়ে মিক্স ফ্রেন্ড সার্কেল কে উদ্দেশ্য করে, আলহামদুলিল্লাহ আমরা ফ্রেন্ডসরা খুব হেল্পফুল।

০৮. মাশাআল্লাহ তোমাকে তো এমনেই সুন্দর দেখায়, দাড়ি রাখবে কেনো।

৯. মাশাআল্লাহ আমার মেয়ে এতটাই সুন্দরী যে, সব মানুষ ওর দিকে তাকিয়ে থাকে।

১০. আমাদের রিলেশনের ৬ বছর কেটে গেলো আলহামদুলিল্লাহ। দোআ করবেন যেনো আমরা বফ/গফ এভাবেই সবসময় পাশে থাকি।

১১. এক আঙ্কেল এসে বললো, শুনছো অমুক ভাইয়ের ছেলের তো আল্লাহর রহমতে খ্রিষ্টান মিশনারিতে চাকরি হয়ে গেছে। গাড়ি এসে তাকে নিয়ে যায়।

দা-জ্জালের একপাশে থাকবে জান্নাত আরেকপাশে থাকবে জাহান্নাম। আমরা দা-জ্জালের জান্নাতকেই আল্লাহর নিয়ামত মনে করছি। এখনি আমাদের এই অবস্থা, না জানি দা-জ্জালের আগমনে কি হবে আমাদের।

আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আ-মীন

Читать полностью…

important Info + links

#gk_international

📌বিশ্বের ১ম AI শিশু "টং টং" (চীন)

#gk #info

Читать полностью…

important Info + links

Hashtag copy করে জাস্ট গ্রুপ এ সার্চ দিলেই হবে।।✓

Читать полностью…

important Info + links

ভালোই তো।পড়াশুনার ক্ষেত্রে এটা খুবই ভালো।আপনি অন্য কারো সাথে থাকলে দেখবেন আপনার পড়া আরও কমে যেত।সে যদি একদমই না পড়তো আপনি যখন পড়ছেন তখন, ঐ টাইমে দেখা যেত আপনি বেশিক্ষণ মনোযোগ ধরে রেখে পড়তে পারতেন না।


আপনি তাকে আপন করে নিন।তাকে সাথে নিয়ে তার সাথে প্রতিযোগিতা দিয়ে পড়ুন। তাকে বলুন:

আমি আজকে যতঘন্টা পড়বো সেটা পারলে ছাড়িয়ে যেতে পারলে কিটক্যাট দিব <

পজিটিভলি তার সাথে ডিল করুন।দুইজনই ভালো করবেন ইনশাআল্লাহ।

Читать полностью…

important Info + links

মন্তব্যকারীদের মন্তব্যে আটকে যাই নি গন্তব্য।

শায়েখ মিজানুর রহমান আল আজহারীর আজকের মাহফিলের জনতা দেখলেই বুঝা যায় বাংলার মানুষ একত্ববাদে অনড়।আলহামদুলিল্লাহ।

Читать полностью…

important Info + links

রেজিস্ট্রেশন করুন দ্রুত! রেজিস্ট্রেশন ছাড়া এক্সামে অংশ নিতে পারবেন না।

Medical Aspirant Exam 2024!!

রেজিস্ট্রেশনের শেষ সময় : ১ তারিখ রাত ১০.৫৯ মিনিট।

রেজিস্ট্রেশন ছাড়া এক্সামে অংশগ্রহণ করতে পারবেন না। রেজিস্ট্রেশনের সময় শেষ হলে মোবাইল নম্বরে এক্সামের টাইম স্লট ও রোল যাবে।

✅পরীক্ষার তারিখ : ০৩ জানুয়ারি ২০২৫ (শুক্রবার)

✅পরীক্ষার পূর্ণমান : ২০০ (MCQ = 100x1 = 100 ; GPA = 100)

🔴পরীক্ষার সময় : সন্ধ্যা ৭টা থেকে রাত ১১.৫৯ টা

🔴প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ মার্ক কর্তন করা হবে।

🔴সেকেন্ড টাইমারদের ৩ মার্ক কর্তন করা হবে ।

🔴সবার জন্য উন্মুক্ত পরীক্ষা : HSC 23+24

🔰Registration Free
Link : https://forms.gle/588LibkHCNnrgmEAA

Читать полностью…

important Info + links

যারা ফলো করছেন ফলো করতে থাকুন।আপনাদের একটা ব্যাপার খুবই ভালো লেগেছে সেটা হলো:

আপনারা ngl এ এসে প্রতিদিন শেষ করার পর টেক্সট দিয়ে রাখেন কয়টা শেষ হয়েছে আর কয়টা শেষ করতে পারেন নি।আমি আপনাদের এইভাবে রিপোর্ট রাখতে বলি নি/আমাকেও জানাতে বলি নি কিন্তু তারপরও আপনাদের এই ব্যাপারটা খুবই প্রশংসনীয়। আপনারা এটা কন্টিনিউ করতে থাকবেন ১৭ তারিখ অবধি।


পড়তে থাকুন, সময়কে কাজে লাগান।আপনার সাথে পড়ন্ত কোন বিকেলে চা খেতে খেতে আড্ডা হবে।


টেক লাভ ।

Читать полностью…
Subscribe to a channel