Scientific name: amarto basicvalona । প্রয়োজনের তাগিদে বিভিন্ন প্লাটফর্ম হতে প্রাপ্ত তথ্য এখানে সংগ্রহ করে রাখা।। কোনো প্ল্যাটফর্ম, এর সাথে জড়িত নয়।। সকলের জন্য দুয়া আর শুভেচ্ছা🌱🌸🦋
আচ্ছা শুনেন, জিনিসটা আপেক্ষিক। দেখা যাচ্ছে আপনি 100 ta model solve করেও প্রশ্নের উত্তর ক্যাচ করতে পারতেছেন না,ভুলের পরিমাণ বেশি হচ্ছে । মানে আপনার পড়ায় ঘাটতি আছে অবশ্যই তাহলে।।তখন কমন পড়া থেকে "পাশ করবো তো" এই টাইপ চিন্তা আসবে।।
এখন কমন পড়ার বিষয়টা হলো - প্রশ্নগুলো তো তারা বই থেকেই দিবে তাই না, কেউ হয়তো সেখানে এক্সট্রা ইনফো দিয়ে ভরে রাখতে পারে কেউ মেইন বই থেকে গুরুত্বপূর্ণ সব কিছুই চেষ্টা করে অ্যাড করার।। আপনি প্রশ্ন সলভ করলে অনেক গুলোর উত্তর করতে পারলেন।। এখানে মেইন বই revise bad দিয়ে অনলি model solve করাটা ঠিক হবে না।। এতদিনে অন্তত এইটুকু অভিজ্ঞতা হওয়ার কথা যে , উত্তর পত্র ভুল থাকতে পারে।। সেক্ষেত্রে মডেল দিয়ে ভুল গুলো জাস্ট সেখানে উত্তরপত্রের সাথে মেলালে হবে না, বই কি বলে সেটা কিন্তু দেখতে হবে।। বই ভালো মতো পড়া থাকলে এই ফায়দাটা হবে যে তুমি ভুল উত্তর টা সহজে শনাক্ত করতে পারব ।। তাই বলব মডেল test কি পরিমাণ দিলে প্রশ্ন কয়টা কমন পাবো ,এটা থেকে আমি প্রতিটা অধ্যায়ের ,প্রতিটা টপিকের কনসেপ্ট clearly বুঝতে পেরেছি কি না, একা কতটুকু সলভ করতে পারতেছি কি না। ভুলের পরিমাণ আমার আগের থেকে কম তেছে কি না , আমি যতটুকু পড়েছি ,তাতে সন্তুষ্ট কি না। এই জিনিসগুলো বেশি ইম্পর্ট্যান্ট ।।
সার কথা প্রশ্ন কমন পেতেই পারো, তবে যথেষ্ট হবে না।। বই টা ভালো মতো পড়তে পড়েছো কি না, আয়ত্ত্বে আছে কি না সেইদিকে খেয়াল রাইখো।।
#ngl_ask
কয়েক জায়গায় লেখা দেখলাম, ক্যান্ডিডেটদেরকে মোটিভেট করার নাম করে বলা হচ্ছে "আর এক সপ্তাহ পর নাকি ক্যান্ডিডেটের *ভাগ্য নির্ধারণ* হয়ে যাবে" (কারণ ঐসময়ে মেডিক্যালের রেজাল্ট দিবে), এইসেই হ্যানত্যান।
আমার প্রশ্ন হচ্ছে তিনটা,
১. এই একটা মাত্র ভর্তি পরীক্ষা কীভাবে একজন ক্যান্ডিডেটের *ভাগ্য নির্ধারক* (!) হয়? মানে ভাগ্য কি এতই সস্তা আর ফেলনা যে এইটাকে নির্ধারণ করে একটা মাত্র ভর্তি পরীক্ষা?!
২. এইযে বলা হলো এই একটা রেজাল্টে ক্যান্ডিডেটের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে, ক্যান্ডিডেটটা চান্স যদি মিস করে তখন তার যেই মানসিক অবস্থাটা হবে, সেটার দায় কি যারা এইসব বলে *মোটিভেশন* দেয় তারা নিবে?
৩. দুনিয়ার কথা বাদ, এই দেশে কি আর সেক্টর নাই? মাইনষে কি আর সেক্টরে যায়া ভালো করতেছে না?
আমরা যেই জিনিসটা ভুলে যাই, সেটা হচ্ছে ভাগ্য সবার নির্ধারণ হয়েই আছে। whatever we do is attributed to luck itself, no matter how much we try to deny it.
_সীমান্ত
#Revise দেন -১০
✅Haplontic জীবনচক্র - Ulothrix
✅Diplontic জীবনচক্র - sargassum
✅পামেলা দশা - Chlamydomonas
✅Oedogonium এ জুস্পোরে flagella - অসংখ্য
✅ভিটামিন সমৃদ্ধ শৈবাল - Chlorella
✅মাছের ফুলকাতে রোগ সৃষ্টি করে - Oedogonium
✅Ulothrix-এর ক্লোরোপ্লাস্ট - পেয়ালা (গার্ডল) আকৃতির
✅ছত্রাক অধ্যয়নের বিদ্যা - Mycology
✅এককোষী ছত্রাক - ঈস্ট
✅বহুকোষী ছত্রাকের দেহ - সূত্রাকার মাইসেলিয়াম দিয়ে গঠিত
✅ পৃথিবীর সবচেয়ে বড় জীব হিসেবে গণ্য করা হয় - মধু ছত্রাক বা হানি মাশরুম কে
✅ অ্যামাটক্সিন থাকার কারণে ছত্রাক বিষাক্ত হয়
✅ঈস্ট, মরিচা, মিলডিউ, মোল্ড, মাশরুম ও টোডস্টোল কোন ধরনের জীব? - ছত্রাক
✅মৃত উদ্ভিদের পচন ঘটায় কোন ছত্রাক? - মুগুর ছত্রাক
✅Oomycetes ছত্রাকের কোষপ্রাচীর - সেলুলোজ দিয়ে গঠিত
✅ছত্রাকের দেহের সঞ্চিত খাদ্য - গ্লাইকোজেন ও তৈল বিন্দু
✅ প্রস্থ প্রাচীরবিহীন বহুনিউক্লিয়াসযুক্ত ছত্রাকের দেহ - সিনোসাইট
✅পরজীবী ছত্রাকের চোষক অঙ্গ হিসেবে ফলে গাছে রোগে - হস্টোরিয়াম
#important #biology
আপনার মনের কথাগুলো আর কেউ জানুক কিংবা না জানুক আল্লাহ ঠিকই জানেন।
যখন আপনি ব্যার্থ হওয়ার কারনে হতাশা আপনাকে ঘিরে ধরে তখন কুরআন এর আয়াতটির দিকে খেয়াল করুন।
আল্লাহ সুবহানাহু ওয়া তা' আলা বলেন,
"আর তোমার নিরাশ হয়ো না এবং দুঃখ করো না "তুমিই জয়লাভ করবে যদি তুমি বিশ্বাসী হও ।"
(সূরা ইমরান :১৩৯)
যারা 25 batch আছো and next time medical এ admission যারা দিবা মাথায় রাখবা HSC তে
মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে কিন্তু বায়োলজিতে A লাগবে। 4.00 এর নিচে GPA থাকলে দিতে পারবে না।
(Biology তে A- আসলে মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন বাতিল হবে)
এবারের সার্কুলারর স্পষ্ট বলা আছে
4.00 or Above যদি বায়োলজিতে থাকে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবে।।
SSC er ta matter kore na,HSC te bio te A thaklei hobe
Hsc+SSC total 9 থাকলেই হলো।
#suggestion
✅X-Ray
✅Photon
✅LASER
✅Cathode Ray
✅Alpha Ray
✅Beta Ray
✅Gamma Ray
বৈশিষ্ট্য 🔥🔥
#mediaim_contents
স্যাটায়ার অ্যান্ড রিডিকিউল!
✅ড. ইউনূস নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে "স্যাটায়ার অ্যান্ড রিডিকিউল" নামক বইটির মোড়ক উন্মোচন করেছিলেন৷
✅এটি জুলাই গণঅভ্যুত্থান ও শেখ হাসিনার পতন কে কেন্দ্র করে আঁকা ব্যঙ্গচিত্র নিয়ে প্রকাশিত।
✅বইটির সম্পাদক - শহিদুল আলম
#gk #recent_gk #mbbs #hsc #medical #mediaim
পড়া বাদে কিছু করা লাগবে না।। ভালো করবেন ইন শা আল্লাহ
#ngl_ask
আমার বন্ধু হওয়ার দরকার নেই ....একজনের বন্ধু হন।।
আপনি কি আল্লাহর বন্ধু? এখনো আল্লাহর বন্ধুত্ব গ্রহণ করেন নি?
আল্লাহর বন্ধু কারা?বন্ধু হতে চান ? লাভ কি?
উত্তর:
সুরা ইউনুস:৬২-৬৪
সুরা মায়িদা:৫৫-৫৬
১৮.০৯.২৪ তে লিখছিলাম।
Repated.
মানুষ কয় প্রকার !!🙂
আপনার জন্য শায়েরি...
"বড্ড কাছে চলে এসেছো তুমি,
ছেড়ে চলে যাবে, ঠিক করে ফেলেছো....??"
Wa alaikumussalam.
Medical preparation? Biology preparation Valo না 🙂!!
কি bank এ analysis দেয়া থাকে যে কোন টপিক গুলো বেশি গুরুত্বপূর্ন। সেগুলো দেখেন পড়েন।। বিগত বছরের analysis দেখেন।।কোন গুলো ভালো করে পড়তে হবে বুঝে যাবেন।। 15 পেতে হলে অন্তত 15 correct 💯 দাগাতে হবে।
#ngl_ask
#revise দেন -০৮
✅️একবীজপত্রী উদ্ভিদের মূল হয় গুচ্ছমূল।
✅️একবীজপত্রী উদ্ভিদের পুষ্প ট্রাইমেরাস (পুষ্পপত্রের সংখ্যা ৩ বা এর গুণিতক)।
✅️ধান, গম,দূর্বাঘাস, ইত্যাদি একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ।
✅️Poaceae গোত্রকে ঘাস গোত্র বলা হয় যার পূর্বনাম Gramineae।
✅️Poaceae গোত্রে সর্বমুখ পরাগধানী, পালকের ন্যায় গর্ভমুণ্ড, পুষ্পবিন্যাস স্পাইকলেট, অমরাবিন্যাস মূলীয় বৈশিষ্ট্য বিদ্যমান।
✅️Poaceae গোত্রের উদ্ভিদের ফল ক্যারিওপসিস জাতীয়।
✅️Poaceae গোত্রের ক্ষুদ্রাকার পুষ্পপুটকে লোডিকিউল বলে।
✅️ধান গাছের ১টি পুষ্পে পুংকেশরের সংখ্যা ৬টি।
✅️লেমন ঘাস এর সুগন্ধ সৃষ্টির জন্য মূলত টারপিনয়েড দায়ী।
✅️দুর্বাঘাস রক্তপাত বন্ধ ও ক্ষত নিরাময়ের ভেষজ হিসেবে ব্যবহার করা হয়।
#biology #important
Relatable ??
Yep. এই অবস্থা আমার ও ছিল।। এখন কি মরে গেছি?? 🙂
ভাইয়া/আপু, আমি বুঝতে পারছি তুমি কতটা চাপের মধ্যে আছো, কিন্তু একটা কথা মনে রেখো—জীবনে সবসময়ই চ্যালেঞ্জ থাকবে। এটা ঠিক যে পরিস্থিতি এখন কঠিন, কিন্তু তোমার চেষ্টাই তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে।
তুমি হয়তো মনে করছো তোমার অভিভাবকরা বুঝছেন না, কিন্তু তারা নিশ্চয়ই তোমার মঙ্গলই চায়। তাদের সাথে একবার ধীরে-সুস্থে নিজের অনুভূতিগুলো ভাগ করে নাও। সবকিছুকে একসঙ্গে চাপ হিসেবে না দেখে ধাপে ধাপে এগোতে পারো। একটা সময়ের পর হয়তো পরিস্থিতি অনেক ভালো লাগবে। যদি মনে করো মানসিক চাপ সহ্য করা যাচ্ছে না, তাহলে কাছের কোনো বন্ধু বা বড় ভাই-বোনের সাথে কথা বলো।
তুমি একা নও, অনেকেই এমন সমস্যার মধ্যে দিয়ে যায় এবং বেরিয়ে আসে। তুমি চাইলেই পারবে। নিজের প্রতি বিশ্বাস রাখো, প্রস্তুতি নিয়ে তোমার অবস্থা তোমার থেকে বেশি ভালো কেউ জানবে না।। তুমি জানো তোমার কোনগুলো সমস্যা হচ্ছে, কেনো হচ্ছে।। নতুন কিছুনা পড়ে এতদিন যা পড়েছো revise dite থাকো।। দুয়া করি যাতে আল্লাহ তোমাকে এই অবস্থা থেকে পরিত্রাণ দেন।।
#ngl_ask
১. কারোর যদি অ্যাডমিট কার্ডে ডুপ্লিকেট ফটো আসে, ঐ অ্যাডমিট কার্ডটা পিসি বা ল্যাপটপ থেকে ডাউনলোড দিয়ে দেখেন, এই সমস্যাটা দূর হওয়ার কথা। (edit: যদি ওয়াটারমার্ক টাইপের ছবি থাকে, লেখা দেখা যাচ্ছে, তাহলে সমস্যা নাই। যদি লেখা একেবারেই দেখা না যায় তাহলে সেটা সমস্যা)
২. আপনার পরীক্ষা দিতে হবে ভেন্যুতে। এখন অ্যাডমিট কার্ডে ভেন্যুর রুম নাম্বার কীজন্য উল্লেখ নাই সেটাই বুঝতেছিনা। তবে সমস্যা নাই, ভেন্যুওয়াইজ সিটপ্ল্যান দিলে সেখানে নিজের রোল অনুযায়ী সিট পাবেন, এ সিটপ্ল্যান ভেন্যুগুলাতে থাকেই।
৩. আজকেই, মানে আজকেই অ্যাডমিট ডাউনলোড করবেন! আগামীকালকের মধ্যে প্রিন্ট করাবেন, একাধিক কালার প্রিন্ট করাবেন। কোনো রিস্ক নেয়া যাবে না।
#medilogy@amarto_basicvalona
Admit Card Download করা যাচ্ছে। ডাউনলোড করে কালারপ্রিন্ট কপি নিয়ে যেতে হবে ভর্তি পরীক্ষার দিন!
লিংক : http://dgme.teletalk.com.bd/mbbs/index.php
টপিকঃ সিমেন্ট উৎপাদন (অর্থনৈতিক রসায়ন)
#বাষ্পায়ননামা
✅বাষ্পায়ন তরলের প্রকৃতি, উপরিতলের ক্ষেত্রফল, তাপমাত্রার পার্থক্য, বায়ুপ্রবাহ, আপেক্ষিক আর্দ্রতা ইত্যাদির উপর নির্ভর করে।
🔴বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কমে গেলে বাষ্পায়ন বেশি হয়।
🔴বায়ুর মেডিএইম আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে বাষ্পায়ন কম হয়।
🔽বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকলে বাষ্পায়ন বেশি হয়।
🔽বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকলে বাষ্পায়ন কম হয়।
🔰বায়ুমন্ডলের আর্দ্রতা কম হলে/বায়ু যত শুষ্ক হবে বাষ্পায়ন তত দ্রুত হয়।
🔰বায়ুমন্ডলের আর্দ্রতা বেশি হলে মেডিএইম বাষ্পায়ন ধীরে হয়।
🔰বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হলে বাষ্পায়ন হয় না।
🔅শুষ্ক ও সিল্ক বালবের T1, T2 পার্থক্য যত বেশি, বাষ্পায়ন তত দ্রুত হবে।
🔅শুষ্ক ও সিল্ক বালবের T1, T2 পার্থক্য যত কম, বাষ্পায়ন তত হ্রাস পাবে।
🔅শুষ্ক ও সিল্ক বালবের T1, T2 সমান হলে বাষ্পায়ন হয় না।
✔️বায়ুর ঘনত্ব বেশি থাকলে বাষ্পায়ন বেশি হয়।
✔️বায়ুর ঘনত্ব কম থাকলে বাষ্পায়ন কম হয়।
✴️বায়ুর চাপ বেশি থাকলে বাষ্পায়ন বেশি হয়।
✴️বায়ুর চাপ কম থাকলে বাষ্পায়ন কম হয়।
#mediaim_contents #mediaim #hsc #admission #medical #admission
#revise দেন -০৯
📌অটোগ্যামি>একই উদ্ভিদের দুটি পুষ্পের মধ্যে স্বপরাগায়ন
✅উদাহরন -দোপাটি
📌জেনোগ্যামি> একই প্রজাতির জেনেটিক্যালি আলাদা আলাদা ফুলের পরাগ শস্য দ্বারা নিষিক্ত ফুল।
📌এলোগ্যামি>অন্য ফুলের পরাগ শস্য দ্বারা একটি ফুলের নিষেক।।
✅উদাহরণ- পেঁয়াজ, ঘাস,জলপাই গাছ,পালংশাক
📌গেইটোনোগ্যামি> একই প্রজাতির উদ্ভিদের দুটি উভলিঙ্গ বা একাধিক(স্ত্রী/পুরুষ)ফুলের মধ্যে পরাগায়ন।।
✅উদাহরণ- কুমড়া
#biology #important
এই মুহূর্তগুলোতে হতাশ হবেন না।আল্লাহ সব জানেন ।।
কেবলমাত্র তিনিই জানেন আপনি কতটা কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন এবং শুধুমাত্র তিনিই আপনাকে সবকিছুতে সাহায্য করতে পারেন।
আল্লাহ বলেন:
আল্লাহ যদি তোমাদের অন্তরে ভালো কিছু দেখেন তাহলে তোমাদের কাছ থেকে যা নেয়া হয়েছে তা থেকে উত্তম কিছু তোমাদের তিনি দান করবেন আর তোমাদের ক্ষমা করে দিবেন । আল্লাহ অতি ক্ষমাশীল, অতি দয়ালু ।
(সূরা আল আনফাল:৭০)
১. যদি ভেন্যু অনেক দূরে হয় (বাড়ি থেকে দেড় ঘণ্টার বেশি), তাহলে আজকালের মধ্যেই থাকার জায়গা ঠিক করে ফেলেন, তবে সতর্কতা অবলম্বন করবেন কারণ এ সময় প্রতারকরা সক্রিয় থাকতে পারে। অপরিচিত জায়গা হলে অবশ্যই একলা যাবেন না, ফ্যামিলি/ফ্রেন্ডদের কারোর সাথেই যাবেন।
২. যদি ভেন্যু নিজ জেলাতেই হয় কিন্তু দূরে, তাহলে সকালবেলা যত তাড়াতাড়ি সম্ভব বের হবেন। ৯.৩০ এর মধ্যে পরীক্ষার হলের গেট বন্ধ করে দিবে, আপনার টার্গেট হবে যাতে সকাল ৮ টা, খুব দেরি হলেও ৮.২০ এর মধ্যেই পরীক্ষার হলে থাকতে পারেন।
৩. ভেন্যু লোকেশন আগে থেকে জানা না থাকলে গুগল ম্যাপ ইউজ করবেন। কোথায় নামতে হয়, সেখান থেকে ভেন্যু কতদূর, সবই জানতে পারবেন। এজন্য মোবাইলে আগে থেকে এমবি তুলে রাখবেন যথেষ্ট।
৪. নিজের কাগজপাতি সবসময় নিজের কাছেই রাখবেন। আপনার কলম স্কেল এগুলা হারায়ে গেলে সমস্যা নাই কেনা যাবে, কিন্তু আপনার কাগজপাতি হারালে হিউজ ডিশটাপ। কারোর ভরসায় নিজের কোনোপ্রকার কাগজপাতি রেখে দেয়া যাবে না।
৫. নিজের উপর বিশ্বাস রাখেন।
#medilogy@amarto_basicvalona
টপিকঃ ব্যাপন ও অনুব্যাপন (পরিবেশ রসায়ন)
Chill পাগল chill..এতো stress নিও না।।
কোনো এক মহান ব্যক্তি বলেছেন - success এর কোনো Landmark নাই...
আব্বু আম্মুকে বল আল্লাহ তা'আলা রিজিকে রাখলে হবে ইন শা আল্লাহ, আমিও চেষ্টা করে যাচ্ছি।। আল্লাহ ভরসা।
#ngl_ask
Wa alaikumussalam
ভুলের পরিমাণ কমাও, রিভিশন এ সময় দাও। যেগুলো ভুল করছো বারবার সেগুলোতে আলাদা একটু সময় নির্ধারণ করে রাখো যে ঘন ঘন সেগুলো দেখা হয়।।
রাত জাগার অভ্যাস ছাড়ো, ভোরে উঠে পড়বা ব্রেইন ঠান্ডা হবে🙂🙂
#ngl_ask
Ngl এ লিখেছো এতদিন কিছুই পড়িনি এখন কিভাবে পড়বো?
এটার উত্তর আমি কিভাবে দিবো বলো?🙂
#maro_mujhe_maro
#revise দেন -০৭
✅️সবাত শ্বসনে এক অণু গ্লুকোজ হতে ১০-অণু NADH + H₂, ২-অণু FADH₂, ৪-অণু ATP এবং ৬- অণু CO₂ উৎপন্ন হয়।
✅️সবাত শ্বসনে এক অণু গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয়ে ৩৮টি ATP উৎপন্ন করে।
✅️সবাত শ্বসনে উৎপন্ন নীট ATP সংখ্যা হলো ৩৬টি।
✅️অক্সিজেন অনুপস্থিতিতে অবাত শ্বসন ঘটে।
✅️অবাত শ্বসন: পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণের ফলে ইথাইল অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি হয়।
✅️আমাদের পেশিকোষ ০₂ বিহীন অবস্থায় কিছু ATP উৎপন্ন করতে পারে।
✅️অক্সিজেনবিহীন অবস্থায় স্নায়ুকোষ ATP উৎপন্ন করতে পারে না।
✅️স্নায়ুকোষ ফার্মেন্টেশনের কোনো এনজাইম থাকে না।
✅️কতিপয় ব্যাক্টেরিয়া ও প্রাণীতে, বিশেষ করে পেশিতে, ল্যাকটিক অ্যাসিড অধিক উৎপন্ন হয়।
✅️যে প্রক্রিয়ায় CO₂, নির্গত বা অপসারিত - ডিকার্বোক্সিলেশন
✅️অবাত শ্বসন অধিকাংশ আণুবীক্ষণিক জীবের শক্তি উৎপাদনের একমাত্র প্রক্রিয়া।
✅️অবায়বীয় ব্যাকটেরিয়া O2 ছাড়া শ্বসন সম্পন্ন করতে পারে (এদের অবাত শ্বসন ঘটে)
✅️জাইমেজ এনজাইমের উপস্থিতিতে ফার্মেন্টেশন বা গাঁজন ঘটে।
#important #biology
#important
🌼📍টপিকঃ তাপগতিবিদ্যার বিভিন্ন সূত্রের ধারণা
📌 সূত্র - ধারণা - প্রয়োগ
শূণ্যতম সূত্র - তাপমাত্রা - থার্মোমিটার
প্রথম সূত্র - অভ্যন্তরীণ শক্তি - ❌
দ্বিতীয় সূত্র - এনট্রপি - রেফ্রিজারেটর
📌 বিজ্ঞানীর নাম
- শূণ্যতম সূত্র দেন ফাউলার
- প্রথম সূত্র দেন জুল
- কাজ ও তাপের মধ্যে সম্পর্ক নির্ধারন করেন জুল
- প্রথম সূত্রকে সাধারণ ভাবে বর্ণনা করেন ক্লসিয়াস
#SABAS@amarto_basicvalona #physics
যাদের ডাউনলোড হচ্ছেনা তারা ক্রোম ব্রাউজার ইউজ করেন হয়ে যাবে ডাউনলোড।
আর এক্সাম কিন্তু "Venue" তে হবে, খেয়াল রাইখেন৷
একদিন বার্গার না খেলে কি আকাশ ভেঙে পড়বে?
একদিন রিকশায় না গিয়ে লোকাল বাসে চড়লে কি লেভেল কমে যাবে?
একদিন বন্ধুদের সাথে ঘুরতে না গেলে কি জীবনটা থেমে থাকবে?
আমরা এমন ছোট ছোট স্যাক্রিফাইজ করে কি পৃথিবীর বুক থেকে নিভন্ত এক আলোকে বাঁচিয়ে রাখতে পারি না!আপনার আবেদন এর খাতায় আমার দরখাস্ত নিবেদন করে গেলাম।
#help_post