amarto_basicvalona | Unsorted

Telegram-канал amarto_basicvalona - important Info + links

10528

Scientific name: amarto basicvalona । প্রয়োজনের তাগিদে বিভিন্ন প্লাটফর্ম হতে প্রাপ্ত তথ্য এখানে সংগ্রহ করে রাখা।। কোনো প্ল্যাটফর্ম, এর সাথে জড়িত নয়।। সকলের জন্য দুয়া আর শুভেচ্ছা🌱🌸🦋

Subscribe to a channel

important Info + links

তাদের প্রতি নিজের আখলাক / আচরণ ঠিক রাখবে।। এই ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটে থাকে -
১) এরা হনু টাইপ, তাদের ( ex batchmat দের) মধ্যে একধরনের ডমিনেটিং ভাব থাকে,all time একটা অন্যরকম ভাব নিয়ে চলে, মনে হবে যে আমাদের কে চিনেই না,seniority দেখানোর চেষ্টা করে ।

২) as always, মিলেমিশে থাকে (এই type কম)

১) দের ক্ষেত্রে নিজেকে সবসময় তাদের অবস্থায় ছেড়ে দেয়ার মত মানসিকতা রাখতে হবে, এটা মেনে নিতে হবে যে, তারা আর যাই হোক আমার এক ব্যাচ উপরে, তারা যদি এটায় খুশি হয় খুশি থাকুক।। এখানে অনেক সময় কিছু লোক থাকে যে কলেজ area তে senior দের চাপে বা কোথায় হয়তো একটু senior ওয়ালা vibe এ থাকে,বাট campus এর বাইরে আবার সেই আগের মতই frnd/ batchmate দের মতোই থাকে। ভালো এটা তবু।।

২) এর জন্য তো কিছু বলার নেই,এই মানুষগুলারে পাশে পাবা সবসময়, ট্রাই করবা তাদের সাথে মেশার বেশি।।ভালো মনের মানুষদের সাথে চলা ফেরা করলে আলাদা কমফোর্ট কাজ করে।

আমার ক্ষেত্রে ex batchmatder আমি এই ভাবেই দেখি, যারা আমার সাথে আগের মতই থাকে তাদের সাথে মিশলে আলাদা শান্তি লাগে।। আর যারা চায় যে তাদের সম্মান দেই,সালাম দেই etc যেগুলো পরিচিত আরকি, তাদের কেউ যথাযথ সম্মান দেই আমি ।। ওরা এতে খুশি হলে  খুশি থাকুক ।। এখানে low feel করার মতো কিছু নেই।। ভর্তি হয়েছি এবার নিজের উপর focus করে বেস্ট কিছু করে এখন থেকে বের হ ইন শা আল্লাহ।।এভাবে চলবে আল্লাহ ভরসা।।

#ngl_ask

Читать полностью…

important Info + links

কী আশ্চর্য!
আমি যেটা দিতে চাই
সেটা উনি কীভাবে দিয়ে দেন!

Читать полностью…

important Info + links

Thinking of some cute people's:


তুমি না খেলে আমিও খাবো না🙂👍

Читать полностью…

important Info + links

সারারাত তো ঘুম আসে না🙂

Читать полностью…

important Info + links

আরেকটু ক্লিয়ার, প্রিয় একখান ছবি🕚❤️

Читать полностью…

important Info + links

ক্যানিজারো আর aldole ঘনীভবন বিক্রিয়া একবারে পানি হয়ে যাবে।।
এটা দেখে নিও সময় করে।।
https://youtu.be/cfjF95epARw?si=MaabWKQcRHiU24sP

#ngl_ask

Читать полностью…

important Info + links

সেহরি ৩.৪০ এর মধ্যে শেষ করে ফেলার ট্রাই করিয়েন ইন শা আল্লাহ।। পারলে ৩.৩০ টার মধ্যেই। ৯ই জিলহুজ্জাহ এর রোজায় আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আগের ও পরের বছরের গুনাহ মাফ করে দেন ,ইন শা আল্লাহ ।। চেষ্টা করবো রাখার।।

Читать полностью…

important Info + links

মনের আশা গুলা পূরণ করে দিলাম নেও ভাই, তাও পড়ার মধ্যে থাকো😕😕

📌Sis>সিস> সিস্টার্নি,সিসট্রোন, সিস সমাণু ও আছে।। টার্মগুলো দেখে নিও।। সিস সমাণু নিয়ে হালকা বলি পড়ে ফেলো।

⭐সিস vs ট্রান্স সমানু⭐
🔸সিস সমানুতে গলনাঙ্ক এবং সুস্থিতি কম দেখা যায় (সিস কম গসুল করে; এটা দিয়ে মনে রাখতে পারো, এখানে গ=গলনাংক, সু= সুস্থিতি )
🔸অভ্যন্তরীণ শক্তি, স্ফুটনাঙ্ক, ঘনত্ব, দহন তাপ, দ্রবণীয়তা প্রতিসরাঙ্ক, দ্বিপোল মোমেন্ট, আয়নীকরণ ধ্রুবক ইত্যাদি সিস সমানুতে বেশি দেখা যায় (সিস সমানুতে কোনগুলো কম সেটা মনে রাখলেই হবে বাকিগুলো অপশন থেকে exclude করা যাবে) আর ট্রান্স সমানুর ক্ষেত্রে হবে সিস এর opposite

#ngl_ask

Читать полностью…

important Info + links

📌এটা তোমাকে বিপদে ফেলবে। তুমি সর্বোচ্চ যতোটুকু পড়তে পারবা, পড়বা জাস্ট । ট্রাই করবা নিয়মিত থাকার। এর বিকল্প নেই।। শর্ট খুব ভালো করে রিভাইজ দিয়ে ফেলো।। HSC চলাকালীন ,ফুল সিলেবাস একবার রিডিং দিয়ে ফেলবে। সাথে পিন message এ বোর্ড question mcq গুলো আছে সাবজেক্টিভ শেষ করে ফেলবে।। একদম দুশ্চিন্তা করবা না okkkk!!!!❤️🌸📌

#ngl_ask

Читать полностью…

important Info + links

ঘুমানোর আগে 5-10 min quran recitation করবেন। দুই রাকাত নফল নামায পড়ে নিবেন,ওযু করে পরে তাহাজ্জুদ এর নিয়ত করে ঘুমাবেন ।
Try করবেন 10 tar মধ্যে সব complete করার। কিছু বাকি থাকলে ফজর এর পর সেইটা কভার করবেন।।

#ngl_ask

Читать полностью…

important Info + links

বাকি question গুলোর response সময় করে পরে একসময় দিবো ইন শা আল্লাহ। আপাতত পড়েন অথবা ঘুমিয়ে পড়ুন।। সেহরি ৩.৪০ এর মধ্যে শেষ করে ফেলার ট্রাই করিয়েন ইন শা আল্লাহ।।

Читать полностью…

important Info + links

Someone is trolling saying " tor to DMC confirm"!
Just say "ing shaa Allah,make dua for me" and move on...
Take it easy 🌸

Читать полностью…

important Info + links

আরেকটা বিষয়,খেয়াল করে সবাই ওয়াজিব আদায় করবেন ইনশাআল্লাহ!

কিসের ওয়াজিব?
তাকবীরে তাশরিক পড়ার ওয়াজিব।

আগামী কাল রবিবার ৯ই জিলহজ্ব অর্থাৎ ১৬ই জুন রোজ রবিবার ফজর থেকে আগামী ১৩ই জিলহজ্ব ২০ ই জুন বৃহস্পতিবার আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর অন্তত ১ বার "তাকবীরে তাশরীক" পড়া প্রাপ্ত বয়স্ক প্রত্যেক মুসলিম নর নারীর উপর ওয়াজিব।না পড়লে ওয়াজিব তরকের গুনাহ হবে,সাবধান!!
পুরুষরা উঁচু স্বরে পড়বে আর নারীরা নিজে শুনতে পায় এমন আওয়াজে পড়বে।
ভুলে গেলে চলবে না কিন্তু!

তাকবিরে তাশরিকের শব্দগুলো হলো–
الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله، والله أكبر الله أكبر ولله الحمد
আল্লাহু আকবার,আল্লাহু আকবার,আল্লাহু আকবার,লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।

(অবশ্যই আরবী উচ্চারণ দেখে পড়বেন ইন শা আল্লাহ)

সম্ভব হলে আগামীকাল রোজা রাখার সর্বোচ্চ চেষ্টা করবো ( আরাফার রোজা,নফল । তাই বাধ্যবাধকতা নেই,তবে নিজের উপকারের জন্য এটা খুব ই জরুরি। আল্লাহ বোঝার তৌফিক দান করুন আমীন)

Читать полностью…

important Info + links

📥QNA: Daily+ weekly exam এ মার্ক কম আসতেছে, কিভাবে পড়া যায় any idea 💡?

Ans:
দেখো প্রথমে এটা মেনে নাও,যে তোমার lackings আছে অবশ্যই এজন্য ভালো নম্বর আসতেছে না বা উঠাতে পারতেছো না।। এখন শিখার সময় ,বেশি বেশি ভুল করবা, সেখান থেকে ভুল শুধরে নিয়ে শিখতে পারবে।। তোমার কাজ এখন ডেইলি ইমপ্রুভমেন্ট এর দিকে নজর দেয়া। ঠিক আছে! বুঝেছো? এক এক্সাম এ 40 পেলে পরের এক্সাম এ এই টার্গেট রাখবা যেন 40 থেকে কিছু বাড়ে সেটা .5 হলেও ।। অন্যরা লিডার board এ আগায় যাচ্ছে ওইদিক ফোকাস করবা না।। নিজের সাথে নিজের কম্পিটিশন বারাবা।। হ্যা,মাঝখানে ইমপ্রুভ এর flow তে down হতে পারো মানে no. আবার কম আসতে পারে,but ঐটাকে ডেইলি improve এর part হিসেবে ধরে then সামনে আবার ভালো করে চেষ্টা করবা ব্যাক করার।।হতাশ হওয়ার কোনো স্কোপ নেই।। Focus on yourself brother keep it up,may Allah make it easy for you 📌

#ngl_ask

Читать полностью…

important Info + links

#Gk_special
⚠️জাতীয় পতাকা

⛳🎯জাতীয় পতাকা দিবস = ২রা মার্চ
⛳🎯জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন = আ স ম আব্দুর রব(২মার্চ,১৯৭১)
⛳🎯জাতীয় সঙ্গীত গাওয়ার সাথে প্রথম জাতীয় পতাকা উত্তোলন = পল্টন ময়দানে (০৩ মার্চ,১৯৭১)
⛳🎯প্রথম জাতীয় পতাকার ডিজাইনার = শিব নারায়ন দাস
⛳🎯বর্তমান জাতীয় পতাকার ডিজাইনার = কামরুল হাসান
⛳🎯প্রথম জাতীয় পতাকা থেকে মানচিত্র বাদ দেয়া হয় = ১৯৭২ সালে
⛳🎯দেশের বাইরে কোনো মিশনে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় = কলকাতায়; এম হোসেন আলী(১৮ এপ্রিল,১৯৭১)

#gk
#mediaim_contents

Читать полностью…

important Info + links

শোনো, রিভিশনে এখন তুমি একটু সময় নিয়েই ভালো করে রিডিং দাও বইয়ের চ্যাপ্টার গুলো।। তবে খেয়াল রাখবে higest 2-3 h এর মধ্যে দিতে per chapter.... এটা hsc এর পর নিয়ে আসবা 1.5-2h এ।। তখন addmission এর main phase start হবে।। সবাই preparation কড়াভাবে start করবে।। এখন চ্যাপ্টার গুলো ভালোভাবে পড়ে টপিকগুলো রপ্ত করে নাও,যাতে পরবর্তীতে যখন রিভাইজ দিবা সময় কম লাগে কারণ তুমি ইতোমধ্যে তোমার একটা আইডিয়া হয়ে গেছে বইয়ের কোন পার্ট গুলো মোস্ট ইম্পর্ট্যান্ট।। So, don't worry,keep practising..❤️🍀

#ngl_ask

Читать полностью…

important Info + links

📌

আজকে ফজর থেকে,
তাকবীর পড়তে ভুলবেন না।

Читать полностью…

important Info + links

রমজান মাসে পরিবারের সবাই একসাথে মিলে সাহরি করার আনন্দটা বছরের অন্যান্য সময়ে খুব কমই পাওয়া যায়। যেমন আজ আরাফার রোজার জন্যে অনেক পরিবারেই সেই আনন্দঘন মুহূর্তটা ফিরে এসেছে ।। যদিও আম্মু আপাতত গ্রামে, বাট সহপাঠীদের fn দিয়ে জাগানোর মধ্যেও আনন্দ পাওয়া যায়🙂🙂❤️

Читать полностью…

important Info + links

আশ্চর্য এত মানুষ আমার ডাকে জেগে গেলো কিভাবে🤭🤭🤭🍀 power of সেহরি💥💥😁

Читать полностью…

important Info + links

উঠুন সেহরি খান ,
রোজা রাখুন 🥹🥹🥳🥳🕚❤️

Читать полностью…

important Info + links

ঘুম আসতেছেনা তাই সীরাত পড়তেছি হালকা।। ইমাম শাফেয়ী (রাহিমাহুল্লাহ) এর একটা কথা মনে পড়লো যে - শিক্ষার্থীর জন্য বিপজ্জনক বিষয় হলো বিরক্ত হয়ে যাওয়া এবং পড়াশোনা ও অনুসন্ধানের ক্ষেত্রে ধৈর্য কমে যাওয়া। যে মানুষটা (ইলম অর্জনে) বিরক্ত হয়ে যায়, সে জ্ঞান ধারণ করতে সক্ষম হয় না। বরং যে তার পড়াশোনা চলমান রাখে এবং চিন্তাশক্তি খাটায়, সে জ্ঞান অর্জন করতে সক্ষম হয়।

তাই যাই পড়, বিরক্ত হবা না।।

Читать полностью…

important Info + links

📌মোটামুটি সব গুলো প্রশ্নের ans দেয়ার চেষ্টা করেছি;; আর প্রশ্ন থাকলে pin করা আছে। ওখান থেকে ngl এ পাঠাতে পারো কথা।। কিছু common question আসছে,ওইটাও একসাথে বলে দিয়েছি #ngl_ask এ ক্লিক করলে সব চলে আসবে।। ফি আমানিল্লাহ।।

Читать полностью…

important Info + links

পোলাপান ভালো হইতিনা,এইটা দিবার কইছে কে? হাগা শেষ করে মেসেজ দিতি ভাই🥲🥲
👉 নেও tricks:: Myxini and petromyzontida নাম

"মাই হাগু ইজ পেট্রোলিয়াম"
✅মাই> my>myxini>হাগু>হ্যাগফিশ
✅পেট্রো>petro>petromyzontida>লিয়াম>ল্যাম্প্রে

#ngl_ask

Читать полностью…

important Info + links

চেষ্টা থাকবে সময়ের মধ্যে যতোটুকু করতে পারি আমরা।। দুআর দরখাস্ত রইলো।।আপনার জন্যও দুয়া।
#ngl_ask

Читать полностью…

important Info + links

📌আরে আমার ভাইয়া আপুটারে😊😊,
শোনো শোনো - মাত্রারিক্ত চিন্তা করবা না,,, আল্লাহ এর উপর ভরসা রাখবা।। দুআ প্রার্থনা,পড়াশোনা করবা।। কে কি বলে ওইদিক মনোযোগ দিলে,মাইন্ড divert হবে।। তাই সব কথা avoid করে চলবা।।আল্লাহ তোমাদের ধৈর্য্য শক্তি বৃদ্ধি করে দিন আমীন।। রাতে তাড়াতাড়ি ঘুমাবে কারণ রাত বাড়ার সাথে সাথে একাকিত্ব এর অনুভুতি বাড়বে, খারাপ চিন্তা আসবে।। দ্রুত ঘুমিয়ে ফজর এর আগে উঠে পারলে তাহাজ্জুদ পড়ে নিবা(ঘুমানোর সময় নিয়ত করে নিবা,আল্লাহ সাহায্য করবেন ইন শা আল্লাহ) ফজর সালাত মিস দিও না একদম ই।। দুআ রইলো ❤️🌸

Читать полностью…

important Info + links

📌গুরত্বপূর্ণ
🎖️বদ নজর থেকে বাঁচার উপায়ঃ

১। কথার মাঝে অধিক পরিমাণে আল্লাহ তা'আলার জিকির করা।

২। মেয়ে হলে অবশ্যই শরীয়তের বিধান অনুযায়ী পর্দা করা।

৩। হাদিসে বর্ণিত সকাল সন্ধ্যার দুয়া বিশেষ করে নিচের দুইটি দুয়া সকাল বিকাল তিনবার করে পড়া।
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
[তিরমিজি - ৩৫৫৯]
উচ্চারণঃ আউযুবিকালিমাতিল্লাহিত তা-ম্মা-তি মিন শাররি মা খলাক্ব।

بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
(বিসমিল্লাহিল্লাযি লা ইয়াদুররু মায়া'সমিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ি ওয়াহুয়াস সামিউ'ল আ'লিম) [ তিরমিজি ৩৩৩৫]

৪। সকাল সন্ধ্যায় তিনবার করে সূরা ইখলাস ফালাক ও নাস পড়া [ তিরমিজি ৩৫৭৫]

৫। বাচ্চাদের সুরক্ষার জন্য কর্তব্য হলো সূরা ফালাক, নাস পড়ে বাচ্চাদের গায়ে ফুঁ দেওয়া যেমন রসুলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন।
বিশ্বনবি সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম প্রায়ই হজরত হাসান এবং হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নিরাপত্তার জন্য এভাবে দোয়া করতেন-
أُعيـذُكُمـا بِكَلِـماتِ اللهِ التّـامَّة، مِنْ كُلِّ شَيْـطانٍ وَهـامَّة، وَمِنْ كُـلِّ عَـيْنٍ لامَّـة

উচ্চারণ : 'উয়িজুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মাতি, মিন কুল্লি শায়ত্বানিও ওয়া হাম্মাতি, ওয়া মিন কুল্লি আইনিন লিআম্মাতি।'

অর্থ : 'আমি তোমার জন্য আল্লাহর কালেমার সাহায্যে আশ্রয় চাচ্ছি সব ধরনের শয়তান, হিংস্র প্রাণী এবং বদনজরের বিপদ থেকে।' (বুখারি)
৬। ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায়্য অনর্থক শো অফ না করা। অহেতুক ছবি ঘটনা পোস্ট করে মানুষ কে নিজের সুখ স্বাচ্ছন্দ বলে না বেড়ানো।

✅আব্দুল্লাহ আল মাহমুদ ভাই এর "রুকিয়া" বই থেকে

#reminder
#ngl_ask

Читать полностью…

important Info + links

📥পড়াশোনা গোছানো/ অলস লাগে, ভাললাগেনা etc....

Ans:পড়াশোনা গোছাতে strategically এগোতে হবে,বুঝেছো ভাইয়াপুরা🌸
মানে ঢালাও ভাবে সব আগে পড়ার দরকার নেই। ইম্পর্ট্যান্ট জিনিসপাতি কে যথেষ্ট গুরুত্ব দিয়েই আগে শেষ করতে হবে।। জানতে হবে কথা থেকে কিভাবে question আসতে পারে(। একটা pdf দিয়ে দিচ্ছি)।।
এডমিশন পুরাটাই একটা জুয়া খেলা, ভাগ্য কার দিকে কিভাবে হেলে পড়ে বলা মুশকিল।। Second timer হও কিংবা first টাইমার।। নিজেকে চিনো,নিজের উপর নির্ভরশীলতা বাড়াও, অন্যের উপর dependency কমাও, জেদ রাখো, নিজের কমফোর্ট zone এ থাকো,লড়াই করো,অলসতা ছাড়ো, এইটা তোমাকে টপ থেকে একবারে ধপাস করে নইলে মাটিতে ফেলবে।। কষ্ট হলেও পরিশ্রম করো ,ধারাবাহিক থাকো। নিয়মিত প্রার্থনায়যুক্ত থাকো,দুয়া করো, আল্লাহর কাছে চাও বেশি বেশি।।দুয়া করা সবার ভাগ্যে জোটে না,দুই মিনিট পেলে ওই দুই মিনিট ই দুয়া করার জন্য কাজে লাগাই ফেলবা।।
রাজীব ভাইয়া bio strategy share করেছিল ।।
📌মেডিকেল এস্পিরেন্টদের জন্য লাস্ট মোমেন্ট বায়োলজি প্রিপারেশন, কিভাবে strategically কোন টপিক গুলোতে বেশি ফোকাস রাখা লাগবে idea পাবা, কাজে লাগাও।

📌হিডেন ট্রেজার: লিংক: https://drive.google.com/drive/folders/1pYXtJApLLuNBzryiF4A7tDfPc7YK6_0U?usp=sharing

©Razib vai

#ngl_ask

Читать полностью…

important Info + links

আচ্ছা এটা qsn সহই দিচ্ছি; শোনো প্রথমে আমি তোমাদেরকে একটাই পরামর্শ দিবো সেটা হলো device addiction কমাও।।
এবার যারা addiction থেকে বের হতে পারতেছোনা না তারা কি করবা!! এমনি তো ঘুরও (সবার জন্য না) এডুকেশন group গুলোতে follow দিয়ে রাখবা যাতে, পড়াশোনা রিলেটেড কন্টেন্ট টাইমলাইনে বেশি আসে, এতে অন্যান্য আলতুফালতু কন্টেন্ট কম আসবে সামনে।। আর কোনো রকম হীনমন্যতা রাখা যাবে না qstn answer করার ক্ষেত্রে।। ভুল ভাল ans দিবা,কেউ ঠিক করে দিলে সঠিক টা জানতে পারবে।। জানো কি আমাদের ব্রেইন একটা জিনিষ যখন ভুল করে ঐটা ভালো মনে রাখে🥳।। তুমি ভুল করবা, সেই সাথে একটা তথ্য জানতে পারব।। কোনো তথ্য না জানা থাকলে বই খুলে ওই নির্দিষ্ট টপিক পড়বা।।দেখো তুমি যেই qstn tar ans খোঁজার জন্য বই খুলেছো,ঐটা খোঁজার সময় তোমার আনুষাঙ্গিক কিছু তথ্য ও পড়া হয়ে যাবে তাই না বলো😊😊, সো participate করবা যখন ই কোনো qna পাবা ট্রাই করবা সলভ করার। আরেকটা কিউট জিনিষ বলি। এতে নজর একটু কম লাগবে বুঝলা??🤭🤭সব সময় সঠিক উত্তর দেয়ার দরকার নাই 😁😁

#ngl_ask

Читать полностью…

important Info + links

⁉️Confusion_clear⁉️

🔵চুম্বক অংশ🔴
💥💊জাতীয় পতাকা উত্তোলন

⭕✅ প্রথমবার = ২রা মার্চ
⭕✅ প্রথমবার জাতীয় সংগীতের সাথে = ৩রা মার্চ 
⭕✅ বঙ্গবন্ধু পতাকা উত্তোলন করেন = ২৩ মার্চ

⁉️কনফিউশন এরিয়া⁉️
⏳⚡ পতাকা উত্তোলন দিবস = ২৩ মার্চ ( অপশনে, ২রা মার্চ আর ২৩ শে মার্চ দুটোই থাকলে)
⏳⚡ পতাকা উত্তোলন দিবস = ২রা মার্চ (অপশনে ২৩ মার্চ না থাকলে)
⏳⚡পতাকা উত্তোলন দিবস = ২৩ শে মার্চ (অপশনে ২রা মার্চ না থাকলে)

#Gk #confusion_killing
#mediaim_contents

Читать полностью…

important Info + links

📥Qna (2nd.T): Admission এ মাঝে মধ্যে ঘোরাফেরা করাটা ভালো idea কি না?❓❓

Ans: অবশ্যই ভালো। তবে সময়ের প্রতি লক্ষ্য রাখবে অবশ্যই।। ঘোরার জন্য after fazr থেকে 1 hour অথবা বিকেল টা সিলেক্ট করবা।। সারাদিন পড়লে একঘেয়েমি চলে আসতে পারে ,কিছুটা রিল্যাক্স থেকে পরে পড়বা, একটানা না পড়ে break নিয়ে পড়বা। লাইক 25 min টানা পড়লা 5 min ব্রেক নিবা।। তারপর পড়া শুরু করবা।। এটা বেশ effective, দেখবা পড়াও ভালো মনে থাকতেছে।।

So, মাঝে মধ্যে ঘোরাঘুরি is not a bad idea at all ❤️❤️
Refresh and re start....
(এক type প্রশ্ন, একাধিক এলে আগের qna গুলোতে দেখে নিবা, তোমার idea/ pblm এর সাথে related কিছু পাও কিনা…তাহলে qna করার প্রয়োজন পড়বে না, ওই related আমার ans আগেই পেয়ে যাবা)

#ngl_ask

Читать полностью…
Subscribe to a channel