Scientific name: amarto basicvalona । প্রয়োজনের তাগিদে বিভিন্ন প্লাটফর্ম হতে প্রাপ্ত তথ্য এখানে সংগ্রহ করে রাখা।। কোনো প্ল্যাটফর্ম, এর সাথে জড়িত নয়।। সকলের জন্য দুয়া আর শুভেচ্ছা🌱🌸🦋
📌 হিজরী নতুন বর্ষ শুরু....
(নতুন বছর শুরুর দোয়া)
সাহাবী আবদুল্লাহ বিন হিশাম রাযি. বলেন, সাহাবায়ে কেরাম নতুন মাস বা নতুন বছর শুরুর এ দোয়াটি তেমন গুরুত্ব দিয়ে শিখতেন, যেভাবে কুরআনুল কারীম শিখতেন। দোয়াটি হল-
اللَّهُمَّ أَدْخِلْهُ عَلَيْنَا بِالْأَمْنِ، وَالْإِيمَانِ، وَالسَّلَامَةِ، وَالْإِسْلَامِ، وَرِضْوَانٍ مِنَ الرَّحْمَنِ، وَجَوَازٍ مِنَ الشَّيْطَانِ
হে আল্লাহ! আপনি আমাদের মাঝে এ মাস/বছরের আগমন ঘটান শান্তি, নিরাপত্তা এবং ঈমান ও ইসলামের সাথে; দয়াময় আল্লাহর সন্তুষ্টি ও শয়তান থেকে সুরক্ষার সাথে। (তাবরানী, আলমুজামুল আওসাত : ৬/২২১)
চোখের পানি ফ্রিজে রাখলে বরফ হয় না কেনো?
#bH
⭕শ্বসন অঙ্গ⭕
✅Mollusca👉ম্যান্টল পর্দা
✅Arthropoda 👉ট্রাকিয়া, ফুলকা,বুকগিল বা বুকলাং
✅Echinodermata👉 ত্বকীয় ফুলকা,নালিকা পদ ,শ্বসনবৃক্ষ
▪️Ascidiacea 👉ফুলকা
▪️Thaliacea👉 ফুলকা
▪️Larvacea 👉ফুলকা
▪️Chephalocordata 👉ফুলকা
▪️Myxini 👉ফুলকা
▪️Petromyzontida👉ফুলকা
✅Condrichtyes👉ফুলকা
🔹হৃৎপিন্ডের প্রকোষ্ঠ 👉২টা
✅Actinopeterygii👉ফুলকা
🔹হৃৎপিন্ডের প্রকোষ্ঠ 👉 ২টা
✅Sarcopterygii👉ফুলকা
🔹হৃৎপিন্ডের প্রকোষ্ঠ 👉 ২টা
✅Amphibia👉 ফুলকা(লার্ভা দশায়) ;ফুসফুস (পরিনত অবস্থায়)
🔹হৃৎপিন্ডের প্রকোষ্ঠ 👉 ৩ টা
✅Reptilia👉 ফুসফুস
🔹হৃৎপিন্ডের প্রকোষ্ঠ 👉 অসম্পূর্ণভাবে
৪ টা(ব্যাতিক্রম কুমির--সম্পূর্ণ ৪টা)
✅Aves 👉ফুসফুস
🔹 হৃৎপিন্ডের প্রকোষ্ঠ 👉৪টা
✅Mammalia👉 ফুসফুস
🔹 হৃৎপিন্ডের প্রকোষ্ঠ👉 ৪টা
©tasnim{premed}
#mediaim_contents #biology
# ICT Complete Preparation Roadmap #HSC
# ৭ জুন (আজকে)
> সময় কিন্তু বেশি নাই। তাই রেস্টেরও সময় বেশি নাই। বুঝে বুঝে পড়া গুলি আগে পড়বা, মুখস্ত পড়া পরে। যাদের প্রিপারেশন বাজে, তারা শুধু ১-৪ চ্যাপ্টার পড়বা। যাদের ৫ম পড়া আছে আগে, তারা অবশ্যই ৫ম চ্যাপ্টার ও পড়বা।
বিকাল ৪ঃ০০ - ৭ঃ০০
(HTML মূল বই একবার পড়া, বই এর কোড গুলি ভালো মত দেখা ও হাতে লিখে প্র্যাক্টিস করা)
সন্ধ্যা ৭.৩০ - রাত ৯.৩০
(সব চ্যাপ্টারের যে সাজেশন দিলাম, সেখান হতে HTML এর সৃজনশীল গুলির গ,ঘ গুলি আগে শেষ করবে। নিজে হাতে লিখে লিখে প্র্যাক্টিস করবে এই টপিক গুলিঃ
* Order list
* unorder list
* Table
* Colspan
* Rowspan
* img
এই গুলায় সবচেয়ে গুরুত্ব দিবে। এই রিলেটেড সৃজনশীল গুলি হাতে লিখে প্র্যাক্টিস করবে।
রাত ১০.৩০ - ১২.৩০
(সংখ্যা পদ্ধতি মূল বই টা ভালো ভাবে পড়বে)
যারা রাত জেগে পড়ো, তারা সংখ্যা পদ্ধতি টেস্ট পেপার হতেও করে ফেলবে রাতেই।
# ৮ জুন (আগামীকাল)
* আর যারা রাত জাগো না, সকালে তারাতারি উঠে আগে সংখ্যা পদ্ধতির সৃজনশীল গুলি শেষ করবে।
* এরপর দুপুরের মধ্যে লজিক গেট মূল বই ও সৃজনশীল গুলি শেষ করবে। ৩য় এবং ৪র্থ চ্যাপ্টারের অব্জেক্টিভ পড়ার প্রয়োজন নাই। এগুলি টপিক বুঝলে অব্জেক্টিভ পারবে।
* যারা প্রোগ্রামিং হতে সৃজনশীল আন্সার আন্সার করবাঃ
1. ধারার যোগফল
1. do,while,for loop
1. গড় নির্ণয়, ক্ষেত্রফল নির্ণয় । এই গুলি হতে আসার সম্ভাবনা বেশি। এগুলি আগে দেখবে।
1. এরপর টেস্ট পেপারের ক,খ গুলি পড়বে
1. এরপর টেস্ট পেপারের অব্জেক্টিভ গুলি পড়বে। তবে সব পড়ার টাইম পাবেনা অব্জেক্টিভ। অন্তত বহুপদী গুলি দেখে যাবে ও নিজের বোর্ডের অব্জেক্টিভ গুলা দেখবে।
1. চেষ্টা করবে সন্ধ্যার আগেই যাতে প্রোগ্রামিং টা শেষ হয়।
> *আর যারা প্রোগ্রামিং হতে CQ আন্সার করবেনা, তারা টেস্ট পেপার + বই এর চ্যাপ্টার শেষের অব্জেক্টিভ সব দেখে যাবে।*
* সন্ধ্যার পরপর ১ম চ্যাপ্টার টা ধরবে। যত বেশি সম্ভব ক,খ পড়বে। সাজেশন টা ফলো করবে।
* এরপর ২য় চ্যাপ্টার ধরবে।
* সকালের জন্য ২য় চ্যাপ্টারের মুখস্ত পার্ট গুলি রাখবে।
* টপোলজি গুলি রাতেই পড়ে ফেলবে, এইখান হতে যত বোর্ড সিকিউ আসবে অবশ্যই দেখে যাবে।
# সবার জন্য শুভকামনা রইলো। মাথা ঠান্ডা রেখে এক্সাম দিবে। ইনশাল্লাহ ভালো কিছু হবে।
#BOB #ICT
🥷🥷ICT - HSC-2024
1st Chapter : গ ও ঘ অংশ
✅আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
✅রোবোটিক্স
✅বায়োমেট্রিক্স সিস্টেম
✅বায়োইনফরমেটিক্স
✅ভার্চুয়াল রিয়েলিটি
✅ক্রায়োসার্জারি
✅ন্যানো টেকনোলজি
✅জেনেটিক ইঞ্জিনিয়ারিং
✅হ্যাকিং
ক ও খ :
✅প্লেজিয়ারিজম
✅টেলিমেডিসিন
✅আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং
✅RFID
✅গ্লোবাল ভিলেজ
#ict
#hsc #hsc 24
"মেডি ফিজিক্স" সিরিজের পর্ব-১৫( পর্যায়বৃত্ত গতি)
⚜️এক্সট্রা ইনফো ⚜️
🎯অর্থনৈতিক রসায়ন(part-5)🎯🎯
কে যেন বইয়ের কালেকশন দেখতে চেয়েছিলো। আমার ছবি তুলতে আইলসামি লাগে😭।
বহুত আগের একটা ছবি পেলাম। নতুন উঠালে আবার দিবো ইন শা আল্লহ।
উত্তর উপরেই এক্সপ্লেইন করে দিয়েছি তো 🙂🙂article টা পড়ে,একটু ধীরে সুস্থে answer করিও ❤️
Читать полностью…#MAT_info
অক্ষিগোলকের তিনটি প্রকোষ্ঠ রয়েছে।
১. অগ্র প্রকোষ্ঠ
২. পশ্চাৎ প্রকোষ্ঠ
৩. ভিট্রিয়াস প্রকোষ্ঠ
এদের অবস্থান নিয়ে অনেক কনফিউশন হয় তোমাদের বিব্রত হওয়ার কিছু নেই , বিষয়টা খেয়াল করো। চিত্রটা দেখে ফেলো ( এখনো অধ্যায় ০৯ : জুলোজি পড়া না হলে, যখন পড়বে তখন এই জিনিষটা দেখে ফেলবে,easy লাগবে)
🥷🥷সিলার (CILR- cornea, Irish, lens, retina) দিয়ে মনে রাখতে পারেন।
☠️☠️চিত্রতে কিছু short term use করা হয়েছে। যেমন
📌AC - anterior chamber
📌PC - posterior chamber
📌VC - vitreous chamber.
আশা করি ছবিটা দেখেই অনেকটুকু ক্লিয়ার হবেন।। একটা পোল দেই দেখেন সলভ করতে পারেন কি না....
#biology #important
এই সমস্যা যাদের ,তারা ভালোভাবে ওযু করে দুই রাকাত সালাত পড়ে নিবেন।। পড়ার আগে দুয়া পড়ে নিবেন "রব্বি জিদনি ইলমা"...যেসব কারণে মনোযোগের ব্যাঘাত ঘটে সেই চিন্তা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিবেন।। আল্লাহ ভরসা।
#ngl_ask
এইদিকে ০.২৫ এর জন্য কত স্বপ্ন ভেঙে গেছে নিজ চোখে দেখলাম জাস্ট....
Читать полностью…💥জেনেটিক কোডের বৈশিষ্ট্য:
১।এটি ট্রিপলেট কোড।
২।জেনেটিক কোড দ্ব্যর্থহীন:একটি কোড একটি অ্যামিনো এসিডকে নির্ধারণ করে।
৩।জেনেটিক কোড সর্বজনীন
৪।জেনেটিক কোড অনতিক্রম্য
৫।জেনেটিক কোড কমা বা বিরতিহীন
৬।জেনেটিক কোড ডিজেনারেটিং:একাধিক কোড একটি অ্যামিনো এসিডকে নির্ধারণ করতে পারে
৭।চেইন শুরু ও সমাপ্তি কোড:AUG দিয়ে চেইন শুরু ও UAA,UAG,UGA দ্বারা চেইন সমাপ্ত হয়
৮।জেনেটিক কোড ৬৪ টি ট্রিপলেট নিয়ে গঠিত
‼️জেনে রাখো:
💥লাইসিনের জন্য ২টি,ভ্যালিনের জন্য ৪টি ও আরজেনিনের জন্য ৬টি কোড থাকে।
💥জীবকোষে প্রোটিন গঠনকারী অ্যামিনো এসিড ২০ টি।
💥জেনেটিক তথ্যে মূল একক কোডন।
#biology
#mediaim_contents
টপিকঃ অমরাবিন্যাস এর উদাহরণ
🥷🥷HTML Tags with Description🥷🥷
📌Very very important for both MCQ & CQ
Drive Link : https://drive.google.com/file/d/1lvHkRunyGfj97PzadXVlEHqDmgodwFYZ/view?usp=sharing
#hsc #ict #mediaim_contents
ফ্রিজে ঢুকা ছাড়া কোনো উপায় দেখতেছি না 😐
Читать полностью…"মেডি ফিজিক্স" সিরিজের পর্ব -১৬ (পর্যায়বৃত্ত গতির শেষ পর্ব)
৪৮ ঘন্টার মধ্যে ঢাকা সহ চট্টগ্রামে ৩৫ বাচ্চা নিখোঁজ।সবাই একটু ছোট ভাই বোনদের দেখে রাখিও।
Читать полностью…এতো বই পাওয়া ড্রিম 🥲🥲 এ জীবনে এতো বই দেখার সৌভাগ্য হলো না নিজের।
Читать полностью…বিকেলে রেস্ট নেন, পড়া থেকে বিরতি নিয়ে পছন্দের কাজ করুন,মন ভালো থাকবে।।
এটা আমার পছন্দের কাজ আর কি🥲🥷
জীবনে হতাশা বিরাজ করছে?? আরো কিছু যোগ করতে চান?? তাহলে বসে না থেকে আজই,এক্ষুনি এটা পড়ে ফেলুন।। পঞ্চ ইন্দ্রিয় সুস্থ রাখুন🥷🥷🤧
এই ছকটা অবশ্যই বেশ ইম্পর্ট্যান্ট,ভালোভাবে দেখে রাখবেন Vaiappus ❤️🌼
#biology #mediaim
দুষ্টুমি করে লিখেছেন কিনা আল্লাহ মালুম।। অনুমান করছি না কোনো।। তবে কষ্ট হবে এটা মেনে নিয়েই তো এগুতে হবে তাই না?
2nd - মৃত্যুর আকাঙ্ক্ষা করা সম্পূর্ণ নিষিদ্ধ। দুআ করবেন আল্লাহ যাতে আপনার হায়াতের মধ্যে বরকত দেন।বেশি বেশি নেয়ামত আর শুকরিয়া আদায় করার তৌফিক দেন এবং চলমান দুরবস্থা দুর করে দেন ।।
3rd - second time আপনি একা দিচ্ছেন না।।আরো অনেকেই আছে।। এখন এটা নিজেকে জিজ্ঞেস করবেন যে আপনার কেনো চান্স হবে না,কি কি বাধা আছে,এই ফ্যাকটর গুলো খুজে then আপনি নী নিয়ে আরেকটু চিন্তা করবেন।। অলসতা আমার বরাবর অপছন্দের জিনিষ।। আপনার ও এই দিক খেয়াল রাখতে হবে।। Online time reduce করবেন(অপ্রয়োজনে যাবেন না).... সৎ থাকুন, প্রার্থনায় নিয়মিত হোন।
সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা রাখবেন।। আল্লাহ তৌফিক দিন।আমিন।
#ngl_ask
⚜️ এক্সট্রা ইনফো ⚜️
🎯অর্থনৈতিক রসায়ন(part-4)
"পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল করেও পোষ্য কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ৬৫ শিক্ষার্থী।"
চমৎকার হাহাহাহা....