amarto_basicvalona | Unsorted

Telegram-канал amarto_basicvalona - important Info + links

10528

Scientific name: amarto basicvalona । প্রয়োজনের তাগিদে বিভিন্ন প্লাটফর্ম হতে প্রাপ্ত তথ্য এখানে সংগ্রহ করে রাখা।। কোনো প্ল্যাটফর্ম, এর সাথে জড়িত নয়।। সকলের জন্য দুয়া আর শুভেচ্ছা🌱🌸🦋

Subscribe to a channel

important Info + links

যারা ডেন্টালের জন্য হতাশা প্রকাশ করছেন তাদের প্রতি বার্তা:


তাকদীরে যা নাই সেটা অন্তরে স্হান দিয়ে এত কষ্ট পাচ্ছেন কেন!আপনি বিশ্বাস রাখুন,আপনার জন্য বেটার প্লান অবশ্যই আছে।আপনি কষ্ট করেছেন কিন্তু বিনিময় পাবেন না এটা কিভাবে হই?


দেখুন,আল্লাহ আমাদের পরিক্ষা করেন দুইভাবে।

১)অসংখ্য নিয়ামত দান করে
২)অপেক্ষা করিয়ে


আপনাকে আপনার রব দ্বিতীয়টার জন্য চুজ করেছেন। মেনে নিন যা হয়েছে।উঠে বসুন।হাতে খাতা নিয়ে ছক সাজিয়ে ফেলুন।সামনের দিনগুলো আরও কিভাবে পরিশ্রমের মাত্রা বাড়ানো যায়।


"হতাশ হইও না, উঠো, সিজদাহ করো।"


নিশ্চয়ই অশ্রুই হলো আরামের পথ।তাই শেষ রাতে তাহাজ্জুদে চোখের জল ছেড়ে দিয়ে রবের কাছে চেয়ে নিন।নিশ্চয়ই আপনার রব পরম দয়ালু ও মহান।


হামীম জহুর

Читать полностью…

important Info + links

বাচ্চারা ডেন্টালের ফলাফল পেয়েছো আশা করি।যারা চান্স পেয়েছো অভিনন্দন।

যারা চান্স হই নি, হতাশ হওয়ার কিছু নাই।বাকিগুলোতে ফোকাস করো।

Читать полностью…

important Info + links

“যে ব্যক্তি খারাপ লোকদের সঙ্গে মিশে, সে দুটির একটিতে আক্রান্ত হবেই। হয় সে তাদের সঙ্গে হারাম কাজে জড়িয়ে পড়বে। নতুবা যখন সে তার সাথীদের মাঝে হারাম দেখবে বা শুনবে, তখন নীরব থাকবে এবং বাধা দিবে না। ফলে, সে নিজেও পাপী হয়ে যাবে এবং তাদের পাপে অংশীদার হিসেবে গণ্য হবে।”

— ফুদাইল ইবনু ইয়াদ (রহ.)
সূত্র: মাউসুয়াহ ইবনু আবি দুনইয়া, ৬/৫০৬

Читать полностью…

important Info + links

পবিত্র মাহে রমাদান উপলক্ষে IOM কর্তৃক ফ্রী কোর্সের সমাহার! বিস্তারিত —

IOM Free Courses Ramadan 2025

Читать полностью…

important Info + links

Restart your life for Allah again.
It starts now.

Читать полностью…

important Info + links

খেয়াল রাখি -০১

রোজা অবস্থায় নাকে ওষুধ দেয়া: নাকে পানি বা ওষুধ দিলে যদি তা খাদ্য নালীতে চলে যায়, তাহলে রোজা ভেঙে যাবে এবং কাযা করতে হবে।

#ramadan

Читать полностью…

important Info + links

এটা এগ্রির সাজেশন ক্লাস, তবে চবিতে হেল্প করবে ইনশা আল্লাহ। Agri last view ta কাজে দিবে, রিভিশান দিয়ে নিও দেখে pdf।

Читать полностью…

important Info + links

ফিজিক্স সাজেশন ক্লাস

Читать полностью…

important Info + links

চান্সপ্রাপ্তদের প্রতি নছিহত:



এই সময় মেক্সিমাম পুলাপান ফ্রী থাকে।তাদের হাতে টাইমও অনেক।সবাই যেহেতু পরামর্শ দেই এই সময় ঘুরে বেড়াতে সবাই আসলে তাই করে।তবে,আদমের স্বভাব হলো অবসর সময় পেলে সেটাকে নিজের হাতে ধ্বংস করে।রবের অবাধ্যতায় লিপ্ত হয়ে পড়ে।অনলাইনে সময় কাটিয়ে দেই ঘন্টার পর ঘন্টা কিংবা হারামে লিপ্ত হয়ে সময়কে সময় দেই না।


পরামর্শ:
যারা চান্স পেয়েছেন, আপনার রব আপনাকে রহমতের চাদরে আবৃত করেছেন।আপনার প্রতি বার্তা হলো অলস সময় কাটানো উচিত না।আপনি এই সময় একান্ত নিজেকে সময় দিন।একাডেমিক থেকে ব্রেক নিন।আপনার মা বাবার সাথে একান্তভাবে বসে আড্ডা দেন।চিন্তা করে দেখুন, কতদিন হলো আপনার বাবা মায়ের সাথে আপনার বসে আড্ডা দেওয়া হয়ে উঠে নি!

সামনে রমাদান তাই এখন সময় নিজেকে দ্বীনের দিকে ফিরে আসার।সালাত, কুরআন তিলাওয়াত যদি শুদ্ধ না থাকে তাহলে সেটার দিকে ফোকাস করুন।পারলে কুরআনের শেষের পারা মুখস্থ করুন।শেষের পারা তাফসীরে মনোনিবেশ করুন।দৈনন্দিন প্রয়োজন হাদীসগুলো শিখে ফেলুন।


ইসলামী সাহিত্যগুলো পড়ুন।নিজের পছন্দের বইগুলো পড়ে ফেলার এখনই সুযোগ। পরবর্তীতে এই সময় পাওয়াটা কষ্টকর হয়ে যাবে।'এ সময় শীঘ্রই ফুরিয়ে যাবে।


টেক লাভ।

Читать полностью…

important Info + links

ক্রেডিট: মিশন মেডিকেল
ডেন্টাল প্রশ্ন ২৪-২৫

Читать полностью…

important Info + links

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পুরো এক রাত কাটিয়ে দিলেন। নিচের আয়াতটি তিলাওয়াত করতে করতে।

اِنۡ تُعَذِّبۡہُمۡ فَاِنَّہُمۡ عِبَادُکَ ۚ وَاِنۡ تَغۡفِرۡ لَہُمۡ فَاِنَّکَ اَنۡتَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ

যদি আপনি তাদেরকে শাস্তি দেন, তবে তারা তো আপনারই বান্দা। আর যদি তাদেরকে ক্ষমা করেন, তবে নিশ্চয়ই আপনিই মহাপরাক্রান্ত, প্রজ্ঞাময়। ( সুরা মায়েদা, আয়াত ১১৮)

সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসঊদ রা: জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল! আপনার তরে আমার মা-বাবা কুরবান!

আপনি একটি আয়াত দিয়েই রাত পার করে দিলেন। এই আয়াত তিলাওয়াত করেই আপনি রুকু করছেন, সিজদা করছেন, আবার দোয়াও করছেন। অথচ মহান রব আপনাকে তো পুরো কুরআন শিখিয়েছেন।

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আরে আমি তো আমার উম্মতের জন্য ( সারারাত) দোয়া করেছি।

উম্মত করতে করতে যিনি দুনিয়ার জীবন শেষ করলেন, আখেরাতেও যিনি উম্মত উম্মতই করবেন- আমরা তাঁরই হতভাগা উম্মত। তাঁর দ্বীন আমাদের জীবনে নেই। পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গা থেকে তার আদর্শ ও শরীয়তকে বিদায় দিয়েছি।

শাতেমরা তাঁর ইজ্জতে আঘাত হানে, তার শানে কটুক্তি করে। কিন্তু আমাদের জীবনে এর কোন প্রভাব সৃষ্টি করে না। যেন জগতে কিছুই হয়নি।

এই হলাম আমরা, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথিত উম্মত। আমাদের জন্যই কি তিনি উম্মতি উম্মতি করে গেছেন, করছেন এবং করবেন?

_ইফতেখার সিফাত

Читать полностью…

important Info + links

Pride in VS Pride on/upon

Pride in/on/upon এর অর্থ হচ্ছে কোন কিছু নিয়ে গর্ব করা।

👉 He prides in his wealth.
👉 She took pride in her success.

👉 He prides himself on his wealth.
👉 The girl prides herself on her beauty.

Pride এর পর Reflexive Pronoun থাকলেই শুধু on/upon ব্যবহৃত হয়। এক্ষেত্রে on এবং upon দুটোই অপশনে থাকলে Upon উত্তর নিতে হবে।

কিন্তু Reflexive Pronoun না থাকলে সকল ক্ষেত্রেই in ব্যবহার করতে হয়।

#englishhealer

Читать полностью…

important Info + links

শেষ বার্তা:

কাল ডেন্টাল। আজকে কি করা উচিত?

জাস্ট অনুশীলনী আর বক্স কুয়েশ্চন করুন।আমি জানি আপনি অনুশীলনী পারেন কিন্তু তাও করুন।আপনি যা জানেন না, সেগুলো আপনি পারবেনই না।বরং আপনি যা পারেন সেগুলোতেই আপনি ভুল করবেন।তাই জানা জিনিস ভুল করা যাবে না।


তোমার জন্য ডেন্টালের আগে এটাই শেষ কথা।সুস্থ থেকো মাই বয়।আমার রব তোমার উপর রহমত নাজিল করুন।


হামীম জহুর

Читать полностью…

important Info + links

❄খাদ্যনালী ও শ্বসনালীর একটি অভিন্ন অংশ নাসাগলবিল

❄হায়ালিন তরুণাস্থি U,C,D বা ত্রিকোণ~ আকৃতির হতে পারে।

❄সেরাস ফ্লুইড ফুসফুসকে ঘর্ষণ জনিত আঘাত থেকে রক্ষা করে।

❄দুটি ফুসফুসের একত্রে ওজন প্রায় 2.9 পাউন্ড।

❄মানব জীবনের আট বছর বয়সের মধ্যে ফুসফুস পূর্ণ বিকশিত হয়।

❄অ্যালভিওলার ম্যাক্রফেজ ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ফুসফুসে আগত জীবাণু ধ্বংস করে।

❄ধূমপানে এবং সিলিকার (SiO2) কারণে ফুসফুসের অ্যালভিওলার ম্যাক্রোফেজ ধ্বংসপ্রাপ্ত হয়।

#mediaim_contents
#mediaim_biology

Читать полностью…

important Info + links

ডেন্টাল অ্যাডমিট কার্ড যারা ডাউনলোড করতে পারোনি

আমি একটু আগে অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর, পরিচালক (চিকিৎসা শিক্ষা) স্যার এর সাথে কথা বলেছি,
অর্থাৎ তোমরা ২৮ তারিখ শুক্রবার(পরিক্ষার দিন) সকাল ৮ টা থেকে ৮:৩০ এর মধ্যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে, এছাড়া আর সুযোগ নেই কোনো

© 𝗔𝗱𝗺𝗶𝘀𝘀𝗶𝗼𝗻 𝗡𝗲𝘄𝘀 𝗖𝗼𝗿𝗻𝗲𝗿

Читать полностью…

important Info + links

রামাদানেও ইসলামোফোবিয়ার ঘটনা!

Читать полностью…

important Info + links

✅ গুরুত্বপূর্ণ


/channel/thinkingcorner01/279

Читать полностью…

important Info + links

আহালান ওয়া সাহালান।


রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মিম্বরে উঠার সময় তিনবার আমীন বললেন। সাহাবারা জিজ্ঞাসা করলে তিনি বললেন,

"জিবরাইল (আ.) আমার কাছে এসে বললেন: ধ্বংস সেই ব্যক্তি, যে রমজান মাস পেল, অথচ তার গুনাহ মাফ করাতে পারল না। তখন আমি বললাম: আমীন।"

(সুনান ইবনে খুযাইমাহ: ১৮৮৮, মুস্তাদরাক হাকিম: ৪/১৭০)


আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আমাকেও রহমতের চাদরে আবৃত করুক।আমীন।

Читать полностью…

important Info + links

যাদের উপরে অনেক ফরজ দায়িত্ব, ফলে এক্সট্রা কোনো ইবাদাতেরই তেমন কোনো সুযোগ নাই আমার মতো, তাদেরকে একটা কথা বলি--

"হাদিসে রমাদানে বেশি বেশি তাসবিহ, তাহলিল, দুয়া ও ইস্তিগফারের উৎসাহ দেওয়া হয়েছে।" (ড: আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, রমাদানের সওগাত - ২৫)

এই কথাটা মনে রাখবেন। রাস্তায় হাঁটতে, চলতে, বসে, শুয়ে আল্লাহর সাথে কথা বলবেন একটানা। আর সেহেরীর সময়ে আর ইফতারের আগে অবশ্যই কান্নাকাটি করে গুনাহ সব ধুয়েমুছে মাফ আদায় করার চেষ্টা করবেন, আর যা যা ভিক্ষা লাগে চেয়ে নিবেন।

মন খারাপ করিয়েন না। ইন-শা-আল্লাহ, আমাদেরকেও আল্লাহ কবুল করবেন এইবার।

Читать полностью…

important Info + links

খেয়াল রাখি -০২

টিকা নেয়া: টিকা নিলে রোজা ভাঙবে না। কারণ, টিকা রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য রাস্তায় ব্যবহার করা হয় না।

ইনসুলিন গ্রহণ করা: ইনসুলিন নিলে রোজা ভাঙবে না। কারণ, ইনসুলিন রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য রাস্তা দিয়ে প্রবেশ করে না এবং গ্রহণযোগ্য খালী জায়গায় প্রবেশ করে না।

#ramadan

Читать полностью…

important Info + links

⚠️জরুরী পোস্ট⚠️
রমজান মাসে সারাদেশে গণ-ডাকাতির পরিকল্পনা করতে পারে দূর্বৃত্তরা। তারাবির নামাজের সময় রাত ৮টা থেকে ১০ টার মধ্যে ডাকাতির প্রস্তুতি নিতে পারে তারা। এই সময়ে পুরুষরা মসজিদে তারাবির নামাজে ব্যস্ত থাকবে-তখন বাসা বাড়ী পুরুষ শূন্য থাকবে। বাসা বাড়ীতে ডাকাতি ফাঁকে একাধিক হত্যাকান্ড এবং নারী ধর্ষনের ঘটনা ঘটানোর চেষ্টা করবে দূর্বৃত্তরা।

তারাবির নামাজের সময় মসজিদে মোবাইল ফোন সাথে রাখুন। বাসা বাড়ীতে মহিলাদের কে সতর্ক থাকতে বলুন।

⚠️ সবাই সতর্ক থাকুন- নিরাপদে থাকুন ⚠️

(Don't know if it is true or not but stay safe)

Читать полностью…

important Info + links

Correction copy of last view

Читать полностью…

important Info + links

CU Final Suggestion Physics

Читать полностью…

important Info + links

আজ অনুষ্ঠিত ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন...

__
      😀Join now- SABAS Edu

Читать полностью…

important Info + links

দেখো যেটা হয়েছে মেনে নেও।নিজেকে দোষ দিয়ে নিজেকে দোষী বানানো এটা পজিটিভ সাইট তবে এর জন্য থেমে যাওয়াটা বোকামি।অতীত নিয়ে আফসোস করা যাবে না, ভবিষ্যৎ নিয়ে অতি চিন্তিত হওয়া যাবে না। বর্তমান সময়কে নিজের করে আপন করতে হবে।


যেটা চলে গেছে সেটা আফসোস করলে কি ফেরত আসবে?
বরং ঐটা থেকে পজিটিভ সাইট নিজের কাছে নেওয়াটা গুরুত্বপূর্ণ।।


পরামর্শ-০১:

আফসোস করবেন না।আল্লাহ যা করবেন সেটা আপনার কর্মফলের উপর বেইজ করেই করেন।


পরামর্শ-০২:

রিস্টার্ট করুন।নিজেকে গুছিয়ে ফেলুন।এতদিন যা হয়েছে সমস্যা নাই।আপাতত যেকোন একটা ভার্সিটি প্রিপারেশন নেন, ঐটাতে চান্স এনশিউর করেন।তারপর সেকেন্ড মেডিকেল দিতে চাইলে সিরিয়াসলি শুরু করবেন তখন।

পরামর্শ-০৩:

অবশ্যই সব এডমিশন এক্সাম গুলো দিবেন।পড়াশুনা যতটুকু পারেন করেই দিবেন৷ না পেলে হতাশ হওয়া যাবে না তবে এইবার সব এক্সাম দিলে সেকেন্ড টাইমে আপনার এক্সাম হল একেবারেই সহজ মনে হবে।



নিশ্চয়ই আপনার রব ধৈর্য্যশীলদের সাথেই আছেন৷ধৈর্য্যের লেভেল আকাশসমান দৃঢ়তায় পরিণত করুন।


হামীম জহুর

Читать полностью…

important Info + links

খুব নিরবে, নিভৃতে, নির্ভয়ে নিজের সব চাওয়া-পাওয়া, কষ্ট, হতাশা, প্রত্যাশার চাপ, আবেগ ও আক্ষেপ নিয়ে সৃষ্টিকর্তার কাছে নত হও।

যা কাউকে বলা যায় না, উনাকে বলো। যা কারও কাছে চাইতে পারও না, উনার কাছে চাও।

সমস্যা, হতাশা বা কষ্টগুলো ঠিক তাৎক্ষণিক চলে যাবে না হয়ত; কিন্তু, নিজের ভেতর অন্যরকম সাহস, শক্তি ও চাঞ্চল্য অনুভব করবে। সামনে আগানোর পথ পাবে। নিজেকে হালকা মনে হবে। নিশ্চিত।

"হে প্রশান্ত আত্মা! তুমি ফিরে আসো তোমার রবের দিকে, সন্তুষ্টচিত্তে ও সন্তোষপূর্ণ অবস্থা। অত:পর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও। আর চির প্রশান্তির ময়দানে প্রবেশ করো।"

(আল কুরআন - ৮৯:২৭-৩০)

Читать полностью…

important Info + links

কেঁদে মরে মনঃ


যে মানুষটা একসময় আপনাকে বলেছিলো সে আপনাকে ছাড়া বাঁচবে না, এখন আপনি দেখতে পাচ্ছেন সে শুধু বেচে আছে এমন না, দিব্যি খাচ্ছে, ঘুরছে আনন্দ করছে!

যে মানুষটা আপনাকে বলেছিলো আপনাকে ছাড়া তার জীবনের পরিপূর্ণ না, সে মানুষ এখন ঠিকই অন্য কাউকে নিয়ে জীবন উপভোগ করছে।

আর আপনি? আপনার হয়ত কষ্টে অথবা খাওয়া বন্ধ। জীবনে বেচে আছেন কেনো সেটা নিয়ে ভাবা শুরু করেছেন।

কখনো ভেবে দেখেছেন? কি সহজে মানুষ ভুলে যায়। আপনি বসে বসে ভাবছেন, ওই মানুষ কিভাবে পারলো এমনটা করতে। ভেবে জীবন নিয়েই বিতৃষ্ণা অনুভব করছেন।

আমি, আপনি ও কিন্তু আল্লাহ কে ভুলো গিয়েছি, ভুলে গিয়েছি কত অজস্র নিয়ামতে ডুবিয়ে রেখেছেন তিনি। ভুলে গেছি মা বাবার কথা,যারা নয়টা মাস আমাকে আপনাকে নিয়ে দিনরাত টেনশন করেছে। আজও করে।

কি দরকার যা নিজের না তা নিজের ভেবে কষ্ট পাওয়ার?

যে রব আপনার জন্মের আগে আপনাকে ভালোবাসার ঘোষণা দিয়েছে, তাকে ভালোবাসার সময় কি হয়নি?

#reminder

Читать полностью…

important Info + links

📌📛কর্মমুখী রসায়ন 📛📌

⛔কলয়েড⛔

🔸️ভৌত অবস্থা - অসমসত্ত্বীয় মিশ্রণ
🔸️কণার ব্যাস - (1nm-100nm)/(2nm-500nm)
🔸️দৃশ্যমান মাধ্যম - মাইক্রোস্কোপ(আল্ট্রা)
🔸️ব্রাউনীয় গতি - ✅
🔸️টিন্ডাল প্রভাব/আলোর বিচ্ছুরণ - ✅
🔸️মিশ্রণে স্থিতি- সুস্থিত
🔸️উদাঃ বামে গাম, দুধে জিলেটিন
(বা>বাটার>মে>ম>মিল্ক অব ম্যাগনেসিয়া>গাম>দুধ>জিলেটিন)

⛔সাসপেনশন⛔

🌼ভৌত অবস্থা - অসমসত্ত্বীয়
🌼কণার ব্যাস- >500nm
🌼দৃশ্যমান মাধ্যম- মাইক্রোস্কোপ(সাধারণ)
🌼ব্রাউনীয় গতি-❌
🌼টিন্ডাল প্রভাব/আলোর বিচ্ছুরণ-❌(কিছু ক্ষেত্রে আলোর বিচ্ছুরণ ঘটে)
🌼মিশ্রণে স্থিতি - অস্থায়ী মিশ্রণ
🌼উদাঃ পানিতে কাদার মিশ্রণ, রক্ত, কলেরা,ভ্যাকসিন

⛔দ্রবণ⛔

🔹️ভৌত অবস্থা - সমসত্ত্বীয় মিশ্রণ
🔹️কণার ব্যাস - (0.1 nm -2 nm)
🔹️দৃশ্যমান মাধ্যম - অদৃশ্য
🔹️ব্রাউনীয় গতি -❌
🔹️টিন্ডাল প্রভাব/আলোর বিচ্ছুরণ -❌
🔹️মিশ্রণে স্থিতি - সুস্থিত
🔹️উদাঃ গ্লুকোজ দ্রবণ,NaCl দ্রবণ

#mediaim_contents
#mediaim_chemistry

Читать полностью…

important Info + links

🆓 বসে বসে জিকে-ইংলিশ বিসিএস প্রশ্ন সল্ভ করতে পারো চাইলে 😃


🇧🇩 জিকে বিসিএস এক্সাম লিংক (১০-৪৫তম)
/channel/GKBEE/2864

ইংলিশ বিসিএস এক্সাম লিংক (১০-৪৫তম)
/channel/EnglishBEE1/2611

Читать полностью…

important Info + links

কিছু কিছু ইচ্ছে, অধরা রবে বলেই স্বপ্ন দেখায়....

Читать полностью…
Subscribe to a channel