🔴এনজাইম এর বহুরূপী নাম🔴
✅জৈব অনুঘটক
✅মনোক্যাটালিস্ট
✅সেল ফারমেন্ট
✅বায়ো রেগুলেটর
✅মেডিএইম প্রভাবক
✅জীবনের প্রতিনিধি
✅এজেন্টস অফ লাইফ(agents of life)
📌Good to know
🎖️প্রকৃতির এনজাইম -
🎯 পেপসিনোজেন
🎯 ট্রিপসিনোযেন
#mediaim_contents
বিক্রিয়া ও সংখ্যাতাত্ত্বিক এক্সাম ২০২৪!
✅এক্সাম দিতে পারবে : HSC-23+24 এর সবাই । উন্মুক্ত পরীক্ষা ।
✅সেকেন্ড টাইমারদের ৩ মার্ক কাটা হবে
✅পূর্ণমান : ১০০*১=১০০ ; সময় : ৩৫ মিনিট
✅পরীক্ষার তারিখ : ১০ ডিসেম্বর (সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা)
Link :
testmoz.com/14158392
অনেকেই একসাথে এক্সাম লিংকে প্রবেশ করবে , তাই ধীরে সুস্থ্যে ১২টার আগে এক্সাম দিলেই চলবে ।
📌এই topic টাও চোখ বুলিয়ে নিও from Shaon ভাই।
▶️টপিকঃ কোষ বিভাজন অধ্যায়ের সকল বিজ্ঞানী
✅ সকল নামকরণ
☞ শ্লাইখার
→ Karyokinesis নামকরণ
☞ Walter Flemming
→ Mitosis নামকরণ করেন
☞ ফার্মার ও মুর (⭐)
→ মিওসিস (Miosis) নামকরণ
✅ ১ম লক্ষ্য করেন
⭐️ Walter Flemming
→ সামুদ্রিক স্যালামান্ডার (Triturus maculosa) কোষে ১ম কোষ বিভাজন লক্ষ্য করেন
⭐️ রিমেক (Remak)
→ মুরগির ভ্রূণের RBC-তে Amitosis কোষ বিভাজন লক্ষ্য করেন
☞ Strasburger
→ পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষের ক্রোমোজোমে হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করেন
📌 বেনেডিন এবং হাউসার
→ Ascaris কৃমির গ্যামিটে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেন
📌 Boveri
→ সর্বপ্রথম গোলকৃমির জননাঙ্গে মিয়োসিস বিভাজন প্রত্যক্ষ করেন
⭐️ থমাস হান্ট মর্গান
→ ভুট্টা উদ্ভিদে সর্বপ্রথম Crossing over সম্পর্কে ধারণা দেন
⭐️ হাওয়ার্ড ও পেল্ক
→ কোষচক্রের প্রস্তাবনা করেন
✅ Extra Info
📌 রুডলফ
→ কোষের থেকে কোষ সৃষ্টি
📌 Timothy Hunt
→ Cyclin প্রোটিন আবিষ্কার (Sea Urchin-এর ডিমের প্রোটিন সংশ্লেষণ নিয়ে কাজ করার সময়)
📌 Hartwell
→ ঈস্ট কোষে কোষচক্র আরম্ভকারী জিনের সন্ধান
📌 Strasburger
→ Karyokinesis-কে 5 ধাপে ভাগ করেন
©Samanta © SABAS
#SABAS@amarto_basicvalona #biology
📌আন্তর্জাতিক দিবস মনে রাখার সহজ কৌশল, দেখে নিতে পারো।
https://youtu.be/WIycHk_8K1c
#gk_international
বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ৭৯ জেলে-নাবিকসহ ২টি জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্ট গার্ড।
_Abdullah Al jaber
সাঈদনায়া কারাগারে আয়রন এক্সিকিউশন প্রেস
দামেস্কের কুখ্যাত সাঈদনায়া কারাগারে বন্দিদের সঙ্গে আসাদ সরকার এমনই নৃশংসতা চালিয়েছে।
বন্দিকে ফাঁসিতে ঝোলানোর পর লাশ একটি প্রেসে রেখে কাগজের পাতার মতো চ্যাপ্টা করা হতো।
এবার স্যার সলিমুল্লাহ মেডিকেল এর সেন্টার - ইডেন কলেজ এবং গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স!
-mediaim
4️⃣ চোখের দূর এবং ক্ষীণদৃষ্টি ২.৫ ডায়প্টারের কম এবং বিষমদৃষ্টি ১.০ ডায়প্টারের কম হতে হবে। চশমা গ্রহণযোগ্য, সেক্ষেত্রে চশমা সাথে রাখতে হবে এবং চশমা পরিহিত অবস্থায় ন্যূনতম দৃষ্টিশক্তি থাকতে হবে।
5️⃣ বর্ণান্ধতা গ্রহণযোগ্য নয়।
6️⃣ শারীরিক বিকলাঙ্গত্ব এবং/অথবা যেকোনো দুরারোগ্য ব্যাধি প্রার্থীর শারীরিক অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
⚠️ ভর্তি পরীক্ষা প্রক্রিয়াঃ
AFMC এবং AMC এর একটিমাত্র ভর্তি পরীক্ষা হয়ে থাকে। এ পরীক্ষা শুধুমাত্র ঢাকা সেনানিবাস, ঢাকা সেনানিবাস অধিভুক্ত কেন্দ্র এবং যেসকল সেনানিবাসে AMC গুলো আছে, অর্থাৎ বগুড়া, কুমিল্লা, চট্টগ্রাম, যশোর ও রংপুর সেনানিবাসে অনুষ্ঠিত হয়। তবে এসকল কেন্দ্রে আসন সংখ্যা সীমিত থাকে।
পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিজ্ঞান থেকে ৩০ মার্ক করে ৯০ মার্ক এবং সাধারণ জ্ঞান ও ইংরেজি থেকে ৫ মার্ক করে ১০ মার্ক, মোট ১০০ মার্কের ভর্তি পরীক্ষা হয়। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ অনুযায়ী মেডিক্যাল ভর্তি পরীক্ষার অনুরূপ ২০০ মার্ক বণ্টন হয়ে থাকে।
⚠️ নির্বাচন প্রক্রিয়াঃ
ভর্তি পরীক্ষা হবার কিছুদিনের মধ্যেই AFMC এর প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়। এ অনুযায়ী নির্বাচিত
পরীক্ষার্থীবৃন্দকে নির্দিষ্ট তারিখে AFMC তে উপস্থিত হয়ে প্রাথমিক বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। AFMC ক্যাটাগরিভুক্ত পরীক্ষার্থীবৃন্দ প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে AFMC তে ভর্তি হওয়ার সুযোগ লাভ করেন।
AFMC এর প্রথম মেধাতালিকা প্রকাশ হওয়ার কিছুদিনের মধ্যেই একইদিনে AMC গুলোর প্রথম মেধাতালিকা ও প্রথম অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়। এক্ষেত্রে নির্দিষ্ট তারিখে মেধাতালিকা ও অপেক্ষমান তালিকা অনুযায়ী AMC এর সেনানিবাসে গিয়ে প্রাথমিক বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হওয়া সাপেক্ষে AMC গুলোতে পরীক্ষার্থীবৃন্দ ভর্তি হওয়ার সুযোগ লাভ করেন।
AFMC এবং AMC গুলোতে একাধিক মেধাতালিকা প্রকাশ করা হয়ে থাকে, যা ফাঁকা আসন সংখ্যার ওপর নির্ভরশীল। এজন্য ভর্তির প্রক্রিয়া খানিকটা দীর্ঘ হতে পারে।
লক্ষণীয়, AMC গুলোর মধ্যে মাইগ্রেশন করা সম্ভব হলেও AFMC থেকে AMC তে বা AMC থেকে AFMC তে মাইগ্রেশন সম্ভব নয়।
☢️ প্রস্তুতিঃ
AFMC এবং AMC ভর্তি পরীক্ষার জন্য মেডিক্যাল ভর্তি পরীক্ষার অনুরূপ প্রস্তুতি নিতে হবে। নিয়মিত বিভিন্ন প্রস্তুতিমূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সময় ব্যবস্থাপনা এখানে গুরুত্বপূর্ণ, তাই নিয়মিত পরীক্ষা দেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এ ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন কাটমার্ক অনেক বেশি হয়ে থাকে বলে ধারণা করা হয়, তাই প্রস্তুতিমূলক পরীক্ষাগুলোতে সবসময় সবগুলো প্রশ্ন দাগানোর অভ্যাস রাখতে হবে। একইসাথে, ন্যূনতম শারীরিক ফিটনেস বজায় রাখার চেষ্টা করতে হবে। সর্বোপরি নিজেকে সামরিক নিয়মশৃঙ্খলার সাথে পরিচিত করতে হবে এবং পড়াশোনা চালিয়ে যেতে হবে।
আশা করি আপনারা যারা ভবিষ্যতে AFMC এবং AMC ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের জন্য এ পোস্টটি গাইডলাইন হিসেবে কাজ করবে।
©সীমান্ত
মেডিক্যালের অ্যাপ্লাই সম্পর্কে আরো একটু টুকটাক
১. সেন্টারের অধীনে ভেন্যু থাকে। যেমন, সেন্টার যদি হয় রাজশাহী মেডিক্যাল কলেজ, তাহলে ভেন্যু হবে রাজশাহী মেডিক্যাল কলেজ, নার্সিং কলেজ, রাজশাহী কলেজ, নিউডিগ্রি কলেজ, মহিলা কলেজ এরকম (উদাহরণ এটা)। আপনি সেন্টার নিজেই চয়েস করতে পারবেন ঠিকই, কিন্তু ভেন্যু আপনি চয়েস করতে পারবেন না। অনেকেই বন্ধুরা মিলে একসাথে অ্যাপ্লাই করে যাতে একই ভেন্যু পায়, কিন্তু ভেন্যুর বিষয়টা উপর থেকে র্যান্ডম নির্ধারণ করা হয়।
২. সেন্টার চয়েস সর্বনিম্ন একটা, সর্বোচ্চ চারটা দেয়া যাবে, তার মানে এই না যে আপনাকে চারটাই সেন্টার চয়েস দিতে হবে। আমার বাড়ি বগুড়া, তাই আমি সেন্টার চয়েস দিছিলাম প্রথমে বগুড়া, তারপর রাজশাহী। রাজশাহী দিছিলাম ব্যাকাপ হিসেবে, কিন্তু আমি বগুড়াতেই সিট পাইছিলাম। জিয়া মেডিক্যাল সেন্টারের আন্ডারে আমার সিট পড়ছিলো বিয়াম মডেল স্কুল ও কলেজ ভেন্যুতে। এক্ষেত্রে আপনি প্রথমে কোন সেন্টার চয়েস দিচ্ছেন সেটা ম্যাটার করবে।
৩. অ্যাপ্লাই করার একদম শুরুতেই এসএসসি-এইচএসসির ব্যাচ, রেজিস্ট্রেশন, রোল এগুলো নিবে। তাই সেকেন্ড টাইমার হন বা ইম্প্রুভমেন্ট ক্যান্ডিডেট, চিন্তা নাই।
৪. কালকে সকাল দশটা থেকে অ্যাপ্লাই শুরু। যেহেতু বাংলাদেশের ওয়েবসাইট, তাই একদম শুরুতে ওয়েবসাইটে নাও ঢুকতে পারে, ওয়েবসাইট সাময়িকভাবে ক্র্যাশও করতে পারে। এটাতে চিন্তার কিছু নাই, কাল ও পরশু সারাদিনের মধ্যে অ্যাপ্লাই করাটাই সবচে ভালো হবে।
৫. হ্যাঁ, কোড চেঞ্জ হইছে বেশ কয়েকটার। আগের কোড দিয়ে কোনো কাজ নাই এখন। নতুন সার্কুলার বের হইছে, নতুন সার্কুলারে যে কোড দেয়া আছে তাইই চলবে। আর কলেজ চয়েস দিয়ে কোড লাগেনা, কলেজের নামও থাকে কোডের সাথে, তাই এটা নিয়ে চিন্তার কিছু নাই।
৬. অ্যাপ্লাই করতে ভুলেও তাড়াহুড়া করবেন না, যত ইচ্ছা সময় নেন। ইনফো আপনার, পরীক্ষা আপনার, আপনাকেই ইনফো ভেরিফাই করতে হবে।
© সীমান্ত
“যে নিয়মিত কুরআন পড়ে, তাকে বুদ্ধিমত্তার নেয়ামত দেওয়া হবে; যদি তার বয়স ২০০ বছরও হয়।”
.
— মুহাম্মাদ ইবনু কাব রাহিমাহুল্লাহ
সূত্র: আল-বিদায়াহ ওয়ান নিহায়াহ ৯/২৭০
https://www.facebook.com/share/p/14TuokfxrK/
ইসলামী বইয়ের তালিকা একবারে এই পোষ্ট এ দিয়ে দিয়েছি। দেখে নিয়েন।
_Chithi
❓Mediaim Poll question গুলোও সলভ করে ফেলিয়েন।।
1st poll link -
/channel/MediAimPoll/3
🔎 রসায়ন : মেডিকেল প্রশ্নব্যাংক সল্ভ সিরিজ
⏰ মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২২
/channel/ChemistryBEE/3059
⏰ মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২১
/channel/ChemistryBEE/3029
⏰ মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২০
/channel/ChemistryBEE/3097
⏰ মেডিকেল ভর্তি পরীক্ষা ২০১৯
/channel/ChemistryBEE/3131
⏰ মেডিকেল ভর্তি পরীক্ষা ২০১৮
/channel/ChemistryBEE/3158
⏰ মেডিকেল ভর্তি পরীক্ষা ২০১৭
/channel/ChemistryBEE/3186
⏰ মেডিকেল ভর্তি পরীক্ষা ২০১৬
/channel/ChemistryBEE/3217
⏰ মেডিকেল ভর্তি পরীক্ষা ২০১৫
/channel/ChemistryBEE/3271
⏰ মেডিকেল ভর্তি পরীক্ষা ২০১৪
/channel/ChemistryBEE/3309
⏰ মেডিকেল ভর্তি পরীক্ষা ২০১৩
/channel/ChemistryBEE/3363
© Fariha Rahman, CMC
© SABAS
🔖 ঘুম থেকে উঠে একনজরে নামগুলো দেখে নিবেন। ফি আমানিল্লাহ
✅Walter flemming = প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন + মাইটোসিস নামকরণ
✅স্লাইখার =ক্যারিওকাইনেসিস নাম দেন
✅হাওয়ার্ড এবং পেলক = কোষ চক্র আবিস্কার
✅বোভেরি = সর্বপ্রথম মায়োসিস কোষ বিভাজন লক্ষ্য করেন
✅বেনেডিন এবং হাউসার = n সংখ্যক ক্রোমোজোম আবিস্কার করেন
✅স্ট্রাসবুর্গার= হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করেন
✅ফার্মার মুর = সর্বপ্রথম হ্রাসমূলক বিভাজনকে মায়োসিস বলেন
✅থমাস হান্ট মর্গান = ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দেন
✅রুডলফ ভিরশাও = "কোষ থেকে কোষের সৃষ্টি হতে পারে" বলেন...
✅টিম হান্ট = সাইক্লিন প্রোটিন আবিস্কার করেন (sea archin এর ডিমের প্রোটিন সংশ্লেষন নিয়ে কাজ করতে গিয়ে)+ নাম দেন সাইক্লিন।
#cell_division #info
#mediaim_contents
❓ ১ম বাংলাদেশি হিসেবে নেপালের ৩ টি ৬ হাজার মিটারের চুড়া স্পর্শ করেন
➡️পাবনার আসাদুজ্জামান তৌকির
তারিখ:- ৪-৩০ অকটোবর
✅ তৌকিরের অভিযানের নাম ছিলো :- Tree Peak In A Tree
©Faria #gk
#mediaim@amarto_basicvalona
✅জবাব :
১। মুক্তিযুদ্ধের ১০ বছর পরেও বাংলাদেশের শিক্ষার হার যা ছিল, ২০ বছরের বেশী সময় ধরে যুদ্ধে লিপ্ত থাকা আফগানদের শিক্ষার হার তার প্রায় দ্বিগুণ।
২। আফগানদের এভারেজ আইকিউ স্কোর বাঙ্গুদের থেকে ৮ পয়েন্ট বেশী
৩। এথলেটিক এবিলিটি, ম্যানহুড ইত্যাদি নিয়ে কথা বলা ঠিক হবে না, বেশী ব্রুটাল হয়ে যাবে
রোকেয়ার তো অনেক লেখাই আছে, রোকেয়া দিবস পালন করতে হলে তন্মধ্যে যেকোনো একটা দিলেই পারত! কিন্তু যে লেখাগুলো সরাসরি ধর্মকে অস্বীকার ও আক্রমণ করে লেখা, সেটাই কেন এভাবে ব্যানার-ফেস্টুনে দিতে হবে? আর বিশ্ববিদ্যালয়ের এত এত ধর্মপ্রাণ ছাত্রছাত্রীর কারোরই কি নজরে পড়েনি এটা? কোনো প্রতিবাদ তো দেখলাম না!
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অবশ্যই এটার প্রতিবাদ করা উচিত।
AFMC ভর্তি বিজ্ঞপ্তি!!
🔴ভর্তি পরীক্ষা : ২৪ জানুয়ারি, সকাল ১০টা
✅অনলাইন আবেদন শুরু : ১০ ডিসেম্বর, সকাল ১০ টা।
#medilogy_afmc_analysis
AFMC এবং AMC সমাচার
বাংলাদেশে দুই ধরনের মেডিক্যাল ভর্তি পরীক্ষা হয় যার একটি সম্পর্কে আমরা সবাইই কমবেশি জানি। এর অপরটি হলো AFMC এবং AMC ভর্তি পরীক্ষা, যেটি সম্পর্কে আমাদের অনেকের মধ্যেই বেশকিছু ভুল ধারণা রয়েছে। যেহেতু আমি নিজেও একজন AFMC পরীক্ষার্থী ছিলাম, তাই আজ এ সংক্রান্ত সকল কনফিউশন দূর করার জন্য এটি নিয়েই আলোচনা করবো। যেহেতু লেখাটি অনেক বড় হবে এবং এতে আপনাদের AFMC-AMC সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর পাবেন, আশা করছি আপনারা এই পোস্টটা শেয়ার করে রাখবেন।
⚠️ পরিচয়ঃ
AFMC এর পূর্ণরূপ Armed Forces Medical College. এটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত, বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত এবং ঢাকা সেনানিবাসে অবস্থিত একটি সরকারি মেডিক্যাল কলেজ। অপরদিকে AMC এর পূর্ণরূপ Army Medical College. এটি দ্বারা মূলত ২০১৪ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ৫ টি বেসরকারি মেডিক্যাল কলেজের সমষ্টিকে বুঝানো হয়। এগুলি হলো –
1. Army Medical College Bogura
2. Army Medical College Cumilla
3. Army Medical College Chattogram
4. Army Medical College Jessore
5. Rangpur Army Medical College
উভয় ক্ষেত্রেই ছাত্রছাত্রীবৃন্দ ডাক্তারি বিদ্যা এবং সামরিক নিয়মশৃঙ্খলা — দুটোকেই শিক্ষা হিসেবে গ্রহণ করার উদ্দেশ্যে মেডিক্যাল ক্যাডেট হিসেবে পড়াশোনা করে থাকেন।
⚠️ আসন বরাদ্দ এবং পড়াশোনাঃ
AFMC তে প্রতি সেশনে মোট ১২৫ টি আসন বরাদ্দ রাখা হয়। ছাত্রছাত্রীবৃন্দ AFMC ক্যাডেট হিসেবে AFMC তে পড়াশোনা করে থাকেন। পড়াশোনা এবং ইন্টার্নশিপ সম্পন্ন করার পর তারা যেকোনো মেডিক্যাল সেক্টরে যোগদান করতে পারার পাশাপাশি বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে যথাযথ বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হওয়া সাপেক্ষে যোগদান করার জন্য ৬ মাসের সামরিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারেন। এক্ষেত্রে তাদের ওপর সশস্ত্রবাহিনীতে যোগদান করার জন্য কোনো বাধ্যবাধকতা নেই।
প্রত্যেক AMC তে ৫০ টি করে মোট ২৫০ টি আসন বরাদ্দ রয়েছে। পড়াশোনা এবং ইন্টার্নশিপ সম্পন্ন করার পর AMC র একজন মেডিক্যাল ক্যাডেট যেকোনো মেডিক্যাল সেক্টরে যোগদান করতে পারার পাশাপাশি বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে যথাযথ বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হওয়া সাপেক্ষে যোগদান করার জন্য ৬ মাসের সামরিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারেন। এক্ষেত্রে তাদের ওপর সশস্ত্রবাহিনীতে যোগদান করার জন্য কোনো বাধ্যবাধকতা নেই।
উল্লেখ্য, এসকল প্রতিষ্ঠানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের অধীনে এমবিবিএস ডিগ্রি প্রদান করা হয়, যা বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত।
⚠️ খরচঃ
২০২৩-২৪ সেশন অনুযায়ী AFMC তে ভর্তিতে প্রায় ২ লক্ষ ৩০ হাজার টাকা এবং থাকাখাওয়া, কাপড়চোপড় সহ মাসিক প্রায় ১২ হাজার টাকা খরচ পড়ে। এক্ষেত্রে প্রত্যেক তিন মাসের বেতন, অর্থাৎ প্রায় ৩৬ হাজার টাকা একসাথে পরিশোধ করতে হয়। অর্থাৎ, AFMC তে পড়াশোনা ও ইন্টার্নশিপ সম্পন্ন করতে সর্বমোট প্রায় ১০ লক্ষ টাকা পরিশোধ করতে হয়।
যেহেতু AMC গুলো বেসরকারি, তাই AMC গুলোর অধীনে পড়াশোনা শেষ করতে বেসরকারি মেডিক্যাল কলেজগুলোর অনুরূপ খরচ হবে। ২০২৩-২৪ সেশন অনুযায়ী AMC গুলোতে ভর্তিতে প্রায় ২০ লক্ষ টাকা এবং প্রতি বছর প্রায় পৌনে ৩ লক্ষ টাকা করে পরিশোধ করতে হয়। অর্থাৎ যেকোনো AMC তে পড়াশোনা ও ইন্টার্নশিপ সম্পন্ন করতে সর্বমোট প্রায় ৩৫ লক্ষ টাকা পরিশোধ করতে হয়।
⚠️ শিক্ষাগত যোগ্যতাঃ
বিগত বিজ্ঞপ্তি অনুযায়ী AFMC এবং AMC গুলোতে আবেদনের জন্য এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষা মিলিয়ে মোট ন্যূনতম জিপিএ ৯ হতে হবে। একইসাথে, এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে ন্যূনতম জিপিএ ৪ হতে হবে। এসএসসি ও এইচএসসির মধ্যে সর্বোচ্চ ২ বছরের ব্যবধান থাকতে হবে। এখানে সেকেন্ড টাইম পরীক্ষা দেয়া যাবে, এক্ষেত্রে সেকেন্ড টাইম পরীক্ষার্থীদের ৫ মার্ক কাটা হয়।
⚠️ শারীরিক যোগ্যতাঃ
যেহেতু এ প্রতিষ্ঠানগুলোতে সামরিক নিয়মকানুন মেনে চলতে হয়, সেহেতু এখানে শারীরিক যোগ্যতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে সশস্ত্রবাহিনীর মানদণ্ড অনুযায়ী শারীরিক যোগ্যতা নিরীক্ষণ করা হয়ে থাকে।
1️⃣ ক্লাস শুরুর তারিখে বয়স ২০ বছরের বেশি হওয়া যাবে না।
2️⃣ ন্যূনতম উচ্চতা পুরুষদের ক্ষেত্রে ৫' ৪" এবং নারীদের ক্ষেত্রে ৫' ২"। ন্যূনতম উচ্চতার চেয়ে কম উচ্চতা প্রার্থীর শারীরিক অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
3️⃣ ন্যূনতম ওজন পুরুষদের ক্ষেত্রে ৫৪ কেজি এবং নারীদের ক্ষেত্রে ৪৭ কেজি। ওজনের ক্ষেত্রে বিএমআই দ্রষ্টব্য। অত্যধিক ওজন শারীরিক অযোগ্যতা হিসেবে বিবেচিত হয়, তবে বিএমআই অতিরিক্ত ওজন ক্যাটাগরিতে থাকলে তা সচরাচর শারীরিক অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে না।
আন্তর্জাতিক বিষয়াবলি : বিভিন্ন সংস্থার সদর দপ্তর -
🔴ঢাকা-
✅CIRDAP-Centre on Integrated Rural Development for Asia and the Pacific
✅AAPP- Association of Asian Parliaments for Peace
✅BIMSTEC
🔴জেনেভা-
✅ILO - International Labor Organization
✅WHO - World Health Organization
✅WTO - World Trade Organization
✅WMO - World Meteorological Organization
✅WIPO - World Intellectual Property Organization
✅UNCTAD- United Nations Conference on Trade and Development
✅UNHCR- United Nations High Commissioner for Refugees
✅International Red Cross and Red Crescent Movement (Est. 1863)
🔴নিউইয়র্ক-
✅UN-United Nation
✅UNICEF-জাতিসংঘের শিশু বিষয়ক অধিদপ্তর
✅UNDP-জাতিসংঘের উন্নয়ন বিষয়ক অধিদপ্তর
✅UNIFEM-জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক অধিদপ্তর
✅UNFPA-জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক অধিদপ্ত
✅UN Women-জাতিসংঘের নারী বিষয়ক অঙ্গসংস্থা
🔴ওয়াশিংটন ডিসি -
✅World Bank
✅IDA - International Development Association
✅IFC - International Finance Corporation
✅IMF - International Monetary Fund
🔴রোম -
✅FAO-Food and Agricultural Association
✅IFAD- International Fund for Agricultural Development
🔴ব্রাসেলস-
✅EU-European Union
✅NATO-North Atlantic Treaty Organisation
🔴হেগ-
✅ICJ- International Court of Justice(আন্তর্জাতিক আদালত)
🔴প্যারিস -
✅UNESCO-জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিদপ্তর
🔴লিঁও -
✅INTERPOL-International Criminal Police Organisation
🔴কাঠমুণ্ডু -
✅SAARC
🔴ম্যানিলা-
✅ADB-Asian Development Bank
#mediaim_international #mediaim_contents
#mediaim@amarto_basicvalona
আগামীকাল মেডিকেল ভর্তি পরীক্ষার ফর্ম ফিলাপ। ফর্ম ফিলাপের পূর্ণাঙ্গ নিয়মাবলি দেওয়া হলো :
খুবই সাবধানতার সাথে, আগে থেকে যাবতীয় তথ্য, নিজের ছবি ও সিগনেচারের ফাইল রেডি করে ফর্ম ফিলাপ করবেন।
নিচে step by step ফর্ম ফিলাপের পূর্ণাঙ্গ প্রসেস বলা আছে!
🔴মোবাইলের চেয়ে ডেস্কটপ/ল্যাপটপে ফর্ম ফিলাপ করা বেটার অপশন।
Bolcilam apnar elakar manush hamim vai er sathe jogajog koren।pathai debe...just mistir taka ta diye diyen.
Читать полностью…