Scientific name: amarto basicvalona । প্রয়োজনের তাগিদে বিভিন্ন প্লাটফর্ম হতে প্রাপ্ত তথ্য এখানে সংগ্রহ করে রাখা।। কোনো প্ল্যাটফর্ম, এর সাথে জড়িত নয়।। সকলের জন্য দুয়া আর শুভেচ্ছা🌱🌸🦋
মেট্রোরেলে ছাত্ররা নয়, আগুন লাগিয়েছে পরিবহন শ্রমিক ও বাস মালিকরা। যেন সবাই বাসে যাতায়াত শুরু করে।
সূত্র: দি মিরর এশিয়া ও গোয়েন্দা সংস্থা
সবার কাছে একটি রিকুয়েষ্ট থাকবে আপনি যাই পোস্ট শেয়ার করেন না কেন একটু ভেরিফাই করার চেষ্টা করবেন।
ভেরিফাই করা সম্ভব না হলে নিজের বুদ্ধি ব্যবহার করে সেটা দিয়ে যাচাই-বাছাই করার চেষ্টা করবেন।
আপনার একটি ভুল তথ্যের কারণে আতংক ছড়িয়ে আরো অনেক গুলো ছাত্র ছাত্রীর প্রাণ না যাক সেটার চেষ্টা করবেন সবাই।
@Abdullah Al Jaber
গত ১ ঘন্টা যাবৎ ফেইসবুক ঘেটে যা বুঝলাম,
এই আন্দোলন সংক্রান্ত গ্রুপগুলোতে Simply গুটি খেলা হচ্ছে। যে যার মত News বানাচ্ছে।
গুজবে কান দিয়ে কেউ কোনো ধরণের Movement করবেন না।
@ উচ্ছ্বাস ভাই
সিনিয়র সিটিজেনদের প্রধানত তিনটি কারণে আমি দেখতে পারি না।
১. ওনারা সর্বদা মনে করে যে, তরুণরা কিছুই জানে না। তাদের সব ভুল। ওনারা সর্বদাই ঠিক। কারো ব্যর্থতায় এরা খুশি হয়। আর ইনারা দলকনা নয়, দলকানা হয়ে থাকে।
২. নিজের ভুলের উপর সর্বদা গোয়ার্তুমি দেখায়। কিছু হলে অভিজ্ঞতার মিথ্যা গল্প শোনায়। যুক্তির ধার ধারে না। সংসারের উপর নিজের যেমন একচ্ছত্র আধিপত্য থাকে, ইনারা সবক্ষেত্রে সেম মনে করে। আর উপরে একটা সম্মানের মুখোশ পরে থাকে।
৩. দেশের ৯০% পারিবারিক ও সামাজিক সমস্যার দায় এদের। উত্তরাধিকার সম্পদ ঠিকমতো বণ্টন করে না। আরেকজনের জমি দখল করায় ওস্তাদ। সামাজিক যেকোনো ক্যাচাল তৈরিতে ওনারা এক্সপার্ট। আর পরনিন্দা ওনাদের চলার পথের সঙ্গী।
শুনতে খারাপ লাগলেও কথাগুলো মিলিয়ে দেখবেন। মুরুব্বি হলেই তাকে সম্মান করতে হবে- এই রীতির সবচেয়ে বেশি অপব্যবহার করে এই সিনিয়র সিটিজেনরা। বিষেশত গ্রামের বুড়ো-বুড়িরা।
যারা আন্দোলনে নামবেন বা আমরা যারা বাসায় অবস্থান করছি , , আল্লাহর সাহায্যের জন্য, তাদের নিরাপত্তার জন্যকিছু আমল সবার আগে দেয়া জরুরি। কমেন্টে বিস্তারিত দোয়াগুলো থাকবে।
[১] তিন কুল তিনবার করে পড়ে ফেলুন।
[২] সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করুন। [অর্থ বুঝে দৃঢ়বিশ্বাস নিয়ে পড়লে, সেদিন মারা গেলে জান্নাতি হবে]
[৩] আয়াতুল কুরসি পাঠ করুন।
[৪] ঘর থেকে বের হওয়ার দোয়া পড়ে বের হোন।
[৫] নিরাপত্তার জন্য এই দোয়াটি পড়ুন।
[৬] তকদিরের অকল্যান, শত্রুর আনন্দিত হওয়া থেকে বাঁচতে এই দোয়া পড়ুন।
সর্বোপরি, নিয়ত বিশুদ্ধ রেখে যাবেন। লৌকিকতা যেন উদ্দেশ্য না হয়, জালিমের বিরুদ্ধে প্রতিবাদ এবং জুলুম প্রতিরোধে নামার নিয়তে নামবেন। নিজের জান-মাল রক্ষার্থে যা করা লাগে করবেন।
_mayraz hossain
- রাজধানীর পান্থপথে জড়ো হতে শুরু করেছে শিক্ষার্থীরা।
- মিরপুর-২ রোড ব্লক করেছে শিক্ষার্থীরা।
#update:
রাত: ৩টা
মিরপুর ১ থেকে মিরপুর ১০ পর্যন্ত বাসায় বাসায় তল্লাশি চলতেছে।
সবাই সাবধানে থাকবেন।
তাহাজ্জুদের জন্য উপযুক্ত সময় শুরু হলো.....
তোমরা যারা জেগে আছো এখন, কথা বলছো বিভিন্ন গ্রুপে - সময়টাকে একটু কাজে লাগাতে পারো, ভাই/ আপু সবার জন্য একটু দুআ করতে পারো দুই রাকাত সালাত পড়ে।। আলাপের মাঝে সময়টা কাজে লাগালে আগামীকাল ভাইদের জন্য জন্য এই দুআ অনেক কাজে আসবে ইন শা আল্লাহ, আল্লাহু আ'লাম... আল্লাহ সহজ করে দিন আমিন।।
মূসা তো কওম নিয়ে চলেই যাচ্ছিলো সাগর পার হয়ে। ফিরআউনের উচিত ছিলো সেখানেই ক্ষান্ত দেওয়া।
কিন্তু সে সাগরে পর্যন্ত নামছে।
.
কোথায় থেমে যাওয়া উচিত এটা আসলে জালিমরা বুঝেনা। পরে আল্লাহ্ বুঝায়।
পরে আল্লাহ্ বুঝায়...❤️🔥
কালকে আন্দোলনে নামার সময় সবাই নিজ নিজ প্রতিরক্ষার জন্য যা যা লাগে নিয়ে নামবেন।
just remember, রামদা, চাপাতি, গুলির বিকল্প কখনো ইট পাটকেল, লাঠি হতে পারে না। ধন্যবাদ।
©বৈষম্যবিরোধী আন্দোলন
বেয়াদবি নিবেন না, কিন্তু এসময়ে এসে দেখলাম সবচেয়ে আত্নকেন্দ্রীক মানুষ হচ্ছে এই জেনারেশনের অভিভাবকরা। উনারা চায় দেশ রসাতলে যাক, আমার ছেলে মেয়ের এসবের মাঝে জড়ানোর দরকার নেই। ছিমছাম ভাবে পড়াশোনা করুক, চাকরি করুক, বিয়ে সংসার করুক শেষ! তেলের দাম বাড়লো, গ্যাসের দাম বাড়ল সব দ্বিগুন হারে, আপনারা তেমন কিছুই বলেন নাই। বাচ্চার বইগুলা দেখেন? শিক্ষাব্যবস্থার তেরোটা বেজে গেছে, আর আপনাদের কিছুই ফিল হচ্ছে না!!
পোলাপান মারলো, কাটলো আপনারা প্রকাশ্যে আর্তনাদটুকুও করতে পারলেন না? শহরের মেইন রাস্তায় গোলাগুলি হয়, সেই সময়ে চিপাচাপি রাস্তাগুলায় দোকানে ভীড় করে অভিভাবকরা টিভিতে খবর দেখেন। তবে "আমার ছেলে জিপিএ ফাইভ পেয়েছে, এ প্লাস এ প্লাস!!" বলে লিখালিখি নাচানাচি ভালোই করতে পারেন।
এইযে আপনাদের বাসায় বাসায় পুলিশ গিয়ে আপনার ছেলেমেয়েকে তুলে নিচ্ছে, জেরা করছে, আপনি এখনো চুপ?? সারাজীবন কমপ্লেইন করে আসলেন এই মোবাইলে ডুবে থাকা, গেইম খেলা জেনারেশন নিয়ে। টিভিতে মুভি, কার্টুন দেখলে বকেন, দেশের খবর রাখতে হয় শিখাইছেন, পত্রিকা, টিভিতে খবর দেখা শিখাইছেন। আর দ্রব্যমূল্যের উর্ধ্বগতির রাগ এসে ঝাড়ছেন ছেলেমেয়েদের উপর। মতামত জানাতে গেলে "বেয়াদব " উপাধি দিয়েছেন, অথচ দেখেন, আপনারা দেশের সংস্কার ঝামেলা মনে করেন, আর আমরা দায়িত্ব মনে করি! আপনারা সোফার উপর বসে ইশ..ইশ করতে করতে যে খবরগুলা ইনজয় করেন, আমরাই সেই খবর তৈরি করি ||
_shantanu chowdhuri
মেট্রোরেল আসলেই কারা ভাঙলো?
https://bangla.themirrorasia.net/news/2024/07/27/2530
#Q_Bin —মেডিকেল প্রিপারেশন
◾প্রশ্ন:ভাইয়া আমি কোন পেইড কোর্স করি না৷ মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা ফ্রীতে কিভাবে শেষ করতে পারি ইউটিউব থেকে!
◾উত্তর: ইউটিউবে গিয়ে স্টেপগুলো ফলো করেন।
◾Step-01:এই প্লেলিস্টে যা দেওয়া আছে ঐটা সিরিয়াসলি করবেন।
https://youtube.com/playlist?list=PLaCP6dLEc6d9JW_LYK6BxT8GFKzlNCaHO&si=LeyQ9IlKERYs2hsM
•নোট:সেকেন্ড টাইমারদের হাতে অনেক সময় থাকলে সবই করবেন।
◾প্রশ্ন-০২:ক্লাশ করার পর কি করব?
→অনুশীলনী প্রেকটিস করবেন।সব রাইটারের অনুশীলনী করতে হবে। ফরজে আইন।
◾প্রশ্ন-০৩:সব রাইটারের বইয়ের পিডিএফ কোথায় পাব?
সমাধান:এই লিংকের দাগানো বই ও অনুশীলনী সলভ অপশনে পাবেন-
লিংক:
https://biohaters.com/
কেমিস্ট্রি সব চ্যাপ্টার এইভাবে গুছিয়ে দেওয়ার চেষ্টা থাকবে বাট সময় লাগতে পারে। সবর করবেন।বেস্ট অফ লাক।
©হামীম জহুর
#Q_Bin #admission
#Q_Bin —মেডিকেল প্রিপারেশন
◾প্রশ্ন:ভাইয়া আমি কোন পেইড কোর্স করি না৷ পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা ফ্রীতে কিভাবে শেষ করতে পারি ইউটিউব থেকে!
◾উত্তর: ইউটিউবে গিয়ে স্টেপগুলো ফলো করেন।
◾Step-01:এই প্লেলিস্টে যা দেওয়া আছে ঐটা সিরিয়াসলি করবেন।
https://youtube.com/playlist?list=PLaCP6dLEc6d_bIQxuCuYtG49Fi1iLCgQO&si=rCvmg5k6NHwJ0yLC
◾Step-02:ফাহাদ ভাইয়ের ট্রিকস ভিডিওগুলো দেখবেন।
https://youtube.com/playlist?list=PLSKIDUDv_9_94NnjYbR0Ol4LQmghAbRIr&si=9u1qkoMGrAKIqsCZ
•নোট:সেকেন্ড টাইমারদের হাতে অনেক সময় থাকলে সবই করবেন।আমি সবগুলোই করেছিলাম।
◾প্রশ্ন-০২:ক্লাশ করার পর কি করব?
→অনুশীলনী প্রেকটিস করবেন।সব রাইটারের অনুশীলনী করতে হবে। ফরজে আইন।
◾প্রশ্ন-০৩:সব রাইটারের বইয়ের পিডিএফ কোথায় পাব?
সমাধান:এই লিংকের দাগানো বই ও অনুশীলনী সলভ অপশনে পাবেন-
লিংক:
https://biohaters.com/
কেমিস্ট্রি সব চ্যাপ্টার এইভাবে গুছিয়ে দেওয়ার চেষ্টা থাকবে বাট সময় লাগতে পারে। সবর করবেন।বেস্ট অফ লাক।
©হামীম জহুর
#Q_Bin #admission
"আয়াত ঘুমায়" নামের একটা ছোট পেজ ছিল আমার , ঐটা নাকি আর show করতেছে না।। আল্লাহ ভালো জানে কি হইতেছে, রেস্ট্রিকশন খাওয়ার মত কোনো পোস্ট ও তো সম্ভবত করা হয়নাই। আমার দুইটা I'd disable হওয়ার পর থেকে fb তে যাওয়া হয়নি,একভাই (সহপাঠী) পেজ টা control করতো এডমিন আমরা দুইজন ই ছিলাম।। But ওটাও নাকি সরিয়ে দিয়েছে FB থেকে।। আপাতত আমার সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন এফবি থেকে,আমার কোনো account নেই।।
এটাই জানালাম।। ফি আমানিল্লাহ।
_আয়াত
দৌড় শুরু করার পর ইউসুফ (আ.) জানতেন না দরজা খুলে যাবে। মুসা (আ.) জানতেন না সাগর চি-রে পথ তৈরি হবে। কিন্তু নিশ্চিত জানতেন আল্লাহ বাঁচাবেন, তাই হয়েছিল।
নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী, এবং সাহায্যকারী হিসেবে তিনিই যথেষ্ট।
শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহ. দামেস্কের জেলে থাকা কালে একবার জেলার তাঁর কাছে এসে বলল,
"শাইখ! আমাকে ক্ষমা করবেন।আমার কিছুই করার নেই কারণ, আমি হুকুমের গোলাম।"
তখন ইবনে তাইমিয়া রহ. তাকে বললেন, আল্লাহর কসম তোমার মত লোকজন না থাকলে ওরা কারও উপর জুলুম করতে পারত না।
একবার হযরত সুফিয়ান সাওরী রহ.র কাছে এক দর্জি এসে বলল, আমি সুলতানের কাপড় সেলাই করি। আপনি কি মনে করেন, আমি জালিমের সহযোগী বলে গণ্য হব ?
উত্তরে হযরত সুফিয়ান সাওরী রহ. বলেন
তুমি বরং জালিমদেরই একজন।জালিমদের সহযোগী হল তারা যারা তোমার কাছে সুঁই-সুতা বিক্রি করে।
ইমাম আহমদ বিন হাম্বল রহ. বাগদাদের জেলে থাকাকালে একবার জেলার তাঁর কাছে এসে বলল, আবু আব্দুল্লাহ! জালিম এবং জালিমের সহযোগীদের ব্যাপারে যে হাদিস এসেছে, তা কি সহীহ?
ইমাম আহমদ রহ. বললেন, হ্যাঁ।
জেলার বলল, আমি কি জালিমদের সহযোগী বলে গন্য হব ?
ইমাম আহমদ বিন হাম্বল রহ. বললেন, তুমি বরং জালিমদেরই একজন।
জালিমের সহযোগী গণ্য হবে সে, যে তোমার কাপড় ধুয়ে দেয়। খাবার রান্না করে দেয়। তোমার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেয়।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো জালিমের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে তার সঙ্গে চলে অথচ সে জানে যে ওই ব্যক্তি জালিম, তখন সে ইসলাম থেকে বের হয়ে গেল’ (মেশকাত : ৪৯০৮)।
আল্লাহ জুলুম থেকে আমাদেরকে উম্মাহকে বাঁচান এবং জালিমদেরকে হেদায়াত করুন। আমিন।
©সালাফচারিতা
আমি একজন কাপুরুষের বোন।
শুধু বলেছিলাম
" সীমান্তের বিড়াল,ঢাকার বাঘ"
অমনিই দৌঁড়ানি দিলো।
কাপুরুষের বোন হিসেবে লজ্জিত😭
Regarding blood donation
১. ৪৫ কেজি ওজনের কম হলে ব্লাড দিয়েন না। নিজেই বিপদে পড়বেন।
২. ১৮ বছরের কম কেউ ব্লাড দিও না। ডোনার এজ ১৮-৬৫। এর কমও না, বেশিও না।
৩. অসুস্থ কেউ আবেগে ব্লাড দিবেন না। জ্বর থাকলেও না। আপনার ব্লাড থেকে আরেকজনের শরীরের ভাইরাস/ব্যাক্টেরিয়া স্প্রেড হতে পারে।
৪. একজন থেকে এভারেজ ৪৫০ মিলি রক্ত নেওয়া হয়।
৫. লাস্ট ডোনেশন অন্তত ১২০ দিন আগে হতে হবে। এক বছরে তিন বারের বেশি ব্লাড দেওয়া উচিৎ না। ডোনার ক্রাইটেরিয়া এটা
৬. ও নেগেটিভ, এবি নেগেটিভ, বি নেগেটিভ, এ নেগেটিভ, এবি পজিটিভ - এই ব্লাড গ্রুপগুলো রেয়ার। যারা এই গ্রুপের ডোনার আছেন, চেষ্টা করবেন রক্ত দিতে।
৭. খালি পেটে থেকে, সারাদিন খাওয়া হয় নাই, ডিহাইড্রেটেড- এমন হলে আগে খেয়ে নিতে হবে। খালি পেটে থেকে রক্ত দেওয়া ঠিক না। ব্লাড দেওয়ার পর স্যালাইন খাওয়া ভালো। অন্তত হাফ লিটার। ডাবের পানিই খাওয়া লাগবে এমনটা জরুরি না। স্যালাইন-জুস এগুলা খাওয়া যায়। রক্ত দেওয়ার পর অন্তত ৩০-৪০ মিনিট রেস্ট নেওয়া ভালো। রক্ত দিয়ে ওই দিন দৌড়াদৌড়ি না করাই ভালো।
⚠️❗HIGH ALERT
আমি একটু পর পর হেলিকপ্টারের শব্দ শুনছি এখানে! From সাইন্সল্যাব।
📌চিকিৎসা পরামর্শ
১. রক্ত বের হতে থাকলে ব্লিডিং সাইটে কম্প্রেশন/প্রেশার এপ্লাই করতে হবে। ব্লিডিং বেশি হলে মানুষ মারা যায়, কম হলে সার্ভাইভাল চান্স বেড়ে যায়।
২. কোথাও ফিজিকাল এসল্টের কারণে মাংসে কালশিটা পড়ে গেলে ইঞ্জুরড ব্যক্তিকে কোনোভাবেই ডিহাইড্রেটেড হতে দেওয়া যাবে না। প্রচুর পরিমানে ফ্লুইড খাওয়ানো উচিৎ। এখানে মাংসের ব্যাথায় কেউ মারা যায় না। মানুষের ক্ষতি হয় এখান থেকে র্যাবডোমায়োলাইসিস থেকে রেনাল ইনজুরির কারণে। এখানে ফ্লুইড ম্যানেজমেন্ট লাইফ সেভিং এপ্রোচ হতে পারে। প্রচুর ফ্লুইড খেতে হবে।
৩. চোখে ধোঁয়া গেলে পানি দিয়ে ধুতে হবে। শ্বাসকষ্ট হলে পানি দিয়ে আগে গড়গড়া করে নিতে হবে। প্যানিক না করে ঠান্ডা হয়ে বসতে হবে। শ্বাসকষ্ট আস্তে আস্তে কমে যাবে। বেশি সমস্যা হলে নেবুলাইজ করাতে হবে windel plus দিয়ে করানো যেতে পারে। সার্জিকাল মাস্ক ইউজ করলে গ্যাস ধোয়া ধুলাবালির পলুশন থেকে মিনিমাম একটা প্রটেকশন আসলে পাওয়া যায়।
৪. ফ্র্যাকচার/bony ইঞ্জুরি হলে ওই যায়গাটা ইমমোবিলাইজ করতে হবে। localised ভাবে ওই যায়গায় যত কম মুভমেন্ট তত ভালো।
৫. হাত পা গরম কিছুতে পুড়ে গেলে সবার আগে সেখানে নরমাল পানি লাগাবেন। পোড়া বা ফোস্কা পড়া যায়গায় কেউ বরফ বা ঠান্ডা পানি দিবেন না। নরমাল পানি। পোড়া/বার্ণ ইনজুরিতে ভুলেও ঠান্ডা পানি/বরফ দিবেন না। অনলি নরমাল ট্যাপ ওয়াটার বা নরমাল পানি।
আল্লাহর সাহায্য চাইতে ভুলবেন না।- মূর্তজা শাহরিয়ার
ডাক্তারি পরামর্শ এ আন্দোলন এর ভাইরা: ভাইকে নক করুন: https://www.facebook.com/murtozashahriar7017
যদি এ সময় কেটে যায়, নতুন সূর্যের আলো গায়ে মেখে কৃতজ্ঞ হইও - 'একমাত্র আল্লাহই কানাগলি ফুঁড়ে সুপ্রশস্ত রাস্তা তৈরি করতে পারেন'।
তাঁর দিকে ফিরে এক সাজদা দিও। এই সাজদা আর কখনো কাউকে দিও না আর তাঁর সাজদা থেকে কখনো মাথা উঠায়ো না।
হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকীল।
@ Farheen Al Munadi
মেডিকেল এন্ড ডেন্টাল বৈষম্যবিরোধী আন্দোলন গ্রুপ। জয়েন করতে পারেন।
https://www.facebook.com/share/p/ZxgD9SHB8nX5nt3y/?mibextid=oFDknk
এখনকার ইয়াং ছেলেমেয়েরা দেখি অনেক বেশি স্মার্ট। কোনটা সত্যি আর কোনটা জোরপূর্বক বাধ্য করে বানানো নাটক— এসব বোধহয় মুহুর্তের ভেতরেই ধরে ফেলতে পারে তারা!
©সাঈদ আবদুল্লাহ
একবার একজন প্রখ্যাত শায়েখের নিকট এক ব্যক্তি আগমন করলেন।
.
অতঃপর প্রশ্ন করলেন, "আপনি কিভাবে জনস্মুখে চলাফেরা করার পরেও নিরাপদ আছেন ?
.
আপনি এমন কী আমল করেন যার মাধ্যমে আল্লাহ আপনাকে হেফাজত করছেন ?
.
এর উত্তরে শায়েখ বললেন,
" দোয়াটি হলঃ انت ربي انت حسبي انت لي نعم الوكيل
উচ্চারণ : আনতা রব্বী, আনতা হাসবী, আনতা লী নি’মাল ওয়াকীল ।
.
অর্থঃ আপনি আমার রব,আমার জন্য আপনিই যথেষ্ট। আপনি আমার জন্য কতইনা উত্তম অভিভাবক।
.
এই দোয়ার বরকতেই হয়তো আল্লাহ আমাকে হেফাজত করছেন "।
.
এছাড়া সহিহ হাদিস সমূহে এসেছে, সুরাহ নাহল: ১০৮, কাহফ: ৫৭, জাসিয়া: ২৩ এবং সুরাহ ইয়া সীনের ১-৯ নং আয়াত।
.
উপর্যুক্ত আয়াত সমূহের উপর ইমাম কুরতুবী (রহ.) নিজে আমল করে প্রমাণ পেয়েছেন। তিনি খোলা মাঠে বসেছিলেন, শত্রুরা তার সামনে দিয়ে গেছে তবুও তাঁকে দেখেনি। সুবহানআল্লাহ।
~আবু মূসা
#Q_Bin —মেডিকেল প্রিপারেশন
◾প্রশ্ন:ভাইয়া আমি কোন পেইড কোর্স করি না৷ রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা ফ্রীতে কিভাবে শেষ করতে পারি ইউটিউব থেকে!
◾উত্তর: ইউটিউবে গিয়ে স্টেপগুলো ফলো করেন।
◾Step-01:এই প্লেলিস্টে যা দেওয়া আছে ঐটা সিরিয়াসলি করবেন।
https://youtube.com/playlist?list=PLaCP6dLEc6d_n69d0pBJc-c6mOxXMegti&si=mMrEJcJlgkE007y8
•নোট:সেকেন্ড টাইমারদের হাতে অনেক সময় থাকলে সবই করবেন।আমি সবগুলোই করেছিলাম।
◾প্রশ্ন-০২:ক্লাশ করার পর কি করব?
→অনুশীলনী প্রেকটিস করবেন।সব রাইটারের অনুশীলনী করতে হবে। ফরজে আইন।
◾প্রশ্ন-০৩:সব রাইটারের বইয়ের পিডিএফ কোথায় পাব?
সমাধান:এই লিংকের দাগানো বই ও অনুশীলনী সলভ অপশনে পাবেন-
লিংক:
https://biohaters.com/
কেমিস্ট্রি সব চ্যাপ্টার এইভাবে গুছিয়ে দেওয়ার চেষ্টা থাকবে বাট সময় লাগতে পারে। সবর করবেন।বেস্ট অফ লাক।
©হামীম জহুর
#Q_Bin #admission
আপনি বাইরে যাওয়ার সময় ফেসবুক, মেসেঞ্জার সব ডিলিট করে গেলেন যেন কিছু চেকিং করতে না পারে। কিন্তু তারা জানেই আপনার ফোনে ৫জিবি ডাটা আছে। ওইটা দিয়ে আপনাকে অ্যাপস গুলা ইনস্টল করাবে, আর চেকিং করবে।
Dirty games, aint it?
Credit: Fahim Shahriar