amarto_basicvalona | Unsorted

Telegram-канал amarto_basicvalona - important Info + links

10528

Scientific name: amarto basicvalona । প্রয়োজনের তাগিদে বিভিন্ন প্লাটফর্ম হতে প্রাপ্ত তথ্য এখানে সংগ্রহ করে রাখা।। কোনো প্ল্যাটফর্ম, এর সাথে জড়িত নয়।। সকলের জন্য দুয়া আর শুভেচ্ছা🌱🌸🦋

Subscribe to a channel

important Info + links

🟧টপিকঃ টিকা/ভ্যাক্সিন (মানবদেহের প্রতিরক্ষা)


"আজমল স্যার + আলিম স্যার + মাজেদা ম্যাম" সব বইয়ের তথ্য একসাথে

📌
১) মৃত বা নিষ্ক্রিয় টিকা (Killed or inactivated)
- ইনফ্লুয়েঞ্জা
- কলেরা
- পোলিও
- হেপাটাইটিস A
- র্যাবিস

📌
২) জীবম্মৃত জীবন্ত টিকা/ শক্তি হ্রাস টিকা (Attenuated live)
- হাম (মিজলজ)
- মাম্ফস
- রুবেলা
- পানি বসন্ত (চিকেন পক্স)
- প্লেগ
- যক্ষ্মা
- টাইফয়েড
- পোলিও (মুখের খাওয়ার টিকা)
- জলাতঙ্ক

📌
৩) বিষভিত্তিক টিকা (Toxoid)
- ডিপথেরিয়া
- টিটেনাস (ধনুষ্টংকার)

📌
৪) উপএকক টিকা (Subunit)
- হিউমেন প্যাপিলোমা ভাইরাস ভ্যাক্সিন
- হেপাটাইটিস B

📌
৫) অনুবন্ধী টিকা (Conjugate)
- হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ-B (Hib)
- নিউমোকক্কাল টিকা

#SABAS© ShaonVaiya
#biology

Читать полностью…

important Info + links

একজন মুসলিম তার শত্রুর ইজ্জতের ব্যাপারেও শ্রদ্ধাশীল। মুসলিম বাহিনী কখনো পরাজিত বাহিনীর ইজ্জত নষ্ট করেনি। আর সাধারণ মুসলিম হিসেবে অশ্লীলতার ধারেকাছে যাওয়া, প্রচার-প্রসারে অংশ নেয়াও হারাম।

তবে, আল্লাহ যদি প্রকাশ্য জালেম শত্রুকে অন্য কারও মাধ্যমে অপদস্থ করেন, তাতে খুশি হওয়াতে অন্যায় দেখিনা। হয়তো এটাও আল্লাহর পরিকল্পনারই অংশ।

✔️ আল্লাহ জালেমদের জান, মাল, ইজ্জত সব দিক দিয়েই লাঞ্চিত করবেন। কোটি মানুষের জান, মাল, ইজ্জত যাদের হাতে ভূলুণ্ঠিত।

❌ তবে চোখের জন্য হারাম, এমন কোন কিছু আমরা শেয়ার না দিই। হারাম দেখা, দেখানো, শেয়ার করা সবই হারাম।

Читать полностью…

important Info + links

যাঁরা জালিম তাদের জন্য সঠিক পথ নেই, নেই আল্লাহর ভালোবাসা । তারা আশ্রয়হীন অভিভাবকহীন।

ঈমানদারদের রক্ষক মহান আল্লাহ্। তাদের শক্তিহীন, নিরাশ ও হতাশ হওয়ার সুযোগ নেই। তাদের জন্য রয়েছে প্রত্যাশা ও প্রাপ্তি।

Читать полностью…

important Info + links

ঐটা আপাতত কার্যক্রম অফ আছে।আপনাদের এডমিশন টাইমে যদি আমার হাতে পর্যাপ্ত সময় থাকে তখন কার্যক্রম চলবে।তখন দিয়ে দিব ইনশাআল্লাহ।

#ngl_ask

Читать полностью…

important Info + links

শুকরিয়া।

আমি যে প্লেলিস্ট গুলো গুছিয়েছি আপনি খেয়াল করলে দেখবেন মেক্সিমাম চ্যাপ্টারেই মেডিএইমের কনটেন্ট দিয়েছি যা পেয়েছি ফ্রী।মেডিএইমের যারা আছেন, মেডিএইমের আপনার পেইড ব্যাচের কনটেন্ট আগে ফলো করবেন তারপর আমার সাজানো অংশের ঐখান থেকে দেখবেন৷দেখুন আমি জানি আপনার জন্য প্রেশার হয়ে যাচ্ছে, বাট আপনি সেরাদের সেরা হতে চাচ্ছেন।এক্সট্রা কষ্ট না করলে হবে? প্লিজ সময় বের করুন।অন্যদিকে সময় দেওয়া কমিয়ে পড়ার টেবিলে বাড়াবেন।মেডিকেলের জন্য কেমিস্ট্রি আগাইতে থাকেন ভার্সিটির জন্য ম্যাথমেথিক্যাল চ্যাপ্টার গুলো থেকে কিছু জিনিস জানা লাগে বাট মেডিকেলের পর ঐটা কাভার করা পসিবল।


#ngl_ask

Читать полностью…

important Info + links

🚨 ব্রেকিং! চট্টগ্রামে সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের বোমা হামলা!

হামলার সময় সেখান থেকে অনেক সাধারণ শিক্ষার্থীকে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায় স্বৈরাচার হাসিনার খুনি বাহিনী।

তারিখ: ২৯শে জুলাই ২০২৪
লোকেশন: চট্টগ্রাম।

Читать полностью…

important Info + links

প্রিয় ভাইবোন,
চোখের যিনা থেকে নিজেকে হেফাজত রাখি। নিশ্চয়ই যিনা ফা-হিসা(অশ্লীল কাজ)।

Читать полностью…

important Info + links

এইমুহূর্তে আন্দোলনের বাইরে বাকি যত ইস্যু আসবে সব ডেস্ট্রাকশন, সবই আন্দোলন থেকে নজর অন্যদিকে সরাবার কৌশল। তাই সবাই আন্দোলন ও দাবী আদায়ের দিকে ফোকাস করুন।

রিফাত রশিদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Читать полностью…

important Info + links

"আয়াত ঘুমায়" নামের একটা ছোট পেজ ছিল আমার , ঐটা নাকি আর show করতেছে না।। আল্লাহ ভালো জানে কি হইতেছে, রেস্ট্রিকশন খাওয়ার মত কোনো পোস্ট ও তো সম্ভবত করা হয়নাই। আমার দুইটা I'd disable হওয়ার পর থেকে fb তে যাওয়া হয়নি,একভাই (সহপাঠী) পেজ টা control করতো এডমিন আমরা দুইজন ই ছিলাম।। But ওটাও নাকি সরিয়ে দিয়েছে FB থেকে।। আপাতত আমার সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন এফবি থেকে,আমার কোনো account নেই।।
এটাই জানালাম।। ফি আমানিল্লাহ।
_আয়াত

Читать полностью…

important Info + links

দৌড় শুরু করার পর ইউসুফ (আ.) জানতেন না দরজা খুলে যাবে। মুসা (আ.) জানতেন না সাগর চি-রে পথ তৈরি হবে। কিন্তু নিশ্চিত জানতেন আল্লাহ বাঁচাবেন, তাই হয়েছিল।

নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী, এবং সাহায্যকারী হিসেবে তিনিই যথেষ্ট।

Читать полностью…

important Info + links

শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহ. দামেস্কের জেলে থাকা কালে একবার জেলার তাঁর কাছে এসে বলল,

"শাইখ! আমাকে ক্ষমা করবেন।আমার কিছুই করার নেই কারণ, আমি হুকুমের গোলাম।"

তখন ইবনে তাইমিয়া রহ. তাকে বললেন, আল্লাহর কসম তোমার মত লোকজন না থাকলে ওরা কারও উপর জুলুম করতে পারত না।

একবার হযরত সুফিয়ান সাওরী রহ.র কাছে এক দর্জি এসে বলল, আমি সুলতানের কাপড় সেলাই করি। আপনি কি মনে করেন, আমি জালিমের সহযোগী বলে গণ্য হব ?

উত্তরে হযরত সুফিয়ান সাওরী রহ. বলেন
তুমি বরং জালিমদেরই একজন।জালিমদের সহযোগী হল তারা যারা তোমার কাছে সুঁই-সুতা বিক্রি করে।

ইমাম আহমদ বিন হাম্বল রহ. বাগদাদের জেলে থাকাকালে একবার জেলার তাঁর কাছে এসে বলল, আবু আব্দুল্লাহ! জালিম এবং জালিমের সহযোগীদের ব্যাপারে যে হাদিস এসেছে, তা কি সহীহ?

ইমাম আহমদ রহ. বললেন, হ্যাঁ।
জেলার বলল, আমি কি জালিমদের সহযোগী বলে গন্য হব ?
ইমাম আহমদ বিন হাম্বল রহ. বললেন, তুমি বরং জালিমদেরই একজন।

জালিমের সহযোগী গণ্য হবে সে, যে তোমার কাপড় ধুয়ে দেয়। খাবার রান্না করে দেয়। তোমার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেয়।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো জালিমের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে তার সঙ্গে চলে অথচ সে জানে যে ওই ব্যক্তি জালিম, তখন সে ইসলাম থেকে বের হয়ে গেল’ (মেশকাত : ৪৯০৮)।

আল্লাহ জুলুম থেকে আমাদেরকে উম্মাহকে বাঁচান এবং জালিমদেরকে হেদায়াত করুন। আমিন।

©সালাফচারিতা

Читать полностью…

important Info + links

আমি একজন কাপুরুষের বোন।
শুধু বলেছিলাম
" সীমান্তের বিড়াল,ঢাকার বাঘ"
অমনিই দৌঁড়ানি দিলো।
কাপুরুষের বোন হিসেবে লজ্জিত😭

Читать полностью…

important Info + links

Regarding blood donation

১. ৪৫ কেজি ওজনের কম হলে ব্লাড দিয়েন না। নিজেই বিপদে পড়বেন।
২. ১৮ বছরের কম কেউ ব্লাড দিও না। ডোনার এজ ১৮-৬৫। এর কমও না, বেশিও না।
৩. অসুস্থ কেউ আবেগে ব্লাড দিবেন না। জ্বর থাকলেও না। আপনার ব্লাড থেকে আরেকজনের শরীরের ভাইরাস/ব্যাক্টেরিয়া স্প্রেড হতে পারে।
৪. একজন থেকে এভারেজ ৪৫০ মিলি রক্ত নেওয়া হয়।
৫. লাস্ট ডোনেশন অন্তত ১২০ দিন আগে হতে হবে। এক বছরে তিন বারের বেশি ব্লাড দেওয়া উচিৎ না। ডোনার ক্রাইটেরিয়া এটা
৬. ও নেগেটিভ, এবি নেগেটিভ, বি নেগেটিভ, এ নেগেটিভ, এবি পজিটিভ - এই ব্লাড গ্রুপগুলো রেয়ার। যারা এই গ্রুপের ডোনার আছেন, চেষ্টা করবেন রক্ত দিতে।
৭. খালি পেটে থেকে, সারাদিন খাওয়া হয় নাই, ডিহাইড্রেটেড- এমন হলে আগে খেয়ে নিতে হবে। খালি পেটে থেকে রক্ত দেওয়া ঠিক না। ব্লাড দেওয়ার পর স্যালাইন খাওয়া ভালো। অন্তত হাফ লিটার। ডাবের পানিই খাওয়া লাগবে এমনটা জরুরি না। স্যালাইন-জুস এগুলা খাওয়া যায়। রক্ত দেওয়ার পর অন্তত ৩০-৪০ মিনিট রেস্ট নেওয়া ভালো। রক্ত দিয়ে ওই দিন দৌড়াদৌড়ি না করাই ভালো।

Читать полностью…

important Info + links

⚠️❗HIGH ALERT
আমি একটু পর পর হেলিকপ্টারের শব্দ শুনছি এখানে! From সাইন্সল্যাব।

Читать полностью…

important Info + links

📌চিকিৎসা পরামর্শ

১. রক্ত বের হতে থাকলে ব্লিডিং সাইটে কম্প্রেশন/প্রেশার এপ্লাই করতে হবে। ব্লিডিং বেশি হলে মানুষ মারা যায়, কম হলে সার্ভাইভাল চান্স বেড়ে যায়।

২. কোথাও ফিজিকাল এসল্টের কারণে মাংসে কালশিটা পড়ে গেলে ইঞ্জুরড ব্যক্তিকে কোনোভাবেই ডিহাইড্রেটেড হতে দেওয়া যাবে না। প্রচুর পরিমানে ফ্লুইড খাওয়ানো উচিৎ। এখানে মাংসের ব্যাথায় কেউ মারা যায় না। মানুষের ক্ষতি হয় এখান থেকে র‍্যাবডোমায়োলাইসিস থেকে রেনাল ইনজুরির কারণে। এখানে ফ্লুইড ম্যানেজমেন্ট লাইফ সেভিং এপ্রোচ হতে পারে। প্রচুর ফ্লুইড খেতে হবে।

৩. চোখে ধোঁয়া গেলে পানি দিয়ে ধুতে হবে। শ্বাসকষ্ট হলে পানি দিয়ে আগে গড়গড়া করে নিতে হবে। প্যানিক না করে ঠান্ডা হয়ে বসতে হবে। শ্বাসকষ্ট আস্তে আস্তে কমে যাবে। বেশি সমস্যা হলে নেবুলাইজ করাতে হবে windel plus দিয়ে করানো যেতে পারে। সার্জিকাল মাস্ক ইউজ করলে গ্যাস ধোয়া ধুলাবালির পলুশন থেকে মিনিমাম একটা প্রটেকশন আসলে পাওয়া যায়।

৪. ফ্র‍্যাকচার/bony ইঞ্জুরি হলে ওই যায়গাটা ইমমোবিলাইজ করতে হবে। localised ভাবে ওই যায়গায় যত কম মুভমেন্ট তত ভালো।

৫. হাত পা গরম কিছুতে পুড়ে গেলে সবার আগে সেখানে নরমাল পানি লাগাবেন। পোড়া বা ফোস্কা পড়া যায়গায় কেউ বরফ বা ঠান্ডা পানি দিবেন না। নরমাল পানি। পোড়া/বার্ণ ইনজুরিতে ভুলেও ঠান্ডা পানি/বরফ দিবেন না। অনলি নরমাল ট্যাপ ওয়াটার বা নরমাল পানি।

আল্লাহর সাহায্য চাইতে ভুলবেন না।- মূর্তজা শাহরিয়ার

ডাক্তারি পরামর্শ এ আন্দোলন এর ভাইরা: ভাইকে নক করুন: https://www.facebook.com/murtozashahriar7017

Читать полностью…

important Info + links

⁉️কলয়েডের শ্রেণিবিভাগ⁉️


✅এরোসল = কুয়াশা,মেঘ, ধুলো (ভাসমান), ধোঁয়া

✅ফোম = কেক,ঝামা পাথর( বায়ু সিলিকেটের মধ্যে), সাবান ফেনা,শেভিং ক্রিম,পাকানো ক্রিম,সোডা ওয়াটার(CO2+পানি)

✅ইমালসন = দুধ,শ্যাম্পু,ক্রিম,মেডিএইম বাটার,কডলিভার ওয়েল,ভ্যানিশিং ক্রিম,কোল্ড ক্রিম
(#ট্রিক্স:ইমার সাধু ক্রিম ভিম বাটা)

✅সল = পেইন্ট,মিল্ক অব ম্যাগনেসিয়া,কোষ-তরল
(#ট্রিক্স:সলে কোপামু)

✅জেল = মাখন,দই,পনির,জেলি,পুডিং
(ট্রিক্স: জেল জেলি দই মাপ

#mediaim_chemistry
#mediaim_contents

Читать полностью…

important Info + links

সাহসী বক্তব্য। সাহস জিনিসটা এই মূহুর্তে এই পুরো জাতির খুব দরকার।

Respect sir!
গোলাম রাব্বানি স্যার
অধ্যাপক, ইতিহাস বিভাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
২৯শে জুলাই, ২০২৪

Читать полностью…

important Info + links

দেখুন, দেশের যে অবস্হা চলছে।যালিম সবদিক থেকে যেভাবে আগ্রাসন চালাচ্ছে এমন জটিল পরিস্থিতিতে নিজের মেন্টাল স্ট্যাবিলিটি কারো নাই। কিন্তু আপনাকে ৪ তারিখ যদি এক্সামে বসে যেতে হই তখন আপনার মনের ইচ্ছের বিরুদ্ধে হলেও পরিক্ষায় বসে যেতে হবে।প্লিজ যারা পরিক্ষার্থী আছেন,খারাপ সময় জানি বাট পড়ায় ফিরতে হবে। আমার ভাইদের জন্য দোয়া করবেন এটা হবে আপনার অস্ত্র যালিমদের বিরুদ্ধে।

•ফিরবেন কিভাবে?
-কি কি বাকি লিস্ট করেন।প্রতিটা চ্যাপ্টারের পিছনে টাইম ফিক্সড করুন কতক্ষণ দিবেন।ফোন প্রয়োজনীয় টাইম বাদে বাকিসময় প্লিজ নিজের রুমেই রাখবেন না।যে রুমে বিছানা নাই এমন রুমে পড়ুন।খাবার কম খাবেন,নিজেকে একটু হলেও ক্ষুদার্থ রাখবেন।কষ্ট হলেও পড়ার টেবিলে বসে থাকবেন৷ তাও পড়তে মন না চাইলে এক্সাম দিবেন নিজে নিজে,যে টপিক পারবেন না ঐটা দেখে ফেলবেন।

#ngl_ask

Читать полностью…

important Info + links

ওয়ালাইকুম সালাম।

ইনশাআল্লাহ,ফিজিক্সও দিব। আশা করছি একটু সবর করবেন।

#ngl_ask

Читать полностью…

important Info + links

ওয়ালাইকুম সালাম।

উদ্ভাসের অনুশীলনী সলভ বইটা নেওয়া যেতে পারে। বাট বই কারো থেকে পুরাতন কালেক্ট করা গেলে ঐটা করাই ভালো।তারপরও কোন অপশন না থাকলে উদ্ভাসেরটা কালেক্ট করবেন ২৩ ব্যাচে যারা এক্সাম দিয়েছে ওদের থেকে/যেকোনভাবে।কিন্তু পড়ার সময় অবশ্যই মেইন বইয়ের অনুশীলনীর সলভ করা পিডিএফও ওপেন রাখবেন৷কিছু প্রশ্ন ওনারা স্কিপ করেন বাট বিগত সালে দেখা গেছে ঐগুলাও চলে আসে।

#ngl_ask

Читать полностью…

important Info + links

আমার এক ছাত্র ছিল।অসম্ভব ভালো ছাত্র। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে শিক্ষকতার জন্য আবেদন করেছিল। তার নিয়োগ হয় নি। যদিও বিভাগের সবার জানা ছিল, তার থেকে যোগ্য প্রার্থী আর কেউ ছিল না। তো, সেই ছেলে পরে অন্য একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যোগ দেয়। সেই বিশ্ববিদ্যালয়ে ছিল এক বেহায়া ভিসি। এই ভিসির বিরুদ্ধে নানা অভিযোগ। অভিযোগের জবাব দিতে ভিসি এক সিগ্নেচার ক্যাম্পেইন শুরু করে। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল লেকচারার সাইন করে। হয়ত চাপের মুখে। আমার বোকাসোকা ছাত্রটা ছিল তার বিভাগের একমাত্র যে সিগ্নেচার করে নি।

এর ক'বছর পরের কথা। আমার আরেক ছাত্র। তার ব্যাচের সেরা ছাত্র। বাই ফার। এই ছেলেটা একটা বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউয়ে ডাক পায়। প্রথম হয়ে যোগদানের জন্য নির্বাচিত হয়। সে বিভাগে যোগ দেয় নি। ইন্টারভিউয়ের পর সেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্তা ছেলেটার পোশাক নিয়ে কিছু মন্তব্য করে। দ্যাটস ইট। আমার ছাত্রটি, এই মন্তব্যের কারণে চাকরিতে জয়েন করে নি। খুব কম কথা বলা, খুব ভালো এই ছেলেটার ভেতর ইস্পাত আছে।

দেশের বাইরে আমার অনেক ছাত্রছাত্রী আছে।দেখতে পাচ্ছি তাদের অনেকে এই সরকারের বর্বরোচিত আচরণের সাধ্যমতো প্রতিবাদ করছে। দেশের ভেতরে বিশ্ববিদ্যালয় শিক্ষক অনেকে ছাত্র আছে যারা বিবেকের প্রশ্নে আপোষ করে নি। করছে না। এরা মানুষ হয়েছে। এদের দেখলে আমার ভালো লাগে।

এদের বিপরীতও আছে। আমার ছাত্রদের মধ্যে কেউ কেউ তেলবাজ ভোদড়ে পরিনত হয়েছে। এদের পেছনে এক সময় কিছু সময় ব্যয় করেছি। কিছু শেখাতে পারি নি। হয়ত এরা শেখার যোগ্যও ছিল না।

©সালেহ হাসান নাকিব

Читать полностью…

important Info + links

মূল বিষয় থকে ফোকাস সরানোর চেষ্টা। কূটচালকারীদের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না।

- সমন্বয়ক কাদের।

Читать полностью…

important Info + links

মেট্রোরেলে ছাত্ররা নয়, আগুন লাগিয়েছে পরিবহন শ্রমিক ও বাস মালিকরা। যেন সবাই বাসে যাতায়াত শুরু করে।

সূত্র: দি মিরর এশিয়া ও গোয়েন্দা সংস্থা

Читать полностью…

important Info + links

HTS=Help the Students

Читать полностью…

important Info + links

সবার কাছে একটি রিকুয়েষ্ট থাকবে আপনি যাই পোস্ট শেয়ার করেন না কেন একটু ভেরিফাই করার চেষ্টা করবেন।

ভেরিফাই করা সম্ভব না হলে নিজের বুদ্ধি ব্যবহার করে সেটা দিয়ে যাচাই-বাছাই করার চেষ্টা করবেন।

আপনার একটি ভুল তথ্যের কারণে আতংক ছড়িয়ে আরো অনেক গুলো ছাত্র ছাত্রীর প্রাণ না যাক সেটার চেষ্টা করবেন সবাই।

@Abdullah Al Jaber

Читать полностью…

important Info + links

গত ১ ঘন্টা যাবৎ ফেইসবুক ঘেটে যা বুঝলাম,
এই আন্দোলন সংক্রান্ত গ্রুপগুলোতে Simply গুটি খেলা হচ্ছে। যে যার মত News বানাচ্ছে।
গুজবে কান দিয়ে কেউ কোনো ধরণের Movement করবেন না।

@ উচ্ছ্বাস ভাই

Читать полностью…

important Info + links

সিনিয়র সিটিজেনদের প্রধানত তিনটি কারণে আমি দেখতে পারি না।

১. ওনারা সর্বদা মনে করে যে, তরুণরা কিছুই জানে না। তাদের সব ভুল। ওনারা সর্বদাই ঠিক। কারো ব্যর্থতায় এরা খুশি হয়। আর ইনারা দলকনা নয়, দলকানা হয়ে থাকে।

২. নিজের ভুলের উপর সর্বদা গোয়ার্তুমি দেখায়। কিছু হলে অভিজ্ঞতার মিথ্যা গল্প শোনায়। যুক্তির ধার ধারে না। সংসারের উপর নিজের যেমন একচ্ছত্র আধিপত্য থাকে, ইনারা সবক্ষেত্রে সেম মনে করে। আর উপরে একটা সম্মানের মুখোশ পরে থাকে।

৩. দেশের ৯০% পারিবারিক ও সামাজিক সমস্যার দায় এদের। উত্তরাধিকার সম্পদ ঠিকমতো বণ্টন করে না। আরেকজনের জমি দখল করায় ওস্তাদ। সামাজিক যেকোনো ক্যাচাল তৈরিতে ওনারা এক্সপার্ট। আর পরনিন্দা ওনাদের চলার পথের সঙ্গী।

শুনতে খারাপ লাগলেও কথাগুলো মিলিয়ে দেখবেন। মুরুব্বি হলেই তাকে সম্মান করতে হবে- এই রীতির সবচেয়ে বেশি অপব্যবহার করে এই সিনিয়র সিটিজেনরা। বিষেশত গ্রামের বুড়ো-বুড়িরা।

Читать полностью…

important Info + links

যারা আন্দোলনে নামবেন বা আমরা যারা বাসায় অবস্থান করছি , , আল্লাহর সাহায্যের জন্য, তাদের নিরাপত্তার জন্যকিছু আমল সবার আগে দেয়া জরুরি। কমেন্টে বিস্তারিত দোয়াগুলো থাকবে।

[১] তিন কুল তিনবার করে পড়ে ফেলুন।
[২] সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করুন। [অর্থ বুঝে দৃঢ়বিশ্বাস নিয়ে পড়লে, সেদিন মারা গেলে জান্নাতি হবে]
[৩] আয়াতুল কুরসি পাঠ করুন।
[৪] ঘর থেকে বের হওয়ার দোয়া পড়ে বের হোন।
[৫] নিরাপত্তার জন্য এই দোয়াটি পড়ুন।
[৬] তকদিরের অকল্যান, শত্রুর আনন্দিত হওয়া থেকে বাঁচতে এই দোয়া পড়ুন।

সর্বোপরি, নিয়ত বিশুদ্ধ রেখে যাবেন। লৌকিকতা যেন উদ্দেশ্য না হয়, জালিমের বিরুদ্ধে প্রতিবাদ এবং জুলুম প্রতিরোধে নামার নিয়তে নামবেন। নিজের জান-মাল রক্ষার্থে যা করা লাগে করবেন।

_mayraz hossain

Читать полностью…

important Info + links

- রাজধানীর পান্থপথে জড়ো হতে শুরু করেছে শিক্ষার্থীরা। 
- মিরপুর-২ রোড ব্লক করেছে শিক্ষার্থীরা।

Читать полностью…

important Info + links

#update:
রাত: ৩টা
মিরপুর ১ থেকে মিরপুর ১০ পর্যন্ত বাসায় বাসায় তল্লাশি চলতেছে।
সবাই সাবধানে থাকবেন।

Читать полностью…
Subscribe to a channel