amarto_basicvalona | Unsorted

Telegram-канал amarto_basicvalona - important Info + links

10528

Scientific name: amarto basicvalona । প্রয়োজনের তাগিদে বিভিন্ন প্লাটফর্ম হতে প্রাপ্ত তথ্য এখানে সংগ্রহ করে রাখা।। কোনো প্ল্যাটফর্ম, এর সাথে জড়িত নয়।। সকলের জন্য দুয়া আর শুভেচ্ছা🌱🌸🦋

Subscribe to a channel

important Info + links

প্রশ্ন:সেকেন্ড টাইমারদের কতবার রিভিশন দেওয়া উচিত?

✅সমাধান: একটু বলি যারা সেকেন্ড টাইমার তাদের জন্য:

আমার সেকেন্ড টাইম জার্নিতে আমার কাছে মনে হয়েছে, কতবার সিলেবাস শেষ করা উচিত এরচেয়ে ইম্পরট্যান্ট হলো কত ইফেক্টিভলি পড়া শেষ করছি।কোয়ান্টিটি থেকে আমার কাছে কোয়ালিটি অলওয়েজ ম্যাটার করতো৷ আপনি যত গুছিয়ে যেকোন টপিক পড়বেন সেটা তত স্হায়ী হবে।আপনি গুছিয়ে ১ বার পড়লেও আপনি সব প্রশ্নের আনসার অনায়াসে পারবেন বাট অনেকে দেখবেন ১০ বার পড়েও কোন কুয়েশ্চনের আনসার পারে না। তাই আমার সাজেশন থাকবে, কতবার রিভিশন দিবেন এর চেয়ে ইম্পরট্যান্ট, ইফেক্টিভ রিভিশন কতবার দিতে পারছেন।আপনি যত ইফেক্টিভলি একবার গুছিয়ে ফেলতে পারবেন, শেষ সময়ে রিভিশন এত বেশি হয়ে যাবে আপনি কাউন্টও করতে পারবেন না।।

Читать полностью…

important Info + links

🌐শৈবাল-ছত্রাক এর কিছু হাবিজাবি:

✔️পরিবেশ দূষণের "সূচক"➡রিকশিয়া

✔️পরিবেশ দূষণের ""নির্দেশক""➡লাইকেন

✔️প্রকৃতির ঝাড়ুদার➡ব্যাকটেরিয়া

✔️Second generation biofuel ➡শৈবাল

✔️পরিবেশের উৎপাদকরূপে কাজ করে ➡Ulothrix

✔️হাইড্রার দেহের Life-long paying guest➡ Zoochlorella (শৈবাল)

✔️অন্ধকারে আলো বিচ্ছুরণকারী ছত্রাক ➡Armillaria mella

✔️বিশ্বের সবচেয়ে বড় ছত্রাক প্রজাতি ➡ Armillaria ostoyae

#Biology
#mediaim_contents

Happy learning 🤗

Читать полностью…

important Info + links

📌ক্লোরোফর্মের ব্যবহার একনজরে-

চেতনানাশক হিসেবে অস্ত্রপচারে
রেজিন চর্বি তেল রাবার ইত্যাদিকে দ্রবীভূত করতে
পরীক্ষাগারে বিকারক ও দ্রাবকরূপে
দুর্গন্ধযুক্ত ওষুধকে সুগন্ধময় করতে

➡️কফি থেকে ক্যাফেইন নিষ্কানে ব্যবহৃত হয় = ডাইক্লোরো মিথেন

➡️ক্লোরোফর্মের অস্তিত্ব প্রমাণ করা যায় = আইসোসায়ানাইড পরীক্ষার(কার্বিল অ্যামিন পরীক্ষা) মাধ্যমে

➡️ক্লোরোফর্ম অণুতে Cl পরমাণুর অস্তিত্ব প্রমাণ করা যায় = AgNO3 দিয়ে

✔️সম্প্রতি ব্যাপক ব্যবহৃত ফ্লুথেন একটি =  চেতনানাশক
✔️ক্লোরিটোন = চেতনানাশক
✔️ক্লোরোফর্ম উন্মুক্ত রাখলে ফসজিন ( COCl2) গ্যাস তৈরি হয়
✔️আলো ও বায়ুর উপস্থিতিতে ক্লোরোফর্ম উৎপন্ন করে = কার্বনিল ক্লোরাইড

ওয়েস্ট্রোসল (CHCl=CCl2)= ট্রাইক্লোরো ইথিলিন = কাপড় চোপড়ের ড্রাই ওয়াশিং তরলরূপে ব্যবহৃত হয়। 
✔️স্ফুটনাঙ্কঃ 90°C/363 K

▶️ওয়েস্ট্রন (CHCl2CHCl2)= অ্যাসিটিলিন টেট্রাক্লোরাইড = রাবার, ভার্নিস,পেইন্ট,তৈল ও চর্বির দ্রাবকরূপে ব্যবহৃত হয়।
✔️স্ফুটনাঙ্কঃ 146°C / 419 K

#mediaim_chemistry
#mediaim_contents

Читать полностью…

important Info + links

...
'জহির রায়হান গুম হয়নি, বাড়ি থেকে পালিয়েছে- শেখ মুজিব' শিরোনামে দৈনিক ইত্তেফাক কোনো প্রতিবেদন প্রকাশ করেনি।

সম্প্রতি ওই শিরোনাম সম্বলিত ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে, ছড়িয়ে পড়া এই ছবিটি এডিটের মাধ্যমে তৈরি করা হয়েছে। ১৯৭১ সালের ১৮ মার্চ তারিখে প্রকাশিত দৈনিক ইত্তেফাকের মূল প্রতিবেদনের শিরোনাম ছিল ‘লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকিবে - শেখ মুজিব’।

Читать полностью…

important Info + links

⚠️⚠️BATCH GEN Z MEDICAL PHASE-1

📊বায়োলজি ২য় পত্র(Exo-short syllabus)

◽রেচনতন্ত্র(অধ্যায়-৬)
◽সমন্বয় ও নিয়ন্ত্রণ
◽মানবজীবনের ধারাবাহিকতা
◽প্রতিরক্ষা
◽প্রাণীর আচরণ


📌📌ফিজিক্স ১ম পত্র(Exo-short Syllabus)

◽ভৌত জগৎ ও পরিমাপ
◽গতিবিদ্যা
◽পদার্থের গাঠনিক ধর্ম
◽তরঙ্গ

🆒ক্লাসের কার্যক্রম শুরু হবে ১৫ আগস্ট পর থেকে💥

➡️📣FAQ:

⁉️ ভাইয়া ব্যাচটা কিসের উপর?

📈সমাধান:মেডিকেল এডমিশনের উপর।একদম  ব্যাসিক থেকে যত কম সময়ে এডমিশন অবধি যতটুকু কভার করা যায় সেই চেষ্টা করা হবে। আগে কোনো ধরণের ধারণা না থাকলেও কোন সমস্যা নাই, ইনশাআল্লাহ।

⁉️পরবর্তী PHASE কখন আসবে?

📈সমাধান:এই PHASE শেষ হলেই পরবর্তী ফেইজ শুরু হবে ইনশাআল্লাহ।সেটা আপনাদের রেসপন্সের উপর ডিপেন্ডেবল।

⁉️কোর্স ফি কত ভাইয়া?

📈সমাধান:ফ্রী প্রোগ্রাম।ফ্রী প্রোগ্রাম কেউ দাম দেই না জানি তাই যার কাছে আসলেই ক্লাস করা দরকার, প্লিজ তারাই যুক্ত হবেন।

⁉️কতগুলো ক্লাস হবে?

📈সমাধান: শেষ করতে যতগুলো ক্লাস লাগবে নেওয়া হবে।

⁉️ক্লাস কোথায় দেওয়া হবে ভাইয়া?

📈সমাধান:  ক্লাসগুলো আমাদের Private Telegram channel এ সাজানো থাকবে। তুমি যেকোনো সময় ক্লাস করতে পারবে সমস্যা নেই।স্পিড বাড়িয়ে কমিয়ে ক্লাস করতে পারবা।

⁉️ক্লাসে কোনো doubt থাকলে কি করবো ভাইয়া?

✉️সমাধান:Doubt Solving সেশনে প্রশ্ন করতে পারবেন৷

⁉️Lecture Note দেয়া হবে?

🖥🔍সমাধান: হ্যা,ইনশাআল্লাহ।প্রত্যেকটা ক্লাসের Lecture Note  fb+telegram group এ সাজানো পাবে।

⁉️Exam নেয়া হবে কি না?

💬সমাধান:আপাতত সিক্রেট থাকুক এটা।এক্সাম নেওয়ার ক্ষেত্রে কিছু এক্সট্রা পেইন চলে আসে তাই নাও নিতে পারি।তাও আপনাদর সাথে আলোচনা করা হবে এটা।

⁉️‼️আপনি কেমন ক্লাস নেন সেইটা কিভাবে জানবো?

🌐সমাধান:ক্লাস করে দেখবেন একটা। ঐ ক্লাস করার পর যদি আপনার কাছে বইয়ের প্রতিটি লাইন আত্মীয়ের মতো লাগে, প্রশ্ন সলভ করতে ভালো লাগে, এক্সামে ভালো মার্ক আসে তাহলে আপনি বাকি ক্লাস কন্টিনিউ করবেন।

🗓টিচার প্যানেল

🔈বায়োলজি:
-হামীম জহুর(শেরে বাংলা মেডিকেল)

🔈ফিজিক্স:
-এহসানুল করিম(ঢাকা মেডিকেল)

নিশ্চয়ই আমার রব আপনাদের পথ সহজ করে দিবেন। ইনশাআল্লাহ।

⬇️⬇️চ্যানেল লিংক

/channel/+eouzSeNDXHtlNmI1

🎮নোট:শুরুমাত্র সেকেন্ড টাইমার এবং ২৪ ব্যাচ এড হবেন।

Читать полностью…

important Info + links

📌খাদ্য সঞ্চয় বললে - মজ্জা
📌N2 বাদে অন্য খাদ্য সঞ্চয় বললে/ N2 জাতীয় খাদ্য "সঞ্চয় করে না" বললে - পরিচক্র

#confusion_killing
#ngl_ask

Читать полностью…

important Info + links

আগামীকালকের কর্মসূচিঃ

সারাদেশে ছাত্র-জনতার উপর গণহত্যা, গণপ্রেপ্তার, হামলা, মামলা, গুম এবং খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সকল আদালত, ক্যাম্পাস এবং রাজপথে আগামীকাল(৩১ জুলাই ২০২৪) রোজ বুধবার  'March for Justice' কর্মসূচি পালন করা হবে।
সময়- দুপুর ১২ঃ৩০

আমরা সারাদেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, পেশাজীবি, শ্রমজীবী ও সকল নাগরিককে আমাদের কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা ও আমাদের দাবী আদায়ের সাথে একাত্মতা ঘোষণা করতে বিশেষভাবে অনুরোধ করছি।

আব্দুল কাদের
সমন্বয়ক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

Читать полностью…

important Info + links

আসিফ মাহতাব কোন প্রাক্টিসিং পরিবারের সন্তান না। তবে আল্লাহ পাক তাকে দিয়ে অনেক বড় খেদমত নিয়েছেন। আমরা যখন সবাই মিলে অনলাইন এবং অফলাইনে চেষ্টা করেও জনগণকে এংগেজ করতে পারছিলাম না, তখন তিনি দুইটা পেজ ছিড়ে ভোজবাজির মতো বদলে দিলেন সিচুয়েশন।

এর আগে তাকে চিনতাম না। তবে এরপর কয়েকটা প্রোগ্রাম আমরা একসাথে করেছি। তার ট্রানজিশানটা চোখের সামনে দেখেছি। তিনি উম্মাহদরদি একজন মানুষ। মানুষের অধিকার নিয়ে কথা বলেন।

তবে তিনি ফিজিকালি হ্যান্ডিক্যাপড। একটানা বেশিক্ষণ দাড়ালে তার গ্লুটিয়াস মাসলে প্রচন্ড পেইন শুরু হয়। লাঠি ছাড়া হাঁটতে পারেন না। সমস্যাটা মূলত মেরুদণ্ড। স্পনডাইলোসিস। মেরুদণ্ড থেকে যে নার্ভ বের হয় সেখানে কম্প্রেশান হয়। তিনি বেশ কিছুদিন ট্রিটমেন্টের মধ্যে ছিলেন না৷ কষ্ট পাচ্ছিলেন।

এই মানুষটাকে ছয় দিনের রিমান্ডে নেয়া হলো। তার ওপর অত্যাচার করা হলে একেবারে পঙ্গু হয়ে যাবার চান্স আছে। কষ্টে বুকটা ভার হয়ে আছে৷ তার অপরাধ মূলত পেজ ছেড়া এবং ছাত্রদের পক্ষে বলিষ্ঠ কণ্ঠে কথা বলা।

আজ তাকে আদালতে নেবার ভিডিওটা দেখে কাঁদলাম। আল্লাহ তার ঈমানকে দৃঢ় করে দিন। যাবার পথে তার আঙ্গুল একত্ববাদের সাক্ষ্য দিচ্ছিলো। তার এই দৃঢ়তা আমাকে আপ্লূত করেছে। একজন হ্যান্ডিক্যাপড মানুষ যে মেরুদণ্ডের পরিচয় দিলেন তা আমাদের জন্য শিক্ষনীয়। হি ইজ দ্যা হিরো অব আওয়ার টাইম।

দোহায় লাগে, আপনারা আসিফ মাহতাবকে নিয়ে কথা বলুন। আমাদের এই অসুস্থ ভাইটাকে আমরা এভাবে ভুলে যেতে পারি না। আমরা সবাই কথা বললে চাপ সৃষ্টি হবে, হয়ত সেটা তার মুক্তিকে ত্বরান্বিত করবে।

আল্লাহ, আপনি রহম করেন। আমাদের সন্তানদের মুক্তির ব্যবস্থা করেন।

_মেহেদী হাসান ভাই

Читать полностью…

important Info + links

সেই সাউথ কোরিয়ান বৃদ্ধার সাথে কথা বলে বের হচ্ছিলাম, দরজায় আরেকজন মহিলা ডাক দিলেন। ভাবলাম প্রেজেন্টেশানের উপর কোনো কমেন্ট করবেন।
উঁহু, ইনিও ডাইরেক্ট জিজ্ঞেস করলেন 'তুমি হংকং এর স্টুডেন্টস প্রোটেষ্ট সম্পর্কে কিছু জানো?'

আমি মাথা চুলকে বললাম, 'বেশী কিছু জানিনা'।
'জানতে হবে। তোমার প্রেজেন্টেশানে যেভাবে তোমাদের স্টুডেন্টসদেরকে এখন ধরে নিয়ে যাচ্ছে বললা, তোমাদের দেশের স্টুডেন্টসদেরকে বলো (যেনো আমি বলার কেউ!!) ওরা যেনো হংকং এর স্টুডেন্টস প্রোটেষ্টারদের সাথে যেভাবে পারে যোগাযোগ করে। হংকং, তাইওয়ান, থাইল্যান্ড, মায়ানমার এইরকম কয়েকটা দেশের স্টুডেন্টসরা একটা কোয়ালিশন বানাইছে। "Milk Tea Alliance" নাম। ওরা যুদ্ধ করে দুই ফ্রন্টে। সোশাল মিডিয়ায় আর রাস্তায়। কিন্তু রাস্তায় ওদেরকে কেউ ধরতে পারেনা। কেনো জানো?'

আমি শুকনা মুখে বললাম, জানিনা।
মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, এইসব স্টুডেন্টস প্রোটেষ্টসগুলো সম্পর্কে আমি তেমন কিছুই জানিনা! গাধা একটা। Milk Tea Alliance এর নাম জীবনে এই প্রথম শুনলাম!

'ওদের খুব কমন একটা টেকনিক হচ্ছে ফ্ল্যাশ-মব স্টাইল। ওরা হঠাৎ করে এক জায়গায় উদয় হয়। হুইসেল, বাঁশি ইত্যাদি ইত্যাদি দিয়ে প্রচণ্ড নয়েজ ক্রিয়েট করে, প্রচণ্ড স্লোগান দেয়, তিন থেকে চার মিনিট, পুলিশকে কেউ খবর দেয়ার আগেই ওরা উধাও! ওদের কাঁধের ব্যাগে হ্যাট, জ্যাকেট এসব থাকে। পালাতে পালাতেই ওরা ভোল পাল্টে ফেলে। কেউ আর ওদেরকে চিনতে পারেনা।'

আমি পুরাই ফ্যাসিনেটেড! অবাক হয়েই বললাম, 'কিন্তু ওদের ডিভাইস ট্র্যাক করেনা?'
ও বললো 'করে তো!'
আমি আরো অবাক হয়ে বললাম, তাহলে ওরা ফ্ল্যাশ মব অর্গানাইজ করে কীভাবে??
মহিলা বললেন, 'হা হা! তুমি কি মনে করছো ওরা ডিভাইজ ইউজ করে এসব কাজে? ওদের লোকাল নেটোয়ার্ক করে নিয়েছে। ওরা ফার্মেসী বা মুদির দোকানে মেসেজ চালাচালি করে গ্রোসারী বা ওষুধের প্যাকেটে; অনেক সময় হোমলেস বা ভিক্ষুকরা ওদের কন্টাক্ট পয়েন্ট হিসেবে কাজ করে।'

আমি ভেবেছিলাম রেভ্যুলিউশান বুঝি আমার দেশের স্টুডেন্টসরাই করতেছে, এখন দেখি দুনিয়াতে রেভ্যুলিউশান আসলে কম হচ্ছেনা।

আমার ভাবনা থামিয়ে দিয়ে উনি আরকটা কথা বললেন, 'তোমাদেরকে জানতে হবে ইন্টারন্যাশনাল কমিউনিটির এটেনশান কীভাবে ড্র করতে হয়। আমি তোমার প্রেজেন্টেশানের সময় সার্চ দিচ্ছিলাম নেটে তোমাদের দেশের প্রটেষ্ট নিয়ে, কিন্তু দেখলাম বেশীরভাগ প্ল্যাকার্ড লেখা তোমাদের নিজেদের ভাষায়। কিছুই বুঝলাম না ছবি দেখে দেখে। ইংলিশে প্ল্যাকার্ড লিখতে হবে ওদেরকে। হংকং এ ওরা অনেকসময় ইংলিশে অনেক লম্বা ব্যানারে একটা শ্লোগান লিখে বড় বড় কন্সট্রাকশানের উপর টাঙ্গিয়ে দিয়ে উধাও হয়ে যায়। এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি দেখে!'

ভাবছি-
রেভ্যুলিউশান আসলেই সোজা না।

যেসব স্টুডেন্টসরা ইংলিশে সামান্য হলেও লেখালেখি করতে পারেন, অনুরোধ করবো- ইন্সটা, টিকটক, এক্স এগুলোতে ইংলিশে ছোট ছোট লাইন লিখে হলেও আন্দোলনের খবর/ছবি/ভিডিও এগুলো শেয়ার করা শুরু করুন।

যখন মিডিয়ারা হয়ে যায় স্বৈরাচারের পা-চাটা দালাল, তখন আপনি-আমি-আমদেরকেই হতে হবে মিডিয়া। আন্দোলনের ভয়েস। স্বাধীন প্রচার কেন্দ্র।

( Collected)

#SaveBangladeshiStudents
#StepDownHasina

Читать полностью…

important Info + links

অনলাইন ক্লাশ করার ক্ষেত্রে সবচেয়ে বড় অসুবিধা হলো আপনি ক্লাস করেন, বুঝেন কিন্তু এরপর নিজে আর রিভিউ করেন না।মুভি দেখার মতো ক্লাস করলেন কিন্তু নিজে পড়লেন না তাহলে আপনি কয়েকদিন পরেই ভুলে যাবেন।তাই একটা ক্লাস করার পর ঐ ক্লাসে যা পড়াইছে ঐটা যাতে অন্য কাউকে পড়াতে পারেন এমনভাবে রেডি করে ফেলেন তাহলে পরবর্তী ক্লাস করার জন্য আপনি না চাইলেও আপনার মন ছটফট করবে ক্লাস করার জন্য।ক্লাশ করার পর যতই নিজে আবার পড়বেন ততই জ্ঞানের ক্ষুধা তৈরি হবে, বিরক্তি আসবে না৷

#ngl_ask

Читать полностью…

important Info + links

Prof Asif Mahtab has been kidnapped by the corrupt Bangladesh police and has been gone for over 48hrs.

This was his last message to the world.

His "crime," btw, was criticizing the elite sector of Bangladesh pushing transgender ideology in universities and childrens' textbooks. For this criticism, they may kill him.

Читать полностью…

important Info + links

ক্লাসে প্রতিবাদী কয়েকজন স্যার, ম্যাডাম আছেন,
কোনরকম অন্যায় দুইচোখে সহ্য করতে পারতেন না। শীতের সকালে ৯টার ক্লাসে ২মিনিট দেরি করে ঢুকলেও আর এটেন্ডেন্স দিতেন না। আবার কখনো নিজের রোলটা ডেকে ফেলার পরপরই ঢুকে এটেন্ডেন্স দিয়ে দেয়ার অনুরোধ জানালে খুবই ক্ষেপে যেতেন। বলতেন, ক্লাসে দেরি করে আসাটা অন্যায়। এই অন্যায় আমি সহ্য করবো না।

এইটুকু অন্যায় সহ্য করতে না পারা শিক্ষকরা গত ১০-১২ দিন ধরে কোথায় আছে জানেন?
না, আমরাও কেউ তাদের খবর জানি না। ওরা এখন লাপাত্তা ‘লেডিস!’

©মেহের

Читать полностью…

important Info + links

স্পষ্ট বার্তা-
দালালরা নতুন কৌশল নিয়ে হাজির হয়েছে। আর আপনিও না বুঝে ট্রেন্ডে গা ভাসাচ্ছেন?! দালালরা আজকে একটি পোস্ট ভাইরাল করছে, অমুক দল তমুক দল শিক্ষার্থীদের উপর ভর করে সুবিধা নিতেছে আর আপনিও সহমত পোস্ট দিয়ে বসে আছেন!! এটাই স্বৈরাচার, দালালদের সফলতা। দালালরা যখন দেখলো স্বৈরাচার ছাড়া সকল দলমত সাধারণ জনতা শিক্ষার্থীদের পাশে দাড়িয়েছে তখন তাদের নয়া কৌশল হলো জনতার মাঝে বিভাজন, বিতর্ক সৃষ্টি করা। তাহলে সহজেই জনস্রোত জনশূন্য হবে। আরে ভাই, অমুক দল তমুক দল ভালো-খারাপ নিয়ে আলোচনা থাকতে পারে তবে সেটা এখন নয়। এখন সকল দলমতের লোকজন সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকতে হবে। এখানে কোনো বিতর্ক, বিভাজন সুখকর নয়। সবার সম্মেলিত কোনো পরিবর্তন আসলে কে থাকবে কে যাবে সেটা জনগণই ঠিক করবে। আপনারা এখন সেই সূদুর ভবিষ্যৎ নিয়ে না বিভাজন করে যেই দাবি নিয়ে আসছেন সেই দাবি রক্ষা করতে সবাইকে নিয়ে মাঠে নামেন। স্বৈরাচার ব্যতিত এখন অন্য কোনো দল ভালো মন্দ আলোচনার বিষয় হতে পারে না। সেগুলো আলোচনা করার সময় হবে। তবে এখন না। যারা এখন এসব বিষয় নিয়ে পোস্ট করবে, কোনো পোস্ট ভাইরাল করবে বুঝতে হবে ঐটা স্বৈরাচারের দালাল। ঐটা শিক্ষার্থীদের ভালো চায় না। তাদের মাঝে বিভাজন তৈরি করতে চায়। তাই, আসুন সকল বিতর্ককে দূরে ঠেলে আমাদের দাবি আদায়ে অগ্রসর হই।

Читать полностью…

important Info + links

একটা উদাহরণ দেই,ছোটোবেলায় পড়া "শাঁখের করাত" কিংবা "জলে কুমির ডাঙায় বাঘ" বাগধারার সাথে মিলায়ে নিয়েন।

ইন্টারনেট চালু করলে আন্দোলন ছড়ায়
ইন্টারনেট বন্ধ করলে রেমিট্যান্স বন্ধ

জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট 😎

Читать полностью…

important Info + links

আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মসূচি

Читать полностью…

important Info + links

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীগণের নাম যারা পড়েন বা শোনেন, তাদের কারও কাছেই ‘হযরত মুআয ইবনে জাবাল রা. এর নামটি অজানা থাকার কথা নয়। প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাঁর এই প্রিয় সাহাবীটির হাত ধরে বললেন, ‘মুআয! আল্লাহর কসম, আমি তোমাকে ভালোবাসি।’ জানের শত্রু কুরাইশ কাফেররাও যার সততা আর বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন তোলেনি কখনো, প্রাণপ্রিয় সেই নবীর কোনো কথায় তাঁর কোনো সাহাবী সামান্য সন্দেহ পোষণ করবে– তা কি ভাবা যায়! সঙ্গীদের এ অকৃত্রিম আস্থা ও ভালোবাসার কথা তাঁরও অজানা নয়। অথচ তিনিই আল্লাহর নামে কসম করছেন, তাও আবার এক ঘনিষ্ঠ সাহাবীর সঙ্গে! সাহাবী মুআয রা.ও তৎক্ষণাৎ উত্তর দিলেন, ‘আমার মা-বাবা আপনার জন্যে উৎসর্গিত হোক! আল্লাহর কসম, আমিও আপনাকে ভালোবাসি।’

এভাবে ভালোবাসার কথা মনে করিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘মুআয! আমি তোমাকে বলছি...

Читать полностью…

important Info + links

বিশেষ ঘোষণা -

এখন থেকে শুরু হয়ে আগামীকাল সন্ধ্যা ৬ টা অব্ধি মেডিএইমের যেকোন কোর্সে ভর্তির টোটাল কালেকশনের ৫০% টাকা পংগু হাসপাতালে গরীব স্টুডেন্টদের চিকিৎসায় দেওয়া হইবে.. দুপুরে পোস্ট দেওয়ার পরে অনেক স্টুডেন্টের লিস্ট পেয়েছি যাদের সাহায্য দরকার..

Читать полностью…

important Info + links

📣অ্যালকাইল হ্যালাইডের ব্যবহার

🔴কীটনাশক হিসেবে ক্লোরিনযুক্ত হাইড্রোকার্বন , যেমন- DDT, এলড্রিন,ডিলড্রিন, ক্লোরডেন , লিনড্রেন ব্যবহারকরা হয়।

🟢প্রোপেল্যান্ট গ্যাস, হিমায়ক তরল হিসেবে হ্যালো অ্যালকেন ( CFC ) ব্যবহৃত হয়।

🔴অগ্নিনির্বাপক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে । CCl4, CBr2ClF. বর্তমানে CTC( CCl4) এর পরিবর্তে BCF ( ব্রোমোক্লোরোফ্লোরোমিথেন) নিরাপদ অগ্নি নির্বাপণ হিসেবে ব্যবহৃত হয়।

🟢দ্রাবক হিসেবে ব্যবহৃত হয় । তৈল ও তৈলাক্ত পদার্থ পরিষ্কার করার কাজে দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। যেমন - CH2Cl2 ( ডাইক্লোরোমিথেন), CCl2=CHCl ( ট্রাইক্লোরোইথিন ), CCl2 = CCl2 ( টেট্রাক্লোরো ইথিন) , CHCl2-CHCl2 (এসিটিলিন, বাণিজ্যিক নাম ওয়েস্ট্রন ) ইত্যাদি । ওয়েস্ট্রন রাবার ,পেইন্ট এবং ভার্নিস এর দ্রাবকরূপে ব্যবহৃত হয়।

🔴মূল্যবান কাপড়ের ড্রাইওয়াশ করার জন্য দ্রাবকরূপে 1,1,2-ট্রাই ক্লোরোইথিন( ওয়েস্ট্রোল ) ব্যবহৃত হয়।

🟢CFC গুলো সুস্থিত, অদাহ্য, পানিতে অদ্রবণীয়, অবিষাক্ত এবং গন্ধহীন হওয়াতে এদেরকে কীটনাশক, এরোসল, হেয়ার স্প্রে, সুগন্ধি ইত্যাদি তে ব্যবহার করা হয়।

🔴উত্তম চেতনানাশক = ফ্লোথেন / হ্যালোথেন

🟢চল্লিশের দশকে ম্যালেরিয়া, টাইফয়েড ও ঘুমের রোগে DDT কে ব্যবহার করা হতো (বর্তমানে নিষিদ্ধ)।

🔴ট্রাই ক্লোরোমিথেন/ ক্লোরোফরম ( CHCl3 ) হাঁপানির ওষুধ ও চেতনানাশক হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে শিল্প ক্ষেত্রে দ্রাবক হিসেবে, প্লাস্টিক শিল্পে, সিলিকন শিল্পে চিপস জোড়া লাগানোর কাজে, কাঁদুনে গ্যাস( ক্লোরোপিকরিন) প্রস্তুতিতে ব্যবহার করা হয়।

#mediaim_chemistry
#mediaim_contents

Читать полностью…

important Info + links

“আমরা দ্বীনকে যেমন বানিয়ে নিয়েছি”
.
মসজিদ, বৃদ্ধদের জন্য,
পর্দা, বৃদ্ধাদের জন্য,
কুরআন, মৃতদের জন্য,
সাওম, অনাহারের জন্য,
কুরবানি, মাংসের জন্য,
প্রশংসা, জালিমদের জন্য,
ক্ষমতা, মূর্খদের জন্য,
শিক্ষা, দুনিয়ার জন্য,
পোশাক, প্রদর্শনীর জন্য,
লজ্জা, মুসলিমদের জন্য।

Читать полностью…

important Info + links

নিচের হ্যাশট্যাগগুলি টুইটে ব্যবহার করুন। শেয়ার করে ট্রেন্ডিংয়ে আনুন।

#IndiaStopCommunalPropaganda

#IndiaStopSpreadingHate

##IndiaStopCommunalizing

#IndiaStopAntiBangladeshRumor

Читать полностью…

important Info + links

টপিকঃ জাতীয় টিকাদান কর্মসূচি (মানবদেহের প্রতিরক্ষা)

📌 পোলিও টিকা

- পাঁচ বছরের নিচের সকল শিশুদের পোলিও টিকা খাওয়ানো হয়
- Enterovirus নামক RNA ভাইরাসের কারণে এই রোগ হয়
- এই রোগে শিশুরা পঙ্গু হয়ে যায়

📌 ডিপিটি টিকা

- ডিপথেরিয়া
- হুপিংকাশি (Pertussis)
- ধনুষ্টংকার (Tetanus)
এই তিন রোগের নাম মনে রাখতে হবে।

📌 বিসিজি টিকা

- যক্ষ্মা রোগের টিকা

📌 WHO শিশুদের ৬ টি অণুজীবঘটিত রোগের বিরুদ্ধে টিকা দেয়

📌 বয়স অনুযায়ী টিকাদান কর্মসূচী -

- এক মাসের মধ্যে BCG ও OPV-O
- 06 সপ্তাহ বয়সে - 1
- 10 সপ্তাহ বয়সে - 2
- 14 সপ্তাহ বয়সে - 3
- 18 মাস বয়সে - বুস্টার ডোজ

প্রতিটার মধ্যে ৪ সংখ্যা করে গ্যাপ আর ১,২,৩ সিরিয়ালি বাড়বে (বইয়ের পেজটা দেখো)

- 9 মাস বয়সে - Measles vaccine
- 5-6 বছর - DT vaccine
- 10-16 বছর - TT vaccine

9, 5, 10 এভাবে বয়স মনে রাখবা, আর MDT এভাবে টিকা মনে রাখবা

[সহজ করে গুছিয়ে দিয়েছি, এবার বই থেকে টিকাগুলোর ফুল ফর্ম আর দাগানো লাইনগুলো দেখে ফেলো]

#SABAS© ShaonVaiya #biology

Читать полностью…

important Info + links

Asif Mahtab Utsha স্যার সিভিয়ারলি হেলথ-চ্যালেঞ্জড একজন মানুষ।

২০১৮ সাল থেকে তার বাম হাঁটুতে ব্যথা শুরু হয়। ডাক্তারের পরামর্শে নী কাপ (knee cuff) ব্যবহার শুরু করলে ব্যথা বাম হাঁটু থেকে ডান হাঁটুতে চলে যায়।

২০২১ সালে পুরো পিঠে ব্যথা শুরু হয় এবং সেখান থেকে আশপাশের মাংসপেশিও ব্যথা করতে শুরু করে।

২০২১ সালের অক্টোবরে এক্স-রে তে ওনার স্পন্ডিলাইসিস ধরা পড়ে। ২০২২ সালে বাম গোড়ালীতে ব্যথা শুরু হয়; ১৫ মিনিটের বেশি দাঁড়ালে বাম নিতম্বে প্রচন্ড পরিমাণ ব্যথা করে।

মেরুদণ্ডের ব্যথার কারণে তার পুরো পা তীব্রভাবে ব্যথা করে। দাঁড়িয়ে থাকতে পারেন না। আর ব্যাথা এমন তীব্র মাত্রায় হয় যে ওনার মনে হয় উনি মারা যাবেন। ক্রাচ ছাড়া একদমই চলতে পারেন না।

মেরুদণ্ডের ব্যথা এবং নার্ভের চাপের কারণে সম্প্রতি তাঁর কিডনী এবং প্রস্রাবের সমস্যাও দেখা দেয়া শুরু করেছে। যার কারণে তার তলপেটও ব্যথা করে এখন।

News Source: Medical Doc of Asif Sir from his sister.

আমরা আসিফ মাহতাব স্যারের মুক্তি চাই।

#ReleaseAsifMahtab
#freeasifmahtab

Читать полностью…

important Info + links

আপুরা এইটা use করতে পারেন।।

Читать полностью…

important Info + links

আরে আরে আমার ছবি এখানে দিতে কে বললো
কিউট আমিকে দেখে ফেলছে যে সবাই🥹

Читать полностью…

important Info + links

কিসাস কি জানেন?

জ্বি, কিসাস চাই💪

Читать полностью…

important Info + links

খালদা জিয়ার ফেসবুক পেজে লাল দিয়েছে এই নিয়ে চুলকানি শুরু হয়ে গেছে। ঐখানে কি বলেছে আমিই বিকল্প, আমাকে ক্ষমতায় বসাও।

রাজনীতি দেখে নাক শিটকানো এদেশের সুশীল মধ্যবিত্তকে খুব সহজেই বোকা বানানো যায়।

গত ১৫ বছরের সকল অরাজনৈতিক গণ আন্দোলনকে কেবল এই বলে স্তমিত করা হয়েছে যে এখান থেকে জামায়াত-বিএনপি সুবিধা পাবে। মধ্যবিত্ত বোকার মতো তা মেনে নিয়েছে।

ভাবখানা এমন যে, সরকারের বিরুদ্ধে আন্দোলন করে দাবি আদায় হোক, কিন্তু বিএনপি-জামায়াতের কোনো উপকার না হোক।

বিষয়টা অনেকটা এমন যে, প্রচন্ড খরায় ইস্তিসকার সালাতের ফলে বৃষ্টি আসুক, কিন্তু এই বৃষ্টি জামায়াত-বিএনপির লোকের জমিতে না পড়ুক।

Читать полностью…

important Info + links

যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন কিন্তু যুদ্ধের কৌশল রপ্ত করছেন না!যুদ্ধ ঘোষণা দিয়েছেন স্বৈরাচারের বিরুদ্ধে কিন্তু আপনার সাথে যারা একমত, তাদের দোষেরকথা বলে, নিজেদের মধ্যে বিবেধ ডুকিয়ে আপনাকে দুর্বল করে দিতে চাচ্ছে। আর আপনি না বুঝে সেটা শেয়ার করছেন প্রিয় ভাই!

মনে রাখবেন-দুর্বল করার সবচেয়ে সহজ উপায় তাদের নিজেদের মধ্যে দন্দ্ব সৃষ্টি করা।এরা এই কার্ডই প্লে করতে চাচ্ছে এবং খবর নিয়ে দেখেন এর জন্য বিশাল পরিমাণ ইনভেস্টমেন্টও করে ফেলেছে।আর আপনি সে ট্রেপ এ পা দিয়ে দিচ্ছেন?


তারা এতদিন কোন দলকে নিষিদ্ধ করতে চাই নি কিন্তু এখন কেন নিষিদ্ধ করতে চাচ্ছে?এখনই কেন? আপনার মাথায় কি সব গোবরে ভর্তি হয়ে গেছে?


যারা আমাদের ৯ দফার সাথে একমত তারা আমাদের ভাই।তারা আমাদের শক্তি।নিজের অধিকার আদায়ে প্লিজ একত্রিত হোন।বিবেধ ভুলে যান।তাদেরকে সরিয়ে দিতে সফল হলে একটা বড় অংশ সরিয়ে দিতে পারবে এটা তাদের লাভ।যুদ্ধ এসেছি যুদ্ধের কৌশল রপ্ত করেই আগাইতে হবে৷
বি ইউনাইটেড,বি স্ট্রং।

Читать полностью…

important Info + links

আল্লাহর নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন-

لَا أَرْكَبُ الْأُرْجُوَانَ، وَلَا أَلْبَسُ الْمُعَصْفَرَ، وَلَا أَلْبَسُ الْقَمِيصَ الْمُكَفَّفَ بِالْحَرِيرِ ‘


অর্থ:আমি লাল রঙের জিনপোষে সওয়ার হই না, হলুদ (কুসুম) বর্ণের কাপড় পরি না এবং রেশম আটকানো জামা পরিধান করি না।’ (আবু দাউদ ৪০৪৮)



সর্তকতা:যারা লাল প্রোফাইল দিয়েছেন সেটা যেন স্রেফ কালারই দেন।নিজে লাল পাঞ্জাবি পড়ে দিবেন না৷

Читать полностью…

important Info + links

এরিথ্রোসাইট/লোহিত রক্ত কণিকা/RBC

◾প্রশ্ন-RBC এর রং হলো লাল। তাই কি রক্তকণিকার সামনে লোহিত কথাটা আসছে?


-উত্তর:জ্বি না। RBC এর মধ্যে থাকে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন এর ২ টা অংশ।একটা হলো Fe(আয়রন/লোহা) এবং গ্লোবিন(প্রোটিনজাতীয়)। আইরন/লোহা থেকে লোহিত শব্দটা আসছে৷


#basic #biology

Читать полностью…

important Info + links

#Q_Bin—মেডিকেল এডমিশন

◾কেমিস্ট্রি ১ম ও ২য় পত্র গাইডলাইন
(ফ্রী প্লেলিস্ট সাজেশন)

1.ল্যাবরেটরীর নিরাপদ ব্যবহার

/channel/mediInfo_links41/10000

2. গুণগত রসায়ন

/channel/mediInfo_links41/10008


3.মৌলের পর্যাবৃত্ত

/channel/mediInfo_links41/10019

4.রাসায়নিক পরিবর্তন

/channel/mediInfo_links41/10017

5.কর্মমুখী রসায়ন

/channel/mediInfo_links41/10002

6.পরিবেশ রসায়ন

/channel/mediInfo_links41/10015

7.জৈব রসায়ন

/channel/mediInfo_links41/10012

8.পরিমাণগত রসায়ন

/channel/mediInfo_links41/10006

9.তড়িৎ রসায়ন

/channel/mediInfo_links41/10010

10.অর্থনৈতিক রসায়ন

/channel/mediInfo_links41/10004


"নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি"।
(সূরা ইনশিরাহ-৫:৬)


©হামীম জহুর

Читать полностью…
Subscribe to a channel