Class গুলো 9/10 টায় হবে।।আমি লিংক দিয়ে দিবো নে।। আবার একটা প্রতিযোগিতা মূলক পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছি।
প্রতিটা ক্লাসের যে সুন্দর নোট করবে এবং এক্সাম গুলোতে ভালো করবে তাদের জন্য পুরষ্কার থাকবে ইনশা আল্লাহ।
Good news: Physics suggestion ও readu করা হয়ে যাচ্ছে।। ধৈর্য্য ধরে লেগে থাকো পরিশ্রমে।।
_Sumon Vai
#Agri #PH
কোস্টগার্ড দরবেশকে চিনতে না পেরে শুধু আনিসকে ধরে নিয়ে যাচ্ছিলো। আনিস বললো, উনি সালমান এফ রহমান উনাকেও ধরেন।
& our school life :-
Sir : কে দুষ্টুমি করেছো?
Me : আমি একা না স্যার আমার বন্ধুও!
হ্যা, My institution
University: Jagannath University
Marital status: married
#ngl_ask
⚠️🌼পড়ায় মনোযোগ বাড়ানোর কিছু উপায়ঃ
১.সবসময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করবে এবং পড়ার টেবিল অবশ্যই গোছানো থাকবে
২.পড়তে বসবে একটা টার্গেট সেট করে যে এইটুক সময়ে আমি এই চ্যাপ্টারের এইটুক শেষ দিয়েই উঠবো। তারপর শেষ হলে নিজেরে একটা রেওয়ার্ড দিবে। যেমন একটা চ্যাপ্টার শেষ হলে আমি এই চকলেট টা খাবো বা কিছুক্ষন মোবাইল টিপবো।
৩.পড়ার টেবিল থেকে মোবাইল থাকবে এমন দূরত্বে যেটায় তোমার পড়ার টেবিল থেকে উঠা লাগে। নোটিফিকেশন সাউন্ড বন্ধ করে রাখবে।
৪.বোর হয়ে গেলে সুরা আর-রাহমান টা শুনবে বা নিজে ওযু করে ৫মিন কুরআন তেলাওয়াত করবে।
৫.পড়ার জন্য প্রয়োজনীয় যাবতীয় জিনিস একবারে নিয়ে বসবে(কলম,পেন্সিল,খাতা,স্কেল,রাবার)
৬.রাব্বী জিদনী ইলমা, বিসমিল্লাহ বলে পড়া শুরু করবে
মনোযোগ যদি তুমি দিতে চাও তাহলে অবশ্যই পারবে। মনোবল থাকা লাগবে। আজকে আমি এই চ্যাপ্টার শেষ দিব মানে দিবোই। এটা থাকা লাগবে।
চ্যাপ্টার যখন পড়া শেষে প্রশ্ন সলভে যাবা আর দেখবা পারতেসো, পড়া implement হচ্ছে তখন প্রশান্তি কাজ করবে।
Happy Learning!
#reminder #ngl_ask
#ngl_ask
🖇️❓ হ্যালোজেন সক্রিয়তার ক্রম
✔️হ্যালো এসিডের সক্রিয়তা ক্রম HI > HBr > HCl > HF
✔️হ্যালোজেনো অ্যালকেনের সক্রিয়তা ক্রম
R I>R-Br>R-Cl
✔️ক্লোরো এসিডের তীব্রতার ক্রম
CCl3COOH>Cl2CH.COOH > Cl - CH2-COOH > CH3COOH
✔️পোলারায়ন ক্ষমতার ক্রম
F-< CI-< Br- <I
✔️ল্যাটিস শক্তির ক্রম
NaF < NaCl < NaBr < Nal
✔️SN1 এর সক্রিয়তা ক্রম
3° RX > 2° RX > 1° RX> CH3X
✔️SN2 এর সক্রিয়তা ক্রম
3° RX <2° RX < 1° RX
✔️অ্যালকাইল হ্যালাইডের আর্দ্র বিশ্লেষণ ক্রম
RCl < RBr < RI
✔️ইলেকট্রন আসক্তির ক্রম
Cl > F > Br >I
✔️হ্যালোজেন সমূহের জারণ ক্ষমতার ক্রম : F>Cl>Br>I
✔️হ্যালোজেন সমূহের বিজারণ ক্ষমতার ক্রম: I>Br>Cl>F
#mediaim_chemistry
#mediaim_contents
হ্যা আছে।। শাওন ভাই সব রেডি করে রেখে দিছে আমাদের সবার জন্য🎊✨
/channel/amarto_basicvalona/9540?single
এই লিংকে 🖇️ গেলেই physics সব mcq পেয়ে যাব।
#ngl_ask
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীগণের নাম যারা পড়েন বা শোনেন, তাদের কারও কাছেই ‘হযরত মুআয ইবনে জাবাল রা. এর নামটি অজানা থাকার কথা নয়। প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাঁর এই প্রিয় সাহাবীটির হাত ধরে বললেন, ‘মুআয! আল্লাহর কসম, আমি তোমাকে ভালোবাসি।’ জানের শত্রু কুরাইশ কাফেররাও যার সততা আর বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন তোলেনি কখনো, প্রাণপ্রিয় সেই নবীর কোনো কথায় তাঁর কোনো সাহাবী সামান্য সন্দেহ পোষণ করবে– তা কি ভাবা যায়! সঙ্গীদের এ অকৃত্রিম আস্থা ও ভালোবাসার কথা তাঁরও অজানা নয়। অথচ তিনিই আল্লাহর নামে কসম করছেন, তাও আবার এক ঘনিষ্ঠ সাহাবীর সঙ্গে! সাহাবী মুআয রা.ও তৎক্ষণাৎ উত্তর দিলেন, ‘আমার মা-বাবা আপনার জন্যে উৎসর্গিত হোক! আল্লাহর কসম, আমিও আপনাকে ভালোবাসি।’
এভাবে ভালোবাসার কথা মনে করিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘মুআয! আমি তোমাকে বলছি...
বিশেষ ঘোষণা -
এখন থেকে শুরু হয়ে আগামীকাল সন্ধ্যা ৬ টা অব্ধি মেডিএইমের যেকোন কোর্সে ভর্তির টোটাল কালেকশনের ৫০% টাকা পংগু হাসপাতালে গরীব স্টুডেন্টদের চিকিৎসায় দেওয়া হইবে.. দুপুরে পোস্ট দেওয়ার পরে অনেক স্টুডেন্টের লিস্ট পেয়েছি যাদের সাহায্য দরকার..
📣অ্যালকাইল হ্যালাইডের ব্যবহার
🔴কীটনাশক হিসেবে ক্লোরিনযুক্ত হাইড্রোকার্বন , যেমন- DDT, এলড্রিন,ডিলড্রিন, ক্লোরডেন , লিনড্রেন ব্যবহারকরা হয়।
🟢প্রোপেল্যান্ট গ্যাস, হিমায়ক তরল হিসেবে হ্যালো অ্যালকেন ( CFC ) ব্যবহৃত হয়।
🔴অগ্নিনির্বাপক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে । CCl4, CBr2ClF. বর্তমানে CTC( CCl4) এর পরিবর্তে BCF ( ব্রোমোক্লোরোফ্লোরোমিথেন) নিরাপদ অগ্নি নির্বাপণ হিসেবে ব্যবহৃত হয়।
🟢দ্রাবক হিসেবে ব্যবহৃত হয় । তৈল ও তৈলাক্ত পদার্থ পরিষ্কার করার কাজে দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। যেমন - CH2Cl2 ( ডাইক্লোরোমিথেন), CCl2=CHCl ( ট্রাইক্লোরোইথিন ), CCl2 = CCl2 ( টেট্রাক্লোরো ইথিন) , CHCl2-CHCl2 (এসিটিলিন, বাণিজ্যিক নাম ওয়েস্ট্রন ) ইত্যাদি । ওয়েস্ট্রন রাবার ,পেইন্ট এবং ভার্নিস এর দ্রাবকরূপে ব্যবহৃত হয়।
🔴মূল্যবান কাপড়ের ড্রাইওয়াশ করার জন্য দ্রাবকরূপে 1,1,2-ট্রাই ক্লোরোইথিন( ওয়েস্ট্রোল ) ব্যবহৃত হয়।
🟢CFC গুলো সুস্থিত, অদাহ্য, পানিতে অদ্রবণীয়, অবিষাক্ত এবং গন্ধহীন হওয়াতে এদেরকে কীটনাশক, এরোসল, হেয়ার স্প্রে, সুগন্ধি ইত্যাদি তে ব্যবহার করা হয়।
🔴উত্তম চেতনানাশক = ফ্লোথেন / হ্যালোথেন
🟢চল্লিশের দশকে ম্যালেরিয়া, টাইফয়েড ও ঘুমের রোগে DDT কে ব্যবহার করা হতো (বর্তমানে নিষিদ্ধ)।
🔴ট্রাই ক্লোরোমিথেন/ ক্লোরোফরম ( CHCl3 ) হাঁপানির ওষুধ ও চেতনানাশক হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে শিল্প ক্ষেত্রে দ্রাবক হিসেবে, প্লাস্টিক শিল্পে, সিলিকন শিল্পে চিপস জোড়া লাগানোর কাজে, কাঁদুনে গ্যাস( ক্লোরোপিকরিন) প্রস্তুতিতে ব্যবহার করা হয়।
#mediaim_chemistry
#mediaim_contents
“আমরা দ্বীনকে যেমন বানিয়ে নিয়েছি”
.
মসজিদ, বৃদ্ধদের জন্য,
পর্দা, বৃদ্ধাদের জন্য,
কুরআন, মৃতদের জন্য,
সাওম, অনাহারের জন্য,
কুরবানি, মাংসের জন্য,
প্রশংসা, জালিমদের জন্য,
ক্ষমতা, মূর্খদের জন্য,
শিক্ষা, দুনিয়ার জন্য,
পোশাক, প্রদর্শনীর জন্য,
লজ্জা, মুসলিমদের জন্য।
নিচের হ্যাশট্যাগগুলি টুইটে ব্যবহার করুন। শেয়ার করে ট্রেন্ডিংয়ে আনুন।
#IndiaStopCommunalPropaganda
#IndiaStopSpreadingHate
##IndiaStopCommunalizing
#IndiaStopAntiBangladeshRumor
টপিকঃ জাতীয় টিকাদান কর্মসূচি (মানবদেহের প্রতিরক্ষা)
📌 পোলিও টিকা
📌 ডিপিটি টিকা
📌 বিসিজি টিকা
📌 বয়স অনুযায়ী টিকাদান কর্মসূচী -
Asif Mahtab Utsha স্যার সিভিয়ারলি হেলথ-চ্যালেঞ্জড একজন মানুষ।
২০১৮ সাল থেকে তার বাম হাঁটুতে ব্যথা শুরু হয়। ডাক্তারের পরামর্শে নী কাপ (knee cuff) ব্যবহার শুরু করলে ব্যথা বাম হাঁটু থেকে ডান হাঁটুতে চলে যায়।
২০২১ সালে পুরো পিঠে ব্যথা শুরু হয় এবং সেখান থেকে আশপাশের মাংসপেশিও ব্যথা করতে শুরু করে।
২০২১ সালের অক্টোবরে এক্স-রে তে ওনার স্পন্ডিলাইসিস ধরা পড়ে। ২০২২ সালে বাম গোড়ালীতে ব্যথা শুরু হয়; ১৫ মিনিটের বেশি দাঁড়ালে বাম নিতম্বে প্রচন্ড পরিমাণ ব্যথা করে।
মেরুদণ্ডের ব্যথার কারণে তার পুরো পা তীব্রভাবে ব্যথা করে। দাঁড়িয়ে থাকতে পারেন না। আর ব্যাথা এমন তীব্র মাত্রায় হয় যে ওনার মনে হয় উনি মারা যাবেন। ক্রাচ ছাড়া একদমই চলতে পারেন না।
মেরুদণ্ডের ব্যথা এবং নার্ভের চাপের কারণে সম্প্রতি তাঁর কিডনী এবং প্রস্রাবের সমস্যাও দেখা দেয়া শুরু করেছে। যার কারণে তার তলপেটও ব্যথা করে এখন।
News Source: Medical Doc of Asif Sir from his sister.
আমরা আসিফ মাহতাব স্যারের মুক্তি চাই।
#ReleaseAsifMahtab
#freeasifmahtab
⁉️Agri preparation⁉️
▶️❓সবাই ২ টা খাতা বানাবা। একটা ম্যাথ একটা ফিজিক্স। যখন যে ক্লাস হবে ঐটা নোট তুলে ফেলবা।
✅ধরো কালকে চলতড়িৎ ও তাপগতিবিদ্যার ক্লাস ,,,তাহলে ক্লাসের আগেই এই ২ অধ্যায়ের আগের নোট রিভিশন করে ফেলবা এতে ক্লাস বুঝতে সুবিধা হবে।
✅একদিন ম্যাথ একদিন ফিজিক্স এভাবে
ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ তবে তোমাদের একটু সাপোর্ট চাই যেমন অনেক শিক্ষার্থী এই মুহূর্তে ডিটাচড,,,,তাই তাদেরকে একটু ক্লাস গুলো পৌঁছে দিও। সিরিয়ালি ১ম থেকে ক্লাস করলে এবং এক্সাম দিলে আবার একটা প্রতিযোগিতা ফিরে আসবে বলে আমার বিশ্বাস।
✅কথা অনুযায়ী এবং সার্বিক পরিস্থিতি চিন্তা করে আমাদের সব কার্যক্রম ফ্রি তে হবে। অর্থাৎ কোনো টাকা লাগবেনা।
✅ আব্বা আম্মা অনেক নিষেধ করায় আজকে ঢাকা যেতে পারিনি। আশা করছি পরশু আমরা একটা গাইডলাইন লাইভের মধ্য দিয়ে ক্লাস গুলো সিরিয়ালি শুরু করবো ইনশা আল্লাহ।
✅একটা কথা সিউর করে বলে দেই ফিজিক্স হান্টার্স ফ্রি তে সাপোর্ট দিবে দেখে এটাকে ফ্রি ভেবে তুচ্ছ করিও না। অন্যান্য জায়গার পেইড এর থেকেও কোয়ালিটিফুল ক্লাস ও এক্সাম আমি ফ্রি তে নেই এবং নিবো ইনশা আল্লাহ।।
_sumon ভাই (Physics hunters)
#Agri #PH
⁉️অপটিমাম তাপমাত্রা ⁉️
✔️সালোকসংশ্লেষণ = ২২-৩৫° C
✔️ক্যালভিন চক্র= ১০-২৫° C
✔️হ্যাচ-স্ল্যাক চক্র= ৩০-৪৫° C
✔️পানি পরিশোষণ=২০-৩০° C
✔️শ্বসন= ২০-৩৫° C
✔️দই উৎপাদন=৩৭-৪০° C
✔️ক্যালাস সৃষ্টি=১৭-২০°C
✔️ভারনালাইজেশন (Vernalization)=১৩-১৫°C
✔️এনজাইমের কার্যকারিতা= ৩৫-৪০°C
#important #biology
Pre med এর jei class গুলো miss করেছেন।।করা শুরু করেন।। তারপর oi chapter gulor upor exam den..pblm face korle medi FAQ te den....medimath dept e den...aro onek sujog e ache....utilize your time..
#ngl_ask
আর প্রয়োজন ছাড়া ফোন ধরবেন না।।এটা নিজ উদ্যোগে করতে হবে।। আমি হাজার মোটিভেশন দিলেও লাভ হবে না ,বুঝেছেন ভাইয়াপ্পু।।আপনি জানেন আপনি এখন কোন situation এ আছেন ।।সেই অনুযায়ী নিজেকে বাধ্য করেন।।বেশি pressure নেয়া যাবে না।। সময়কে কাজে লাগান।।
Читать полностью…আগে family কে জানাও + police অনেক জায়গায় চলে আসছে,পারলে থানায় GD করে আসো।। Blackmail যেহেতু করে আগে safe থাকাটাই জরুরি।। তারপর ছেলের পরিবারকে এই বিষয় অবগত করা।। একা যাওয়া যাবে না।।family নিয়ে যাবেন।
#ngl_ask
#হ্যা, মন খারাপ থাকলে ngl এ লিখতে পারেন সমস্যা নেই, কেউ একজন হয়তো আপনার লিখা পড়ে এটা অন্তত অনুভূত হবে।😀
Читать полностью…প্রশ্ন:সেকেন্ড টাইমারদের কতবার রিভিশন দেওয়া উচিত?
✅সমাধান: একটু বলি যারা সেকেন্ড টাইমার তাদের জন্য:
আমার সেকেন্ড টাইম জার্নিতে আমার কাছে মনে হয়েছে, কতবার সিলেবাস শেষ করা উচিত এরচেয়ে ইম্পরট্যান্ট হলো কত ইফেক্টিভলি পড়া শেষ করছি।কোয়ান্টিটি থেকে আমার কাছে কোয়ালিটি অলওয়েজ ম্যাটার করতো৷ আপনি যত গুছিয়ে যেকোন টপিক পড়বেন সেটা তত স্হায়ী হবে।আপনি গুছিয়ে ১ বার পড়লেও আপনি সব প্রশ্নের আনসার অনায়াসে পারবেন বাট অনেকে দেখবেন ১০ বার পড়েও কোন কুয়েশ্চনের আনসার পারে না। তাই আমার সাজেশন থাকবে, কতবার রিভিশন দিবেন এর চেয়ে ইম্পরট্যান্ট, ইফেক্টিভ রিভিশন কতবার দিতে পারছেন।আপনি যত ইফেক্টিভলি একবার গুছিয়ে ফেলতে পারবেন, শেষ সময়ে রিভিশন এত বেশি হয়ে যাবে আপনি কাউন্টও করতে পারবেন না।।
🌐শৈবাল-ছত্রাক এর কিছু হাবিজাবি:
✔️পরিবেশ দূষণের "সূচক"➡রিকশিয়া
✔️পরিবেশ দূষণের ""নির্দেশক""➡লাইকেন
✔️প্রকৃতির ঝাড়ুদার➡ব্যাকটেরিয়া
✔️Second generation biofuel ➡শৈবাল
✔️পরিবেশের উৎপাদকরূপে কাজ করে ➡Ulothrix
✔️হাইড্রার দেহের Life-long paying guest➡ Zoochlorella (শৈবাল)
✔️অন্ধকারে আলো বিচ্ছুরণকারী ছত্রাক ➡Armillaria mella
✔️বিশ্বের সবচেয়ে বড় ছত্রাক প্রজাতি ➡ Armillaria ostoyae
#Biology
#mediaim_contents
Happy learning 🤗
📌ক্লোরোফর্মের ব্যবহার একনজরে-
✅ চেতনানাশক হিসেবে অস্ত্রপচারে
✅রেজিন চর্বি তেল রাবার ইত্যাদিকে দ্রবীভূত করতে
✅পরীক্ষাগারে বিকারক ও দ্রাবকরূপে
✅দুর্গন্ধযুক্ত ওষুধকে সুগন্ধময় করতে
➡️কফি থেকে ক্যাফেইন নিষ্কানে ব্যবহৃত হয় = ডাইক্লোরো মিথেন
➡️ক্লোরোফর্মের অস্তিত্ব প্রমাণ করা যায় = আইসোসায়ানাইড পরীক্ষার(কার্বিল অ্যামিন পরীক্ষা) মাধ্যমে
➡️ক্লোরোফর্ম অণুতে Cl পরমাণুর অস্তিত্ব প্রমাণ করা যায় = AgNO3 দিয়ে
✔️সম্প্রতি ব্যাপক ব্যবহৃত ফ্লুথেন একটি = চেতনানাশক
✔️ক্লোরিটোন = চেতনানাশক
✔️ক্লোরোফর্ম উন্মুক্ত রাখলে ফসজিন ( COCl2) গ্যাস তৈরি হয়
✔️আলো ও বায়ুর উপস্থিতিতে ক্লোরোফর্ম উৎপন্ন করে = কার্বনিল ক্লোরাইড
⏸ওয়েস্ট্রোসল (CHCl=CCl2)= ট্রাইক্লোরো ইথিলিন = কাপড় চোপড়ের ড্রাই ওয়াশিং তরলরূপে ব্যবহৃত হয়।
✔️স্ফুটনাঙ্কঃ 90°C/363 K
▶️ওয়েস্ট্রন (CHCl2CHCl2)= অ্যাসিটিলিন টেট্রাক্লোরাইড = রাবার, ভার্নিস,পেইন্ট,তৈল ও চর্বির দ্রাবকরূপে ব্যবহৃত হয়।
✔️স্ফুটনাঙ্কঃ 146°C / 419 K
#mediaim_chemistry
#mediaim_contents
...
'জহির রায়হান গুম হয়নি, বাড়ি থেকে পালিয়েছে- শেখ মুজিব' শিরোনামে দৈনিক ইত্তেফাক কোনো প্রতিবেদন প্রকাশ করেনি।
সম্প্রতি ওই শিরোনাম সম্বলিত ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে, ছড়িয়ে পড়া এই ছবিটি এডিটের মাধ্যমে তৈরি করা হয়েছে। ১৯৭১ সালের ১৮ মার্চ তারিখে প্রকাশিত দৈনিক ইত্তেফাকের মূল প্রতিবেদনের শিরোনাম ছিল ‘লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকিবে - শেখ মুজিব’।
⚠️⚠️BATCH GEN Z MEDICAL PHASE-1
📊বায়োলজি ২য় পত্র(Exo-short syllabus)
◽রেচনতন্ত্র(অধ্যায়-৬)
◽সমন্বয় ও নিয়ন্ত্রণ
◽মানবজীবনের ধারাবাহিকতা
◽প্রতিরক্ষা
◽প্রাণীর আচরণ
📌📌ফিজিক্স ১ম পত্র(Exo-short Syllabus)
◽ভৌত জগৎ ও পরিমাপ
◽গতিবিদ্যা
◽পদার্থের গাঠনিক ধর্ম
◽তরঙ্গ
🆒ক্লাসের কার্যক্রম শুরু হবে ১৫ আগস্ট পর থেকে💥
➡️📣FAQ:
⁉️ ভাইয়া ব্যাচটা কিসের উপর?
📈সমাধান:মেডিকেল এডমিশনের উপর।একদম ব্যাসিক থেকে যত কম সময়ে এডমিশন অবধি যতটুকু কভার করা যায় সেই চেষ্টা করা হবে। আগে কোনো ধরণের ধারণা না থাকলেও কোন সমস্যা নাই, ইনশাআল্লাহ।
⁉️পরবর্তী PHASE কখন আসবে?
📈সমাধান:এই PHASE শেষ হলেই পরবর্তী ফেইজ শুরু হবে ইনশাআল্লাহ।সেটা আপনাদের রেসপন্সের উপর ডিপেন্ডেবল।
⁉️কোর্স ফি কত ভাইয়া?
📈সমাধান:ফ্রী প্রোগ্রাম।ফ্রী প্রোগ্রাম কেউ দাম দেই না জানি তাই যার কাছে আসলেই ক্লাস করা দরকার, প্লিজ তারাই যুক্ত হবেন।
⁉️কতগুলো ক্লাস হবে?
📈সমাধান: শেষ করতে যতগুলো ক্লাস লাগবে নেওয়া হবে।
⁉️ক্লাস কোথায় দেওয়া হবে ভাইয়া?
📈সমাধান: ক্লাসগুলো আমাদের Private Telegram channel এ সাজানো থাকবে। তুমি যেকোনো সময় ক্লাস করতে পারবে সমস্যা নেই।স্পিড বাড়িয়ে কমিয়ে ক্লাস করতে পারবা।
⁉️ক্লাসে কোনো doubt থাকলে কি করবো ভাইয়া?
✉️সমাধান:Doubt Solving সেশনে প্রশ্ন করতে পারবেন৷
⁉️Lecture Note দেয়া হবে?
🖥🔍সমাধান: হ্যা,ইনশাআল্লাহ।প্রত্যেকটা ক্লাসের Lecture Note fb+telegram group এ সাজানো পাবে।
⁉️Exam নেয়া হবে কি না?
💬সমাধান:আপাতত সিক্রেট থাকুক এটা।এক্সাম নেওয়ার ক্ষেত্রে কিছু এক্সট্রা পেইন চলে আসে তাই নাও নিতে পারি।তাও আপনাদর সাথে আলোচনা করা হবে এটা।
⁉️‼️আপনি কেমন ক্লাস নেন সেইটা কিভাবে জানবো?
🌐সমাধান:ক্লাস করে দেখবেন একটা। ঐ ক্লাস করার পর যদি আপনার কাছে বইয়ের প্রতিটি লাইন আত্মীয়ের মতো লাগে, প্রশ্ন সলভ করতে ভালো লাগে, এক্সামে ভালো মার্ক আসে তাহলে আপনি বাকি ক্লাস কন্টিনিউ করবেন।
🗓টিচার প্যানেল
🔈বায়োলজি:
-হামীম জহুর(শেরে বাংলা মেডিকেল)
🔈ফিজিক্স:
-এহসানুল করিম(ঢাকা মেডিকেল)
নিশ্চয়ই আমার রব আপনাদের পথ সহজ করে দিবেন। ইনশাআল্লাহ।
⬇️⬇️চ্যানেল লিংক⌛
/channel/+eouzSeNDXHtlNmI1
🎮নোট:শুরুমাত্র সেকেন্ড টাইমার এবং ২৪ ব্যাচ এড হবেন।
📌খাদ্য সঞ্চয় বললে - মজ্জা
📌N2 বাদে অন্য খাদ্য সঞ্চয় বললে/ N2 জাতীয় খাদ্য "সঞ্চয় করে না" বললে - পরিচক্র
#confusion_killing
#ngl_ask
আগামীকালকের কর্মসূচিঃ
সারাদেশে ছাত্র-জনতার উপর গণহত্যা, গণপ্রেপ্তার, হামলা, মামলা, গুম এবং খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সকল আদালত, ক্যাম্পাস এবং রাজপথে আগামীকাল(৩১ জুলাই ২০২৪) রোজ বুধবার 'March for Justice' কর্মসূচি পালন করা হবে।
সময়- দুপুর ১২ঃ৩০
আমরা সারাদেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, পেশাজীবি, শ্রমজীবী ও সকল নাগরিককে আমাদের কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা ও আমাদের দাবী আদায়ের সাথে একাত্মতা ঘোষণা করতে বিশেষভাবে অনুরোধ করছি।
আব্দুল কাদের
সমন্বয়ক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
আসিফ মাহতাব কোন প্রাক্টিসিং পরিবারের সন্তান না। তবে আল্লাহ পাক তাকে দিয়ে অনেক বড় খেদমত নিয়েছেন। আমরা যখন সবাই মিলে অনলাইন এবং অফলাইনে চেষ্টা করেও জনগণকে এংগেজ করতে পারছিলাম না, তখন তিনি দুইটা পেজ ছিড়ে ভোজবাজির মতো বদলে দিলেন সিচুয়েশন।
এর আগে তাকে চিনতাম না। তবে এরপর কয়েকটা প্রোগ্রাম আমরা একসাথে করেছি। তার ট্রানজিশানটা চোখের সামনে দেখেছি। তিনি উম্মাহদরদি একজন মানুষ। মানুষের অধিকার নিয়ে কথা বলেন।
তবে তিনি ফিজিকালি হ্যান্ডিক্যাপড। একটানা বেশিক্ষণ দাড়ালে তার গ্লুটিয়াস মাসলে প্রচন্ড পেইন শুরু হয়। লাঠি ছাড়া হাঁটতে পারেন না। সমস্যাটা মূলত মেরুদণ্ড। স্পনডাইলোসিস। মেরুদণ্ড থেকে যে নার্ভ বের হয় সেখানে কম্প্রেশান হয়। তিনি বেশ কিছুদিন ট্রিটমেন্টের মধ্যে ছিলেন না৷ কষ্ট পাচ্ছিলেন।
এই মানুষটাকে ছয় দিনের রিমান্ডে নেয়া হলো। তার ওপর অত্যাচার করা হলে একেবারে পঙ্গু হয়ে যাবার চান্স আছে। কষ্টে বুকটা ভার হয়ে আছে৷ তার অপরাধ মূলত পেজ ছেড়া এবং ছাত্রদের পক্ষে বলিষ্ঠ কণ্ঠে কথা বলা।
আজ তাকে আদালতে নেবার ভিডিওটা দেখে কাঁদলাম। আল্লাহ তার ঈমানকে দৃঢ় করে দিন। যাবার পথে তার আঙ্গুল একত্ববাদের সাক্ষ্য দিচ্ছিলো। তার এই দৃঢ়তা আমাকে আপ্লূত করেছে। একজন হ্যান্ডিক্যাপড মানুষ যে মেরুদণ্ডের পরিচয় দিলেন তা আমাদের জন্য শিক্ষনীয়। হি ইজ দ্যা হিরো অব আওয়ার টাইম।
দোহায় লাগে, আপনারা আসিফ মাহতাবকে নিয়ে কথা বলুন। আমাদের এই অসুস্থ ভাইটাকে আমরা এভাবে ভুলে যেতে পারি না। আমরা সবাই কথা বললে চাপ সৃষ্টি হবে, হয়ত সেটা তার মুক্তিকে ত্বরান্বিত করবে।
আল্লাহ, আপনি রহম করেন। আমাদের সন্তানদের মুক্তির ব্যবস্থা করেন।
_মেহেদী হাসান ভাই