বিগত বছরের প্রশ্ন থেকেই Synonym, Antonym অথবা Idioms phrases অথবা Appropriate Preposition/ Group Verbs মুখস্ত করবে ডেইলি ৫টা করে। প্রশ্নের বাকি অপশনগুলোর অর্থও কিন্তু জানতে হবে, মুখস্ত করতে হবে। তাহলেই কাজ হবে, নাহলে না। এভাবে পড়ে প্রতি এক সপ্তাহ পর পর সেই মুখস্ত করা সবকিছু না দেখে লেখার চেষ্টা করবা। প্রথম প্রথম কষ্ট হবে কিন্তু দেখবা আস্তে আস্তে তুমি অভ্যস্ত হয়ে গেছ আর তোমার প্রিপারেশনও অনেকখানি আগায় গেছে সবার থেকে।
GKE এর ক্ষেত্রে ভাল করার মূলমন্ত্রই হচ্ছে Consistency আর Repeated Practice. এই দুইটা প্রপার ওয়েতে করতে পারলে ইনশাআল্লাহ সেকেন্ড টাইমার হয়েও টপ মেডিকেলে জায়গা করে নিতে পারবে। অনেক কথা বলে ফেললাম, নেক্সটে এরকম আরেকটা নতুন টপিকে গাইডলাইন নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। Best of luck, Fighters
Md. Ahnaf Islam
Sir Salimullah Medical College
Session: 2023-24 (MBBS 1st Year)
রিয়েলাইজেশন:
শুধু পড়াশুনা করে, কোচিং এ টপ করে,অমুক ভাইয়ার কাছে পড়ি বলে আমি হিরো।এইভাবে চান্স পাওয়া যাবে?
উত্তর:পাওয়া যাবে না।আল্লাহর রহমতের চাদরে যদি আবৃত না হোন কোনভাবেই হবে না। লিখে রাখুন।
তাই, শুধু দুনিয়ায় দিকে দৌড়াবেন না, সালাত আদায় করুন।বাবা মায়ের সাথে কোমলভাবে কথা বলুন।তারাই আপনার জান্নাত।
ক্লাস ওয়ানে থাকতে ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার সময় আম্মা ফকিররে ভিক্ষা দিতেন।
ফাইভের সমাপনী পরীক্ষায় প্রতিদিন দাদার মক্কা থেইকা আনা জমজম পানি খাইয়া পরীক্ষা দিতে যাইতাম।
ক্লাস এইটের পরীক্ষার আগে মানত করসিলাম গোল্ডেন পাইলে একশ রাকাত নফল নামাজ পড়মু।
এসএসসি পরীক্ষার টাইমে নফল রোজা রাখলাম, মসজিদে মিলাদ দিলাম।
এইচএসসি পরীক্ষার আগে তাহাজ্জুদ পড়া শুরু করলাম।
তারপর একদিন যখন লেখাপড়া শেষ কইরা সুশীল হইলাম, কলম ধরতে জানলাম, বড় বড় কইরা লিখলাম, "ধর্ম দিয়া দেশ চলবে না।"
© সোহানুর রহমান।
◾মেডিএইম নিয়ে জিজ্ঞেসা:
মেডিএইমে ক্লাস+কনটেন্ট সবই বেটার বাট আপনার নিজেকে পড়ার মেন্টালিটি থাকতে হবে। অন্য কোচিং এ বই দাগিয়ে দেই বাট ওনারা বেসিক থেকে ব্যাপারগুলো বলতে ট্রাই করেন।আপনি ক্লাস বুঝে নোট তুলে নিজেকে বই পড়তে হবে এবং এটাই দীর্ঘস্হায়ী মনে রাখার প্রসেস।জাস্ট বই দেখায় দিলে মনে হয় -পরিক্ষার হল-এ অপশন দেখলে পারবো বাট পরিক্ষার হল এ সব অপশনই পরিচিত লাগবে।তখন ভুল হয়ে যায়।
রেপিড ফায়ার রেগুলার থাকা লাগবে এটা ইফেক্টিভ কারণ অপশন থাকে না-শর্ট কুয়েশ্চন এর মতোই। এক্সাম প্রতিদিন দিতে হবে, প্রতিদিন হতাশ হবেন এবং প্রতিদিন রিয়েলাইজ করবেন আপনার আরও পড়া উচিত।
◾নোট-০১:মেডিএইমে আপনাকে ওনার ইউটিউবে যে ক্লাসগুলো আছে ঐগুলা জোর করে হলেও ঐগুলা করাবে।ঐগুলা একটু ভিডিও কোয়ালিটি লো দেখে অনেকে করে না বাট ঐগুলা মাস্টারপিস।পেইড কিনে পেইড ও করতে হবে আবার ফ্রীও করতে হবে এটা অনেকে মানতে পারে না তাই বলে রাখলাম।
◾নোট-০২: নিজে সেকেন্ড টাইমার ছিলাম অনলাইনে সব প্লাটফর্ম ঘুরে আমার মনে হলো আপনাকে এটা জানানো উচিত ছিল তাই জানিয়ে দিলাম।
◾নোট-০৩:কারো সাজেশন দেখে কোথাও ভর্তি হবেন না। আমার সাজেশন দেখেও হবেন না। আপনি আজকেই জরুরিভাবে ৩-৪ ঘন্টা ওনাদের ক্লাস সার্চ করে দেখুন একটা ক্লাস পুরা।ওয়েস্ট করুন দরকার হলে ক্লাস আরও কয়েকটা দেখে পুরাদিন।আপনার সামনের দিনগুলো তুলে দেওয়ার আগে বিশ্বস্ত সঙ্গী কি না চেক করুন ডেন ডিসাইড করুন।
বেস্ট অফ লাক।
#ngl_ask
খাচ্ছেন প্রিয় নেতা মুজিব❤️❤️ আবার সেটা পত্রিকা তেও প্রকাশ করছেন 🤤
সেটা তিনি করতেই পারেন কিন্তু কখন প্রকাশ করছেন জানেন ? যখন দেশে দুর্ভিক্ষ চলছিল , মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছিল । আনুমানিক প্রায় ৩-৪ লক্ষ মানুষ মারা গেছিল দুর্ভিক্ষে । তখন তিনি এমন ছবি পত্রিকায় দিছিলেন । নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছিলেন " দুর্ভিক্ষ খাদ্য সংকটের জন্যে হয় নি বরং আওয়ামীলীগের সীমাহীন দুর্নীতি আর বাজার অব্যবস্থাপনার জন্যেই হইছিল "
হ্যা অনেক সম্মান দিতে হবে ❤️❤️
✅ডালিম ফল বেদানা বা আনার নামে অধিক পরিচিত।
✅ডালিম এর বৈজ্ঞানিক নাম: Punica granatum
✅গুল্ম জাতীয় সপুষ্পক উদ্ভিদ
✅রক্তপাত বন্ধ করতে ডালিম ফুল অত্যন্ত কার্যকরী।
✅এছাড়া আমাশয় নিরাময়ে ডালিমের খোসা সিদ্ধ করে সেবন করা যেতে পারে।
#জানতে_হবে
#mediaim_contents
রাজধানীর ধানমন্ডি-২৭ এ শিক্ষার্থীরা আলোর মশাল হাতে জেগে আছে অন্ধকারের কাউকে এই এলাকায় ঢুকতে না দেওয়ার শপথ নিয়ে।
Читать полностью…গতকাল Md. Numeri Sattar Apar এর পারসোনাল লাইফ নিয়ে আরেকটা কমেন্টে এলিগেশন আসে। এটা আমাকে অনেকে পারসোনালি দিয়ে আস্কও করেছে সত্য কিনা।
অপার বুয়েটের সিভিলে ছিলো। আমারই ব্যাচের করেস্পন্ডিং। ওর এবং আমার কমন ফ্রেন্ড Shahidul Islam Sandwip বুয়েটের সিভিলেই অপারের ব্যাচমেট ছিলো। সে কনফার্ম করেছে যে অপারকে নিয়ে যেই মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে এটার কোনো সত্যতা নেই।
এবার আসি ইসলামের দিক দিয়ে
কাউকে ব্যাভিচারী হওয়ার অপবাদ দেওয়া বড় গুনাহগুলোর মধ্যে একটা। এমন অপবাদ দেওয়া সম্পর্কে ক্বুরআন এবং হাদিস থেকেও স্ট্রেটকাট বক্তব্য এসেছে।
আল্লাহ্ তা‘আলা বলেন:
«إِنَّ الَّذِيْنَ يَرْمُوْنَ الْـمُحْصَنَاتِ الْغَافِلَاتِ الْـمُؤْمِنَاتِ لُعِنُوْا فِيْ الدُّنْيَا وَالْآخِرَةِ، وَلَـهُمْ عَذَابٌ عَظِيْمٌ»
‘‘নিশ্চয়ই যারা সতী-সাধ্বী সরলমনা মু’মিন মহিলাদেরকে ব্যভিচারের অপবাদ দেয় তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত এবং তাদের জন্য (আখিরাতে) রয়েছে মহা শাস্তি’’। (নূর : ২৩)
কোন সতী-সাধ্বী মহিলাকে ব্যভিচারের অপবাদ দেয়ার শাস্তি:
যারা সতী-সাধ্বী কোন মহিলাকে ব্যভিচারের অপবাদ দিলো; অথচ চারজন সাক্ষীর মাধ্যমে তা প্রমাণ করতে পারেনি তাদের প্রত্যেককে আশিটি করে বেত্রাঘাত করা হবে, কারোর ব্যাপারে তাদের সাক্ষ্য আর কখনো গ্রহণ করা হবে না এবং তখন থেকে তাদের পরিচয় হবে ফাসিক।
মহান আল্লাহ ইরশাদ করেন, ‘হে মুমিনগণ! তোমরা বেশির ভাগ অনুমান থেকে দূরে থেকো...।’ (সুরা : হুজুরাত, আয়াত : ১২)
কারো ওপর অপবাদ দেওয়া হয় তাকে হেয় করার জন্য; মানুষের কাছে তার চরিত্র হননের জন্য। অথচ এটি অপবাদ আরোপকারীর ওপরই বর্তায়। রাসুল (সা.) বলেন, ‘একজন মানুষের মন্দ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে, সে তার মুসলিম ভাইকে হেয় মনে করে।’ (মুসলিম, হাদিস : ৬৪৩৫)
কারো ব্যাপারে অপবাদ দেওয়া হলে সে ক্ষমা না করলে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া যাবে না। কেননা অপবাদ বান্দার হক। বান্দা ক্ষমা না করলে মহান আল্লাহ বান্দার হক ক্ষমা করেন না।
পাশাপাশি যার কাছে অন্যের বিরুদ্ধে দোষ-ত্রুটি বর্ণনা করা হয়, তার উচিত অন্ধভাবে তার কথা বিশ্বাস না করে তা যাচাই-বাছাই করা। অতিরিক্ত আবেগের বশবর্তী হয়ে কখনো ভিত্তিহীন কথা প্রচার করা হয়। অথচ রাসুল (সা.) ভিত্তিহীন কথা বলতে কঠোরভাবে নিষেধ করেছেন। নিষেধ করেছেন কোনো খবর যাচাই না করেই প্রচার করতে। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, যা শুনে তা-ই বলতে থাকা কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। (মুসলিম, হাদিস : ৫)
তাই কোনো কথাই ভালোভাবে যাচাই না করে ছড়িয়ে দেওয়া উচিত নয়। কেননা অন্য কেউ বিপথগামী হতে পারে। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, সত্য কল্যাণের পথে পরিচালিত করে, আর কল্যাণ জান্নাতে পৌঁছায়। আর মানুষ সত্যের ওপর অবিচল থেকে অবশেষে সিদ্দিকের মর্যাদা লাভ করে। আর মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, পাপ তাকে জাহান্নামে নিয়ে যায়। আর মানুষ মিথ্যা কথা বলতে বলতে অবশেষে আল্লাহর কাছে মহা মিথ্যাচারী প্রতিপন্ন হয়ে যায়। (বুখারি, হাদিস : ৬০৯৪)।
_murtoza shahriar ভাই
⬜কোচিং সিলেকশন পর্ব-১
এই টপিক নিয়ে আমি যতবারই লিখতে বসি আমি শব্দের অভাবে লিখা শেষ করতে পারি না৷ আজকে থেকে এই টপিক নিয়ে লিখার প্রয়োজনবোধ করছি।
প্রথমে কিছু সমস্যার কথা বলবো। তারপর কিছু সুবিধার কথা বলা হবে। ফাইনাল স্টেজে আমরা দেখব, করণীয় কি হতে পারে!
সমস্যা-০১: কোচিং সিলেকশনের সবচেয়ে বড় সমস্যা হলো:হাইপ৷কোচিং সেন্টারগুলো কিছু প্রোপাগাণ্ডা চারদিকে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে- আপনি এডমিশনে কোচিং সেন্টারে অফলাইন কোর্স না করলে চান্স পাবেন না৷তাই আপনি সিরিয়র কাউকে দেখে হোক কিংবা নাম শুনেই আপনি দৌড় দেন কোচিং গুলোতো ভর্তি হতে।
সমস্যা-০২:আগে কোচিং সেন্টারগুলোর ক্লাস অনলাইন তেমন অনলাইনে এভেইলএবল ছিল না বাট এখন বেশ অনেকগুলো ক্লাস দেওয়া আছে।কিন্তু তবুও আপনারা ১ দিন কষ্ট করে সব কোচিং এর একটা করে ক্লাস দেখেন না এবং ডিসিশন নিতে ভুল করেন৷
সমস্যা-০৩:অফলাইন কোচিং এ ভর্তি হওয়ার সাথে সাথে আপনাকে ১ বস্তা বই দিয়ে দেওয়া হই। কিন্তু বলে দেওয়া হই না, কিভাবে ম্যানেজমেন্ট করা উচিত।বইগুলোর গুরুত্ব আছে তবে সমস্যাটা হলো কিভাবে পড়বেন কিছু বলা হয় না।ওনারা বলে থাকেন, ক্লাসে সব বলে দেওয়া হবে। বাট কয়েকজন বলে দিলেও ৯৭% টিচার ক্লাসে শুধু বই দাগিয়ে চলে যায় এবং বইগুলো কিভাবে ম্যানেজমেন্ট করা উচিত সেটা বলার সুযোগ পান না বা জানেন না।
সমস্যা-০৪:কোচিং ক্লাসে এমন কিছু টিচার আছেন যারা মনে করেন ওনার সামনে বসে থাকা সবাই সবকিছুই পারে।তাই বেশিরভাগ ক্ষেত্রে বেসিক থেকে পড়িয়ে কিংবা চিত্র একেঁ পড়িয়ে যে জিনিস ৫ মিনিটে শেষ করা যায় সেটা ওনারা বিভিন্ন ছন্দ দিয়ে পড়াটাকে সর্বোচ্চ কঠিন করে ফেলেন।(নোট:স্যার কিন্তু বেসিক থেকে পড়াতে পারবে না এমন না বাট ওনি ধরে নেন সামনে বসে থাকা সবাই সব পারে)।
সমস্যা-০৫:চ্যাপ্টারের টাইম ম্যানেজমেন্ট ঠিকভাবে সেট করতে না পারা।কোচিং এর রুটিন রোটেট করে।কোচিং এর একদম শুরুর দিকে কিছু ব্যাচে ঠিকঠাক চ্যাপ্টার সিলেকশন হলেও অন্য ব্যাচে সেটা আজগবি চ্যাপ্টার চলে আসে। যেমন ধরুন:কোন একটা ব্যাচ রক্ত পড়ছে কিন্তু অন্য ব্যাচে তখন প্রাণীর আচরণ দিয়ে শুরু করছে!
সমস্যা-০৬: কন্টিনিউয়াস জিকে টপিক এক্সামে থাকলেও সেটা আদায় করার কোন প্রসেস/স্টেপ কোচিং থেকে নেওয়া হই না।সাথে আরও জানিয়ে রাখি-জিকে ইংলিশে এত কম ক্লাস দেই সেটা একটা টপিক জানার জন্যও যথেষ্ট না।
সমস্যা-০৭: অনেকসময় সব ব্যাচের প্রশ্ন সেইম হই। কোন একটা ব্যাচে কেউ এক্সাম দিয়ে দিলে তার কাছ থেকে ফেন্ডরা কালেক্ট করে পরিক্ষা দিয়ে প্রচুর নাম্বার তুলে এবং আত্মঅহমিকাতে ভুগে সে টপ করে।
এই সিরিজ চলমান থাকবে.....
©হামীম জহুর
#admission #মেডিকেল
‼️উদ্ভিদ প্রজনন
⚠️নিষেকের পর ডিম্বাশয় ও ডিম্বকের বিভিন্ন পরিবর্তন:
➡️নিষেক পূর্ববর্তী অবস্থা-নিষেক পরবর্তী অবস্থা
✔️গর্ভাশয়-ফল
✔️গর্ভাশয়ত্বক-ফলত্বক
✔️ডিম্বক-বীজ
✔️ডিম্বক বহি:ত্বক-টেস্টা
✔️ডিম্বক অন্ত:ত্বক-টেগমেন
✔️নিউসেলাস-অধিকাংশ ক্ষেত্রে নি:শেষ হয়,কিঞ্চিৎ থাকলে তা পেরিস্পার্ম হয়
✔️ডিম্বানু-ভ্রূণ
✔️এন্ডোস্পার্ম মাতৃকোষ-সস্যা
✔️ফিউনিকুলাস=বীজের বোঁটা(বীজবৃন্ত)
✔️হাইলাম (ডিম্বকনাভী) = হাইলাম (বীজনাভী)
❌নষ্ট হয় = ক্যালাজা,সহকারী কোষ(সিনারজিড),অ্যান্টিপোডাল প্রতিপাদ কোষ
#mediaim_biology
#mediaim_contents
ধানমন্ডি ৩২ এ অস্বাভাবিক কিছু গতিবিধি লক্ষ করা যাচ্ছে।
আশেপাশের সবাই আজ রাতে পাহারা বসানোর চেষ্টা করেন।
-PUSAB
লিখাটা কেবল রেটিনার স্টুডেন্টদের জন্য:
◾Step-01: যেকোন চ্যাপ্টারে মেইন বই+আপনার নিজের নোট আগে পড়বেন।এটা ফরজ কাজ।
◾step-02:অনুশীলনী কুয়েশ্চন ব্যাংক(সব রাইটার) →রেটিনা গাইড →ডাইজেস্ট।
✔ব্যাখা: ডাইজেস্ট আগেই পড়বেন না।। অনুশীলনী কুয়েশ্চন ব্যাংক পড়ে যা পারবেন না দাগিয়ে রাখবেন যাতে পরের বার রিভিশনের সময় ঐটা ভালোভাবে দেখে নিতে পারে।তারপর রেটিনা গাইড দেখেন,গাইডের কুয়েশ্চন গুলো ভালো।তবে বলে রাখি গাইডের কুয়েশ্চন গুলো মেইনলি এক্সট্রা রাউটারের অনুশীলনী/বক্স কুয়েশ্চন ই মেইনলি৷ তাই এগুলা পড়তে টাইমও খুব একটা লাগে না।তারপর ডাইজেস্ট খুলবেন, কিছু টপিক দেখবেন এক্সট্রা। নিচে লিখা থাকে কোন বই থেকে নিয়েছে। ঐগুলা পড়বেন এবং বক্স করে রাখবেন এবং সাথে সাথে একটা বইয়ে /আলাদা খাতায় গুছিয়ে রাখবেন।তারপর নিজের মতো করে ট্রিকস সাজাবেন কিভাবে পড়বেন।
©হামীম জহুর
#ngl_ask
ADMISSION GUIDELINE SERIES
Part 02: GKE- A game changer
আসসালামু আলাইকুম সবাইকে। দ্বিতীয় গাইডলাইন পোস্ট নিয়ে আবারও চলে এলাম। গত পোস্টে বেসিক আলাপ হয়েছিল, কি পড়ব কীভাবে পড়ব এসব বলেছি। আজকে কথা বলব মেডিকেল এডমিশনের এমন ২৫ মার্ক নিয়ে, যা তোমার চান্স পাওয়ার জন্য এক অন্যতম প্রধান হাতিয়ার। এই ২৫ মার্ক এমন একটা অংশ, যেটার মাধ্যমে সেকেন্ড টাইমাররা পর্যন্ত ফার্স্ট টাইমারদের পিছে ফেলে নিজের ৫ মার্কের ঘাটতি পূরণ করতে পারে। সেইটা হলো GK & English. মেডিকেল ভর্তি পরীক্ষায় ইংরেজি থেকে ১৫ মার্ক আর জিকে থেকে ১০ মার্কের প্রশ্ন করা হয়।
এখন GKE নিয়ে যেকোনো মেডিকেল এসপিরেন্টই নানারকম সমস্যা ফেইস করে। যেহেতু এই টপিকটা আমাদের একাডেমিকে পড়া হয় না, আবার ইংলিশ পড়া হলেও এডমিশন ইংলিশের সাথে মিলে না, তাই এটি একটি বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। আবার যেহেতু এটার কোন নির্দিষ্ট মেইনবইও নাই, তাই এটার কোন সিলেবাস সেভাবে নেই। এজন্য ভীতি আরো বেশি কাজ করে। কোত্থেকে পড়ব, কেমনে কি পড়ব ইত্যাদি। কিন্তু ব্যপারটা আসলে এত জটিল না। শুধু GKE এর জন্য প্রিপারেশনের স্টাইলটা একটু ভিন্ন হবে। ভেঙে বলি সব।
GKE এর বেলায় যেহেতু সিলেবাস নাই, তাই আমাদের প্রিপারেশনের স্টাইলটা এমন হবে যেন যেটা সবাই পারবে, সেটা যেন আমিও পারি। আর কমন যেগুলো প্রশ্ন আসবে সেগুলো যেন আমার ভুল না হয়। এখন কোন কোন টপিক থেকে প্রতিবছর প্রশ্ন হয় এটা আমরা বিগত বছরের মেডিকেল ডেন্টালের প্রশ্ন এনালাইসিস করলেই জানতে পারব। বিগত ১০-১৫ এনালাইসিস অনুযায়ী যেসব টপিক MAT DAT এর জন্য সবচেয়ে কমন সেগুলো হলোঃ
English-
· Parts of Speech (Identification, Interchange and details)
· Right form of verbs, Subject-Verb Agreement
· Tense, Sentence, Embedded Question
· Transformation, Voice, Narration
· Appropriate Preposition, Group Verbs
· Idioms and Phrases, Synonym-Antonym
· Miscellaneous (Other minor topics)
General Knowledge-
· বাংলার প্রাচীন ইতিহাস
· ইংরেজ শাসন
· পাকিস্তান শাসনামল (১৯৪৭-১৯৭১)
· মুক্তিযুদ্ধ (সবচেয়ে গুরুত্বপূর্ণ)
· বাংলাদেশ বিষয়াবলি
· সাম্প্রতিক বিষয়াবলি
এগুলোর বাহিরে যে প্রশ্ন হয় না, এসব টপিকের বাহির থেকেও ১-২টা চলে আসে। কিন্তু ২৫টা প্রশ্নের মধ্যে ২০টা প্রশ্নই উপরোক্ত টপিকগুলো থেকে আসবে।
এবার আসি GKE পড়ার স্টাইল নিয়ে। তার আগে যেটা না বললেই নয়, GKE তে ভালো করার জন্য কিছু কিছু বিষয় একদম অতি আবশ্যক-
১) প্রতিটি টপিক ভালভাবে বোঝা এবং কনসেপ্ট ক্লিয়ার করা
২) বিগত ১৫-২০ বছরের প্রশ্নব্যাংক সলভ (MAT, DAT, BCS, DU etc. every varsity)
৩) অল্প হলেও নিয়মিত GKE পড়া (৩০ মিনিট পড়লেও চলবে)
৪) বার বার রিভাইজ এবং নিয়মিত প্র্যাকটিস
উপরের এই ৪টা জিনিস GK এবং English উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। তো তুমি তাহলে GKE পড়ার জন্য প্রথমে যেকোনো একটা বই থেকে যে টপিকটা পড়ছ সেইটার কনসেক্ট ক্লিয়ার করবা। এক্ষেত্রে তুমি যে কোচিং এ আছ, সেই কোচিং বা কোর্সের বই পড়লেই হবে ইনশাআল্লাহ। আমি পার্সোনালি Apex English, Masters, MP3, Jobayer’s GK সাজেস্ট করিনা, কারণ এত মোটা বই লাগে না। এগুলার বড়জোর পিডিএফ রাখতে পারো নিজের বোঝার সুবিধার্থে। আমাদের আলফা কোর্স থেকে এবার যে ম্যাটেরিয়ালস দেয়া হয়েছে, সেগুলো থাকলে ইনশাআল্লাহ আর এক্সট্রা কিছু লাগবে না। মুখস্ত করার জন্য আগেই প্রেশার দিবানা, কারণ এটা একবার পড়ে মনে রাখার জিনিস না। বার বার রিপিটেডলি পড়তে পড়তে মাথায় বসবে। তুমি প্রথমবারে যতটুকু পারো মুখস্ত করবা, কিন্তু আগাগোড়া পুরাটা ভাল করে বুঝবা।
প্রথম পড়া শেষে কী পড়েছ সেটাকেই ২-৩ বার কুইক রিভিউ করো, রিডিং দাও। মাথায় পড়াটা আরেকটু বসবে। এরপর নেক্সট স্টেপ হচ্ছে প্রশ্নব্যাংক সলভ। আগে MAT DAT এর প্রশ্নগুলা ব্যাখ্যা সহ ভাল করে পড়বা। ওগুলা মুখস্তই করে ফেলবা। তারপর আসবা BCS প্রশ্নে। সেগুলা খুব ভাল করে একে একে শেষ করবা। এখন তুমি চাইলে টপিকওয়াইজও প্রশ্নব্যাংক শেষ করতে পারো, আবার চাইলে সালওয়াইজও করতে পারো, এটা তোমার উপর। দুইটাই সমান ইফেক্টিভ। প্রশ্ন সলভের মাধ্যমে তোমার আবার পড়া হবে, পড়াগুলা রিভিউ হবে।
প্রশ্নব্যাংক পড়া শেষে যেটা করবা, তৃতীয় ধাপে তুমি Previous year এ আসা যাবতীয় ভার্সিটি GK/English প্র্যাকটিস করবা। দেখবা পারো কি না। তোমার পড়া হয়েছে কি না সেটা জাজ করার জন্য সবচেয়ে স্ট্যান্ডার্ড প্রশ্ন হচ্ছে বিগত বছরের এই ভার্সিটি প্রশ্নগুলা। যা যা ভুল যাবে, অন্য একটা কালি দিয়ে তোমার প্রথম ধাপে পড়া বইয়ে দাগিয়ে রাখো। নেক্সট রিভাইসে ঐ ইনফোগুলা আরো ভাল করে পড়বা।
এতক্ষণ উপরে যেটা বললাম সেটা হচ্ছে GK এর জন্য আর English এর Grammar পার্টের জন্য। কিন্তু English এর Memorizing পার্টের ক্ষেত্রে আমরা মুখস্থ করব একটু ভিন্নভাবে। এক্ষেত্রেও বিগত বছরের যাবতীয় BCS, MAT, DAT and Varsity প্রশ্ন অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। কোনো সাজেশন বা বিশাল চার্ট ধরে দিলে সেটা পড়া বেশ প্যারাদায়ক। ওভাবে না পড়ে করবা কি,
📌এনজাইম এর কাজ/ ব্যবহার মনে রাখি।।
ইন্সট্রাক্টর: মুশফিক ভাইয়া (mediaim)
#biology #important
#MediAim_English
ঘুম থেকে উঠেই পড়ে ফেলবেন:
💥 Appropriate Preposition:
✅Taste for- রুচি। (She has no taste for music )
✅To (my) taste- স্বাদ অনুযায়ী। (The food is not to my taste)
✅Tell upon- ক্ষতি করা (Over eating tells upon health)
✅Take after- সদৃশ হওয়া। (The boy takes after his father)
✅Talking to/with (a person)- কথা বলা (I am talking to the teacher)
✅Talking of/about/over (a thing) - কথা বলা (I am talking with him about the business)
✅Tide over- অতিক্রম করা (He will soon tide over the difficulty)
✅Tremble with- ভয় পাওয়া (I always tremble with injection)
✅Tolerant of- সহিষ্ণু হওয়া (We should be tolerant of different opinions )
✅Talent in- প্রতিভাবান (Opu vai has a great talent in making people laugh)
✅Triumph over- জয় করা (Khalid triumphed over the Roman empire and Sassanid empire)
#mediaim_english
#mediaim_contents
টাকা আছে
জনপ্রিয়তা আছে
বউ ভালো
তিনটা ফুটফুটে সুন্দর বাচ্চাও আছে।
আল্লাহ কি দেন নাই?একটা পুরুষের জীবনে যা যা থাকলে তারে নিয়ে মানুষ ঈর্ষান্বিত হতে পারে সবই আছে।
তারপরও নিকৃষ্ট!লুচ্চামি,জুয়ারি......লোভের তো শেষ নাই।
সাকিবকে দেখে বুঝলাম দুনিয়া হাতে পাইয়াও যদি কোনো পুরুষ সুন্দর চরিত্র আর অল্পে তৃপ্ত আত্না না পায় তাহলে গন্তব্য নির্লজ্জতাই।
আল্টিমেটলি পুরুষের সবচেয়ে বড় অর্জন তার নারীর হৃদয়ে এই বিশ্বাস তৈরী করতে পারা যে আমার স্বামী অভাবী হোক,অযোগ্য হোক কিন্তু চরিত্রহীন না।
_Sabbir Hossain Sagor ভাই
🌐⚠️কনফিউশন সলভ-০১
❓❓ফুসফুসের কোন কোষ থেকে সারফ্যাকটেন্ট ক্ষরিত হয়?
১। সেপ্টাল কোষ
২। টাইপ-২ কোষ
💬উত্তর : উভয়ই। সেপ্টাল কোষ যাহা টাইপ-২ কোষও তাহা।
📌ব্যাখ্যা : এলভিওলির দেয়ালে ৩ প্রকার কোষ পাওয়া যায়।
১. টাইপ-০১ এলভিওলার কোষ
২. টাইপ-০২ এলভিওলার কোষ
৩. এলভিওলার ম্যাক্রোফেজ
🔴এই টাইপ-০১ এলভিওলার কোষ হলো সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম আর টাইপ-০২ এলভিওলার কোষ হলো সেপ্টাল কোষগুলো৷
🟢টাইপ-২/সেপ্টাল কোষ থেকেই সারফেক্ট্যান্ট ক্ষরিত হয়।
বল, কত সপ্তাহ বয়ষ্ক মানব ভ্রুণে সর্বপ্রথম সারফেক্ট্যান্ট ক্ষরণ শুরু হয়?
#mediaim_contents
#mediaim_confusion_solve
#confusing_question
২৮-৪২তম বিসিএস পর্যন্ত বিভিন্ন ক্যাডারে নিয়োগ বঞ্চিত (ভেরিফিকেশন কারণে)২৫৯ জন কর্মকর্তার নিয়োগ গেজেট প্রকাশ হলো আজ।১৫-১৭ বছর আগের চাকরি আজ পাচ্ছে।চিন্তা করা যায় ২৮ বিসিএস মানে প্রায় ১৭-২০ বছর পর একজন তার প্রাপ্য চাকরি পাচ্ছে ❤️
রিজিক এক অদ্ভুত জিনিস ২ দিন আগে বা পরে আসবেই।
ঝিনাইদহ সীমান্তে ভারতীয় চোরাকারবারি-দের লক্ষ্য করে গুলি চালিয়েছে বিজিবি।
_Bangladesh Civilian Force
Teacher দের নিয়ে meme বানানো খুবই বাজে কাজ।। তারা কোনো কারণে অনুমতি দিলেও এমন ভাবে বানানো উচিৎ নয় যাতে তাঁর মন:ক্ষুন্ন হয়।।
#ngl_ask