amarto_basicvalona | Unsorted

Telegram-канал amarto_basicvalona - important Info + links

10528

Scientific name: amarto basicvalona । প্রয়োজনের তাগিদে বিভিন্ন প্লাটফর্ম হতে প্রাপ্ত তথ্য এখানে সংগ্রহ করে রাখা।। কোনো প্ল্যাটফর্ম, এর সাথে জড়িত নয়।। সকলের জন্য দুয়া আর শুভেচ্ছা🌱🌸🦋

Subscribe to a channel

important Info + links

জীবনের প্রতিটা ধাপে সমাজের কাছে পরিচিত হয়েছিলাম মেধাবী খেতাব পেয়ে।

আজকে আমি সেই মেধাবী নিজের ফ্যামিলির মানুষকে মুখ দেখাতে ভিতরটা জ্বলে পুড়ছে।আমি সেই মেধাবী, যাকে দেখলে দূরে দাঁড়িয়ে থাকা ক্লাশ টু এর বাচ্চারাও ফিশফিশ করছে।

ফেন্ড সার্কেল এর কেউ ভালো কথা বললেও বিরক্ত লাগছে আর কেউ কেউ আত্মঅহমিকা প্রকাশ করে ভেঙে টুকরো করে ফেলেছে।

নিজের বাবা বলে দিয়েছে,একটা রেজাল্ট আশা করেছিলাম শুধু,প্রতিদানে সবার কাছে ছোট করলে।বাবা বালিশে চোখ ভিজিয়ে ফেলছে, মা জায়নামাজটা ভিজিয়ে ফেলছে।

কত মানুষের কত আনাগোনা চলছে।নিজের ছোট ভাইটা হালকা খেলতে চাইলেও তার দিকে তাকিয়ে চোখের পানি আটকে রাখতে পারছি না।

সবাই বলছে, Restart করতে।  কিন্তু কিভাবে করব সেটা ভাবতেই মাথা ঘুরিয়ে পড়ছি। গত ৩০ মিনিট আমার জীবনে কাটানো বিশটি বছরের চেয়েও ভারী লাগছে। মানুষ পানির নিচে শ্বাস নিতে পারে না, আমি জমীনে দাঁড়িয়েও শ্বাস নিতে এত কষ্ট অনুভব করছি কেন?


আমি উঠে দাঁড়ালাম,কান পেতে শুনলাম:

আমার রব বলছেন:
"হতাশ হইও না। উঠো, সিজদাহ করো এবং কাঁদো ।"

নিশ্চয়ই অশ্রুই হলো আরামের পথ।

আপনার কাছে আমার প্রার্থনা:
আমার রব আপনার কাছেই আমি আমার দুঃখের কথা নিরুপন করছি। আপনি মহান, আপনি রহমান, আমি আপনার ই মুখাপেক্ষী।আমার জন্য যা কল্যাণকর মনে করেন সেটা আমার জন্য ফিক্সড করে দিয়েন এবং অতীতে না পাওয়া সকল অভিযোগ ভুলিয়ে দিয়েন৷ আমিন।

©হামীম জহুর

Читать полностью…

important Info + links

🎗️লিটমাস পেপারে নিজেকে টেস্ট করুন-৯


২১,২২,২৩,২৪ ব্যাচের বোর্ড প্রশ্নের mcq দেখে নিয়েছেন আলাদা করে?
নাকি দেখার সুযোগ ই হই নি?

Читать полностью…

important Info + links

📌📌 বোটানি | প্রথম অধ্যায় | অক্ষরপত্র | আজিবুর স্যার | প্রয়োজনীয় তথ্যাবলি, পার্থক্যসমূহ, অনুশীলনী।

#medilogy #biology

Читать полностью…

important Info + links

‘সন্তানকে খেলনা না দিলে শুধু ছোটবেলায় কাঁদবে,
দুনিয়াবী জ্ঞান না দিলে শুধু দুনিয়াতে কাঁদবে,
আর ধর্মীয় শিক্ষা না দিলে পুরো আখেরাতে কাঁদবে।’

—রিকশার পেছনে পাওয়া উপদেশ।

Читать полностью…

important Info + links

‘‘তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো, তোমরা কি কথা বলছিলে? উত্তরে তারা অবশ্যই বলবে, আমরা কেবল হাসি-তামাসা উপহাস-পরিহাস করছিলাম। বলোঃ তোমরা কি আল্লাহ, তাঁর আয়াতসমূহ এবং তাঁর রাসূলকে নিয়ে উপহাস করছিলে? তোমরা এখন অযুহাত পেশ করোনা। তোমরা তো ঈমান আনার পর কুফুরী করেছ। তোমাদের মধ্যে কোনো কোনো লোককে যদি আমি ক্ষমা করে দেই, তবে অবশ্য কিছু লোককে আযাবও দিবো। কারণ তারা ছিল অপরাধী’’।

(সূরা তাওবাঃ ৬৫-৬৬)

Читать полностью…

important Info + links

🎗️অনুশীলনী সমাচার:

১)অনুশীলনী সলভ ক্লাস করা লাগে না।

২) অনুশীলনী কোর্স কিনতে হই না।

৩) অনুশীলনী বইয়ের ভিতরের ইনফোর বেসিক থেকেই তৈরী করা কিছু কুয়েশ্চন। 


৪) অনুশীলনীর আনসার ভুল থাকলেই ভুল পড়তে হবে এই বোকার রাজ্যে বসবাস করা যাবে না৷


৫) অনুশীলনী ম্যাথ মুখস্থ করতে হই না।একটু বুঝলে একটা ম্যাথ শিখলে ১০ টা ম্যাথ ইজি হয়ে যায়।


৬) অনুশীলনী পরিক্ষায় কমন পড়ে এটা কোন জাদু না৷ কারণ অনুশীলনীর কুয়েশ্চন সব কোথাও না কোথাও এসেছে একবার।


৭) অনুশীলনী না পড়লে চান্স হবে না এমন না। কিন্তু যে অনুশীলনী পড়ে গেল সে আপনার থেকে ১০ গুণ এগিয়ে।


৮) অনুশীলনী বলতে শুধু একটা বই পড়লে হবে না৷ সব বইয়ের অনুশীলনী পড়তে হবে।


৯)অনুশীলনী এক্সাম ব্যাচে ভর্তি হওয়া ইফেক্টিভ কি না জানি না তবে নিজে সলভ করার সময় স্টপওয়াচে টাইম সেট করে সলভ করলে আটকাতে পারবে না।

১০)কোন কোর্সে অনুশীলনী ক্লাস ১০০ টা দেওয়া মানে ১০০ ঘন্টা আপনার নিজের সময় কমে যাওয়া।



সব অনুশীলনীর সলভ আছে এই ওয়েবসাইটে:

https://biohaters.com/

Читать полностью…

important Info + links

🔴Data গুলোতে চোখ বুলিয়ে নিন। Reading দেন just.

ক্যাসিন 4 ধরনের
সর্বাধিক চর্বি > মহিষ এ
সাংখ্যিক মান গুলো একটু পরিবর্তন আছে (হাজারি স্যার ফলো করবা new)

#chemistry #mediaim_contents

Читать полностью…

important Info + links

#Q_Bin—মেডিকেল এডমিশন

◾কেমিস্ট্রি ১ম ও ২য় পত্র গাইডলাইন
(ফ্রী প্লেলিস্ট সাজেশন)

1.ল্যাবরেটরীর নিরাপদ ব্যবহার

/channel/amarto_basicvalona/10000

2. গুণগত রসায়ন


/channel/amarto_basicvalona/10008

3.মৌলের পর্যাবৃত্ত

/channel/amarto_basicvalona/10019

4.রাসায়নিক পরিবর্তন

/channel/amarto_basicvalona/10017

5.কর্মমুখী রসায়ন

/channel/amarto_basicvalona/10002

6.পরিবেশ রসায়ন

/channel/amarto_basicvalona/10015

7.জৈব রসায়ন

/channel/amarto_basicvalona/10012

8.পরিমাণগত রসায়ন

/channel/amarto_basicvalona/10006

9.তড়িৎ রসায়ন

/channel/amarto_basicvalona/10010


10.অর্থনৈতিক রসায়ন

/channel/amarto_basicvalona/10004


"নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি"।
(সূরা ইনশিরাহ-৫:৬)


©হামীম জহুর

Читать полностью…

important Info + links

DU A unit circular 2024-2025

Читать полностью…

important Info + links

🍀অধ্যায়ঃ প্রাণীর আচরণ
☘️টপিকঃ ট্যাক্সিস পর্ব-০১

🔴উদ্দীপনার উৎস বা উদ্দীপকের ধরণ অনুসারে ট্যাক্সিস(VVI for MAT,DAT,JU and others)

🔅পজেটিভ ট্যাক্সিস = প্রাণী উৎসের দিকে গমন করে
🔅নেগেটিভ টেক্সিস = প্রাণী উৎস হতে দূরে সরে যায়.

⭕✅ফটোট্যাক্সিস> ফটো>আলো> আলোর উৎসের প্রতি প্রাণীর সাড়া।
✨যেমনঃ ঘাসফড়িং, মাছি,উইপোকা, Euglena, paramecium এর ধনাত্মক ও তেলাপোকা,কেঁচো, Planaria এর নেগেটিভ ফটোটক্সিস।

⭕✅থার্মোট্যাক্সিস>থার্মো>তাপ> তাপীয় উদ্দীপনার প্রতি সাড়া ।
✨যেমনঃগ্রীষ্মে মশার প্রকোপ, ছাড়পোকা ধনাত্মক আর ব্যাঙ এর শীতনিদ্রা আর অধিক তাপমাত্রায় paramecium, Euglena,mediaim,Amoeba এর ঋণাত্মক থার্মোট্যাক্সিস

⭕✅হাইড্রোট্যাক্সিস>হাইড্রো>পানি/আর্দ্রতার প্রতি সাড়া।
✨যেমনঃকেঁচোর আর্দ্র মাটির দিকে গমন/বসবাস ধনাত্মক হাইড্রোট্যাক্সিস।

⭕✅কেমোট্যাক্সিস>কেমো>কেমিক্যাল>রাসায়নিক এর প্রতি প্রতিক্রিয়া।।
✨যেমনঃAmoeba এর গাঢ় ক্ষার দ্রবণ + চিনির দ্রবণ এবং Paramecium এর রাসায়নিক দ্রব্যের প্রতি ঋনাত্মক , হালকা অম্ল স্বাদযুক্ত দ্রব্যের প্রতি ধনাত্মক কেমোট্যাক্সিস

⭕✅জিওট্যাক্সিস>জিও>গ্র্যাভিটি>অভিকর্ষ/মধ্যাকর্ষের প্রতি সাড়া।
✨যেমন- পিঁপড়ার, catterpilar এর গাছ বেয়ে উঠানামা। Paramecium ও এই ট্যাক্সিস দেখায়

⭕✅থিগমোট্যাক্সিস>থিগমো>স্পর্শ>স্পর্শনাভূতির প্রতি সাড়া।
✨যেমনঃতেলাপোকার  এন্টেনার মাধ্যমে ক্ষতিকর কোনো কিছু সংস্পর্শে এলে যে সাড়া দেয়, paramecium এর গতিপথ পরিবর্তন,মেডিএইম বিদ্যুৎ স্পর্শ করা ঋনাত্মক থিগমোট্যাক্সিস। নারী,পুরুষকে স্পর্শ করলে ধনাত্মক☢️থিগমোট্যাক্সিস।

⭕✅রিওট্যাক্সিস = প্রবাহমান পানিপথে সাড়া।
✨যেমনঃ প্লাঙ্কটন,মাছের পোনা ধনাত্মক এবং স্যামন,paramecium ইলিশ মাছ- ঋনাত্বক রিওট্যাক্সিস দেখায়।
⭕✅অ্যানিমোট্যাক্সিস>অনিম>অনেক>অনেক বাতাস>বায়ুপ্রবাহের প্রতি প্রাণীর সাড়া।
✨যেমনঃ পাখি ,পতঙ্গের গমনাগমন
⭕✅গ্যালভানোট্যাক্সিস/ইলেক্ট্রোট্যাক্সিস >ইলেকট্রিক> বিদ্যুৎ প্রবাহের প্রতি মেডিএইম সাড়া দান।
✨যেমনঃ চিংড়ি ও paramecium এই ট্যাক্সিস দেখায়।
⭕✅জিওম্যাগনেটোট্যাক্সিস/ম্যাগনেটোট্যাক্সিস> ম্যাগনেট>চুম্বক> চৌম্বক ক্ষেত্রের উপর প্রতিক্রিয়া।
✨যেমনঃ পাখির অভিপ্রয়াণ
⭕✅স্টেরোট্যাক্সিস> storage surface >surface> তল> মসৃণতল ও সমতলে সাড়া প্রদান।
✨যেমনঃ ইঁদুর, টিকটিকির মসৃণ প্রাচীরে বা ছাদের সিলিং বেয়ে চলা।

⭕✅সনো/ফনোট্যাক্সিস>সনো(সাউন্ড)> ফনো>ফোন>শব্দের প্রতি সাড়া।
⭕✅অ্যারোট্যাক্সিস>অ>অক্সিজেন> অক্সিজেনের ঘনত্বের প্রতি সাড়া দান
⭕✅এনার্জি ট্যাক্সিস>এনার্জি>শক্তি>কোষের অন্তঃস্থ শক্তি সম্পর্কিত
⭕✅হেলিওট্যাক্সিস>হ্যালো ছায়া> প্রাণীরা যখন ছায়া পছন্দ করে।

#mediaim_contents
#mediaim_zoology

Читать полностью…

important Info + links

আপনি যাদের দেখছেন পূর্ণ পর্দা করছে, সুললিত কুরআন তিলাওয়াত করছে, বিগত ১০/২০ বছরেও কোন নামাজ ছাড়ে নি, এদের কেউই আরাম করে এই পর্যায়ে আসেনি। 'পর্দা করতে চাই/নামাজে রেগুলার হতে চাই কিন্তু হয় না' - এই স্টেটমেন্ট নিয়ে বসে থাকলে এই মানুষগুলোরও এজীবনে কোনদিন আর পর্দা করা হতো না, ফজর ঘুমিয়ে কেটে যেতো।

নামাজ মিস না করতে এদের রেস্টুরেন্ট, হাসপাতাল, গ্যারেজ কতো কতো অদ্ভুত জায়গায় যে নামাজ পড়তে হয় শুনলে অবাক হয়ে ভাবতেন এরা নামাজকে সবচেয়ে সিরিয়াসলি নিয়েছে কিভাবে? কিসে তাদের এতো সিরিয়াস করল? শুধুমাত্র পর্দা করার অপ-রাধে বাসায় যে বি-রোধিতা, বাইরে যে অন্যায় তারা সহ্য করে, শুনলে হতভম্ব হয়ে যাবেন কিন্তু তারা আপনাকে তাদের অভিজ্ঞতা বলবে না কারণ এই পরিমাণ সাহস এবং ত্যাগ তারা শুধু আল্লাহ্‌র জন্য করছে, স্বেচ্ছায় করছে।

কাজেই, আপনার পর্দা, নামাজ মিসের দায় শুধুই আপনার, এগুলো আপনি স্বেচ্ছায় ছাড়ছেন।

- খাদিজাতুল কোবরা!

Читать полностью…

important Info + links

ক্লান্ত হয়ো না, বন্ধু।
স্বপ্ন আরেকটু সামনেই।
খানিকটা পথ দিয়েছি পাড়ি,
আছে অল্প একটু বাকী।

তবে, চলো একসাথে
আর কিছুটা পথ হাঁটি।

Читать полностью…

important Info + links

সামনের কাতার খালি রেখে পেছনের কাতারে দাঁড়ানো মুসল্লি বলছে—'সবাই, সামনের কাতার আগে পুরা করেন!'🙂

Читать полностью…

important Info + links

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 🌸❤️

Читать полностью…

important Info + links

▶️▶️বৈশিষ্ট্যভিত্তিক পরীক্ষা - ২০২৪

✅পূর্ণমানঃ ১০০

✅পরীক্ষা দেওয়া যাবেঃ সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত

✅পরীক্ষার সময়ঃ ৪০ মিনিট

✅নেগেটিভ মার্কিং আছে ।

✅সেকেন্ড টাইমারদের ৫ মার্ক কর্তন করা হবে ।

🟥পুরষ্কারঃ
✅টপ-১০ - মেডিএইম টিশার্ট
✅টপ-৩০ - র‍্যাপিড ফায়ার ব্যাচ

বি দ্রঃ এক সাথে অনেকেই এখন এক্সাম লিংকে ঢুকবে তাই এক্সাম লিংক কাজ না করলে একটু অপেক্ষা করে পরবর্তীতে এক্সাম লিংকে প্রবেশ করবেন । ১২টার মধ্যে এক্সাম দিলেই হবে ।

এক্সাম লিংকঃ testmoz.com/14058280

Читать полностью…

important Info + links

/channel/thinkingcorner01/219

Читать полностью…

important Info + links

যাদের হাতে সময় আছে শুনে আসতে পারেন। আমিও আছি😬


https://www.facebook.com/share/v/12DhN1RKPtD/


পারলে একটু পোস্টে দোয়া দিয়ে আসিয়েন 🕊️

Читать полностью…

important Info + links

সারাদিন নারী অধিকার নিয়ে লাফানো আমরিকা আজ পর্যন্ত কোনো নারীকে জিতাতে পারলো না😆

ট্রাম্প, কমলা একই মুদ্রার এপিঠ ওপিঠ এদের নিয়ে এত হাইপ দেখানোর কিছু নেই।।কয়েকজন দেখলাম কমলারে নিয়া লেবুর মত আগলে রাখতেছে।। নিজের দেশ নিয়া ভাবেন আগে।

Читать полностью…

important Info + links

📌জৈব যৌগ যেগুলো না পড়লেই নয়; অর্থাৎ miss করা যাবে না।।
🤫Important topic যেগুলো একটু ভালো করে পড়তে হবে for MAT::

🟡নামকরণ (less important)
কার্যকরী মুলকের সক্রিয়তা
স্থায়িত্বের ক্রম সব : ফ্রি রেডিকেলের,কার্বানায়ন ও কার্বোনিয়াম আয়নের ইত্যাদি।
আক্রমনকারী বিকারক
ইলেক্ট্রোফাইল ও নিউক্লিওফাইল
সমানুতা(জ্যামিতিক বা সিস ট্রান্স সমানুতা ও আলোক সক্রিয় সমানুতা,মেটামারিজম,টটোমারিজম)
হাকেল তত্ত্ব,অ্যারোমেটিক যৌগ
গ্লুকোজে কতটি সমানু ও কাইরাল কার্বন আছে।
অর্থো-প্যারা নির্দেশক ও বেনজিন বলয় সক্রিয় কারী মূলক + মেটা নির্দেশক ও বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক।
কে কোন বিক্রিয়া দেবে কি না এই সংক্রান্ত
শনাক্তকারী বিক্রিয়া + নামধারী বিক্রিয়া+পলিমার

#chemistry
#mediaim_contents

Читать полностью…

important Info + links

🍀অধ্যায়ঃ প্রাণীর আচরণ
🍀টপিকঃ ট্যাক্সিস পর্ব -০২

🔴দিকমুখিতা/উদ্দীপক ও গ্রাহক অঙ্গের সম্পর্কের উপর ভিত্তি করে ট্যাক্সিসের প্রকারভেদ🔴

⭕✅ক্ল্যাইনোট্যাক্সিস = ব্লোফ্লাই ও বাটারফ্লাই এর লার্ভায় দেখা যায়।
✨ট্রিক্সঃ ক্লাই-ফ্লাই

⭕✅মনোট্যাক্সিস = কৌনিক ধরনের দিকমুখিতা(সূর্যের প্রতি সাড়া দিয়ে পিপড়ার চলন)।মৌমাছিদের মধ্যেও দেখা যায়।
✨ট্রিক্সঃ মনের কোণে "পাম"> পিঁপড়ে,মৌমাছি

⭕✅নেমোট্যাক্সিস = স্মৃতিমূলক সাড়া । পিঁপড়ে,Neomys fodiens mediaim নামক জলজ প্রাণীতে দেখা যায় ।
✨ট্রিক্সঃ "নিউ নেমোনিকস"

⭕✅টেলোট্যাক্সিস = শক্তিশালী উদ্দীকের প্রতি সাড়া(মৌমাছির খাদ্য খোজা,সূর্য ও ফুল উদ্দীপক)+ সন্ন্যাসী কাঁকড়াতে দেখা যায়।
✨ট্রিক্সঃ "টাকঁলু মাথা শক্ত"

⭕✅ট্রোপোট্যাক্সিস = মাছের উকুনে,ক্ষুধার্ত planaria,Crustacea শ্রেণির অন্তর্ভুক্ত "Armadillium" এ দেখা যায়।

#mediaim_contents
#mediaim_zoology

Читать полностью…

important Info + links

প্রেডিকশন:

আপনাদের অতিরিক্ত ভক্তির কারণে অনলাইন মেডিকেল কোচিং গুলো এত বেশি পরিমাণে টোপ ফেলা শুরু করেছে আপনাদের প্রতারিত হওয়া খুবই ইজি হয়ে যাচ্ছে। এমন একটা সময় আসবে অফলাইনের চেয়ে অনলাইন কোর্স ফি বেশি হবে বলে ধারণা করছি।এমন একটা অবস্থা হয়েছে পরিক্ষার আগের রাতেও কোর্স বিক্রি করবে।

Читать полностью…

important Info + links

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী বিভাগে আগামী শিক্ষাবর্ষে একই সাথে ৪ বছর মেয়াদী বি ফার্ম সম্মান এবং ৫ বছর মেয়াদী ফার্ম ডি কোর্স চালু হয়েছে।

দেশে ফার্মেসী শিক্ষার ইতিহাসে যুগান্তকারী সিদ্ধান্ত।

৪ বছর মেয়াদী বি ফার্ম কোর্সের ৮৫ জন শিক্ষার্থীদের মধ্যে ২৫% শিক্ষার্থী মেধার ভিত্তিতে অতিরিক্ত ১ বছর সহ ফার্ম ডি কোর্স পড়ার সুযোগ পাবে।

- আব্দুল মুহিত
অধ্যাপক, ফার্মেসি, ঢাবি

Читать полностью…

important Info + links

প্রতিবছর একটা ব্যাপার ঘটেই চলেছে সেটা হলো অনুশীলনী রিপিট হচ্ছে তাও কেন তোমার বোধদয় হয় না-অনুশীলনী কুয়েশ্চন গুলো প্রেকটিস করে ফেলি!


অনুশীলনীতে যে প্রশ্ন দেওয়া থাকে সেগুলো কোন না কোন বোর্ডে আসা কুয়েশ্চন।তুমি অনুশীলনী করো না কিন্তু বিভিন্ন কোচিং এর চাকচিক্য বই(প্রেকটিস বই) এর শতশত কুয়েশ্চন সলভ করো! বলছি না ঐগুলা সলভ না করতে, আমি বলছি-আগে অনুশীলনী সলভ করে ফজর কাজ আদায় করো।


সময় এখনও আছে, প্রয়োজনে আয়োজন সাজাও।অনুশীলনীর কোন কুয়েশ্চন বুঝতে অসুবিধা হলে ইউটিউবে সলভ ক্লাস দেওয়া আছে একটু টেনে দেখে ফেলো।যারা সব পরিক্ষায় ভালো করে ওরা আগে বইয়ে যা আছে ঐগুলা করে ফেলছে তাই এক্সট্রা প্রেকটিস বই তারা সলভ করে। তুমিও তাদের সাথে গা ভাসিয়ে দিলে কেন?
তোমার তো এখনও হাজারী স্যারও সলভ করা হই নি! কবির স্যারের প্রশ্ন চোখেও দেখো নি! গুহ স্যারের অনুশীলনী করবে সে চিন্তা করে প্লান ও ফিক্সড করো নি! তুমি কেন বাজারের কুয়েশ্চন ব্যাংক সলভ করতে যেতে চাচ্ছো!

Читать полностью…

important Info + links

এই পেইজের ১ টা বর্ণও বাদ দেওয়া যাবে না।
#admission #important #chemistry

Читать полностью…

important Info + links

অরিয়েন্টেশন এর দিন যে ডিপার্টমেন্ট এর সবাই মিলে ছবি তুলতে হয় তা তো জানতাম না😢।

মিস কল্লাম🥺।
( আমি এমনেও উঠাইতাম না😏🥱)।

Читать полностью…

important Info + links

▶️মেডিকেল প্রিপারেশন(HSC-25)

◾বায়োলজি-কেমিস্ট্রি-ফিজিক্স

•Step-01:প্রথমে যেকোন চ্যাপ্টারের কোন একটা ক্লাস ইউটিউব থেকে/যেখানে ভর্তি আছেন ঐখান থেকে দেখে নিবেন৷যার ক্লাস ইফেক্টিভ এমন ক্লাস দেখবেন।শুধু বই দাগানো ক্লাস দেখে সময় নষ্ট করবেন না।

আপনি এতদিন নোট করছেন কিংবা বইয়ে গুছিয়েছেন ঐখানে লিখবেন ক্লাসে যা পড়াই এক্সট্রা ঐটা।যেমন:কোন ট্রিকস দিলো ঐটা কিংবা কোন ইজি ফিগার। নোট না থাকলে নোট করবেন(ফরজে আইন)।যদি সময় স্বল্পতার কারণে নোট করতেও না পারেন বইয়ে গুছিয়ে রাখবেন যেন সব একসাথে থাকে।

এখন আপনার কাজ ঐ সেইম চ্যাপ্টার গুলো আবার পড়বেন সাথে দাগানো বইটা আর নোটটা সামনে রাখবেন। ফুল বই রিডিং দিবেন ঐ চ্যাপ্টারের।রিডিং দেওয়ার সময় আপনি দাগানো বইয়ে দেওয়া লাইনগুলো হলুদ মার্কার দিয়ে মার্ক করুন।


তারপর আবার রিডিং দেন। এখন, হলুদ মার্কার করা লাইন ছাড়া আপনার যা যা ইম্পরট্যান্ট লাগবে সবুজ মার্কার দিয়ে মার্ক করুন।

•Step-2:Practice Hour

★বুটানি:
-হাসান স্যার, আজিবুর স্যার, আলিম স্যার

★ জুলোজির
-আজমল স্যার,মাজেদা ম্যাম, আলিম স্যার

এদের অনুশীলনীতে যা বোর্ড এমসিকিউ আছে সব দেখবেন।মাজেদা ম্যাম এর সারসংক্ষেপ অবশ্যই পড়বেন।সারসংক্ষেপ অনেককিছু আপনি আগে থেকে পারবেন বাট যেগুলো সমস্যা মনে হবে স্টার দিয়ে রাখবেন।এক্সামের সময় জাস্ট স্টার দেওয়া অংশই দেখবেন।

★ ফিজিক্স:
-ইসহাক স্যার,তপন স্যার(২ টার অনুশীলনী ফরজে আইন)


★কেমিস্ট্রি:
-হাজারী স্যার, কবির স্যার, গুহ স্যার (সবার অনুশীলনী+বক্স কুয়েশ্চন★★★)

•Step-03:এখন জাবি ডি এবং সিউ কুয়েশ্চন ব্যাংক,গুচ্ছ কুয়েশ্চন(জ্ঞানমূলক) থেকে ঐ চ্যাপ্টারটা একবার দেখে ফেলুন।কঠিন ম্যাথমেথিক্যাল কুয়েশ্চন আসলে স্কিপ করতে পারেন বাট সেকেন্ড টাইমাররা করে রাখলে এগিয়ে থাকবেন।


•step-04: ভার্সিটি কুয়েশ্চন গুলো সলভ করার ক্ষেত্রে আপনি দেখবেন কিছু ইনফো পাবেন যেগুলো কোন বইয়ে নাই কিন্তু কয়েকবার আসছে৷ ঐগুলা ভার্সিটি ইনফো বক্স নামে ঐ চ্যাপ্টারের নোটের পেছনে লিখবেন।


•Step-05:এবার এক্সট্রা ইনফো(এক্সট্রা রাইটারের চ্যাপ্টারের ভেতরের কনটেন্ট) আপনার সাধ্যনুযায়ী দেখেন।


•Step-06:আবার রিভিশন দেন একটা ফিক্সড টাইম সেট করে।রিভিশন দেওয়ার সময় নোট খাতা এবং বই একসাথে রাখবেন।মনে রাখবেন,বই আপনার ফাস্ট প্রায়োরিটি।রিভিউ করা শেষে এক্সাম দেন যত খুশি।


ইনশাআল্লাহ, আপনার রব আপনাকে সহজ করে দিবেন এই কঠিন যাত্রা। 


কেউ ভিডিও দেখতে চাইলে দেখতে পারেন:


https://youtu.be/kjf9xNgPXqs?si=_n3NG1ayMGWTGnyQ


©হামীম জহুর
#admission #second_timers #ngl_ask

Читать полностью…

important Info + links

দুইটা জিনিসকে কখনোই বিশ্বাস করবে না - নারীর অশ্রু ও পুরুষের হৃদয়!
আর দুইটা জিনিসকে কখনোই মিথ্যে ভাববে না - নারীর অন্তর আর পুরুষের কান্না।

Читать полностью…

important Info + links

#Physics
টপিকঃ সকল স্কেলার ও ভেক্টর রাশি একসাথে


🫧স্কেলার রাশিসমূহ

☞ ভর
☞ সময়
☞ তাপ
☞ তাপমাত্রা
☞ দৈর্ঘ্য
☞ দূরত্ব
☞ দ্রুত
☞ কাজ
☞ শক্তি
☞ ক্ষমতা
☞ চাপ
☞ ক্ষেত্রফল
☞ ঘনত্ব
☞ আপেক্ষিক গুরুত্ব
☞ তড়িৎ বিভব
☞ জড়তার ভ্রামক
☞ গতিশক্তি
☞ বিভবশক্তি
☞ কম্পাঙ্ক
☞ ব্যাসার্ধ ভেক্টর
☞ আপেক্ষিক আর্দ্রতা
☞ পীড়ন
☞ বিকৃতি
☞ চক্রগতির ব্যাসার্ধ
☞ তড়িৎ আধান
☞ তড়িৎবিভব
☞ মহাকর্ষীয় ধ্রুবক
☞ আয়তন
☞ তড়িচ্চালক শক্তি
☞ তড়িৎপ্রবাহ
☞ তরঙ্গদৈর্ঘ্য
☞ ধারকত্ব
☞ রোধ
☞ বিভব পার্থক্য
☞ সান্দ্রতাঙ্ক


🫧ভেক্টর রাশিসমূহ

☞ ওজন
☞ বল
☞ সরণ
☞ বেগ
☞ সমবেগ
☞ অসমবেগ
☞ আপেক্ষিক বেগ
☞ গড় বেগ
☞ অন্তবেগ
☞ মধ্যবেগ
☞ ত্বরণ
☞ সমত্বরণ
☞ অসমত্বরণ
☞ গড় ত্বরণ
☞ আপেক্ষিক ত্বরণ
☞ অভিকর্ষজ ত্বরণ
☞ টর্ক (ঘূর্ণন বল)
☞ কৌণিক বেগ
☞ কৌণিক ত্বরণ
☞ কেন্দ্রমুখী ত্বরণ
☞ ভরবেগ
☞ কৌণিক ভরবেগ
☞ তড়িৎ ক্ষেত্র
☞ তলক্ষেত্র
☞ তড়িৎ বল
☞ তড়িৎ তীব্রতা
☞ সঞ্চারণ বেগ
☞ ঘর্ষণ বল
☞ কেন্দ্ৰমুখী বল
☞ কেন্দ্রবিমুখী বল
☞ সান্দ্রবল
☞ লরেঞ্জ বল
☞ সংশক্তি বল
☞ আসঞ্জন বল
☞ চৌম্বক দৈর্ঘ্য
☞ চৌম্বক মোমেন্ট (ভ্রামক)
☞ মন্দন
☞ বলের ঘাত
☞ চৌম্বক তীব্রতা
☞ চৌম্বক ফ্লাক্স ঘনত্ব

[কন্টেন্টগুলো অন্য যেকোনো জায়গায় শেয়ার করার ক্ষেত্রে ক্রেডিট সহকারে শেয়ার করা যাবে।

আমরা চাই সকল স্তরের শিক্ষার্থীরা এই কন্টেন্টগুলো থেকে উপকৃত হোক]

©️ Sabir Mahmud ©SABAS
#SABAS #physics #important

Читать полностью…

important Info + links

▶️টপিকঃ শূন্য কাজ (কাজ, শক্তি ও ক্ষমতা)

📌 মূল সূত্র,
W= Fs cosθ

📌 শূণ্য কাজের শর্ত

০১) সরণ শূণ্য
০২) বল ও সরণের মধ্যবর্তী কোণ ৯০°
০৩) সংরক্ষণশীল বলের প্রভাবে যদি কোন বস্তু বৃত্তাকার পথে ঘুরে

📌 শূণ্য কাজের উদাহরণ

১) কোনো বস্তু মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা (শর্ত-০১)

২) স্রোতের বিপরীতে সাঁতার কেটে স্থির থাকা (শর্ত-০১)

৩) পাথরে দড়ি বেঁধে বৃত্তাকার পথে ঘুরালে (শর্ত-০২)

৪) কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ (শর্ত-০২)

৫) পৃথিবীর আবর্তনের সময় সূর্যের মহাকর্ষ বল (শর্ত-০৩)

#SABAS #physics

Читать полностью…

important Info + links

আমার দুটি এক্সপেরিমেন্ট।

এক্সপেরিমেন্ট-১: একজনের দীর্ঘদিন যাবৎ পেট ব্যাথা। তাঁকে জিজ্ঞেস করলাম, ডাক্তার দেখান না কেন? তিনি উত্তর দিলেন, তিনি ডাক্তারদেরকে মোটেও বিশ্বাস করেন না। তিনি কবিরাজদের মনে প্রাণে বিশ্বাস করেন এবং যেকোনো সমস্যা হলে কবিরাজের কাছে যান। তাই তিনি পেট ব্যাথার জন্য কবিরাজের কাছ থেকে একটি বোতলে পানি পড়া নিয়ে এসেছেন।
আমি একটি এক্সপেরিমেন্ট করতে চাইলাম। আমি তাঁর ঐ পানির বোতলটি সরিয়ে ফেললাম। এরপর ভিন্ন আরেকটি বোতলে নতুন পানি নিলাম। "আতা গাছে তোতা পাখি...." এবং "ওখানে কে রে? আমি খোকা...." এই দুটি কবিতা পড়ে পানিতে ফুঁক দিয়ে বোতলটি সেখানে রেখে দিলাম।কিছুদিন পরে তাকে জিজ্ঞেস করলাম পেট ব্যাথা কমেছে কিনা। তিনি বললেন, কমেছে, কবিরাজের পানি পড়াতে কাজ হয়েছে। আমি বললাম, আলহামদুলিল্লাহ।

এক্সপেরিমেন্ট-২: এক লোকের টানা এক সপ্তাহ যাবৎ জ্বর। এক সপ্তাহে সে দুই বার ডাক্তারের কাছে গিয়েছে, ঔষধ খাচ্ছে, কিন্তু জ্বর কমছে না। তারপর লোকটি কবিরাজের কাছ যায়। কবিরাজ তাকে বলেছে, দুপুর ১২ টায় একটি নির্দিষ্ট স্থানে যাওয়ার কারণে তার উপর একটি জ্বিন ভর করেছে, তাই জ্বর হয়েছে। কবিরাজ তাকে একটা তাবিজ দিয়েছে।আমি চিন্তা করলাম, একটা এক্সপেরিমেন্ট করা যায় কিনা। এরপর একটি ছোট্ট কাগজ নিলাম, কাগজে লিখলাম E = mc², তারপর কাগজটিকে তাবিজ বানিয়ে কবিরাজের দেয়া তাবিজের সাথে পরিবর্তন করে ফেললাম। কয়েকদিন পর জানতে পারলাম লোকটির জ্বর কমেছে।

আমার দেয়া পানি পড়া, তাবিজ ব্যবহার করে মানুষ সুস্থ হয়ে যাচ্ছে। ভাবছি, ডাক্তারি পড়ালেখা বাদ দিয়ে কবিরাজি শুরু করবো।

Читать полностью…
Subscribe to a channel