amarto_basicvalona | Unsorted

Telegram-канал amarto_basicvalona - important Info + links

10528

Scientific name: amarto basicvalona । প্রয়োজনের তাগিদে বিভিন্ন প্লাটফর্ম হতে প্রাপ্ত তথ্য এখানে সংগ্রহ করে রাখা।। কোনো প্ল্যাটফর্ম, এর সাথে জড়িত নয়।। সকলের জন্য দুয়া আর শুভেচ্ছা🌱🌸🦋

Subscribe to a channel

important Info + links

▶️ক্রোমোজোমের বিভিন্ন প্রকৃতি:

🦠পোলার বডি → হ্যাপ্লয়েড (n)

🦠স্পোর→হ্যাপ্লয়েড (n)

🦠জননকোষ→হ্যাপ্লয়েড (n)

🦠জাইগোট→ডিপ্লয়েড (2n

🦠আবৃতবীজী উদ্ভিদের সস্যকলা→ট্রিপ্লয়েড ( 3n)

🦠নগ্নবীজী উদ্ভিদের সস্যকলা→হ্যাপ্লয়েড (n)

🦠প্রাইমারি স্পার্মাটোসাইট→ডিপ্লয়েড (2n)

🦠সেকেন্ডারি স্পার্মাটোসাইট→হ্যাপ্লয়েড (n)

🦠স্পার্মাটিড→হ্যাপ্লয়েড (n)

🦠শুক্রাণু →হ্যাপ্লয়েড (n)

🦠দেহকোষ→ ডিপ্লয়েড (2n)

🦠স্পার্মাটোজোয়া →হ্যাপ্লয়েড (n)

🦠ডিম্বাণু→ হ্যাপ্লয়েড (n)


©sayed vai
#biology #important

Читать полностью…

important Info + links

প্রশান্ত মহাসাগরে একসাথে চারটি সাইক্লোন!

সোর্স: BWOT

Читать полностью…

important Info + links

Breaking News

➡️ মেডিকেল ভর্তি পরীক্ষা সর্বমোট ২০০ মার্কে হবে

➡️ এমসিকিউ ১০০ রেজাল্ট ১০০ (এসএসসি ৫০, এইচএসসি ৫০)

➡️ সেকেন্ড টাইমারদের ৩ মার্ক কাটা হবে

➡️ ইমপ্রুভমেন্ট দিয়েও পরীক্ষা দেওয়া যাবে

- Independent TV

Читать полностью…

important Info + links

রিকম্বিনেন্ট ডিএনএ কাঙ্খিত জিন বহন করছে কিনা তা সনাক্তকরণ পদ্ধতি :

(i) PCR পদ্ধতি
(ii) Restriction digestion পদ্ধতি
(iii) জেনেটিক প্রোব পদ্ধতি

▶️রিকম্বিনেন্ট ডিএনএকে পোষক কোষে প্রবেশ করানোর প্রক্রিয়া :

ক) প্রত্যক্ষ ভৌতিক প্রক্রিয়া  :
(i)Electroporation
(ii)Micro injection
(iii)Biolistics(Gunshot)

খ) প্রত্যক্ষ রাসায়নিক প্রক্রিয়া :
(i) Calcium Chloride
(ii) Liposomes

গ) ভেক্টর ব্যবহার্র পরোক্ষ প্রক্রিয়া :
(i) Using Agrobacterium tumefaciens
(ii) Using TMV

#mediaim_contents
#mediaim_biology

Читать полностью…

important Info + links

ড্যাফোডিল ইউনিভার্সিটি এরিয়াতে মাথা এবং হাত বিহীন নগ্ন এক নারীর/মেয়ের লাশ পাওয়া গেছে ।

মেয়েটার পুরো নগ্ন লাশ পাওয়া গিয়েছে! হাত, মাথা ছাড়া। সবাই পিক আর ভিডিও করে সেগুলা শেয়ার করতেছেন!
অনেকে কমেন্ট বক্সে ভিডিও চাচ্ছেন! লিঙ্ক শেয়ার করে বেড়াচ্ছেন। কিছু লিঙ্কবাজকে দেখতেছি ভিডিও শেয়ারের জন্য ইনবক্সে ডাকতে। কেউ কি মেয়েটার বডিটা কভার করতে পারেননি?যেহেতু দুহাত, মাথা নেই এবং নগ্ন বডি পাওয়া গেছে।

হতে পারে এটা আপনাদের ই কারোর না কারো বোন। তার নগ্ন ভিডিও ছবি শেয়ার করার মানে কি??

Читать полностью…

important Info + links

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।

প্রিয় বোনেরা,  আপনাদের সবার জন্য শুরু হতে যাচ্ছে একটি নতুন কোর্স, যা সবার জন্য সম্পূর্ণ ফ্রী থাকবে, ফী সাবিলিল্লাহ আলহামদুলিল্লাহ-

🌟:: ব্যাসিক তাজউইদ কোর্স::🌟


আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কোর্সটি প্ল্যান করা হয়েছে তাজউইদের ব্যাসিক লেভেলের টপিকগুলো নিয়ে, একদম বিগিনার বোনদের জন্য যারা তাজউইদ কখনও পড়েননি বা পড়ার পরও ভালোভাবে বুঝতে পারছেন না, কুরআনে ব্যবহার করতে পারছেন না। কোর্সটি এমন ভাবে সাজানো হয়েছে যেন কুরআন তিলাওয়াতের জন্য অত্যাবশ্যক হুকুম-আহকামগুলো আপনাদের সবার আয়ত্বে চলে আসে ইনশাআল্লাহ।

সপ্তাহে ২ টি করে ক্লাস থাকবে এবং সাথে থাকবে হোমওয়ার্ক।

ক্লাস শিডিউল:
শুক্রবার ও রবিবার: ০৭:০০
(বাংলাদেশ সময়)

ক্লাস শুরু হবে আগামী
(১৫ই নভেম্বর,২০২৪)


জয়েন করতে বোনরা মেসেজ দিন দ্বীনিয়াত এর টেলিগ্রাম আইডি: @deniyat21

দ্বীনিয়াত এর টেলিগ্রাম চ্যানেল:
/channel/deniyat23

দ্বীনিয়াত এর ফেইসবুক পেইজ: লিংক

 
(এটা হোপের নিজস্ব কোনো পদক্ষেপ নয়, জেনেশুনে জয়েন করবেন ইন শা আল্লাহ। সমস্যা পেলে @iamHope24hours এ জানাবেন ইন শা আল্লাহ)

Читать полностью…

important Info + links

এক মুনতাহা হ°ত্যায় আকাশ-বাতাস কাঁপছে তারমধ্যে আরেক মুনতাহার নিখোঁজ সংবাদ, দশ সেকেন্ড সময় লাগবে পোস্টটা শেয়ার করুন প্লিজ, আপনার একটা শেয়ারে মেয়েটা তার পরিবারে পৌঁছার সম্ভাবনা।

নাম : নুসরাত জাহান।
থানা : বড়লেখা।
জেলা : মৌলভীবাজার
মৌলভীবাজারের বড়লেখা বাজার থেকে থেকে সাত বছরের "নুসরাত জাহান" নামের শিশুটি গতকাল আনুমানিক দূপুর,১ ঘটিকার সময় স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ হয়,, তারপর বাসায় আর ফিরেনি।

কেউ যদি উক্ত মেয়েটিকে পেয়ে থাকেন তাহলে নিচের নাম্বার এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
01747216296
সবাই শেয়ার দিয়ে সহায়তা করবেন..।

Читать полностью…

important Info + links

💥💥Super important topic for MAT
📌আদিকোষ VS প্রকৃত কোষ

✅আদিকোষ:
১।সাধারণত এককোষী,সরল
২।কোষ প্রাচীর পেপটাইডোগ্লাইকান দিয়ে গঠিত(**)
৩।সুগঠিত নিউক্লিয়াস অনুপস্থিত
৪।নিউক্লিয় বস্তু-নিউক্লয়েড বা DNA
৫।সেন্ট্রোমিয়ার থাকেনা
৬।রাইবোসোম ছাড়া অন্য কোন কোষীয় অঙ্গানু থাকেনা
৭।রাইবোসোম ৭০s(৫০s+৩০s)প্রকৃতির
৮।কোষীয় বিভাজন অ্যামাইটোসিস পদ্ধতিতে ঘটে
৯।সবাত ও অবাত শ্বসন ঘটে
১০।অপেরনতন্ত্র আছে

✅প্রকৃত কোষ:
১।এককোষী থেকে বহুকোষী ও অপেক্ষাকৃত জটিল প্রকৃতির
২।কোষ প্রাচির উদ্ভিদ কোষে থাকে(সেলুলোজ নির্মিত),প্রাণিকোষে থাকেনা
৩।নিউক্লিয়াস সুগঠিত
৪।নিউক্লিয় বস্তু-ক্রোমোসোম
৫।সেন্ট্রোমিয়ার থাকে
৬।সকল প্রকার কোষীয় অঙ্গানু বিদ্যমান
৭।রাইবোসোম ৭০s ও ৮০s(৬০s+৪০s) প্রকৃতির
৮।কোষীয় বিভাজন মাইটোসিস ও মিয়োসিস পদ্ধতিতে ঘটে
৯।সকলের সবাত শ্বসন ঘটে
১০।অপেরনতন্ত্র নেই

#biology 📨📨
#mediaim_contents

Читать полностью…

important Info + links

/channel/thinkingcorner01/222

Читать полностью…

important Info + links

/channel/thinkingcorner01/221

Читать полностью…

important Info + links

জীবনের প্রতিটা ধাপে সমাজের কাছে পরিচিত হয়েছিলাম মেধাবী খেতাব পেয়ে।

আজকে আমি সেই মেধাবী নিজের ফ্যামিলির মানুষকে মুখ দেখাতে ভিতরটা জ্বলে পুড়ছে।আমি সেই মেধাবী, যাকে দেখলে দূরে দাঁড়িয়ে থাকা ক্লাশ টু এর বাচ্চারাও ফিশফিশ করছে।

ফেন্ড সার্কেল এর কেউ ভালো কথা বললেও বিরক্ত লাগছে আর কেউ কেউ আত্মঅহমিকা প্রকাশ করে ভেঙে টুকরো করে ফেলেছে।

নিজের বাবা বলে দিয়েছে,একটা রেজাল্ট আশা করেছিলাম শুধু,প্রতিদানে সবার কাছে ছোট করলে।বাবা বালিশে চোখ ভিজিয়ে ফেলছে, মা জায়নামাজটা ভিজিয়ে ফেলছে।

কত মানুষের কত আনাগোনা চলছে।নিজের ছোট ভাইটা হালকা খেলতে চাইলেও তার দিকে তাকিয়ে চোখের পানি আটকে রাখতে পারছি না।

সবাই বলছে, Restart করতে।  কিন্তু কিভাবে করব সেটা ভাবতেই মাথা ঘুরিয়ে পড়ছি। গত ৩০ মিনিট আমার জীবনে কাটানো বিশটি বছরের চেয়েও ভারী লাগছে। মানুষ পানির নিচে শ্বাস নিতে পারে না, আমি জমীনে দাঁড়িয়েও শ্বাস নিতে এত কষ্ট অনুভব করছি কেন?


আমি উঠে দাঁড়ালাম,কান পেতে শুনলাম:

আমার রব বলছেন:
"হতাশ হইও না। উঠো, সিজদাহ করো এবং কাঁদো ।"

নিশ্চয়ই অশ্রুই হলো আরামের পথ।

আপনার কাছে আমার প্রার্থনা:
আমার রব আপনার কাছেই আমি আমার দুঃখের কথা নিরুপন করছি। আপনি মহান, আপনি রহমান, আমি আপনার ই মুখাপেক্ষী।আমার জন্য যা কল্যাণকর মনে করেন সেটা আমার জন্য ফিক্সড করে দিয়েন এবং অতীতে না পাওয়া সকল অভিযোগ ভুলিয়ে দিয়েন৷ আমিন।

©হামীম জহুর

Читать полностью…

important Info + links

🎗️লিটমাস পেপারে নিজেকে টেস্ট করুন-৯


২১,২২,২৩,২৪ ব্যাচের বোর্ড প্রশ্নের mcq দেখে নিয়েছেন আলাদা করে?
নাকি দেখার সুযোগ ই হই নি?

Читать полностью…

important Info + links

📌📌 বোটানি | প্রথম অধ্যায় | অক্ষরপত্র | আজিবুর স্যার | প্রয়োজনীয় তথ্যাবলি, পার্থক্যসমূহ, অনুশীলনী।

#medilogy #biology

Читать полностью…

important Info + links

‘সন্তানকে খেলনা না দিলে শুধু ছোটবেলায় কাঁদবে,
দুনিয়াবী জ্ঞান না দিলে শুধু দুনিয়াতে কাঁদবে,
আর ধর্মীয় শিক্ষা না দিলে পুরো আখেরাতে কাঁদবে।’

—রিকশার পেছনে পাওয়া উপদেশ।

Читать полностью…

important Info + links

‘‘তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো, তোমরা কি কথা বলছিলে? উত্তরে তারা অবশ্যই বলবে, আমরা কেবল হাসি-তামাসা উপহাস-পরিহাস করছিলাম। বলোঃ তোমরা কি আল্লাহ, তাঁর আয়াতসমূহ এবং তাঁর রাসূলকে নিয়ে উপহাস করছিলে? তোমরা এখন অযুহাত পেশ করোনা। তোমরা তো ঈমান আনার পর কুফুরী করেছ। তোমাদের মধ্যে কোনো কোনো লোককে যদি আমি ক্ষমা করে দেই, তবে অবশ্য কিছু লোককে আযাবও দিবো। কারণ তারা ছিল অপরাধী’’।

(সূরা তাওবাঃ ৬৫-৬৬)

Читать полностью…

important Info + links

এমন মানুষও আছে,, যে চায় সবাই তার প্রশংসা করুক; অথচ আল্লাহর কাছে তার মূল্য একটা মশার ডানা পরিমাণও না!
.
- আবু ইসহাক আল-ফাযারী (রাহিমাহুল্লাহ)
[হিলয়াতুল আউলিয়া: ৮/২৫৫]

Читать полностью…

important Info + links

গ্রোথ হরমোন! এক্রোমেগালি - জাইগ্যান্টিজম।

Instructor : Nafis Ahmed Khan

Youtube : https://youtu.be/Z8UVTXXDoSI

#biology_shorts
#mediaim_contents

Читать полностью…

important Info + links

মাই ডেয়ার সেকেন্ড টাইমার,

৫ কাটুক আর ৩ কাটুক আমাদের স্বপ্ন দূর থেকে দূর বহুদূর,সীমান্ত থেকে অনন্ত।৩ মার্ক কাটছে বলে আগের সিরিয়াসনেস কমানো যাবে না, সুযোগকে অবহেলা করা যাবে না।আমাদের টার্গেট বইয়ের প্রত্যেক পৃষ্ঠা আপন করা।বইয়ের লাইন আপন করলে চান্স বাইপ্রোডাক্ট হয়ে যাবে।আপনার শ্রমকে আরও দ্বিগুন বাড়িয়ে দেন এবং সিজদাহে অবনত হয়ে রবের শুকরিয়া আদায় করুন।


'নিশ্চয়ই আপনার রব উত্তম পরিকল্পনাকারী।'

Читать полностью…

important Info + links

/channel/thinkingcorner01/227

Читать полностью…

important Info + links

/channel/thinkingcorner01/225

Читать полностью…

important Info + links

🎉যাদের অ্যামিনের উদাহরণ গুলো মনে রাখতে সমস্যা হয় এই টেকনিক ফলো করতে পারো..

🌼প্রাইমারি শুধু ১ টা করে নাম যেমন: অ্যানিলিন,
মিথাইল,
ইথাইল (শেষে অ্যামিন এমনিই যোগ করা যায়)

🌼সেকেন্ডারি ২ টা করে নাম যেমন:
ডাই মিথাইল,
ইথাইল মিথাইল,
ব্যতিক্রম : N-মিথাইল ফিনাইল

🌼টারসিয়ারি ৩ বা এর অধিক করে নাম যেমন:
ট্রাই মিথাইল(ট্রাই দিয়ে ৩ মনে রাখবেন)
N, N- ডাই মিথাইল অ্যানিলিন

Читать полностью…

important Info + links

গোনাহগারকে কখনো তার গোনাহের শাস্তির মধ্যে এটাও থাকে যে, গোনাহটা ছাড়তেও পারে না, আবার গোনাহটাতে কোন স্বাদও পায় না।

Читать полностью…

important Info + links

একটা নিষ্পাপ বাচ্চা, হাসিমাখা মুখে, দূরে কোথায় তাকিয়ে আছে, ক্যাপশনে লেখা নিখোজ- এরকম পোস্ট ঘুরছিল না নিউজফিডে গত কয়েকদিন ধরে?

বাচ্চটার নামটা হয়তো খেয়াল করেন নি, আমি করিও নি। মেয়েটার নাম ছিল মুনতাহা।

মুনতাহা মেয়েটা মারা গেছে। মেরে মাটিচাপা দিয়ে রেখেছিল ঘাতক। মেরেছে পাশের ঘরের চাচী-ই।

এটাই জীবন। চোখের সামনে ফুলসদৃশ নাম না জানা মেয়েটার নিখোজ বিজ্ঞপ্তিতে ছেয়ে গেল শহর। এক ফাইন মর্নিংয়ে  ঘুম থেকে উঠে ফেসবুকে ঢুকে দেখলেন মেয়েটাকে মেরে বাড়ির পাশেই পুতে রাখা হয়েছিল। এবং মেয়েটার নাম ছিল মুনতাহা।

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

Читать полностью…

important Info + links

মাই ডেয়ার সেকেন্ড টাইমার :

আমি জানি তুমি হাসিমুখে কথা বলতে পারছো না।দেখা হলে কুশলাদি বিনিময়ে তুমি সংকোচবোধ করছো। মেসেজের সীন করে রিপ্লাই দেওয়ার শক্তি হারিয়ে ফেলেছো। আমি এটাও জানি-জীবনের কঠিন সংগ্রামের ভেতর দিয়েই যাচ্ছো। হতে পারে ভেতর থেকে ভীষণভাবে একা হয়ে পড়েছো।দুনিয়াটা বিষাদ এবং বিরক্তিকর লাগছে।একটুখানি অবসর দরকার তাও থেমে অবসর নেওয়ার সময়টা নাই।


হয়তো রাতে ঘুমাতে গেলে মাথায় ঘুরপাক খাচ্ছে-উর্বর তারুণ্যের কোলাহলে আমি নিজেকে মেলে ধরতে পারছি না!  কিভাবে পৌঁছাবো জীবন সায়াহ্নে। অনাদর আর অযত্নে পার করেছি গুরুত্বপূর্ণ সময়গুলো। যদি আমি বেপরোয়া জীবন পার না করতাম! যদি আর একটু নিজেকে গুরুত্ব দিতাম!জীবনের বসন্তকালকে যদি অবহেলা না করতাম!


হে আমার ভাই, আদম ভুল করে। তুমি আদম।তোমার ভুল হবেই৷ আদম ভুল করে এবং সমাধানও খুঁজে বের করে।নিজের অগ্রগতির জন্য রবের কাছে সিজদায় মত হয়ে দোয়া করো।


একান্তে স্মরণ করুন সূরা আল ইমরানের ২৮ নাম্বার আয়াত-

"হে আমার রব, আপনিই সমুদয় রাজ্যের মালিক।আপনি যাকে ইচ্ছে রাজ্য দান করেন আর যার কাছ থেকে ইচ্ছে তা ছিনিয়ে নেন।যাকে ইচ্ছা আপনি  সম্মান দান করেন, যাকে ইচ্ছা করেন অপদস্ত। সমস্ত কল্যাণ আপনারই হাতেই৷ নিশ্চয়ই আপনি সমস্ত বস্তুর ওপরে ক্ষমতাবান |"


অচিরেই আমার রব আপনাকে এই কষ্ট থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ।


©হামীম জহুর

Читать полностью…

important Info + links

কল্পনায় নীল শাড়ি পরিহিত হে ললনা তোমার খোঁপায় গোলাপ গুঁজে দিতে মন চাই।তোমার জন্য দূরন্ত ষাঁড়ের চোখে বাঁধতে পারি লাল পট্টি। বিশ্বসংসার তন্ন তন্ন করে খুঁজে আনতে পারি একশ আটটি নীলপদ্ম।


কল্পনায় আমি হয়ে যায় শাহজাহান, তুমি আমার মমতাজ! আমার রাতগুলো কাটে তোমাকে ভাবতে ভাবতে, দিনগুলোতে আমার মন আনচান আনচান করে তোমাকে একফলক দেখতে।আমার চোখে তুমিই হলে মোনালিসা, রূপকথার রূপের দেবী আফ্রোদিতি। তোমায় দেখলেই মনে উথালপাতাল শুরু হই। আমি তখন কবি হয়ে যায়,আনমনে গুণগুণ করি, তুমি সুন্দর তাই আনমনে চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ?

নিজেকে কবি বানানোর আগে কখনও কি একবার ভেবেছেন, আপনি যাকে ক্রাশ বলছেন তাকে আল্লাহর নবি যেনা বলেছেন?

শিরকের ব্যাপারে বলা আছে, তোমরা শিরক করিও না। কিন্তু যিনার আয়াত হলো এমন: তোমরা যিনার ধারে কাছেও যেও না। নিশ্চয়ই যিনা অশ্লীল কাজ।


আল্লাহ আমাকে হেফাজত করুন এবং আপনাকেও হেফাজতে রাখুক।

Читать полностью…

important Info + links

/channel/thinkingcorner01/219

Читать полностью…

important Info + links

যাদের হাতে সময় আছে শুনে আসতে পারেন। আমিও আছি😬


https://www.facebook.com/share/v/12DhN1RKPtD/


পারলে একটু পোস্টে দোয়া দিয়ে আসিয়েন 🕊️

Читать полностью…

important Info + links

সারাদিন নারী অধিকার নিয়ে লাফানো আমরিকা আজ পর্যন্ত কোনো নারীকে জিতাতে পারলো না😆

ট্রাম্প, কমলা একই মুদ্রার এপিঠ ওপিঠ এদের নিয়ে এত হাইপ দেখানোর কিছু নেই।।কয়েকজন দেখলাম কমলারে নিয়া লেবুর মত আগলে রাখতেছে।। নিজের দেশ নিয়া ভাবেন আগে।

Читать полностью…

important Info + links

📌জৈব যৌগ যেগুলো না পড়লেই নয়; অর্থাৎ miss করা যাবে না।।
🤫Important topic যেগুলো একটু ভালো করে পড়তে হবে for MAT::

🟡নামকরণ (less important)
কার্যকরী মুলকের সক্রিয়তা
স্থায়িত্বের ক্রম সব : ফ্রি রেডিকেলের,কার্বানায়ন ও কার্বোনিয়াম আয়নের ইত্যাদি।
আক্রমনকারী বিকারক
ইলেক্ট্রোফাইল ও নিউক্লিওফাইল
সমানুতা(জ্যামিতিক বা সিস ট্রান্স সমানুতা ও আলোক সক্রিয় সমানুতা,মেটামারিজম,টটোমারিজম)
হাকেল তত্ত্ব,অ্যারোমেটিক যৌগ
গ্লুকোজে কতটি সমানু ও কাইরাল কার্বন আছে।
অর্থো-প্যারা নির্দেশক ও বেনজিন বলয় সক্রিয় কারী মূলক + মেটা নির্দেশক ও বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক।
কে কোন বিক্রিয়া দেবে কি না এই সংক্রান্ত
শনাক্তকারী বিক্রিয়া + নামধারী বিক্রিয়া+পলিমার

#chemistry
#mediaim_contents

Читать полностью…

important Info + links

🍀অধ্যায়ঃ প্রাণীর আচরণ
🍀টপিকঃ ট্যাক্সিস পর্ব -০২

🔴দিকমুখিতা/উদ্দীপক ও গ্রাহক অঙ্গের সম্পর্কের উপর ভিত্তি করে ট্যাক্সিসের প্রকারভেদ🔴

⭕✅ক্ল্যাইনোট্যাক্সিস = ব্লোফ্লাই ও বাটারফ্লাই এর লার্ভায় দেখা যায়।
✨ট্রিক্সঃ ক্লাই-ফ্লাই

⭕✅মনোট্যাক্সিস = কৌনিক ধরনের দিকমুখিতা(সূর্যের প্রতি সাড়া দিয়ে পিপড়ার চলন)।মৌমাছিদের মধ্যেও দেখা যায়।
✨ট্রিক্সঃ মনের কোণে "পাম"> পিঁপড়ে,মৌমাছি

⭕✅নেমোট্যাক্সিস = স্মৃতিমূলক সাড়া । পিঁপড়ে,Neomys fodiens mediaim নামক জলজ প্রাণীতে দেখা যায় ।
✨ট্রিক্সঃ "নিউ নেমোনিকস"

⭕✅টেলোট্যাক্সিস = শক্তিশালী উদ্দীকের প্রতি সাড়া(মৌমাছির খাদ্য খোজা,সূর্য ও ফুল উদ্দীপক)+ সন্ন্যাসী কাঁকড়াতে দেখা যায়।
✨ট্রিক্সঃ "টাকঁলু মাথা শক্ত"

⭕✅ট্রোপোট্যাক্সিস = মাছের উকুনে,ক্ষুধার্ত planaria,Crustacea শ্রেণির অন্তর্ভুক্ত "Armadillium" এ দেখা যায়।

#mediaim_contents
#mediaim_zoology

Читать полностью…
Subscribe to a channel