amarto_basicvalona | Unsorted

Telegram-канал amarto_basicvalona - important Info + links

10528

Scientific name: amarto basicvalona । প্রয়োজনের তাগিদে বিভিন্ন প্লাটফর্ম হতে প্রাপ্ত তথ্য এখানে সংগ্রহ করে রাখা।। কোনো প্ল্যাটফর্ম, এর সাথে জড়িত নয়।। সকলের জন্য দুয়া আর শুভেচ্ছা🌱🌸🦋

Subscribe to a channel

important Info + links

আল্লাহ দ্রুত সুস্থ করে দিবেন ইন শা আল্লাহ।

Читать полностью…

important Info + links

/channel/thinkingcorner01/229

Читать полностью…

important Info + links

❗কনফিউশন এরিয়া🧠⁉️

👉জিহ্বা = মাংসল,সংবেদনশীল এবং সঞ্চারণশীল অঙ্গ।।
👉উপজিহবা = এপিগ্লটিস /শ্বাসনালীর পথে ঢাকনা সদৃশ অংশ / শ্বাসনালীর পথে বাধা
👉আলজিহ্বা = কোমল তালুর পেছনের পেশল অংশ

#info
#mediaim_contents

Читать полностью…

important Info + links

মেডিকেল সার্কুলারের মূল আপডেটগুলা দিলো। ২৪ এর বাচ্চাকাচ্চা - Why me বলতাছো। ২৪ ব্যাচ হয়ে পাপ করলাম,সব নিয়ম আমাদের সাথেই কেন হয়।
সব সিট সেকেন্ড টাইমাররা নিয়ে নিবে এমন ভাবছো বা ইম্প্রুভমেন্ট এর শিক্ষার্থীরা সব আসন নিয়ে নিবে ভাবছো।

কিন্তু বাস্তবতা বলি,মেডি সার্কুলার চেঞ্জের ইমিডিয়েট ইফেক্ট বা প্রশ্ন ফাসের ইমিডিয়েট ইফেক্ট থেকেও আফটার ইফেক্টটা বেশি হয়।

১) ইম্প্রুভমেন্ট বা অনিমিয় শিক্ষার্থীরা প্রায় ৩ মাস অনিশ্চয়তায় ছিলো,কাল নিশ্চিত হলো কিন্তু হাতে আছে আর ৬৪ দিন। ৬৪ দিনে পড়ালেখা করে মেডিকেল ক্র‍্যাক করা কঠিন ,টপ মেডিকেল পাওয়া প্রায় অসম্ভব। এই সুবিধাটা মূলত পাবে ২৪ এর যাদের রেজাল্ট খারাপ তারা ,তারা ইম্প্রভমেন্ট দিয়ে নেক্সট ইয়ার মেডিকেলে ভালো করবে।

২) সেকেন্ড টাইমার ভর্তি পরীক্ষার জোশ ২০১৮ থেকে কমে গেছে। সেকেন্ড টাইমার আগে চান্স পেতো ৬০-৭০% আর ফাস্ট টাইমার ৩০-৪০% (২০১৬ পর্যন্ত)। ২০১৭ তে ৫ কাটা যাওয়ার নিউজ দিয়েছে একমাস আগে। ২০১৮ থেকে ৫ কাটা যাবে জেনে পরীক্ষার্থী কমে যায় ,চান্সও কমে যায়।

২০২৩-২৪ সেশনে ৫০০০ সিটে সেকেন্ড টাইমার চান্স ছিলো ১৪০০। মানে <৩০%।

আর এবছর সেকেন্ড টাইমার পরীক্ষার্থীই কম। কারণ ২৩ ব্যাচের GPA 5 কম আসছে। 5 কাটা তার উপর GPA কম সেকেন্ড টাইম দেয় অনেক কম। সব প্লাটফর্মেই এবার সেকেন্ড টাইমার আগের বারের ৫০-৬০%।

৩ কাটা + GPA কম শুনে এখন অনেকে আগ্রহী হতে পারে কিন্তু ওইযে সময় মাত্র ৬৪ দিনের মত। এই সময়ের বাধায় আটকে যাবে তারা । যারা অলরেডি প্রস্তুতি নিচ্ছে ওরা একটা moral boostup পাবে কিন্তু সেকেন্ড টাইমার চান্স ৩০% ই থাকবে এবারো এটা আমার এনালাইসিস।

২৪ ব্যাচ এবার মেডিকেল এডমিশনে upper hand থাকবে এবং তোমাদের ৭০% চান্স পাবে। DMC তেও অন্তত ৮০% ফাস্ট টাইমার থাকবে।

এইযে সার্কুলার চেঞ্জ এটা ১০০% নেক্সট সেশনেও থাকবে ,সেখানেও ২৪ ব্যাচ আপার হ্যান্ডে থাকবে। কারণ তোমাদের GPA 5 অনেক বেশি,৩ কাটার নিউজ জানো। যারা চান্স মিস করবে ওরা ধুমাইয়া মেডিকেল সেকেন্ড টাইম দিবে।

ওইদিকে ২৫ এর পূর্ণাঙ্গ এক্সাম হওয়ায় ওদের GPA 5 কমবে। GPA 100 থাকায় এখনো কিন্তু GPA একটা বড় প্লেয়ার।

২০২৫-২৬ সেশনে গিয়ে সেকেন্ড টাইম ও ফার্স্ট টাইম চান্স ৫০-৫০ হয়ে যাবে Most likely

আমার এনালাইসিস যদি ভুল না হয় এই মেডি সার্কুলার আপডেটের সবচেয়ে বড় সুবিধা ২৪ ব্যাচের মধ্যবিত্ত শ্রেণীর ছাত্ররা পেতে যাচ্ছো।

সো,২৪ এর বাচ্চারা শান্ত থাকো,২৩ এর বাচ্চারা নতুন উৎসাহে আগাও আর ২৫ এর বাচ্চারা সতর্ক হও।

ভয় বা সাহস দিচ্ছি না,বাস্তবতা বলছি। ৮ বছর ধরে এই ফিল্ডে আছি তো বাস্তবতাটা জানালাম।

ডা.সাদিকুর রহমান সাদাব

Читать полностью…

important Info + links

গুরুত্বপূর্ণ কিছুতে প্রথম নারী :

🔘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী--বেগম খালেদা জিয়া।

🔘 বাংলাদেশের প্রথম নারী পাইলট -- সৈয়দা কানিজ ফাতেমা রোকসানা।

🔘 বাংলাদেশের প্রথম নারী ট্রেন চালক -- সালমা খাতুন।

🔘 বাংলাদেশের মেট্রোরেলের প্রথম নারী চালক -- মরিয়ম আফিজা।



#gk #admission #important

Читать полностью…

important Info + links

▶️ক্রোমোজোমের বিভিন্ন প্রকৃতি:

🦠পোলার বডি → হ্যাপ্লয়েড (n)

🦠স্পোর→হ্যাপ্লয়েড (n)

🦠জননকোষ→হ্যাপ্লয়েড (n)

🦠জাইগোট→ডিপ্লয়েড (2n

🦠আবৃতবীজী উদ্ভিদের সস্যকলা→ট্রিপ্লয়েড ( 3n)

🦠নগ্নবীজী উদ্ভিদের সস্যকলা→হ্যাপ্লয়েড (n)

🦠প্রাইমারি স্পার্মাটোসাইট→ডিপ্লয়েড (2n)

🦠সেকেন্ডারি স্পার্মাটোসাইট→হ্যাপ্লয়েড (n)

🦠স্পার্মাটিড→হ্যাপ্লয়েড (n)

🦠শুক্রাণু →হ্যাপ্লয়েড (n)

🦠দেহকোষ→ ডিপ্লয়েড (2n)

🦠স্পার্মাটোজোয়া →হ্যাপ্লয়েড (n)

🦠ডিম্বাণু→ হ্যাপ্লয়েড (n)


©sayed vai
#biology #important

Читать полностью…

important Info + links

প্রশান্ত মহাসাগরে একসাথে চারটি সাইক্লোন!

সোর্স: BWOT

Читать полностью…

important Info + links

Breaking News

➡️ মেডিকেল ভর্তি পরীক্ষা সর্বমোট ২০০ মার্কে হবে

➡️ এমসিকিউ ১০০ রেজাল্ট ১০০ (এসএসসি ৫০, এইচএসসি ৫০)

➡️ সেকেন্ড টাইমারদের ৩ মার্ক কাটা হবে

➡️ ইমপ্রুভমেন্ট দিয়েও পরীক্ষা দেওয়া যাবে

- Independent TV

Читать полностью…

important Info + links

রিকম্বিনেন্ট ডিএনএ কাঙ্খিত জিন বহন করছে কিনা তা সনাক্তকরণ পদ্ধতি :

(i) PCR পদ্ধতি
(ii) Restriction digestion পদ্ধতি
(iii) জেনেটিক প্রোব পদ্ধতি

▶️রিকম্বিনেন্ট ডিএনএকে পোষক কোষে প্রবেশ করানোর প্রক্রিয়া :

ক) প্রত্যক্ষ ভৌতিক প্রক্রিয়া  :
(i)Electroporation
(ii)Micro injection
(iii)Biolistics(Gunshot)

খ) প্রত্যক্ষ রাসায়নিক প্রক্রিয়া :
(i) Calcium Chloride
(ii) Liposomes

গ) ভেক্টর ব্যবহার্র পরোক্ষ প্রক্রিয়া :
(i) Using Agrobacterium tumefaciens
(ii) Using TMV

#mediaim_contents
#mediaim_biology

Читать полностью…

important Info + links

ড্যাফোডিল ইউনিভার্সিটি এরিয়াতে মাথা এবং হাত বিহীন নগ্ন এক নারীর/মেয়ের লাশ পাওয়া গেছে ।

মেয়েটার পুরো নগ্ন লাশ পাওয়া গিয়েছে! হাত, মাথা ছাড়া। সবাই পিক আর ভিডিও করে সেগুলা শেয়ার করতেছেন!
অনেকে কমেন্ট বক্সে ভিডিও চাচ্ছেন! লিঙ্ক শেয়ার করে বেড়াচ্ছেন। কিছু লিঙ্কবাজকে দেখতেছি ভিডিও শেয়ারের জন্য ইনবক্সে ডাকতে। কেউ কি মেয়েটার বডিটা কভার করতে পারেননি?যেহেতু দুহাত, মাথা নেই এবং নগ্ন বডি পাওয়া গেছে।

হতে পারে এটা আপনাদের ই কারোর না কারো বোন। তার নগ্ন ভিডিও ছবি শেয়ার করার মানে কি??

Читать полностью…

important Info + links

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।

প্রিয় বোনেরা,  আপনাদের সবার জন্য শুরু হতে যাচ্ছে একটি নতুন কোর্স, যা সবার জন্য সম্পূর্ণ ফ্রী থাকবে, ফী সাবিলিল্লাহ আলহামদুলিল্লাহ-

🌟:: ব্যাসিক তাজউইদ কোর্স::🌟


আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কোর্সটি প্ল্যান করা হয়েছে তাজউইদের ব্যাসিক লেভেলের টপিকগুলো নিয়ে, একদম বিগিনার বোনদের জন্য যারা তাজউইদ কখনও পড়েননি বা পড়ার পরও ভালোভাবে বুঝতে পারছেন না, কুরআনে ব্যবহার করতে পারছেন না। কোর্সটি এমন ভাবে সাজানো হয়েছে যেন কুরআন তিলাওয়াতের জন্য অত্যাবশ্যক হুকুম-আহকামগুলো আপনাদের সবার আয়ত্বে চলে আসে ইনশাআল্লাহ।

সপ্তাহে ২ টি করে ক্লাস থাকবে এবং সাথে থাকবে হোমওয়ার্ক।

ক্লাস শিডিউল:
শুক্রবার ও রবিবার: ০৭:০০
(বাংলাদেশ সময়)

ক্লাস শুরু হবে আগামী
(১৫ই নভেম্বর,২০২৪)


জয়েন করতে বোনরা মেসেজ দিন দ্বীনিয়াত এর টেলিগ্রাম আইডি: @deniyat21

দ্বীনিয়াত এর টেলিগ্রাম চ্যানেল:
/channel/deniyat23

দ্বীনিয়াত এর ফেইসবুক পেইজ: লিংক

 
(এটা হোপের নিজস্ব কোনো পদক্ষেপ নয়, জেনেশুনে জয়েন করবেন ইন শা আল্লাহ। সমস্যা পেলে @iamHope24hours এ জানাবেন ইন শা আল্লাহ)

Читать полностью…

important Info + links

এক মুনতাহা হ°ত্যায় আকাশ-বাতাস কাঁপছে তারমধ্যে আরেক মুনতাহার নিখোঁজ সংবাদ, দশ সেকেন্ড সময় লাগবে পোস্টটা শেয়ার করুন প্লিজ, আপনার একটা শেয়ারে মেয়েটা তার পরিবারে পৌঁছার সম্ভাবনা।

নাম : নুসরাত জাহান।
থানা : বড়লেখা।
জেলা : মৌলভীবাজার
মৌলভীবাজারের বড়লেখা বাজার থেকে থেকে সাত বছরের "নুসরাত জাহান" নামের শিশুটি গতকাল আনুমানিক দূপুর,১ ঘটিকার সময় স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ হয়,, তারপর বাসায় আর ফিরেনি।

কেউ যদি উক্ত মেয়েটিকে পেয়ে থাকেন তাহলে নিচের নাম্বার এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
01747216296
সবাই শেয়ার দিয়ে সহায়তা করবেন..।

Читать полностью…

important Info + links

💥💥Super important topic for MAT
📌আদিকোষ VS প্রকৃত কোষ

✅আদিকোষ:
১।সাধারণত এককোষী,সরল
২।কোষ প্রাচীর পেপটাইডোগ্লাইকান দিয়ে গঠিত(**)
৩।সুগঠিত নিউক্লিয়াস অনুপস্থিত
৪।নিউক্লিয় বস্তু-নিউক্লয়েড বা DNA
৫।সেন্ট্রোমিয়ার থাকেনা
৬।রাইবোসোম ছাড়া অন্য কোন কোষীয় অঙ্গানু থাকেনা
৭।রাইবোসোম ৭০s(৫০s+৩০s)প্রকৃতির
৮।কোষীয় বিভাজন অ্যামাইটোসিস পদ্ধতিতে ঘটে
৯।সবাত ও অবাত শ্বসন ঘটে
১০।অপেরনতন্ত্র আছে

✅প্রকৃত কোষ:
১।এককোষী থেকে বহুকোষী ও অপেক্ষাকৃত জটিল প্রকৃতির
২।কোষ প্রাচির উদ্ভিদ কোষে থাকে(সেলুলোজ নির্মিত),প্রাণিকোষে থাকেনা
৩।নিউক্লিয়াস সুগঠিত
৪।নিউক্লিয় বস্তু-ক্রোমোসোম
৫।সেন্ট্রোমিয়ার থাকে
৬।সকল প্রকার কোষীয় অঙ্গানু বিদ্যমান
৭।রাইবোসোম ৭০s ও ৮০s(৬০s+৪০s) প্রকৃতির
৮।কোষীয় বিভাজন মাইটোসিস ও মিয়োসিস পদ্ধতিতে ঘটে
৯।সকলের সবাত শ্বসন ঘটে
১০।অপেরনতন্ত্র নেই

#biology 📨📨
#mediaim_contents

Читать полностью…

important Info + links

/channel/thinkingcorner01/222

Читать полностью…

important Info + links

/channel/thinkingcorner01/221

Читать полностью…

important Info + links

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ,ভাইয়াপুরা।

আমি আসলে নিজের পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত হয়ে যাওয়াতে আপনাদের প্রশ্নের উত্তরগুলো অনেকদিন যাবৎ দিতে পারছি না।
উত্তর দেওয়ার মতো সময় ও শক্তি থাকে না।
তারউপর অসুস্থতার নিয়ামতে ভুগছি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।
দু আ তে স্মরণ রাখিয়েন ইন শা আল্লহ।
পড়াশোনা রিলেটেড প্রশ্নগুলো আপাতত ভাইয়াদের করতে পারেন।
ফি আমানিল্লাহ।

-এডমিন আপু।

Читать полностью…

important Info + links

গুচ্ছের ৫ম মাইগ্রেশন ১৭ নভেম্বর প্রকাশিত হবে; ৫ম পর্যায়ের ভর্তি কার্যক্রম চলবে ১৭ ও ১৮ নভেম্বর

© Admission Informer

Читать полностью…

important Info + links

▶️ঢাবি বিজ্ঞান ইউনিটের পরীক্ষা পেছালো:

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের কারণে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তির পরিক্ষার তারিখ ০১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সকাল ১১:০০ টায় অনুষ্ঠিত হবে। বিপুল সংখ্যক পরীক্ষার্থী বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বলে তাদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় তুলনামূলকভাবে অনেক কম পরীক্ষার্থী.পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে বিধায় ০৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা পূর্ব ঘোষিত ০৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকাল ১১:০০ টায় অনুষ্ঠিত হবে।

#update #DU

Читать полностью…

important Info + links

✅দেশের সীমান্ত

🔘বাংলাদেশের সাথে ভারত ও মিয়ানমারের সীমান্ত রয়েছে।

🔘ভারতের ৫ টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে।

এগুলো হলো: পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মেঘালয়।

ট্রিক:MAT MW

🔘 বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ৩২ টি।

🔘ভারতের সাথে ৩০টি ও মিয়ানমারের সাথে ৩টি (রাঙামাটি, বান্দরবন ও কক্সবাজার)

🔘রাঙামাটি জেলা বাংলাদেশ, ভারত ও মিয়ানমার তিনদেশের সীমান্ত যুক্ত হওয়াএকটি সাধারণ জেলা।

🔘বরিশাল ও ঢাকা বিভাগের সাথে কোন দেশের সীমান্ত সংযোগ নেই।

🔘বাংলাদেশের সর্বমোট সীমারেখা ৪৭১১ কি.মি(পরিবর্তনশীল)

🔘বাংলাদেশ-ভারতের সীমারেখা ৩৭১৫ কি.মি (বিজিবি'র তথ্য মতে, ৪১৫৬ কি.মি)।

🔘বাংলাদেশ-মিয়ানমারের সীমারেখা ২৮০ কি.মি. (বিজিবি'র তথ্য মতে, ২৭১ কি.মি)।

🔘রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল****

🔘অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল

🔘 মহীসোপান-৩৫৪ নটিক্যাল মাইল।


#gk #important #admission

Читать полностью…

important Info + links

◾সংবিধান সমাচার:

•সংবিধান এর প্রস্তাবনা- ১টি

• মূলনীতি- ৪টি। যথা-জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা।

• তফসিল- ৭টি

* ৭ই মার্চের ভাষণ রয়েছে: ৫ নং তফসিলে

* স্বাধীনতার ঘোষণা রয়েছে ৬ নং তফসিলে

* স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে ৭ নং তফসিলে

◾ভাগ/অধ্যায় রয়েছে- ১১টি

◾পরিচ্ছদ রয়েছে- ১৩টি

◾মোট অনুচ্ছেদ- ১৫৩ টি

◾ গণপরিষদের মোট সদস্য সংখ্যা- ৪০৩ জন

◾ সংবিধান এ যাবত সংশোধিত হয়েছে- ১৭ বার**

◾প্রণয়ন কমিটিতে সদস্য সংখ্যা ছিল ৩৪ জন

◾ বিরোধীদলীয় সদস্য ছিল: ১ জন (ন্যাপের সুরঞ্জিত সেনগুপ্ত)

◾ মহিলা সদস্য: ১ জন (রাজিয়া আক্তার বানু)

◾ভাষা- ২টি (বাংলা ও ইংরেজি)

◾হস্তলিখিত সংবিধানের মোট পাতা ছিল- ৯৩ টি (স্বাক্ষরসহ ১০৮ পাতা)

◾ হস্তলিখিত সংবিধানে স্বাক্ষরকারীর সংখ্যা- ৩০৯ জন

◾অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি ১১ই জানুয়ারি, ১৯৭২ খ্রিস্টাব্দে

◾ গণপরিষদের প্রথম অধিবেশন বসে ১০ এপ্রিল ১৯৭২ খ্রিস্টাব্দে

◾ সংবিধান কমিটি গঠিত হয় ১১ই এপ্রিল, ১৯৭২ সালে

◾ গণপরিষদে সংবিধানের প্রথম খসড়া উত্থাপন হয় ১২ই অক্টোবর, ১৯৭২ সালে



লাগবেই ✅


#gk #important

Читать полностью…

important Info + links

এমন মানুষও আছে,, যে চায় সবাই তার প্রশংসা করুক; অথচ আল্লাহর কাছে তার মূল্য একটা মশার ডানা পরিমাণও না!
.
- আবু ইসহাক আল-ফাযারী (রাহিমাহুল্লাহ)
[হিলয়াতুল আউলিয়া: ৮/২৫৫]

Читать полностью…

important Info + links

গ্রোথ হরমোন! এক্রোমেগালি - জাইগ্যান্টিজম।

Instructor : Nafis Ahmed Khan

Youtube : https://youtu.be/Z8UVTXXDoSI

#biology_shorts
#mediaim_contents

Читать полностью…

important Info + links

মাই ডেয়ার সেকেন্ড টাইমার,

৫ কাটুক আর ৩ কাটুক আমাদের স্বপ্ন দূর থেকে দূর বহুদূর,সীমান্ত থেকে অনন্ত।৩ মার্ক কাটছে বলে আগের সিরিয়াসনেস কমানো যাবে না, সুযোগকে অবহেলা করা যাবে না।আমাদের টার্গেট বইয়ের প্রত্যেক পৃষ্ঠা আপন করা।বইয়ের লাইন আপন করলে চান্স বাইপ্রোডাক্ট হয়ে যাবে।আপনার শ্রমকে আরও দ্বিগুন বাড়িয়ে দেন এবং সিজদাহে অবনত হয়ে রবের শুকরিয়া আদায় করুন।


'নিশ্চয়ই আপনার রব উত্তম পরিকল্পনাকারী।'

Читать полностью…

important Info + links

/channel/thinkingcorner01/227

Читать полностью…

important Info + links

/channel/thinkingcorner01/225

Читать полностью…

important Info + links

🎉যাদের অ্যামিনের উদাহরণ গুলো মনে রাখতে সমস্যা হয় এই টেকনিক ফলো করতে পারো..

🌼প্রাইমারি শুধু ১ টা করে নাম যেমন: অ্যানিলিন,
মিথাইল,
ইথাইল (শেষে অ্যামিন এমনিই যোগ করা যায়)

🌼সেকেন্ডারি ২ টা করে নাম যেমন:
ডাই মিথাইল,
ইথাইল মিথাইল,
ব্যতিক্রম : N-মিথাইল ফিনাইল

🌼টারসিয়ারি ৩ বা এর অধিক করে নাম যেমন:
ট্রাই মিথাইল(ট্রাই দিয়ে ৩ মনে রাখবেন)
N, N- ডাই মিথাইল অ্যানিলিন

Читать полностью…

important Info + links

গোনাহগারকে কখনো তার গোনাহের শাস্তির মধ্যে এটাও থাকে যে, গোনাহটা ছাড়তেও পারে না, আবার গোনাহটাতে কোন স্বাদও পায় না।

Читать полностью…

important Info + links

একটা নিষ্পাপ বাচ্চা, হাসিমাখা মুখে, দূরে কোথায় তাকিয়ে আছে, ক্যাপশনে লেখা নিখোজ- এরকম পোস্ট ঘুরছিল না নিউজফিডে গত কয়েকদিন ধরে?

বাচ্চটার নামটা হয়তো খেয়াল করেন নি, আমি করিও নি। মেয়েটার নাম ছিল মুনতাহা।

মুনতাহা মেয়েটা মারা গেছে। মেরে মাটিচাপা দিয়ে রেখেছিল ঘাতক। মেরেছে পাশের ঘরের চাচী-ই।

এটাই জীবন। চোখের সামনে ফুলসদৃশ নাম না জানা মেয়েটার নিখোজ বিজ্ঞপ্তিতে ছেয়ে গেল শহর। এক ফাইন মর্নিংয়ে  ঘুম থেকে উঠে ফেসবুকে ঢুকে দেখলেন মেয়েটাকে মেরে বাড়ির পাশেই পুতে রাখা হয়েছিল। এবং মেয়েটার নাম ছিল মুনতাহা।

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

Читать полностью…

important Info + links

মাই ডেয়ার সেকেন্ড টাইমার :

আমি জানি তুমি হাসিমুখে কথা বলতে পারছো না।দেখা হলে কুশলাদি বিনিময়ে তুমি সংকোচবোধ করছো। মেসেজের সীন করে রিপ্লাই দেওয়ার শক্তি হারিয়ে ফেলেছো। আমি এটাও জানি-জীবনের কঠিন সংগ্রামের ভেতর দিয়েই যাচ্ছো। হতে পারে ভেতর থেকে ভীষণভাবে একা হয়ে পড়েছো।দুনিয়াটা বিষাদ এবং বিরক্তিকর লাগছে।একটুখানি অবসর দরকার তাও থেমে অবসর নেওয়ার সময়টা নাই।


হয়তো রাতে ঘুমাতে গেলে মাথায় ঘুরপাক খাচ্ছে-উর্বর তারুণ্যের কোলাহলে আমি নিজেকে মেলে ধরতে পারছি না!  কিভাবে পৌঁছাবো জীবন সায়াহ্নে। অনাদর আর অযত্নে পার করেছি গুরুত্বপূর্ণ সময়গুলো। যদি আমি বেপরোয়া জীবন পার না করতাম! যদি আর একটু নিজেকে গুরুত্ব দিতাম!জীবনের বসন্তকালকে যদি অবহেলা না করতাম!


হে আমার ভাই, আদম ভুল করে। তুমি আদম।তোমার ভুল হবেই৷ আদম ভুল করে এবং সমাধানও খুঁজে বের করে।নিজের অগ্রগতির জন্য রবের কাছে সিজদায় মত হয়ে দোয়া করো।


একান্তে স্মরণ করুন সূরা আল ইমরানের ২৮ নাম্বার আয়াত-

"হে আমার রব, আপনিই সমুদয় রাজ্যের মালিক।আপনি যাকে ইচ্ছে রাজ্য দান করেন আর যার কাছ থেকে ইচ্ছে তা ছিনিয়ে নেন।যাকে ইচ্ছা আপনি  সম্মান দান করেন, যাকে ইচ্ছা করেন অপদস্ত। সমস্ত কল্যাণ আপনারই হাতেই৷ নিশ্চয়ই আপনি সমস্ত বস্তুর ওপরে ক্ষমতাবান |"


অচিরেই আমার রব আপনাকে এই কষ্ট থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ।


©হামীম জহুর

Читать полностью…

important Info + links

কল্পনায় নীল শাড়ি পরিহিত হে ললনা তোমার খোঁপায় গোলাপ গুঁজে দিতে মন চাই।তোমার জন্য দূরন্ত ষাঁড়ের চোখে বাঁধতে পারি লাল পট্টি। বিশ্বসংসার তন্ন তন্ন করে খুঁজে আনতে পারি একশ আটটি নীলপদ্ম।


কল্পনায় আমি হয়ে যায় শাহজাহান, তুমি আমার মমতাজ! আমার রাতগুলো কাটে তোমাকে ভাবতে ভাবতে, দিনগুলোতে আমার মন আনচান আনচান করে তোমাকে একফলক দেখতে।আমার চোখে তুমিই হলে মোনালিসা, রূপকথার রূপের দেবী আফ্রোদিতি। তোমায় দেখলেই মনে উথালপাতাল শুরু হই। আমি তখন কবি হয়ে যায়,আনমনে গুণগুণ করি, তুমি সুন্দর তাই আনমনে চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ?

নিজেকে কবি বানানোর আগে কখনও কি একবার ভেবেছেন, আপনি যাকে ক্রাশ বলছেন তাকে আল্লাহর নবি যেনা বলেছেন?

শিরকের ব্যাপারে বলা আছে, তোমরা শিরক করিও না। কিন্তু যিনার আয়াত হলো এমন: তোমরা যিনার ধারে কাছেও যেও না। নিশ্চয়ই যিনা অশ্লীল কাজ।


আল্লাহ আমাকে হেফাজত করুন এবং আপনাকেও হেফাজতে রাখুক।

Читать полностью…
Subscribe to a channel