আল্লাহ কারোর ওপর তার সামর্থের অতিরিক্ত দায়িত্বের বোঝা চাপান না। প্রত্যেক ব্যক্তি যে নেকী উপার্জন করেছে তার ফল তার নিজেরই জন্য এবং যে গোনাহ সে অর্জন করেছে, তার প্রতিফলও তারই উপর বর্তাবে।
আল বাকারা - ২৮৬
আবূ হুরাইরা (রাঃ) বলেন, আমি আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, ‘‘যখন নামাযের জন্য ইক্বামত (তাকবীর) দেওয়া হয় তখন তোমরা তাতে দৌড়ে আসবে না, বরং তোমরা গাম্ভীর্য-সহকারে স্বাভাবিকরূপে হেঁটে আসবে। তারপর যতটা নামায (ইমামের সাথে) পাবে, পড়ে নেবে। আর যতটা ছুটে যাবে, ততটা (নিজে) পূরণ করে নেবে।’’ (বুখারী ও মুসলিম)
মুসলিমের এক বর্ণনায় এ কথা বেশি আছে, ‘‘কারণ তোমাদের কেউ যখন নামাযের উদ্দেশ্যে যায়, সে আসলে নামাযেই থাকে।’’
রিয়াদুস সলেহিন, হাদিস নং ৭০৯
Ahha আবার 🙂
Details:
ইএনটি বিভাগের ডাক্তাররাই তাকে সন্দেহ করে। সেজেছিল K 78 এর মেডিকেল স্টুডেন্ট। কিন্তু প্রথম দিন বায়োপসি কে বায়োস্কোপ বলায় ডাক্তারদের সন্দেহ হয়। পরে আরো বিভিন্ন প্রশ্ন উত্তরে অসংলগ্ন উত্তর দেয়ায় তাকে ডাক্তার রুমে আটক করা হয়।
বিগত বছরগুলোতে ইসহাক স্যারের বইয়ে শক্তির 9 টি রূপ দেওয়া ছিল। কিন্তু 2024 সালের নতুন এডিশনে শক্তির রূপ দেওয়া আছে 10 টি। নতুন অ্যাড কৃত শক্তির রূপটি হলো: বায়ু শক্তি (Wind Energy).
#BeUpdateWithRAAC #physics
▶️▶️তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ অবিশ্লেষ্য,মৃদু তড়িৎ বিশ্লেষ্য এক সাথে (VVI)
© এডমিন আপু
#chemistry #info
সড়ক দূর্ঘটনায় আহত আমাদের শাইখ আবদুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। আল্লাহর অসীম দয়ায়, বড় ধরণের ইঞ্জুরি থেকে মুক্ত আছেন। চোখের ইঞ্জুরি হয়েছে বেশি৷ আল্লাহর কাছে শাইখের জন্য শিফা কামনা করছি৷ আল্লাহ যেন তাঁর রহমতের চাদরে আবৃত করে রাখেন প্রিয় শাইখকে।
Читать полностью…হে জাগ্রত পাখিরা:
এখন এত কষ্ট করে পড়ছো কিন্তু তুমি চান্স না পেলে তোমার সবচেয়ে কাছের মানুষটা এই রাত জাগা গল্প শুনালে বিরক্তি অনুভব করবে।তাই কষ্ট যখন করছো,সময় অপচয় না করে কষ্ট করো।নিজে বোরিং হচ্ছিলাম তাই তোমাকে একটু গুঁতা দিয়ে গেলাম।পড়তে থাকো।
Zoology 12th
🔴বিজ্ঞানী
1. ইথোলজি শব্দ ১ম ব্যাবহার- Hilaire
2. ইথোলজির জনক- Tinbergen
3. পাখির প্রজননকালীন আচরণ- Hervey
4. প্রতিবর্ত ক্রিয়া- Ivan Pavlov
5. 'Releaser' শব্দ ১ম প্রয়োগ- লরেঞ্জ
6. অর্জিত ও সহজাত আচরণ- লরেঞ্জ
7. ইনসটিংক্ট এর বাস্তবমূখী সংজ্ঞা- ডারউইন
8. 'শিখন' এর সংজ্ঞা- Morgan & King
9. মাকড়শার জাল বোনা- Hans Peters
10. ১ম 'Altruism' শব্দ প্রণয়ণ- অগাস্ট কমটি
11. মৌমাছির নৃত্য- কার্ল ফন ফ্রিস
🔴ট্যাক্সিস
1. ফটো: আলো
2. থার্মো: তাপ
3. হাইড্রো: পানি
4. কেমো: রাসায়নিক দ্রব্য
5. জিও: মাধ্যাকর্ষণ বল
6. থিগমো: স্পর্শানুভূতি
7. রিও: স্রোত বা প্রবাহমান পানি
8. গ্যালভানো: বিদ্যুৎ
9. সনো/ফনো: শব্দ
10. অ্যানিমো: বায়ু প্রবাহ
11. স্টেরো: মসৃণ ও সমতল
12. হেলিও: ছায়া
13. অ্যারো: অক্সিজেন ঘনত্ব
14. ম্যাগনেটো: চৌম্বকক্ষেত্র
🔴বৈজ্ঞানিক নাম
1. হেরিংগাল- Larus argentatus
2. কাদা খোচা- Gallinago gallinago
3. তিনকাটা স্টিকলব্যাক- Gastrosteus aculeatus
4. গ্লেডিয়েটর ব্যাঙ- Hypsiboas rosenbergi
5. পানকৌড়ি- Phalacrocorax niger
🔴জননকাল
1. তিন কাটা স্টিকলব্যাক- বসন্তকাল
2. গ্লেডিয়েটর ব্যাঙ- মার্চ-সেপ্টেম্বর
3. পানকৌড়ি- মে-অক্টোবর
🔴নৃত্য
1. জিগজ্যাগ নৃত্য
-তিনকাটা স্টিকলব্যাক
-পুরুষ মাছ স্ত্রীমাছ কে আকৃষ্ট করে
2. চক্রাকার নৃত্য
-মৌমাছি
-বৃত্তাকার গতিপথ
-১০০ মিটারের কম দূরত্বে
3. ওয়াগল নৃত্য
-মৌমাছি
-ইংরেজী '8' এর মতো গতিপথ
-১৫০ মিটারের বেশি দূরত্বে
🔴ফাইভ স্টার ইনফো
➤বাংলাদেশে স্থায়ী পাখি প্রজাতি ৫০০, বিদেশী ৩০০।
➤সিল্কগ্রন্থি>স্ক্লেরোপ্রোটিন>জাল।
➤ছেড়ার আগে ১/৫ অংশ লম্বা হয়।
➤ফ্যানিং: ডিম ফোটার স্থানে অক্সিজেন চাহিদা নিশ্চিত করতে স্টিকলব্যাক মাছের পানিস্রোত সৃষ্টি।
➤বাংলাদেশে ৩ প্রজাতির মৌমাছি-
Indica, Dorsata, Florea.
➤রাণি মৌমাছি ডিম পাড়ে-
দিনে: ১৫০০-২০০০
জীবদ্দশায়: ১.৫ লক্ষ
➤পুরুষ মৌমাছি সৃষ্টি হয়: -পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায়
-অনিষিক্ত ডিম থেকে
-এরা হ্যাপ্লয়েড
➤বি ব্রেড= মধু+নেকটার
➤মোমগ্রন্থি থাকে- কর্মী মৌমাছিতে
➤প্রোপেলিশ উৎপন্ন করে- কর্মী
➤রাজকীয় জেলিতে পানির পরিমাণ- ৬০-৭০%।
➤রাজকীয় জেলি ক্ষরিত হয়- হাইপোফ্যারিঞ্জিয়াল ও ম্যান্ডিবুলার গ্রন্থি থেকে।
➤মধু -হাইপোফ্যারিঞ্জিয়াল গ্রন্থি থেকে।
©️Al Saniat Siam
[Mediaim pre med 24]
#mediaim
হ্যালো ফাস্ট টাইমার & সেকেন্ড টাইমার -
আপনি এডমিশন টাইমে চোখের সামনে যা দেখবেন সবই রঙিন লাগবে।যে কোর্সই দেখবেন সুন্দর লাগবে।একজন এসে বলবে -এই কোর্স করো, আরেকজন বলবে এটা করো। সব কোর্সই আপনার কাছে চিকচিক উজ্জ্বল খয়েরী রঙের কারুকার্যের সমাহার মনে হবে।এই বই বের হলো,ঐ বই বের হলো।এই কোর্স আসলো,ঐ কোর্স আসলো।
এই কোর্স/বই না নিলে চান্স হবেই না এমন চিন্তা আপনাকে মাথায় সেট করার প্রচেষ্টা চলছে।তাদের মার্কেটিং ঝাকজমক করতে আপনাকে প্রেজেন্ট করছে আপনার পরিচিত মেডিকেল স্টুডেন্ট দিয়ে। আপনি আরও সহজে বিশ্বাস করে ফেলছেন।
আপনার প্রতি আমার বার্তা:
আপনার রবের দানকৃত নিজের ব্রেইনকে কাজে লাগান।এসব ধোঁকায় পড়া যাবে না।মেইন বই পড়তে থাকুন, অনুশীলনী সলভ করুক।এক্সাম দিতে থাকুন।একবার শেষ হলে আবার পড়ুন, বারবার পড়ুন। একই বই যত বেশিবার পড়বেন ততবেশি আপনি নতুন নতুন ইনফো নিজেই আবিষ্কার করবেন।
বেস্ট অফ লাক মাই ডেয়ার।
❓এক নজরে -
➡️ Pre Brotzinger Complex Complex মস্তিষ্কের মেডুলায় অবস্থিত স্নায়ুজালক।
➡️ Pre Brotzinger Complex পেসমেকার কার্যক্রম প্রদর্শন করে।
➡️ Pre Brotzinger Complex শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে।
➡️ Pre Brotzinger Complex মেডুলারি শ্বাসকেন্দ্রের কিছুটা উপরে অবস্থান করে।
©ফারিয়া আপু
#mediaim #biology
"সবাই আমার থেকে এগিয়ে গেলো!"
"আমাকে দিয়ে এবারো হবে না!"
"কিভাবে তাদের সাথে compete করবো"
"ওর অনেক চ্যাপ্টার পড়া হয়ে গেলো, আমি কিছুই শেষ করতে পারলাম না"
নিজ অবস্থানে কেউ খুশি না, টপার/ মিডিয়াম/ ব্যাকবেঞ্চার সবার condition একই।। ধৈর্য্য ধরে পড়,লেগে থাকো , যে যেই অবস্থায় আছো আল্লাহর শুকরিয়া আদায় করো।
আল্লাহ তা'আলা বলেন, ‘...শিগগিরই আল্লাহ শোকর আদায়কারীদের প্রতিদান দেবেন।’
(সুরা আলে ইমরান: ১৪৪)
‘আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো, তাহলে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন।’
(সুরা ইবরাহিম: ৭)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ,ভাইয়াপুরা।
আমি আসলে নিজের পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত হয়ে যাওয়াতে আপনাদের প্রশ্নের উত্তরগুলো অনেকদিন যাবৎ দিতে পারছি না।
উত্তর দেওয়ার মতো সময় ও শক্তি থাকে না।
তারউপর অসুস্থতার নিয়ামতে ভুগছি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।
দু আ তে স্মরণ রাখিয়েন ইন শা আল্লহ।
পড়াশোনা রিলেটেড প্রশ্নগুলো আপাতত ভাইয়াদের করতে পারেন।
ফি আমানিল্লাহ।
-এডমিন আপু।
গুচ্ছের ৫ম মাইগ্রেশন ১৭ নভেম্বর প্রকাশিত হবে; ৫ম পর্যায়ের ভর্তি কার্যক্রম চলবে ১৭ ও ১৮ নভেম্বর
© Admission Informer
❓▶️ঢাবি বিজ্ঞান ইউনিটের পরীক্ষা পেছালো:
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের কারণে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তির পরিক্ষার তারিখ ০১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সকাল ১১:০০ টায় অনুষ্ঠিত হবে। বিপুল সংখ্যক পরীক্ষার্থী বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বলে তাদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় তুলনামূলকভাবে অনেক কম পরীক্ষার্থী.পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে বিধায় ০৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা পূর্ব ঘোষিত ০৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকাল ১১:০০ টায় অনুষ্ঠিত হবে।
#update #DU
কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ২৪ জন জাপানি সৈনিকের দেহাবশেষ সমাহিত করার ৮১ বছর পর সরিয়ে নেওয়া হচ্ছে। তাদের দেহাবশেষ জাপানে নেওয়া হবে। এরই মধ্যে জাপান থেকে সাত সদস্যের একটি ফরেনসিক বিশেষজ্ঞ দল ওই সৈনিকদের দেহাবশেষ সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করেছেন।
#gk #recent_gk
আপনারা কয়েকজন মাঝে মাঝে উপহার/বই পাঠানোর জন্য ফুল এড্রেস খুঁজে ngl এ টেক্সট দেন।আপনাদের এই ছোট ছোট টেক্সট দেখলে মনে খুশি আকাশ ছুঁয়ে।কিন্তু আপনার কাছে বার্তা হলো-আপনি কেবল ও কেবল মাত্র আমাদের জন্য দোয়া করবেন।এটাই আপনাদের পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে সেরা উপহার হবে।
•নোট:আমার কার্ড-টার্ম চলছে তাই আপনাদের ngl এর রিপ্লাই আমি চাইলেও দিতে পারছি না৷ ডিসেম্বর মাসের ১০ তারিখের পর ফ্রী হবো। তখন আপনাদের সামান্য উপকারে আসতে পারি কি না চেষ্টা করব ইনশাআল্লাহ।
টেক লাভ মাই ডেয়ার।
#ngl_ask
https://chithi.me/ayatus
এখানে লেখাগুলো + কন্টেন্ট থেকে কেমন উপকৃত হচ্ছেন বা অনুভূতি জানাতে পারেন। পড়তেও একটু ভালো লাগবে।।
"Chithi.me"
সুন্দর একটি অ্যাপ 🌸
অন্য কারো গোপন গুনাহ ভাইরাল হতে দেখলে প্রথমেই নিজের গুনাহগুলোর কথা স্মরণ করা উচিত এবং তাওবাহ-ইস্তিগফার করা উচিত। আমরা কেউই গুনাহহীন আমলনামার অধিকারী না। আল্লাহ তা'আলার নিকট বারংবার শুকরিয়া আদায় করা উচিত যে তিনি অনুগ্রহ করে আমাদের গুনাহকে গোপন রেখেছেন এবং আমাদেরকে বেইজ্জত করেননি। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন এবং দুনিয়া ও আখিরাতে কখনো অসম্মানিত না করেন। যে দুনিয়া ও আখিরাতে ঈমান ও ইজ্জতের সাথে থাকতে পেরেছে সে-ই তো সফলকাম হয়েছে।
যে অন্যের দোষ গোপন করবে,আখিরাতে আল্লাহ তায়ালা তার দোষ গোপন রাখবেন।
কেমিস্ট্রি যা প্রবলেম এখান থেকে করলে হবে।
/channel/amarto_basicvalona/13186
টেক লাভ।
এই মুলোকগুলোর sign গুলো must dekhba,koyek hagar bar repeat hoiche onek poriccay
অ্যানহাইড্রাইড
এস্টার মূলক
কিটোন
কার্বক্সিলিক অ্যাসিড
ইথার
অ্যামিন
অ্যালকোহল
Miss korle carap hoba bola delam
মাই ডেয়ার-
তুমি তো জানো, কষ্টের পরেই আসে স্বস্তির দিন। মেঘের ঘনকালো ছায়া পেরিয়েই আসে আলো ঝলমলে রোদ্দুর। এতদিনের ভুলগুলো শুধরে নিয়ে অনেকেই আজকে থেকে শুরু করতে চাও।
চলো তাহলে এখনই শুরু করা যাক? আমাদের চেষ্টাটুকু আমরা করবো আর ফলাফলের জন্য চাইবো স্রষ্টার কাছে।
জুমু'আহর দিনের গুরুত্বপূর্ণ আমলঃ
১. সূরা কাহফ সম্পূর্ণ তিলাওয়াত
২. রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অধিক পরিমাণে দরুদ ও সালাম পাঠ করা
৩. অধিক পরিমাণে দুয়া করা। বিশেষ করে সলাতের আগে পরে, খুতবার সময় দুই খুতবার মাঝের সময় এবং বিশেষ করে আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে দুয়া করা।
তবে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল গুনাহ থেকে বেচে থাকা, কারণ বড় স্থানে ছোট গুনাহ ও বড় হয়ে যায়। আর জুমু'আহর দিন বিশেষ মর্যাদাসম্পন্ন দিন।
রাসূল (সা.)বলেছেন,
যে ব্যক্তি জুমু'আহর দিনে সূরা কাহফ পাঠ করবে, তার ঈমানের নূর এক জুমু'আহ থেকে অন্য জুমু'আহ পর্যন্ত বিচ্ছুরিত হতে থাকবে।
[সহিহ আত-তারগীব, হাদিস ৭৩৬]
رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِير
অর্থ: ‘হে আমার প্রভু! তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে, নিশ্চয় আমি তার মুখাপেক্ষী।’ (সুরা কাসাস: ২৪)
আপনার জীবনে যে জিনিসটা খুব প্রয়োজন, কিন্তু কোনোভাবে পাচ্ছেন না। তাহলে উত্তম কিছুর নিয়ত করে এ দুআটা বেশি বেশি করবেন ইন শা আল্লাহ। সাথে বিপদের দুআ, ইস্তেগফার,দরুদ শরীফ এর আমল ও করবেন।
#Hope
✅জুস্পোর-২-৪ ফ্ল্যাজেলাবিশিষ্ট সচল রেনু।
✅অ্যাপ্ল্যানোস্পোর-ফ্ল্যাজেলাবিহীন নিশ্চল রেনু।
✅ হিপনোস্পোর-পুরু প্রাচীর বেষ্টিত অ্যাপ্ল্যানোস্পোর
✅অটোস্পোর-মাতৃকোষের আকৃতির মতো স্পোর
✅অক্সোস্পোর-অতি সূক্ষ্ম কোষ
✅এক্সোস্পোর- ছত্রাকের স্পোরের বাইরের স্তর।
✅এন্ডোস্পোর-প্রোটোপ্লাস্ট বিভক্ত হয়ে গঠন করে।
✅রেস্টিংস্পোর-প্রচুর সঞ্চিত খাদ্য সম্বলিত স্পোর।
✅সিনজুস্পোর-বহুসংখ্যক ফ্ল্যাজেলাবিশিষ্ট একটি জুস্পোর
✅অর্থোস্পোর-Coprinus togopus এর অযৌন স্পোর
✅ক্ল্যামাইডস্পোর-Mucor ছত্রাকের অযৌন স্পোর
✅ইউরেডোস্পোর-Puccinia ছত্রাকের অযৌন স্পোর
✅অ্যাস্কোস্পোর-Saccharomyces ছত্রাকেরঅযৌন স্পোর
✅ব্যাসিডিওস্পোর-Agaricus এর অযৌন স্পোর
✅উওস্পোর-নিষেক ক্রিয়ার ফলে উৎপন্ন স্পোর
❗কনফিউশন এরিয়া🧠⁉️
👉জিহ্বা = মাংসল,সংবেদনশীল এবং সঞ্চারণশীল অঙ্গ।।
👉উপজিহবা = এপিগ্লটিস /শ্বাসনালীর পথে ঢাকনা সদৃশ অংশ / শ্বাসনালীর পথে বাধা
👉আলজিহ্বা = কোমল তালুর পেছনের পেশল অংশ
#info
#mediaim_contents
মেডিকেল সার্কুলারের মূল আপডেটগুলা দিলো। ২৪ এর বাচ্চাকাচ্চা - Why me বলতাছো। ২৪ ব্যাচ হয়ে পাপ করলাম,সব নিয়ম আমাদের সাথেই কেন হয়।
সব সিট সেকেন্ড টাইমাররা নিয়ে নিবে এমন ভাবছো বা ইম্প্রুভমেন্ট এর শিক্ষার্থীরা সব আসন নিয়ে নিবে ভাবছো।
কিন্তু বাস্তবতা বলি,মেডি সার্কুলার চেঞ্জের ইমিডিয়েট ইফেক্ট বা প্রশ্ন ফাসের ইমিডিয়েট ইফেক্ট থেকেও আফটার ইফেক্টটা বেশি হয়।
১) ইম্প্রুভমেন্ট বা অনিমিয় শিক্ষার্থীরা প্রায় ৩ মাস অনিশ্চয়তায় ছিলো,কাল নিশ্চিত হলো কিন্তু হাতে আছে আর ৬৪ দিন। ৬৪ দিনে পড়ালেখা করে মেডিকেল ক্র্যাক করা কঠিন ,টপ মেডিকেল পাওয়া প্রায় অসম্ভব। এই সুবিধাটা মূলত পাবে ২৪ এর যাদের রেজাল্ট খারাপ তারা ,তারা ইম্প্রভমেন্ট দিয়ে নেক্সট ইয়ার মেডিকেলে ভালো করবে।
২) সেকেন্ড টাইমার ভর্তি পরীক্ষার জোশ ২০১৮ থেকে কমে গেছে। সেকেন্ড টাইমার আগে চান্স পেতো ৬০-৭০% আর ফাস্ট টাইমার ৩০-৪০% (২০১৬ পর্যন্ত)। ২০১৭ তে ৫ কাটা যাওয়ার নিউজ দিয়েছে একমাস আগে। ২০১৮ থেকে ৫ কাটা যাবে জেনে পরীক্ষার্থী কমে যায় ,চান্সও কমে যায়।
২০২৩-২৪ সেশনে ৫০০০ সিটে সেকেন্ড টাইমার চান্স ছিলো ১৪০০। মানে <৩০%।
আর এবছর সেকেন্ড টাইমার পরীক্ষার্থীই কম। কারণ ২৩ ব্যাচের GPA 5 কম আসছে। 5 কাটা তার উপর GPA কম সেকেন্ড টাইম দেয় অনেক কম। সব প্লাটফর্মেই এবার সেকেন্ড টাইমার আগের বারের ৫০-৬০%।
৩ কাটা + GPA কম শুনে এখন অনেকে আগ্রহী হতে পারে কিন্তু ওইযে সময় মাত্র ৬৪ দিনের মত। এই সময়ের বাধায় আটকে যাবে তারা । যারা অলরেডি প্রস্তুতি নিচ্ছে ওরা একটা moral boostup পাবে কিন্তু সেকেন্ড টাইমার চান্স ৩০% ই থাকবে এবারো এটা আমার এনালাইসিস।
২৪ ব্যাচ এবার মেডিকেল এডমিশনে upper hand থাকবে এবং তোমাদের ৭০% চান্স পাবে। DMC তেও অন্তত ৮০% ফাস্ট টাইমার থাকবে।
এইযে সার্কুলার চেঞ্জ এটা ১০০% নেক্সট সেশনেও থাকবে ,সেখানেও ২৪ ব্যাচ আপার হ্যান্ডে থাকবে। কারণ তোমাদের GPA 5 অনেক বেশি,৩ কাটার নিউজ জানো। যারা চান্স মিস করবে ওরা ধুমাইয়া মেডিকেল সেকেন্ড টাইম দিবে।
ওইদিকে ২৫ এর পূর্ণাঙ্গ এক্সাম হওয়ায় ওদের GPA 5 কমবে। GPA 100 থাকায় এখনো কিন্তু GPA একটা বড় প্লেয়ার।
২০২৫-২৬ সেশনে গিয়ে সেকেন্ড টাইম ও ফার্স্ট টাইম চান্স ৫০-৫০ হয়ে যাবে Most likely
আমার এনালাইসিস যদি ভুল না হয় এই মেডি সার্কুলার আপডেটের সবচেয়ে বড় সুবিধা ২৪ ব্যাচের মধ্যবিত্ত শ্রেণীর ছাত্ররা পেতে যাচ্ছো।
সো,২৪ এর বাচ্চারা শান্ত থাকো,২৩ এর বাচ্চারা নতুন উৎসাহে আগাও আর ২৫ এর বাচ্চারা সতর্ক হও।
ভয় বা সাহস দিচ্ছি না,বাস্তবতা বলছি। ৮ বছর ধরে এই ফিল্ডে আছি তো বাস্তবতাটা জানালাম।
ডা.সাদিকুর রহমান সাদাব