#gklogy_30days_challange
❓কনটেন্ট-০২: খেলাধুলার খুটিনাটি(সাম্প্রতিক)
📛প্যারিস অলিম্পিক ও ড. মুহম্মদ ইউনূস
✅৩৩ তম ২০২৪ প্যারিস অলিম্পিকে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করে ৫ জন ক্রীড়াবিদ।এরমধ্যে সরাসরি খেলার সুযোগ পান আর্চার সাগর ইসলাম।
✅প্যারিস অলিম্পিক আয়োজনে ড. ইউনূসের থ্রি জিরোর মূল্য তিনটি বিষয়কে মাথায় রেখে পুরো পরিকল্পনা করা হয়।থ্রি জিরোর অন্তর্ভুক্ত Zero Poverty,Zero Unemployment,Zero Net Carbon Emission (শূন্য দারিদ্র্য,শূন্য বেকারত্ব,শূন্য নেট কার্বন নি:সরণ)
📛সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ
✅২৮ আগস্ট চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
✅সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় : মিরাজুল ইসলাম(বাংলাদেশ)
📛সাফ নারী চ্যাম্পিয়নশিপ-২০২৪
✅আয়োজন:৭ম
✅চ্যাম্পিয়ন দল:বাংলাদেশ(৩০ শে অক্টোবর,২০২৪)(২য় বারের মতো)
✅সেরা খেলোয়াড়:ঋতুপর্ণা চাকমা(বাংলাদেশ)
📛বিবিধ:
✅বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদ।
✅বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের বর্তমান সভাপতি তাবিথ আউয়াল।
✅বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ ফিলিপ ভেরান্ট সিমন্স।(ওয়েস্ট ইন্ডিজ)
✅আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ রানের মালিক মুশফিকুর রহিম।
✅গ্লোবাল টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রংপুর রাইডার্স।
✅বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ফিদে মাস্টার মনন রেজা।
✅ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের প্রথম মাসকট 'ডানা ৩৬'
#medilogy@amarto_basicvalona #gk
✅ম্যাক্রোসোমিয়ার জন্য জন্মের সময় শিশুর ওজন ৮ পাউন্ড বা ৪ কেজির বেশি হয়ে থাকে
✅ নির্দিষট সময় পর্যন্ত মাতৃগর্ভে থাকে কিন্তু আকারে ও ওজনে অনেক বড় হয় বলে একে Big Baby Syndrome বলে
✅ম্যাক্রোসোমিয়ার ক্ষেত্রে সিজারিয়ান ডেলিভারি করানো হয়
©ফারিয়া আপু
#mediaim_contents
👀🙂Confused হওয়া যাবে না boss 👏
🔴 বাংলাদেশে মিঠাপানির উৎস= ভূগর্ভস্হ পানি
🟢 মিঠাপানির সর্ববৃহৎ উৎস = উত্তর মেরুর বরফ।
#confusion_killing
#mediaim_contents
কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ২৪ জন জাপানি সৈনিকের দেহাবশেষ সমাহিত করার ৮১ বছর পর সরিয়ে নেওয়া হচ্ছে। তাদের দেহাবশেষ জাপানে নেওয়া হবে। এরই মধ্যে জাপান থেকে সাত সদস্যের একটি ফরেনসিক বিশেষজ্ঞ দল ওই সৈনিকদের দেহাবশেষ সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করেছেন।
#gk #recent_gk
আপনারা কয়েকজন মাঝে মাঝে উপহার/বই পাঠানোর জন্য ফুল এড্রেস খুঁজে ngl এ টেক্সট দেন।আপনাদের এই ছোট ছোট টেক্সট দেখলে মনে খুশি আকাশ ছুঁয়ে।কিন্তু আপনার কাছে বার্তা হলো-আপনি কেবল ও কেবল মাত্র আমাদের জন্য দোয়া করবেন।এটাই আপনাদের পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে সেরা উপহার হবে।
•নোট:আমার কার্ড-টার্ম চলছে তাই আপনাদের ngl এর রিপ্লাই আমি চাইলেও দিতে পারছি না৷ ডিসেম্বর মাসের ১০ তারিখের পর ফ্রী হবো। তখন আপনাদের সামান্য উপকারে আসতে পারি কি না চেষ্টা করব ইনশাআল্লাহ।
টেক লাভ মাই ডেয়ার।
#ngl_ask
https://chithi.me/ayatus
এখানে লেখাগুলো + কন্টেন্ট থেকে কেমন উপকৃত হচ্ছেন বা অনুভূতি জানাতে পারেন। পড়তেও একটু ভালো লাগবে।।
"Chithi.me"
সুন্দর একটি অ্যাপ 🌸
অন্য কারো গোপন গুনাহ ভাইরাল হতে দেখলে প্রথমেই নিজের গুনাহগুলোর কথা স্মরণ করা উচিত এবং তাওবাহ-ইস্তিগফার করা উচিত। আমরা কেউই গুনাহহীন আমলনামার অধিকারী না। আল্লাহ তা'আলার নিকট বারংবার শুকরিয়া আদায় করা উচিত যে তিনি অনুগ্রহ করে আমাদের গুনাহকে গোপন রেখেছেন এবং আমাদেরকে বেইজ্জত করেননি। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন এবং দুনিয়া ও আখিরাতে কখনো অসম্মানিত না করেন। যে দুনিয়া ও আখিরাতে ঈমান ও ইজ্জতের সাথে থাকতে পেরেছে সে-ই তো সফলকাম হয়েছে।
যে অন্যের দোষ গোপন করবে,আখিরাতে আল্লাহ তায়ালা তার দোষ গোপন রাখবেন।
কেমিস্ট্রি যা প্রবলেম এখান থেকে করলে হবে।
/channel/amarto_basicvalona/13186
টেক লাভ।
এই মুলোকগুলোর sign গুলো must dekhba,koyek hagar bar repeat hoiche onek poriccay
অ্যানহাইড্রাইড
এস্টার মূলক
কিটোন
কার্বক্সিলিক অ্যাসিড
ইথার
অ্যামিন
অ্যালকোহল
Miss korle carap hoba bola delam
মাই ডেয়ার-
তুমি তো জানো, কষ্টের পরেই আসে স্বস্তির দিন। মেঘের ঘনকালো ছায়া পেরিয়েই আসে আলো ঝলমলে রোদ্দুর। এতদিনের ভুলগুলো শুধরে নিয়ে অনেকেই আজকে থেকে শুরু করতে চাও।
চলো তাহলে এখনই শুরু করা যাক? আমাদের চেষ্টাটুকু আমরা করবো আর ফলাফলের জন্য চাইবো স্রষ্টার কাছে।
জুমু'আহর দিনের গুরুত্বপূর্ণ আমলঃ
১. সূরা কাহফ সম্পূর্ণ তিলাওয়াত
২. রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অধিক পরিমাণে দরুদ ও সালাম পাঠ করা
৩. অধিক পরিমাণে দুয়া করা। বিশেষ করে সলাতের আগে পরে, খুতবার সময় দুই খুতবার মাঝের সময় এবং বিশেষ করে আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে দুয়া করা।
তবে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল গুনাহ থেকে বেচে থাকা, কারণ বড় স্থানে ছোট গুনাহ ও বড় হয়ে যায়। আর জুমু'আহর দিন বিশেষ মর্যাদাসম্পন্ন দিন।
রাসূল (সা.)বলেছেন,
যে ব্যক্তি জুমু'আহর দিনে সূরা কাহফ পাঠ করবে, তার ঈমানের নূর এক জুমু'আহ থেকে অন্য জুমু'আহ পর্যন্ত বিচ্ছুরিত হতে থাকবে।
[সহিহ আত-তারগীব, হাদিস ৭৩৬]
رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِير
অর্থ: ‘হে আমার প্রভু! তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে, নিশ্চয় আমি তার মুখাপেক্ষী।’ (সুরা কাসাস: ২৪)
আপনার জীবনে যে জিনিসটা খুব প্রয়োজন, কিন্তু কোনোভাবে পাচ্ছেন না। তাহলে উত্তম কিছুর নিয়ত করে এ দুআটা বেশি বেশি করবেন ইন শা আল্লাহ। সাথে বিপদের দুআ, ইস্তেগফার,দরুদ শরীফ এর আমল ও করবেন।
#Hope
✅জুস্পোর-২-৪ ফ্ল্যাজেলাবিশিষ্ট সচল রেনু।
✅অ্যাপ্ল্যানোস্পোর-ফ্ল্যাজেলাবিহীন নিশ্চল রেনু।
✅ হিপনোস্পোর-পুরু প্রাচীর বেষ্টিত অ্যাপ্ল্যানোস্পোর
✅অটোস্পোর-মাতৃকোষের আকৃতির মতো স্পোর
✅অক্সোস্পোর-অতি সূক্ষ্ম কোষ
✅এক্সোস্পোর- ছত্রাকের স্পোরের বাইরের স্তর।
✅এন্ডোস্পোর-প্রোটোপ্লাস্ট বিভক্ত হয়ে গঠন করে।
✅রেস্টিংস্পোর-প্রচুর সঞ্চিত খাদ্য সম্বলিত স্পোর।
✅সিনজুস্পোর-বহুসংখ্যক ফ্ল্যাজেলাবিশিষ্ট একটি জুস্পোর
✅অর্থোস্পোর-Coprinus togopus এর অযৌন স্পোর
✅ক্ল্যামাইডস্পোর-Mucor ছত্রাকের অযৌন স্পোর
✅ইউরেডোস্পোর-Puccinia ছত্রাকের অযৌন স্পোর
✅অ্যাস্কোস্পোর-Saccharomyces ছত্রাকেরঅযৌন স্পোর
✅ব্যাসিডিওস্পোর-Agaricus এর অযৌন স্পোর
✅উওস্পোর-নিষেক ক্রিয়ার ফলে উৎপন্ন স্পোর
১. রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পাঠ করার অপরিসীম গুরুত্ব এবং দরুদ না পড়ার পরিণতি ও শাস্তি।
২. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পাঠের অনন্য ১০ টি লাভ ও উপকারিতা।
৩. সহজ ৭ টি দরুদের বাক্য যা সবসময় পড়তে পারেন। এগুলো গুরুত্বপূর্ণ।
( চলতে থাকবে ইন শা আল্লাহ )
আল্লাহ তা’য়ালা তাওফিক দিন। আমীন।
_সহযোগিতায় মাঈন ভাইয়া
#gklogy_30days_challange
❓কনটেন্ট-০১: গ্রামীণ ব্যাংক(আনকমন একটি টপিক দিয়েই শুরু হোক আমাদের এই চ্যালেঞ্জের পথযাত্রা)
কনটেন্ট পেয়ে কি কি স্টেপ ফলো করবে জানা আছে তো??এখন পড়ে ফেলো নিচের কনটেন্টটি।।😃
✅গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৯৭৬ সালে চট্টগ্রামের জোবরা গ্রামে।
✅গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় প্রথম ১৯৮৩ সালের ২ অক্টোবর টাঙ্গাইলে।(গ্রামীণ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয় বললে এটিই বলতে হবে)
✅গ্রামীণ ব্যাংক এর প্রতিষ্ঠাতা প্রফেসর মুহাম্মদ ইউনুস, নোবেল পায় ১০ ডিসেম্বর,২০০৬ সালে(অসলো,নরওয়ে)
✅গ্রামীণ ব্যাংকের বিশেষ বৈশিষ্ট্য জামানত ছাড়া ঋণদান প্রদান করা।
✅বাংলাদেশে গ্রামীণ ব্যাংক মাইক্রো ক্রেডিট/গ্রামীণ ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যেক্তা।
✅নোবেল বিজয়ী ড.ইউনুসের গ্রামীণ ব্যাংকের সূচনাপর্বে জোবরা গ্রামে প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহীতা দরিদ্র গৃহবধুর নাম সুফিয়া বেগম।
✅গ্রামীণ ব্যাংকের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুর রহিম খাঁন।
✅গ্রামীণ ব্যাংকের বর্তমান পরিচালক আবদুল হান্নান চৌধুরী।
✅গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম চালু করে মালয়েশিয়া এবং গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্রঋণ চালু করে জাপান।বর্তমানে বিশ্বের 64টি দেশে গ্রামীণ ব্যাংকের আদলে ঋণ ব্যবস্থা চালু আছে।
#medilogy@amarto_basicvalona #gk
❓HIV এর সংক্রমণে AIDS রোগ হয়।এর ফলে-
✅ ব্রেইনে Cerebral toxoplasmosis ঘটে ফলে চিন্তাশক্তি লোপ
✅ব্রেইনের লসিকা কলায় Lymphoma cancer সৃষ্টি হয়
✅ ত্বকে ও মুখে Kaposi sarcoma cancer সৃষ্টি হয়
✅ওষুধ সহযোগে AIDS এর চিকিৎসাকে বলে - ART
✅ NRTI & PI এই ২ টি গ্রুপের ওষুধ একত্রে মেডিএইম সেবনের মাধ্যমে AIDS এর চিকিৎসা পদ্ধতি কে বলা হয় - HAART
পড়ে ফেলুন যদি কখনো কাজে লাগে।
© ফারিয়া আপু
#mediaim_contents
আল্লাহ কারোর ওপর তার সামর্থের অতিরিক্ত দায়িত্বের বোঝা চাপান না। প্রত্যেক ব্যক্তি যে নেকী উপার্জন করেছে তার ফল তার নিজেরই জন্য এবং যে গোনাহ সে অর্জন করেছে, তার প্রতিফলও তারই উপর বর্তাবে।
আল বাকারা - ২৮৬
আবূ হুরাইরা (রাঃ) বলেন, আমি আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, ‘‘যখন নামাযের জন্য ইক্বামত (তাকবীর) দেওয়া হয় তখন তোমরা তাতে দৌড়ে আসবে না, বরং তোমরা গাম্ভীর্য-সহকারে স্বাভাবিকরূপে হেঁটে আসবে। তারপর যতটা নামায (ইমামের সাথে) পাবে, পড়ে নেবে। আর যতটা ছুটে যাবে, ততটা (নিজে) পূরণ করে নেবে।’’ (বুখারী ও মুসলিম)
মুসলিমের এক বর্ণনায় এ কথা বেশি আছে, ‘‘কারণ তোমাদের কেউ যখন নামাযের উদ্দেশ্যে যায়, সে আসলে নামাযেই থাকে।’’
রিয়াদুস সলেহিন, হাদিস নং ৭০৯
Ahha আবার 🙂
Details:
ইএনটি বিভাগের ডাক্তাররাই তাকে সন্দেহ করে। সেজেছিল K 78 এর মেডিকেল স্টুডেন্ট। কিন্তু প্রথম দিন বায়োপসি কে বায়োস্কোপ বলায় ডাক্তারদের সন্দেহ হয়। পরে আরো বিভিন্ন প্রশ্ন উত্তরে অসংলগ্ন উত্তর দেয়ায় তাকে ডাক্তার রুমে আটক করা হয়।
বিগত বছরগুলোতে ইসহাক স্যারের বইয়ে শক্তির 9 টি রূপ দেওয়া ছিল। কিন্তু 2024 সালের নতুন এডিশনে শক্তির রূপ দেওয়া আছে 10 টি। নতুন অ্যাড কৃত শক্তির রূপটি হলো: বায়ু শক্তি (Wind Energy).
#BeUpdateWithRAAC #physics
▶️▶️তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ অবিশ্লেষ্য,মৃদু তড়িৎ বিশ্লেষ্য এক সাথে (VVI)
© এডমিন আপু
#chemistry #info
সড়ক দূর্ঘটনায় আহত আমাদের শাইখ আবদুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। আল্লাহর অসীম দয়ায়, বড় ধরণের ইঞ্জুরি থেকে মুক্ত আছেন। চোখের ইঞ্জুরি হয়েছে বেশি৷ আল্লাহর কাছে শাইখের জন্য শিফা কামনা করছি৷ আল্লাহ যেন তাঁর রহমতের চাদরে আবৃত করে রাখেন প্রিয় শাইখকে।
Читать полностью…হে জাগ্রত পাখিরা:
এখন এত কষ্ট করে পড়ছো কিন্তু তুমি চান্স না পেলে তোমার সবচেয়ে কাছের মানুষটা এই রাত জাগা গল্প শুনালে বিরক্তি অনুভব করবে।তাই কষ্ট যখন করছো,সময় অপচয় না করে কষ্ট করো।নিজে বোরিং হচ্ছিলাম তাই তোমাকে একটু গুঁতা দিয়ে গেলাম।পড়তে থাকো।
Zoology 12th
🔴বিজ্ঞানী
1. ইথোলজি শব্দ ১ম ব্যাবহার- Hilaire
2. ইথোলজির জনক- Tinbergen
3. পাখির প্রজননকালীন আচরণ- Hervey
4. প্রতিবর্ত ক্রিয়া- Ivan Pavlov
5. 'Releaser' শব্দ ১ম প্রয়োগ- লরেঞ্জ
6. অর্জিত ও সহজাত আচরণ- লরেঞ্জ
7. ইনসটিংক্ট এর বাস্তবমূখী সংজ্ঞা- ডারউইন
8. 'শিখন' এর সংজ্ঞা- Morgan & King
9. মাকড়শার জাল বোনা- Hans Peters
10. ১ম 'Altruism' শব্দ প্রণয়ণ- অগাস্ট কমটি
11. মৌমাছির নৃত্য- কার্ল ফন ফ্রিস
🔴ট্যাক্সিস
1. ফটো: আলো
2. থার্মো: তাপ
3. হাইড্রো: পানি
4. কেমো: রাসায়নিক দ্রব্য
5. জিও: মাধ্যাকর্ষণ বল
6. থিগমো: স্পর্শানুভূতি
7. রিও: স্রোত বা প্রবাহমান পানি
8. গ্যালভানো: বিদ্যুৎ
9. সনো/ফনো: শব্দ
10. অ্যানিমো: বায়ু প্রবাহ
11. স্টেরো: মসৃণ ও সমতল
12. হেলিও: ছায়া
13. অ্যারো: অক্সিজেন ঘনত্ব
14. ম্যাগনেটো: চৌম্বকক্ষেত্র
🔴বৈজ্ঞানিক নাম
1. হেরিংগাল- Larus argentatus
2. কাদা খোচা- Gallinago gallinago
3. তিনকাটা স্টিকলব্যাক- Gastrosteus aculeatus
4. গ্লেডিয়েটর ব্যাঙ- Hypsiboas rosenbergi
5. পানকৌড়ি- Phalacrocorax niger
🔴জননকাল
1. তিন কাটা স্টিকলব্যাক- বসন্তকাল
2. গ্লেডিয়েটর ব্যাঙ- মার্চ-সেপ্টেম্বর
3. পানকৌড়ি- মে-অক্টোবর
🔴নৃত্য
1. জিগজ্যাগ নৃত্য
-তিনকাটা স্টিকলব্যাক
-পুরুষ মাছ স্ত্রীমাছ কে আকৃষ্ট করে
2. চক্রাকার নৃত্য
-মৌমাছি
-বৃত্তাকার গতিপথ
-১০০ মিটারের কম দূরত্বে
3. ওয়াগল নৃত্য
-মৌমাছি
-ইংরেজী '8' এর মতো গতিপথ
-১৫০ মিটারের বেশি দূরত্বে
🔴ফাইভ স্টার ইনফো
➤বাংলাদেশে স্থায়ী পাখি প্রজাতি ৫০০, বিদেশী ৩০০।
➤সিল্কগ্রন্থি>স্ক্লেরোপ্রোটিন>জাল।
➤ছেড়ার আগে ১/৫ অংশ লম্বা হয়।
➤ফ্যানিং: ডিম ফোটার স্থানে অক্সিজেন চাহিদা নিশ্চিত করতে স্টিকলব্যাক মাছের পানিস্রোত সৃষ্টি।
➤বাংলাদেশে ৩ প্রজাতির মৌমাছি-
Indica, Dorsata, Florea.
➤রাণি মৌমাছি ডিম পাড়ে-
দিনে: ১৫০০-২০০০
জীবদ্দশায়: ১.৫ লক্ষ
➤পুরুষ মৌমাছি সৃষ্টি হয়: -পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায়
-অনিষিক্ত ডিম থেকে
-এরা হ্যাপ্লয়েড
➤বি ব্রেড= মধু+নেকটার
➤মোমগ্রন্থি থাকে- কর্মী মৌমাছিতে
➤প্রোপেলিশ উৎপন্ন করে- কর্মী
➤রাজকীয় জেলিতে পানির পরিমাণ- ৬০-৭০%।
➤রাজকীয় জেলি ক্ষরিত হয়- হাইপোফ্যারিঞ্জিয়াল ও ম্যান্ডিবুলার গ্রন্থি থেকে।
➤মধু -হাইপোফ্যারিঞ্জিয়াল গ্রন্থি থেকে।
©️Al Saniat Siam
[Mediaim pre med 24]
#mediaim
হ্যালো ফাস্ট টাইমার & সেকেন্ড টাইমার -
আপনি এডমিশন টাইমে চোখের সামনে যা দেখবেন সবই রঙিন লাগবে।যে কোর্সই দেখবেন সুন্দর লাগবে।একজন এসে বলবে -এই কোর্স করো, আরেকজন বলবে এটা করো। সব কোর্সই আপনার কাছে চিকচিক উজ্জ্বল খয়েরী রঙের কারুকার্যের সমাহার মনে হবে।এই বই বের হলো,ঐ বই বের হলো।এই কোর্স আসলো,ঐ কোর্স আসলো।
এই কোর্স/বই না নিলে চান্স হবেই না এমন চিন্তা আপনাকে মাথায় সেট করার প্রচেষ্টা চলছে।তাদের মার্কেটিং ঝাকজমক করতে আপনাকে প্রেজেন্ট করছে আপনার পরিচিত মেডিকেল স্টুডেন্ট দিয়ে। আপনি আরও সহজে বিশ্বাস করে ফেলছেন।
আপনার প্রতি আমার বার্তা:
আপনার রবের দানকৃত নিজের ব্রেইনকে কাজে লাগান।এসব ধোঁকায় পড়া যাবে না।মেইন বই পড়তে থাকুন, অনুশীলনী সলভ করুক।এক্সাম দিতে থাকুন।একবার শেষ হলে আবার পড়ুন, বারবার পড়ুন। একই বই যত বেশিবার পড়বেন ততবেশি আপনি নতুন নতুন ইনফো নিজেই আবিষ্কার করবেন।
বেস্ট অফ লাক মাই ডেয়ার।
❓এক নজরে -
➡️ Pre Brotzinger Complex Complex মস্তিষ্কের মেডুলায় অবস্থিত স্নায়ুজালক।
➡️ Pre Brotzinger Complex পেসমেকার কার্যক্রম প্রদর্শন করে।
➡️ Pre Brotzinger Complex শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে।
➡️ Pre Brotzinger Complex মেডুলারি শ্বাসকেন্দ্রের কিছুটা উপরে অবস্থান করে।
©ফারিয়া আপু
#mediaim #biology
"সবাই আমার থেকে এগিয়ে গেলো!"
"আমাকে দিয়ে এবারো হবে না!"
"কিভাবে তাদের সাথে compete করবো"
"ওর অনেক চ্যাপ্টার পড়া হয়ে গেলো, আমি কিছুই শেষ করতে পারলাম না"
নিজ অবস্থানে কেউ খুশি না, টপার/ মিডিয়াম/ ব্যাকবেঞ্চার সবার condition একই।। ধৈর্য্য ধরে পড়,লেগে থাকো , যে যেই অবস্থায় আছো আল্লাহর শুকরিয়া আদায় করো।
আল্লাহ তা'আলা বলেন, ‘...শিগগিরই আল্লাহ শোকর আদায়কারীদের প্রতিদান দেবেন।’
(সুরা আলে ইমরান: ১৪৪)
‘আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো, তাহলে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন।’
(সুরা ইবরাহিম: ৭)