amarto_basicvalona | Unsorted

Telegram-канал amarto_basicvalona - important Info + links

10528

Scientific name: amarto basicvalona । প্রয়োজনের তাগিদে বিভিন্ন প্লাটফর্ম হতে প্রাপ্ত তথ্য এখানে সংগ্রহ করে রাখা।। কোনো প্ল্যাটফর্ম, এর সাথে জড়িত নয়।। সকলের জন্য দুয়া আর শুভেচ্ছা🌱🌸🦋

Subscribe to a channel

important Info + links

#Kicchu_parina

১) হ্যাচ ও স্ল্যাক চক্রে CO2 fixing enzyme কোনটা?
(কেলভিন , হ্যাচ ও স্ল্যাক চক্রের মধ্যে পার্থক্য দেখবা must)
✅PEP কার্বক্সিলেজ

২) কোন গোত্রের উদ্ভিদে CAM প্রক্রিয়া দেখা যায়?
✅ Crassulaceae গোত্র/ পাথরকুচি গোত্র যেমন: অর্কিড,আনারস,ক্যাকটাস প্রভৃতি উদ্ভিদ
৩) C4 উদ্ভিদের বান্ডল সীথের কোষগুলো ভাস্কুলার বান্ডলের সাথে কীভাবে অবস্থান করে?
✅ অরীয়ভাবে
(C3,C4 উদ্ভিদের বৈশিষ্ট্য + পার্থক্য দেখবা must)

৪) SN2 বিক্রিয়া কয়টি ধাপে সম্পন্ন হয়?
(SN1 ও SN2 এর বৈশিষ্ট্য must দেখবা)
✅ SN2 ➡️ 1 ধাপ
SN1 ➡️ 2 ধাপ

৫) সেলুলোজ নাইট্রেট কোন ধরনের পলিমার?
(পলিমার টপিক must দেখবা)
✅ অর্ধ কৃত্রিম
জাস্ট সেলুলোজ ➡️ প্রাকৃতিক
সেলুলোজ নাইট্রেট/সেলুলোজ এসিটেট ➡️ অর্ধ কৃত্রিম

#mediaim_contents@amarto_basicvalona

Читать полностью…

important Info + links

দুরুদ শরীফ কেবল কিছু শব্দ নয়, এটি প্রেম ও অনুরাগের এক অমোঘ সুর, যা আমাদের হৃদয়ে নবীজীর (সা.) প্রতি গভীর ভালোবাসা জাগিয়ে তোলে। প্রতিটি দুরুদ পাঠের সঙ্গে যেন আমাদের আত্মা তাঁর পবিত্র স্মৃতিতে নিমগ্ন হয়, আকাশে ছড়িয়ে পড়ে প্রশান্তির মৃদুমন্দ বাতাস। এটি এমন এক দোয়া, যা আমাদের মনকে করে পরিশুদ্ধ, জীবনকে ভরে তোলে বরকত আর রহমতে। দুরুদের প্রতিটি উচ্চারণে থাকে আল্লাহর করুণার স্পর্শ, যা দুঃখকে দূর করে, মনে আনে প্রশান্তি আর অন্তরে জাগায় সেই শুভাশিস, যা আমাদের চিরন্তন মুক্তির পথে পরিচালিত করে।

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম...

Читать полностью…

important Info + links

▶️Recent Gk update


প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে এভারেস্ট ক্যাম্পে পৌঁছেছেন
- চট্টগ্রামের "তাম্মাত বিল খোয়ার"..

#gk #info

Читать полностью…

important Info + links

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ❤️
#salam@amarto_basicvalona

Читать полностью…

important Info + links

Hello
SUSTian
https://www.facebook.com/share/p/1DYykyr4da/

Читать полностью…

important Info + links

আপনাদের মনের এই আশা পূরণ করতে পারলাম না ভাই।আপনাদের বদদোয়ায় এখন আমার কি বিয়ে হবে ?😔

Читать полностью…

important Info + links

পারফরম্যান্স টাইম🕊️

Читать полностью…

important Info + links

#Gklogy_30days_challange

কনটেন্ট-০৪: সাম্প্রতিক বিবিধ

✅বাংলা একাডেমির বর্তমান সভাপতি আবুল কাশেম ফজলুল হক।

✅জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী। (১৭ তম)

✅থ্রি জিরো তত্ত্বের প্রবক্তা ডঃ মুহাম্মদ ইউনুস।

✅বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর।।

✅সুন্দরবনে বর্তমান বাঘের সংখ্যা ১২৫ টি।

✅ডঃ মুহাম্মদ ইউনুস জাতিসংঘের 79 তম অধিবেশনে ভাষণ প্রদান করেন।

✅অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশের প্রথম সফর করে মালয়েশিয়া সরকারপ্রধান চার অক্টোবর ২০২৪।

✅বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম নারী পরিচালক হিসেবে নিয়োগ পান ক্যাপ্টেন তাসনিম দোজা।

✅৯৭ তম অস্কারে বেস্ট ফিল্ম ক্যাটাগরিতে বাংলাদেশের মনোনীত চলচ্চিত্রের নাম বলী।

✅বর্তমানে মোট নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 48 টি। (২৬ সেপ্টেম্বর,২০২৪)

✅বিশ্বের তৃতীয় দেশ হিসেবে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় বাংলাদেশের কক্সবাজার উখিয়ায়।

✅দেশের প্রথম ই-বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট স্থাপন করা হয় গাজীপুরের কালিয়াকৈর এ।

✅১ অক্টোবর ২০২৪ থেকে সকল সুপার শপে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়।

✅বাংলাদেশ ৭৬ তম দেশ হিসেবে গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন এ যোগদান করে।

✅ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় ১০ সেপ্টেম্বর ২০২৪।

✅সংবিধান সংস্কার কমিটির প্রধান অধ্যাপক আলী রিয়াজ।

✅নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটির প্রধান ডঃ বদিউল আলম চৌধুরী।

✅১৭ অক্টোবর ২০২৪ ন্যায্য মূল্যে অত্যাবশ্যকীয় কৃষিজাত পণ্য বিক্রির জন্য ফসল ডট কম অ্যাপ চালু করা হয়।

✅বর্তমানে বাংলাদেশের ১৪৪ টি বিদ্যুৎ কেন্দ্র চালু আছে।

✅বাংলাদেশে সবচেয়ে বেশি চা রপ্তানি করে সংযুক্ত আরব আমিরাতে।

✅২৭ সেপ্টেম্বর ২০২৪ দেশে প্রথমবারের মতো অনলাইন বাস টার্মিনাল চালু হয় কক্সবাজার জেলায়।

✅স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 735 জন নিহত হন। (৭ অক্টোবর,২০২৪ পর্যন্ত)

✅বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এর নতুন সভাপতি তাবিথ আউয়াল।

✅বাংলাদেশ ক্রিকেট দলের নতুন মেডিলজি কোচের নাম ফিলিপ ভেরান্ট সিমন্স।(ওয়েস্ট ইন্ডিজ)

✅এক অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তৎসংলগ্ন তিন কিলোমিটার এলাকা কে "নিরব এলাকা" ঘোষণা কার্যকর করা হয়।

✅২৩ অক্টোবর ২০২৪ সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ক্ষমতাবলে ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়।

#medilogy@amarto_basicvalona #gk

Читать полностью…

important Info + links

#reminder_of_the_day

📌রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এঁর নিকট একবার জিবরীল (‘আলাইহিস সালাম) আসলেন। তখন তাঁর পাশে এক ব্যক্তি কান্নাকাটি করছিলেন।
.
জিজ্ঞাসা করা হলো - “এই ব্যক্তি কে?”
.
বলা হলো - “অমুক।”
.
জিবরীল (‘আলাইহিস সালাম) বললেন –
.
“আমরা (ফেরেশতারা) আদম সন্তানের সকল কাজের ওজন করে থাকি, তবে কান্না বাদে। কারণ এক ফোঁটা অশ্রু দিয়ে আল্লাহ (সুব’হানাহু ওয়া তা’আলা) জাহান্নামের আগুনের অনেক সমুদ্র নির্বাপিত করে দিবেন!”

আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল ‘হামদ!

[সূত্রঃ কিতাবুয যুহদ (ইমাম আহমাদ), হাদীসঃ ১৩৯। খাযিম (রাদিআল্লাহু আনহু) থেকে বর্ণিত]

Читать полностью…

important Info + links

#ছক
#organicchemistry
✨জৈব রসায়নের একটি গুরত্বপূর্ণ অংশ হলো এই পলিমার টপিক #box
©Fahrima elma #chemistry
#mediaim_contents@amarto_basicvalona

Читать полностью…

important Info + links

ছাত্র এতবছর পরও টিচারকে স্মরণ করেছে, স্মরণ রাখবে আজীবন!

Читать полностью…

important Info + links

#medunitions

ডাক্তারি ভর্তি পরীক্ষার জন্য তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও তাড়িতচৌম্বক আবেশ অধ্যায় থেকে যা যা পড়লে ভালো

১. তড়িতের চুম্বক ক্রিয়া ও চুম্বকের তড়িৎ ক্রিয়া কে আবিষ্কার করেন, এগুলো ক্রিয়া ব্যবহার করে কী কী যন্ত্রপাতি আবিষ্কৃত হয়েছে
২. গাণিতিক সূত্র, সূত্রের প্রয়োগ, কোন সূত্রের মাধ্যমে কী পাওয়া যায়, কোন সূত্রের কোন রাশিতে কী বুঝায়, মাত্রা, একক, কোন এককে কী বুঝায় (সাথে সূত্রের বাংলা বিবরণ ভিত্তিক প্রশ্ন সলভ করতে হবে)
৩. সংশ্লিষ্ট সংজ্ঞা (মূলত সংজ্ঞাভিত্তিক প্রশ্ন সলভ করলে খুবই ভালো হয়, কারণ হুবহু সংজ্ঞা খুব কমই আসে। আর সংজ্ঞা ব্লান্ট মুখস্ত করার চাইতে সংজ্ঞাভিত্তিক প্রশ্ন সলভ করলে মনে থাকে ভালো)
৪. ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম
৫. চৌম্বক বল অনুভব ও সমান্তরাল তড়িৎবাহী পরিবাহীর মধ্যবর্তী ক্রিয়াশীল বলের শর্ত
৬. গাণিতিক উদাহরণ ৪.৬ এর ঠিক আগের "জানার বিষয়" গুলো
৭. ভৌগোলিক ও চুম্বকীয় উত্তর-দক্ষিণ মেরু সম্পর্কিত দাগানো লাইন
৮. ভূচুম্বকত্বের উপাদান, অন্তর্ভুক্ত মানগুলো
৯. চৌম্বক পদার্থের শ্রেণিবিভাগ, উপাদানগুলোর নাম, ফেরো-প্যারা-ডায়াচুম্বকের বৈশিষ্ট্যগুলো (এগুলো মিলিয়ে পড়তে পারলে সহজ মনে হবে)
১০. স্থায়ী চুম্বকের বৈশিষ্ট্য, ব্যবহৃত পদার্থ ও কাজের ছক
১১. দক্ষিণাবর্তী-বামাবর্তী ছক
১২. তড়িৎপ্রবাহের মাত্রা বৃদ্ধির শর্ত
১৩. ট্রান্সফর্মারের দাগানো লাইন, সূত্র ও অংক
১৪. AC, DC সংজ্ঞা, সূত্র, AC প্রবাহগুলোর সম্পর্ক, সংশ্লিষ্ট মান
১৫. আকৃতি গুণাঙ্কের দাগানো লাইন

©সীমান্ত
#medilogy #physics
#medilogy@amarto_basicvalona

Читать полностью…

important Info + links

#medunitions

অর্থনৈতিক রসায়ন থেকে যা যা details পড়বে:
১. কয়লা  ২. ন্যানো কনা

৩. কাঁচ  ৪. চামড়া ট্যানিং

বাকিগুলা সুপারফিশিয়ালি দাগানো লাইন পড়লেই হবে। অনুশীলনী শুধুমাত্র হাজারী স্যারই এনাফ এই অধ্যায় এর জন্য।

©নোমান ভাই
#medilogy@amarto_basicvalona

Читать полностью…

important Info + links

⚠️ ভুলা যাবে না

📌 কর্ডাটা-

নটোকর্ডযুক্ত প্রাণীদের পর্বের নাম কর্ডাটা

☞ কর্ডাটা পর্বের প্রাণীদের এন্ডোস্টাইল পরিবর্তিত হয়ে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়

☞ Urochordata দের টিউনিকেটস বলা হয়

☞ টিউনিকেটদের দেহে ডাইডেমিন পাওয়া যায়

☞ ইউরোকর্ডাটা পর্বের প্রাণীদের লার্ভা দশায় শুধুমাত্র লেজে নটোকর্ড থাকে

☞ Ascidiacea কর্ডেট কিন্তু মেরুদণ্ডী নয়

☞ Ascidiacea শ্রেণির প্রাণীতে প্রতীপ রূপান্তর দেখা যায়

☞ Ascidia রা সমুদ্র ফোয়ারা নামে পরিচিত

☞ সেফালোকর্ডাটা উপপর্বের প্রাণীদের 'বর্শাফলক প্রাণী' বলা হয়

☞ Myxini শ্রেণির প্রাণীদের হ্যাগফিশ বলা হয়

☞ Myxini শ্রেণির প্রাণীদের ৫-১৫ জোড়া গলবিলীয় ফুলকারন্দ্র থাকে

©SABAS #SABAS #biology
#suggestion

Читать полностью…

important Info + links

🟢টপিকঃ সকল মিশ্রণ একসাথে


১. ফেন্টন বিকারক- [H₂O₂ + FeSO₄]

২. ফেহলিং বিকারক- [H2SO₄ মিশ্রিত CuSO₄ দ্রবণ + NaOH মিশ্রিত রোচিলি দ্রবণ]

৩. ব্রাইন- [NaCl + H₂O] (এর সংজ্ঞা গুরুত্বপূর্ণ)

৪. ব্ল্যাক অ্যাশ-  [Na₂CO₃ + CaS + CaO + C]

৫. সোডালাইম- [CaO + NaOH]

৬. ফরমালিন- [40% H-CHO + 8% CH₃-OH + 52% H₂O]

৭. পাওয়ার অ্যালকোহল- [CH₃-CH₂-OH + পেট্রোল + কোনো দাহ্য পদার্থ (20-30)%]

৮. ভিনেগার- [6-10% CH₃-COOH + 90-94% H₂O]

৯. নাইট্রোলিম- [CaNCN + C] বা ক্যালসিয়াম সায়ানামাইড + কার্বন]

১০. বেকিং পাউডার- HO-C(HO-CH-COOH)H-COOK + NaCHO₃ বা পটাশিয়াম হাইড্রোজেন টারটারেট + সোডিয়াম বাই কার্বনেট

১১. সংশ্লেষ গ্যাস - ১ঃ৩ অনুপাতে CO + H₂

১২. কোল গ্যাস- CH₄, H₂, CO, N₂, ইথিলিন, অ্যাসিটিলিন ও বেনজিন-বাষ্প

১৩. প্রোডিউসার গ্যাস - [2 CO + N₂]

১৪. জিংক ডাস্ট- [Zn + ZnO]

১৫. স্পেন্ট অক্সাইড- [FeS + nFe₂O₃]

১৬. স্বর্ণালংকার - [85% Au + 15% Cu]

১৭. ডাক্তারী জীবাণুনাশক - [70% ইথানল + 30% পানি]

১৮. টিংচার আয়োডিন- [ 0.5 ounce I₂ + 0.5 ounce KI + 0.5 ounce H₂O + রেকটিফাইট স্পিরিট]

১৯. টলেন বিকারক- [ক্ষারীয় AgNO₃ + NH₄OH দ্রবণ] বা [Ag(NH₃)₂OH]

২০. বারুদ- [KNO₃ + S + C]

২১. হিম মিশ্রণ- [CaCl₂ + বরফের গুড়া]

২২. হিমরোধক/এন্টিফ্রিজ- [40% গ্লাইকল + 60% পানি]

#SABAS #chemistry #info

Читать полностью…

important Info + links

#kicchu_parina

১) সন্ন্যাসী কাকড়াতে কোন ধরনের ট্যাক্সিস দেখা যায়?
✅ টেলোট্যাক্সিস
২) কুনো ব্যাঙের শীতনিদ্রায় গমন কোন ধরনের থার্মোটেক্সিস ?
(ট্যাক্সিস এর উদাহরণ গুলো must দেখবা)
✅ ঋনাত্মক
৩) মাইটোসিসের কোন ধাপটি স্বল্পস্থায়ী?
(মাইটোসিসের ধাপগুলো must দেখবা)
✅ প্রো মেটাফেজ
৪) সিন্যাপসিস ঘটে মিয়োসিস -১ এর কোন উপধাপে?
(মায়োসিস এর উপধাপ গুলো VVI, অবশ্যই দেখবা)
✅ জাইগোটিন
৫) কোন রাসায়নিক উপাদান ক্রসিং ওভার বৃদ্ধি করে?
(ক্রসিং ওভার অংশটা খুব ভালো করে একবার পড়বে)
✅ ইথাইল মিথেন সালফোনেট

#mediaim_contents

Читать полностью…

important Info + links

আল্লাহ্‌ তা'আলা তাঁর বান্দার অভিযোগ, মিনতি ও দু'আ শোনার জন্য তাকে বালা-মুসিবতে ফেলেন। [ইবনুল কাইয়্যিম (রহ.); উদ্দাতুস সাবিরীন, পৃ: ৩৬]


🍀 দু'আ কবুলের উত্তম সময় চলছে...

আমরা সবাই দুরুদ-ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে বেশি বেশি দু'আ করবো, নিজেদের প্রয়োজন গুলোর কথা জানাবো ইন শা আল্লাহ। পাশাপাশি আমাদের মাজলুম ভাইবোনদের জন্য দুআ এবং জালিমদের জন্য বদদুআ করতে যেন ভুলে না যাই......ইন শা আল্লাহ।

এই ভাইবোনগুলার জন্য চোখে পানি আসে না? একটু দুআও করতে পারি না...

Читать полностью…

important Info + links

আমি যদি বলি 'আসিফ আদনান ভাইয়ের এই কথাগুলো আপনার শোনা উচিৎ', তবে আমার বলাটা যথাযথ হবে না। কারণ এই কথাগুলো আপনার শোনাটা শুধু উচিৎ-ই নয়, বরং 'জরুরি' ও 'আবশ্যক'! এই কথাগুলো আপনাকে শুনতেই হবে।

আপনার হৃদয়ে যদি উম্মাহর জন্য সামান্যতম দরদ থেকে থাকে, তবে এই কথাগুলো আপনাকে শুনতে হবে।

I repeat, there is no way to avoid it.... - শাবীব তাশফি ভাই

পুরো বক্তব্য অডিও: /channel/islamicpodcastBN/2533

Читать полностью…

important Info + links

Botany আবুল হাসান স্যারের বইয়ের নতুন এডিশনে ভাইরাসের শেষের দিকে এই তথ্যসমূহ এড করা হয়েছে, যা বিগত বছরের এডিশনগুলোতে ছিল না!

#BeUpdateWithRAAC #biology

Читать полностью…

important Info + links

মাই ডেয়ার এডমিশনের বাচ্চারা,

অনলাইনে কোন ভাইয়া/আপু কি করলো এসব দেখে সময় ওয়েস্ট করার মতো তোমার নেই।ওনাদের কাউকে নিচু করে কিংবা কাউকে উপরে তুলে কমেন্ট করাও সমুচিত হবে না।নিজেকে ফিতনা থেকে দূরে রাখো।


টেক লাভ।পড়তে থাকো।

Читать полностью…

important Info + links

একটা dance আশা করেছিলাম বাই:)
দেখিতে পাইলাম না.

Читать полностью…

important Info + links

#recent_gk

▶️স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু মারা যায় - ১৮ নভেম্বর ২০২৪

#gk #mediaim

Читать полностью…

important Info + links

#gklogy_30days_challenge

কনটেন্ট-০৩: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৪

✅রিপোর্ট প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়।

✅মোট জনসংখ্যা 17 কোটি 10 লক্ষ।

✅মাথাপিছু জিডিপি ২৬৭৫ মার্কিন ডলার।

✅প্রত্যাশিত গড় আয়ুষ্কাল ৭২.৩ বছর।

✅মোট তফসিলভুক্ত ব্যাংক ৬২টি।

✅রাষ্ট্র মালিকানাধীন /রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ছয়টি।

✅বাংলাদেশে সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে। দ্বিতীয় ভারত।

✅সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় জার্মানিতে।

✅বাংলাদেশ ঔষধ রপ্তানি করছে ১৫৭টি দেশে। সর্বাধিক রপ্তানি করে মিয়ানমারে।

#medilogy@amarto_basicvalona #gk

Читать полностью…

important Info + links

📌শিশু পুষ্টি গবেষণার জন্য সম্প্রতি 'গোলকিপারস চ্যাম্পিয়ন ২০২৪' সম্মাননা লাভ করেন ড. তাহমিদ আহমেদ।

#gk #recent_gk

Читать полностью…

important Info + links

#medunitions

ডাক্তারি ভর্তি পরীক্ষার জন্য মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায় থেকে যা যা পড়লে ভালো:

১. গ্যালিলিওর সূত্র আপনারা সবাইই বহুতবার পড়ছেন। একবার একটু চোখ বুলাবেন।
২. কেপলারের তিন সূত্র
৩. মহাকর্ষীয় ধ্রুবক সংক্রান্ত প্রশ্ন (সংজ্ঞা, মাত্রা, একক)
৪. G এবং বিভিন্ন জায়গায় ও অক্ষাংশে g এর মান, g কত ডিগ্রি অক্ষাংশে আদর্শ
৫. পৃথিবী থেকে কত উচ্চতায়/গভীরতায় g এর মান কত মার্কা অংক
৬. অভিকর্ষ কেন্দ্র (তপন স্যারের বইয়ে ভালোভাবে আছে, পড়লে ভালো)
৭. মুক্তিবেগ সংক্রান্ত সূত্র, অংক, মান এবং v ও ve র সম্পর্ক কেমন হলে কী হবে
৮. ইসহাক স্যার আর তপন স্যারের অনুশীলনী (যেকোনো একটা সলভ করলে আরেকটার অধিকাংশ সলভ করা হয়ে যাবে। অনুশীলনীর যেসব অংক ডাক্তারি ভর্তি পরীক্ষায় আসার মত, সেসব অংক বুঝেশুনে সলভ করলে জোস)

©সীমান্ত
#medilogy #physics
#medilogy@amarto_basicvalona

Читать полностью…

important Info + links

শেরে বাংলা মেডিকেল কলেজ,বরিশাল।

৫৬ বছর পূর্ণ হলো আজ।

Читать полностью…

important Info + links

#medunitions

পরিমানগত রসায়ন থেকে যা যা লাগবে :
১. জারক ও  বিজারক

২. মোল, মোলারিটি, একক ও সুত্র নিয়ে যত খুটিনাটি

৩. নির্দেশক এর বর্ন পরিবর্তন ( ছক করে নিবে নিজের মত)

৪. অনুশীলনী তে দেখবা আয়ন সমতাকরন আছে। সেখানে

5:10 এমন ম্যাথ আছে সেগুলা দেখে নিবে।

৫. এই অধ্যায় এর ম্যাথ 200% আসবেই

(glucose এর ক্ষেত্রে mg/dl to mmol/L  , PPM, W= MVS /1000, PH,  n=w/m , n = v/22.4 , n = N/6.023 x 10^-23 এবং  S1V1=S2V2 )

৬. বিয়ার ল্যাম্বার্ট এর সুত্র দেখবা।

অনুশীলনী সলভ এর জন্য হাজারী স্যার যথেষ্ট। কেউ চাইলে কবির স্যার এ থাকা এক্সট্রা ম্যাথ করে ফেলবা।

©নোমান ভাই
#medilogy #chemistry
#medilogy@amarto_basicvalona

Читать полностью…

important Info + links

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ❤️
#salam@amarto_basicvalona

Читать полностью…

important Info + links

“কোনো কিছুই তাঁর মতো নয়। তিনি সবকিছু শোনেন,  সবকিছু দেখেন ”.

- সূরা আশ-শুরা, [৪২:১১]

Читать полностью…

important Info + links

⛔qna: দুষ্টু মৌল কোনটি
✅Ans: Hydrogen

📌এখন সবাই একবার করে পড়ো তো দেখি

✅সবচেয়ে বিষাক্ত মৌল?
➡️প্লুটোনিয়াম
✅প্রকৃতিতে সবচেয়ে হালকা মৌল?
➡️হাইড্রোজেন (H)
✅প্রকৃতিতে সবচেয়ে ভারী মৌল?
➡️ইউরেনিয়াম (U)
✅সবচেয়ে বেশি ঘনত্ব বিশিষ্ট মৌল?
➡️অসমিয়াম (Os)
✅পৃথিবীতে সবচেয়ে কম পাওয়া যায়?
➡️অ্যাস্টেটিন ( At)
✅সবচেয়ে হালকা ধাতু?
➡️লিথিয়াম (Li)
✅সবচেয়ে দামী ধাতু?
➡️ক্যালিফোর্নিয়াম(Cf)
✅সবচেয়ে কম স্ফুটনাঙ্ক?
➡️হিলিয়াম (-২৬৮.৯'C)
✅সবচেয়ে বেশি স্ফুটনাঙ্ক?
➡️অসমিয়াম (Os)
✅সর্বাপেক্ষা নমনীয় ধাতু?
➡️প্লাটিনাম (Pt)
✅সর্বাপেক্ষা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ধাতু?
➡️টাংস্টেন (W)
✅সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক মৌল?
➡️সিজিয়াম (Cs)
✅সর্বাপেক্ষা ভারী তরল?
➡️ পারদ (Hg)
✅সবচেয়ে ঘাতসহ ধাতু?
➡️স্বর্ণ(Au)
✅সবচেয়ে বৃহৎ অনু?
➡️ফুলারিন(C60)
✅সবচেয়ে পরিবর্তনশীল জারনমান বিশিষ্ট মৌল
➡️ম্যাঙ্গানিজ (Mn)

#mediaim_contents
#gupta@amarto_basicvalona

Читать полностью…
Subscribe to a channel