আগামীকাল বইমেলার শেষ দিন। বায়তুল মুকাররম মসজিদ প্রাঙ্গণে (পূর্ব) আসুন ,অনেক অনেক বই কিনুন 🌸❤️
Читать полностью…#medunitions
ডাক্তারি ভর্তি পরীক্ষার জন্য জ্যোতির্বিদ্যা অধ্যায় থেকে যা যা পড়লে ভালো
১. কোন বিজ্ঞানী কী বলছে, কী করছে, কোন বিজ্ঞানীর নামে কোন ঘটনার নামকরণ আছে
২. v=HD, R=2GM/c² সংক্রান্ত যা একক, মান, মাত্রা, প্রশ্ন আছে সব
৩. মহাবিশ্বের পরিণতির তিন মত, ঘনত্ব প্যারামিটার কোন মতানুযায়ী কত হবে
৪. মহাবিশ্বের মৌলিক উপাদান, সূর্যের ক্ষমতা
৫. গ্যালাক্সির প্রকার ও গঠন
৬. মৌলিক কণাগুলোর ধরন, স্পিন
৭. ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের ব্যাসার্ধ ও চৌম্বকক্ষেত্রের প্রভাব (বাকিগুলো আপনারা পারবেন ঐ কনফিডেন্স আমার আছে)
৮. নক্ষত্রের পরিণতি, চন্দ্রশেখর সীমা
৯. অপ্টিক্যাল টেলিস্কোপের প্রকারভেদ, ব্যবহৃত উপাদান
১০. অনুশীলনী (প্রায় বেশিরভাগ প্রশ্নই লাগে, এখানে অংক কমই, তাও হাতে হাতে করার মত)
~ সীমান্ত
#medilogy #physics
#medilogy@amarto_basicvalona
#kicchu_parina
১) সন্ন্যাসী কাকড়াতে কোন ধরনের ট্যাক্সিস দেখা যায়?
✅ টেলোট্যাক্সিস
২) কুনো ব্যাঙের শীতনিদ্রায় গমন কোন ধরনের থার্মোটেক্সিস ?
(ট্যাক্সিস এর উদাহরণ গুলো must দেখবা)
✅ ঋনাত্মক
৩) মাইটোসিসের কোন ধাপটি স্বল্পস্থায়ী?
(মাইটোসিসের ধাপগুলো must দেখবা)
✅ প্রো মেটাফেজ
৪) সিন্যাপসিস ঘটে মিয়োসিস -১ এর কোন উপধাপে?
(মায়োসিস এর উপধাপ গুলো VVI, অবশ্যই দেখবা)
✅ জাইগোটিন
৫) কোন রাসায়নিক উপাদান ক্রসিং ওভার বৃদ্ধি করে?
(ক্রসিং ওভার অংশটা খুব ভালো করে একবার পড়বে)
✅ ইথাইল মিথেন সালফোনেট
#mediaim_contents
আল্লাহ্ তা'আলা তাঁর বান্দার অভিযোগ, মিনতি ও দু'আ শোনার জন্য তাকে বালা-মুসিবতে ফেলেন। [ইবনুল কাইয়্যিম (রহ.); উদ্দাতুস সাবিরীন, পৃ: ৩৬]
আমি যদি বলি 'আসিফ আদনান ভাইয়ের এই কথাগুলো আপনার শোনা উচিৎ', তবে আমার বলাটা যথাযথ হবে না। কারণ এই কথাগুলো আপনার শোনাটা শুধু উচিৎ-ই নয়, বরং 'জরুরি' ও 'আবশ্যক'! এই কথাগুলো আপনাকে শুনতেই হবে।
আপনার হৃদয়ে যদি উম্মাহর জন্য সামান্যতম দরদ থেকে থাকে, তবে এই কথাগুলো আপনাকে শুনতে হবে।
I repeat, there is no way to avoid it.... - শাবীব তাশফি ভাই
✅পুরো বক্তব্য অডিও: /channel/islamicpodcastBN/2533
Botany আবুল হাসান স্যারের বইয়ের নতুন এডিশনে ভাইরাসের শেষের দিকে এই তথ্যসমূহ এড করা হয়েছে, যা বিগত বছরের এডিশনগুলোতে ছিল না!
#BeUpdateWithRAAC #biology
মাই ডেয়ার এডমিশনের বাচ্চারা,
অনলাইনে কোন ভাইয়া/আপু কি করলো এসব দেখে সময় ওয়েস্ট করার মতো তোমার নেই।ওনাদের কাউকে নিচু করে কিংবা কাউকে উপরে তুলে কমেন্ট করাও সমুচিত হবে না।নিজেকে ফিতনা থেকে দূরে রাখো।
টেক লাভ।পড়তে থাকো।
#recent_gk
▶️স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু মারা যায় - ১৮ নভেম্বর ২০২৪
#gk #mediaim
#gklogy_30days_challenge
❓কনটেন্ট-০৩: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৪
✅রিপোর্ট প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়।
✅মোট জনসংখ্যা 17 কোটি 10 লক্ষ।
✅মাথাপিছু জিডিপি ২৬৭৫ মার্কিন ডলার।
✅প্রত্যাশিত গড় আয়ুষ্কাল ৭২.৩ বছর।
✅মোট তফসিলভুক্ত ব্যাংক ৬২টি।
✅রাষ্ট্র মালিকানাধীন /রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ছয়টি।
✅বাংলাদেশে সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে। দ্বিতীয় ভারত।
✅সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় জার্মানিতে।
✅বাংলাদেশ ঔষধ রপ্তানি করছে ১৫৭টি দেশে। সর্বাধিক রপ্তানি করে মিয়ানমারে।
#medilogy@amarto_basicvalona #gk
📌শিশু পুষ্টি গবেষণার জন্য সম্প্রতি 'গোলকিপারস চ্যাম্পিয়ন ২০২৪' সম্মাননা লাভ করেন ড. তাহমিদ আহমেদ।
#gk #recent_gk
#medunitions
ডাক্তারি ভর্তি পরীক্ষার জন্য মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায় থেকে যা যা পড়লে ভালো:
১. গ্যালিলিওর সূত্র আপনারা সবাইই বহুতবার পড়ছেন। একবার একটু চোখ বুলাবেন।
২. কেপলারের তিন সূত্র
৩. মহাকর্ষীয় ধ্রুবক সংক্রান্ত প্রশ্ন (সংজ্ঞা, মাত্রা, একক)
৪. G এবং বিভিন্ন জায়গায় ও অক্ষাংশে g এর মান, g কত ডিগ্রি অক্ষাংশে আদর্শ
৫. পৃথিবী থেকে কত উচ্চতায়/গভীরতায় g এর মান কত মার্কা অংক
৬. অভিকর্ষ কেন্দ্র (তপন স্যারের বইয়ে ভালোভাবে আছে, পড়লে ভালো)
৭. মুক্তিবেগ সংক্রান্ত সূত্র, অংক, মান এবং v ও ve র সম্পর্ক কেমন হলে কী হবে
৮. ইসহাক স্যার আর তপন স্যারের অনুশীলনী (যেকোনো একটা সলভ করলে আরেকটার অধিকাংশ সলভ করা হয়ে যাবে। অনুশীলনীর যেসব অংক ডাক্তারি ভর্তি পরীক্ষায় আসার মত, সেসব অংক বুঝেশুনে সলভ করলে জোস)
©সীমান্ত
#medilogy #physics
#medilogy@amarto_basicvalona
পানি থেকে As(III) এর চেয়ে As(V) এর অপসারণ সহজ!
শোষণ,বিপরীত অভিস্রবণ, আয়ন বিনিময়করণ প্রক্রিয়ায় As দূর করা যায়।
মজার এক কাহিনি ভাইজান,
✅১০% ইথানলকে বলে মোল্ট।
✅১০% ইথানয়িক এসিডকে বলা হই -মোল্ট ভিনেগার।
ভুল করা যাবে না ভাইজান।
১) ২৪'এর মুক্তিযুদ্ধে ২য় শহীদ কে?
২) চট্রগ্রামের প্রথম শহীদ কে?
✅দুইটার ই উত্তর: ওয়াসিম আকরাম।
#Kicchu_parina
১) হ্যাচ ও স্ল্যাক চক্রে CO2 fixing enzyme কোনটা?
(কেলভিন , হ্যাচ ও স্ল্যাক চক্রের মধ্যে পার্থক্য দেখবা must)
✅PEP কার্বক্সিলেজ
২) কোন গোত্রের উদ্ভিদে CAM প্রক্রিয়া দেখা যায়?
✅ Crassulaceae গোত্র/ পাথরকুচি গোত্র যেমন: অর্কিড,আনারস,ক্যাকটাস প্রভৃতি উদ্ভিদ
৩) C4 উদ্ভিদের বান্ডল সীথের কোষগুলো ভাস্কুলার বান্ডলের সাথে কীভাবে অবস্থান করে?
✅ অরীয়ভাবে
(C3,C4 উদ্ভিদের বৈশিষ্ট্য + পার্থক্য দেখবা must)
৪) SN2 বিক্রিয়া কয়টি ধাপে সম্পন্ন হয়?
(SN1 ও SN2 এর বৈশিষ্ট্য must দেখবা)
✅ SN2 ➡️ 1 ধাপ
SN1 ➡️ 2 ধাপ
৫) সেলুলোজ নাইট্রেট কোন ধরনের পলিমার?
(পলিমার টপিক must দেখবা)
✅ অর্ধ কৃত্রিম
জাস্ট সেলুলোজ ➡️ প্রাকৃতিক
সেলুলোজ নাইট্রেট/সেলুলোজ এসিটেট ➡️ অর্ধ কৃত্রিম
#mediaim_contents@amarto_basicvalona
দুরুদ শরীফ কেবল কিছু শব্দ নয়, এটি প্রেম ও অনুরাগের এক অমোঘ সুর, যা আমাদের হৃদয়ে নবীজীর (সা.) প্রতি গভীর ভালোবাসা জাগিয়ে তোলে। প্রতিটি দুরুদ পাঠের সঙ্গে যেন আমাদের আত্মা তাঁর পবিত্র স্মৃতিতে নিমগ্ন হয়, আকাশে ছড়িয়ে পড়ে প্রশান্তির মৃদুমন্দ বাতাস। এটি এমন এক দোয়া, যা আমাদের মনকে করে পরিশুদ্ধ, জীবনকে ভরে তোলে বরকত আর রহমতে। দুরুদের প্রতিটি উচ্চারণে থাকে আল্লাহর করুণার স্পর্শ, যা দুঃখকে দূর করে, মনে আনে প্রশান্তি আর অন্তরে জাগায় সেই শুভাশিস, যা আমাদের চিরন্তন মুক্তির পথে পরিচালিত করে।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম...
▶️Recent Gk update
✅প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে এভারেস্ট ক্যাম্পে পৌঁছেছেন
- চট্টগ্রামের "তাম্মাত বিল খোয়ার"..
#gk #info
আপনাদের মনের এই আশা পূরণ করতে পারলাম না ভাই।আপনাদের বদদোয়ায় এখন আমার কি বিয়ে হবে ?😔
Читать полностью…#Gklogy_30days_challange
❓কনটেন্ট-০৪: সাম্প্রতিক বিবিধ
✅বাংলা একাডেমির বর্তমান সভাপতি আবুল কাশেম ফজলুল হক।
✅জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী। (১৭ তম)
✅থ্রি জিরো তত্ত্বের প্রবক্তা ডঃ মুহাম্মদ ইউনুস।
✅বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর।।
✅সুন্দরবনে বর্তমান বাঘের সংখ্যা ১২৫ টি।
✅ডঃ মুহাম্মদ ইউনুস জাতিসংঘের 79 তম অধিবেশনে ভাষণ প্রদান করেন।
✅অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশের প্রথম সফর করে মালয়েশিয়া সরকারপ্রধান চার অক্টোবর ২০২৪।
✅বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম নারী পরিচালক হিসেবে নিয়োগ পান ক্যাপ্টেন তাসনিম দোজা।
✅৯৭ তম অস্কারে বেস্ট ফিল্ম ক্যাটাগরিতে বাংলাদেশের মনোনীত চলচ্চিত্রের নাম বলী।
✅বর্তমানে মোট নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 48 টি। (২৬ সেপ্টেম্বর,২০২৪)
✅বিশ্বের তৃতীয় দেশ হিসেবে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় বাংলাদেশের কক্সবাজার উখিয়ায়।
✅দেশের প্রথম ই-বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট স্থাপন করা হয় গাজীপুরের কালিয়াকৈর এ।
✅১ অক্টোবর ২০২৪ থেকে সকল সুপার শপে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়।
✅বাংলাদেশ ৭৬ তম দেশ হিসেবে গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন এ যোগদান করে।
✅ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় ১০ সেপ্টেম্বর ২০২৪।
✅সংবিধান সংস্কার কমিটির প্রধান অধ্যাপক আলী রিয়াজ।
✅নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটির প্রধান ডঃ বদিউল আলম চৌধুরী।
✅১৭ অক্টোবর ২০২৪ ন্যায্য মূল্যে অত্যাবশ্যকীয় কৃষিজাত পণ্য বিক্রির জন্য ফসল ডট কম অ্যাপ চালু করা হয়।
✅বর্তমানে বাংলাদেশের ১৪৪ টি বিদ্যুৎ কেন্দ্র চালু আছে।
✅বাংলাদেশে সবচেয়ে বেশি চা রপ্তানি করে সংযুক্ত আরব আমিরাতে।
✅২৭ সেপ্টেম্বর ২০২৪ দেশে প্রথমবারের মতো অনলাইন বাস টার্মিনাল চালু হয় কক্সবাজার জেলায়।
✅স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 735 জন নিহত হন। (৭ অক্টোবর,২০২৪ পর্যন্ত)
✅বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এর নতুন সভাপতি তাবিথ আউয়াল।
✅বাংলাদেশ ক্রিকেট দলের নতুন মেডিলজি কোচের নাম ফিলিপ ভেরান্ট সিমন্স।(ওয়েস্ট ইন্ডিজ)
✅এক অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তৎসংলগ্ন তিন কিলোমিটার এলাকা কে "নিরব এলাকা" ঘোষণা কার্যকর করা হয়।
✅২৩ অক্টোবর ২০২৪ সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ক্ষমতাবলে ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়।
#medilogy@amarto_basicvalona #gk
#reminder_of_the_day
📌রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এঁর নিকট একবার জিবরীল (‘আলাইহিস সালাম) আসলেন। তখন তাঁর পাশে এক ব্যক্তি কান্নাকাটি করছিলেন।
.
জিজ্ঞাসা করা হলো - “এই ব্যক্তি কে?”
.
বলা হলো - “অমুক।”
.
জিবরীল (‘আলাইহিস সালাম) বললেন –
.
“আমরা (ফেরেশতারা) আদম সন্তানের সকল কাজের ওজন করে থাকি, তবে কান্না বাদে। কারণ এক ফোঁটা অশ্রু দিয়ে আল্লাহ (সুব’হানাহু ওয়া তা’আলা) জাহান্নামের আগুনের অনেক সমুদ্র নির্বাপিত করে দিবেন!”
আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল ‘হামদ!
[সূত্রঃ কিতাবুয যুহদ (ইমাম আহমাদ), হাদীসঃ ১৩৯। খাযিম (রাদিআল্লাহু আনহু) থেকে বর্ণিত]
#ছক
#organicchemistry
✨জৈব রসায়নের একটি গুরত্বপূর্ণ অংশ হলো এই পলিমার টপিক #box
©Fahrima elma #chemistry
#mediaim_contents@amarto_basicvalona
#medunitions
ডাক্তারি ভর্তি পরীক্ষার জন্য তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও তাড়িতচৌম্বক আবেশ অধ্যায় থেকে যা যা পড়লে ভালো
১. তড়িতের চুম্বক ক্রিয়া ও চুম্বকের তড়িৎ ক্রিয়া কে আবিষ্কার করেন, এগুলো ক্রিয়া ব্যবহার করে কী কী যন্ত্রপাতি আবিষ্কৃত হয়েছে
২. গাণিতিক সূত্র, সূত্রের প্রয়োগ, কোন সূত্রের মাধ্যমে কী পাওয়া যায়, কোন সূত্রের কোন রাশিতে কী বুঝায়, মাত্রা, একক, কোন এককে কী বুঝায় (সাথে সূত্রের বাংলা বিবরণ ভিত্তিক প্রশ্ন সলভ করতে হবে)
৩. সংশ্লিষ্ট সংজ্ঞা (মূলত সংজ্ঞাভিত্তিক প্রশ্ন সলভ করলে খুবই ভালো হয়, কারণ হুবহু সংজ্ঞা খুব কমই আসে। আর সংজ্ঞা ব্লান্ট মুখস্ত করার চাইতে সংজ্ঞাভিত্তিক প্রশ্ন সলভ করলে মনে থাকে ভালো)
৪. ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম
৫. চৌম্বক বল অনুভব ও সমান্তরাল তড়িৎবাহী পরিবাহীর মধ্যবর্তী ক্রিয়াশীল বলের শর্ত
৬. গাণিতিক উদাহরণ ৪.৬ এর ঠিক আগের "জানার বিষয়" গুলো
৭. ভৌগোলিক ও চুম্বকীয় উত্তর-দক্ষিণ মেরু সম্পর্কিত দাগানো লাইন
৮. ভূচুম্বকত্বের উপাদান, অন্তর্ভুক্ত মানগুলো
৯. চৌম্বক পদার্থের শ্রেণিবিভাগ, উপাদানগুলোর নাম, ফেরো-প্যারা-ডায়াচুম্বকের বৈশিষ্ট্যগুলো (এগুলো মিলিয়ে পড়তে পারলে সহজ মনে হবে)
১০. স্থায়ী চুম্বকের বৈশিষ্ট্য, ব্যবহৃত পদার্থ ও কাজের ছক
১১. দক্ষিণাবর্তী-বামাবর্তী ছক
১২. তড়িৎপ্রবাহের মাত্রা বৃদ্ধির শর্ত
১৩. ট্রান্সফর্মারের দাগানো লাইন, সূত্র ও অংক
১৪. AC, DC সংজ্ঞা, সূত্র, AC প্রবাহগুলোর সম্পর্ক, সংশ্লিষ্ট মান
১৫. আকৃতি গুণাঙ্কের দাগানো লাইন
©সীমান্ত
#medilogy #physics
#medilogy@amarto_basicvalona