আপনাদের বেশ খানিক লিখা চিঠি গতকাল পড়েছি, আসলে এতো সুন্দর রিমাইন্ডার আর ভালো লাগার মতো শব্দ চয়ন দেখে , মন কিছুটা হালকা হয়ে যায়।। আল্লাহ আপনাদের জ্ঞান আরো সমৃদ্ধ করুন, ইন শা আল্লাহ।।
জীবনের এই ক্ষুদ্র পরিসর প্রকৃতপক্ষে আমাদের জন্য পরীক্ষা। আড়ম্বরের প্রয়োজন নেই, বরং প্রয়োজন একটি খাঁটি হৃদয়ের, যা আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা ও ঈমানে ভরপুর। যদি সাহাবীদের মতো জীবন যাপন করতাম, তবে দুনিয়ার দুঃখ-বেদনাগুলো আমাদের স্পর্শ করতে পারত না। কারণ তারা দুনিয়াকে পিছনে ফেলে আখিরাতের আলোতে ছুটতেন।
কবি বলেছেন:
"এই জীবন, এই আঘাত, এই পথচলা, এই কষ্ট—
এসবই আল্লাহর পরিকল্পনার অংশ এবং রহস্যে ঘেরা, তাই একে মেনে নাও।"
তাই আমাদের উচিত, জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করা। কারণ, এই ক্ষণস্থায়ী জীবনের প্রকৃত সৌন্দর্য এখানেই❤️🌸
https://chithi.me/ayatus
ডুরালুমিন -
90-95% Aluminium
4% Cu
Mg
Mn
ব্রোঞ্জ / কাসা
90% Cu + 10% Sn /
88% Cu+12% Sn
ব্রাস/পিতল
80% Cu + 20% Zn
জীবন,ক্যারিয়ার, অ্যাকাডেমিক নিয়ে যারা অনেক বেশি হতাশ তাদের আজকের আইইউটির ঘটনাটা সময় নিয়ে ভাবা উচিত। পিকনিক বাসে কারেন্টের তার লাগছে, সেখান থেকে তিনজন ছেলের মৃত্যু। জীবন কতটা অনিশ্চিত। স্রষ্টার প্ল্যান ছাড়া আর কারো প্ল্যান কি আসলেই কখনো সফল হয়??
Читать полностью…#ngl_ask@amarto_basicvalona
সব ধরনের possible academic (admission) সমস্যা থেকে উত্তরণ এর তোমাদের জিজ্ঞাসার অনেক কমন উত্তর এখানে দেয়া আছে।। দেখতে পারো।
এটা খুবই স্বাভাবিক, কারণ আমাদের মন ও শরীর সবসময় একভাবে কাজ করে না।।আমি একটু একা থাকি, চেষ্টা করি ইস্তেগফার, দরুদ পড়তে (কুরআন তিলাওয়াত শোনা বেশি হয় মন ভালো না থাকলে)....
এই সময়গুলোতে আল্লাহ আমাদের মনে করিয়ে দেন যে হয়তো আমরা তাঁর দিকে যথেষ্ট মনোযোগ দিচ্ছি না। আমাদের দুনিয়ার কাজগুলোতে এত ব্যস্ত হয়ে পড়ি যে তাঁর সঙ্গে আমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। তাই যখন এমন উদাসীনতা আসে, তখন এটা আল্লাহর দয়া যে তিনি আমাদের বিরতি নেওয়ার সুযোগ দেন যাতে কিছু উপলব্ধি করতে পারি । এই সময়টা নিজের সঙ্গে এবং স্রষ্টার সঙ্গে সম্পর্ক দৃঢ় করার জন্য কাজে লাগানো উচিত। কুরআন তিলাওয়াত করো, নামাজ পড়ো, আর দু'আ করো—এগুলো আমাদের মনে প্রশান্তি নিয়ে আসে।
মনে রেখো, আমাদের জীবনের সব সমস্যার সমাধান আল্লাহর কাছে। তাঁর কাছে ফিরে গেলে সবকিছু সহজ হয়ে যাবে। শুধু তাঁর ওপর ভরসা করো, দেখবে মনের ভারও কমে যাবে, আর কাজের প্রতি আগ্রহও ফিরে আসবে ইন শা আল্লাহ।।
অবশ্যই আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয়।
(সূরা আর রা'দ: ২৮)
https://chithi.me/ayatus
❓বই থেকে মতবাদ গুলো দেখে রাখবেন must with example
#chemistry #mediaim@amarto_basicvalona
📌 বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-বিইউপির ভর্তি পরীক্ষার কেন্দ্রসমূহ দেখে নাও এক নজরেঃ
১. বিইউপি ক্যাম্পাস [মিরপুর সেনানিবাস]
২. MIST [মিরপুর সেনানিবাস]
৩. মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ [মিরপুর সেনানিবাস]
৪. ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ [ইসিবি চত্ত্বর]
৫. আদমজী ক্যান্টনমেন্ট কলেজ [ঢাকা সেনানিবাস]
৬. শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ [ঢাকা সেনানিবাস]
৭. বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ [কুর্মিটোলা]
৮. বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ ঢাকা [তেজগাও]
৯. শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ [ঢাকা সেনানিবাস]
_সংগৃহীত
পানি থেকে As(III) এর চেয়ে As(V) এর অপসারণ সহজ!
শোষণ,বিপরীত অভিস্রবণ, আয়ন বিনিময়করণ প্রক্রিয়ায় As দূর করা যায়।
মজার এক কাহিনি ভাইজান,
✅১০% ইথানলকে বলে মোল্ট।
✅১০% ইথানয়িক এসিডকে বলা হই -মোল্ট ভিনেগার।
ভুল করা যাবে না ভাইজান।
১) ২৪'এর মুক্তিযুদ্ধে ২য় শহীদ কে?
২) চট্রগ্রামের প্রথম শহীদ কে?
✅দুইটার ই উত্তর: ওয়াসিম আকরাম।
#Kicchu_parina
১) হ্যাচ ও স্ল্যাক চক্রে CO2 fixing enzyme কোনটা?
(কেলভিন , হ্যাচ ও স্ল্যাক চক্রের মধ্যে পার্থক্য দেখবা must)
✅PEP কার্বক্সিলেজ
২) কোন গোত্রের উদ্ভিদে CAM প্রক্রিয়া দেখা যায়?
✅ Crassulaceae গোত্র/ পাথরকুচি গোত্র যেমন: অর্কিড,আনারস,ক্যাকটাস প্রভৃতি উদ্ভিদ
৩) C4 উদ্ভিদের বান্ডল সীথের কোষগুলো ভাস্কুলার বান্ডলের সাথে কীভাবে অবস্থান করে?
✅ অরীয়ভাবে
(C3,C4 উদ্ভিদের বৈশিষ্ট্য + পার্থক্য দেখবা must)
৪) SN2 বিক্রিয়া কয়টি ধাপে সম্পন্ন হয়?
(SN1 ও SN2 এর বৈশিষ্ট্য must দেখবা)
✅ SN2 ➡️ 1 ধাপ
SN1 ➡️ 2 ধাপ
৫) সেলুলোজ নাইট্রেট কোন ধরনের পলিমার?
(পলিমার টপিক must দেখবা)
✅ অর্ধ কৃত্রিম
জাস্ট সেলুলোজ ➡️ প্রাকৃতিক
সেলুলোজ নাইট্রেট/সেলুলোজ এসিটেট ➡️ অর্ধ কৃত্রিম
#mediaim_contents@amarto_basicvalona
#gklogy_30days_challange
⌛কন্টেন্ট-০৬: নদীর বিশেষ নাম এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ
📭বিশেষ নাম:
✅বাংলার সুয়েজ খাল -গাবখান নদী
✅পশ্চিম এর লাইফ লাইন- গড়াই নদী
✅বাংলার দুঃখ -দামোদর নদ
✅কুমিল্লার দুঃখ -গোমতী নদী
✅চট্টগ্রামের দুঃখ -চাক্তাই খাল
✅খাগড়াছড়ি দুঃখ -চেঙ্গী নদী
✅পশ্চিমা বাহিনীর নদী- বিল ডাকাতিয়া
🔰পূর্ব/প্রাচীন নাম:
✅ব্রহ্মপুত্র নদের প্রাচীন নাম- লোহিত
✅পদ্মা নদীর প্রাচীন নাম- নলিনী
✅যমুনা নদীর প্রাচীন নাম-জোনাই
✅পদ্মা নদীর অপর নাম- কীর্তিনাশা
✅বুড়িগঙ্গা নদীর অপর নাম- দোলাই
✅উৎপত্তিস্থলে মেঘনার নাম- বরাক
পদ্মার ভারতীয় অংশের নাম- গঙ্গা
🔰প্রতিষ্ঠানসমূহ:
✅বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরে অবস্থিত।
✅নদীর মাছ/ইলিশ মাছ গবেষণা ইনস্টিটিউট/মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউট চাঁদপুরে অবস্থিত।
✅সামুদ্রিক মাছ গবেষণা ইনস্টিটিউট কক্সবাজার অবস্থিত ।
✅যৌথ নদী কমিশন গঠিত হয় ১৯৭২ সালে।
#medilogy@amarto_basicvalona #gk
খুব নিরবে, নিভৃতে, নির্ভয়ে নিজের সব চাওয়া-পাওয়া, কষ্ট, হতাশা, প্রত্যাশার চাপ, আবেগ ও আক্ষেপ নিয়ে সৃষ্টিকর্তার কাছে নত হও।
যা কাউকে বলা যায় না, উনাকে বলো। যা কারও কাছে চাইতে পারও না, উনার কাছে চাও।
সমস্যা, হতাশা বা কষ্টগুলো ঠিক তাৎক্ষণিক চলে যাবে না হয়ত; কিন্তু, নিজের ভেতর অন্যরকম সাহস, শক্তি ও চাঞ্চল্য অনুভব করবে। সামনে আগানোর পথ পাবে। নিজেকে হালকা মনে হবে। নিশ্চিত।
"হে প্রশান্ত আত্মা! তুমি ফিরে আসো তোমার রবের দিকে, সন্তুষ্টচিত্তে ও সন্তোষপূর্ণ অবস্থা। অত:পর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও। আর চির প্রশান্তির ময়দানে প্রবেশ করো।"
(আল কুরআন - ৮৯:২৭-৩০)
মেধাবীদের অন্বেষনে, মেধার বিকাশে, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে— ন্যাশনাল ইয়ুথ সাইন্স অলিম্পিয়াড।
(রেজিষ্ট্রেশন সম্পূর্ণ ফ্রী)
রেজিষ্ট্রেশন লিংক: http://bdinnovativesociety.org/innovative-registration
বিভাগ ভিত্তিক স্থান, তারিখ ও সময় জানিয়ে দেয়া হবে।
১৫ তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড ২০২৫ এর নিবন্ধন চলছে।
নিবন্ধন করতে ভিজিট করুন: www.bdpho.org
নদ-নদী নিয়ে তোমাদের রয়েছে চিরায়ত কনফিউশন।চেষ্টা করেছি যেগুলো কনফিউশন তৈরি হয় তোমাদের প্রশ্ন সলভ করতে গিয়ে সেগুলোরই উত্তর করার।
#gklogy_30days_challenge
❓কন্টেন্ট-০৫: নদী নিয়ে কনফিউশন
✅২৪ সেপ্টেম্বর,২০২৩ বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত সেমিনারে জাতীয় নদী রক্ষা কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী দেশে মোট নদী-১০০৮ টি।
এবং নদ-নদীর দৈর্ঘ্য মোট ২২,০০০ কিলোমিটার।
✅সবচেয়ে বেশি নদী প্রবাহিত বিভাগ ঢাকা(২২২ টি),জেলা সুনামগঞ্জ(৯৭)
✅সবচেয়ে বেশি জেলা অতিক্রমকারী নদী পদ্মা৷
সবচেয়ে বেশি উপজেলা অতিক্রমকারী নদী মেঘনা।
✅-বাংলাদেশের দীর্ঘতম নদী (৩৪১ কি.মি.)- পদ্মা[জাতীয় নদী রক্ষা কমিশন এর ২৫ সেপ্টেম্বর ২০২৩]
-দ্বিতীয় দীর্ঘতম নদী ইছামতী ৩৩২ কিমি।
-তৃতীয় দীর্ঘতম মেঘনা।
✅বাংলাদেশের বৃহত্তম, প্রশস্ততম (১৩০০০ মি.), গভীরতম (২৭মি.), নাব্যতম নদী ও চির যৌবনা নদী - মেঘনা।
নিঝুম দ্বীপ অবস্থিত মেঘনা নদীর মোহনায়।
✅ক্ষুদ্রতম নদী-গাঙিনা(০.০৩২ কি.মি.)
অপশনে গাঙিনা না থাকলে গোবরা হবে।(৪ কি.মি.,পঞ্চগড়)
✅বাংলাদেশের নবীনতম এবং অধিক চরবিশিষ্ট নদী যমুনা।(১৭৮৭ সালে উৎপন্ন)
✅একমাত্র পাহাড়ি নদী,খরস্রোতা,বিদ্যুৎ উৎপাদন এ সক্ষম নদী- কর্ণফুলী।
✅বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি- হালদা এবং সাঙ্গু নদী।
✅বাংলাদেশ হতে ভারতে প্রবেশকারী নদী- কুলিখ।
✅বাংলাদেশ এর মোট অভিন্ন নদী ৫৮ টি।অপশনে ৫৮ না থাকলে ৫৭ দিবে।
✅ভারত ও বাংলাদেশের অভিন্ন নদী-৫৫ টি।বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী হাড়িয়াভাঙ্গা।
✅মায়ানমার ও বাংলাদেশের অভিন্ন নদী-৩ টি(সাঙ্গু,মাতামুহুরী ও নাফ)
✅দেশে নদী বন্দর বর্তমানে ৫৩ টি।সর্বশেষ চিলমারী নদী বন্দর,কুড়িগ্রাম।প্রধান নদী বন্দর নারায়ণগঞ্জ।
✅বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ফরিদপুর এ।
✅দীর্ঘতম নদ ব্রহ্মপুত্র।
বাংলাদেশ সহ তিন দেশের উপর বয়ে যাওয়া দীর্ঘতম নদ - ব্রহ্মপুত্র।
বাংলাদেশের মোট নদ তিনটি।(ব্রহ্মপুত্র,কপোতাক্ষ,আড়িয়াল খা)
#medilogy@amarto_basicvalona #gk
টপিকঃ দুধ (কর্মমুখী রসায়ন)
আসসালামু আলাইকুম
আপনারা ngl এ বিভিন্ন প্লাটফর্মের এক্সাম ব্যাচ নিয়ে প্রশ্ন করেন ভর্তি হওয়ার ব্যাপারে।এক্ষেত্রে আমরা তাদের পাবলিক প্লাটফর্মে কেমন সার্ভিস দেই সেটা দেখে সাজেশন দেই।কিন্তু কোর্স এনরোল করিয়ে প্রাইভেট এক্সাম ব্যাচে নিতে পারলেই প্রশ্নের মান কমিয়ে দেয়/সময়মতো এক্সামের কুয়েশ্চন দেই না।মুখে মিষ্টি দিয়ে পেইড ব্যাচে গিয়ে তিতা দেখেন।আপনাদের তখন স্বভাবতই আমাদের উপর অভিমান আসে যেহেতু আপনারা আমাদের সাজেশনে ভর্তি হয়েছিলেন।
™যারা বাহ্যিক চাকচিক্য দেখিয়ে বিভিন্ন কোর্সে ভর্তি করিয়ে তাদের কোন কুয়েশ্চন থাকলে সলভ করে দেওয়া হই না, কথায় এবং কাজে মিল রাখে না, ঠিকটাইমে প্রশ্ন দেই না তাদের চিন্তায় পরিবর্তন আনার জন্য দোয়া করছি।
🔘নোট:আপনারা এখন থেকে আমাদের সাজেশনে হুট করে কোথাও ভর্তি হবেন না।একটু নিজেও চেক করে নিয়ে তারপর ভর্তি হবেন কারণ অনেকের আলাদা আলাদা চয়েজ থাকে।
দেখো আমরা যেসব জিনিস ছাড়া এই দুনিয়াবি জীবন কল্পনা করতে পারি না, কিছু মানুষকে দেখি এসব জিনিস ছাড়াই দিব্যি বেঁচে আছে।
তাদের এই বেঁচে থাকার রহস্য বের করতে গেলে সবর ব্যতীত অন্যকিছু খুঁজে পাওয়া কঠিন। তখন ভাবতে বাধ্য হই, যাকে আল্লাহ তা’আলা সবর করার শক্তি দিয়েছেন তার চেয়ে শক্তিশালী মাখলুকদের মধ্যে আর কেউ হতেই পারে না!
বস্তুত এসব ব্যক্তিদেরকে অসহায়, দুর্বল মনে হলেও সবরের মাধ্যমে যে শক্তির বহিঃপ্রকাশ দেখা যায় সেই শক্তির সাথে অন্যকিছুর কোনো তুলনা চলে না। অল্পতেই যে ভেঙে পড়ে সে সব পেয়েও তো দুর্বল!
#reminder
Botany আবুল হাসান স্যারের বইয়ের নতুন এডিশনে ব্যাকটেরিয়ার শেষের দিকে এই তথ্যসমূহ এড করা হয়েছে, যা বিগত বছরের এডিশনগুলোতে ছিল না!
এই তথ্যসমূহ মেডিকেল ভর্তি প্রত্যাশীদের জন্য জানা অপরিহার্য। যেকোনো সময় এই পৃষ্ঠা থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন চলে আসতে পারে। Be Prepared...
#BeUpdateWithRAAC #biology
আগামীকাল বইমেলার শেষ দিন। বায়তুল মুকাররম মসজিদ প্রাঙ্গণে (পূর্ব) আসুন ,অনেক অনেক বই কিনুন 🌸❤️
Читать полностью…#medunitions
ডাক্তারি ভর্তি পরীক্ষার জন্য জ্যোতির্বিদ্যা অধ্যায় থেকে যা যা পড়লে ভালো
১. কোন বিজ্ঞানী কী বলছে, কী করছে, কোন বিজ্ঞানীর নামে কোন ঘটনার নামকরণ আছে
২. v=HD, R=2GM/c² সংক্রান্ত যা একক, মান, মাত্রা, প্রশ্ন আছে সব
৩. মহাবিশ্বের পরিণতির তিন মত, ঘনত্ব প্যারামিটার কোন মতানুযায়ী কত হবে
৪. মহাবিশ্বের মৌলিক উপাদান, সূর্যের ক্ষমতা
৫. গ্যালাক্সির প্রকার ও গঠন
৬. মৌলিক কণাগুলোর ধরন, স্পিন
৭. ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের ব্যাসার্ধ ও চৌম্বকক্ষেত্রের প্রভাব (বাকিগুলো আপনারা পারবেন ঐ কনফিডেন্স আমার আছে)
৮. নক্ষত্রের পরিণতি, চন্দ্রশেখর সীমা
৯. অপ্টিক্যাল টেলিস্কোপের প্রকারভেদ, ব্যবহৃত উপাদান
১০. অনুশীলনী (প্রায় বেশিরভাগ প্রশ্নই লাগে, এখানে অংক কমই, তাও হাতে হাতে করার মত)
~ সীমান্ত
#medilogy #physics
#medilogy@amarto_basicvalona
#kicchu_parina
১) সন্ন্যাসী কাকড়াতে কোন ধরনের ট্যাক্সিস দেখা যায়?
✅ টেলোট্যাক্সিস
২) কুনো ব্যাঙের শীতনিদ্রায় গমন কোন ধরনের থার্মোটেক্সিস ?
(ট্যাক্সিস এর উদাহরণ গুলো must দেখবা)
✅ ঋনাত্মক
৩) মাইটোসিসের কোন ধাপটি স্বল্পস্থায়ী?
(মাইটোসিসের ধাপগুলো must দেখবা)
✅ প্রো মেটাফেজ
৪) সিন্যাপসিস ঘটে মিয়োসিস -১ এর কোন উপধাপে?
(মায়োসিস এর উপধাপ গুলো VVI, অবশ্যই দেখবা)
✅ জাইগোটিন
৫) কোন রাসায়নিক উপাদান ক্রসিং ওভার বৃদ্ধি করে?
(ক্রসিং ওভার অংশটা খুব ভালো করে একবার পড়বে)
✅ ইথাইল মিথেন সালফোনেট
#mediaim_contents