❓❓ঝিল্লিবদ্ধ ও ঝিল্লিবিহীন অঙ্গাণু মনে রাখতে তোমরা ট্রিক ব্যবহার করো, ছন্দ পড়ো। একলাইনে শেখাই, কীভাবে মনে রাখবে।
১. যেসব অঙ্গাণু ভেতরে কিছু ধারণ করে : ঝিল্লিবদ্ধ / আবরণযুক্ত
২. যেসব অঙ্গাণু ভেতরে কিছু ধারণ করে না : ঝিল্লিবিহীন / আবরণবিহীন।
আরো সহজ করি- যারা ভেতরে 'এনজাইম, লিপিড, আয়ন' ধারণ করর, তারা ঝিল্লিবদ্ধ। যেমন-
১. লাইসোসোম (এনজাইম)
২. এন্ডোপ্লাজমিক জালিকা (এনজাইম, আয়ন)
৩. গ্লাই-অক্সিসোম (লিপিড বিপাকের এনজাইম)
৪. পার-অক্সিসোম (ক্যাটালেজ এনজাইম)
৫. গলগি বডি (বহু এনজাইম)
ইত্যাদি
যারা কিছু ধারণ করে না..... (আরো সহজ করে- যারা সুতা দ্বারা তৈরি বা নলের মতো লম্বা)
১. রাইবোসোম (rRNA, Protein সুত্রক দ্বারা তৈরি)
২. কোষকঙ্কাল সবাই (নলের মতো, সুতার মতো)
_রাজীব ভাই (BH)
#biology #info
#medunitions
❓ডাক্তারি ভর্তি পরীক্ষার জন্য সেমিকন্ডাক্টর অধ্যায় থেকে যা যা পড়লে ভালো
১. সকল বিজ্ঞানীর নাম ও কাজ
২. পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহীর উদাহরণ, রোধ
৩. শক্তি-যোজন-নিষিদ্ধ-পরিবহন ব্যান্ড, ব্যান্ড অনুযায়ী পরিবাহী-অর্ধপরিবাহী-অপরিবাহী
৪. এক্সট্রিন্সিক সেমিকন্ডাক্টরের উদাহরণ
৫. n-p type অর্ধপরিবাহী তৈরি প্রক্রিয়া, হোল-ইলেকট্রন কোনটি কোন বাহক
৬. জাংশন ব্যারিয়ার মান, ডায়োড ব্যবহার
৭. সম্মুখ-বিপরীত বায়াসের বৈশিষ্ট্য (প্রবাহ উৎপন্ন, প্রবাহমাত্রা, বিভবপার্থক্য-প্রবাহের সম্পর্ক)
৮. রেক্টিফিকেশন প্রক্রিয়া
৯. ট্রাঞ্জিস্টর সংজ্ঞা, প্রকার, অংশ, সুবিধা-অসুবিধা, ব্যবহার, ট্রাঞ্জিস্টর অ্যাম্প্লিফায়ার ব্যবহার
১০. সংখ্যাপদ্ধতি প্রকারভেদ, রূপান্তর (সলভ করার জিনিস, সলভ করলে খুবই ভালো হয়, যেহেতু আইসিটিতেও পড়ছেন সবাই)
১১. বুলিয়ান বীজগণিতের সূত্র-সম্পর্ক, লজিকগেট প্রকারভেদ ও সংজ্ঞা (এগুলোও আইসিটির পড়া, এখন পড়তে বেশি সময় লাগার কথা না)
১২. ইসহাক স্যারের সারসংক্ষেপ (সেটা অবশ্যই চ্যাপ্টারটা একবার পড়ার পর পড়বেন)
১৩. অনুশীলনী (ইসহাক স্যার তপন স্যার দুইটাই সলভ করতে পারলে খুবই ভালো হয়, আগে ইসহাক স্যার সলভ করতে হবে। বেশিরভাগ প্রশ্নই লাগে, স্কিপের প্রশ্ন কিছুটা কম বলা যায়)
#medilogy@amarto_basicvalona #physics
এ ভাইকে আজ জবা/ই করে দিয়েছে কিছু *** সদস্যরা। চট্টগ্রাম এ, আপনারা আর কিছু না পারেন প্রতি সালাত শেষে বদদুয়া জারি রাখিয়েন, ভারত,বাংলাদেশ, ফিলিস্তিন, চীন... সব মুসলিম নির্যাতনকারীদের জন্য।
আল্লাহ ভাইকে জান্নাত নসিব করুক, পরিবারের জন্য সহজ হোন, আমীন।
#medunitions
❓ডাক্তারি ভর্তি পরীক্ষার জন্য চল তড়িৎ অধ্যায় থেকে যা যা পড়লে ভালো
১. সকল গাণিতিক সূত্র, একক, মাত্রা, মুখস্ত মান
২. তাপমাত্রা গুণাঙ্ক বলতে কী বুঝায়?
৩. জুলের তাপী ক্রিয়ার তিন সূত্র ও গাণিতিক রূপ
৪. প্রবাহ ও প্রবাহঘনত্বের সাথে তাড়নবেগের সম্পর্ক
৫. রোধের দুই সূত্র, নির্ভরশীলতা, সমবায়ের প্রকারভেদ, শ্রেণি সমবায়ের বৈশিষ্ট্য, সমান্তরাল সমবায়ে R ও nr এর সম্পর্ক
৬. ওহমের সূত্র
৭. ওয়াট/কিলোওয়াট-ঘণ্টা বলতে কী বুঝায়? BOT কী?
৮. ফিউজের তার – ৩ ভাগ সীসা, ১ ভাগ টিন, শ্রেণিতে যুক্ত, গলনাঙ্ক কম
৯. তড়িৎকোষের প্রকারভেদ ও উদাহরণ
১০. কার্শফের সূত্র:
প্রথম সূত্র – যোগফল শূন্য
দ্বিতীয় সূত্র – মোট তড়িৎচালক শক্তি=রোধ ও প্রবাহমাত্রার গুণফলগুলোর যোগফল
১১. শান্ট – কম রোধ, সমান্তরালে যুক্ত, অ্যামিটারে ব্যবহারিক প্রয়োগ, সংশ্লিষ্ট সূত্র
১২.
অ্যামিটার – তড়িৎ পরিমাপ, বর্তনীতে শ্রেণিতে যুক্ত, নিম্নরোধ ব্যবহৃত যাতে পরিমাপ্য প্রবাহ হ্রাস না পায়
ভোল্টমিটার – বিভবপার্থক্য পরিমাপ, বর্তনীতে সমান্তরালে যুক্ত
পটেনশিওমিটার – দুটি কোষের emf এর তুলনায় ব্যবহৃত। কম মানের বিভবপার্থক্য, প্রবাহ ও রোধও পরিমাপ করা যায়
হুইটস্টোন ব্রিজ – চারটি রোধের লুপে চারটি সংযোগস্থল, যেকোনো দুটি বিপরীত সংযোগস্থলের মাঝে বিদ্যুৎকোষ, অপর দুটির মাঝে গ্যালভানোমিটার
পোস্টঅফিস বক্স – অজানা রোধ নির্ণয়, হুইটস্টোন ব্রিজের ঘনসংবদ্ধ রূপ। প্রথম ব্যবহৃত হত পোস্টঅফিসে টেলিগ্রাফের তারের রোধ নির্ণয়ে, তাই নাম পোস্টঅফিস বক্স
১৩. অনুশীলনী (অংক অনেকগুলোই স্কিপ করার মত। হাতে হাতে ক্যালকুলেশন করা গেলে স্কিপ করা যাবে না। অনুশীলনী সলভ করলেই অংক ও আনুষঙ্গিক প্রশ্ন সম্পর্কে ধারণা পাবেন)
#medilogy@amarto_basicvalona #physics
শেষ ৫০ দিনের মেডিকেল ভর্তি পরীক্ষার রিভিশান প্ল্যান কেমন হওয়া উচিত
রাকিবুল হাসান
এমবিবিএস ৪র্থ বর্ষ, ডিএমসি
https://www.facebook.com/groups/mediaim/permalink/2647178145490626/
এটা সার্কুলার না, নীতিমালা । সার্কুলার ৮ ডিসেম্বর।
সেখানে জিকে কি থাকবে হয়তোবা ক্লিয়ার করে দিবে বা আগের মতই রাখবে।
©Mediaim
Varsity Math Program
Straight Line (Part-1)
Bright Saha
Math Instructor
https://www.facebook.com/OfficialMediAim/videos/980751290544624/?app=fbl
পড়েন দেখি সবাই ✅
📛Short overview 📛
💊ট্রিপল সুপার ফসফেট(TSP) = Ca(H2PO4)2
💊ইউরিয়া = NH2CONH2 (N2-46%)
💊সুপার ম্যাজিক সার= Me2DI3A2IM
💊মিউরেট অব পটাশ = KCl
💊জিপসাম = CaSO4.2H2O
♻️গ্যাস overview ♻️
⛳🎯পানি গ্যাস/ওয়াটার গ্যাস/ব্লু গ্যাস = CO + H2
⛳🎯প্রডিউসার গ্যাস = 2CO + N2
⛳🎯সিনথেটিক গ্যাস / সংশ্লেষ গ্যাস = CO+3H2
⛳🎯উডগ্যাস = CH4 + CO + H2
⛳🎯মার্শ গ্যাস = মিথেন (CH4)
⛳🎯মাস্টার্ড গ্যাস = CICH2-CH2-S-CH2-CH2-CI(C₄H₈Cl₂S) 👉 ডাইক্লোরো ডাই ইথাইল সালফাইড
⛳🎯বোতল গ্যাস = CH3-CH2-CH3( প্রোপেন)
⛳🎯ফসজিন গ্যাস = কার্বোনিল ক্লোরাইড(COCl2)
⛳🎯লাফিং গ্যাস = নাইট্রাস অক্সাইড(N2O)
⛳🎯কাঁদুনে গ্যাস/টিয়ার গ্যাস/বমি গ্যাস = ক্লোরোপিক্রিন(CCl3-NO2)
⛳🎯ক্লেটন গ্যাস = সালফার ডাই অক্সাইড(SO2)
🏆নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার সংক্ষেপে 🏆
🎀He- উড়োজাহাজ+বেলুন+ডুবুরীর শ্বাস প্রশ্বাস+অ্যাজমা চিকিৎসা(O2+He মিশ্রণ)+NMR মেশিনে ও তোমার মনের নিষ্ক্রিয় পরিবেশে রাসায়নিক বিক্রিয়া ঘটাতে।
🎀Ne- নিয়নবাতিতে+ আলোকসজ্জায়+উড়ন্ত বিমানে লাল নিয়ন আলো
🎀Ar- বৈদ্যুতিক বাল্ব+ তেজস্ক্রিয়তা মাপার যন্ত্রে
🎀Kr-টিউব লাইট+ বৈদ্যুতিক গ্যাস বাল্ব
🎀Xe-ফটোগ্রাফিক ফ্লাশ লাইটে
🎀Rn-ক্যান্সার চিকিৎসা+ রেডিও থেরাপিতে।
#mediaim_chemistry
#mediaim_contents
কবি নজরুল আর সোহরাওয়ার্দী কলেজে এই হামলার তীব্র প্রতিবাদ জানাই।শুভ বুদ্ধির উদয় হোক এদের।।
Читать полностью…#medunitions
▶️ডাক্তারি ভর্তি পরীক্ষার জন্য আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এবং তাপগতিবিদ্যা অধ্যায় থেকে যা যা পড়লে ভালো
❓আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব:
১. সকল গাণিতিক সূত্র, একক, মাত্রা, কোন রাশি দ্বারা কী বুঝায় (তাপগতিবিদ্যার জন্যও প্রযোজ্য)
২. আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য ও সূত্রাবলী, আদর্শ গ্যাস সমীকরণ
৩. প্রমাণ তাপমাত্রা-চাপ, পরমশূন্য তাপমাত্রা
৪. গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য (বেশি জটিল লাগলে এটা অধ্যায় শেষ করার পরে পড়বেন)
৫. অতিবিক্ষ্যাত "মূল গড় বর্গবেগ" সম্পর্কিত তথ্য
৬. গ্যাসের গতিতত্ত্বের জনক বার্নৌলি এবং ব্রাউনীয় গতির আবিষ্কারক আইনস্টাইন, যেটা আমরা অনেকেই ভুল করি
৭. গড় মুক্তপথের নির্ভরশীলতা (যদিও এটার গাণিতিক সূত্র জানা থাকলে আলাদা করে পড়ার দরকার নাই তেমন)
৮. স্বাধীনতার মাত্রার এবং γ এর মানগুলো, এর গুরুত্ব (তাপগতিবিদ্যা অধ্যায়ে আছে)
৯. সম্পৃক্ত-অসম্পৃক্ত বাষ্পের বৈশিষ্ট্য (মূল পয়েন্ট – সংজ্ঞা, স্থান, বয়েল-চার্লসের সূত্র মানে কিনা, রূপান্তর। এটা জটিল মনে হলে অধ্যায় পড়া শেষ করার পর পড়বেন)
১০. 0° ও 100°C এ বাষ্পচাপের মান
১১. আর্দ্রতার প্রকারভেদ, সংশ্লিষ্ট ঘটনাবলী (গল্প পড়ার মত করে পড়বেন, মুখস্ত করার দরকার নাই, মূল জিনিস বুঝতে পারলেই হইছে), আপেক্ষিক আর্দ্রতা x% দ্বারা কী বুঝায়?
১২. আর্দ্রতামাপক যন্ত্রের শ্রেণিবিভাগ, হাইগ্রোমিটারের পাঠের পার্থক্যের ব্যাখ্যা
❓তাপগতিবিদ্যা:
১. উষ্ণতামিতিক ধর্ম ও পদার্থের নাম (উদাহরণ – রোধ-পারদ থার্মোমিটার, পাইরোমিটার) ও ব্যবহার
২. তাপগতিবিদ্যার সকল সূত্র, সম্পর্কিত সকল বিজ্ঞানীদের নাম, ব্যবহার, মূল বক্তব্য
৩. তাপমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে C/5=F-32/9=K-273/5 (অ্যাডমিশনে এসেও এই সূত্র না জানলে চড়ানো উচিত), তাপমাত্রার পার্থক্যের ক্ষেত্রে 1°C=1.8°F=1K, এবং সংশ্লিষ্ট সব অংক
৪. ত্রৈধবিন্দুর শর্তাবলী, অক্সিজেন, আর্গন, পারদ ও পানির ত্রৈধবিন্দু (পানিরটা আপনারা সবাইই জানেন)
৫. কোন তাপমাত্রা কোন কোন স্কেলে একই মান দেয় টাইপের অংক (এগুলো সোজা মুখস্ত করবেন)
৬. তাপগতীয় প্রক্রিয়াগুলোর দাগানো লাইন
৭. সিস্টেমের প্রকারভেদ ও সংজ্ঞা
৮. সমোষ্ণ-রুদ্ধতাপীয় পরিবর্তনের শর্ত-বৈশিষ্ট্য (মিলিয়ে পড়লে সহজ হবে)
৯. মেয়ার হাইপোথিসিস
১০. তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের বিবৃতিগুলো – (বিবৃতি পুরো পড়তে গেলে প্যাঁচ লাগবেই, তারচে মূল শব্দগুলো মনে রাখলে ভালো)
ক্লসিয়াস – বাইরের শক্তি, স্বয়ংক্রিয় যন্ত্র
কেলভিন – শীতল
প্ল্যাংক – তাপশোষণ, কাজে রূপান্তর
কার্নো – তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর
১১. প্রত্যাবর্তী-অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার শর্ত ও উদাহরণ
১২. কার্নো ইঞ্জিনের অংশগুলো, কোন ধাপে কী প্রক্রিয়া ঘটে, কার্নোচক্রে এন্ট্রপির পরিবর্তন
১৩. কোন ইঞ্জিনের দক্ষতা বেশি?
১৪. রেফ্রিজারেটরের মূলনীতি
১৫. এন্ট্রপির দাগানো লাইন, তাৎপর্য (খুবই গুরুত্বপূর্ণ টপিক), পৃথিবীর তাপীয় মৃত্যু
দুই অধ্যায়েই অনুশীলনী সলভ করা লাগবেই, তবে স্কিপ করার মত প্রশ্নও আছে। হাতে হাতে ক্যালকুলেট করার মত সব অংকই সলভ করা লাগবে।
#medilogy@amarto_basicvalona #physics
#gklogy_30days_challange
⌛কন্টেন্ট-০৬: নদীর বিশেষ নাম এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ
📭বিশেষ নাম:
✅বাংলার সুয়েজ খাল -গাবখান নদী
✅পশ্চিম এর লাইফ লাইন- গড়াই নদী
✅বাংলার দুঃখ -দামোদর নদ
✅কুমিল্লার দুঃখ -গোমতী নদী
✅চট্টগ্রামের দুঃখ -চাক্তাই খাল
✅খাগড়াছড়ি দুঃখ -চেঙ্গী নদী
✅পশ্চিমা বাহিনীর নদী- বিল ডাকাতিয়া
🔰পূর্ব/প্রাচীন নাম:
✅ব্রহ্মপুত্র নদের প্রাচীন নাম- লোহিত
✅পদ্মা নদীর প্রাচীন নাম- নলিনী
✅যমুনা নদীর প্রাচীন নাম-জোনাই
✅পদ্মা নদীর অপর নাম- কীর্তিনাশা
✅বুড়িগঙ্গা নদীর অপর নাম- দোলাই
✅উৎপত্তিস্থলে মেঘনার নাম- বরাক
পদ্মার ভারতীয় অংশের নাম- গঙ্গা
🔰প্রতিষ্ঠানসমূহ:
✅বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরে অবস্থিত।
✅নদীর মাছ/ইলিশ মাছ গবেষণা ইনস্টিটিউট/মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউট চাঁদপুরে অবস্থিত।
✅সামুদ্রিক মাছ গবেষণা ইনস্টিটিউট কক্সবাজার অবস্থিত ।
✅যৌথ নদী কমিশন গঠিত হয় ১৯৭২ সালে।
#medilogy@amarto_basicvalona #gk
❓তুমি কি ভেড়া?
➡️এরকম একটা কথা আমাদের কাউকে না কাউকে শুনতে হয়েছে। বিশেষ করে তখন যখন স্কুল, কলেজে পড়া ঠিকমতো দিতে পারোনি বা প্রশ্নের ভুলভাল উত্তর দিয়েছো।
ভেড়ার ইংরেজি হচ্ছে sheep/ lamb.
এইযে এই কথাটা, তোমাকে ভেড়া বলে ডাকা হলো, কখন একজন মানুষ এমন করে সম্বোধন করবে তোমাকে? যখন তোমার কাজে ওই মানুষটা বিরক্ত বা upset হয় তখন। kind of এক ধরনের criticise করা।
দুইটা শব্দ highlight করো এখানে। lamb এবং criticise। কেন highlight করতে বললাম?
lambast বলে একটি শব্দ আছে। এটি verb। যার অর্থ হলো কাউকে খুব harshly criticise করা, বকা দেওয়া, কথা শোনানো।
আশা করি শব্দটি তুমি ভুলবে না। কেননা যদি ভুলে যাও-
Your teacher may lambast you by calling you a lamb.
আজকের মতো বিদায়।
#late_night_english
#mediaim_contents
Nafis Ahmed Khan
Sir Salimullah Medical College, Dhaka.
CMO, MediAim.
নটরডেম কলেজের যারা কবি-সোহরাওয়ার্দীতে হাম*লায় জড়িত ছিল তাদের চিহ্নিত করে TC দেয়া হয়েছে‼️
©DC
❓▶️উল্লেখযোগ্য পরিবর্তনসমূহ:
১. সেকেন্ড টাইমারদের ৩ মার্ক কর্তন করা হবে।
২. যারা কোনো মেডিকেল/ডেন্টাল কলেজে ভর্তি আছে, তাদের ৬ মার্ক কর্তন করা হবে।
৩. ইয়ার গ্যাপ থাকলেও (SSC/দাখিল/সমমান-2021) পরীক্ষা দেওয়া যাবে।
৪. GPA এর জন্য মোট 100 মার্ক বরাদ্দ।
SSC GPA*10 = 50
HSC GPA*10= 50
৫. মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য 5% কোটা বরাদ্দ থাকবে।
আমি বুঝি না এই লেভেলের শিক্ষার্থীদের কেন এতো প্রেসার ক্রিয়েট করা হচ্ছে।দিন দিন অনার্স ৩য়/৪র্থ বর্ষের শিখন গুলো কেন এই লেভেলে আসবে???প্রতিটি স্তরের একটি সহনীয় সবার গ্রহণযোগ্য শিখন ব্যবস্থা তৈরী করা হয়।
আর এই সকল ডেট এক্সপায়ার্ড রাইটার সকল নিয়ম নীতিকে উপেক্ষা করে শুধু বেশি বিক্রির আশায় প্রতি বছর একই সিলেবাসের আপডেট বই বাজারে ছাড়ে।
আর ভালনারেবল শিক্ষার্থীদের সামনে তখন এটা ঢেকি গিলার সম পর্যয়ের হয়ে যায়।
সর্তকবার্তা:
রাত জেগে পড়বে ভাবছো কিন্তু তাও পড়াশোনা রেখে মোবাইলে স্ক্রল করছো কিংবা চ্যাটিং এ ব্যাস্ত হয়ে পড়েছো!
এত কষ্ট করে রাত জাগা সফল করো।এ সময় শীঘ্রই ফুরিয়ে যাবে।
এই লাইন গুলো আমাদের মনে করিয়ে দেয় যে - এই পৃথিবীর ক্ষণস্থায়ী মায়া-মোহের বাইরে এক অনন্ত জগৎ অপেক্ষা করছে, যেখানে শান্তি, সাফল্য, এবং পরিপূর্ণতার প্রতীক সেই সোনার তোরণ।
জীবনের প্রতিটি দুঃখ-কষ্ট, চ্যালেঞ্জ, এবং ব্যর্থতা যেন আমাদের প্রস্তুত করে সেই মহৎ গন্তব্যের জন্য। এই লাইন আমাদের মনে আশার আলো জ্বালায়, যেন আমরা জীবনের সকল ঝড় পাড়ি দিয়ে এগিয়ে যেতে পারি।
কবিতার আরেকটি অংশ এখানে প্রাসঙ্গিক: সেটা হলো -
"তোমার চিবুকে জল! অথচ স্বপ্নেরা জেগে আছে
তারা হারায়নি।
আমাদের ছায়াগুলোও ঠিকঠাক দুলছে,
আমরা বেঁচে আছি এখনো।"
এটি আমাদের মনে করায়, যতই জীবন কঠিন হোক, স্বপ্ন এবং আশা কখনো মরে না। এগুলোই আমাদের গন্তব্যের পথ দেখায়। তাই মনে রাখতে হবে, অন্ধকার যত গভীর হোক, সোনার তোরণের আলো ঠিকই আমাদের পথ দেখাবে।। ধৈর্য্য, বিশ্বাসের সাথে সামনে এগিয়ে যেতে হবে....❤️🌸
পয়েন্ট মিউটেশন সম্বন্ধে আমি সর্বপ্রথম জানতে পারি MBBS সেকেন্ড ইয়ারে উঠে, বায়োকেমিস্ট্রি পড়তে গিয়ে। অথচ এখনকার পোলাপান তা সম্বন্ধে ইন্টারমিডিয়েটেই ধারণা পাবে।
Botany আবুল হাসান স্যারের নতুন এডিশনে এই তথ্যসমূহও এড করা হয়েছে।
_riyad ভাই
#BeUpdateWithRAAC #biology
❓❓একনজরে নিস্ক্রিয় গ্যাসের ব্যবহার সমুহ:
▶️ হিলিয়াম 🌺🌺
✅ গভীর সমুদ্রে ডুবুরিগণ ও হাঁপানির রোগীগণ He-O2 গ্যাসের মিশ্রণ শাসকার্যে ব্যবহার করে
✅ Asthma রোগের চিকিৎসায় He-O2 গ্যাসের মিশ্রণ ব্যবহার করা হয়
✅ অধিক সক্রিয় ধাতুকে গলানোর সময় He গ্যাসের উপস্থিতিতে কাজটি সম্পন্ন হয়
✅ NMR যন্ত্রে তরল He ব্যবহার করা হয়
✅ পরম শুন্যতাপমাত্রায় পৌছাতে He গ্যাস ব্যবহার করা হয়
▶️নিয়ন🌺🌺
✅ বাণিজ্যিক নিয়ন বাতিতে Ne গ্যাস ব্যবহার করা হয়
✅অপারেশন রুমে নিয়ন টিউবের আলো ব্যবহার করা হয়
✅ এরোপ্লেন,হেলিকপ্টার, জেট বিমান প্রভৃতি আকাশযানে নিয়ন আলো ব্যবহার করা হয়
✅ ভোল্টমিটারে Ne গ্যাস ব্যবহার করা হয়
▶️আর্গন🌺🌺
✅বৈদ্যুতিক বালবে নিস্ক্রিয় পরিবেশরুপে ব্যবহার করা হয় Ar
✅ রাসায়নিক বিক্রিয়ায় নিস্ক্রিয় পরিবেশ সৃষ্টি করতে ব্যবহার করা হয় Ar
▶️ ক্রিপটন 🌺🌺
✅ টিউবলাইটে Kr গ্যাস ব্যবহার করা হয়
✅খনি শ্রমিকদের মাথায় ব্যবহৃত টুপিতে Kr গ্যাস ভর্তি বালব ব্যবহার করা হয়
▶️জেনন
✅ ফটোগ্রাফিক ফ্ল্যাশ বালবে Xe গ্যাস ব্যবহার করা হয়
▶️ রেডন
✅ ক্যান্সার চিকিৎসায় Radiotherapy তে Rn ব্যবহার করা হয়
© ফারিয়া আপু
#mediaim@amarto_basicvalona #physics #mediaim_contents
আপনাদের বেশ খানিক লিখা চিঠি গতকাল পড়েছি, আসলে এতো সুন্দর রিমাইন্ডার আর ভালো লাগার মতো শব্দ চয়ন দেখে , মন কিছুটা হালকা হয়ে যায়।। আল্লাহ আপনাদের জ্ঞান আরো সমৃদ্ধ করুন, ইন শা আল্লাহ।।
জীবনের এই ক্ষুদ্র পরিসর প্রকৃতপক্ষে আমাদের জন্য পরীক্ষা। আড়ম্বরের প্রয়োজন নেই, বরং প্রয়োজন একটি খাঁটি হৃদয়ের, যা আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা ও ঈমানে ভরপুর। যদি সাহাবীদের মতো জীবন যাপন করতাম, তবে দুনিয়ার দুঃখ-বেদনাগুলো আমাদের স্পর্শ করতে পারত না। কারণ তারা দুনিয়াকে পিছনে ফেলে আখিরাতের আলোতে ছুটতেন।
কবি বলেছেন:
"এই জীবন, এই আঘাত, এই পথচলা, এই কষ্ট—
এসবই আল্লাহর পরিকল্পনার অংশ এবং রহস্যে ঘেরা, তাই একে মেনে নাও।"
তাই আমাদের উচিত, জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করা। কারণ, এই ক্ষণস্থায়ী জীবনের প্রকৃত সৌন্দর্য এখানেই❤️🌸
https://chithi.me/ayatus
ডুরালুমিন -
90-95% Aluminium
4% Cu
Mg
Mn
ব্রোঞ্জ / কাসা
90% Cu + 10% Sn /
88% Cu+12% Sn
ব্রাস/পিতল
80% Cu + 20% Zn