একক-মাত্রাভিত্তিক এক্সাম ২০২৪!
🔴মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় সবসময় কিন্তু একক-মাত্রা থেকে প্রশ্ন চলেই আসে। তাই আমরা নিয়ে এসেছি ফিজিক্স-কেমেস্ট্রির যত একক-মাত্রা আছে সবগুলোর উপর একটি এক্সক্লুসিভ এক্সাম!!
✅সিলেবাস : ফিজিক্স-কেমেস্ট্রির সকল একক-মাত্রা
✅এক্সাম দিতে পারবে : HSC-23+24
✅সেকেন্ড টাইমারদের ৩ মার্ক কাটা হবে
✅এক্সামের আপডেট জানতে জয়েন :
/channel/MediAimPoll
✅পূর্ণমান : ১০০*১=১০০ ; সময় : ৩০ মিনিট
✅পরীক্ষার তারিখ : ৩ ডিসেম্বর (সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা)
MediAim GKE Exam-2024
🔴পূর্ণমানঃ ২০০ (২০০*১) ; সময়ঃ ৫০ মিনিট
✅পরীক্ষা দেওয়া যাবেঃ সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টার মধ্যে
✅পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে ।
🔴সেকেন্ড টাইমারদের ৩ মার্ক কর্তন করা হবে ।
🔴লিংকঃ testmoz.com/14129648
🔴এক্সাম হাজার হাজার শিক্ষার্থী দিবে তাই ধীরে-সুস্থ্যে এক্সাম লিংকে প্রবেশ করবেন । লিংক কাজ না করলে একটু অপেক্ষা করে পরবর্তীতে এক্সাম লিংকে প্রবেশের চেষ্টা করবেন । রাত ১২টার মধ্যে এক্সাম কমপ্লিট করলেই হবে ।
আজ আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস। ফিলিস্তিনের প্রতি আন্তর্জাতিক পরিমন্ডলে সবচেয়ে বড়ো সংহতি ছিল বাংলাদেশের পাসপোর্টে লেখা Except Israel শব্দ দুটি। আওয়ামী লীগ সরকার সেটি তুলে দিয়েছে। পাসপোর্টে Except Israel লেখা আবার যুক্ত করার জোর দাবী জানাচ্ছি।
Читать полностью…#gklogy_30days_challange
‼️কনটেন্ট-০৭: সাম্প্রতিক রিলেটেড দুইটি প্রতিষ্ঠান
🔰জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন
✅গঠিত হয় ১০ সেপ্টেম্বর ২০২৪।
✅সভাপতি ডঃ মুহাম্মদ ইউনুস।
✅সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
✅জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্য সংখ্যা হবে ২১ জন।
🔰ইউনুস সেন্টার
✅পরিচয়- বাংলাদেশের সামাজিক ব্যবসা দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন সম্পর্কিত থিঙ্ক ট্যাঙ্ক।
✅প্রতিষ্ঠা ২০০৬ সালে।
✅অবস্থান মিরপুর,ঢাকা।
✅নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)বিষয়ক মুখ্য সমন্বয়ক হিসেবে নিয়োগ পেয়েছেন।
#medilogy@amarto_basicvalona #gk
আগামীকাল GK+English Mega Exam!
২০০ মার্কের এক্সাম হবে বিসিএস এর মত। এইবার যেহেতু সাধারণ জ্ঞানে পরিবর্তন আসবে, সেহেতু এই এক্সাম দিয়ে সেটার একটা ধারণা পাবে।
✅সিলেবাস : মেডিকেল অনুরূপ ইংরেজি ও সাধারণ জ্ঞান।
✅এক্সাম দিতে পারবে : HSC-23+24
✅সেকেন্ড টাইমারদের ৩ মার্ক কাটা হবে
✅এক্সামের আপডেট জানতে জয়েন :
/channel/MediAimPoll
✅পূর্ণমান : ২০০*১=২০০ ; সময় : ৪৫ মিনিট
✅এক্সাম দেওয়ার সময় : সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা
⚠️ বস টপিক রিভিশন
📍 শৈবাল ও ছত্রাক
🔥 শৈবাল (পার্ট-০১)
🔎 শৈবাল হলো সমাঙ্গদেহী, সরল প্রকৃতির, পরিবহন কলাবিহীন, সালোকসংশ্লেষণকারী জলজ উদ্ভিদ
🔎 শৈবালবিদ্যাকে Phycology বা Algology বলা হয়
🔎 যেসব ক্ষুদ্র শৈবাল সম্পূর্ণ ভাসমান অবস্থায় থাকে তাদের ফাইটোপ্লাংকটন বলে
🔎 পাথরের গায়ে জন্মানো শৈবালকে লিথোফাইট বলা হয়
🔎 শৈবালে সুস্পষ্ট জনুঃক্রম অনুপস্থিত
✍️ সচল এককোষী শৈবালের উদাহরণ Chlamydomonas, Euglena
✍️ নিশ্চল এককোষী শৈবাল হলো Chlorococcum, Chlorella
✍️ যেসব শৈবালের দেহ নলাকার, শাখান্বিত, প্রস্থ প্রাচীরবিহীন, এবং কোষে বহু নিউক্লিয়াস থাকে তাদের সিনোসাইটিক শৈবাল বলে
⚠️ Rhodophyta (লোহিত শৈবাল) কোরাল প্রাচীর গঠন করে
⚠️ Rhodophyta শ্রেণির শৈবালের সঞ্চিত খাদ্য ফ্লোরিডিয়ান স্টার্চ, এগার-এগার ও ক্যারাজীনান
⚠️ বিশেষভাবে সজ্জিত নির্দিষ্ট সংখ্যক কোষের কলোনিকে বলা হয় সিনোবিয়াম
⚠️ Spirogyra-তে সর্পিলাকার, Chlamydomonas-এ পেয়ালাকার, Ulothrix-এ গার্ডল আকৃতির, Zygnema- তে তারকাকার ক্লোরোপ্লাস্ট বিদ্যমান
💥 বাদামি শৈবালে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট ক্যানসার প্রতিরোধি (আলিম স্যার)
💥 Pyrrhophyta বিভাগের শৈবাল অগ্নি শৈবাল নামে পরিচিত
💥 একটি পূর্ণাঙ্গ ডায়াটমের সিলিকাময় কোষ প্রাচীরকে Frustiule বলে
💥 ডায়াটম জলজ বাস্তুতন্ত্রের অন্যতম উৎপাদক (আলিম স্যার)
💥 ডায়াটমকে জলাশয়ের ধনরত্ন বলা হয় (আজিবুর স্যার)
⚫️ Chlorophyta শ্রেণির শৈবাল অর্থাৎ সবুজ শৈবালের সঞ্চিত খাদ্য হলো স্টার্চ
⚫️ শৈবাল পৃথিবীর মোট ফটোসিনথেসিস-এর প্রায় ৬০ ভাগ করে থাকে, বাকি ৪০ ভাগ উচ্চশ্রেণির উদ্ভিদ করে থাকে
⚫️ গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে সাগরের পানিতে Pyrrhophyta শৈবালের জন্য 'Bioluminesence' দেখা যায়
#SABAS #suggestion
#boss_topic #biology
MEdiaim এর model test er qnA গুলো ans করার জন্যে আলাদা একটা চ্যানেল এ সেই page গুলো কয়েকজন দিতে বলেছিলেন।। এখানে দিলে ans to করতে পারবেন না।। চ্যানেল তো সামলানো ও কষ্ট 🥲 যাদের প্রয়োজন হবে শুধু তারাই এই চ্যানেল এ অ্যাড থেকে mediaim page এ দেয়া Model test এর qna গুলো practice করতে পারেন ।। আমি একটা একটা করে দিয়ে দিবো daily ☕
/channel/MTquestionsMediaim
❓❓Update হবে আরো❓❓
📍প্রথমেই Biology section দিয়ে শুরু করি।। নিচের চ্যানেল গুলোতে অ্যাড হয়ে যাবে , time waste না করে,যখন ই সময় পাবে পোল question সলভ করবে।। MAT and varsity দুইটার জন্যই অনেক হেল্পফুল হবে এই চ্যানেলগুলো।। ভালো contents আর ইনফো পাবে। Free তে অনেক question solve করতে পারবে।। বাকি গুলোও এভাবে সাজিয়ে দেবো।। প্রথম তিনটা চ্যানেল পিন করে রাখবে।।
✅
/channel/Academy_of_Fighters_biology
✅
/channel/BiologyBEE
✅
/channel/ConfusingQuestions5
✅
/channel/BiologyHour
✅
/channel/DopamineBiology
▶️▶️Chemistry section▶️▶️
নিচের চ্যানেল গুলোতে অ্যাড হয়ে যাবে , time waste না করে,যখন ই সময় পাবে পোল question সলভ করবে।। MAT and varsity দুইটার জন্যই অনেক হেল্পফুল হবে এই চ্যানেলগুলো।। ভালো contents আর ইনফো পাবে। Free তে অনেক question solve করতে পারবে।। বাকি গুলোও এভাবে সাজিয়ে দেবো।। প্রথম তিনটা চ্যানেল পিন করে রাখবে।।
✅
/channel/ChemistryBEE
✅
/channel/ConfusingQuestions4
✅
/channel/Chemistry_of_Fighters
✅
/channel/ChemistryHour
✅
/channel/DopamineChemestry
❓❓Physics Section❓❓
নিচের চ্যানেল গুলোতে অ্যাড হয়ে যাবে , time waste না করে,যখন ই সময় পাবে পোল question সলভ করবে।। MAT and varsity দুইটার জন্যই অনেক হেল্পফুল হবে এই চ্যানেলগুলো।। ভালো contents আর ইনফো পাবে। Free তে অনেক question solve করতে পারবে।। বাকি গুলোও এভাবে সাজিয়ে দেবো।। প্রথম তিনটা চ্যানেল পিন করে রাখবে।।
✅
/channel/PhysicsBEE1
✅
/channel/Physics_of_Fighters
✅
/channel/ConfusingQuestions7
✅
/channel/PhysicsHour
#ngl_ask
◾একজন প্রশ্ন করেছেন বই কোথায় থেকে দাগাবেন:
মেডিকো/রেটিনা/DMC scholars এর বই দাগানো নির্ভরযোগ্য।চাইলে এগুলা দেখতে পারেন। তবে বই দাগানোর ক্ষেত্রে খেয়াল রাখবেন, ফুল চ্যাপ্টার যেন কষ্ট হলেও রিডিং দেওয়া থাকে।
#ngl_ask
📌পড়াশোনার কি অবস্থা বুঝতেছো না! রিভিশনে যাওয়ার আগে অবস্থা বোঝার জন্য এক্সাম হয়ে যাক???
‘মেডিলজি চ্যাম্প -MAT 24’। তারিখ ৮ ডিসেম্বর রাত দশটা।থাকছে এক লক্ষ টাকার প্রাইজমানি।রেজিস্ট্রেশন লিংক
https://forms.gle/a3UWGJc1GND7s8po8
#gklogy_30days_challange
‼️কনটেন্ট-০৯: প্রশ্নোত্তরে ড. মুহম্মদ ইউনূস
✅ক্ষুদ্র ঋণের প্রবর্তক ড. মুহাম্মদ ইউনূস।(রাজশাহী বিশ্ববিদ্যালয় ০৫-০৬)
✅গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা(রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি ০৫-০৬)
✅মুহম্মদ ইউনূসের গ্রামের নাম বাথুয়া,চট্টগ্রাম(রাবি ০৭-০৮)
✅ড. মুহম্মদ ইউনূস ২০০৬ সালের ডিসেম্বর ১০ তারিখ অসলোতে নোবেল পুরস্কার গ্রহণ করেন।(ঢাবি ০৬-০৭)
✅দক্ষিণ এশিয়ায় ড. ইউনূস শান্তিতে দ্বিতীয় নোবেল বিজয়ী।
✅যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশি ড. মুহাম্মদ ইউনূস।
✅সামাজিক ব্যবসা ধারণাটির প্রবক্তা ড. মুহাম্মদ ইউনূস।
✅গ্রামীণ ব্যাংক মাইক্রোক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা।(২৬ তম বিসিএস)
✅গ্রামীণ ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েয়েছে। (১৪ তম বিসিএস)
📛📛আসার মতো আরোও কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
✅নোবেল পুরস্কার(২০০৬), আমেরিকার প্রেসিডেনশিয়াল মেডেল অফ ফ্রিডম(২০০৯), কংগ্রেশনাল গোল্ড মেডেল(২০১০) এই তিনটি পুরস্কার পাওয়া ইতিহাসের সাত ব্যক্তির একজন হলেন ড. মুহম্মদ ইউনূস।
✅২০২৪ সালে ড. ইউনূসকে ‘'ট্রি অফ পিস’’ পুরস্কারে ভূষিত করে ইউনেস্কো।
✅থ্রি জিরো তত্ত্ব নিয়ে লেখা বই A world of three zeroes এ পর্যন্ত ২২ টি ভাষায় অনূদিত হয়েছে।
✅যে দুটি দেশের মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে ড. ইউনূস এর জীবনী অন্তর্ভুক্ত করা হয়েছে- জাপান ও কানাডা।
✅মুক্তিযুদ্ধে অবদান-
মুক্তিযুদ্ধের সময় তিনি নাকি নাগরিক প্রতিষ্ঠা করেন এবং অন্যান্য বাংলাদেশীদের সাথে যুক্তরাষ্ট্রের মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন।
এছাড়া তিনি মুক্তিযুদ্ধকালীন তার যুক্তরাষ্ট্রের বাড়ি থেকে বাংলাদেশ নিউজলেটার প্রকাশ করতেন।★★★
✅ডঃ মুহাম্মদ ইউনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন।
✅২০২০ সালে টোকিও অলিম্পিকের মশাল বাহক ছিলেন ড. ইউনূস।
✅সামাজিক ব্যবসা দিবস ২৮ জুন পালিত হয় ২০১০ থেকে। এটি তার জন্মদিন।
✅প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন 27 সেপ্টেম্বর ২০২৪ জাতিসংঘের ৭৯ তম সাধারণ পরিষদের অধিবেশনে। ★★★
#medilogy@amarto_basicvalona #gk
শাম (সিরিয়া) থেকে বিজয়ের সুসংবাদ আসছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ এই বিজয়কে স্থায়ী করুন এবং একটি ইসলামী ইমারায় পরিণত করুন। আমিন।
ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান এসবই শাম অঞ্চলের অন্তর্ভুক্ত। সিরিয়ার বিজয় মানে আকসা বিজয়ের পথ উন্মোচিত হওয়া। এই বিজয় পতাকা যেন আকসার প্রাঙ্গনকে স্পর্শ করে ইয়া রব্বাল আলামিন।
সন্ধ্যা ৭টায় GKE Exam(200 marks) এর লিংক প্রকাশিত হবে!
আর ৮টায় প্রি-মেডিকেল ২৫ এর জন্য আসবে দুইটি ঘোষণা
Same Same but Different...
#ফসফোরাইলেশন
✅মাইটোকন্ড্রিয়া - অক্সিডেটিভ ফসফোরাইলেশন নিয়ন্ত্রণ করে।
✅রাইবোসোম - গ্লুকোজের ফসফোরাইলেশন সংঘটিত হয় ।
✅ক্লোরোপ্লাস্ট- ফটোফসফোরাইলেশন নিয়ন্ত্রণ করে।
#শুক্রাণু
✅গলগি বডি - শুক্রাণুর আক্রোসোম গঠন করে।
✅মাইটোকন্ড্রিয়া - শুক্রাণু ও ডিম্বাণু উভয় গঠণে অংশগ্রহণ করে।
✅সেট্রিওল - শুক্রাণুর লেজ গঠন করে।
#ক্যালসিয়াম_আয়ন
✅এন্ডোপ্লাজমিক রেটিকুলাম - পেশিকোষের সাইটোপ্লাজমে Ca2+ এর ঘনত্ব নিয়ন্ত্রণ করে পেশির সংকোচন-প্রসারণে সহায়তা করে।
✅মাইটোকন্ড্রিয়া - কোষের বিভিন্ন অংশে Ca2+ এর সঠিক ঘনত্ব রক্ষা করে৷
#mediaim_contents
#gklogy_30days_challange
‼️কনটেন্ট-০৮: পলিথিন কাহন
✅১ মার্চ ২০০২ বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশ আইন করে বিষাক্ত পলিথিন উৎপাদন বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করে।
✅০১ অক্টোবর,২০২৪ থেকে সুপার শপে এবং ০১ নভেম্বর,২০২৪ থেকে দেশের কাঁচাবাজারে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়।
✅বাংলাদেশসহ বিশ্বের ৭২ দেশ পলিথিন এর ব্যবহার নিষিদ্ধ করেছে।
✅২০১৬ সালের বিজ্ঞানী মোবারক আহমদ খান সূক্ষ্ম সেলুলোজ দিয়ে পরিবেশবান্ধব ও উচ্চপচনশীল পাতলা এবং টেকসই ব্যাগ আবিষ্কার করেন। এটির নামকরণ করা হয় সোনালী ব্যাগ।
উল্লেখ্য,জুটন হল ৭০ভাগ পাট ও ৩০ভাগ তুলার সংমিশ্রণে তৈরি এক প্রকার বস্ত্র।
ড. মোহাম্মদ ছিদ্দিকুল্লাহ এটি আবিষ্কার করেন।
অন্যদিকে,ড. মোবারক আহমদ খান ২০০৯ সালে পাটের তেরি ঢেউটিন উদ্ভাবন করেন যা জুটিন নামে পরিচিত।
#medilogy@amarto_basicvalona #gk
ইস*কন নিয়ে কয়েক পৃষ্ঠার সুন্দর লেখা।
পড়ার সাথে ছড়িয়ে দিতে পারি।
পাশাপাশি সেভ আওয়ার সিস্টার্স বইটার পড়লে আরও ভালো হবে ইনশা আল্লাহ তা'য়ালা।
✅এটার Ans: ৫০
❓আর কতটি Electron থাকে বললে 32 হতো ।
▶️"থাকা সম্ভব/ধারন ক্ষমতা" আর "থাকে" দুটো আলাদা।
৫ম শক্তিস্তরে সর্বোচ্চ থাকা সম্ভব/ধারণক্ষমতা= 2n2= 50 টি।
5 ম শক্তিস্তরে অরিবটাল অাছে 5s,5p,5d,5f,5g
ইলকেট্রন - 5s2, 5p6, 5d10, 5f14, 5g18 = 50 টি।
আজ পর্যন্ত s, p, d, f ব্লক অাবিষ্কৃত হয়েছে। কখনো কি শুনেছ g ব্লক মৌল আছে । g, h অরবিটাল আছে এমন মৌল অাবিষ্কৃত হয়নি।
তাই g18,h22, i26 এগুলো বাদ দিয়ে
5ম/৬ষ্ট/৭ম/৮ম শক্তি স্তরে (অাবিষ্কৃত) ইলেকট্রন সংখ্যা =৩২ টি
একই ভাবে ৬ষ্ট কক্ষকথে ইলেকট্রন থাকা সম্ভব = 2n2 = 72 টি
6s2,6p6,6d10,6f14,6g18,6h22=72 টি....এখান থেকে
6g18 6h22 হিসাব করে রাখা অাছে। কিন্তু অাবিষ্কার করা যায়নি।
🔵Extra again:
🟢118 টি মৌলের ইলেকট্রন বিন্যাস দেখলে l=3 (f-উপশক্তিস্তর) এর পরবর্তী g-উপশক্তিস্তর( l=4) এর প্রয়োজন পড়ে না। তাই,প্রধান শক্তিস্তরে 32 টির বেশি ইলেকট্রন থাকে না।
যেমন:
🟢৪র্থ শক্তিস্তরে(4f4d4p4s)ইলেকট্রন=
14+10+6+2=32 টি ,
🟢৫ম শক্তিস্তরে(5f5d5p5s)ইলেকট্রন=
14+10+6+2=32 টি ,
🟢৬ষ্ঠশক্তিস্তরে(6f6d6p6s)ইলেকট্রন =14+10+6+2=32 টি ,
118 তম মৌলের ইলেকট্রন বিন্যাস=
[86 Rn)5f¹⁴6d¹⁰7s²7p⁶=32
118 টি মৌলের ইলেক্ট্রন বিন্যাস এ 6f ও g -অরবিটালের প্রয়োজন হয় না। এই জন্য 118 নম্বর মৌলের ইলেক্ট্রন বিন্যাসে 50 টি ইলেকট্রন না থেকে 2+6+10+14=32টি ইলেকট্রন থাকে☺️☺️
© মুহাম্মদ আয়াত
বসে বসে fb scrolling না করে পোল সলভ কইরো অনেক love 🚩 হবে তোমার।
✅Extra vital channel :
১) must follow:
/channel/MediAimPoll
২) /channel/PollMachine01
এতো খারাপ একটা অবস্থা, অথচ মাসজিদের কাতারগুলো ঠিকই খালি। আল্লাহর সাহায্য আর বিজয় কি এতো সস্তা?
বরং আমাদের অবাধ্যতা হয়তো আমাদের উপরে ডেকে নিয়ে আসছে...
নিরাপত্তার সময়ে অন্তত শান্তিতে-সুস্থতায় আল্লাহর উপাসনা করি, ডাকি উনাকে। এতো নিশ্চিন্ত না হই।
চল তড়িৎ অনুশীলনী সলভ ক্লাস লাইভ...
https://www.facebook.com/share/v/gy5Xm9EgMBXxznt3/
#medunitions
গুনগত রসায়ন থেকে যা যা আসতে পারে :
5 star★ Important
(১) তড়িৎ চৌম্বকীয় বর্নালি ( তরঙ্গদৈর্ঘ্য কার বেশি কম, মান কত, ফ্রিকুয়েন্সি এর সাথে তরঙ্গদৈর্ঘ্য এর সমন্ধ, কোন রশ্মি কোথায় ব্যবহার হয়, বর্নালি রেখার রং)
(২) isotope, isomer,isobar, ইলেক্ট্রন বিন্যাস এর ব্যতিক্রম, ইলেকট্রন ধারন ক্ষমতা, অরবিটালের আকৃতি,যত ধরনের নীতি আছে সেগুলার কন্সেপ্ট, কোন অরবিটালের শক্তি কেমন, কোথায় আগে প্রবেশ করবে, আয়নের ইলেকট্রন বিন্যাস।
(৩)আয়নিক ও দ্রাব্যতার গুনফলের ম্যাথ ( অনুশীলনী এবং হাজারী স্যার এর বই এর বক্স এ যা আছে )
(৪) কোনটি পানিতে দ্রবনীয়, কোনটি নয় - এই ধরনের mcq অনেক গুরুত্বপূর্ণ। অধঃক্ষেপনের শর্তও সাথে দেখতে হবে। ( কবির স্যার এ কিছু extra থাকলে সেটাও দেখে নিবে)
(৫) আয়ন শনাক্তকরনে কোনটি কিরুপ বর্ন দেয়।( নেমোনিক দিয়ে মনে রাখা উত্তম)
3 star ★ Important
(১) পরমানু মডেল এর ব্যাসিক কথা ,কনিকার ভর, চার্জ এর মান।কেলাসন, পাতন, ক্রোমাটোগ্রাফি নিয়ে একদম স্বচ্ছ ধারনা এবং Example ...
~ নোমান ভাই
#medilogy@amarto_basicvalona #chemistry
❓❓ঝিল্লিবদ্ধ ও ঝিল্লিবিহীন অঙ্গাণু মনে রাখতে তোমরা ট্রিক ব্যবহার করো, ছন্দ পড়ো। একলাইনে শেখাই, কীভাবে মনে রাখবে।
১. যেসব অঙ্গাণু ভেতরে কিছু ধারণ করে : ঝিল্লিবদ্ধ / আবরণযুক্ত
২. যেসব অঙ্গাণু ভেতরে কিছু ধারণ করে না : ঝিল্লিবিহীন / আবরণবিহীন।
আরো সহজ করি- যারা ভেতরে 'এনজাইম, লিপিড, আয়ন' ধারণ করর, তারা ঝিল্লিবদ্ধ। যেমন-
১. লাইসোসোম (এনজাইম)
২. এন্ডোপ্লাজমিক জালিকা (এনজাইম, আয়ন)
৩. গ্লাই-অক্সিসোম (লিপিড বিপাকের এনজাইম)
৪. পার-অক্সিসোম (ক্যাটালেজ এনজাইম)
৫. গলগি বডি (বহু এনজাইম)
ইত্যাদি
যারা কিছু ধারণ করে না..... (আরো সহজ করে- যারা সুতা দ্বারা তৈরি বা নলের মতো লম্বা)
১. রাইবোসোম (rRNA, Protein সুত্রক দ্বারা তৈরি)
২. কোষকঙ্কাল সবাই (নলের মতো, সুতার মতো)
_রাজীব ভাই (BH)
#biology #info
#medunitions
❓ডাক্তারি ভর্তি পরীক্ষার জন্য সেমিকন্ডাক্টর অধ্যায় থেকে যা যা পড়লে ভালো
১. সকল বিজ্ঞানীর নাম ও কাজ
২. পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহীর উদাহরণ, রোধ
৩. শক্তি-যোজন-নিষিদ্ধ-পরিবহন ব্যান্ড, ব্যান্ড অনুযায়ী পরিবাহী-অর্ধপরিবাহী-অপরিবাহী
৪. এক্সট্রিন্সিক সেমিকন্ডাক্টরের উদাহরণ
৫. n-p type অর্ধপরিবাহী তৈরি প্রক্রিয়া, হোল-ইলেকট্রন কোনটি কোন বাহক
৬. জাংশন ব্যারিয়ার মান, ডায়োড ব্যবহার
৭. সম্মুখ-বিপরীত বায়াসের বৈশিষ্ট্য (প্রবাহ উৎপন্ন, প্রবাহমাত্রা, বিভবপার্থক্য-প্রবাহের সম্পর্ক)
৮. রেক্টিফিকেশন প্রক্রিয়া
৯. ট্রাঞ্জিস্টর সংজ্ঞা, প্রকার, অংশ, সুবিধা-অসুবিধা, ব্যবহার, ট্রাঞ্জিস্টর অ্যাম্প্লিফায়ার ব্যবহার
১০. সংখ্যাপদ্ধতি প্রকারভেদ, রূপান্তর (সলভ করার জিনিস, সলভ করলে খুবই ভালো হয়, যেহেতু আইসিটিতেও পড়ছেন সবাই)
১১. বুলিয়ান বীজগণিতের সূত্র-সম্পর্ক, লজিকগেট প্রকারভেদ ও সংজ্ঞা (এগুলোও আইসিটির পড়া, এখন পড়তে বেশি সময় লাগার কথা না)
১২. ইসহাক স্যারের সারসংক্ষেপ (সেটা অবশ্যই চ্যাপ্টারটা একবার পড়ার পর পড়বেন)
১৩. অনুশীলনী (ইসহাক স্যার তপন স্যার দুইটাই সলভ করতে পারলে খুবই ভালো হয়, আগে ইসহাক স্যার সলভ করতে হবে। বেশিরভাগ প্রশ্নই লাগে, স্কিপের প্রশ্ন কিছুটা কম বলা যায়)
#medilogy@amarto_basicvalona #physics