amarto_basicvalona | Unsorted

Telegram-канал amarto_basicvalona - important Info + links

10528

Scientific name: amarto basicvalona । প্রয়োজনের তাগিদে বিভিন্ন প্লাটফর্ম হতে প্রাপ্ত তথ্য এখানে সংগ্রহ করে রাখা।। কোনো প্ল্যাটফর্ম, এর সাথে জড়িত নয়।। সকলের জন্য দুয়া আর শুভেচ্ছা🌱🌸🦋

Subscribe to a channel

important Info + links

মেডিকেল ভর্তি পরীক্ষা...আপনি জানেন যে বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসবে, ছক থেকে প্রশ্ন আসবে, কাজ/উদাহরণ থেকে প্রশ্ন আসবে, পার্থক্য থেকে প্রশ্ন আসবে, অনুশীলনী থেকে প্রশ্ন আসবে, ম্যাট/ভার্সিটি/নিয়োগ পরীক্ষার ইংলিশ প্রশ্ন,অধ্যায়ের শেষে রিভিশন থেকে প্রশ্ন আসবে কিন্তু আপনি পড়েন না, প্র‍্যাক্টিস করেন না।

আপনি বসে থাকেন যে কেউ আপনাকে সেগুলো গুলিয়ে খাইয়ে দিবে। আপনার পড়া আপনাকে পড়তে হবে।

🔴অধ্যায় কিভাবে পড়বেন?
বই ফুল রিডিং > অধ্যায়ভিত্তিক রিভিশন প্রশ্ন > অনুশীলনী সলভ > ঐ বইয়ের সকল ছক+বৈশিষ্ট্য+কাজ+উদাহরণ রিভাইস > রেফেরেন্স বইয়ের এক্সট্রা লাইন + ছক + বৈশিষ্ট্য + কাজ + রিভিশন প্রশ্ন + অনুশীলনী > MAT/DAT/Varsity তে ঐ অধ্যায়ের কি কি প্রশ্ন আছে সেগুলো সলভ।

সময় আছে কাজে লাগান .
#mediaim@amarto_basicvalona

Читать полностью…

important Info + links

অ্যালকোলোসিসে RQ হ্রাস পায়, অ্যাসিডোসিসে RQ বৃদ্ধি পায় আবার মধুমেহ বা ডায়াবেটিস রোগে RQ হ্রাস পায় ।
#mediaim

Читать полностью…

important Info + links

🔴পানির বিভিন্ন স্তরের তাপমাত্রা -

✅পানির উপরের স্তর বা 10-12 মিটার পর্যন্ত তাপমাত্রা 20-30°C এর মধ্যে থাকে।

✅পানির 12 মিটার নিচের স্তরের তাপমাত্রা প্রায় 15-17°C থাকে

✅20 মিটার নিচের স্তরের তাপমাত্রা 7-10°C এর মধ্যে থাকে।

✅35 মিটার নিচের স্তরের তাপমাত্রা 4°C এর মধ্যে থাকে।

#mediaim_contents

Читать полностью…

important Info + links

দৃ্‌ষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ দল।
ফাইনালে প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান!
#recent_gk #gk

Читать полностью…

important Info + links

কমেন্ট অপশান বন্ধ রাখা প্রসঙ্গ

এর কারণ আছে অনেক, ব্যাক্তিগত ভাবে আমি গুনাহে হাবুডুবু খাওয়া , অতি নগণ্য মানুষ।। চেষ্টা করি আমার কারণে যাতে অন্যের ক্ষতি না হয়। আমি যে খুব সাধু ব্যক্তি এমনও না ভাই। এখন মুশকিল হলো, কমেন্ট উন্মুক্ত করলে এখানে অনেক বোনেরাও কমেন্ট করবেন। তাতে সমস্যা ছিল না৷ সমস্যা হলো—এখানে কমেন্ট করলে টেলিগ্রাম আইডি শো করে এবং যেকেউ ইচ্ছা করলে তার প্রাইভেট প্রোফাইলে গিয়ে তাকে ম্যাসেজ করতে পারে। আরো মুশকিলের ব্যাপার হলো—ফেইসবুকের মতো সেই ম্যাসেজ ফিল্টার হয়েও আসে না। ইউজারের প্রোফাইলে সরাসরি চলে আসে।
এতে করে অসাধু ব্যক্তিদের দ্বারা বোনদের হ্যারাসমেন্টের একটা সম্ভাবনা থেকেই যায়।

এমন নানাবিধ বিষয় মাথায় রেখে অন্তত এখানে কমেন্ট করার অপশন বন্ধ রাখা হয়েছে।। আল্লাহ রহম করুন।ভুল ত্রুটি গুলো ক্ষমা করে দিন।। দুআর দরখাস্ত।

জাযাকুমুল্লাহ আহসানাল জা’যা।

_মুহাম্মদ আয়াত

Читать полностью…

important Info + links

#reminder_of_the_day

"" হাসবুনাল্লাহ ""

حسبنا اللهُ ونعمَ الوكيلُ، على اللهِ توكّلْنا

আমাদের জন্যে আল্লাহই যথেষ্ট! তিনি কতইনা উত্তম তত্তাবধায়ক! আমরা আল্লাহর উপরই তাওয়াক্কুল করছি (তিরমিযী ২৪৩১)।

অত্যন্ত শক্তিশালী আর কার্যকর একটি দু‘আ শিখিয়ে দিয়েছেন নবীজ (সা.)। আমরা সব ধরনের বিপদে, চেষ্টার পাশাপাশি দু‘আটা পড়ার অভ্যেস গড়ে তুলতে পারি। এই দু‘আ সাধারণ কোনও দু‘আ নয়।

১) এই দু‘আ নবীগণ পড়েছেন।
২) এই দু‘আ অতীতের মুমিন বান্দাগন পড়েছেন।
৩) এই দু‘আ সাহাবায়ে কেরাম পড়েছেন।
৪) এই দু‘আ শুধু হাদীসেই নয়, সরাসরি কুরআন কারীমেও উল্লেখিত আছে।

কঠিন বিপদ থেকে বাঁচতে, যালেমের যুলুম থেকে বাঁচতে, কেয়ামতের ভয়ানক পরিস্থিতি থেকে বাঁচতে এই দু‘আখানা পড়বো। ইনশাআল্লাহ।

_উস্তায আতিক উল্লাহ হাফিযাহুল্লাহ | ‘একটি সুন্নাহকে বাঁচাবো বলে’ সিরিজের ১২১ নং পর্ব থেকে নেওয়া।

Читать полностью…

important Info + links

আমরা ব্যস্ততা দেখাই তাঁকে,
সময়ের স্রষ্টা যিনি।
নিজের ধ্বংস নিজের টাকায়,
চড়া দামে কিনি…!

_ইরফান ইমু

Читать полностью…

important Info + links

✅হিমোফিলিয়া C (Haemophilia C) নামক একটি অটোজোমাল রোগ দেখা যায়। এটি লিঙ্গ সংশ্লিষ্ট রোগ নয়৷

✅অটোজোমে অবস্থিত একটি প্রচ্ছন্ন জিন যা XI নম্বর ফ্যাক্টর বা Plasma thromboplastin antecedent (PTA) অস্বাভাবিক সংশ্লেষ ঘটায়। ফলে রক্ততঞ্চন বাধাপ্রাপ্ত হয়।

✅ হিমোফিলিয়া 'C' আক্রান্ত ব্যক্তিরা মোট হিমোফিলি আক্রান্তদের ১%-এরও কম।

#extra_info
#biology
#mediaim_contents

Читать полностью…

important Info + links

ইয়া উম্মাতে মুহাম্মদ!
আপনার নবীকে ক*টু-ক্তি করেছে কালবেলা পত্রিকা।
চাপে পড়ে নিউজটা ডিলিট দিলেও স্কিনশর্টটা আছে।

কালবেলা রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাল্পনিক চিত্র অংকন করে নিউজ করেছে।
লা হাওলা ওয়ালা কু ওয়াতা ইল্লাহ।

ফ্রান্সে যখন রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কার্টুন অংকন করা হয়েছিল,
আপনারা তখন প্র-তি*বাদ করেছেন,মিছিল করেছেন,আর আফসোস করে বলেছেন ফ্রান্স আপনার থেকে বহুদূরে তাই যেতে পারছেন না।

আজকে ফ্রান্সের মতো একই কান্ড ঘটিয়েছে কালবেলা।
অথচ আপনি গাফেল আপনার খবর নেই।
মুসলিমদের দেশে ওদের এত বড় সাহস হয় কী করে।
আর কত ঘুমাবেন আর কত রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অপ*মান সয্য করবেন?

আমরা বসে থাকব না,
কালবেলা যদি অতিসত্বর ক্ষমা না চায় তাহলে ওদেরকে জমিন থেকে অস্তিত্ব মিটিয়ে দিতে হবে।
সবাই এটা দ্রুত ভাইরাল করুন,
ছড়িয়ে দিন,আলেমদের নিকটে পোঁছে দিন।

Читать полностью…

important Info + links

#gklogy_30days_challange

‼️কনটেন্ট-০৯: প্রশ্নোত্তরে ড. মুহম্মদ ইউনূস

✅ক্ষুদ্র ঋণের প্রবর্তক ড. মুহাম্মদ ইউনূস।(রাজশাহী বিশ্ববিদ্যালয় ০৫-০৬)
✅গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা(রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি ০৫-০৬)
✅মুহম্মদ ইউনূসের গ্রামের নাম বাথুয়া,চট্টগ্রাম(রাবি ০৭-০৮)
✅ড. মুহম্মদ ইউনূস ২০০৬ সালের ডিসেম্বর ১০ তারিখ অসলোতে নোবেল পুরস্কার গ্রহণ করেন।(ঢাবি ০৬-০৭)
✅দক্ষিণ এশিয়ায় ড. ইউনূস শান্তিতে দ্বিতীয় নোবেল বিজয়ী।
✅যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশি ড. মুহাম্মদ ইউনূস।
✅সামাজিক ব্যবসা ধারণাটির প্রবক্তা ড. মুহাম্মদ ইউনূস।
✅গ্রামীণ ব্যাংক মাইক্রোক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা।(২৬ তম বিসিএস)
✅গ্রামীণ ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েয়েছে। (১৪ তম বিসিএস)

📛📛আসার মতো আরোও কিছু গুরুত্বপূর্ণ তথ্য:

✅নোবেল পুরস্কার(২০০৬), আমেরিকার প্রেসিডেনশিয়াল মেডেল অফ ফ্রিডম(২০০৯), কংগ্রেশনাল গোল্ড মেডেল(২০১০) এই তিনটি পুরস্কার পাওয়া ইতিহাসের সাত ব্যক্তির একজন হলেন ড. মুহম্মদ ইউনূস।
✅২০২৪ সালে ড. ইউনূসকে ‘'ট্রি অফ পিস’’ পুরস্কারে ভূষিত করে ইউনেস্কো।
✅থ্রি জিরো তত্ত্ব নিয়ে লেখা বই A world of three zeroes এ পর্যন্ত ২২ টি ভাষায় অনূদিত হয়েছে।
✅যে দুটি দেশের মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে ড. ইউনূস এর জীবনী অন্তর্ভুক্ত করা হয়েছে- জাপান ও কানাডা।

✅মুক্তিযুদ্ধে অবদান-

মুক্তিযুদ্ধের সময় তিনি নাকি নাগরিক প্রতিষ্ঠা করেন এবং অন্যান্য বাংলাদেশীদের সাথে যুক্তরাষ্ট্রের মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন।

এছাড়া তিনি মুক্তিযুদ্ধকালীন তার যুক্তরাষ্ট্রের বাড়ি থেকে বাংলাদেশ নিউজলেটার প্রকাশ করতেন।★★★

✅ডঃ মুহাম্মদ ইউনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন।

✅২০২০ সালে টোকিও অলিম্পিকের মশাল বাহক ছিলেন ড. ইউনূস।
✅সামাজিক ব্যবসা দিবস ২৮ জুন পালিত হয় ২০১০ থেকে। এটি তার জন্মদিন।

✅প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন 27 সেপ্টেম্বর ২০২৪ জাতিসংঘের ৭৯ তম সাধারণ পরিষদের অধিবেশনে। ★★★

#medilogy@amarto_basicvalona #gk

Читать полностью…

important Info + links

আগামীকাল সকাল ১০টা পর্যন্ত এক্সাম টাইম বাড়িয়ে দেওয়া হলো ❣️

Читать полностью…

important Info + links

শাম (সিরিয়া) থেকে বিজয়ের সুসংবাদ আসছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ এই বিজয়কে স্থায়ী করুন এবং একটি ইসলামী ইমারায় পরিণত করুন। আমিন।

ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান এসবই শাম অঞ্চলের অন্তর্ভুক্ত। সিরিয়ার বিজয় মানে আকসা বিজয়ের পথ উন্মোচিত হওয়া। এই বিজয় পতাকা যেন আকসার প্রাঙ্গনকে স্পর্শ করে ইয়া রব্বাল আলামিন।

Читать полностью…

important Info + links

সন্ধ্যা ৭টায় GKE Exam(200 marks) এর লিংক প্রকাশিত হবে!
আর ৮টায় প্রি-মেডিকেল ২৫ এর জন্য আসবে দুইটি ঘোষণা

Читать полностью…

important Info + links

Same Same but Different...

#ফসফোরাইলেশন
✅মাইটোকন্ড্রিয়া - অক্সিডেটিভ ফসফোরাইলেশন নিয়ন্ত্রণ করে।

✅রাইবোসোম - গ্লুকোজের ফসফোরাইলেশন সংঘটিত হয় ।

✅ক্লোরোপ্লাস্ট- ফটোফসফোরাইলেশন নিয়ন্ত্রণ করে।

#শুক্রাণু
✅গলগি বডি - শুক্রাণুর আক্রোসোম গঠন করে।

✅মাইটোকন্ড্রিয়া - শুক্রাণু ও ডিম্বাণু উভয় গঠণে অংশগ্রহণ করে।

✅সেট্রিওল - শুক্রাণুর লেজ গঠন করে।

#ক্যালসিয়াম_আয়ন
✅এন্ডোপ্লাজমিক রেটিকুলাম - পেশিকোষের সাইটোপ্লাজমে Ca2+ এর ঘনত্ব নিয়ন্ত্রণ করে পেশির সংকোচন-প্রসারণে সহায়তা করে।

✅মাইটোকন্ড্রিয়া - কোষের বিভিন্ন অংশে Ca2+ এর সঠিক ঘনত্ব রক্ষা করে৷

#mediaim_contents

Читать полностью…

important Info + links

#gklogy_30days_challange

‼️কনটেন্ট-০৮: পলিথিন কাহন

✅১ মার্চ ২০০২ বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশ আইন করে বিষাক্ত পলিথিন উৎপাদন বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করে।

✅০১ অক্টোবর,২০২৪ থেকে সুপার শপে এবং ০১ নভেম্বর,২০২৪ থেকে দেশের কাঁচাবাজারে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়।

✅বাংলাদেশসহ বিশ্বের ৭২ দেশ পলিথিন এর ব্যবহার নিষিদ্ধ করেছে।

✅২০১৬ সালের বিজ্ঞানী মোবারক আহমদ খান সূক্ষ্ম সেলুলোজ দিয়ে পরিবেশবান্ধব ও উচ্চপচনশীল পাতলা এবং টেকসই ব্যাগ আবিষ্কার করেন। এটির নামকরণ করা হয় সোনালী ব্যাগ।

উল্লেখ্য,জুটন হল ৭০ভাগ পাট ও ৩০ভাগ তুলার সংমিশ্রণে তৈরি এক প্রকার বস্ত্র।

ড. মোহাম্মদ ছিদ্দিকুল্লাহ এটি আবিষ্কার করেন।

অন্যদিকে,ড. মোবারক আহমদ খান ২০০৯ সালে পাটের তেরি ঢেউটিন উদ্ভাবন করেন যা জুটিন নামে পরিচিত।

#medilogy@amarto_basicvalona #gk

Читать полностью…

important Info + links

অনেকেই প্রশ্ন করে ইনবক্স ভরে রাখো, অনুশীলনীর ভুল উত্তর কি করবো? দুইটা উত্তর থাকলে কি করবো? প্রশ্নে ভুল থাকলে কি করবো? সঠিক উত্তর না থাকলে কি করবো?

সমাধান : জাস্ট স্কিপ। পরীক্ষায় ঐ প্রশ্ন দেখার সাথে সাথে স্কিপ করো। স্কিপ করলে তুমি ১.২৫ নেগেটিভ খাওয়া থেকে বেঁচে যাবা, সময়ও বাঁচবে।

নিজেকে একটু প্রশ্ন কর, এই রকম ঝামেলার প্রশ্ন সর্বোচ্চ কয়টা থাকতে পারে পরীক্ষায়? ৪টা? ৫টা? এর বেশি তো হবে না তাইনা। তুমি এই ৫টা স্কিপ করো না, ৯৫ টা প্রশ্ন কি নাই উত্তর করার, চান্স পাওয়ার, হাইয়েস্ট মার্ক পাওয়ার জন্য?

🔴যদি উত্তর করতে খুব বেশিই মনে চায়, তখন বইয়ের অধ্যায়ের ভিতরের সঠিক তথ্যটিই উত্তর হিসেবে দাগাবা।

প্রশ্নকর্তাই কেবল জানেন, কোনটা উত্তর হিসেবে তিনি নিবেন। আমি, আপনি, আরেক হনু যা-ই বলুক না কেন, প্রশ্নকর্তা কোনটা উত্তর ধরবে তিনি আর উপরওয়ালাই জানে কেবল। তাই বুদ্ধি খাটিয়ে ঐ ২-৪টা স্কিপ করাই শ্রেয়। টেনশন থেকেও বাঁঁচবেন, নেগেটিভও খাবেন না।

#mediaim@amarto_basicvalona

Читать полностью…

important Info + links

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-

‘তোমরা লক্ষ্য অর্জনের পথে গোপনীয়তা রক্ষা করো, কেননা প্রত্যেক নিয়ামতপ্রাপ্তেরই হিংসুক রয়েছে’।

-তাবরানি

Читать полностью…

important Info + links

সংবিধানের -

✅১৪১ক নং অনুচ্ছেদে "জরুরি অবস্থা ঘোষণা" সম্পর্কিত বর্ণনা রয়েছে।

✅৬৩ নং অনুচ্ছেদে "যুদ্ধ" সম্পর্কিত বর্ণনা রয়েছে।

#mediaim_contents #mediaim

Читать полностью…

important Info + links

একাদশতম আসরে প্রথমবারের মতো মাসকট পেল বিপিএল!
নাম : "ডানা ৩৬"
#recent_gk #gk

Читать полностью…

important Info + links

🕐🕐এলার্ট

📌 ছত্রাক বৈচিত্র্য || আলিম স্যার

🔥 থলি ছত্রাক
☞ পৃথিবীর সর্বত্র পাওয়া যায়
☞ মিথোজীবী সম্পর্ক তৈরি করে

🔥 মুগুর ছত্রাক
☞ মৃত উদ্ভিদের পচন ঘটায়

🔥 অসম্পূর্ণ ছত্রাক
☞ পেনিসিলিন উৎপাদন করে
☞ দাদ রোগের জন্য দায়ী

🔥 জাইগোট ছত্রাক
☞ ফল, রুটি এবং অন্যান্য খাদ্যের উপর জন্মায় [MAT 23-24]
☞ শিল্প প্রক্রিয়ায় ব্যবহৃত হয়

🔥 ডিম্ব ছত্রাক
☞ পানির মোল্ড (water molds) বলা হয়
☞ মাছে রোগ সৃষ্টি করে

© SABAS #biology
#alert#confusion
#17K_Special

Читать полностью…

important Info + links

📱 সাবাশের সকল কন্টেন্ট একসাথেঃ


✔️বায়োলজি

☞ ১-৯৭
/channel/BiologyBEE/10808

☞ ৯৭ পরবর্তী
/channel/BiologyBEE/10810


✔️কেমিস্ট্রি
/channel/ChemistryBEE/9976


✔️ফিজিক্স
/channel/PhysicsBEE1/1331


✔️জিকে
/channel/GKBEE/1063

Читать полностью…

important Info + links

#উদ্ভিদ_শারীরতত্ত্ব

🔰এক অণু ATP প্রায় 10,000-12,000 cal শক্তি ধারণ করে৷

🔰রাসায়নিকভাবে ক্লোরোফিল পরফাইরিন মস্তক ও ফাইটলের সমন্বয়ে গঠিত

🔰আলোক রশ্মির শোষণ ক্ষমতার ভিত্তিতে ক্লোরোফিল-a মোট ছয় প্রকার।

🔰ফাইকোবিলিন তিন শ্রেণির ও ৭ প্রকার
(i) ফাইকোএরিথ্রিন
(ii) ফাইকোসায়ানিন
(iii) অ্যালোফাইকোসায়ানিন

🔰ফাইকোসায়ানিন সাইটোক্রোম, RNA ও এনজাইম সৃষ্টিতে সহায়তা করে।

🔰ফাইকোবিলিন উদ্ভিদকোষে প্রোটিনের সাথে যুক্ত অবস্থায় থাকে

🔰লাল আলোয় প্রতি ফোটনে শক্তি থাকে ৭০ কি.ক্যাল

🔰নীল আলোয় প্রতি ফোটনে শক্তি থাকে ৭০ কি.ক্যাল

🔰অচক্রীয় ফটোফসফোরাইলেশনকে Z স্কিম বিক্রিয়া বলে

🔰পাথরকুচি গোত্রের উদ্ভিদে CAM প্রক্রিয়া হয়

#extra_info
#mediaim_contents #biology

Читать полностью…

important Info + links

কত মিনিটের মাথায় কালবেলা ছবি রিমুভ করতে বাধ্য হলো এটা কোনো বিষয় না, বিষয় হলো এত বড় দুঃসাহস কোথা থেকে পেল, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ এর কাল্পনিক ছবি বানিয়ে পোস্ট দিবে?

Читать полностью…

important Info + links

একক-মাত্রাভিত্তিক এক্সাম ২০২৪!

🔴মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় সবসময় কিন্তু একক-মাত্রা থেকে প্রশ্ন চলেই আসে। তাই আমরা নিয়ে এসেছি ফিজিক্স-কেমেস্ট্রির যত একক-মাত্রা আছে সবগুলোর উপর একটি এক্সক্লুসিভ এক্সাম!!

✅সিলেবাস : ফিজিক্স-কেমেস্ট্রির সকল একক-মাত্রা

✅এক্সাম দিতে পারবে : HSC-23+24

✅সেকেন্ড টাইমারদের ৩ মার্ক কাটা হবে

✅এক্সামের আপডেট জানতে জয়েন :
/channel/MediAimPoll

✅পূর্ণমান : ১০০*১=১০০ ; সময় : ৩০ মিনিট

✅পরীক্ষার তারিখ : ৩ ডিসেম্বর (সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা)

Читать полностью…

important Info + links

✅সিস্টার ক্রোমাটিডের পৃথকীকরণ নিয়ন্ত্রণ করে কোহেসিন প্রোটিন।
#extra_info

Читать полностью…

important Info + links

আলেপ্পর মসজিদ থেকে ভেসে আসছে তাকবীরের ধ্বনি। বিজয়ের তাকবির।

আল্লাহু আকবার!

Читать полностью…

important Info + links

MediAim GKE Exam-2024

🔴পূর্ণমানঃ ২০০ (২০০*১) ; সময়ঃ ৫০ মিনিট

✅পরীক্ষা দেওয়া যাবেঃ সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টার মধ্যে

✅পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে ।

🔴সেকেন্ড টাইমারদের ৩ মার্ক কর্তন করা হবে ।

🔴লিংকঃ testmoz.com/14129648

🔴এক্সাম হাজার হাজার শিক্ষার্থী দিবে তাই ধীরে-সুস্থ্যে এক্সাম লিংকে প্রবেশ করবেন । লিংক কাজ না করলে একটু অপেক্ষা করে পরবর্তীতে এক্সাম লিংকে প্রবেশের চেষ্টা করবেন । রাত ১২টার মধ্যে এক্সাম কমপ্লিট করলেই হবে ।

Читать полностью…

important Info + links

/channel/thinkingcorner01/238

Читать полностью…

important Info + links

আজ আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস। ফিলিস্তিনের প্রতি আন্তর্জাতিক পরিমন্ডলে সবচেয়ে বড়ো সংহতি ছিল বাংলাদেশের পাসপোর্টে লেখা Except Israel শব্দ দুটি। আওয়ামী লীগ সরকার সেটি তুলে দিয়েছে। পাসপোর্টে Except Israel লেখা আবার যুক্ত করার জোর দাবী জানাচ্ছি।

Читать полностью…

important Info + links

#gklogy_30days_challange

‼️কনটেন্ট-০৭: সাম্প্রতিক রিলেটেড দুইটি প্রতিষ্ঠান

🔰জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

✅গঠিত হয় ১০ সেপ্টেম্বর ২০২৪।

✅সভাপতি ডঃ মুহাম্মদ ইউনুস।

✅সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

✅জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্য সংখ্যা হবে ২১ জন।

🔰ইউনুস সেন্টার

✅পরিচয়- বাংলাদেশের সামাজিক ব্যবসা দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন সম্পর্কিত থিঙ্ক ট্যাঙ্ক।

✅প্রতিষ্ঠা ২০০৬ সালে।

✅অবস্থান মিরপুর,ঢাকা।

✅নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)বিষয়ক মুখ্য সমন্বয়ক হিসেবে নিয়োগ পেয়েছেন।

#medilogy@amarto_basicvalona #gk

Читать полностью…
Subscribe to a channel