অতীত নিয়ে আফসোস করা যাবে না, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করা যাবে না।বর্তমানকে গড়তে হবে সুন্দর থেকে সুন্দরতম।আফসোস কিংবা দুশ্চিন্তা আসলে ইসতেগফার পড়ুন।
#নিজের_উপর_নিজের_নছিহত
🌟 এন্টিবডি টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য
রেফারেন্স বইঃ আজমল স্যার + আলিম স্যার
©SABAS #Biology
#suggestion
#SABAS@amarto_basicvalona
হ্যালো মেডিকেল ড্রিমার'স
লাস্ট টাইমে নিজের ট্র্যাক থেকে সরে যাবেন না।এখন শেষ সময়,
কোচিং এরও ব্যবসা করার লাস্ট সময়।তাই হাজার রকম ভয় দেখিয়ে আপনাকে ডিমোটিভেটেড করতে পারে।
যতই ডিমোটিভেটেড হোন না কেন মনে রাখবেন একটা কথা-
আপনি যে বই ২ বছর ধরে পড়ছেন সে বই প্রশ্নকর্তা সবোচ্চ ৫ দিন পড়ে প্রশ্ন করবে।তাই ওনার এত খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন খুঁজে কুয়েশ্চন তৈরী করা পসিবল?
৫ দিন পড়েই কি আপনাকে আটকানো সম্ভব?তাই ম্যাক্সিমামই দেখা যায় অনুশীলনী তুলে দেন।কারণ ঐগুলা রেডিমেড করা থাকে কুয়েশ্চন বইয়ে।কিন্তু একটা পন্হা অবলম্বন করে সেটা হলো আপনি যে বই রেগুলার পড়েন ঐটার অনুশীলনীর সাথে অন্য বইয়ের অনুশীলনীও তুলে দেয়। তখন আপনি আপনি মনে করেন হায়হায় কোথায় থেকে না কোথায় থেকে মনে হই কুয়েশ্চন দিলো!
📍পরামর্শ:এক্সট্রা রাইটারের আপনি ভিতরে পড়ুন আর না পড়ুন কিন্তু অনুশীলনী, সারসংক্ষেপ, ছক বাদ দিলে মারা খাবেন।
জুনিয়র এশিয়া কাপ হকিতে থাইল্যান্ড অনূর্ধ্ব-২১ দলকে হারিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল।
হকিতে যেকোনো পর্যায়ে এবারই প্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ।
#recent_gk #gk
একক-মাত্রা এক্সাম চলমান!
এখন পর্যন্ত সর্বোচ্চ মার্ক ৯০.৭৫!
সবাই এক্সাম দিন❣️
মেডিএইম একক-মাত্রাভিত্তিক এক্সাম ২০২৪
🔴পূর্ণমানঃ ১০০ (১০০*১) ; সময়ঃ ৩৫ মিনিট
✅পরীক্ষা দেওয়া যাবেঃ সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টার মধ্যে
✅পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে ।
🔴সেকেন্ড টাইমারদের ৩ মার্ক কর্তন করা হবে ।
🔴লিংকঃ testmoz.com/14137138
🔴এক্সাম হাজার হাজার শিক্ষার্থী দিবে তাই ধীরে-সুস্থ্যে এক্সাম লিংকে প্রবেশ করবেন । লিংক কাজ না করলে একটু অপেক্ষা করে পরবর্তীতে এক্সাম লিংকে প্রবেশের চেষ্টা করবেন । রাত ১২টার মধ্যে এক্সাম কমপ্লিট করলেই হবে ।
"আজাদী-আজাদী" শ্লোগানে উত্তাল ঢাকা
ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল।
অনেকেই প্রশ্ন করে ইনবক্স ভরে রাখো, অনুশীলনীর ভুল উত্তর কি করবো? দুইটা উত্তর থাকলে কি করবো? প্রশ্নে ভুল থাকলে কি করবো? সঠিক উত্তর না থাকলে কি করবো?
সমাধান : জাস্ট স্কিপ। পরীক্ষায় ঐ প্রশ্ন দেখার সাথে সাথে স্কিপ করো। স্কিপ করলে তুমি ১.২৫ নেগেটিভ খাওয়া থেকে বেঁচে যাবা, সময়ও বাঁচবে।
নিজেকে একটু প্রশ্ন কর, এই রকম ঝামেলার প্রশ্ন সর্বোচ্চ কয়টা থাকতে পারে পরীক্ষায়? ৪টা? ৫টা? এর বেশি তো হবে না তাইনা। তুমি এই ৫টা স্কিপ করো না, ৯৫ টা প্রশ্ন কি নাই উত্তর করার, চান্স পাওয়ার, হাইয়েস্ট মার্ক পাওয়ার জন্য?
🔴যদি উত্তর করতে খুব বেশিই মনে চায়, তখন বইয়ের অধ্যায়ের ভিতরের সঠিক তথ্যটিই উত্তর হিসেবে দাগাবা।
প্রশ্নকর্তাই কেবল জানেন, কোনটা উত্তর হিসেবে তিনি নিবেন। আমি, আপনি, আরেক হনু যা-ই বলুক না কেন, প্রশ্নকর্তা কোনটা উত্তর ধরবে তিনি আর উপরওয়ালাই জানে কেবল। তাই বুদ্ধি খাটিয়ে ঐ ২-৪টা স্কিপ করাই শ্রেয়। টেনশন থেকেও বাঁঁচবেন, নেগেটিভও খাবেন না।
#mediaim@amarto_basicvalona
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-
‘তোমরা লক্ষ্য অর্জনের পথে গোপনীয়তা রক্ষা করো, কেননা প্রত্যেক নিয়ামতপ্রাপ্তেরই হিংসুক রয়েছে’।
-তাবরানি
সংবিধানের -
✅১৪১ক নং অনুচ্ছেদে "জরুরি অবস্থা ঘোষণা" সম্পর্কিত বর্ণনা রয়েছে।
✅৬৩ নং অনুচ্ছেদে "যুদ্ধ" সম্পর্কিত বর্ণনা রয়েছে।
#mediaim_contents #mediaim
🕐🕐এলার্ট
📌 ছত্রাক বৈচিত্র্য || আলিম স্যার
🔥 থলি ছত্রাক
☞ পৃথিবীর সর্বত্র পাওয়া যায়
☞ মিথোজীবী সম্পর্ক তৈরি করে
🔥 মুগুর ছত্রাক
☞ মৃত উদ্ভিদের পচন ঘটায়
🔥 অসম্পূর্ণ ছত্রাক
☞ পেনিসিলিন উৎপাদন করে
☞ দাদ রোগের জন্য দায়ী
🔥 জাইগোট ছত্রাক
☞ ফল, রুটি এবং অন্যান্য খাদ্যের উপর জন্মায় [MAT 23-24]
☞ শিল্প প্রক্রিয়ায় ব্যবহৃত হয়
🔥 ডিম্ব ছত্রাক
☞ পানির মোল্ড (water molds) বলা হয়
☞ মাছে রোগ সৃষ্টি করে
© SABAS #biology
#alert#confusion
#17K_Special
📱 সাবাশের সকল কন্টেন্ট একসাথেঃ
✔️বায়োলজি
☞ ১-৯৭
/channel/BiologyBEE/10808
☞ ৯৭ পরবর্তী
/channel/BiologyBEE/10810
✔️কেমিস্ট্রি
/channel/ChemistryBEE/9976
✔️ফিজিক্স
/channel/PhysicsBEE1/1331
✔️জিকে
/channel/GKBEE/1063
#উদ্ভিদ_শারীরতত্ত্ব
🔰এক অণু ATP প্রায় 10,000-12,000 cal শক্তি ধারণ করে৷
🔰রাসায়নিকভাবে ক্লোরোফিল পরফাইরিন মস্তক ও ফাইটলের সমন্বয়ে গঠিত
🔰আলোক রশ্মির শোষণ ক্ষমতার ভিত্তিতে ক্লোরোফিল-a মোট ছয় প্রকার।
🔰ফাইকোবিলিন তিন শ্রেণির ও ৭ প্রকার
(i) ফাইকোএরিথ্রিন
(ii) ফাইকোসায়ানিন
(iii) অ্যালোফাইকোসায়ানিন
🔰ফাইকোসায়ানিন সাইটোক্রোম, RNA ও এনজাইম সৃষ্টিতে সহায়তা করে।
🔰ফাইকোবিলিন উদ্ভিদকোষে প্রোটিনের সাথে যুক্ত অবস্থায় থাকে
🔰লাল আলোয় প্রতি ফোটনে শক্তি থাকে ৭০ কি.ক্যাল
🔰নীল আলোয় প্রতি ফোটনে শক্তি থাকে ৭০ কি.ক্যাল
🔰অচক্রীয় ফটোফসফোরাইলেশনকে Z স্কিম বিক্রিয়া বলে
🔰পাথরকুচি গোত্রের উদ্ভিদে CAM প্রক্রিয়া হয়
#extra_info
#mediaim_contents #biology
কত মিনিটের মাথায় কালবেলা ছবি রিমুভ করতে বাধ্য হলো এটা কোনো বিষয় না, বিষয় হলো এত বড় দুঃসাহস কোথা থেকে পেল, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ এর কাল্পনিক ছবি বানিয়ে পোস্ট দিবে?
Читать полностью…আত্মশুদ্ধির উলামায়ে কিরাম বলেন, যে ব্যক্তি নিজেকে কোনো বিষয়ের ওপর অভ্যস্ত করে তুলতে ইচ্ছুক, সে যেন উক্ত কাজে ২১ দিন পর্যন্ত নিজেকে নিরবচ্ছিন্নভাবে নিয়োজিত রাখে। অতঃপর তার জন্য ওই কাজটি অকল্পনীয় আকারে সহজ হয়ে যাবে। চাই তা আনুগত্যের বিষয়ে হোক কিংবা অবাধ্যতা থেকে পরিত্রাণের ব্যাপারে হোক।
[কীভাবে আল্লাহর প্রিয় হবো? : ৭৫]
✅মৃত অণুজীব ও নিউট্রোফিল একত্রে "পুঁজ" গঠন করে।
_mazeda mam
#mediaim@amarto_basicvalona
📚 কারেন্ট অ্যাফেয়ার্স [দাগানো, ডিসেম্বর সংখ্যা]
🌟 গুরুত্বপূর্ণ অংশ এরিয়া মার্কিং ও হাইলাইট করা আছে
©SABAS × ATLAS
#SABAS@amarto_basicvalona
#medilogy_DAT_analysis
২০২৩-২৪ সেশন থেকে ২০১৮-১৯ সেশন পর্যন্ত ডেন্টাল ভর্তি পরীক্ষায় আসা ইংরেজি প্রশ্ন অ্যানালাইসিস
feel free to share if needed!
#medilogy@amarto_basicvalona
মেডিকেল ভর্তি পরীক্ষা...আপনি জানেন যে বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসবে, ছক থেকে প্রশ্ন আসবে, কাজ/উদাহরণ থেকে প্রশ্ন আসবে, পার্থক্য থেকে প্রশ্ন আসবে, অনুশীলনী থেকে প্রশ্ন আসবে, ম্যাট/ভার্সিটি/নিয়োগ পরীক্ষার ইংলিশ প্রশ্ন,অধ্যায়ের শেষে রিভিশন থেকে প্রশ্ন আসবে কিন্তু আপনি পড়েন না, প্র্যাক্টিস করেন না।
আপনি বসে থাকেন যে কেউ আপনাকে সেগুলো গুলিয়ে খাইয়ে দিবে। আপনার পড়া আপনাকে পড়তে হবে।
🔴অধ্যায় কিভাবে পড়বেন?
বই ফুল রিডিং > অধ্যায়ভিত্তিক রিভিশন প্রশ্ন > অনুশীলনী সলভ > ঐ বইয়ের সকল ছক+বৈশিষ্ট্য+কাজ+উদাহরণ রিভাইস > রেফেরেন্স বইয়ের এক্সট্রা লাইন + ছক + বৈশিষ্ট্য + কাজ + রিভিশন প্রশ্ন + অনুশীলনী > MAT/DAT/Varsity তে ঐ অধ্যায়ের কি কি প্রশ্ন আছে সেগুলো সলভ।
সময় আছে কাজে লাগান .
#mediaim@amarto_basicvalona
অ্যালকোলোসিসে RQ হ্রাস পায়, অ্যাসিডোসিসে RQ বৃদ্ধি পায় আবার মধুমেহ বা ডায়াবেটিস রোগে RQ হ্রাস পায় ।
#mediaim
🔴পানির বিভিন্ন স্তরের তাপমাত্রা -
✅পানির উপরের স্তর বা 10-12 মিটার পর্যন্ত তাপমাত্রা 20-30°C এর মধ্যে থাকে।
✅পানির 12 মিটার নিচের স্তরের তাপমাত্রা প্রায় 15-17°C থাকে
✅20 মিটার নিচের স্তরের তাপমাত্রা 7-10°C এর মধ্যে থাকে।
✅35 মিটার নিচের স্তরের তাপমাত্রা 4°C এর মধ্যে থাকে।
#mediaim_contents
দৃ্ষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ দল।
ফাইনালে প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান!
#recent_gk #gk
❓ কমেন্ট অপশান বন্ধ রাখা প্রসঙ্গ
এর কারণ আছে অনেক, ব্যাক্তিগত ভাবে আমি গুনাহে হাবুডুবু খাওয়া , অতি নগণ্য মানুষ।। চেষ্টা করি আমার কারণে যাতে অন্যের ক্ষতি না হয়। আমি যে খুব সাধু ব্যক্তি এমনও না ভাই। এখন মুশকিল হলো, কমেন্ট উন্মুক্ত করলে এখানে অনেক বোনেরাও কমেন্ট করবেন। তাতে সমস্যা ছিল না৷ সমস্যা হলো—এখানে কমেন্ট করলে টেলিগ্রাম আইডি শো করে এবং যেকেউ ইচ্ছা করলে তার প্রাইভেট প্রোফাইলে গিয়ে তাকে ম্যাসেজ করতে পারে। আরো মুশকিলের ব্যাপার হলো—ফেইসবুকের মতো সেই ম্যাসেজ ফিল্টার হয়েও আসে না। ইউজারের প্রোফাইলে সরাসরি চলে আসে।
এতে করে অসাধু ব্যক্তিদের দ্বারা বোনদের হ্যারাসমেন্টের একটা সম্ভাবনা থেকেই যায়।
এমন নানাবিধ বিষয় মাথায় রেখে অন্তত এখানে কমেন্ট করার অপশন বন্ধ রাখা হয়েছে।। আল্লাহ রহম করুন।ভুল ত্রুটি গুলো ক্ষমা করে দিন।। দুআর দরখাস্ত।
জাযাকুমুল্লাহ আহসানাল জা’যা।
_মুহাম্মদ আয়াত
#reminder_of_the_day
"" হাসবুনাল্লাহ ""
حسبنا اللهُ ونعمَ الوكيلُ، على اللهِ توكّلْنا
আমাদের জন্যে আল্লাহই যথেষ্ট! তিনি কতইনা উত্তম তত্তাবধায়ক! আমরা আল্লাহর উপরই তাওয়াক্কুল করছি (তিরমিযী ২৪৩১)।
অত্যন্ত শক্তিশালী আর কার্যকর একটি দু‘আ শিখিয়ে দিয়েছেন নবীজ (সা.)। আমরা সব ধরনের বিপদে, চেষ্টার পাশাপাশি দু‘আটা পড়ার অভ্যেস গড়ে তুলতে পারি। এই দু‘আ সাধারণ কোনও দু‘আ নয়।
১) এই দু‘আ নবীগণ পড়েছেন।
২) এই দু‘আ অতীতের মুমিন বান্দাগন পড়েছেন।
৩) এই দু‘আ সাহাবায়ে কেরাম পড়েছেন।
৪) এই দু‘আ শুধু হাদীসেই নয়, সরাসরি কুরআন কারীমেও উল্লেখিত আছে।
কঠিন বিপদ থেকে বাঁচতে, যালেমের যুলুম থেকে বাঁচতে, কেয়ামতের ভয়ানক পরিস্থিতি থেকে বাঁচতে এই দু‘আখানা পড়বো। ইনশাআল্লাহ।
_উস্তায আতিক উল্লাহ হাফিযাহুল্লাহ | ‘একটি সুন্নাহকে বাঁচাবো বলে’ সিরিজের ১২১ নং পর্ব থেকে নেওয়া।
আমরা ব্যস্ততা দেখাই তাঁকে,
সময়ের স্রষ্টা যিনি।
নিজের ধ্বংস নিজের টাকায়,
চড়া দামে কিনি…!
_ইরফান ইমু
✅হিমোফিলিয়া C (Haemophilia C) নামক একটি অটোজোমাল রোগ দেখা যায়। এটি লিঙ্গ সংশ্লিষ্ট রোগ নয়৷
✅অটোজোমে অবস্থিত একটি প্রচ্ছন্ন জিন যা XI নম্বর ফ্যাক্টর বা Plasma thromboplastin antecedent (PTA) অস্বাভাবিক সংশ্লেষ ঘটায়। ফলে রক্ততঞ্চন বাধাপ্রাপ্ত হয়।
✅ হিমোফিলিয়া 'C' আক্রান্ত ব্যক্তিরা মোট হিমোফিলি আক্রান্তদের ১%-এরও কম।
#extra_info
#biology
#mediaim_contents
ইয়া উম্মাতে মুহাম্মদ!
আপনার নবীকে ক*টু-ক্তি করেছে কালবেলা পত্রিকা।
চাপে পড়ে নিউজটা ডিলিট দিলেও স্কিনশর্টটা আছে।
কালবেলা রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাল্পনিক চিত্র অংকন করে নিউজ করেছে।
লা হাওলা ওয়ালা কু ওয়াতা ইল্লাহ।
ফ্রান্সে যখন রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কার্টুন অংকন করা হয়েছিল,
আপনারা তখন প্র-তি*বাদ করেছেন,মিছিল করেছেন,আর আফসোস করে বলেছেন ফ্রান্স আপনার থেকে বহুদূরে তাই যেতে পারছেন না।
আজকে ফ্রান্সের মতো একই কান্ড ঘটিয়েছে কালবেলা।
অথচ আপনি গাফেল আপনার খবর নেই।
মুসলিমদের দেশে ওদের এত বড় সাহস হয় কী করে।
আর কত ঘুমাবেন আর কত রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অপ*মান সয্য করবেন?
আমরা বসে থাকব না,
কালবেলা যদি অতিসত্বর ক্ষমা না চায় তাহলে ওদেরকে জমিন থেকে অস্তিত্ব মিটিয়ে দিতে হবে।
সবাই এটা দ্রুত ভাইরাল করুন,
ছড়িয়ে দিন,আলেমদের নিকটে পোঁছে দিন।