#confusion_killing
❓❓স্নেহ বিপাকঃ
✅সংঘঠিত হয় বললে = রাইবোসোমে(স্থান বুজাচ্ছে)
✅স্নেহ/লিপিড সংশ্লেষণ = মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
✅লিপড সংশ্লেষণে জড়িত = গলগি বডি
✅বিপাক সাহায্য = মাইটোকন্ড্রিয়া
✅বিপাক নিয়ন্ত্রণ = গ্লাইঅক্সিসোম
📍 একইসাথে প্রোটিন সংশ্লেষ ও লিপিড বিপাক বললে - মাইটোকন্ড্রিয়া
#biology
#mediaim_contents
মানব অঙ্গচালনা : সৃজনশীল সাজেশন
✅হ্যাভারসিয়ান তন্ত্র (ছবিসহ)
✅নিরেট অস্থি vs স্পঞ্জি অস্থি
✅ঐচ্ছিক-অনৈচ্ছিক-হৃদপেশি
✅তরুণাস্থির প্রকারভেদ ও গঠন-বৈশিষ্ট্য
✅পুরুষ ও নারী শ্রোণীচক্র
✅টেন্ডন ও লিগামেন্ট
✅পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয়না
✅আদর্শ কশেরুকার গঠন
✅হ্যামস্ট্রিং পেশি, কোয়াড্রিসেপস পেশি, হাটুর লিগামেন্ট
✅অস্থিসন্ধির প্রকারভেদ, সাইনোভিয়াল অস্থিসন্ধি
#mediaim_hsc #mediaim_contents
#hsc_suggestion #hsc #hsc25
বিক্রিয়া ও সংখ্যাতাত্ত্বিক এক্সাম ২০২৪!
সিলেবাস : বায়োলজি-কেমেস্ট্রি-ফিজিক্স এর সকল বিক্রিয়া(বিশেষ করে নামধারী/শনাক্তকারী বিক্রিয়া), সকল সংখ্যাতাত্ত্বিক তথ্য(পরিমাণ, %, সাল)৷
পূর্ণমান : ১০০ ; সময় : ৩৫ মিনিট
এক্সামের তারিখ : ১০ ডিসেম্বর
এক্সাম দেওয়া যাবে : সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা
এক্সাম দিবে : HSC-23+24
এক্সাম দিতে জয়েন : /channel/MediAimPoll
কর্মমুখী রসায়ন - Chapter analysis
#medunitions
১. কোনটি কোন ধরনের প্রিজারভেটিভস ( শক্তিশালী, প্রাকৃতিক, কৃত্রিম) - সব থেকে গুরুত্বপূর্ণ
২. কোনো জিনিসে কোনো কিছুর সংযুতি কত শতাংশ??
( ফরমালিন, মাছ , মাংস, বাশ কোরল,দুধ, কাচ , মাখন, ইত্যাদি)
৩.সাসপেনশন, কোয়াগুলেশন, কলয়েড এই ছকটা -২০০%( details দেখবা এই অংশটুকু)....
৪. গ্লাস ক্লিনার, যত ধরনের টয়লেট্রিজ, মেহেদি,পারফিউম এগুলার composition খাতায় ছক করে একজায়গায় রাখবা। মনে থাকবে সহজে।
৫. যত ধরনের সংকেত এবং বানিজ্যিক নাম, temperature, ppm..
Note : অনুশীলনীর প্রশ্ন - হাজারি স্যার পড়লেই হবে শুধু।
~ নোমান ভাই
#medilogy@amarto_basicvalona
৪৪ তম তথা দেশের সর্বশেষ জিআই পণ্যের স্বীকৃতি পেল শেরপুরের ছানার পায়েস! #gk #recent_gk
Читать полностью…তোমাদের উচিৎ গুচ্ছ থাকতেছে এটা নিয়েই শুকরিয়া করা,,,কখন পরীক্ষা হবে এটা নিয়ে টেনশন করা নয়।
Читать полностью…হাদীসে আসছে
রাসূলুল্লাহ্ সল্লাল্ল-হু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কিছু বান্দা এমন আছে, যারা এলোমেলো উষ্কখুষ্ক, অনেক দরজা থেকে তাদেরকে তাড়িয়ে দেয়া হয়। কিন্তু তারা আল্লাহর নামে কোনো শপথ করলে, আল্লাহ্ সেটা সত্যে পরিণত করেন।
.
এই হাদীসের ব্যাখায় ইমাম নববী লিখেন,
সেই বান্দার সম্মানার্থে আল্লাহ্ এমনটা করেন।
.
সুতরাং আপনি শপথ করুন।
ওয়াল্ল-হি! আমরা *আ*ক*সা*য় প্রবেশ করবো।
ওয়াল্ল-হি! আমরা আবার বা*ব*রী*তে ফিরে যাবো।
.
আমাদের হাজার জনের মধ্যে এমন কেউ না কেউ তো অবশ্যই আছেন, যিনি আল্লাহর সেই মর্যাদাশালী বান্দা। যার শপথকে আল্লাহ্ বৃথা যেতে দিবেন না।
_মাহ্দি ফয়সাল ভাই
ভারতের চিকেন নেকের পাশে তুরস্কের তৈরি বিশ্বের সর্বাধুনিক ড্রোন Bayraktar TB2 মোতায়েন করেছে বাংলাদেশ
Читать полностью…হুইটস্টোন ব্রীজের ম্যাথ সলভ করে নাও খুব সহজে:
আগামীকাল কিন্তু সন্ধ্যা ৬ টায় তরঙ্গ ক্লাস মেডিফিজিক্সের
https://youtu.be/5F3GbPVrvhI?feature=shared
মাঝে মাঝে কিছু মন খারাপের কারণ খুঁজে পাই না।
মন হয়তো খারাপ, কিন্তু জানিই না যে ঠিক কী কারণে মন এমন বিচ্ছিন্ন আর উদাস হয়ে আছে। পূর্বাপর সব ঘটনাগুলোতে চোখ বুলিয়েও কোন যুতসই কারণ বের করা যায় না।
এমন অ-কারণ মন খারাপের একটা কারণ হতে পারে সালাতের প্রতি আমাদের উদাসীনতা। আমরা আমাদের সালাতের ব্যাপারে যথেষ্ট যত্নশীল নই।
আপনি হয়তো বলবেন, 'কই, আমি তো সালাত ত্যাগ করি না ভাই। কিন্তু তা-ও কেনো আমার মাঝে মাঝে অ-কারণ মন খারাপ হয়?'
'সালাতে যত্নশীল হওয়া' বলতে আমরা যা বুঝি তা হচ্ছে— সালাত ত্যাগ না করা। কিন্তু, এটুকুই কেবল সালাতের ব্যাপারে যত্নশীল হওয়ার জন্যে যথেষ্ট নয়।
ঠিক সময়ে আমি সালাত আদায় করছি কি-না, সালাতে আমার খুশুখুযু তথা মনোযোগ ঠিকঠাক রাখতে পারছি কি-না এসবও সালাতের ব্যাপারে যত্নশীল হওয়ার অন্তর্ভুক্ত।
ফযরের ওয়াক্ত শেষ হয়ে এলো প্রায়। ঘড়িতে আর মিনিট পাঁচেক বাকি। তড়িঘড়ি করে উঠে আমি বুলেটের গতিতে ওযু করে জায়নামাজে দাঁড়ালাম৷ হাতে আমার সময় কেবল সাড়ে তিন মিনিট। সুন্নাহ তো বাদ-ই গেলো, এই তিন মিনিটে আমাকে শেষ করতে হবে দুই রাক'আত ফরয সালাত!
সাড়ে তিন মিনিট সময়ে দুই রাক'আত সালাত কতোখানি যত্ন আর আন্তরিকতার সাথে আদায় করা যায় ভাবুন তো!
এই ঘটনা যদি আমার নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়ায়, যদি আসর আর মাগরিবেও আমাকে এমন হুলস্থুল করে নিয়মিত সালাত আদায় করতে হয়, তাহলে সালাতের ব্যাপারে আমাকে জরুরিভাবে ভাবতে হবে বৈকি!
সালাতের সময় নিয়ে যদি আমাকে রোজ এভাবে দৌঁড়ঝাপ করতে হয়, তাহলে আমি সালাত-সমাপ্তকারী হবো বটে, আদায়কারী হয়ে উঠতে পারবো না।
হাসান আল বাসরী রাহিমাহুল্লাহর একটা সুন্দর উক্তি আছে৷ তিনি বলেছেন:
'যখনই আপনি আপনার সালাতকে ঠিক করতে পারবেন, দেখবেন আপনার জীবনটাও ঠিক হতে শুরু করেছে। যদি আপনার মনে হয়— কেনো আপনার রিযক সংকুচিত হয়ে যাচ্ছে, কেনো আপনার বিয়ে হতে দেরি হচ্ছে, কেনো আপনার কাজে বারাকাহ কমে যাচ্ছে, কেনো দিন দিন খারাপ হচ্ছে আপনার স্বাস্থ্য, তাহলে আপনাকে বলবো আপনার সালাতের দিকে নজর দিন। দেখুন তো— সালাত আদায়ে আপনি দেরি করেন না তো?'
আমার অ-কারণ মন খারাপের কারণ হয়তো এখানেই যে— যথার্থ সময়ে এবং যথাযথ ভাবে আমি সালাত আদায় করতে ব্যর্থ হচ্ছি।
⚪️ জুম্মাবার ⚪️
✅সূরা আল কাহফ তিলাওয়াত
✅দরুদ শরীফ পাঠ
✅ইস্তেগফার এবং
✅বেশি বেশি দোয়া বিশেষ করে
আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে।
পড়ে নিও ❤️❤️
📌📌কোয়ান্টাম সংখ্যার মান কোনটি দিয়ে কি নির্দেশ করে
✅প্রধান কোয়ান্টাম সংখ্যা > পরমাণুর বর্ণালিতে সৃষ্ট সূক্ষ্ম রেখার উৎপত্তি বোঝানোর জন্য ব্যবহৃত হয় + শক্তিস্তরের আকার প্রকাশ করে
✅সহকারী কোয়ান্টাম সংখ্যা >
পরমাণু বর্ণালিতে সৃষ্ট সূক্ষ্ম রেখার উৎপত্তি বোঝানোর জন্য ব্যবহৃত হয় + উপশক্তিস্তরের আকৃতি প্রকাশ করে
✅চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা >
চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালির সূক্ষ্ম রেখায় বিভক্ত হওয়ার কারণ ব্যাখ্যার জন্য লাগে + অরবিটালের দিক নির্দেশ করে
✅ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা > ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশ করে + পরমাণুর চুম্বক ধর্ম ব্যাখ্যার জন্য ।
#chemistry #info
#Mediaim_contents
গুচ্ছ ভর্তি পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
আগামী ১২ ডিসেম্বর একাডেমি কাউন্সিলের সভা রয়েছে তাতে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া, পরীক্ষার মানবন্টন সবকিছু নিয়ে আলোচনা হবে।
সূত্র: জনসংযোগ দপ্তর, শাবিপ্রবি
বিজয়ের পথে দামেশক। মুহূর্মুহু তাকবির ধ্বনি চলছে। কাবুল থেকে দামেশক হয়ে এ ধ্বনি ছড়িয়ে পড়ুক দিল্লি ও ওয়াশিংটন পর্যন্ত।
বিশ্বের প্রান্তে প্রান্তে বিজয়ের ধারা শুরু হয়েছে। পরাজয়ের পর মুসলিমরা আবারও জেগে উঠছে। এ ধারা চলতে থাকবে। পৃথিবীর কোনো শক্তি এ জাগরণকে থামাতে পারবে না ইনশাআল্লাহ। এ জাগরণের মাধ্যমেই আশা করা যায়, একবিংশ শতাব্দীতে আমাদের হারানো গৌরবোজ্জ্বল খিলাফাব্যবস্থা ফিরে আসবে। আমরা সে প্রস্তুতি ও অপেক্ষায়, বি-ইযনিল্লাহ।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি - আবেদন তারিখ ও আবেদন ফি (২০২৪-২৫)
আপডেট: ৬ ডিসেম্বর, ২০২৪
© Admission Infomer
জ্বি, এটাই ভারত...মধ্যরাতে ফুটপাতে ঘুমন্ত মা-বাবার কাছ থেকে তুলে নিয়ে গিয়ে এখানে ধর্ষণ করা হয় সাত মাসের ছোট্ট একটি মেয়েকেও! পুরো ঘটনাটা বলা যাক...
ঘটনাটি ঘটেছে গত ৩০ নভেম্বর পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা জেলার উত্তর কলকাতার বড়তলা থানার অন্তর্গত বিডন স্ট্রিটে। শিশুর পরিবারের অভিযোগ, শুক্রবার মধ্যরাতে ফুটপাথবাসী মা-বাবার কাছে ঘুমোচ্ছিল শিশুটি। তাঁদের কাছ থেকেই তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হয়।
রাতে শিশুটিকে নির্যাতন করে ফেলে চলে যাওয়ার পর বড়তলা থানা এলাকায় একটি বাড়ির সামনে এ শিশুকে কাঁদতে দেখেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করেন তিনি। ওদিকে ওই বাড়ি থেকে কয়েকশ মিটার দূরে শিশুটির মা-বাবা তাঁদের কন্যাসন্তানকে তখন হন্যে হয়ে খুঁজছেন। মেয়েকে না পেয়ে তাঁরা পৌঁছে যান থানায়। এরই মধ্যে ফুটপাথে একটি শিশুকন্যা পড়ে রয়েছে খবর পেয়ে ছোটে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় সেটি ওই দম্পতিরই কন্যা।
শিশুটির গোপনাঙ্গে রয়েছে ক্ষতচিহ্ন। বর্তমানে স্থিতিশীল অবস্থায় আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন দুধের শিশুটি। তার চিকিৎসার জন্য বসানো হয়েছে মেডিক্যাল বোর্ড। ঘটনার তদন্তে নেমেছে বড়তলা থানার পুলিশ।
আরজি কর মেডিক্যাল কলেজের অ্যাডিশনাল মেডিক্যাল সুপার দ্বৈপায়ন বিশ্বাস বলেন, “আমি এখনও পর্যন্ত যা জানতে পেরেছি তাতে শিশুটি পেডিয়াট্রিক আইসিইউ-তে ভর্তি রয়েছে। রক্তক্ষরণ হচ্ছে না। বাচ্চাটাকে খেতে দেওয়া হয়েছে। আজ সকালে মেডিক্যাল বোর্ড তৈরি হয়েছে। তারাই ঠিক করবেন পরবর্তী চিকিৎসা কী হবে। আমি শুনেছি যখন শিশুটিকে আনা হয়েছিল সেই সময় গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছিল।”
জ্বি, এটাই ভারতের অবস্থা। বলে রাখা ভালো, যে আর জি কর হাসপাতালে চিকিৎসা হচ্ছে শিশুটির সে হাসপাতালেই গত ৯ আগস্ট ৩১ বছর বয়সী একজন নারী চিকিৎসকের অর্ধনগ্ন, ধর্ষিত এবং প্রচন্ডভাবে নির্যাতিত মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। সে হত্যার তদন্তই এখনো শেষ হয়নি...
সেই চিকিৎসক ধর্ষণ কান্ডের পর ক্ষোভে ফুঁসে উঠেছিল পুরো ভারত। কিন্তু ফলাফল...সে তো দেখতেই পাচ্ছেন। এখন ৩১ বছর বয়সী ডাক্তার থেকে ৭ মাসের শিশুতে নেমেছে ধর্ষণ কান্ড! ৭দিন পার হয়েছে, এখনো গ্রেপ্তার হয়নি একজনও! তদন্ত চলছে...
অথচ ভারতের মিডিয়াতে এসব নিয়ে খুব বেশি আলোচনা হবে না। এগুলো নিয়ে আলোচনা করলে দর্শকরা খুব বেশি খায় না। তাদেরকে খাওয়াতে হয় মিথ্যে গল্প! তাই তো ময়ূখদের প্রতিদিন লিখতে হয়, অন্যদেশ নিয়ে আজগুবি যত গল্প!
ভারত নিরাপদ হয়ে উঠুক সবার জন্যে এটাই কামনা। যদি মমতা ব্যানার্জী বা ভারতের সাহায্য প্রয়োজন হয়, আমরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিবো...
ভারতের ধর্ষণকান্ড
- মবিন মজুমদার '
৭ ডিসেম্বর, ২০২৪
আপনারা চিঠি এতো ভালো লিখেন জানা ছিল না। রিমাইন্ডার, পদ্য, গদ্য, উক্তি সবই পেয়েছি। উর্দু কবিতার অংশ গুলো বেশ দারুন লেগেছে।।মাশা আল্লাহ।। আল্লাহ আপনাদের জ্ঞানে, লিখায় আরো বারাকাহ দিন। আমিন
Читать полностью…বিবিসি পর্যন্ত দাদাবাবুদের মিথ্যা সংবাদের বিরুদ্ধে নিউজ করছে। কিন্তু পেত্থম আলো ও দিলহী স্টার লেখার সময় পাচ্ছে না!
এরা যদি নাক উঁচু করে কোনোদিন গঙ্গী নাটকের নিউজ করে, তবে নাক দিয়ে একেবারে বাঁশ ঢুকিয়ে দিবেন।
দিনের আলোর চেয়ে রাতের অন্ধকারটা বেশ ভালো;
লাইটটা অফ করে আপনি কান্না করে নিতে পারেন কেউ দেখবে না সে কান্না,
আর শব্দটা!সে একটা দীর্ঘশ্বাসের সাথেই চাপা পরে যাবে।😊
এই চোখের জলের সাথে কথা নিঃশেষ হয়ে যাবে সারাদিনের সব খারাপ অভিজ্ঞতাগুলো🙂
সকালে ঘুম থেকে উঠে ঠিকই মুখে হাসিটা দিয়ে শুরু হয়ে যাবে দিনের আলোর জীবনযাত্রা।😊
_admission informer
❓করোটিক স্নায়ু
✅দীর্ঘতম(Longest): ভ্যাগাস স্নায়ু
✅বৃহত্তম(Largest): ট্রাইজেমিনাল স্নায়ু
✅ক্ষুদ্রতম(Shortest): অলফ্যাক্টরি স্নায়ু
✅সবচেয়ে সরু (Thinnest): ট্রকলিয়ার স্নায়ু
[Note: বৃহত্তম - সবথেকে বড় ,
দীর্ঘতম- সবথেকে লম্বা]
#biology #info #important
একটা আরবী লেখায় দেখলাম,
দুনিয়ার সমস্যা হচ্ছে হাম্মুন, মানে দুশ্চিন্তা।
আখেরাতের সমস্যা হবে যাম্বুন, মানে গুনাহ।
.
আর অধিক দরূদ পাঠ এই দুইটাই দূর করে।
.
যেমন প্রিয়নবী সল্লাল্ল-হু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে দরূদ পাঠের ব্যাপারে উবাই ইবনু কা'ব রদ্বিইয়াল্ল-হু আনহুকে বলেছিলেন, "এটা তোমার দুশ্চিন্তার জন্য যথেষ্ট হবে, আর তোমার গুনাহও মাফ করা হবে।"
.
আজ শুক্রবার!
.
— মাহদী ফয়সাল (হাফি.)
একবার দরূদ মানে আপনি আল্লাহর থেকে দশটি রহমতের হকদার হয়ে যাওয়া।
একবার দরূদ মানে রাসূলের সাথে আপনার দূরত্ব কমে যাওয়া।
আল্ল-হুম্মা সল্লি 'আলা মুহাম্মাদ।
.
আজ শুক্রবার, বেশী বেশী দরূদের দিন। সূরা কাহাফের দিন। দোয়ার বিশেষ দিন।
কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি, কিন্তু এতে রাষ্ট্রীয় স্বীকৃতি ছিল না। এবার সেই স্বীকৃতি পেতে যাচ্ছেন বিদ্রোহী কবি।
জাতীয় কবি হিসেবে ভূষিত করে গেজেট প্রকাশের প্রস্তাব অনুমোদন দিয়েছে আজ ৫ই ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ!
#recent_gk #gk
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ।
কারো কাছে সুন্দর করে গোছানো নোট আছে?
রসায়ন প্রথম পত্র ২য় অধ্যায় এর?
শেয়ার করেন প্লিজ🥹।
আমার একটা কোর্সের জন্য লাগতেছে।
নোট এর পিডিএফ আয়াত ভাইয়ের ইনবক্সে দিয়েন।
জাযাকুমুল্লাহু খইরন।
দেশে নতুন করে এইডস রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৩৮ জন। নতুনভাবে এইডস সংক্রমিতদের মধ্যে ৫৫ শতাংশ বিবাহিত।
এইডস রোগ শনাক্তকারী টেস্ট কি কি আছে?