⚠️ বস টপিক রিভিশন
📌 জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ
🔥 প্রজাতি
☞ প্রজাতি হলো বাহ্যিক বৈশিষ্ট্যে সর্বাধিক মিলসম্পন্ন এক দল জীব
☞ গাধা ও ঘোড়ার মিলনে সৃষ্ট সংকর শাবক যা খচ্চর (mule) নামে পরিচিত, যা জননক্ষম প্রজন্ম সৃষ্টিতে অক্ষম
☞ অনেক চিড়িয়াখানায় সিংহ (lion) ও বাঘ (tiger)-এর মিলন ঘটিয়ে যে লাইগার (liger) সৃষ্টি করা হয়, যা জননক্ষমতাহীন সংকর শাবক
☞ বাংলাদেশে পাটের দুটি প্রজাতি চাষ করা হয়
🔥 জীবগোষ্ঠী/পপুলেশন
☞ জীবসমূহ সাধারণত জীবগোষ্ঠী তথা পপুলেশনে বিন্যস্ত থাকে
☞ একটি নির্দিষ্ট স্থানে একই সময়ে বসবাসকারী একই প্রজাতির একদল জীবকে বলা হয় পপুলেশন বা জীবগোষ্ঠী
☞ সব জীবের সব কমিউনিটি মিলিতভাবে তৈরি করে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার
☞ একটি সময়ে একটি একক আয়তন জায়গায় কোনো প্রজাতির কতটি সদস্য আছে তা হলো পপুলেশনের ঘনত্ব
☞ জন্ম ও মৃত্যু হার সমান হলে পপুলেশন বৃদ্ধি শূন্য
☞ প্রতিটি পপুলেশনের একটি প্রচ্ছন্ন সংখ্যাবৃদ্ধি শক্তি থাকে
🔥 জীবসম্প্রদায়
☞ সবচেয়ে উঁচু বৃক্ষগুলো ওভারস্টোরি স্তর গঠন করে থাকে এবং অন্যদের ওপর ছায়া দিয়ে থাকে
☞ ওভারস্টোরি থেকে অপেক্ষাকৃত কম উচ্চতার বৃক্ষ প্রজাতিগুলো নিয়ে আন্ডারস্টোরি স্তর গঠিত
☞ ছায়াপ্রিয় উদ্ভিদ প্রজাতিগুলো নিয়ে ট্রান্সগ্রেসিভ স্তর গঠিত
☞ বড় বৃক্ষের চারা এবং তৃণজাতীয় উদ্ভিদ নিয়ে চারাস্তর গঠিত
☞ ভূ-সংলগ্ন স্তরে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া, ছত্রাক ও পোকামাকড় থাকে
☞ ব্যাকটেরিয়া ও ছত্রাক হলো বিয়োজক অর্থাৎ জৈবস্তর পঁচনে সাহায্য করে
#Biology #suggestion
#SABAS@amarto_basicvalona
📌যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশি - ড. মুহাম্মদ ইউনুস
#gk
📍বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশ কোনটি?
(Which country is the largest oil producer in the world?)
◾আনসার: USA
📍আরও জানুন:
ভেনেজুয়েলায় বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুত রয়েছে। চীন বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক দেশ।
সালভিত্তিক মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা আন্তর্জাতিক প্রশ্নগুলো পোল আকারে দিচ্ছি (shaon vai)❣️
🎁 Channel : GK BEE by SABAS
#SABAS
বাচ্চারা, সিস্টেমের উপর কারো কোনো হাত নেই। তাই আন্তর্জাতিক নিয়ে বেশি প্যানিক কইরো না। নিয়ম সবার জন্যই এক। সবাইকেই নতুন করে আন্তর্জাতিক পড়তে হবে। কেউই আগে থেকে পড়ে রাখেনি। ৩/৪ টা প্রশ্ন হয়ত আন্তর্জাতিক অংশ থেকে থাকবে। তার মাঝে যুক্তরাষ্ট্রের নির্বাচন টাইপ সাম্প্রতিক থেকে ১/২ টা থাকতে পারে।
ইনশাআল্লাহ হলে গিয়ে যেন কমন পাও সেটার সম্পূর্ণ চেষ্টাই আমরা করব। আমার সময় আন্তর্জাতিক দাগিয়েই চান্স পেয়েছি। তাই আন্তর্জাতিক নিয়ে আলহামদুলিল্লাহ ধারনা আছে।
যাদের খুব বেশি টেনশন হবে, তারা আপাতত সাম্প্রতিক বাদে প্রিভিয়াস BCS প্রশ্নগুলো পড়া শুরু করতে পারো।
আর আন্তর্জাতিক পড়ে রাখলে ঢাবি'র বি ইউনিট এর জন্যও এগিয়ে থাকবে। এটা ভেবে আপাতত সান্ত্বনা নাও।
_mushfiq hasan sir
(Teacher,Mediaim)
মেডিএইমের এই তিন ব্যাচের জন্য আন্তর্জাতিক বিষয়াবলির উপর ৫টি ক্লাস ও এক্সামের ব্যবস্থা করা হলো 🔥❣️
Enroll NOW !!!
ব্রেকিং:
মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪~২৫ সেশনের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আবেদন শুরু : ১০/১২/২০২৪
আবেদন শেষ : ২৭/১২/২০২৪
টপিকঃ বাংলাদেশের জাদুঘর
Narendra Modi should invite Bashar Al Asad to India and arrange a marriage ceremony with the fascist whom he gave shelter in August.And then invite all Bangladeshi and Syrian people.😆
Читать полностью…বাচ্চারা, এডমিশনের সায়াহ্নে বসে সূর্যের আলোর নিজের গায়ে মাখার সাধ জেগেও টেবিলে বসে জটিল সময় পার করছো৷কেউ কেউ হাল ছেড়ে দিয়েছে। কিন্তু তুমি কোন এক অদৃশ্য চাদরে আবৃত হয়ে এখনও টিকে থাকার লড়াই করে চলেছো৷সামনে ঘোর অন্ধকার কিন্তু মশাল জ্বালিয়ে আবছা আলো আনতে চাচ্ছো। তোমার জন্য বলা হয়েছে-
সুরা আল-ইমরান (৩:২০০):
"হে মুমিনগণ! ধৈর্য ধারণ করো এবং দৃঢ় থাকো। আর আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফল হতে পারো।"
সিরিয়ায় সরকার পতন, বিমানে করে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ
বাশার আল আসাদের ২৪ বছরের শাসনামলের সমাপ্তি।
আল্লাহু আকবার।
শামের প্রধান অঞ্চলটি মাত্র যুগের ফিরআউনের কবল থেকে মুক্ত হলো। এখন শুরু হবে আসল খেলা। হাদিস থেকে বুঝা যায়, শেষ জমানার যুদ্ধের কেন্দ্র হবে শাম। দিন দিন সে প্রেক্ষাপটই তৈরি হচ্ছে সম্ভবত।
#reminder
যারা admission দিবা সময়ের দিকে আর ঘুম যাতে ঠিকঠাক হয়ে সেদিকে খেয়াল রাখবা।
সকাল বেলা ঘুমানো উচিত নয় কেন?
১. ভোরবেলা ঘুমালে ওই বরকত থেকে বঞ্চিত হতে হয়, যে বরকতের দোয়া রাসুলুল্লাহ (সা.) করেছেন।
সখর গামেদি রাযি. সূত্রে বর্ণিত, রাসুল (সা.)এ দোয়া করেছেন,
اللَّهُمَّ بَارِكْ لأُمَّتِي فِي بُكُورِهَا
‘হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের শুরু বরকতময় করুন।’
বর্ণনাকারী বলেন, এ জন্যই রাসুল (সা.) কোনো যুদ্ধ অভিযানে বাহিনী পাঠানোর সময় দিনের শুরুতে পাঠাতেন। আর সখর রাযি. ছিলেন একজন ব্যবসায়ী। তিনিও তাঁর ব্যবসায়ী কার্যক্রম ভোরবেলা শুরু করতেন। এতে তাঁর ব্যবসায় অনেক উন্নতি হয় এবং তিনি সীমাহীন প্রাচুর্য লাভ করেন। (আবু দাউদ ২৬০৬)
২. উরওয়া ইবন যুবাইর রহ. বলেন, যুবাইর রাযি. তাঁর সন্তানদেরকে ভোরবেলা ঘুমানো থেকে নিষেধ করতেন। উরওয়া রহ. বলেন,
إِنِّي لَأَسْمَعُ بِالرَّجُلِ يَتَصَبَّحُ فَأَزْهَدُ فِيهِ
আমি যখন কারো সম্পর্কে শুনি, সে ভোরবেলা ঘুমায় তখন তার প্রতি আমি আগ্রহ হারিয়ে ফেলি। (মুসান্নাফ ইবনু আবী শাইবা ৫/২২২)
৩. আব্দুল্লাহ ইবন আব্বাস রাযি. তাঁর এক সন্তানকে ভোরবেলা ঘুমাতে দেখে বলেছিলেন,
أتنام في الساعة التي تُقسَّم فيها الأرزاق؟
ওঠো, তুমি কি এমন সময়ে ঘুমিয়ে আছ, যখন রিজিক বণ্টন করা হচ্ছে। (যাদুল মাআ’দ ৪/২৪১)
৪. যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এক গবেষণায় দেখেছেন, যারা সকালে ঘুম থেকে ওঠেন, তারা দেরিতে ঘুম থেকে ওঠা শিক্ষার্থীদের তুলনায় ভালো ফল করে।
৫. ভোরের বাতাসে টাটকা অক্সিজেনের পরিমাণ বেশি থাকায়, তা শরীর-মনে সতেজতা নিয়ে আসে।
৬. ভোরে উঠলে দীর্ঘ জীবন লাভ করা সম্ভব। যুক্তরাজ্যে ৪ লাখ ৩৩ হাজার মানুষের ওপর জরিপ চালিয়ে দেখা গেছে, ভোরে ওঠা ব্যক্তিদের চেয়ে দেরিতে ওঠা মানুষের অকাল মৃত্যুর আশঙ্কা ১০ শতাংশ বেশি।
ঘুম না আসলে ফোন চালাবা না, পড়বা।। তবে ভোর সকালে তথা ফজরের পর পর ঘুমাবে না।। একটু বিরতি দিয়ে তারপর ঘুমানো যেতে পারে। (রাতে দ্রুত ঘুমানো উত্তম)
📌"নিরাপত্তা পরিষদের" সুপারিশে জাতিসংঘে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়।
#Gk_international
📌৩৩ তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের শুরু হয় ২৬ জুলাই ২০২৪ এবং সমাপ্তি ঘটে ১১ আগস্ট ২০২৪ এ ।
সময়কাল : ২৬ জুলাই -১১ আগস্ট ২০২৪
#Gk_international
আন্তর্জাতিক বিষয়াবলি : বিভিন্ন প্রণালী
🔴বেরিং প্রণালী - আমেরিকা হতে এশিয়া পৃথক ।
🔴বসফরাস প্রণালী – ইউরোপ হতে এশিয়া পৃথক।
🔴পানামাখাল - উত্তর আমেরিকা হতে দক্ষিণ
আমেরিকা পৃথক।
🔴পক প্রণালী – ভারত হতে শ্রীলঙ্কা পৃথক ।
🔴জিব্রাল্টার প্রণালী –মরক্কো (আফ্রিকা) হতে স্পেন (ইউরোপ) পৃথক।
🔴হরমুজ প্রণালী – আরব আমিরাত ও ইরানের মধ্যে
অবস্থিত।
🔴বাব-এল-মান্দেব - লোহিত সাগর ও আরব সাগরে অবস্থিত।
🔴ডোভার প্রণালী – যুক্তরাজ্য হতে ফ্রান্স পৃথক।
🔴ফ্লোরিডা প্রণালী –ফ্লোরিডা হতে কিউবা পৃথক ।
🔴মালাক্কা প্রণালী – সুমিত্রা হতে মালয়েশিয়া পৃথক
#mediaim_international #mediaim_gk
#mediaim_contents
মেডিকেল ভর্তি পরীক্ষায় কোনো প্রশ্নের উত্তর দুটি দাগানো যাবেনা অর্থাৎ কোনো ডাবল এন্সারবিশিষ্ট প্রশ্ন থাকবেনা। ডাবল দাগালে ভুল হিসেবে চিহ্নিত হবে।
সার্কুলারে বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে!
ভ|রতের বিরুদ্ধে ক্রিকেটে আন্ডার-১৯ এশিয়া কাপে বাংলাদেশ জিতেছে। জেতার আগ মুহূর্তে গ্যালারি জুড়ে নারায়ে তাকবির, আল্লাহু আকবার স্লোগান দেয়া হচ্ছিল। বাংলাদেশ জিন্দাবাদ দেয়া হয়নাই।
গুনাহগার হোক, জাহিল হোক। হয়তো জানে না, খেলা দিয়ে যে আসলে বিরোধিতা করা যায় না। উলটো দাসত্বের লুপের মধ্যে ঢোকা হয়।
তবুও তার কাছে ভ|রত বিরোধিতার জন্য একটা স্লোগানই মনে যুতসই মনে হয়েছে - সেটা হলো তাকবির, আল্লাহু আকবার।
তাই সকলের মনে রাখা উচিত - ভ|রতীয় বিন্দুত্ববাদের বিরুদ্ধে আপনি যে লড়াইটা লড়ছেন, সেটা জাতীয়তাবাদের লড়াই না। সেটা ইসলাম বনাম কু ফ রের লড়াই। নিকটতম আধিপত্যবাদী মু শ রি কদের সাথে মুমিনদের লড়াই।
.
— Khijir Hayat
(উল্লেখ্য, আন্তর্জাতিক পেশাদার খেলাধুলাকে আমরা সমর্থন করি না)
অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপ শিরোপা জয়লাভ করলো বাংলাদেশ!
ভারতের বিপক্ষে ৫৯ রানের বিশাল জয়!
#gk #recent_gk
অনেকেই Rapid Fire কি বুঝেন না। তাই তাদের জন্য শর্ট একটা Rapid Fire Session অনুষ্ঠিত হবে আজ পোল চ্যানেলে।
Link : /channel/MediAimPoll
আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ এই বিজয়কে ত্বরান্বিত করুন।
"..অতঃপর আমি তাদেরকে হঠাৎ পাকড়াও করেছি এমনভাবে যে, তারা টেরও পায়নি।"
[সূরা আ’রাফ, ১৮২]
আল্লাহু আকবার
আল্লাহু আকবার
লা-ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহু আকবার
আল্লাহু আকবার
ওয়া লিল্লাহিল হামদ।
Allahu Akbar , Allahu Akbar !!
For every fall there is a time fixed from Allah.
And the time for Tel aviv is coming.
This century is the century of our victory.
Takbir! Allahu Akbar!
❓❓বিভিন্ন ধরনের পাতন প্রক্রিয়া কী এবং এদের প্রয়োগ প্রায়ই মেডিকেল / ভার্সিটি / এইচএসসি পরিক্ষায় চলে আসে... খুবই সহজ করে সাথে মনে রাখার উপায় দিয়ে নোট করে দিয়েছেন পিও বাই ডাঃ বনি আমিন অপু👀 (DMC)😁😁
#chemistry
#mediaim@amarto_basicvalona