আগামীকাল মেডিকেল ভর্তি পরীক্ষার ফর্ম ফিলাপ। ফর্ম ফিলাপের পূর্ণাঙ্গ নিয়মাবলি দেওয়া হলো :
খুবই সাবধানতার সাথে, আগে থেকে যাবতীয় তথ্য, নিজের ছবি ও সিগনেচারের ফাইল রেডি করে ফর্ম ফিলাপ করবেন।
নিচে step by step ফর্ম ফিলাপের পূর্ণাঙ্গ প্রসেস বলা আছে!
🔴মোবাইলের চেয়ে ডেস্কটপ/ল্যাপটপে ফর্ম ফিলাপ করা বেটার অপশন।
Bolcilam apnar elakar manush hamim vai er sathe jogajog koren।pathai debe...just mistir taka ta diye diyen.
Читать полностью…যে ভুল করলে চান্স পেয়েও ভর্তি হতে পারবা না ; ৫ মিনিট সময় নিয়ে পড়ো!
ফেব্রুয়ারির ১১ তারিখ ; স্টুডেন্ট তারিন (ছদ্মনাম), ৪৬৪২ মেরিট পজিশনে নোয়াখালী মেডিকেল কলেজে চান্স পেয়েছে জানায়।
রেজাল্ট শীট দেখামাত্র চোখ যায় Tribal Quota অপশনে। সন্দেহবশত জিজ্ঞেস করি, "তোর কি উপজাতি কোটা ছিল?" উত্তর আসে, "না, ভাইয়া। দোকানদার হয়তো ভুলে সিলেক্ট করেছে।"
এরপর সাস্থ্য অধিদপ্তরে কথা বলেও কাজ হয়নি!
দোকানদারের ভুলে কোটা সিলেক্ট হয়ে যাওয়ায় তারিন আর ভর্তি হতে পারেনি সরকারি মেডিকেল কলেজে। ৪৬৪২ মেরিট পজিশন নিয়েও সরকারি মেডিকেল মিস হওয়ার একটাই কারণ, "দোকানদারের ভুল + নিজে চেক না করা।"
যারা আবেদন করবা, এপ্লিকেশন কপি কয়েকবার চেক করবা-
১৷ নাম, নম্বর ঠিক আছে কিনা।
২। Question Language 'Bengali' দেয়া হয়েছে কিনা।
৩। Quota না থাকলে সেটা ফাঁকা আছে কিনা।
৪। Current Study ফাঁকা আছে কিনা (যদি Current Study অমুক মেডিকেল কলেজ সিলেক্ট করো, ৬ মার্ক কেটে নিবে!)
সাবধান থাকবে সবাই। দোয়া রইলো তোমাদের জন্য, আমার স্টুডেন্টের জন্য দোয়া করবে।
✍️ সারোয়ার জাহান শাওন, সাবাশ
মনে রাখবেন-
১)অন্য সময়ের চেয়ে এইবারের কুয়েশ্চন প্যার্টান আলাদা হবে এটাই স্বাভাবিক। তাই অনুশীলনী না বুঝে মুখস্থ করা থেকে বিরত থাকতে বলা হলো। বুঝে বুঝে ১ টা অনুশীলনী সলভ করলে ঐ রিলেটেড দশটা কুয়েশ্চন দিলেও আপনি বেসিক থেকে আনসার করতে পারবেন৷যদি অনুশীলনীর আনসার মুখস্থ করেন উল্টাপাল্টা ট্রিকস দিয়ে আপনি একটু সর্তকতা অবলম্বন করুন।সময় আরও অনেক আছে।
২) আন্তজার্তিক এ সময় দিতে গিয়ে মেইন সাবজেক্টকে অবহেলা করা যাবে না৷আপাতত বিসিএস,ভার্সিটিতে আসা আন্তজার্তিক দেখেন।
৩)ফিজিক্স-কেমিস্ট্রি-বায়োলজি অনুশীলনী তুলবে নাকি তুলবে না এসব দ্বিধা বাদ দিয়ে অবশ্যই অবশ্যই সলভ করে রাখবেন।
আল্লাহর উপর ভরসা রাখো,ধৈর্য্য ধরো চেষ্টা করে যাও, থেমে যেয়ো না যদিও তুমি ক্লান্ত হয়ে পড়, তাঁর পরিকল্পনায় সন্তুষ্ট থাকার চেষ্টায় থাকবো এবছর এবং থাকবোই ইন শা আল্লাহ ❤️
ইয়া রব!
আমাদের এমন হৃদয় দান করুন, যে হৃদয় কখনো আপনার ফয়সালায় অসন্তুষ্ট হবে না।
⚠️ বস টপিক রিভিশন
📌 জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ
🔥 প্রজাতি
☞ প্রজাতি হলো বাহ্যিক বৈশিষ্ট্যে সর্বাধিক মিলসম্পন্ন এক দল জীব
☞ গাধা ও ঘোড়ার মিলনে সৃষ্ট সংকর শাবক যা খচ্চর (mule) নামে পরিচিত, যা জননক্ষম প্রজন্ম সৃষ্টিতে অক্ষম
☞ অনেক চিড়িয়াখানায় সিংহ (lion) ও বাঘ (tiger)-এর মিলন ঘটিয়ে যে লাইগার (liger) সৃষ্টি করা হয়, যা জননক্ষমতাহীন সংকর শাবক
☞ বাংলাদেশে পাটের দুটি প্রজাতি চাষ করা হয়
🔥 জীবগোষ্ঠী/পপুলেশন
☞ জীবসমূহ সাধারণত জীবগোষ্ঠী তথা পপুলেশনে বিন্যস্ত থাকে
☞ একটি নির্দিষ্ট স্থানে একই সময়ে বসবাসকারী একই প্রজাতির একদল জীবকে বলা হয় পপুলেশন বা জীবগোষ্ঠী
☞ সব জীবের সব কমিউনিটি মিলিতভাবে তৈরি করে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার
☞ একটি সময়ে একটি একক আয়তন জায়গায় কোনো প্রজাতির কতটি সদস্য আছে তা হলো পপুলেশনের ঘনত্ব
☞ জন্ম ও মৃত্যু হার সমান হলে পপুলেশন বৃদ্ধি শূন্য
☞ প্রতিটি পপুলেশনের একটি প্রচ্ছন্ন সংখ্যাবৃদ্ধি শক্তি থাকে
🔥 জীবসম্প্রদায়
☞ সবচেয়ে উঁচু বৃক্ষগুলো ওভারস্টোরি স্তর গঠন করে থাকে এবং অন্যদের ওপর ছায়া দিয়ে থাকে
☞ ওভারস্টোরি থেকে অপেক্ষাকৃত কম উচ্চতার বৃক্ষ প্রজাতিগুলো নিয়ে আন্ডারস্টোরি স্তর গঠিত
☞ ছায়াপ্রিয় উদ্ভিদ প্রজাতিগুলো নিয়ে ট্রান্সগ্রেসিভ স্তর গঠিত
☞ বড় বৃক্ষের চারা এবং তৃণজাতীয় উদ্ভিদ নিয়ে চারাস্তর গঠিত
☞ ভূ-সংলগ্ন স্তরে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া, ছত্রাক ও পোকামাকড় থাকে
☞ ব্যাকটেরিয়া ও ছত্রাক হলো বিয়োজক অর্থাৎ জৈবস্তর পঁচনে সাহায্য করে
#Biology #suggestion
#SABAS@amarto_basicvalona
📌যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশি - ড. মুহাম্মদ ইউনুস
#gk
📍বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশ কোনটি?
(Which country is the largest oil producer in the world?)
◾আনসার: USA
📍আরও জানুন:
ভেনেজুয়েলায় বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুত রয়েছে। চীন বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক দেশ।
সালভিত্তিক মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা আন্তর্জাতিক প্রশ্নগুলো পোল আকারে দিচ্ছি (shaon vai)❣️
🎁 Channel : GK BEE by SABAS
#SABAS
বাচ্চারা, সিস্টেমের উপর কারো কোনো হাত নেই। তাই আন্তর্জাতিক নিয়ে বেশি প্যানিক কইরো না। নিয়ম সবার জন্যই এক। সবাইকেই নতুন করে আন্তর্জাতিক পড়তে হবে। কেউই আগে থেকে পড়ে রাখেনি। ৩/৪ টা প্রশ্ন হয়ত আন্তর্জাতিক অংশ থেকে থাকবে। তার মাঝে যুক্তরাষ্ট্রের নির্বাচন টাইপ সাম্প্রতিক থেকে ১/২ টা থাকতে পারে।
ইনশাআল্লাহ হলে গিয়ে যেন কমন পাও সেটার সম্পূর্ণ চেষ্টাই আমরা করব। আমার সময় আন্তর্জাতিক দাগিয়েই চান্স পেয়েছি। তাই আন্তর্জাতিক নিয়ে আলহামদুলিল্লাহ ধারনা আছে।
যাদের খুব বেশি টেনশন হবে, তারা আপাতত সাম্প্রতিক বাদে প্রিভিয়াস BCS প্রশ্নগুলো পড়া শুরু করতে পারো।
আর আন্তর্জাতিক পড়ে রাখলে ঢাবি'র বি ইউনিট এর জন্যও এগিয়ে থাকবে। এটা ভেবে আপাতত সান্ত্বনা নাও।
_mushfiq hasan sir
(Teacher,Mediaim)
মেডিএইমের এই তিন ব্যাচের জন্য আন্তর্জাতিক বিষয়াবলির উপর ৫টি ক্লাস ও এক্সামের ব্যবস্থা করা হলো 🔥❣️
Enroll NOW !!!
ব্রেকিং:
মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪~২৫ সেশনের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আবেদন শুরু : ১০/১২/২০২৪
আবেদন শেষ : ২৭/১২/২০২৪
মেডিকেল ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশিত কেন্দ্রলিস্ট ও আবেদনের নিয়ম সহ!
Читать полностью…বিক্রিয়া ও সংখ্যাতাত্ত্বিক এক্সাম ২০২৪!
🔴মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় শনাক্তকারী বিক্রিয়া, নামধারী বিক্রিয়া, গুরুত্বপূর্ণ পরিমাণ/সংখ্যা থেকে কিন্তু ১/২টা প্রশ্ন প্রতিবারই থাকে। তাই এই এক্সক্লুসিভ এক্সামের আয়োজন।
✅সিলেবাস : বায়োলজি-ফিজিক্স-কেমেস্ট্রির সকল বিক্রিয়া ও সংখ্যাতাত্ত্বিক তথ্য
✅এক্সাম দিতে পারবে : HSC-23+24
✅সেকেন্ড টাইমারদের ৩ মার্ক কাটা হবে
✅এক্সামের আপডেট জানতে জয়েন :
/channel/MediAimPoll
✅পূর্ণমান : ১০০*১=১০০ ; সময় : ৩৫ মিনিট
✅পরীক্ষার তারিখ : ১০ ডিসেম্বর (সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা)
আন্তর্জাতিক বিষয়াবলি - বিভিন্ন দেশের সংবাদ সংস্থা :
✅বাংলাদেশ - বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
✅ভারত - প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (PTI) ; ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া (UNI)
✅পাকিস্তান - Associated Press of Pakistan (APP) ; Pakistan Press Int. (PPI)
✅যুক্তরাষ্ট্র - Voice Of America (VOA) ; Cable News Network (CNN)
✅যুক্তরাজ্য - রয়টার্স (Reuters) ; British Brodcasting Centre (BBC)
✅ফ্রান্স - Agency France of Press (AFP) [প্রাচীনতম]
✅রাশিয়া - তাস (TASS) ; ইন্টারফ্যাক্স
✅ইন্দোনেশিয়া - আনতারা (ANTARA), KBR
✅চীন - সিনহুয়া নিউজ এজেন্সি
✅জার্মানি - ডিপিএ
✅স্প্যানিশ - EFE
✅জাপান - কারেন প্রেস সেন্টার (সিপিসি)
✅ইরান - ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা)
✅ইরাক - ইরাক নিউজ এজেন্সি (ইনা)
✅সিরিয়া - সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা)
✅তুরস্ক - আনাতোলিয়া (ANATOLIA)
✅সার্বিয়া - তানযুগ
✅ফিলিস্তিন - ওয়াফা
✅আলজেরিয়া - আলজেরিয়ান প্রেস সার্ভিস (APS)
✅মিশর - মিডল ইস্ট নিউজ এজেন্সি (MENA)
✅আজারবাইজান - AZERTAC
✅ডেনমার্ক - RITZAU
✅উত্তর মেসিডোনিয়া - Makfax
✅সেনেগাল - পানা প্রেস
✅ইয়েমেন - সাবা
#mediaim_international #mediaim_contents
তুমি গাছ থেকে সমস্ত ফুল ছিঁড়ে ফেললেও বসন্তের আগমন ঠেকাতে পারবেনা......
ইন শা আল্লাহ।
এই সময় নিজেকে সর্বোচ্চ সংযত রাখুন।। আল্লাহ আপনাদের সাহায্যকারী হয়ে যান।।আমিন।
📌"নিরাপত্তা পরিষদের" সুপারিশে জাতিসংঘে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়।
#Gk_international
📌৩৩ তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের শুরু হয় ২৬ জুলাই ২০২৪ এবং সমাপ্তি ঘটে ১১ আগস্ট ২০২৪ এ ।
সময়কাল : ২৬ জুলাই -১১ আগস্ট ২০২৪
#Gk_international
আন্তর্জাতিক বিষয়াবলি : বিভিন্ন প্রণালী
🔴বেরিং প্রণালী - আমেরিকা হতে এশিয়া পৃথক ।
🔴বসফরাস প্রণালী – ইউরোপ হতে এশিয়া পৃথক।
🔴পানামাখাল - উত্তর আমেরিকা হতে দক্ষিণ
আমেরিকা পৃথক।
🔴পক প্রণালী – ভারত হতে শ্রীলঙ্কা পৃথক ।
🔴জিব্রাল্টার প্রণালী –মরক্কো (আফ্রিকা) হতে স্পেন (ইউরোপ) পৃথক।
🔴হরমুজ প্রণালী – আরব আমিরাত ও ইরানের মধ্যে
অবস্থিত।
🔴বাব-এল-মান্দেব - লোহিত সাগর ও আরব সাগরে অবস্থিত।
🔴ডোভার প্রণালী – যুক্তরাজ্য হতে ফ্রান্স পৃথক।
🔴ফ্লোরিডা প্রণালী –ফ্লোরিডা হতে কিউবা পৃথক ।
🔴মালাক্কা প্রণালী – সুমিত্রা হতে মালয়েশিয়া পৃথক
#mediaim_international #mediaim_gk
#mediaim_contents
মেডিকেল ভর্তি পরীক্ষায় কোনো প্রশ্নের উত্তর দুটি দাগানো যাবেনা অর্থাৎ কোনো ডাবল এন্সারবিশিষ্ট প্রশ্ন থাকবেনা। ডাবল দাগালে ভুল হিসেবে চিহ্নিত হবে।
সার্কুলারে বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে!
ভ|রতের বিরুদ্ধে ক্রিকেটে আন্ডার-১৯ এশিয়া কাপে বাংলাদেশ জিতেছে। জেতার আগ মুহূর্তে গ্যালারি জুড়ে নারায়ে তাকবির, আল্লাহু আকবার স্লোগান দেয়া হচ্ছিল। বাংলাদেশ জিন্দাবাদ দেয়া হয়নাই।
গুনাহগার হোক, জাহিল হোক। হয়তো জানে না, খেলা দিয়ে যে আসলে বিরোধিতা করা যায় না। উলটো দাসত্বের লুপের মধ্যে ঢোকা হয়।
তবুও তার কাছে ভ|রত বিরোধিতার জন্য একটা স্লোগানই মনে যুতসই মনে হয়েছে - সেটা হলো তাকবির, আল্লাহু আকবার।
তাই সকলের মনে রাখা উচিত - ভ|রতীয় বিন্দুত্ববাদের বিরুদ্ধে আপনি যে লড়াইটা লড়ছেন, সেটা জাতীয়তাবাদের লড়াই না। সেটা ইসলাম বনাম কু ফ রের লড়াই। নিকটতম আধিপত্যবাদী মু শ রি কদের সাথে মুমিনদের লড়াই।
.
— Khijir Hayat
(উল্লেখ্য, আন্তর্জাতিক পেশাদার খেলাধুলাকে আমরা সমর্থন করি না)