জিকে জাস্ট এতদিন যা পড়েছেন রিভিশন দেন। আর বিসিএস ভার্সিটি সলভ করে যাবেন। কনফিডেন্স আসবে।আন্তর্জাতিক যেহেতু এড হয়েছে সবার সেইম অবস্থা। হতাশ হওয়ার কিছু নাই।
#ngl_ask #hamim_vai
রিভিশন দেওয়ার সময় কুয়েশ্চন ব্যাংক খুলে বসবেন। যে টপিক থেকে বিগত সালে এসেছে ঐটপিক আগে পড়া ফরজে আইন।
#ngl_ask #hamim_vai
রিভিশন দেওয়ার দ্রুত উপায় হলো প্রথমবার রিভিশনে বুঝে বুঝে টাইম নিয়ে পড়া। প্রথমবার রিভিশনে যদি টাইম নিয়ে পড়েন পরবর্তী রিভিশন গুলো খুব স্পিডে হবে। প্রথমবারই যদি আলোর গতিতে দৌড়ান পরেরবারও সেইম কষ্ট হবে।
#ngl_ask #hamim_vai
আপনার পড়া কম হই নি কিন্তু রিভিশন দেওয়ার স্টাইলে প্রবলেম হয়েছে।আপনি আজকপ থেকে রিভিশন দেওয়ার সময়-
১)যে টপিক পড়বেন ঐটা থেকে কুয়েশ্চন তৈরী করবেন নিজে নিজে।মনে রাখবেন, কুয়েশ্চন গুলো যেন জ্ঞানমূলক হই যেখানে থাকবে না কোন অপশন।কুয়েশ্চন বলবেন আর উত্তর বলবেন।নো অপশন।
২)সব রাইটারের অবশ্যই অনুশীলনী সলভ করে যাবেন।
৩)এরপর টাইম থাকলে রেটিনার হোম প্রাকটিসগুলো দেখে যাবেন।
#ngl_ask #hamim_vai
এখনও সময় আছে ৩৫ দিন। সম্ভব মানে অবশ্যই সম্ভব।আর কত কাটা যাবে এটা মাথা থেকে মুছে ফেলুন। আপনি ধরে নিবেন আপনার ৭৫+ পেতে হবে। তারপর কত কাটা গেল না গেল এসব আপনার মাথায় রাখা উচিত না।
#ngl_ask #hamim_vai
দেখুন সহজ মান দিয়েই ম্যাথ দিয়ে। বিশ্বাস না হলে বিগত বছরের কুয়েশ্চন খুলে দেখুন।তবে আমার সময়ে আমি হ্যান্ড ক্যালকুলেশনের এই ভিডিও দেখেছিলাম। খুবই ইফেক্টিভ ছিল।
ভিডিও লিংক:
https://youtu.be/l4AgrDawejs?si=8O9c1mKet5J_jzkD
#ngl_ask #hand_calculation #hamim_vai
হ্যালো বীরসেনারা,
আপনাদের সামান্য হলেও কষ্ট লাঘব করতে আপনাদের হামীম ভাইয়া ব্যাক এগ্যেন।বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স যে টপিকে প্রবলেম হই জাস্ট টপিক ড্রপ করবেন মুখস্থ কিভাবে করবেন সেটা ভিডিও কিংবা সাজানো নোটের ছবি/ইউটিউবে কোন ক্লাশ ঐ টপিকের জন্য ভালো হবে ঐটা আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা থাকবে।
টপিক লিখুন এখানে:
https://ngl.link/hamim_jahur1
◾নোট:চাইলে আপনার পড়া বইয়ের সুন্দর লাইন,নছিহা কিংবা পরামর্শ থাকলেও দিতে পারবেন।
#SABAS_Preposition
Day-01
💢 স্থান
- ছোট স্থানের পূর্বে at বসে
- বড় স্থানের পূর্বে in বসে
💢 সময়
- নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে at বসে
(at 7 O' clock/ at 6 p.m./ at breakfast/ at the moment)
- অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে in বসে
(in the morning/ in the next few days/ in the Spring/ in April/ in 1971)
© Shaon Vaiya
#SABAS #English
🔔 জাল পাসপোর্ট বা জাল টাকা শনাক্তকরণে UV রশ্মির ব্যবহার :
📌 1899 সালে লেনার্ড সর্বপ্রথম UV রশ্মির সাহায্যে আণবিক ফটো ইলেকট্রন বিকিরণ পর্যবেক্ষণ করেন
📌 উচ্চ শক্তিসম্পন্ন (10-200 nm) তরঙ্গ দৈর্ঘ্যের আলোই UV রশ্মি । এ রশ্মির তীব্রতা 100% এবং তীক্ষ্মতা প্রখর
📌 এটি একবর্ণী/ Monocromatic এবং অধিকাংশ আণবিক পদার্থের ইলেকট্রন নির্গমনে সক্ষম
📌 জাল টাকা, জাল পাসপোর্ট, ক্রেডিট কার্ড, সিকিউরিটি কার্ড, গুরুত্বপূর্ণ দলিলপত্র শনাক্তকরণে UV রশ্মির ব্যবহার অপরিসীম।
এটা অনেকে ভুল করলে যে । শোনো -
শোষণ বর্ণালী = AAS
স্পেকট্রোমিতি = IR,UV -Vis,NMR
Thermo analysis= DSC
#chemistry
FACEBOOK যাদের সমস্যা করছে তারা VPN দিয়ে ব্যবহার করুণ।
Facebook Bandwidth এ সমস্যা করছে সাময়িক নিজেই ঠিক হয়ে যাবে।
রেফারেন্স : https://www.facebook.com/share/p/1EYqFSbBhN/?mibextid=wwXIfr
আপনার জন্যও পরামর্শ সেইম-
রিভিশন দেওয়ার সময় কুয়েশ্চন বানিয়ে বানিয়ে পড়বেন। অপশন যেন না থাকে৷ কুয়েশ্চন বলবেন আনসার বলবেন।
#ngl_ask #hamim_vai
আগে বাকি চ্যাপ্টার গুলো ইউটিউব থেকে ক্লাস দেখে শেষ করে ফেলেন।আর অনুশীলনী অবশ্যই পড়া লাগবে।
#ngl_ask #hamim_vai
টপিক ধরে বিসিএস আর ভার্সিটি কুয়েশ্চন সলভ করেন।হুবহু চলে আসে এগুলা থেকে।একাডেমিক বেসিক থেকে গ্রামার পারবেন ইনশাআল্লাহ। জাস্ট ভোকাবুলারি চর্চায় রাখেন।
#ngl_ask #hamim_vai
ওয়ালাইকুম সালাম।
যে টপিক থেকে বারবার ভুল হচ্ছে ঐ টপিক বারবার রিভিশন দিবেন।যেহেতু এই টপিকে আপনার বারবার ভুল হচ্ছে তাহলে বুঝে নিবেন এই টপিকে একটু হলেও আপনার দূর্বলতা আছে। ঐ টপিকগুলো ইউটিউব/আপনার অফলাইন স্যার থেকে শর্টকার্ট/ট্রিকস দিয়ে কিভাবে পড়া যায় একটু দেখে নিবেন৷
#ngl_ask #hamim_vai
না। সম্ভব না।
আমার টার্গেট থাকতো -
মডেল টেস্ট-১ এর সময় -জুলোজি পড়তাম।
মডেল টেস্ট ২ এর সময় বুটানি পড়তাম।
মডেল টেস্ট-৩ এর সময় কেমিস্ট্রি-১+ফিজিক্স শর্ট।
মডেল টেস্ট-৪ এর সময় কেমিস্ট্রি-২+ ফিজিক্স ফুল।
মডেল টেস্ট-৫ +৬ এর সময় আগের মডেল টেস্টে যেগুলো কাভার হই নি ঐগুলা পড়তাম।
মডেল টেস্ট -৭+৮ নিয়েছিলাম জিকে ইংলিশ এর জন্য।
এইভাবে ৮ দিন ছিল প্রথমদিকে। তারপর ৬ দিনে আসে এটা কমে। তারপর ৫ দিনে। শেষ সময়ে ৩-২ দিনে কমে আসবে।
#ngl_ask #hamim_vai
আগে সিলেবাস শেষ করুন তারপর বাকিটা দেখা যাবে।সিলেবাস ই যদি শেষ না করেন আপনি এক্সাম দিবেন কিভাবে!
প্রস্তুতি মেক্সিমাম নিয়েই মারামারিতে নামতে হবে।আপনার হাতিয়ার ছাড়া যুদ্ধে নেমে হতাশ হবেন।তাই আগে সিলেবাস শেষ করা ফরজে আইন।
#ngl_ask #hamim_vai
হ্যান্ড ক্যালকুলেশন করা যায় না এমন ম্যাথ আসবে না।আর মুখস্থ কয়টা করবেন! ইসহাক স্যার, তপন স্যার আবার কেমিস্ট্রির এত এত ম্যাথ আপনি মনে রাখতে পারবেন না।
◾পরামর্শ-১:বড় ম্যাথ হলে ম্যাথটা কোন সূত্র দিয়ে করতে হই ঐটা জেনে রাখুন।
◾পরামর্শ-২:মুখস্থ করবেন না।
#ngl_ask
Don't worry, what people say about you.
Just do your work in your way in Shaa Allah.
May Allah bless you All dear.🤍❤️
আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ বলতেন :
ইকবাল!
তুমি গুনাহের ফাঁকে নামাজটাও তাড়াহুড়ো করে পড়ো নতুন গুনাহ করার জন্য!
আল্লাহুম্মাগফিরলী।
পড়াশোনা করো,যতক্ষণ ঘুম না আসে।
তোমাদের অনেকের তো আবার ফোন ধরলে লাভ হরমোনের ক্রিয়ায় ঘুম উড়ে যায়।।এগুলো করা যাবে না ।
ওকে?
মনোযোগ দিয়ে পড়বা।। আমার ভাইয়া আপুরা best.