টপিকঃ হাজারি স্যারের কনফিউজিং এমসিকিউ
📌 Preposition
Day-02
এখান থেকে পড়তে থাকো + poll solve করতে থাকো যারা phn নিয়ে বসে আছো
/channel/EnglishBEE1/5016
#SABAS@amarto_basicvalona
❓ জুম্মাবার
▪️সূরা আল কাহফ তিলাওয়াত
▪️দরুদ শরীফ পাঠ
▪️ইস্তেগফার এবং
▪️বেশি বেশি দোয়া বিশেষ করে
আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে
আল্লাহ তাআলা ইবলিস সম্পর্কে সতর্ক করে বলেন
, إِنَّ الشَّيْطَنَ لَكُمْ عَدُوٌّ فَاتَّخِذُوهُ عَدُوًّا .
'শয়তান তোমাদের দুশমন, তাকে দুশমনই মনে করবে।' (সূরা ফাতির : ৬)
আদম (আ) বেহেশতে শয়তানের ধোঁকায় এ কারণেই পড়েছিলেন যে, তিনি শয়তানকে শত্রু মনে করতে ভুলে গিয়েছিলেন।
টপিকঃ গ্লিসারিন (জৈব রসায়ন)
ঢাকা ডিভিশনাল এক্সাম ২০২৪!!
✅পরীক্ষার কেন্দ্র : তেজগাঁও কলেজ, ফার্মগেট, ঢাকা
🔴পরীক্ষার সময় : সকাল ১০টা থেকে সকাল ১১টা (১ ঘন্টা)
🔴শিক্ষার্থীদের কেন্দ্রে আসন গ্রহণ : সকাল ৯টা থেকে
🔴পূর্ণমান : ১০০ (নেগেটিভ মার্কিং থাকবে)
✅ঢাকা ডিভিশনালের টপ-১০ এর জন্য থাকবে ১লক্ষ+ টাকার মেধাবৃত্তি!
🔴সকলের জন্য উন্মুক্ত পরীক্ষা : HSC 23+24 (সকল বিভাগের শিক্ষার্থীই অংশ নিতে পারবে)
🔴Registration Free!!!!
✅Registration Form : https://forms.gle/jK1ZiD7ZvhemCKvP9
না জেনে কথা না বলাটা আল্লাহ্র তাওফীক। আরো বড় তাওফীক হোল এটা বুঝতে পারা যে - "কী জানি না।"
Читать полностью…জীবন্ত লাশের পাশে বসে
কিছু মানুষ হৃদয় ভাঙতে আসে।
তাই আশেপাশে এরা না থাকাই ভালু, I'm proud op mahselp ✊
#medilogy_MAT_analysis
মেডিক্যাল ভর্তি পরীক্ষার আন্তর্জাতিক প্রশ্ন সংকলন
#gk
#medilogy@amarto_basicvalona
💥💥Types of chromosome:
✨According to the position of centromere(সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে-)
🟥1.Metacentric:সেন্ট্রোমিয়ার দুই বাহুর মাঝে থাকবে। ইংরেজি V অক্ষরের মতো।
🔥Ex:Solanum nigrum
🟨2.Submetacentric:সেন্ট্রোমিয়ার দুই বাহুর মাঝখান থেকে একটু দূরে থাকবে।দেখতে ইংরেজি L অক্ষরের মতো।
🔥Example:X chromosome
🟩3.Acrocentric: সেন্ট্রোমিয়ার যেকোন একটি বাহুর প্রান্তে থাকবে।দেখতে ইংরেজি j অক্ষরের মতো।
এদেরকে স্যাট ক্রোমোসোমও বলা হয়।
🔥Example:Chromosome 13,14,15,21,21 and Y chromosome
🟩4.টেলোসেন্ট্রিকঃদেখতে ইংরেজি I অক্ষরের মতো।উদ্ভিদে এ ধরণের ক্রোমোসোম থাকে।
#mediaim_biology
#mediaim_contents
লোকে যদি তোমাতে মুগ্ধ হয়,
তাহলে ভেবো না তুমি মুগ্ধকর।আসলে আল্লাহ যে তোমার পাপগুলোকে ঢেকে রেখেছেন,লোকে তোমার ওপর ঝুলানো আল্লাহর সেই পর্দাতে মুগ্ধ।
এটা আসলে তুমি না,এটা আল্লাহর দান করা আবরণ।তোমাকে আরও বেশি সতর্ক হতে হবে যাতে তুমি আরও ভালো কাজ করতে পারো এবং এইসব ধ্বংসাত্মক প্রশংসায় আত্মমুগ্ধ হয়ে না পড়ো।’
_ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ
দৌড় শুরু করার পরও ইউসুফ(আঃ) জানতেন না দরজা খুলে যাবে। মুসা(আঃ) জানতেন না সাগর চিরে পথ তৈরি হবে। কিন্তু নিশ্চিত জানতেন আল্লাহ বাঁচাবেন, তাই হয়েছিল।ইউনুস আ: জানতেন ই না তিনি মাছের পেঠ থেকে জীবিত ফিরে আসবেন কিন্তু তিনি আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকলেন।
আপনি চান্স পাবেন নাকি পাবেন না এটা নিয়ে চিন্তিত! কিন্তু আপনি আপনার রবের উপর ভরসা করে শেষদিন অবধি শ্রম দিয়ে যান।নিশ্চয়ই আপনার রব আপনাকে পরিত্যাগ করেন নি।
ডিঙ্গা ডিঙ্গা ভাইরাস!
উগান্ডার বুন্দিবুগিতে নতুন এই ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে। স্থানীয় এ শব্দের অর্থ ‘নাচের মতো শরীর নড়াচড়া করা’।
#recent_gk #gk
তেজগাঁও কলেজের ফ্রন্টের এই মেইন গেট দিয়ে সবাই প্রবেশ করবেন ❣️৷ আমরা আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি!
সবাই বন্ধুবান্ধব নিয়ে চলে আসবেন 🔥🔥🔥। সেরা প্রশ্নে পরীক্ষা দিয়ে একবার যাচাই করে নেন।
৯টা থেকে কেন্দ্রে আসন গ্রহণ শুরু হবে।
🔴তেজগাঁও কলেজ, ফার্মগেট (সকাল ১০-১১টা)
রেজিস্ট্রেশন : https://forms.gle/jK1ZiD7ZvhemCKvP9
টপিকঃ পর্যায় সারণীর ইতিহাস (মৌলের পর্যাবৃত্ত ধর্ম)
মিশরের কায়রোতে ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
১৯৯৭ সালের ১৫ জুন ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে উন্নয়ন সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে ডি-৮ গ্রুপটি যাত্রা শুরু করে।
ডি-৮ অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন, যা ডেভেলপিং-৮ নামেও পরিচিত।
বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত এই সংস্থা।
#recent_gk #gk
'তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া'
অনেকের এই চ্যাপ্টার অনেক কঠিন লাগে।স্টুডেন্টদের পড়িয়েছিলাম ক্লাসে এইটা। স্লাইড যাদের ইচ্ছে দেখতে পারেন।