amarto_basicvalona | Unsorted

Telegram-канал amarto_basicvalona - important Info + links

10528

Scientific name: amarto basicvalona । প্রয়োজনের তাগিদে বিভিন্ন প্লাটফর্ম হতে প্রাপ্ত তথ্য এখানে সংগ্রহ করে রাখা।। কোনো প্ল্যাটফর্ম, এর সাথে জড়িত নয়।। সকলের জন্য দুয়া আর শুভেচ্ছা🌱🌸🦋

Subscribe to a channel

important Info + links

যাচ্ছি bay, দুআ করবাইন। কয়েকদিন পর এক্সাম শুরু hoying।। একবারে ফেব্রুয়ারি তে দেখা হবে ইন শা আল্লাহ । Tataying online.

Читать полностью…

important Info + links

হে আল্লাহ, রাজত্বের মালিক, আপনি যাকে চান রাজত্ব দান করেন, আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন এবং আপনি যাকে চান সম্মান দান করেন। আর যাকে চান অপমানিত করেন, আপনার হাতেই কল্যাণ। নিশ্চয় আপনি সব কিছুর উপর ক্ষমতাবান।

_সূরা আল ইমরান:২৬

Читать полностью…

important Info + links

#MediAimWordKnowledge

- প্রতীপ রুপান্তর

- স্কেলেরাইট

- শান্ট

📌প্রতীপ রূপান্তর (Retrogressive metamorphosis)
Urochordata (Class:Ascidea) তে দেখা যায়.

📌ঘাসফড়িং এর বহি:কঙ্কালের প্রত্যেক দেহখন্ডককে স্ক্লেরাইট বলে।
দেহখন্ডকে পুরু ও শক্ত পাতের মতো গঠন স্ক্লেরাইট।

✅পৃষ্টীয় স্ক্লেরাইট= tergum/tergite
✅অঙ্কীয় sclerite= sternum/sternite
✅পার্শ্বীয় sclerite=pleura/pleurite
✅দেহখন্ডক থাকলে শুধু sclerite

📌শান্ট হলো বর্তনীতে সমান্তরালে যুক্ত স্বল্প মানের রোধ।
শান্টের গুণক⇨(G+S)/S কে শান্টের গুণক ক্ষমতা ও বলা হয়।
শান্টের রোধ শূন্য হলে সকল বিদ্যুৎ প্রবাহ শান্টের মধ্য দিয়ে প্রবাহিত হয়।

#KD
#MediAimWordKnowledge

Читать полностью…

important Info + links

বান্দার আমল কমে গেলে, আল্লাহ তায়ালা তাকে দুশ্চিন্তার পরীক্ষায় ফেলেন।

— ইমাম আহমদ ইবনে হাম্বল (রহ.)
[সূত্র : কিতাবুত যুহুদ, ৬৪]

Читать полностью…

important Info + links

মেডিফিজিক্স : মহাকর্ষ অভিকর্ষ + পর্যাবৃত্ত গতি

https://www.facebook.com/share/v/19pUQbHnMf/?mibextid=wwXIfr

#PH #physics

Читать полностью…

important Info + links

Glucose & Fructose সমাচার:

◾Glucose
→অপর নাম: Graps Sugar(g=g), Dextrose

→অ্যালডিহাইড/কিটোন: R-CHO

→Reducing/non-reducing:Reducing

→উৎপন্ন হই কোথা থেকে:সালোকসংশ্লেষণ

→শ্বসনে ভুমিকা:শ্বসনের প্রাথমিক উপাদান।

→রিং স্ট্রাকচার:পাইরোনোজ।

→উৎস:পাকা আঙুর (১২-৩০)% ★

→কাইরাল কার্বন সংখ্যা(n):4 টি

→সমানু: 2^n= 2^4=16

→প্রকৃতি: সাদা ও দানাদার পদার্থ

→দ্রবণীয়তা: H20(√), R-OH(√), R-O-R(×)

→প্রকারভেদ:

⚫১নং কার্বনের ভিত্তিতে:
•Alpha-Glucose=স্টার্চ=সন্ঞয়ী উপাদান।
•Beta Glucose=সেলুলোজ=গাঠনিক
উপাদান।
⚫৫ নং কার্বনের ভিত্তিতে:
•D-Glucose=উদ্ভিদে থাকে সবসময়।
•L-Glucose=ডায়াবেটিস ও এন্ডোস্কপিতে ব্যবহার হই।

→স্পেশাল ব্যবহার:
•পথ্য ও রোগীকে দ্রুত শক্তি।
•Vit-c ও Ca গ্লুকোনেট হিসেবে।
•কার্বোহাইড্রেট বিপাক ও ফল সংরক্ষণ।
•সরবিটল তৈরী ও গ্লাইকোলাইসিস।

◾Fructose
→অপর নাম: Fruit Sugar, Levolose

→অ্যালডিহাইড/কিটোন: কিটোন

→Reducing/non-reducing:Reducing

→উৎপন্ন হই কোথা থেকে: শ্বসনে গ্লুকোজ থেকে

→শ্বসনে ভূমিকা:শ্বসনের সেকেেন্ডারি উপাদান

→রিং স্ট্রাকচার:ফিউরানোজ

→উৎস:বীট ও আখের কান্ড, মধু, পাকাঁ মিষ্টি ফল

→কাইরাল কার্বন সংখ্যা: 3 টি

→সমানু: 2^n=2^3=8

→প্রকৃতি: সাদা,দানাদার, স্ফটিকার ও মিষ্টি।

→দ্রবণীয়তা:H20(√),গরম R-OH(√), R-O-R(×)

→স্পেশাল ব্যবহার:
•কনফেকশনারিতে মিষ্টান্ন জিনিস তৈরীতে।
•মিষ্টি ফল, নেকটার ও মধুতে ফ্রুক্টোজ থাকে।

#important #info

Читать полностью…

important Info + links

সবাই সিরিয়াল এ দাড়ান চা দিবো☕☕
It's tea time 🌸☕

Читать полностью…

important Info + links

এইগুলো মরা পাখি নয়। মদপানে মাতাল হওয়া ওয়াক্স উইং পাখি।

কিছু কিছু ফল আছে যেগুলো পচে গেলে তাতে এলকোহল জমে। এই পাখিগুলো সেই এলকোহলওয়ালা ফল খেয়ে টাল হয়ে মাটিতে পড়ে থাকে।

পার্কে হাঁটার সময় পথচারীরা পাখিগুলোকে কুড়িয়ে নিরাপদ স্থানে রেখে দেন যাতে নেশা কেটে গেলে পাখিগুলো উড়ে যেতে পারে।

Читать полностью…

important Info + links

কেউ পাশে নেই? মন খারাপ করো না।
আল্লাহ তায়ালা আছেন তো, তিনি কখনো একা ছেড়ে দেবেন না।

~আদিব সালেহ

Читать полностью…

important Info + links

হ্যালো মাই বয়েজ,

যারা মডেল টেস্ট এর সময় কিভাবে রিভিশন দিবেন একটু কনফিউজড, তারা চাইলে এই রুটিন দেখে ধারণা নিয়ে নিজের মতো গুছিয়ে নিতে পারেন৷

এখানে কাল(২৩ তারিখ) থেকে ১২ তারিখ অবধি টোটাল ৩ বার রিভিশন দেওয়ার সিস্টেম দেখিয়েছি৷১৩-১৬ এই চারদিনে আরও একবার/২ বার সম্ভব রিভিশন দেওয়া।

টেক লাভ।

Читать полностью…

important Info + links

কিছু সুন্দর নাম - গ্রাফি হাদিয়া from - flower of Jannah

Читать полностью…

important Info + links

⚠️ বস টপিক রিভিশন

📍 কোষ রসায়ন || কার্বোহাইড্রেট

🔥 পরিচিতি

C, H, O এর সমন্বয়ে গঠিত যৌগকে কার্বোহাইড্রেট বলে

☞ শর্করায় C, H, O পরমাণু 1:2:1 অনুপাতে যুক্ত থাকে

☞ উদ্ভিদের শুকনো ওজনের ৫০-৮০ ভাগ কার্বোহাইড্রেট থাকে

☞ জীবদেহের মাত্র 1% কার্বোহাইড্রেট বা শর্করা দ্বারা গঠিত

☞ প্রাণীদেহে হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে কার্বোহাইড্রেট ব্যবহৃত হয়

☞ কার্বোহাইড্রেট ফ্যাটি অ্যাসিড ও অ্যামিনো অ্যাসিড বিপাকে সহায়তা করে

☞ অ্যালডিহাইড ও কিটোন গ্রুপযুক্ত চিনিকে বলা হয় রিডিউসিং শ্যুগার বা বিজারক শর্করা

☞ ছত্রাকের কোষ প্রাচীর এবং কাঁকড়া, লবস্টার ইত্যাদির বহিঃকঙ্কালে কাইটিন থাকে (কাইটিন হলো নাইট্রোজেনবিশিষ্ট পলিস্যাকারাইড )

🔥 বৈশিষ্ট্য

☞ কার্বোহাইড্রেট অ্যাসিডের সাথে মিলে এস্টার গঠন করে

☞ অধিক তাপে কার্বোহাইড্রেট কার্বনে পরিণত হয়

☞ কার্বোহাইড্রেট আর্দ্রবিশ্লেষিত হয়ে অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন করে

🔥 উদাহরণ

☞ স্বাদের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেট দুই প্রকার (শ্যুগার, নন-শ্যুগার)

☞ গ্লুকোজ, ফ্রুক্টোজ হলো রিডিউসিং শ্যুগার

☞ গ্লুকোজ ও ফ্রুক্টোজ মিলিতভাবে গঠন করে সুক্রোজ যা নন-রিডিউসিং শ্যুগার

উদ্ভিদদেহে কার্বোহাইড্রেট বিদ্যমান থাকে - সেলুলোজ ও স্টার্চ রূপে

প্রাণীর যকৃতে কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে - গ্লাইকোজেন রূপে

প্রাণীর দুধে কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে - ল্যাকটোজেন রূপে

প্রাণীর পেশিতে কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে - ল্যাকটিক অ্যাসিড রূপে

☞ তরুণাস্থির প্রধান দ্রব্য গ্যালাক্টোসামিন

Zerocal নামক কৃত্রিম মিষ্টিকারকটি হচ্ছে সুকরালোজ (C₁₂H₁₉Cl₃O₈)

#SABAS #biology
#suggestion
#SABAS@amarto_basicvalona

Читать полностью…

important Info + links

ডি-৮ এর ৯ম সদস্য দেশ হলো আজারবাইজান
- ১৯ ডিসেম্বর, ২০২৪!

#recent_gk #gk

Читать полностью…

important Info + links

নামাজ পড়ে বাসায় আসছি৷ সিঁড়িতে উঠার সময় এক ভিখারিনীর সঙ্গে দেখা। সে গজগজ করে নামছে আর বলছে__'আর ভিক্ষা দিতে দেরি করবি নি ক্যান? ভিক্ষা কি তোদের কাছে মগনা নেই? তোরা সওয়াব পাস না, হে?

আমি বললাম, খালা এত চ্যাতে আছেন ক্যান, কন ত?
দ্যাখো বাজান, বাড়িওয়ালার দরজায় এক ঘণ্টা ধরে ধাক্কা দিতেছি। দরজা খুলে না। ভিক্ষাও দেয় না। তাই আমার পাওনা আমি নিয়ে আইসে পড়ছি। ঠিক করছি না কও বাজান?

কী নিয়ে এসে পড়েছে। আমি এটা আর জিগ্যেস করলাম না। দুয়েক দিন আগে পানি নিয়ে একটু বাড়িওয়ালার সঙ্গে সামান্য যের ও যবর হয়েছিল। তাই মনে মনে খুশি হয়ে বললাম, জি খালা, ঠিকই করছেন।

ওমা, ওপরে গিয়ে দেখি বাড়িওয়ালার জুতা জোড়া ঠিকই আছে। আমার জুতা জোড়া নাই।

কেমনডা লাগে, খালা মনে হয় ভুলে আমারটাই নিয়ে গেছে!

Читать полностью…

important Info + links

#Renin_Angiotensin

✅যকৃত উৎপাদন করে = নিষ্ক্রিয় Angiotensinogen

✅বৃক্কের জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস তৈরি করে = Renin

✅এই নিষ্ক্রিয় Angiotensinogen বৃক্কের রেনিন(Renin) এর মাধ্যমে নিষ্ক্রিয় Angiotensin-I এ পরিণত হয় ।

✅এখন আবার এই নিষ্ক্রিয় Angiotensin-I ফুসফুসে যেয়ে ফুসফুসের ক্যাপিলারি এন্ডোথেলিয়ামে বিদ্যমান Angiotensin Converting Enzyme(ACE) এর মাধ্যমে সক্রিয় Angiotensin-II এ পরিণত হয় । এই Angiotensin-II রক্তচাপ বাড়ায়।

✅তোমাদের আজমল স্যারের বইতে যে সক্রিয় Angiotensin এর কথা বলা আছে সেটা actually হবে Angiotensin-II .

🛑এখন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কতটুক দরকার ?

✅Angiotensinogen উৎপন্ন হয় কোথায় ?
উঃ যকৃতে

✅Renin উৎপন্ন হয় কোথায় ?
উঃ বৃক্কের জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসে ।

✅কোনটি সক্রিয় ও কোনটি নিষ্ক্রিয় ?
উঃ Angiotensin সক্রিয় এবং Angiotensinogen নিষ্ক্রিয়

✅নিষ্ক্রিয় Angiotensinogen কে সক্রিয় Angiotensin এ পরিণত করে কোনটি ?
উঃ রেনিন (Renin)

এখন ক্লিয়ার তো ? আর কনফিউশন লাগবে Angiotensinogen,Renin,Angiotensin-I/II তে ??

#biology
#mediaim_contents@amarto_basicvalona

Читать полностью…

important Info + links

পরামর্শ :

এডমিশন স্টুডেন্ট অনলাইন থাকার দরকার নাই। বসে পড়ো টেবিলে।


নিশ্চয়ই, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।

Читать полностью…

important Info + links

📌Confusion Clear

🟡গণপরিষদ অধিবেশন vs জাতীয় সংসদ স্পীকার🟡

✅গণপরিষদ অধিবেশন (১১ এপ্রিল, ১৯৭২ - ১৬ ডিসেম্বর ১৯৭২) প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ।

✅বাংলাদেশ জাতীয় সংসদ (প্রথম অধিবেশন ৭ এপ্রিল ১৯৭৩ - ৬ নভেম্বর ১৯৭৫) প্রথম স্পিকার ছিলেন মোহাম্মদউল্লাহ।

#mediaim #gk

Читать полностью…

important Info + links

যে চার্ট না পড়লে কচু পাতার সাথে ফাঁসি দেওয়া উচিত!


#Biology

Читать полностью…

important Info + links

মহাকর্ষ অভিকর্ষ + পর্যাবৃত্ত গতি স্লাইড। মেডিফিজিক্স ৬

#PH #Physics

Читать полностью…

important Info + links

কার্নো চক্রের বিভিন্ন ধাপ খুবই গুরুত্বপূর্ণ!

#mediaim_contents

Читать полностью…

important Info + links

🤪কার্বোহাইড্রেট ভৌত + রাসায়নিক ধর্ম একবার রিডিং দিয়ে ফেলো... গুরুত্বপূর্ন
#biology

Читать полностью…

important Info + links

⚠️ বস টপিক রিভিশন

📍 কোষ রসায়ন || কার্বোহাইড্রেট

🔥 গ্লুকোজ ও ফ্রুক্টোজ

☞ গ্লুকোজের অপর নাম dextose

☞ পাকা আঙ্গুরে ১২-৩০% গ্লুকোজ থাকে

☞ গ্লুকোজকে গ্রেপ শ্যুগার/আঙ্গুরের শর্করা বলা হয়
📌 Trick: Grape >> G >> Glucose

☞ ফ্রুক্টোজকে ফ্রুট শ্যুগার/ফলের চিনি বলা হয়
📌 Trick: Fruit >> F >> Fructose

☞ শ্বসনের প্রাথমিক পদার্থ হলো গ্লুকোজ

☞ ফসফোরিক অ্যাসিডের সাথে গ্লুকোজ বিক্রিয়া করে এস্টার গঠন করে

উদ্ভিদে সব সময় D-গ্লুকোজ থাকে

☞ সুক্রোজ গঠনে গ্লুকোজের সাথে সমপরিমাণে ফ্রুক্টোজ যুক্ত হয়

মধুতে ফ্রুক্টোজ বেশি পরিমাণে থাকে

☞ ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার ফিউরানোজ ধরনের

☞ গ্লুকোজ ও ফ্রুক্টোজের আপেক্ষিক মিষ্টতা যথাক্রমে ৭৪ ও ১৭৩


🔥 রাইবোজ ও ডিঅক্সিরাইবোজ

☞ বিভিন্ন প্রকার কো-এনজাইম তৈরিতে রাইবোজ ব্যবহৃত হয়

Emil Fisher রাইবোজ আবিষ্কার করেন

ডিঅক্সিরাইবোজ শর্করা গাঢ় HCI সাথে বিক্রিয়া করে লেভুলিনিক অ্যাসিড উৎপন্ন করে

☞ ডিঅক্সিরাইবোজ শ্যুগারের ২নং কার্বনে কোনো অক্সিজেন নেই

#SABAS #biology
#suggestion

Читать полностью…

important Info + links

Medical Aspirant Exam 2024!!

✅পরীক্ষার তারিখ : ০৩ জানুয়ারি ২০২৫ (শুক্রবার)

✅পরীক্ষার পূর্ণমান : ২০০ (MCQ = 100x1 = 100 ; GPA = 100)

🔴পরীক্ষার সময় : সন্ধ্যা ৭টা থেকে রাত ১১.৫৯ টা

🔴প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ মার্ক কর্তন করা হবে।

🔴সেকেন্ড টাইমারদের ৩ মার্ক কর্তন করা হবে ।

🔴সবার জন্য উন্মুক্ত পরীক্ষা : HSC 23+24

🔰Registration Free
Link : https://forms.gle/588LibkHCNnrgmEAA

Читать полностью…

important Info + links

GK BOX

⬜Box-01:প্রাচীন বাংলার ইতিহাস ও বিভিন্ন রাজবংশ।

•প্রাচীন জনপদ***
•রাজবংশ(মৌর্য,গুপ্ত,পাল,সেন,খলজি, সুলতানি বংশ )

⬜Box-2:ভারতবর্ষে মুসলিম শাসন ও দিল্লি সালতানাত।

•বাংলায় বিভিন্ন পরিব্রাজক
•মুঘল সম্রাটদের গুরুত্বপূর্ণ অবদান
•মুঘল আমলে সুবেদারগণ
➡বাংলায় মুসলিম শাসন।
•নবাবী শাসন

⬜Box-03:উপমহাদেশে ইউরোপীয়দের আগমন।

•ভাইসরয় ও তাদের অবদান
•গর্ভনর জেনারেল
•আন্দোলন(ফকির সন্ন্যাসী, সিপাহি আন্দোলন)
•বাংলার জাগরণ ও সংস্কার আন্দোলন।

⬜Box-4:পাকিস্তান শাসনামল (১৯৪৭-১৯৫২)

•ভাষা আন্দোলন
•একুশে যা প্রথম(কবিতা,নাটক, উপন্যাস,চলচিত্র,গান, কবিতা সংকলন)
•২১ ফেব্রুয়ারি সম্পর্কিত সব।


⬜Box-5:পাকিস্তান শাসনামল (১৯৫৪-১৯৭১)
•যুক্তফ্রন্ট ২১ দফা কর্মসূচি
•যুক্তফ্রন্ট মন্ত্রীসভা গঠন
•কাগমারী সম্মেলন
•শরীফ শিক্ষা কমিশন গঠন ও শিক্ষা কমিশন  আন্দোলন
•৬ দফা সমাচার
•আগরতলা ষড়যন্ত্র মামলা
•৬৯ এর গণঅভ্যুত্থান
•৭০ এর নির্বাচন

⬜Box-6:মুক্তিযু্দ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়(মার্চ মাস)
•অসহযোগ আন্দোলন
•৭ই মার্চ,
•অপারেশন সার্চলাইট,
•স্বাধীন বাংলা বেতারকেন্দ্র সম্পর্কিত সব
•২৬ মার্চ সমাচার

⬜Box-7:মুক্তিযু্দ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়(এপ্রিল মাস)

•প্রবাসি বাংলাদেশ সরকার সমাচার
•স্বাধীনতার ঘোষনাপত্র
•মুক্তিযুদ্ধের রণকৌশল, ১১ টি সেক্টরসমূহ ও সেক্টর কমান্ডার(বীরশ্রেষ্টদের পরিচয়, কমান্ডারের পরিচয়,সেক্টরের এলাকা)

⬜Box-8:মুক্তিযু্দ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়(নভেম্বর-ডিসেম্বরের ঘটনাবলী)

•বুদ্ধিজীবি সমাচার
•বিভিন্ন বাহিনী রিলেটেড সব
(ক্র্যাক প্লাটুন সম্পর্কিত সব, মুজিব ব্যাটারি, মুজিববাহিনী,মুক্তিবাহিনী, নৌ কমান্ড,বিমানবাহিনী,কাদেরিয়া বাহিনী)

•সকল অপারেশন(কিলোফ্লাইট,চেঙ্গিস খান,
ইন্টারকন্টিনেন্টাল,মাউন্টেন ঈগল,ক্লোজডোর)
•কনসার্ট ফর বাংলাদেশ***

⬜Box-9:মুক্তিযু্দ্ধভিত্তিক ইতিকথা:

•মুক্তিযু্দ্ধভিত্তিক উপন্যাস
•মুক্তিযু্দ্ধভিত্তিক গান
•মুক্তিযু্দ্ধভিত্তিক কবিতা
•চলচ্চিত্র
•মুক্তিযু্দ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র।
•মুক্তিযু্দ্ধভিত্তিক স্থাপত্য ও ভাস্কর্য।

⬜Box-10.মুক্তিযু্দ্ধ পরবর্তী বাংলাদেশ
•বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দেশ
•বাংলাদেশ ফিন্ড হসপিটাল
•স্বাধীন বাংলাদেশ ফুটবল দল
•আন্তজার্তিক অঙ্গনে বাংলাদেশ(সংগঠনে যোগদান তারিখ/সদস্যপদ)

⬜Box-11:বাংলাদেশ পরিচিতি

•সংবিধান*
•বাংলাদেশের সীমানা
•সমুদ্রবিজয়
•আয়তন, সীমন্তবর্তী জেলা, সমুদ্রসীমা
•ছিটমহল*
•উষ্ঞতম ও শীতলতম স্হান
•বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু


Box-12:সাম্প্রতিক ও আন্তজার্তিক

•বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
•জুলাই বিপ্লব
•ড: ইউনুছ সমাচার
•আন্তজার্তিক(BCS, DU, RU, CU টপিক)

Читать полностью…

important Info + links

Don't get confused

🟢খাদ্যমন্ড নাসাছিদ্রপথে প্রবেশে বাধা দেয় কে?
-কোমল তালু

🟢খাদ্যকে শ্বাসনালিতে প্রবেশে বাধা দেয় কে?
-এপিগ্লটিস

#biology #info
#confusion_killing

Читать полностью…

important Info + links

যারা প্রথম আলো, ডেইলি স্টার দের ব্যাবসায় লাল বাতি জ্বালিয়ে দিতে পথ খুঁজছিলেন, তাদের জন্য আগামি কাল থেকে শুরু হচ্ছে বিশাল প্রলয়ের সূচনা। যা কাঁপন তুলবে রাজনীতির মসনদ থেকে ধর্মবিরোধীদের আখরা অবদি।

আগামীকাল রোববার থেকে সবাই সংগ্রহ করুন "দৈনিক আমার দেশ"।

এমনভাবে সংগ্রহ করুন যেন প্রথমআলু আর সেসব ভারতপ্রেমী নিউজ পোর্টালদের দুবেলা দুমুঠো খেতে জনগনের মতামত ভিক্ষা নিতে হয়।

Читать полностью…

important Info + links

ভেক্টর থেকে আসার মত সকল ম্যাথ সমাধান করে দিচ্ছেন ব্রাইট ভাইয়া।

পার্ট-০৪। কাজের ডট গুণফল সংক্রান্ত ম্যাথ।

Link :
https://youtu.be/RiUlnydeODA

Читать полностью…

important Info + links

টপিকঃ তাপগতীয় সিস্টেমে কাজের তুলনা (তাপগতিবিদ্যা)

📌
মূল সূত্র, dQ = dU + dW
=> dQ = dU + PdV

📌
সমোষ্ণ
➡️ তাপমাত্রা ও অভ্যন্তরীণ শক্তি স্থির (dU=0)
➡️ কৃতকাজ = সরবরাহকৃত তাপশক্তি

সমচাপীয়
➡️ চাপ (P) স্থির
➡️ কৃতকাজ = চাপ × আয়তনের পরিবর্তন

রুদ্ধতাপীয়
➡️ তাপ স্থির (dQ=0)
➡️ কৃতকাজ = অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন

সমআয়তন
➡️ আয়তন স্থির (dV=0)
➡️ কৃতকাজ ০

#SABAS #physics
#SABAS@amarto_basicvalona

Читать полностью…

important Info + links

ঢাকা ডিভিশনাল এক্সাম ২০২৪

রেজাল্ট : সেরা ২০

সবার রেজাল্ট SMS এ চলে গিয়েছে যারা সঠিকভাবে ফোন নাম্বার ফিলাপ করেছিলেন।

✅পরীক্ষায় অংশ নিয়েছে : ২৮৮৭ জন
✅সঠিকভাবে ওএমআর ফিলাপ করেছেন : ২৭৪২ জন

এন্সার শীট : /channel/MediAimPoll

Читать полностью…

important Info + links

বান্দার কোন কষ্টই আল্লাহর অগোচরে থাকে না এবং কোন প্রার্থনাই আল্লাহর সমীপে বৃথা যায় না। বান্দার সব প্রার্থনাই আল্লাহ শোনেন।
বান্দার ছোট-বড় সমস্ত চাহিদাই আল্লাহ পূর্ণ করেন। তাই তো বলা হয়েছে, তোমার সব প্রয়োজন আল্লাহর কাছে চাও, এমনকি জুতার ফিতা হারিয়ে গেলে, সেটাও আল্লাহর কাছে চাও।

বই: বাইতুল্লাহর মুসাফির

Читать полностью…
Subscribe to a channel