amarto_basicvalona | Unsorted

Telegram-канал amarto_basicvalona - important Info + links

10528

Scientific name: amarto basicvalona । প্রয়োজনের তাগিদে বিভিন্ন প্লাটফর্ম হতে প্রাপ্ত তথ্য এখানে সংগ্রহ করে রাখা।। কোনো প্ল্যাটফর্ম, এর সাথে জড়িত নয়।। সকলের জন্য দুয়া আর শুভেচ্ছা🌱🌸🦋

Subscribe to a channel

important Info + links

জীবনের সময়ে কঠিন সময়ে ধৈর্য্য ধারণ করার শক্তিই ঈমানী শক্তি।সহজাতভাবে এই শক্তি কি আদম সন্তান লাভ করে?

কখনও না।আদমের জ্ঞানের গভীরতা যতই প্রশস্ত হতে থাকে ঈমান তত বাড়তে থাকে।তাই ইলম অর্জনের ক্ষেত্রে কৃপণতা দেখানো যাবে না৷

Читать полностью…

important Info + links

বিদায় বলতে চাইলেই কি বিদায় বলা যায়? ভুলতে চাইলেই কি ভোলা যায়? কিছু খণ্ড খণ্ড আকাশ, ভোর হয়ে যাওয়া কিছু ভাঙাচোরা রাত, সরোবরের ধারে বসে ভাঙা গলায় শোনানো 'খুব জানতে ইচ্ছে করে' গানটা…কতো খুচরো স্মৃতি তার সাথে! জীবনের ‘অ’ থেকে ‘চন্দ্রবিন্দু’ জুড়ে শুধু সেই মানুষটাই। শরীরে বৃষ্টির মতো মোহ, মজ্জায় ও মগজের কোষে অনুক্ষণ অনুরণন। কিন্তু তারপরেও এই মানুষটার নাম একটানে লাল কালি দিয়ে কেটে দিতে হবে। আঁধারের মতো কষ্ট নামবে তোমার হৃদয়ের অলিন্দে। বুকের গহীনে ঝিরি ঝিরি কষ্ট ঝরবে…তবু তোমার বিদায় বলতে হবে।

প্রবন্ধ:বিদায় বলে দাও [প্রথম পর্ব]
বই: আকাশের ওপারে আকাশ
লেখক: লস্ট মডেস্টি টিম
সম্পাদক: আসিফ আদনান
আকাশের_ওপারে_আকাশ
LostModesty

Читать полностью…

important Info + links

সূরা কাহফ সম্পূর্ণ তিলাওয়াত
দরুদ
ইস্তিগফার
বেশি বেশি দুয়া মা জ লুম ও নিজেদের জন্য

#জুমা_রিমাইন্ডার

Читать полностью…

important Info + links

মেডিকেলে কেমিস্ট্রি অনুশীলনীর প্রশ্ন কোন বই থেকে আসে?

🤫 চলো সালভিত্তিক তথ্য জেনে নেই!

☞ MAT-20 : ১৭টি অনুশীলনী
📌 হাজারি স্যার ১৭টি ও কবির স্যার আসেনি

☞ MAT-21 : ১৮টি অনুশীলনী
📌 হাজারি স্যার ৮টি ও কবির স্যার ১০টি

☞ MAT-22 : ২২টি অনুশীলনী❗️
📌 হাজারি স্যার ২২টি ও কবির স্যার আসেনি

☞ MAT-23 : ২৩টি অনুশীলনী❗️
📌 হাজারি স্যার ১১টি ও কবির স্যার ১২টি

© SABAS

#analysis

Читать полностью…

important Info + links

ধেঁয়ে আসছে শৈত্যপ্রবাহ পরশ।

এটি দেশের দিকে আগত ২০২৫ সালের প্রথম পূর্ণাঙ্গ শৈত্যপ্রবাহ। যেটায় দেশের অনেক এলাকায় কমবেশি আক্রান্ত হতে পারে। এটি একটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ, যে শৈত্যপ্রবাহে দেশের কিছু স্টেশনের তাপমাত্রা +৬° সেলসিয়াস এর ঘরে রেকর্ড হতে পারে।

নাম: শৈত্যপ্রবাহ পরশ,
শক্তি: মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ।
তারিখ: পহেলা জানুয়ারি হতে ৬ ই জানুয়ারি ২০২৫ পর্যন্ত।

সর্বোচ্চ আক্রান্ত স্থান— রাজশাহী রংপুর বিভাগ ও খুলনা বিভাগের মধ্য ও উত্তর অঞ্চল।

মাঝারি আক্রান্ত স্থান— ঢাকা, বরিশাল ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকা

কম আক্রান্ত স্থান— চট্টগ্রাম বিভাগের সামান্য এলাকা।

নোট: প্রাকৃতিক কারণে শৈত্যপ্রবাহ পরশের শক্তি হ্রাস বা বৃদ্ধি, সময়সূচি পরিবর্তন বা বিলুপ্তি হতে পারে।

সবচেয়ে ভালো নির্ভরযোগ্য ও সবচেয়ে নির্ভুল আবহাওয়ার পূর্বাভাস পেতে আপনারা অবশ্যই দেশের সরকারি আবহাওয়া অধিদপ্তর এর আবহাওয়ার পূর্বাভাস গুলো দেখবেন।

শৈত্যপ্রবাহ পরশ নামকরণ— BWOT

পরশ নামকরণ সাল— ডিসেম্বর, ২০১৬।
পরবর্তী শৈত্যপ্রবাহ— হিমেল।
আপডেট— ২৫শে ডিসেম্বর রাত ৯টা ২০ মিনিটে।

তথ্যসূত্র— Bangladesh Weather Observation Team.

Читать полностью…

important Info + links

১. লোক চক্ষুর আড়ালে তুমি তোমার জীবনকে সুন্দর করো, তাহলে আল্লাহ তোমার প্রকাশ্য জীবনকে সুন্দর করে দেবেন।

২. তুমি তোমার এবং আল্লাহর মধ্যকার সম্পর্কের ব্যাপারে যত্নবান হও, তাহলে আল্লাহ তোমার এবং লোকদের সাথে সম্পর্ককে ঠিক করে দেবেন।

৩. পরকালের জন্য আমল করো তাহলে আল্লাহ তোমার দুনিয়াবী চাহিদা পূরণ করবেন।

৪. আখেরাতের বিনিময়ে তুমি তোমার দুনিয়াকে বিক্রি করো, তাহলে উভয় জগতে তুমি লাভবান হবে।

৫. দুনিয়ার বিনিময়ে তুমি আখেরাতকে বিক্রি করোনা, তাহলে উভয় জগতে তুমি ক্ষতিগ্রস্থ হবে।”
.
সুফিয়ান আস-সাওরী (রহি’মাহুল্লাহ)
[হিলইয়াতুল আওলিয়াঃ ৭/৩৫]

Читать полностью…

important Info + links

এডমিশন টাইমের অসহায় পথিক:

আপনি পড়াশোনাকে নিজের করে আপন করে ফেলুন।আপনি যখনই এইটাকে নিজের উপর চাপিয়ে দিবেন তখনই আপনি কষ্ট পাবেন, পড়াশোনা আপনার আপন ও হবে না। যথেষ্ট স্ট্রং মানুষ হওয়া সত্ত্বেও আপনি হতাশার সাগরে হাবুডুবু খাবেন।অসুস্থতা আপনার সঙ্গী হয়ে যাবে।আপনার প্রতি আমার বার্তা হলো-এই সময় পড়াশোনা থেকেও ইম্পরট্যান্ট নিজের যত্ন নেওয়া।সারাবছর পড়াশোনা করলেন কিন্তু এডমিশনের আগের কয়েকদিন অসুস্থ হয়ে গেলে সব বিফলে যাবে।

-হামীম জহুর

Читать полностью…

important Info + links

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সদর দপ্তর মনে রাখার কৌশল। পর্ব ২

কৌশল ৩: টাকা পয়সা সম্পকৃত সংস্থার সদর দপ্তর ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র এ--

WB = World Bank ও এর বিভিন্ন অঙ্গ সংগঠন যেমন : (IDA,IFC,MIGA,ICSID)

IMF = International Monetary Fund **

কৌশল ৪ : কৃষি/খাদ্য সম্পৃক্ত সংস্থার সদর দপ্তর রোম,ইতালি।
FAO (Food and Agriculture Organization)**

IFAD (International Fund for Agricultural Development)

কৌশল ৫: ইসলাম সম্পকৃত সংস্থার সদর দপ্তর জেদ্দা,সৌদি আরব।
OIC (Organisation of Islamic Cooperation)**

IDB (Islamic Development Bank)

কৌশল ৬ : শিল্প / আণবিক সম্পকৃত সংস্থার সদর দপ্তর ভিয়েনা,অস্ট্রিয়া।
OPEC (The Organization of the Petroleum Exporting Countries)**

IAEA (International Atomic Energy Agency)

UNIDO (United Nations Industrial Development Organization)

কৌশল ৬ : UN যুক্ত সংস্থার সদর দপ্তর নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র ।
UN (United Nations)

UNICEF (United Nations Children's Fund)**

UNDP (United Nations Development Programme)

UNIFEM (United Nations Development Fund for Women)

UNFPA (United Nations Fund for Population Activities)

UN Women (United Nations Entity for Gender Equality and the Empowerment of Women)

©Sabbir hossen #gk

#gk_international
#mediaim@amarto_basicvalona

Читать полностью…

important Info + links

মাই ডেয়ার সেকেন্ড টাইমার :

আমি জানি তুমি হাসিমুখে কথা বলতে পারছো না।দেখা হলে কুশলাদি বিনিময়ে তুমি সংকোচবোধ করছো। মেসেজের সীন করে রিপ্লাই দেওয়ার শক্তি হারিয়ে ফেলেছো। আমি এটাও জানি-জীবনের কঠিন সংগ্রামের ভেতর দিয়েই যাচ্ছো। হতে পারে ভেতর থেকে ভীষণভাবে একা হয়ে পড়েছো।দুনিয়াটা বিষাদ এবং বিরক্তিকর লাগছে।একটুখানি অবসর দরকার তাও থেমে অবসর নেওয়ার সময়টা নাই।


হয়তো রাতে ঘুমাতে গেলে মাথায় ঘুরপাক খাচ্ছে-উর্বর তারুণ্যের কোলাহলে আমি নিজেকে মেলে ধরতে পারছি না!  কিভাবে পৌঁছাবো জীবন সায়াহ্নে। অনাদর আর অযত্নে পার করেছি গুরুত্বপূর্ণ সময়গুলো। যদি আমি বেপরোয়া জীবন পার না করতাম! যদি আর একটু নিজেকে গুরুত্ব দিতাম!জীবনের বসন্তকালকে যদি অবহেলা না করতাম!


হে আমার ভাই, আদম ভুল করে। তুমি আদম।তোমার ভুল হবেই৷ আদম ভুল করে এবং সমাধানও খুঁজে বের করে।নিজের অগ্রগতির জন্য রবের কাছে সিজদায় মত হয়ে দোয়া করো।


একান্তে স্মরণ করুন সূরা আল ইমরানের ২৮ নাম্বার আয়াত-

"হে আমার রব, আপনিই সমুদয় রাজ্যের মালিক।আপনি যাকে ইচ্ছে রাজ্য দান করেন আর যার কাছ থেকে ইচ্ছে তা ছিনিয়ে নেন।যাকে ইচ্ছা আপনি  সম্মান দান করেন, যাকে ইচ্ছা করেন অপদস্ত। সমস্ত কল্যাণ আপনারই হাতেই৷ নিশ্চয়ই আপনি সমস্ত বস্তুর ওপরে ক্ষমতাবান |"


অচিরেই আমার রব আপনাকে এই কষ্ট থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ।


©হামীম জহুর

Читать полностью…

important Info + links

কাউকে 'মেরি ক্রিসমাস' বলে উইশ করা শির্কের অন্তর্ভূক্ত।
কারণ, খৃষ্টানরা প্রতি বছর এই দিনটি (২৫ এ ডিসেম্বর) উদযাপন করে মূলত যিশুর (ঈসা আলাইহিসসালাম) জন্মদিন উপলক্ষে। একই সাথে যিশু তথা ঈসা আলাইহিসসালাম- কে আল্লাহর পুত্র বলে দাবী করে থাকেন তারা । (নাউজুবিল্লাহ)

অথচ হাদিসে কুদসিতে আল্লাহ তায়ালা বলেনঃ

"আমাকে গালি দেয়ার অর্থ হলো এই বলা যে- আল্লাহর সন্তান আছে। অথচ আমি স্ত্রী ও সন্তান গ্রহণ করা থেকে পবিত্র।" [1].

এবং পবিত্র কুরআন মাজীদে আল্লাহ তায়া’লা বলেনঃ
"আল্লাহ এক ও অদ্বিতীয়। তিনি জন্ম গ্রহণ করেননি এবং কাউকে জন্ম দেননি। আর তাঁর সমতুল্য কেউ নেই।" [2].

1.সহীহ বুখারীঃ হাদিস নং ৪৪৮২
2. সূরা ইখলাস।

Читать полностью…

important Info + links

পরীক্ষার সেন্টার। এ সেন্টারগুলো বাদে দেশে আর কোথাও ডেন্টাল ভর্তি পরীক্ষা হয় না।

#medilogy@amarto_basicvalona

Читать полностью…

important Info + links

এ ছবির প্রত্যেকটা ইনফর্মেশন ভালোভাবে দেখা লাগবে must ✅

#medilogy@amarto_basicvalona

Читать полностью…

important Info + links

ডেন্টাল এ কারা অ্যাপ্লাই করতে পারবেন?
এসএসসি'২১-এইচএসসি'২৩
এসএসসি'২২-এইচএসসি'২৪
এসএসসি'২১-এইচএসসি'২৪

#medilogy@amarto_basicvalona

Читать полностью…

important Info + links

কোন প্রতিসাম্যতার উদাহারণ?

খুবই ইম্পরট্যান্ট <

Читать полностью…

important Info + links

🔖ক্রোমোসোম সংখ্যা
যাদের মনে রাখতে সমস্যা হয় দেখতে পারেন।
🌼Noted by - Anika afroz

এখানে সব কিন্তু 2n (diploid) ক্রোমোজোম খেয়াল রাখবো, যদি বলে haploid ক্রোমোজোম সংখ্যা কত, তাহলে জাস্ট অর্ধেক করে দিবা। প্রশ্নে কি বলেছে সেটা খেয়াল রাখবা always.
#important

Читать полностью…

important Info + links

ঘুমিয়ে যান, জীবনের অনেক সমস্যা হাজার রাত চিন্তা করলেও যাবে না। কষ্ট আর সমস্যাগুলো যতটা আপনাকে পেরেশান করছে ততটাই শরীরকেও ভেঙ্গে দিচ্ছে। এভাবে চলতে থাকলে এই সমস্যা আর কষ্ট হয়ত আল্লাহ চাইলে দূর হবে কিন্তু একটা অসুস্থ শরীর বয়ে বেড়াতে হবে...

বেশি বেশি দুআ করুন, কবুল হলে আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ। আপনার সমস্যার জন্য আল্লাহর দুয়ারে কড়া নারছেন এটাই যথেষ্ট। একটা সুন্দর আখিরাত এর জন্য,

গেট সাম গুড স্লিপস, আর শীত শেষ হলো প্রায়, তাহাজ্জুদ এর চেষ্টা করা উচিত...

#Hope

Читать полностью…

important Info + links

কখন যে কার কীভাবে হিদায়াত হয়ে যাবে, আর কখন যে কার কীভাবে হিদায়াত ছুটে যাবে—আমরা কেউ বলতে পারি না৷ তাই তাচ্ছিল্য কিংবা অহংবোধ, কোনোটাকেই জীবনে জায়গা দেবেন না।

-আরিফ আজাদ

Читать полностью…

important Info + links

https://www.facebook.com/OfficialMediAim/videos/1626706158055766/

ক্লাস টা করে ফেলো সবাই, basic ও কিছু build up হবে সলভ করার সময়।।
🌸🌸

Читать полностью…

important Info + links

এদেশের জোয়ান ছেলেগুলার এক বিরাট অংশ শুধু ইন্সপায়ার্ড হতে চায়, ইন্সপায়ার্ড হয়ে কাজে নামে না। এরা এই-ওই কোর্স করবে, মোটিভেশনাল স্পিচ শুনবে, মোটিভেশনাল লেখা পড়বে, শেয়ার দিবে, আবেগী অনেক কথাবার্তাও লিখবে, কিন্তু কেন যেন সিরিয়াস কোন কাজ করা হয়ে ওঠে না। এগুলো দেখলে বেশ খারাপ লাগে।

ছেলেদের জীবন হচ্ছে যুদ্ধ, এখানে আয়েশ করার সময় কমই আছে, আরলি লাইফে তো না-ই। দিনের ১৪-১৫ ঘন্টা কোন মিনিংফুল কাজ ছাড়া কীভাবে যে কাটিয়ে দেয়া সম্ভব, আল্লাহু আলাম।

Читать полностью…

important Info + links

কখন যে কার কীভাবে হিদায়াত হয়ে যাবে, আর কখন যে কার কীভাবে হিদায়াত ছুটে যাবে—আমরা কেউ বলতে পারি না৷ তাই তাচ্ছিল্য কিংবা অহংবোধ, কোনোটাকেই জীবনে জায়গা দেবেন না।

Читать полностью…

important Info + links

প্রশ্ন:শেষসময়ে কতবার রিভিশন দেওয়া উচিত?

✅সমাধান:

আমার জার্নিতে আমার কাছে মনে হয়েছে, কতবার সিলেবাস শেষ করা উচিত এরচেয়ে ইম্পরট্যান্ট হলো কত ইফেক্টিভলি পড়া শেষ করছি।কোয়ান্টিটি থেকে আমার কাছে কোয়ালিটি অলওয়েজ ম্যাটার করতো৷ আপনি যত গুছিয়ে যেকোন টপিক পড়বেন সেটা তত স্হায়ী হবে।আপনি গুছিয়ে ১ বার পড়লেও আপনি সব প্রশ্নের আনসার অনায়াসে পারবেন বাট অনেকে দেখবেন ১০ বার পড়েও কোন কুয়েশ্চনের আনসার পারে না। তাই আমার সাজেশন থাকবে, কতবার রিভিশন দিবেন এর চেয়ে ইম্পরট্যান্ট, ইফেক্টিভ রিভিশন কতবার দিতে পারছেন।আপনি যত ইফেক্টিভলি একবার গুছিয়ে ফেলতে পারবেন, শেষ সময়ে রিভিশন এত বেশি হয়ে যাবে আপনি কাউন্টও করতে পারবেন না।।

-হামীম জহুর

Читать полностью…

important Info + links

নিজেকে খুঁজে পেতে পেতেই তো জীবনের অনেকটা সময় কেটে গেছে তাই না?
পরবর্তী অনেক বড় একটা সময়ও নিজের সাথে লড়াই করতে করতে কেটে যাবে।

সবকিছু শেষে যখন বিশ্রাম নিতে মন চাইবে তখন দেখবেন পুরো দুনিয়া আপনার বিপরীতে দাঁড়িয়ে আছে। তখন যদি ক্লান্ত হয়ে থেমে যান, তাহলে সব শেষ। যদি সব ভুলে সামনে আগানোর শক্তি থাকে তবে অনেকদূর যেতে পারবেন ইনশাআল্লাহ।

Читать полностью…

important Info + links

/channel/thinkingcorner01/247

Читать полностью…

important Info + links

আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর মনে রাখার কৌশল

কৌশল ১
I am Common in London (UK)
I = IMO (International Maritime Organization)
Am = Amnesty International
Common = কমনওয়েলথ
এদের সদর দপ্তর লন্ডন, যুক্তরাজ্য।

কৌশল ২
যে সব সংস্থার শুরুতে W/I ও শেষে O থাকে তাদের বেশির ভাগের সদর দপ্তর জেনেভা,সুইজারল্যান্ড।

WTO (World Trade Organization)

WHO (World Health Organization)

WMO (World Meteorological Organization)

WIPO (World Intellectual Property Organization)

ILO (International Labour Organization)

ISO (International Organization for Standardization)

UNHCR (United Nations High Commissioner for Refugees)**

UNCTAD (United Nations Conference on Trade and Development)

©Sabbir hossen

#gk_international
#mediaim@amarto_basicvalona

Читать полностью…

important Info + links

ডেন্টালে মোট সিট ৫৪৫ টি। সেকেন্ড টাইমার ক্যান্ডিডেটদের ৩ এবং সরকারি মেডিক্যাল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিটে ভর্তি ক্যান্ডিডেটদের ৬ কাটবে।


মুক্তিযোদ্ধার নাতিপুতিদের জন্য কোনো কোটা নাই, স্পষ্ট। কোটার সিট ফাঁকা থাকলে মেরিট থেকে নেওয়া হবে।

#medilogy@amarto_basicvalona

Читать полностью…

important Info + links

অ্যাপ্লাই, পেমেন্ট এগুলা পুরোপুরি মেডিক্যালের মতই। আলাদা কিচ্ছুই না।

#medilogy@amarto_basicvalona

Читать полностью…

important Info + links

আন্তর্জাতিক অংশ এবার ডেন্টাল এও আছে।

#medilogy@amarto_basicvalona

Читать полностью…

important Info + links

edited:

যারা এএফএমসি-এএমসিতে অ্যাপ্লাই করছেন, তারা হয়তো এই মেসেজটা পাইছেন। এই মেডিক্যাল কলেজটা সম্পর্কে অনেকেই জানেন না, তাইই এ মেসেজটা প্রার্থীদেরকে দেয়া হয়েছে।

বলে রাখি, নৌবাহিনী মেডিক্যাল কলেজ চট্টগ্রাম, এটাকে আমি সংক্ষেপে লিখছি NMCC, একটি বেসরকারি মেডিক্যাল কলেজ, তাই এখানকার খরচও বেসরকারি মেডিক্যাল কলেজগুলোর অনুরূপ হবে। যদি প্রার্থী চান NMCC তেই পড়াশোনা করবেন, সেক্ষেত্রে NMCC কে চয়েসলিস্টের উপরের দিকে যুক্ত করতে হবে।

যদি প্রার্থীর সেরকম আর্থিক সামর্থ্য বা ইচ্ছা না থাকে, তাহলে প্রার্থী যে আবেদন জমা দিয়েছেন সেটাই যথেষ্ট, নতুন করে আর আবেদন করতে হবে না। সেক্ষেত্রে চয়েসলিস্টে সবার শেষে NMCC অটোমেটিক যুক্ত হবে।

মোটকথা, চয়েসলিস্টের একদম শেষে NMCC অটোমেটিক যুক্ত হয়ে যাবে। শেষে বাদে অন্য কোনো সিরিয়ালে NMCC যুক্ত করতে চাইলে তখন নতুন করে আবেদন করতে হবে।

আশা করি এতে সংশ্লিষ্ট বিভ্রান্তি দূর হবে।

নৌবাহিনী মেডিক্যাল কলেজ সম্পর্কে:
https://www.facebook.com/share/p/1Ci1oBqTVE/

#medilogy@amarto_basicvalona

Читать полностью…

important Info + links

ডেন্টাল ২০২৪-২৫ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ।

পরীক্ষা : ২৮ ফেব্রুয়ারি ২০২৫
আবেদন শুরু: ২৯ ডিসেম্বর ২০২৪

Читать полностью…

important Info + links

🗺 আন্তর্জাতিক সারপ্রাইজ এক্সাম-০১ | জিকে ফাইনাল রিভিশন নোট

🔗 Exam link :
https://urexamportal.com/exams-details.php?link=exam_1735019594_41_9811ad

পরীক্ষা দেওয়া যাবে আজকে রাত ১১ টা পর্যন্ত

🤩 পূর্ণমান : ২০
🤩 সময় : ৭ মিনিট

▪️ মেরিট-লিস্ট আজকে রাত ১১ঃ৩০ এ দেওয়া হবে ইনশাআল্লাহ 

▪️ এক্সাম দেওয়ার সাথে সাথে সল্ভ শীট দেখা যাবে
#SABAS

Читать полностью…
Subscribe to a channel