amarto_basicvalona | Unsorted

Telegram-канал amarto_basicvalona - important Info + links

10528

Scientific name: amarto basicvalona । প্রয়োজনের তাগিদে বিভিন্ন প্লাটফর্ম হতে প্রাপ্ত তথ্য এখানে সংগ্রহ করে রাখা।। কোনো প্ল্যাটফর্ম, এর সাথে জড়িত নয়।। সকলের জন্য দুয়া আর শুভেচ্ছা🌱🌸🦋

Subscribe to a channel

important Info + links

"কাল যে সিরিয়াল করে ৭ টা টেক্সট দিয়েছেন তার টেক্সট পড়েছি কিন্তু আসলে স্পেসিফিকভাবে কি জানতে চেয়েছেন সেটা বুঝি নি। আরেকবার টেক্সট দিয়ে জাস্ট কুয়েশ্চন গুলো করবেন।

#ngl_ask

Читать полностью…

important Info + links

GK এই মুহুর্তে কি কি দেখবো?

✅প্রাচীন ইতিহাস থেকে মুঘল সাম্রাজ্যের বিভিন্ন স্থাপত্য
✅ব্রিটিশ শাসন - বিভিন্ন গভর্নরের গুরুত্বপূর্ণ কাজ
✅বঙ্গভঙ্গ, লাহোর প্রস্তাব, দ্বিজাতিতত্ত্ব, সূর্যসেন-ক্ষুদিরাম-প্রীতিলতা, ৬৯ এর গণঅভ্যুত্থান, ভারত-পাকিস্তান যুদ্ধ
✅ভাষা আন্দোলন, শহীদ মিনার, স্মৃতিসৌধ
✅মুক্তিযুদ্ধের বিভিন্ন অপারেশন, গণহত্যা
✅মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য ও বৈশ্বিক গণমাধ্যমের ভূমিকা
✅মাওলানা ভাসানী, জিয়াউর রহমান, ড. ইউনূস
✅বাংলাদেশের স্বাস্থ্য ও শিক্ষাখাত
✅জাতীয় ও আন্তর্জাতিক এর সাম্প্রতিক টিকা ও রোগ সম্পর্কিত সকল কিছু
✅বিভিন্ন দেশের মুদ্রা, রাজধানী, বিমান সংস্থা, পার্লামেন্ট, গোয়েন্দা সংস্থা
✅ইসরাইল-ফিলিস্তিন-ইরান সংকট, হামাস-হিজবুল্লাহ-PLO,
✅বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর
✅নোবেল পুরষ্কার ২০২৪, সাম্প্রতিক প্রযুক্তিগত বিষয়
✅বিভিন্ন বিপ্লব (জুলাই বিপ্লব, কমলা বিপ্লব, সিপাহী বিপ্লব ইত্যাদি আরো এরকম)
✅বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তি(বাংলাদেশ, জলবায়ু সংক্রান্ত)
✅বিভিন্ন সভ্যতা, সীমারেখা

এগুলা কমপ্লিট করে তারপর অন্য কিছু দেখতে পারেন।

Читать полностью…

important Info + links

#Morning_quize

📌20 cm পুরু স্টিল ভেদ করে যেতে পারে কোনটি?
A)আলফা রশ্মি
B)বিটা রশ্মি
C)এক্স রে
D)গামা রশ্মি

☕Extra for you ❤️🌸
#Secret_Topics 😶🤨

১. আলফা, বিটা, গামা, এক্স রে রশ্মির বৈশিষ্ট্য

২. এন্টিবডি,এন্টিজেন,ভ্যাক্সিন, বিভিন্ন ধরনের কোষ-ম্যাক্রোফেজ

৩. নির্দেশক, পিপিএম,মোলারিটি,নরমালিটি ম্যাথ

৪. কোলেনকাইমা-প্যারেনকাইমা-স্কলেরেনকাইমা বৈশিষ্ট্য, মূল-কান্ডের বৈশিষ্ট্য

৫. বলের ঘাত,মৌলিক বল,সংরক্ষণশীল-অসংরক্ষণশীল বল,জড়তার ভ্রামক

৬. আয়ন শনাক্তকরণ, শিখা পরীক্ষা, নিষ্কাশনের ব্যবহার

#mediaim_contents@amarto_basicvalona
https://www.facebook.com/groups/mediaim/permalink/2680436428831464/?app=fbl

Читать полностью…

important Info + links

দুষকের উদাহরণ:
প্রাইমারি :SO2,CO,CO2,NO,H2S,NH3,ধূলিকণা,হাইড্রোকার্বন ,ধোয়া , ছাই ।

সেকেন্ডারি : SO3,NO2,N2O5,H2SO4,O3,PANs।

দূষকের সিংক: ( মানে যে দুষক কে খেয়ে ফেলে দুষকের পরিমাণ কমায় তাঁকে সিংক বলে )

• CO2 এর সিংক: সমুদ্রের পানি, সবুজ উদ্ভিদ

• H2SO4 এর সিংক: চুনাপাথর CaCO3

PANs তৈরিতে ব্যবহৃত হয়: হাইড্রোকার্বন বাষ্প, NO, NO2, O3

#factos_BOB

Читать полностью…

important Info + links

When Subtitle gone wrong..🙂

Читать полностью…

important Info + links

কমন উপযোগী এবং কখনোই যেটার ঠিকঠাক ব্যাখ্যা পাওনি এমন ২০০/৩০০ প্রশ্ন ৪/৫ টা ক্লাস নিয়ে শেষ করে দিব নাকি 🙂
সাথে কঠিন প্রশ্নগুলো রিভিশন ও হয়ে গেল....❤️
_Ak tusher ভাই (English healer)

https://www.facebook.com/share/p/18SZz5RYKw/
যারা আগ্রহী কমেন্টে জানিয়ে দিতে পারেন ।

Читать полностью…

important Info + links

Follow -
https://www.facebook.com/share/p/1EqrgQvGWU/

Читать полностью…

important Info + links

এই শিক্ষাবর্ষ থেকে রাবিতে আর থাকছেনা পোষ্য কোটা✊
এবং আবেদন ফি কমবে সিদ্ধান্তের মাধ্যমে।

আলহামদুলিল্লাহ , ছাত্ররা আবারো বিজয়ী।

Читать полностью…

important Info + links

❗️তুল্যসংখ্যা
অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা টার্ম । প্রায় ক্ষেত্রেই ব্যবহার করতে হয় । চলো এর ধারণা ক্লিয়ার করি ।


তুল্যসংখ্যা মানে ক্ষমতা পাওয়ার । যার পাওয়ার যেমন তার তুল্যসংখ্যাও তেমন । পাওয়ার বলতে কি বুঝাচ্ছি?

দেখো একটা এসিড এর কাজ কি H+ দান করা তো একটা এসিড কয়টা H+ দিতে পারে সেটাই ওর ক্ষমতা / পাওয়ার আর এটাই হচ্ছে এসিডের তুল্যসংখ্যা ।

Same to Same একটা ক্ষারের ক্ষেত্রে সে কয়টা OH- দিতে পারে বা H+ নিতে পারে সেটা তার পাওয়ার সেটাই তার তুল্যসংখ্যা ।

জারকের ক্ষেত্রে সে কয়টা ইলেকট্রন নেয় সেটাই তার পাওয়ার বা তুল্যসংখ্যা।
বিজারকেরক্ষেত্রে সে কয়টা ইলেকট্রন দিতে পারে সেটাই তার পাওয়ার বা তুল্যসংখ্যা ।

এবার আশা করি বুঝতে পারছো তুল্যসংখ্যা মানে টা কি বোঝায় আসলে🫠❤️

Note: এসিডের তুল্যসংখ্যা কেই আদর করে ডাকা হয় এসিডের ক্ষারকত্ব আর ক্ষারের তুল্যসংখ্যা কে আদর করে ডাকা হয় ক্ষারের অম্লত্ব 😀

#factos_BOB

Читать полностью…

important Info + links

পানির বিশুদ্ধতার মান দন্ড✅:


pH: 6.5-8.5
DO: 5-6 PPM
BOD: 6 PPM
COD: 10 PPM
TDS: 500 PPM

দুষকের মাত্রা✅:


As: 0.01 PPM ( নিরাপদ মাত্রা এবং WHO এর মতে )
As: 0.05 PPM ( সর্বোচ্চ মাত্রা এবং বাংলাদেশে )
Pb: 50 PPB
CO: 0.15 PPM
CO2: 350 PPM
SO2: 0.05 PPM

#factos_BOB

Читать полностью…

important Info + links

📌দূষকের কারণে হওয়া রোগ:-

As: ব্ল্যাক-ফুট ডিজিস, কার্সিনোজেনিক বা ক্যান্সার, ফ্যাটি লিভার

Cr: মেইনলি রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া

Cd: কিডনি নষ্ট,ইটাই-ইটাই বা আউচ আউচ ,অস্টিওপরোসিস , প্রোস্টেট ক্যান্সার

Pb: শিশুর বুদ্ধিবৃত্তি বা IQ হ্রাস ( তোমার মত ), অ্যানিমিয়া ,দাঁতের মাড়ি নীলাভ হওয়া

#factos_BOB

Читать полностью…

important Info + links

🚨 Jnu Important Notice!
------------------------------------

জগন্নাথ বিশ্ববিদ্যালয়'এর চূড়ান্ত আবেদনের ফি যারা নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে পারেননি তারা আগামীকাল ০২-০১-২০২৫ ইং তারিখের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর স্বশরীরে আবেদনের প্রেক্ষিতে চুড়ান্ত আবেদনের ফি জমা দিতে পারবেন।

আবেদন ফিঃ ৭০০ টাকা

Читать полностью…

important Info + links

আজ অর্থাৎ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে যেসব শি*শু জ*ন্ম নেবে, তারাই জেনারেশন বিটা।

এই পর্যায় চলবে ২০৩৯ পর্যন্ত।

গতকাল যারা জ*ন্মগ্রহণ করেছে তারাই "জেনারেশন আলফা" এর শেষ মানুষ।

উল্লেখযোগ্য কয়েকটি জেনারেশনের নাম ও সময়কালঃ-
1. Generation X ( 1965-1980)
2. Generation Y / Millennial (1981-1996)
3. Generation Z / GenZ (1997-2012)
4. Generation Alpha ( 2012-2024)
5. Generation Beta (2025-2039)

Читать полностью…

important Info + links

Medical Aspirant Exam 2024 রেজিস্ট্রেশনের শেষ দিন আজ!

রেজিস্ট্রেশনের শেষ সময় : ১ তারিখ রাত ১০.৫৯ মিনিট।

🔴রেজিস্ট্রেশন ছাড়া এক্সামে অংশগ্রহণ করতে পারবেন না। রেজিস্ট্রেশনের সময় শেষ হলে মোবাইল নম্বরে এক্সামের টাইম স্লট ও রোল যাবে।

✅পরীক্ষার তারিখ : ০৩ জানুয়ারি ২০২৫ (শুক্রবার)

✅পরীক্ষার পূর্ণমান : ২০০ (MCQ = 100x1 = 100 ; GPA = 100)

🔴পরীক্ষার সময় হবে : সন্ধ্যা ৭টা থেকে রাত ১১.৫৯ টা

🔴প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ মার্ক কর্তন করা হবে।

🔴সেকেন্ড টাইমারদের ৩ মার্ক কর্তন করা হবে ।

🔴সবার জন্য উন্মুক্ত পরীক্ষা : HSC 23+24

🔰Registration Free
Link : https://forms.gle/588LibkHCNnrgmEAA

Читать полностью…

important Info + links

আমাদের দেশের ৯৯.৯৯% হসপিটাল শহর অঞ্চলে। যারা এমন বিকট শব্দে তাবত সৃষ্টি কুলের ক্ষতি করছেন,বিরক্তির কারণ হচ্ছেন; আল্লাহ আপনাদের এই খুশী, এই আতশবাজি যাতে কবরেও জারি রাখে,সে দোয়া! (আমিন)

Читать полностью…

important Info + links

সালাফরা তাঁদের জীবনসঙ্গীর মাঝে কোনো সমস্যা দেখলে,আচরণে কষ্ট পেলে,এমনকি গৃহপালিত পশু-পাখির অসুস্থতাকেও আল্লাহর আযাব ভেবে ইস্তেগফার করতেন৷ যেকোনো বিপর্যয়ে তাঁরা ইস্তেগফারকে আবশ্যক করে নিতেন।

আপনার জীবনে কি অনেক সমস্যা?
~ ইস্তেগফার করুন
অঢেল বরকতময় রিজিক চান?
~ইস্তেগফার করুন
ডিপ্রেশনে আছেন?
~ ইস্তেগফার করুন
উত্তম জীবনসঙ্গী চান?
~ ইস্তেগফার করুন
জীবনসঙ্গী মন মতো হয়নি?
~ ইস্তেগফার করুন
সন্তান হয় না?
~ইস্তেগফার করুন
স্ত্রী-সন্তান কথা শুনে না?
~ ইস্তেগফার করুন
স্বামীর ব্যবহারে অতিষ্ঠ?
~ ইস্তেগফার করুন
অসুস্থতা বেড়ে গেছে?
~ ইস্তেগফার করুন
আপনি কি সিহরে আক্রান্ত?
~ ইস্তেগফার করুন
পড়াশোনা মনে থাকে না?
~ ইস্তেগফার করুন
ঋণগ্রস্ত?
~ ইস্তেগফার করুন
পারিবারিক সমস্যা,কলহ?
~ ইস্তেগফার করুন
আপনি কি চান যে আপনার সব দুআ কবুল করা হোক? আপনি কি চান আপনার প্রয়োজনগুলো পূরণ হোক?
আপনি কি মুস্তাজাবুদ দাওয়া হতে চান?
তবে নিজের জন্য ইস্তেগফারকে আবশ্যক করে নিন।

ইস্তেগফারে ক্ষমা আসে,রহমত আসে,আসে বারাকাহ্। ইস্তেগফারেই দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণ মিলে।

_Tahia Islam

Читать полностью…

important Info + links

নাম্বার বাড়ানোর ইফেক্টিভ ওয়ে:

১)চ্যাপ্টার রিভিশন/এমসিকিউ প্রেকটিস করার সময় নিজেকে নিজে প্রশ্ন করা।অপশন দেখে আনসার করব এটা ভুলে যাব। আপনার চিন্তা থাকবে কুয়েশ্চন দেখলে যেন আনসার বলতে পারি। নো অপশন।

২)কুয়েশ্চন প্যার্টান বারবার দেখা।



মডেল টেস্ট(OMR) কয়টা সলভ করব:

-আমি ১/২ টা সলভ করতাম।এরচেয়ে বেশি সলভ করার টাইম আমি পাইতাম না।তবে আমার মেইন স্ট্রং পয়েন্ট থাকতো আমি পড়ার সময় কুয়েশ্চন প্রাকটিস করার মতো চিন্তা করে পড়তাম।যেমন:একটা টপিক পড়ছি ঐটা থেকে কি কুয়েশ্চন আসছে ঐটা দেখতাম আর নিজেকে নিজে কুয়েশ্চন করে অপশন ছাড়া আনসার করার ট্রাই করতাম।কেউ যদি ১০-১২ টা OMR সলভ করে আপনাকেও এমন সলভ করা লাগবে এমন না।কারণ সিস্টেম আলাদা হতেই পারে।ফেইসবুকে তো ঘুরেই বেড়ায় একজন ২৬ টা কোচিং করতো! আপনিও কি তাহলে ২৬ টা কোচিং করবেন?



#ngl_ask

Читать полностью…

important Info + links

আপনি আপনার বন্ধুবান্ধবের মতোই হয়ে যাবেন। এটাই স্বাভাবিক। বন্ধুত্বের প্রভাব এতোটাই তীব্র আমাদের উপরে!

এজন্যেই কুরআন-হাদীসে বন্ধু নির্বাচন করা নিয়ে প্রচন্ডভাবে সতর্ক করা হইসে। আপনি আল্লাহর খুশির জন্য আল্লাহওয়ালা বন্ধুবান্ধব নির্বাচন করলে, আল্লাহ সেটাকেই আপনার জন্য আখিরাতে কল্যাণের কারণ বানিয়ে দেবেন।

অন্যদিকে আল্লাহর ব্যাপারে সিরিয়াস না, এরকম বন্ধুবান্ধব যদি থাকে, তাহলে দুনিয়াতেই দেখবেন এই বন্ধুত্ব আপনাকে কোথায় নামিয়ে আনে! নফল-সুন্নাত আর আচার-আচরণ তো বটেই, নিজের ফরজ ইবাদাতও নষ্ট করে জীবন থেকে আল্লাহকে হারিয়ে ফেলাটা জাস্ট সময়ের ব্যাপার হবে।

আল্লাহ-বর্জিত বন্ধুত্বের ফলাফল দুনিয়াতেই খুব করুণ হয়ে থাকে।
সাথে আখিরাতের ভয়াবহ পরিণতি তো আছেই।

_মোহাম্মদ তোয়াহা আকবর ভাই

Читать полностью…

important Info + links

হে যুবক কাতার বদ্ধ হও
ফজরের জামাতে!

রাসুল (সা.) বলেন, ‘মুনাফিকদের জন্য ফজর ও এশার চেয়ে বেশি ভারী কোনো নামাজ নেই।

এ দুই নামাজের ফজিলত যদি তারা জানত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো।’

(সহীহ বুখারি)

Читать полностью…

important Info + links

আপনার পুরো টেক্সট পড়েছি।আপনার উপর ফ্যামিলি এক্সপেকটেশন অনেক বেশি তাই আপনার ভয়ও বেশি।


আপনার প্রতি পরামর্শ:

১)আপনার যে চ্যাপ্টার আগে একবারও পড়েন নি কিংবা ধারণা অনেক কম সেগুলো অবশ্যই ক্লাস করবেন৷ ক্লাস করার ক্ষেত্রে ক্লাসের সাথে বই একসাথে পড়ে ফেলবেন।মেডিকো/বন্দি পাঠশালার হামীম ভাইয়ের ক্লাস ইফেক্টিভ হতে পারে।


২)একটা চ্যাপ্টার রিভিশন দিতে কত টাইম নিবেন এটা ফিক্সড করার দরকার নাই।ধরেন আপনি আজকে ৭ টা চ্যাপ্টার পড়বেন,তাহলে কত ঘন্টা সবোচ্চ পড়তে পারেন সেটা হিসেব করেন তারপর পার চ্যাপ্টারে কতসময় দেওয়া যায় সেটা একটা খসড়া করে নিবেন।


৩) জিকে ইংলিশ এখন প্রশ্ন সলভ করবেন।মেডিকেল, বিসিএস,ভার্সিটির প্রশ্ন।ভার্সিটির প্রশ্ন অবশ্যই সলভ করবেন৷ হুবহু আসে৷


জিকে টপিক কি পড়বেন এই পোস্ট দেখুন:

/channel/amarto_basicvalona/13916

#ngl_ask

Читать полностью…

important Info + links

দেখুন সময় খুবই সংক্ষিপ্ত। কিন্তু থেমে যাবেন এটা কখনও বুদ্ধিমানের কাজ নই।১৭ তারিখের শেষ মিনিট অবধি আপনার সময়।


আপনার প্রতি বার্তা:
আপনি একটা গ্যাফ খাতা করুন৷ কয় চ্যাপ্টার গ্যাফ আছে হিসাব করুন।মোট সময়কে ৩ ভাগে ভাগ করুন।১ম ভাগ সময়ে যতটুকু পারা যায় গ্যাফ চ্যাপ্টারগুলো ফিলআপ করা শুরু করুন।সব শেষ করতে না পারলেও প্রবলেম নাই।জাস্ট ইম্পরট্যান্ট টপিক গুলো আর অনুশীলনী পড়ুন।সব গ্যাফ শেষ না হলেও কোন প্রবলেম নাই।২য় ধাপে আপনি ১ বার রিভিউ করবেন৷ ৩য় ধাপে আরেকবার রিভিশন দিবেন৷


ইনশাআল্লাহ, আপনার রব আপনার জন্য উত্তম ফায়সালা দান করবেন।

#ngl_ask

Читать полностью…

important Info + links

গুচ্ছে অবশেষে থাকছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
থাকছে না -
SUST KU JNU

Читать полностью…

important Info + links

বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম।
তারিখ: ২ জানুয়ারী ২০২৫

Читать полностью…

important Info + links

অনুবন্ধী এসিড = যৌগ + H+

যেমন:-

H2O এর অনুবন্ধী এসিড H2O+ H+ = H3O+
HSO4- এর অনুবন্ধী এসিড HSO4- + H+ = H2SO4
NH3 এর অনুবন্ধী এসিড NH3 + H+ = NH4+
NO3- এর অনুবন্ধী এসিড NO3- + H+ = HNO3
NO2- এর অনুবন্ধী এসিড NO2- + H+ = HNO2
SO4 2- এর অনুবন্ধী এসিড SO4 2- + H+ = HSO4-

অনুবন্ধী ক্ষার = যৌগ - H+

যেমন:-

H2SO4 এর অনুবন্ধী ক্ষার H2SO4 - H+ = HSO4-
HSO4- এর অনুবন্ধী ক্ষার HSO4- -H+ = SO4 2-
H3O+ এর অনুবন্ধী ক্ষার H3O+ -H+ = H2O
HCl এর অনুবন্ধী ক্ষার HCl - H+ = Cl-
HNO3 এর অনুবন্ধী ক্ষার HNO3 - H+ = NO3-

#factos_BOB

Читать полностью…

important Info + links

আয়নীকরণ শক্তি , ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা কার বেশি কার কম?


আকার যত বেশি এই ৩ টা কম
আকার যত কম এই ৩ টা বেশি

শুধু ব্যতিক্রম কয়েকটা মনে রাখো বাকিসব আকার দিয়ে বের করবা ।

আয়নীকরণ শক্তির ব্যতিক্রম: Be>B , Mg>Al , N>O , P>S
ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম: You Know You Know Cl>F

Note:অক্সিজেনের দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক যা একটি ব্যতিক্রম ধর্মী বৈশিষ্ট্য 😀

#factos_BOB

Читать полностью…

important Info + links

পোষ্য কোটা ইস্যুতে মুখোমুখি অবস্থানে শিক্ষার্থী ও প্রশাসন; অচলাবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম; অনিশ্চিয়তায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম

🔥🔥রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা🔥🔥

Читать полностью…

important Info + links

#mediaim_important
🔵বিভিন্ন তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ব্যবহার

⭕বেতার তরঙ্গ
✅বেতার যোগাযোগ ব্যবস্থা
✅দূরবর্তী স্থানে শব্দ বা ছবি প্রেরণের জন্য
✅টেলিভিশন(VHF আর UHF) তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্রতর***
✅দূরবর্তী স্থানে টেলিভিশন তরঙ্গ কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট এর মাধ্যমে রিলে করা হয়***

⭕মাইক্রোওয়েভ তরঙ্গ ***
রাডার যন্ত্র*,রেডিও যোগাযোগ ব্যবস্থায়, নৌ ও বিমান চালনা*,শিল্প কারখানা, খাবার রান্না ও গরম করতে, শিল্প কারখানায় ব্যবহৃত হয় ।

⭕অবলোহিত রশ্মি***
✅এর বিকিরণ প্রতিফলন ও প্রতিসরণের সূত্র মেনে চলে***
✅ব্যতিচার ও সমবর্তন ঘটে***
✅বেগ আলোর বেগের সমান***
✅কোনো বস্তুর উপর পড়লে তাপমাত্রা বাড়ে***
✅সৌরচুল্লিতে* , আবহাওয়ার পূর্বাভাস দিতে*, কুয়াশা/অন্ধকারের মধ্যে ছবি তুলতে, ফলকে শুষ্ক করতে করতে* , নাইট গগলসে*, মাংশপেশীর ব্যথা বা টান এর চিকিৎসায় ব্যবহৃত হয়***

⭕দৃশ্যমান আলো
✅আমাদের চোখ এই আলো ব্যবহার করে
✅উদ্ভিদের সালোকসংশ্লেষণ*** প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
✅ফটোগ্রাফিক ফিল্ম প্রভাবিত করে

⭕অতিবেগুনি রশ্মি***
✅ আয়নায়ন ঘটানো
✅ প্রতিপ্রভা সৃষ্টি
✅ রাসায়নিক বিক্রিয়া ঘটানো
✅ফটোইলেক্ট্রিক ক্রিয়া
✅ফটোগ্রাফিক ফিল্ম প্রভাবিত করে
✅ অনুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধির কাজে
✅শরীরে ভিটামিন-ডি তৈরিতে

⭕এক্সরে
✅চিকিৎসা ক্ষেত্রে
✅ গবেষণা কাজে
✅ চোরা চালান নিরোধে ***

⭕গামা রশ্মি ***
✅ রোগ নির্ণয়ে
✅ বিজ্ঞানাগারে গবেষণার কাজে
✅ ধাতব পদার্থের খুঁত নির্ণয়ে
✅ ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস

#mediaim_chemistry
#mediaim_contents@amarto_basicvalona

Читать полностью…

important Info + links

বিভিন্ন লেন্সে আলোক কেন্দ্রের অবস্থান!

#mediaim_contents #mbbs #medical #admission

Читать полностью…

important Info + links

Visual representation of -

I solemnly pledge to dedicate my life to the service of humanity. The health and well-being of my patient will be my first priority❤️

Читать полностью…

important Info + links

কোথাও কোন আগুন লাগলে কমেন্টে জরুরী নম্বর দেওয়া আছে প্রতি বিভাগের আলাদা আলাদা করে দ্রুত জানাবেন।

সকলের সুবিধার জন্য পোস্টটি সকলের কাছে পৌঁছে দিবেন।


https://www.facebook.com/share/18NMuSfj49/?mibextid=wwXIfr

Читать полностью…
Subscribe to a channel