amarto_basicvalona | Unsorted

Telegram-канал amarto_basicvalona - important Info + links

10528

Scientific name: amarto basicvalona । প্রয়োজনের তাগিদে বিভিন্ন প্লাটফর্ম হতে প্রাপ্ত তথ্য এখানে সংগ্রহ করে রাখা।। কোনো প্ল্যাটফর্ম, এর সাথে জড়িত নয়।। সকলের জন্য দুয়া আর শুভেচ্ছা🌱🌸🦋

Subscribe to a channel

important Info + links

আপনাদের ঘুমানো উচিত এতো রাত না জেগে, ঘুম না আসলে পড়েন⭐

Читать полностью…

important Info + links

Don't get depressed.
Say in Shaa Allah ❤️

Читать полностью…

important Info + links

তোমরা থাকো সুখে,
আগুন জ্বলুক আমার বুকে।

🤲

Читать полностью…

important Info + links

আলহামদুলিল্লাহ! ড. আফিয়া সিদ্দিকীর মুক্তির দাবিতে করা পিটিশনে দশ লক্ষ মানুষ স্বাক্ষর করেছেন। মানুষ গভীর সমুদ্রে ডোবার সময় যদি হাতের সামনে একটি ছোট্ট ভাসমান কাঠের খণ্ডও পায়, তাহলে সেটাকেই আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে। আমাদের প্রচেষ্টাও ছিল সেরকম।

স্বাক্ষর দেখানোটা ড. আফিয়ার মুক্তির পক্ষে জনসমর্থন দেখানোর অংশ। উনার আইনজীবি আরও কয়েকজন বন্দীর আইনজীবি হিসেবে কাজ করেছেন এবং আল্লাহর ইচ্ছায় তারা মুক্তিও পেয়েছেন। জনসমর্থন কাজে লাগার ভালো একটা সম্ভাবনা আছে ইন শা আল্লাহ।

সর্বোপরি, আমরা মহান রব্বের দরবারে আমাদের বোনের মুক্তির জন্য দু'আ করি। খড়কুটোর সাহায্যে আমাদের বোনের মুক্তির এই নগন্য প্রচেষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদের অপারগতা ও অক্ষমতাকে ক্ষমা করুন।

Читать полностью…

important Info + links

বই থেকে পড়ে নিবেন।।
বিভিন্ন ধরনের জিন
#biology #important

Читать полностью…

important Info + links

📌মেডিকেল এক্সামের জন্য শেষমুহুর্তে ছকগুলো দেখে যাবা সবাই। এখানে জুলোজি ও বোটানি গুরুত্বপূর্ণ ছকগুলো দেওয়া আছে। সময় করে দেখে নিও।

Zoology pdf link here:
https://drive.google.com/file/d/1mD-XkzsVnxxQ7LVPT4c8d0nVPE3Tu56i/view?usp=drivesdk

Botany Pdf link:

https://cscan.co/3eZPD02hyqb

©Mehedi Hasan RaFi
#important #biology

Читать полностью…

important Info + links

কালকে পরীক্ষা, অথচ পড়া বাদে সবকিছু করতেই ভালো লাগতাছে কেন কেন কেন !😑

Читать полностью…

important Info + links

আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনারাই আমার প্রিয় মানুষ🌸❤️

আপনারা যারা এখনো মিসকিন, সকলের জন্য দুআ করি যাতে সামনের বছর double হয়ে যান।🤲🙂
সকলের মনের আশা গুলো আল্লাহ পূরণ করে দিন। আমিন।

Читать полностью…

important Info + links

এক পেজে সব⚡

পিডিএফ এ বর্তমান এডমিশন সকল আপডেট একসাথে সাজিয়ে দেওয়া হয়েছে


বিশ্ববিদ্যালয়ের নাম,পরীক্ষার তারিখ,আবেদন সময়সীমা,পরীক্ষার ফি এবং বিস্তারিত তথ্য সব এক পেজে😉

জুম করে দেখলে সুন্দর বুঝতে পারবে।
এটা সেভ করে রেখে দাও। নতুন কোনো সার্কুলার আসলে পিডিএফ টি আবার আপডেট করে দেওয়া হবে



©Admission News Corner

Читать полностью…

important Info + links

Second timer হোন আর না হোন dental এর ফর্ম তুলে রাখবেন, যদি MAT এর লক্ষ্য থাকে । হতাশ না হয়ে পড়েন।। তবে হ্যা, "MAT" লক্ষ্য না হলে Dental এর টা তোলার দরকার নেই, ভার্সিটি প্রিপারেশন এ ফুল মনোযোগ দেন, সেখানে ভালো কিছু করতে পারবেন ইন শা আল্লাহ।
#ngl_ask #chithi

Читать полностью…

important Info + links

#Medical_Admission_Test_Guideline

আমি গতকাল এই টাইমে আমার প্রফের এনাটমি রিটেন পরীক্ষা দিয়েছি।

সহজ কথায়,তোমাদের যেমন মেডিকেল ভর্তি পরীক্ষার ৫ সাব্জেক্টের এত পড়া আর প্রেসার তেমন আমারও।

তোমাদের চিন্তার থেকেও বেশি পরিমাণ পড়া এই এনাটমি তে।

যাই হোক,,,,

আমার এক্সপেরিয়েন্স ও তোমাদের জন্য শিক্ষামূলক কিছু কথাবলি...

পরীক্ষার আগে মনে হচ্ছিলো ম্যাক্সিমাম জিনিস ই পারবো না আর মনে নাই।
যদিও সব পড়া শেষ করে যেতে পারি নাই।

🔴আমার ভুল(তোমাদেরও ভুল)+করণীয়

⭐ভুল-০১:


মোটামোটি সবকিছু পড়তে গিয়ে,কিছু গুরুত্বপূর্ণ জিনিস ই দেখে যেতে পারি নাই।এতে মনে হচ্ছিলো,ইশ একবার এটা দেখে আসলেই তো পারতাম।
কেনো ৫ মিনিটও এটা দেখলাম না!

করণীয়:
সো,পড়ার সময় সব টপিক দেখো,চোখ বুলাও,ওকে।বাট কোনোভাবেই গুরুত্বপূর্ণ জিনিসগুলা কম ফোকাস দেওয়া বা মিস দেওয়া যাবে না।আগে ভালোভাবে পড়া না থাকলে,শুধুমাত্র গুরুত্বপূর্ণ জিনিসগুলাই দেখো,বারবার রিভাইজ দাও,কারণ পরীক্ষায় সব আসে না,সব পারার দরকার হয় না।এটা কোচিংয়ের পরীক্ষা না যে,বইয়ের খুটিনাটি থেকে প্রশ্ন দিবে,তুমি হিসাব করে দেখো,যদি বায়োলজির কথায় বলি,প্রশ্ন হবে ৩০ টা,চাপ্টার ২৪ টা।সো দেখা যাবে একটা চাপ্টার থেকে হাইয়েস্ট প্রশ্নই দেওয়ার সুযোগ থাকবে ২/৩ টা,অনেক চাপ্টার থেকে ১ টা প্রশ্ন ও দিবে না।যে চাপ্টার অনেক বড় বা তুমি কম পারো সেখান থেকে ১ টা প্রশ্নও না আসতে পারে।(তাহলে এত কেনো টেনশন করতেসো?,চিন্তা করো)....

এক্ষেত্রে তুমি কোনো চাপ্টার কি একবারে বাদ দিয়ে এক্সাম হলে যাবা?

আন্সার,না।সেক্ষেত্রে ওই চাপ্টারের দাগানো লাইন,গুরুত্বপূর্ণ জিনিস গুলা দেখে যাবা।পুরোপুরি না পারলেও দেখে যাবা।ভয় পাবা না।কারণ ১ টা প্রশ্নও না আসতে পারে।

ভাই,যদি আসে?
আচ্ছা আসুক,আন্সার কইরো না এটা।বাকিগুলো আন্সার করো,বাকি সাব্জেক্টগুলো তে মার্ক তুলো।প্যারা কিসের!!সব কমন ও আসবে না,পারাও লাগবে না,মনে থাকবে না সব,সিম্পল।



ভুল-২:


"পরীক্ষার হলে কমন জিনিস ও পাইসি,আনকমন জিনিস ও পাইসি।এখন আমি কমন অনেক জিনিস দেখলাম,ভুলে গেছি,আন্সার করতে পারছি না,ঝাপসা ঝাপসা মনে আছে।কেন এমন হলো?এগুলা তো কমন,কেন মনে পড়ছে না??

কারণ,আমি এই কমন জিনিসগুলা পড়সি ঠিকই কিন্তু রিভাইজ দেই নাই ভালোভাবে।এক্সাম হলে মনে হচ্ছিলো,ইশ একবার ২ মিনিট রিভাইজ দিয়ে আসলেই তো পারতাম!!
কেন রিভাইজ দিলাম না!!
আর আনকমনগুলা?? এগুলা ব্যাসিক নলেজ আর কমন সেন্স দিয়ে আস্নার করে আসছি,একবারে বাদ দেই নি"

করণীয়:

-কমন আর গুরুত্বপূর্ণ টপিকগুলা বারবার রিভাইজ দিতে হবে।এখন তোমার মনে হবে,আরেএহহ এগুলা তো পারবোই,জীবনেও ভুল হবে না।
কিন্তু এগুলাই ভুল হবে এবং এগুলাই ভুল হয়।Believe me!!

কারণ??
কারণ এক্সাম হলো অনেএএএক পড়া মাথায় নিয়ে যেতে হয়,প্রেসার থাকে মাথায়।তাই রিভাইজের অভাবে জানা জিনিস ও ভুল হয়।

তাই জানা জিনিস যাতে মিস না হয় এটা ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে।



‼️ভাইয়া আনকমন প্রশ্নগুলো কি একবাইরেই ছেড়ে আসবো?

আন্সার,না,আনকমন সব ছাড়বা না।ওই যে কিছুটা ব্যাসিক আর ট্রিক খাটিয়ে আন্সার করা যায়,এটা নিয়ে আরেকটা পোস্ট(সম্ভব হলে) বা ভিডিও দিবো ইন শা আল্লাহ।




⭐দামী কথা:


ভালো কিছু হবে ইন শা আল্লাহ,আল্লাহকে বেশি বেশি ডাকো।
বাবা-মার বেশি বেশি দোয়া নাও।
নামাজে সেজদায় বেশি বেশি চাইবা,কারণ সেজদায় আল্লাহ সবচেয়ে নিকটবর্তী থাকে।
রাত জাগলে চেষ্টা কইরো তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করার,তাহাজ্জুদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
শুধু নিজের জন্য না,তোমার অন্য সহপাঠীদের জন্য দোয়া করো,কারণ মুমিন বান্দা তার ভাইয়ের জন্য ভাল কিছু চাইলে,ফেরেশতারা ওই ভালো চাওয়া মুমিনের জন্য সেইম দোয়া করে,আর ফেরেশতাদের দোয়া আল্লাহ ফিরান না।
বুঝছো?
এগুলা সবাই বলবে না,খেয়াল রাখিও কথাগুলো।


বি স্মার্ট,পড়ার অনেক প্রেসার নিয়েও এই বড় পোস্টটা লিখলাম,সেইম কথাগুলো দিয়ে একটা ভিডিও ও বানাবো,কারণ?
বেশি পরিমাণ স্টুডেন্ট যাতে এই গাইডলাইনগুলো পায়।বেশিরভাগ স্টুডেন্টই গাইডলাইনের চরম অভাবে ভোগে,পেইড ব্যাচে ভর্তিকৃতদের ছাড়াও এটলাসের শুরু থেকেই সঠিক গাইডলাইন দিয়ে আসছি,এর ধারাবাহিকতা সামনেও বজায় থাকবে ইন শা আল্লাহ।

আমি কখনোই টপার ছিলাম না,অনেক মেধাবী ও না,অনেক কিছুর ঘাটতি ছিলো আমার মেডিকেল প্রিপারেশনে।পরে এটা বুঝছি,তোমাদের ক্লাস নিতে এসে,অফলাইনে পড়াতে যেয়ে...তাহলে চিন্তা করো,আমার ঘাটতি থাকা সত্ত্বেও আমি কি চান্স পাই নি???
পাইসি তো,তাহলে তুমি কোথায় ভুল করতেসো,চিন্তা করো।
তোমার চিন্তাধারায় ভুল।তুমি ভাবতেসো তুমি পারবা না,সব পারা লাগে আর তুমি পারবা না।

বাই দ্যা ওয়ে,আমার এক্সাম আলহামদুলিল্লাহ এক্সপেকটেশন থেকে ভালো হয়েছে,সামনের এক্সামগুলো পার হয়ে গেলেই বাচিঁ।


আল্লাহ ভরসা।পড়তে থাকো।
সৎভাবে পরিশ্রম করো।


লিখা:রাফি ভাইয়া
ফাউন্ডার,এটলাস।
এম এ জি ওসমানি মেডিকেল কলেজ,সিলেট।
এমবিবিএস ২য় বর্ষ।

Читать полностью…

important Info + links

সবর করা এত সহজ নয়!
সবর মানে কান্না, সবর মানে একাকীত্ব। সবর মানে অপমানকে গিলে ফেলা, হাসি দিয়ে কান্নাকে ঢেকে রাখা।

সবরের অর্থ কেবল শারীরিক আঘাতে কিংবা প্রিয়জন হারানোর বেদনায় ধৈর্য ধরা নয়। অতি আপনজনের কুটিল হাসি, মিষ্টি ধারালো কথা এবং নীরব বাঁকা চাহনিকে এক আল্লাহর জন্য দাঁতে দাঁত চেপে সহ্য করাও তো সবর।

সব রক্তের সম্পর্ক আপন হয় না। সব রক্তের রংও লাল নয়। হৃদয়ের রক্তক্ষরণের যে কোন রং নেই। কারো সাধ্যও নেই তা পড়ে নেয়ার। যিনি না বলা কথাও শুনেন, যিনি বোবার ভাষাও বোঝেন….. তাঁর ফায়সালার অপেক্ষার নামই তো সবর।….

Читать полностью…

important Info + links

গভীর night space formula🚀

🟡অ্যারোমেটিক যৌগ হওয়ার শর্ত🟡


🔸(4n+2) সংখ্যক পাই (π) ইলেকট্রন থাকবে। যেখানে n হচ্ছে চক্র সংখ্যা=০,১,২,৩,....পাই (π) ইলেকট্রন সংখ্যা= ২,৬,১০,১৪,...

📌সঞ্চারণশীল হতে হবে।


✅️ বেনজিন: n=1 ; π bond: 3 ; π electrons: 6 [(4×1+2)=6.]

✅️ নাপথালিন: n:2 ; π bond: 5 ; π electrons: 10 [(4×2+2)=10.]

✅️ অ্যান্থ্রেসিন: n:3 ; π bond: 7 ; π electrons: 14 [(4×3+2)=14.]


✅️ সাইক্লোপ্রোপিনাইল cation: n:0 ; π bond: 1 ; π electrons: 2 [(4×0+2)=2.]


📌হেটারো অ্যারোমেটিক যৌগঃ


চক্র বা সাইকেলের মধ্যে যদি হেটারো পরমাণু (N,O,S) থাকে তখন ঐ যৌগকে হেটারো অ্যারোমেটিক যৌগ বলা হয়।

থায়োফিন, ফিউরান, পিরিডিন, পাইরল। এদের সবার n=1 ; π electrons: 6 [(4×1+2)=6.]

#mediaim_chemistry
#mediaim_contents

Читать полностью…

important Info + links

আপনাকেও শুভ সকাল।

হ্যা, অনেক স্বপ্ন আছে।। সবাই হয়তো হাসবে না। আমিই হাসি এর কি যদিও সাথে অজানা অনেক দুঃখ ঘিরে ধরে ।

শুকরান। এভাবেই ছায়া হয়ে থাকেন। দুয়া রইলো ভাই।।

Читать полностью…

important Info + links

#Revise দেন -০৫

জলজ উদ্ভিদ last পার্ট
✅জলজ স্তন্যপায়ীর দেহের বিভিন্ন স্থানের জালিকাকার ত্বকীয় রক্তনালীকে - রিটিয়া মিরাবিলিয়া

✅জলজ স্তন্যপায়ীর ত্বকের নীচে বিদ্যমান চর্বির স্তরকে বলে রাবার।

✅পানি থেকে উদ্ভিদের দেহকে রক্ষা করার জন্য নিঃসরণ করে - মিউসিলেজ

✅শাপলা হাইড্রোফাইট( এর পরিবহন টিস্যু গঠনগতভাবে দুর্বল)।

✅উদ্ভিদে সাধারণত বায়ুকুঠুরি পাওয়া যায় জলজ উদ্ভিদে।

✅ভাসমান মূলবিশিষ্ট উদ্ভিদ- কেশরদাম।

✅মুক্ত ও নিমজ্জিত জলজ উদ্ভিদ ঝাঁঝি।

✅মুক্ত ভাসমান জলজ - কচুরিপানা

✅জলজ উদ্ভিদ এর osmotic চাপ অনেক কম

#biology #important

Читать полностью…

important Info + links

যে জীবন যাপন করা যেতনা ;
আমি সে জীবন পার করে ফেলেছি...!

Читать полностью…

important Info + links

দেখেন, ৩ মাস (গড় হিসাব ধরলাম) ধরে পড়াশোনা করছেন, পরীক্ষা দিছেন অনেক, প্রশ্ন সলভ করছেন অনেক, এগুলাই দরকার ছিলো। এখন যেটা দরকার, সেটা হচ্ছে আপনি নিজে একটু শান্ত থাকার চেষ্টা করেন। প্যানিক না করলে আরো ভালো হয়। প্রিপারেশন এতদিন যা নিছেন, ঐটাই ঝালাই দেন, সাথে নিজের দিকে তাকানোর চেষ্টা করেন, আশা করা যায় সব ঠিকঠাকই যাবে।
_সীমান্ত

Читать полностью…

important Info + links

আম্মুরে জাস্ট বললাম বিরিয়ানি খাবো, টুক্কুস করে হাজির।।
পাতিল বোঝাই করে প্রচুর বিরিয়ানি খেতে হবে 🤭🤭❤️

Читать полностью…

important Info + links

রেপ্লিকেশন enzyme ছকটা দেখবা।
#biology #important

Читать полностью…

important Info + links

রিডিং দিয়েন
#biology #important

Читать полностью…

important Info + links

আর মাত্র ৭১০০...
আল্লাহ চাইলে আজ রাতের মধ্যেই হয়ে যাবে, ইন শা আল্লাহ। 🤲

আপনার এই সিগনেচার বোন আফিয়া সিদ্দিকীর মুক্তির জন্য বড় কোনও অবদান রাখবে কি না সেটা সময়ই বলে দিবে। কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতার সামান্য একটু উসিলা তো হবে।

এই লিংকে গিয়ে শুধু নাম আর ইমেইল/জিমেইল দিয়ে ওকে করলেই হয়ে যাবে। আর কিছুই করতে হবে না।

https://www.change.org/p/free-dr-aafia-siddiqui-a-call-for-justice-and-clemency

Читать полностью…

important Info + links

#HeLa_Cell

✅হেলা কোষ প্রথম মানব কোষ যা ক্লোন করা হয়েছিল।

✅হেলা কোষ হচ্ছে এক ধরনের ক্যান্সার কোষ যা আবাদ মাধ্যমে দ্রুত ক্লোন করা যায়।

✅১৯৫১ সালে হেনরিয়েটা ল্যাকস নামক রোগীর সার্ভিকাল ক্যান্সারের নমুনা থেকে সর্বপ্রথম এই কোষ পাওয়া যায়।

✅1953 সালে থিওডোর পাক এবং ফিলিপ মার্কাস হেলা কোষ সর্বপ্রথম ক্লোন করেছিলেন।

#mediaim_contents #mbbs #hsc #medical

Читать полностью…

important Info + links

#Revise দেন -০৬

📢Ulothrix পার্ট -০১

➡️বাংলাদেশ থেকে আবিষ্কৃত একটি Ulothrix প্রজাতি হলো "Ulothrix simplex"( আবিষ্কারক প্রফেসর এ. কে. এম. নুরুল ইসলাম)

✅Ulothrix-এ আইসোগ্যামি,

✅Pandorina-তে অ্যানাইসোগ্যামি,

✅Fucus-এ উগ্যামি পদ্ধতিতে যৌন জনন সম্পন্ন হয়।

✅️Ulothrix শ্রেণি - ক্লোরোফাইসি

✅️Ulothrix শৈবালের ৬০টি প্রজাতির অধিকাংশই মিঠা পানিতে জন্মে থাকে

✅️Ulothrix একটি ফিলামেন্টাস, হ্যাপ্লয়েড, অশাখ সবুজ শৈবাল।

✅️ Ulothrix-এর বর্ণহীন, সরু পার্ট - হোল্ডফাস্ট

✅️ শৈবালের হোন্ডফাস্টে "নিউক্লিয়াস ও ক্লোরোপ্লাস্ট" অনুপস্থিত।

✅️ Ulothrix-এর ক্লোরোপ্লাস্ট গার্ডল আকৃতির।

✅️পাইরিনয়েড হলো প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানাদার বস্তু।

✅️Ulothrix-এর ক্লোরোপ্লাস্টে এক বা একাধিক পাইরিনয়েড বিদ্যমান।

✅️Ulothrix-এর জুস্পোর নাসপাতি আকৃতির।

✅️স্পোর সৃষ্টিকারী অঙ্গকে স্পোরাঞ্জিয়াম এবং জুস্পোর সৃষ্টিকারী অঙ্গকে জুস্পোরাঞ্জিয়াম বলে।

✅️Ulothrix একটি ভিন্নবাসী বা হেটারোথ্যালিক শৈবাল (স্ত্রী ও পুরুষ জননকোষ আলাদা দেহে উৎপন্ন হয়)।

✅️শুধু হোল্ডফাস্ট কোষ ছাড়া Ulothrix সূত্রের যেকোনো কোষ থেকে গ্যামেট সৃষ্টি হতে পারে।

#important #biology

Читать полностью…

important Info + links

ভাইরা প্রত্যেকে আরও ১০ জনের নিকট পৌছে দিই ইনশাআল্লাহ ।

Читать полностью…

important Info + links

সবাই মিলে চেষ্টা করলে কাজটা খুব একটা কঠিন হবে না, ইন শা আল্লাহ।

১০ সেকেন্ড সময় নিয়ে সাপোর্টে অংশগ্রহণ করুন। লিংক: https://www.change.org/p/free-dr-aafia-siddiqui-a-call-for-justice-and-clemency

Читать полностью…

important Info + links

সালাতে যাওয়ার আগে আরেকটা কথা বলে যাই, সেটা হলো _

আপনি যে বিষয়টা অসম্ভব বলছেন/ভাবছেন এটা কেবলই আপনার কাছে এমন। কিন্তু আপনার রবের কাছে অসম্ভব বলতে কিছুই নেই।

দুআ করুন, সবকিছুর জন্য দুআ করুন, সম্ভব-অসম্ভব এর বিষয়টা অন্তত দুআয় ভাববেন না, ইন শা আল্লাহ।

Читать полностью…

important Info + links

গভীর রাত। ঘুম কাতুরে পৃথিবী। শুনশান নীরবতা। মনিটরের বিপ বিপ শব্দ নিরবতা ভেঙে দিয়ে যুদ্ধ ঘোষণা করেছে মৃত্যুর সাথে। আইসিইউ জেগে থাকে। মৃত্যুর দোয়ারে দাঁড়িয়ে জীবনের জন্য যুদ্ধ চলে এই মৃত্যুপুরীতে।

যারা সুস্থ আছে, সুস্থ আছে যাদের প্রিয়জন,
রবের বেশুমার নেয়ামতে তাদের অবগাহন।

_ডা.মেহেদী হাসান (হাফি.)

Читать полностью…

important Info + links

ঘুম না আসেন চা খাই সবাই মিলে।। Happy hour ❤️☕

Читать полностью…

important Info + links

দুর্ভোগের মাঝে থাকা সহজ, কিন্তু আশা এবং বিশ্বাসকে বাঁচিয়ে রাখা কঠিন।

_সাকেরুর আফিব

দুনিয়া বড় আজিব জায়গা....

Читать полностью…

important Info + links

#Revise দেন -০৪

জলজ উদ্ভিদ (+স্তন্যপায়ী) পার্ট 02
✅জলজ স্তন্যপায়ীর ফ্লিপার হল - লেজ

✅জলজ স্তন্যপায়ীর টেইল ফ্লুক হলো - লেজের ডগা

✅জলজ স্তন্যপায়ীর পুচ্ছ কশেরুকায় থাকে - শেভরন অস্থি

✅জলজ স্তন্যপায়ীর দেহের বিভিন্ন স্থানের জালিকাকার ত্বকীয় রক্তনালী হল  - রিটিয়া মিরাবিলিয়া

✅যেসব উদ্ভিদ পানিতে বাস করে  - হাইড্রোফাইটস

✅যেসব প্রাণী পানিতে বাস করে - হাইড্রোকোল

✅Jussiaea repens (জলজ উদ্ভিদ) এর অস্থানিক মূলের সাথে ভাসমান মূল উৎপন্ন হয়

✅অধিকাংশ জলজ উদ্ভিদ বংশবিস্তার করে - অঙ্গজ প্রজনন এর মাধ্যমে

#biology #important

Читать полностью…
Subscribe to a channel