amarto_basicvalona | Unsorted

Telegram-канал amarto_basicvalona - important Info + links

10528

Scientific name: amarto basicvalona । প্রয়োজনের তাগিদে বিভিন্ন প্লাটফর্ম হতে প্রাপ্ত তথ্য এখানে সংগ্রহ করে রাখা।। কোনো প্ল্যাটফর্ম, এর সাথে জড়িত নয়।। সকলের জন্য দুয়া আর শুভেচ্ছা🌱🌸🦋

Subscribe to a channel

important Info + links

Well said by সীমান্ত.

"আমি পারছি তো তুমি পারবা না কেন?" জিনিসটা হচ্ছে একটা বুলশীট।

মাউন্ট এভারেস্টই ধরি। ধরা যাক কেউ মাউন্ট এভারেস্ট জয় করছে, অবশ্যই সে প্রশংসা পাওয়ার যোগ্য। এখন সে এসে যদি জনগণরে বলে, "আমিও মানুষ তুমিও মানুষ, আমি এভারেস্ট জয় করতে পারলে তুমিও পারবে না কেন?", সাথে যদি চিনি মিশায়া কয় "শুধু ইচ্ছাশক্তি থাকলেই তুমিও এভারেস্ট জয় করে ফেলতে পারবে", এইটা হবে খুবই কৃঞ্জ একটা লজিক। কার‍ণ যে কেউই জানে এভারেস্ট পর্যন্ত যাইতে টেকাপয়সা লাগে, সুস্থতা লাগে, সুযোগসুবিধা থাকতে হয়, যেইটা সবার থাকে না। সেইজন্য কি এই, যে এভারেস্ট জয় করলো সেই শ্রেষ্ঠ আর বাকিরা নিম্নস্তর?

just because we got some similarities doesn't mean i gotta do everything you did or i gotta be able to do everything you pulled off and vice versa. we really have to think about it.

_সীমান্ত

Читать полностью…

important Info + links

Exactly কত mark হলে কী হবে সেটা তো বলা যায় না, তাই আমি range এ দিচ্ছি। তবে এই কয়েক দিন এটা নিয়ে দুশ্চিন্তা করার দরকার নাই। শুধু দোয়া কর, ইন শা আল্লাহ তোমার জন্য যা ভালো হবে তাই হবে।

কাট মার্ক : ৭০-৭৫
ঢাকায় কাট মার্ক : ৮০-৮২
DMC এর কাট মার্ক : ৮৩-৮৫
সর্বোচ্চ মার্ক : ≥৯৩ (এটা সেই সোনার ছেলে/মেয়ের উপর নির্ভরশীল)

আরেকটা বিষয় উল্লেখ্য, এবার সেকেন্ড টাইমাররা বেশি চান্স পাবে কারণ তাদের ৫ নম্বরের বদলে ৩ নম্বর কাটবে।


©রাফসান জামান

Читать полностью…

important Info + links

#JU_IQ

✅️টপিকঃ তুলনা

💥আফিয়ার ডানে মিম। মিমের পেছনে তুহিন। তুহিনের বামে আসিফ এবং সুমনের ডানে আসিফ। সর্ববামে কে?
ক) সুমন
খ) মিম
গ) তুহিন
ঘ) আসিফ

উত্তর: ক

#mediaim_contents
#JU_mediaim_contents

Читать полностью…

important Info + links

আপনাদের আমরা হাজারবার বলেছি বায়োলজি সব রাইটারের অনুশীলনী করতে।এই ব্যাপারে কেউ বলে না তেমন জোর দিয়ে কিন্তু আমি বলেছিলাম এটা করা ফরজে আইন।আপনারা করেন নি কারণ বায়োলজি নাকি অনুশীলনী না করলেও চলে!



দেখেন যেটা ভালো মনে করেন<

Читать полностью…

important Info + links

/channel/thinkingcorner01/251

Читать полностью…

important Info + links

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নে এক্সাম দিন! যেগুলা দাগিয়েছিলেন ওগুলো দাগিয়ে দেখতে পারেন কিরকম আসে মার্ক...+-২ ধরে রাখবেন সবসময় ❣️

লিংক : http://testmoz.com/14237620

Читать полностью…

important Info + links

শোনো হতাশা আসে শয়তানের পক্ষ থেকে , আল্লাহর উপর যাদের অটুট বিশ্বাস আছে, একমাত্র তাঁর উপর তাওয়াক্কুল আছে তারা এমন সময় গুলোতে নিজেকে ধরে রাখে, ধৈর্য ধারণ করে।। যদি কান্না আসে ধরে রাখার দরকার নেই , কান্না করে নাও,মন থেকে বোঝা কিছুটা নেমে যাবে ।।
do remember - এডমিশন এর এই যাত্রায় লাক (ভাগ্য) অনেক বড় একটা ফ্যাক্টর!! ইউ নেভার নো কখন এবং কোথায় ভাগ্য তোমার সাথ দিবে।মেডিকেলে চান্স না পাওয়া ছেলে বা মেয়েটি আজ ঢাকা ডেন্টাল বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত প্রতিষ্ঠানে পড়ে তার ক্যারিয়ার গড়ছে তাই এই চরম প্রতিযোগিতার মুহুর্তে কোনো সুযোগই হাত ছাড়া করার অবকাশ নেই।। প্রত্যেক সুযোগ কে কাজে লাগাবে।।
#ngl_ask

Читать полностью…

important Info + links

দিনশেষে আল্লাহর অনুগ্রহ পাওয়াটা সৌভাগ্যের। এই যে যারা পরীক্ষা দিয়ে এসেই সেটা ভালো হোক আর খারাপ , শুকরিয়া আদায় করেছে আল্লাহ তাদের নিয়ামত আরো বাড়িয়ে দেবেন ইন শা আল্লাহ।

Читать полностью…

important Info + links

মেডিকেল প্রশ্নপত্র, বহুমত এবং স্বপ্নপূরণের ইঁদুর দৌড়!
--------------------------------------
তিনজন মানুষের কাছে মেডিক্যালের প্রশ্ন সহজ।
১। পরীক্ষার হলের বাইরে থাকে যে।
২। সিনিয়র
৩। জুনিয়র; যে এখনো বইয়ের ৩০% পড়েনি।

শুধু পরীক্ষার্থীদের কাছে সহজ নয়।
একই প্রশ্ন পরীক্ষার হলে একরকম, বাইরে আসলে আরেকরকম। পরীক্ষার হলে প্রতিটা প্রশ্নের উপরে চারটা বিষয় ভর করে।
১। বাবা-মায়ের স্বপ্ন (চাপিয়ে দেওয়া স্বপ্ন)
২। সময় স্বল্পতার অস্থিরতা
৩। আত্মসম্মানবোধ (না চান্স পেলে মুখ দেখাবো কীভাবে?)
৪। হেইটস্পীচ (চান্স না পেলে আত্মীয়স্বজন কী বলবে)

পরীক্ষার হলে বসে প্রতিটা প্রশ্নের শব্দ, প্রতিটা সেকেন্ডের সাথে উপরের চারটি বিষয় সংযুক্ত করে দাও। দেখবে- প্রশ্নপত্র সহজ মনে হবে না।

মেডিক্যালের প্রশ্নপত্র কেমন হয়েছে?
সহজ হয়নি।

_রাজীব হোসাইন সরকার (BH)

Читать полностью…

important Info + links

কিছুক্ষণ পর একটা নোংরা মোটিভেশান দেওয়া শুরু হবে।স্টুডেন্টরা নিজের মেন্টাল স্ট্যাবিলিটি অর্জন করতেই হিমশিম খাবে এর মধ্যেই দেখবেন অনেক প্লানফর্ম কোর্সের প্রমোশন করা শুরু করবে!


প্লিজ, একটু থামুন।জানি এসময় ভর্তি খুবই বাড়বে,প্রচারণা করতে সুবিধা। কিন্তু একটু সময় দিন।একটু তাদের মেন্টালি স্ট্যাবল হওয়ার টাইম দেন।

Читать полностью…

important Info + links

এক্সাম ভালো হোক কিংবা খারাপ হোক। আপাতত কাউকে কিছুই বলার দরকার নাই। এসে ঘুম দেও।


মিলানোর আপাতত দরকার নাই।যা হবে সব ঘুম থেকে উঠার পর।কারো সাথে প্রশ্নের আনসার এটা হবে ঐটা হবে তর্কে যাওয়ার দরকার নাই।চান্স পাওয়ার পর এমনিতেই তোমাকে নিয়ে কোলাহল তৈরী হবে।


বেস্ট অফ লাক।

Читать полностью…

important Info + links

পড়ে যেয়ো ❣️

#sabas_contents

Читать полностью…

important Info + links

⁉️⁉️দেখে নেন🎗❗

📌শূন‍্য ক্রম = শূন‍্য ক্রম বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়।

📌প্রথম ক্রম বিক্রিয়া = এই বিক্রিয়া কখনো সম্পূর্ণ শেষ হয় না

🎯এই বিক্রিয়ার অর্ধায়ু বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রার উপর নির্ভর করে না

🎯এই বিক্রিয়ার হার ধ্রুবক বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে না।

📌দ্বিতীয় ক্রম বিক্রিয়া =
এই বিক্রিয়ার অর্ধায়ু একটি মাত্র বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রার ব‍্যাস্তানুপাতিক হয়

#mediaim_contents

Читать полностью…

important Info + links

Ami ghumabo na.ami phn e gutabo ☹️

Читать полностью…

important Info + links

দুধে যার যে উপাদান বেশি থাকে-

♻️পানি বেশি - গাভী
♻️প্রোটিন বেশি - ভেড়া
♻️শর্করা/ল্যাকটোজ বেশি - মানুষ
♻️ক্যালরি বেশি - মহিষ
♻️চর্বি বেশি - মহিষ

🏅দুধ>সেন্ট্রিফিউজ>মাখন>পানিমুক্তকরণ>ঘি(99.5% চর্বি)
🔸️মাখন 64°C তাপমাত্রায় সম্পূর্ণ গলে যায় ।

#chemistry
#mediaim_contents

Читать полностью…

important Info + links

📌AFMC কথন::

১. এএফএমসির প্রিপারেশন আলাদা কিচ্ছুই না। যা মেডিক্যালের জন্য পড়ছেন, তাইই পড়া লাগবে।
২. রেজাল্ট ওয়েবসাইটে আপলোড দেওয়ার আগ পর্যন্তও আশা থাকে। i personally believe in miracles.
৩. আজকের দিনটা বিরতি থাক। কাল থেকে আবার পড়া শুরু করেন, কারণ এতদিন ধরে পড়াশোনা করার পর বড়সড় একটা পরীক্ষা দিয়ে ক্লান্ত থাকাটাই স্বাভাবিক, পড়ায় মন নাইই বসতে পারে।
৪. খবরদার সেকেন্ড টাইমের চিন্তা এখন করবেন না। আরো অ্যাডমিশন আছে, সেগুলা আগে কনসিডার করতে হবে, তারপর সেকেন্ড টাইম দিবেন কিনা সেটা ফ্যামিলির সাথে আলোচনা করবেন।
৫. you did well, soldier. in that tense situation you couldn't have done better than what you did. good work.

➡️AFMC এবং AMC নিয়ে details:
/channel/amarto_basicvalona/12931

প্রশ্ন: ভাই এএফএমসির জন্য প্রিপারেশন নিবো কেম্নে?
➡️উত্তর: এইখান থেকে শুরু তো করেন, তারপর যা আছে কপালে!

https://drive.google.com/file/d/1H65Cma0NhM-Rdc3flnm1gwdhpPQ6GEfe/view?usp=drivesdk

_সীমান্ত #guideline
#medilogy@amarto_basicvalona

Читать полностью…

important Info + links

👉হাইপোথ্যালামাস
⚡ঘুম জাগরণ চক্রে মস্তিষ্কের অংশ হিসেবে কাজ করে।(হরমোন হিসেবে বললে-মেলাটোনিন)
⚡নিউরোহরমোন তৈরি করে
⚡Biological clock নিয়ন্ত্রণ করে
⚡ পিটুইটারি গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে
⚡ লিম্বিক সিস্টেম এর মূল অংশ
#important #biology

Читать полностью…

important Info + links

#JU_IQ

💥ঘড়িতে যখন দুপুর 1:05 বাজে, আয়নাতে তখন কত বাজে?
ক) সকাল 5:01
খ) রাত 10:55
গ) দুপুর 1:50
ঘ) সকাল 1:05

উত্তরঃ খ
ব্যাখ্যাঃ

আয়না প্রদর্শিত সময় = 11:60 - প্রকৃত সময় = 11:60 - 1:05 = 10 :55

#JU_mediaim_contents

Читать полностью…

important Info + links

মেইন কথা হচ্ছে , প্রশ্ন স্যার কোন বই থেকে কোন টা নিয়েছে , উনিই জানেন।।উত্তর কোনটা হবে উনিই নিবেন।। So , কার বই থেকে কে কোনটা উত্তর হবে, এগুলা এখন দেখা no দরকার।। সালাত পড়েছেন তো আসর এর?? সালাত মিস দিয়েন না

Читать полностью…

important Info + links

➡️কোষ প্লেট তৈরি করে - গলগি বডি

➡️সাহায্য করে বললে - মাইক্রো tubule হবে [MAT 24-25]

একজন তৈরি করে ,আরেকজন তৈরি করতে সাহায্য করে। শব্দের মারপ্যাঁচ.

Читать полностью…

important Info + links

দেখো যেটা হয়েছে মেনে নেও।নিজেকে দোষ দিয়ে নিজেকে দোষী বানানো এটা পজিটিভ সাইট তবে এর জন্য থেমে যাওয়াটা বোকামি।অতীত নিয়ে আফসোস করা যাবে না, ভবিষ্যৎ নিয়ে অতি চিন্তিত হওয়া যাবে না। বর্তমান সময়কে নিজের করে আপন করতে হবে।


যেটা চলে গেছে সেটা আফসোস করলে কি ফেরত আসবে?
বরং ঐটা থেকে পজিটিভ সাইট নিজের কাছে নেওয়াটা গুরুত্বপূর্ণ।।


পরামর্শ-০১:

আফসোস করবেন না।আল্লাহ যা করবেন সেটা আপনার কর্মফলের উপর বেইজ করেই করেন।


পরামর্শ-০২:

রিস্টার্ট করুন।নিজেকে গুছিয়ে ফেলুন।এতদিন যা হয়েছে সমস্যা নাই।আপাতত যেকোন একটা ভার্সিটি প্রিপারেশন নেন, ঐটাতে চান্স এনশিউর করেন।তারপর সেকেন্ড মেডিকেল দিতে চাইলে সিরিয়াসলি শুরু করবেন তখন।

পরামর্শ-০৩:

অবশ্যই সব এডমিশন এক্সাম গুলো দিবেন।পড়াশুনা যতটুকু পারেন করেই দিবেন৷ না পেলে হতাশ হওয়া যাবে না তবে এইবার সব এক্সাম দিলে সেকেন্ড টাইমে আপনার এক্সাম হল একেবারেই সহজ মনে হবে।



নিশ্চয়ই আপনার রব ধৈর্য্যশীলদের সাথেই আছেন৷ধৈর্য্যের লেভেল আকাশসমান দৃঢ়তায় পরিণত করুন।


হামীম জহুর

Читать полностью…

important Info + links

একেক প্ল্যাটফর্ম এর সলভ হুবহু same হবে না রে ভাই।। তাদের সলভ দেখে এখন নিজের ব্লাড pressure বাড়াইও না।।এগুলো বলেও তো আর রেহাই নেই, স্টুডেন্টস রাই বলে সলভ দেন সলভ দেন, তারাও দেয়।।
আমার personal opinion থাকবে এখন মেলানো দরকার নেই রেস্ট নাও।। সামনের পরীক্ষা গুলোর দিকে focus করো।। সেকেন্ড টাইমার রা AFMC/Dental and varsity prep এর দিকে ফোকাস করো আল্লাহ তোমাদের সহায় হবেন ইন শা আল্লাহ।। ধৈর্য্য ধরো, যা দিয়েছ শুকরিয়া আদায় করো।। ফি আমানিল্লাহ।
#ngl_ask

Читать полностью…

important Info + links

কেনো এক্সট্রা writer থেকে মূল বই এর উপর ফোকাস বেশি দিতে বলি?? উত্তর আজকে পাইসো?? বায়োলজি ৩০ টা প্রশ্নের মধ্যে ২৭ টাই আজমল স্যার এবং হাসান স্যারের বই থেকে এসেছে।
এজন্যই মূল বই পড়াটা এত গুরুত্বপূর্ণ।।
Next যে এক্সাম গুলো আছে সেইদিকে এখন লক্ষ্য রাখো।। আজকের দিন টা অন্তত রেস্ট নিয়ে আগামীকাল থেকে পুরোদমে লেগে পড়।। অনেক দুয়া রইলো।

Читать полностью…

important Info + links

কার্টমার্ক সমাচার:

মেডিকেলের প্রশ্ন প্রতিবারেই ইজি হয়। তখনও সেইম কার্টমার্ক থাকে আশেপাশে।কুয়েশ্চন না দেখার আগ অবধি কার্টমার্ক প্রেডিকশন করা কারো পক্ষেই সম্ভব না।

তাহলে কেন প্রতিবার এক্সাম দিয়ে সবার মনে হয় কার্টমার্ক এবার বাড়বে?

কারণ প্রশ্ন পরিক্ষার হল এর বাইরে উপর থেকে দেখে সহজ বলা এক কথা, আর পরিক্ষার হল এর ১ ঘন্টা ভিন্ন ব্যাপার।।

আশা রাখুন , ভালো কিছু হবে।না হলে জীবন তো দিতে পারবেন না। মিশন চেঞ্জ করবেন, স্ট্রেটিজি পাল্টাবেন।

গুড লাক।

Читать полностью…

important Info + links

মাই বয়,

যারা ১০০ টা শিউরভাবে দাগাই এসেছো সেকেন্ড টাইম শুরু করো🥲

Читать полностью…

important Info + links

পড়ে যেয়ো ❣️

#sabas_contents

Читать полностью…

important Info + links

Wa alaikumussalam..
চেষ্টা আরো ভালো করা উচিত ছিল আমার,যেভাবে যতটুক করে দরকার ছিল করতে পারি নি এজন্য অনেক অনেক দুঃখিত।। hamim ভাইয়া, শাওন ভাইয়া, রাফি ভাইয়া এবার অনেক করেছে স্টুডেন্টদের জন্য।। আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দিন।। আপনার জন্যেও অনেক অনেক দুয়া রইলো, ভালো করে এক্সাম দিন। ফি আমানিল্লাহ। আল্লাহ ভরসা।

সকলের জন্যই মন থেকে অনেক দুয়া।।

Читать полностью…

important Info + links

ভাই আপনার নামে মামলা হবে।আপনার জন্য কোমলমতি এই ছোট ভাইবোনরা ঘুমাবে না -আপনার পোল সলভ করতে করতে🥲

Читать полностью…

important Info + links

এখনও ঘুমাও নি কেন!


যাও, ঘুমাও।শেষরাতে উঠে তাহাজ্জুদ পড়বে।


টেক লাভ।

Читать полностью…

important Info + links

📌ঘুমানোর আগে -
১)অযু করা
২)দুই রাকাত সালাত পড়া
৩)দরুদ শরীফ ২/৫ মিনিট
দরুদ যত বেশি পড়া যায় দরুদ পড়বা, এতে অন্তর প্রশান্ত হয়, আল্লাহ তোমার যাবতীয় কাজকে সহজ করে দেবেন ইন শা আল্লাহ।। এক্সাম হলে ঢুকেও পড়বা।। ইস্তেগফার আর দরুদ কে একটু নিজের সঙ্গী করেই দেখো।।

৪)ইস্তেগফার ২/৫ মিনিট
৫)সূরা বাকারা শেষ দুই আয়াত (সম্ভব হলে সুরা মুলক)

ফজরের সালাত মিস করিও না কেউ।। আল্লাহ সকলের সহায় হোন।।

যদি আপনার ভিতরে বিষন্নতা বা অস্থিরতা কাজ করতে থাকে এখন, আর এটা হওয়াই স্বাভাবিক ।। এমন হলে তাহলে জেনে রাখো - তোমার রুহ চাচ্ছে তুমি যেনো জিকিরে লিপ্ত হও, আল্লাহকে একটু ডাকো, স্মরণ করো ।। মনের উপর এক পা রেখে একটু আল্লাহকে একটু ডেকে/ স্মরণ করেই দেখো ইন শা আল্লাহ।

নিশ্চয়ই আল্লাহর জিকিরেই অন্তর সমূহ প্রশান্ত হয়।
[সূরা আর-আদ: ২৮]

Читать полностью…
Subscribe to a channel