Scientific name: amarto basicvalona । প্রয়োজনের তাগিদে বিভিন্ন প্লাটফর্ম হতে প্রাপ্ত তথ্য এখানে সংগ্রহ করে রাখা।। কোনো প্ল্যাটফর্ম, এর সাথে জড়িত নয়।। সকলের জন্য দুয়া আর শুভেচ্ছা🌱🌸🦋
📌 AFMC এর এডমিট ডাউনলোড কার্যক্রম শুরু হয়েছে!!!
★অবশ্যই কালার প্রিন্ট করতে হবে।
ডাউনলোডের শেষ তারিখ ২৩ জানুয়ারি
ওয়েবসাইট: http://afmc.teletalk.com.bd
© ANC
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ
মহান আল্লাহর নিকট দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোন জিনিস নাই।
[তিরমিযী ৩৩৭০, মিশকাত ২৩২]
📌টপিকঃ লসিকা গ্রন্থি (প্লীহা)
👉মৃত কোষের কবরস্থান > যকৃত
👉RBC-এর কবরস্থান > প্লীহা
#info
রিয়েলিটি চেক-৪
ইংলিশ কুয়েশ্চন আমরা যেমন আশা করি ঐ রেগুলার টাইপের ভোকাবুলারি সম্মিলিত কুয়েশ্চন হই নি। সবগুলোই বুঝে আনসার দেওয়ার মতো।যাদের এসএসসি/এইচএসসির ইংলিশে নূন্যতম বেসিক আছে সে অনায়াসে বেশকিছু আনসার করে আসতে পারবে৷
আমার কাছে মনে হয়েছে ইংলিশে নাম্বার তুলার মতো ভালোই স্কোপ ছিল।তবে ১১-১২+ পাওয়া উচিত ছিল আপনার।
রিয়েলিটি চেক-০২:
রসায়ন কুয়েশ্চন ২৫ টার মধ্যে ২৫ টাই কারেক্ট করে আসবে অনেকে। ২১-২২ টা কারেক্ট করতে পারা উচিত ছিল আপনার।কিন্তু আপনি পরীক্ষার হল এ মাথা ঠান্ডা রাখতে পারেন নি যার কারণে আপনার নাম্বার এত কমে যাচ্ছে।
📌টপিকঃ ক্ষমতা (কাজ, শক্তি ও ক্ষমতা)
⭐ ক্ষমতা
- কাজ করার হার
- একক সময়ে কৃতকাজ
- P=W/t = Fs/t = Fv
- 15 watt বলতে বুঝায় 1 sec এ 15 জুল কাজ
- স্কেলার রাশি
⭐ একক
- ওয়াট
- জুল/সেকেন্ড
- অশ্বক্ষমতা (HP)
- 1 HP = 746 watt
- 1 watt = 1/746 HP
⭐ মাত্রা
- [ML²T⁻³]
⭐ ক্ষমতা x কাজ
- ওয়াট ক্ষমতার একক
- ওয়াট-সময় কাজের একক
- 1 Wh = 3600 J
- 1 kW = 3.6 × 10^6 J
⭐ কিছু ম্যাথ
☞ 100 kg ভরের একটি বস্তুকে ক্রেনের সাহায্যে 10 cm/s বেগে ছাদের উপর উঠালে ক্রেনের ক্ষমতা কত?
সূত্রঃ P = Fv = mgv
উত্তরঃ 98 W
☞ 60 kg ভরের এক লোক 30 মিনিটে 600 মিটার উঠতে পারে। ক্ষমতা কত?
সূত্রঃ P = W/t = mgh/t
উত্তরঃ 196 W
☞ 100kg ভরের একজন লোক প্রতিটি 25 cm উঁচু 20 টি সিঁড়ি 10 s এ উঠতে পারেন। ক্ষমতা কত?
সূত্রঃ P = W/t = mgh/t
উত্তরঃ 490.5 W
#SABAS #physics
টপিকঃ তড়িৎ কোষের সকল তথ্য একসাথে
©মাসুম
#sabas_contents
#AFMC #Dental
আমার মতো যারা একটু কনফিউজড বেশি হও তাদের জন্য:
মায়োপিয়া কে আজকে থেকে পড়ব: মাই প্রিয়া
আপনার বউ কাছাকাছি দেখলেই তাকে প্রিয়া ডাকতে ডাকতে দরদ উথলায় পড়ে।কিন্তু দূরে গেলে তাকে চিনেন ও না।
মায়োপিয়া:কাছে পরিষ্কারভাবে দেখেন, দূরে পরিষ্কারভাবে দেখেন না।
1st page correction:
মায়োপিয়া (হ্রস্ব দৃষ্টি): ব্যক্তি কাছের বস্তু পরিষ্কারভাবে দেখতে পায় কিন্তু দূরের বস্তু পরিষ্কারভাবে দেখতে পায় না ।
_correction
#AFMC_DAT special
⚠️ এলার্ট (জিন গুলোর নাম দেখে রাখেন)
☞ লিথাল জিনের অপর নাম- মারণ জিন
☞ ক্যান্সার সৃষ্টিকারী জিন- অনকোজিন
☞ মানুষের কানের লোম সৃষ্টির জন্য দায়ী- হোলান্ড্রিক জিন
#SABAS #important #biology
#AFMC_DAT
এই চার পেজ থেকে AFMC তে ২-৩ টা প্রশ্ন আসছে, বিধায় ভালো করে দেখা জরুরি। আর কোনটা কোন যুগ দিয়ে দিচ্ছি।।
তাও সতর্কতার জন্য MAT এর সময় যেই অনুপাত গুলো দিয়েছি । দেখে নিবেন ঐটা।
#important #biology
#AFMC_DAT special
✅ওটাইটিস মিডিয়ার ক্ষেত্রে দু ধরনের জটিলতা দেখা যায়।
✅ম্যাস্টোডাইটিস: সংক্রমণ কানের নিচে বিদ্যমান ম্যাস্টয়েড অস্থিতে প্রসারিত হয়
✅মেনিনজাইটিস :সংক্রমণ মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের আবরণ মেনিনজেসে প্রসারিত হয়
✅ধুমপায়ীর গলবিল ও অন্ননালিতে ক্যান্সার সৃষ্টি হওয়ার ঝুঁকি 5-10 গুণ বেশি।
✅CPR=Cardiopulmonary resuscitation (হৃৎ-ফুসফুসের পুনঃজাগরণ)
✅ধূমপানের সৃষ্ট ধোঁয়াতে প্রায় 500 ধরনের রাসায়নিক পদার্থ থাকে।
✅যে ব্যক্তি সিপিআর দেন - উদ্ধারকর্মী বা রেসকিওর
✅CPR rate = 15:1
_আয়াত ভাই
#mediaim #important
#AFMC_DAT special
🐹টাইডাল বায়ু = প্রতিবার নিঃশ্বাস প্রশ্বাসের সময় যে পরিমাণ বায়ু ফুসফুসে ঢুকে বা বের হয় ।
✅ টাইডাল ভলিউম = টাইডাল বায়ুর পরিমাণ = 500ml
🐰রেসিডিউয়াল বায়ু = নিঃশ্বাস প্রশ্বাসের সময় যে পরিমাণ বায়ু ফুসফুসে থেকে যায়
✅ প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের = 1500 ml
🐼ভাইটাল ক্যাপাসিটি = ফুসফুসের সর্বমোট বায়ু ধারণ ক্ষমতা
✅ সুস্থ মানুষের ক্ষেত্রে = 4500 ml
✅ দৌড়বিদদের ক্ষেত্রে = 6000 ml
_আয়াত ভাই
#biology
#mediaim_contents
এবারের হাইয়েস্ট নাম্বার:৯০.৭৫!
পাশের হার:৪৫.৬২%
রেজাল্ট ওয়েবসাইটে পাবলিশ হলে এই লিংক থেকে দেখা যাবে।
লিংক : https://result.dghs.gov.bd/mbbs/
⚠️ TO BE READ CAREFULLY ⚠️
২০২৪-২৫ সেশনের এএফএমসি-এএমসি ভর্তি পরীক্ষা যারা দিবেন তাদের জন্যঃ
১. এএফএমসি সরকারি, এএমসিগুলো এবং নৌবাহিনী মেডিক্যাল কলেজ বেসরকারি।
২. মানবণ্টন আর প্রস্তুতি মেডিক্যালের অনুরূপ
৩. এএফএমসির জন্য ৮৫+, এএমসিগুলোর জন্য ৭৫+ মার্ক সেফ ধরা যায়। তাই, যত বেশি সম্ভব দাগানো লাগবেই।
৪. ভর্তি পরীক্ষায় শুধুমাত্র এএফএমসি, এএমসি ও এনএমসিসির সিলেক্টেড রোলের লিস্ট থাকবে, কোনো মেধাক্রম থাকে না। সিলেক্টেড রোলধারী ক্যান্ডিডেটরা নির্দিষ্ট তারিখে নিজ নিজ প্রতিষ্ঠানে (এএফএমসি/এএমসি/এনএমসিসি) তে উপস্থিত হয়ে স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিবেন। এটা সিরিয়াস কিছুই না, দুএকজন বাদে কাউকেই অন্তত এই জায়গায় আটকায় না।
৫. অ্যাপ্লাই করে থাকলে, মেডিক্যালে চান্স মিস গেলে, পরীক্ষা দেওয়ার বিকল্প নাই। "যা আছে কপালে" মনে করেই পরীক্ষা দিয়ে আসবেন, কোনোরূপ উচ্চাশা রাখবেন না, উচ্চাশা রাখলেই হতাশ হতে হবে।
~ সীমান্ত ভাই
Extra to know -
#AFMC_DAT
💯যকৃতের অপর নাম💯
👉জৈব রসায়নগার
👉অরগানিক ল্যাবরেটরি
👉জীবন সমূদ্রের কর্মমুখর পোতাশ্রয়
👉 মৃতকোষের কবরস্থান
👉এটি সবচেয়ে বড় গ্রন্থি ও ২য় বড় অঙ্গ
💯প্লীহার অপর নাম💯
👉রক্তের রিজার্ভার/ব্লাড ব্যাংক
👉 লোহিত কণিকার কবরস্থান
👉রক্তের প্রধান ছাঁকুনি
👉 সবচেয়ে বড় ও প্রধান লসিকা গ্রন্থি
💯বৃক্কের অপর নাম💯
👉 মাস্টার কেমিস্ট
#info #biology
#mediaim_contents
রিয়েলিটি চেক-৫:
জিকে আপনার যে দশা হয়েছে বাকি সবার সেইম দশা হয়েছে বলে মনে করছি।অনেকেই জিকে নাম্বার তুলতে পারবেন না। এটা হতাশার কিছু নাই আসলে।
৫-৬+ নাম্বার তুলতে পারলে খুশি থাকুন।
বেস্ট অফ লাক।
রিয়েলিটি চেক-৩:
ফিজিক্স কুয়েশ্চন আপাত দৃষ্টিতে সহজ মনে হলেও মেডিকেল কুয়েশ্চন হিসেবে গতানুগতিক কুয়েশ্চন হই নি।ফিজিক্স যে শুধু দাগানো লাইন মুখস্থ করে এবং অনুশীলনী মুখস্থ করলেই পারা যাবে সেই ধারা ভেঙেছে। পজিটিভ দিক।
যাদের একাডেমিক বেসিক স্ট্রং তারা ভালো করবেন ফিজিক্সে কোন সন্দেহ নাই। তবে আমি যদি কমিয়েও ধরি ফিজিক্সে ১৪-১৫+ পাওয়া উচিত।
রিয়েলিটি চেক :
সত্য কথা বলতে এইবারের বায়োলজি সবগুলো একটু ভালোমতো যারা পড়েছে সবাই পারবে।আপনি এই বায়োলজিতে নাম্বার তুলতে না পারলে আপনার পজিশন পিছিয়ে যাবে।
শান্তি লাভের উপায়:
আখেরি যামানায় এমন এক যুগ আসবে যখন ঘরের কুরআন শরীফের ওপর ধুলো জমে যাবে, তিলাওয়াত না করতে করতে! আর মানুষের মধ্যে অহেতুক আলোচনা-কথাবার্তা বেড়ে যাবে!
.
অথচ দূর্ভাগা লোকেরা কেউ ঘরের ঐ কুরআনের দিকে ফিরেও তাকাবে না!
.
এক জনৈক ব্যক্তি আল্লাহ পাকের ওলি কে জিজ্ঞাসা করা হলো, প্রতিদিন কতটুকু কুরআন তিলাওয়াত করতে হবে?
.
উত্তরে তিনি বললেন, "যতটা শান্তি জীবনে চাও ততটুকু..."
.
~ ইমাম আহমাদ ইবনে হাম্বল {رحمه الله}
[কিতাব সূত্রঃ কিতাবুয যুহদ: ১৯৪]
যারা varsity preparation নিতেছেন specially JU -D
তারা sayed এর এই channel এ add হইয়েন।। পড়তে থাকেন সবাই। It's not end yet.
/channel/JU_D_Unit
#মোটা_বিলাই সাহেব একটু active থাকিয়েন। এক্সাম চলছে তো টাইম মেইনটেইন করতে অসুবিধে হচ্ছে ।। মাঝে মাঝে কিছু দিবো নে আপনারে এখানে দিয়েন।।
Читать полностью…#AFMC_DAT special
⚠️ এলার্ট (জিন গুলোর নাম দেখে রাখেন)
☞ লিথাল জিনের অপর নাম- মারণ জিন
☞ ক্যান্সার সৃষ্টিকারী জিন- অনকোজিন
☞ মানুষের কানের লোম সৃষ্টির জন্য দায়ী- হোলান্ড্রিক জিন
#SABAS #important #biology
#AFMC_DAT special
✅স্তন্যপায়ীর যুগ - সিনোজয়িক (উপযুগ গুলোর নাম দেখবেন)
✅সরীসৃপের যুগ - মেসোজোয়িক ( উপযুগ গুলোর নাম দেখবেন)
✅উভচরের যুগ -প্যালিওজোয়িক (পারমিয়ান+ কার্বনিফেরাস)
✅মাছের যুগ - প্যালিওজোয়িক ( ডেভোনিয়ান+ সেলুরিয়ান )
✅সামুদ্রিক অমেরুদণ্ডী যুগ - প্যালিওজোয়িক ( অর্ডোভিসিয়ান+ ক্যামব্রিয়ান)
_আয়াত ভাই
#mediaim_contents
#AFMC_DAT special
🎁যৌগ দেখেই বন্ধন সংখ্যা কুটুস করে ধরে ফেলার টেকনিক
🎖️🎗️কোনো যৌগে যদি শুধু ২টি মৌল থাকে তবে সেখানে ১ ধরনের বন্ধন থাকবে(আয়নিক/সমযোজী)।যেমনঃ NaCl এখানে ২টি মৌল এবং এখানে Na ধাতু আর Cl অধাতু। তাই এখানে আয়নিক বন্ধন রয়েছে।
🎖️🎗️কোনো যৌগে ২ এর অধিক মৌল থাকলে সেখানে ৩ ধরনের বন্ধন থাকবে (সমযোজী, সন্নিবেশ, মেডিএইম আয়নিক)। যেমনঃNa2SO4 এখানে ২ এর অধিক মৌল(Na,S,O) থাকায় ৩ ধরনের বন্ধন বিদ্যমান।
❌ব্যতিক্রমঃ H2SO4,H3PO4❌
🎖️🎗️কোনো যৌগের সাথে যদি চার্জ যুক্ত থাকে তাহলে চোখ বন্ধ করে দাগিয়ে দিবা ওইখানে ২ ধরনের বন্ধন রয়েছে( সমযোজী ও সন্নিবেশ)। যেমনঃNH4+,[Fe(CN)6]4-
🎖️🎗️কোনো যৌগের সাথে যদি পানি যুক্ত থাকে তবে সেখানে ৪ ধরনের বন্ধন রয়েছে (সমযোজী, সন্নিবেশ, আয়নিক ও হাইড্রোজেন)। যেমনঃ CuSO4.5H2O, CaSO4.2H20।
_আয়াত ভাই
#mediaim_chemistry
#mediaim_contents
AFMC এর জন্য সশস্ত্র বাহিনী সম্পর্কিত তথ্যগুলো পড়ে যেয়ো ✅
#AFMC #SABAS
#suggestion
#AFMC_DAT special
✅️আবরণী সমাচার (revise দেন)
১)হৃৎপিণ্ডের আবরণ=পেরিকার্ডিয়াম
২)ফুসফুসের আবরণ =প্লুরা
৩)বৃক্কের আবরণ=রেনাল ক্যাপসুল/টিউনিকা ফাইব্রোসা
৪)যকৃতের আবরণ=গ্লিসনস ক্যাপসুল
৫)মস্তিষ্কের আবরণ =মেনিনজেস
৬)সুষুষ্মাকান্ডের আবরণ=মেনিনজেস
৭)নিউরনের আবরণ=নিউরোলেমা
৮)অ্যাক্সনের আবরণ=অ্যাক্সলেমা
৯)অস্থির আবরণ=পেরিঅস্টিয়াম
১০)মেডিএইম আবরণ = অপুলেমা
১১)তরুনাস্থির আবরণ=পেরিকন্ড্রিয়াম
১২)পেশিকোষের আবরণ=সারকোলেমা
১৩)পেশিতন্তু গুচ্ছের আবরণ=পেরিমাইসিয়াম
১৪)উদর গহ্বরের আবরণ=পেরিটোনিয়াম
১৫)জরায়ুর বহিস্তর =মেডিএইম পেরিমেট্রিয়াম
১৬)শুক্রাশয়ের আবরণ = মেসোরকিয়াম
১৭)ডিম্বাশয়ের আবরণ= মেসোভেরিয়াম
১৮)ভাইরাসের আবরণ=ক্যাপসিড
১৯)ব্যাকটেরিয়ার আবরণ=ক্যাপসুল
২০)কোষপর্দা =প্লাজমালেমা
২১)দাঁতের বাইরের স্তর=এনামেল
#important
#mediaim_biology
#mediaim_contents