Scientific name: amarto basicvalona । প্রয়োজনের তাগিদে বিভিন্ন প্লাটফর্ম হতে প্রাপ্ত তথ্য এখানে সংগ্রহ করে রাখা।। কোনো প্ল্যাটফর্ম, এর সাথে জড়িত নয়।। সকলের জন্য দুয়া আর শুভেচ্ছা🌱🌸🦋
গত বছরের চেয়ে এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৭ হাজার+ আবেদন বেশি পড়েছে; গত বছর ২ লাখ ৫৪ হাজার জন আবেদন করেছিল; এ বছর আবেদন পড়েছে ২ লাখ ৭১ হাজার+
© Admission informer
জীবনের প্রতিটা ধাপে সমাজের কাছে পরিচিত হয়েছিলাম মেধাবী খেতাব পেয়ে।
আজকে আমি সেই মেধাবী নিজের ফ্যামিলির মানুষকে মুখ দেখাতে ভিতরটা জ্বলে পুড়ছে।আমি সেই মেধাবী, যাকে দেখলে দূরে দাঁড়িয়ে থাকা ক্লাশ টু এর বাচ্চারাও ফিশফিশ করছে।
ফেন্ড সার্কেল এর কেউ ভালো কথা বললেও বিরক্ত লাগছে আর কেউ কেউ আত্মঅহমিকা প্রকাশ করে ভেঙে টুকরো করে ফেলেছে।
নিজের বাবা বলে দিয়েছে,একটা রেজাল্ট আশা করেছিলাম শুধু,প্রতিদানে সবার কাছে ছোট করলে।বাবা বালিশে চোখ ভিজিয়ে ফেলছে, মা জায়নামাজটা ভিজিয়ে ফেলছে।
কত মানুষের কত আনাগোনা চলছে।নিজের ছোট ভাইটা হালকা খেলতে চাইলেও তার দিকে তাকিয়ে চোখের পানি আটকে রাখতে পারছি না।
সবাই বলছে, Restart করতে। কিন্তু কিভাবে করব সেটা ভাবতেই মাথা ঘুরিয়ে পড়ছি। গত ৩০ মিনিট আমার জীবনে কাটানো বিশটি বছরের চেয়েও ভারী লাগছে। মানুষ পানির নিচে শ্বাস নিতে পারে না, আমি জমীনে দাঁড়িয়েও শ্বাস নিতে এত কষ্ট অনুভব করছি কেন?
আমি উঠে দাঁড়ালাম,কান পেতে শুনলাম:
আমার রব বলছেন:
"হতাশ হইও না। উঠো, সিজদাহ করো এবং কাঁদো ।"
নিশ্চয়ই অশ্রুই হলো আরামের পথ।
আপনার কাছে আমার প্রার্থনা:
আমার রব আপনার কাছেই আমি আমার দুঃখের কথা নিরুপন করছি। আপনি মহান, আপনি রহমান, আমি আপনার ই মুখাপেক্ষী।আমার জন্য যা কল্যাণকর মনে করেন সেটা আমার জন্য ফিক্সড করে দিয়েন এবং অতীতে না পাওয়া সকল অভিযোগ ভুলিয়ে দিয়েন৷ আমিন।
©হামীম জহুর
মেডিকেল চান্স × বাস্তবতা
মেডিকেলে চান্স অবশ্যই আল্লাহর রহমত। কিন্তু চান্স পাওয়ার পর মহান দায়িত্ব অর্পনের এই সময়কালে আপনার বেশকিছু পরীক্ষার সম্মুখীন হবেন।
১|আপনার মনে শয়তান অহংকারের বাসা বাঁধতে মরণপ্রাণ চেষ্টা করবে।অহংকার আল্লাহর চাদর।যখন আপনি অহংকার করেন তখন আল্লাহর চাদর ধরে টান দেওয়ার মতো(নাউজুবিল্লাহ)।
২|চান্স পাওয়ার পর বেশ ভালোই একটা গ্যাফ পাওয়া যায়।বাস্তবতা হলো এসময় সবাই ফেইসবুক কিংবা সোশ্যাল মিডিয়ায় সময় কাটিয়ে সময়কে কাটিয়ে দেন৷তখন অলস মস্তিষ্কে শয়তান ঘর বাঁধে।তখন দেখা যায়, ননমাহরাম(GF/BF) এর ফাঁদে পড়ে যান।
জেনে রাখুন-হারাম রিলেশনশিপ
(যিনা) অবশ্যই ফা-হিসা(অশ্লীল কাজ)।
৩|নিজেকে অনেক বেশি উপস্থাপন করা।তখন বদনজর আপনাকে খেয়ে ফেলে। একাডেমিকে এসে মেডিকেলে তখন আপনার পড়ার বেগ কমে যায়৷ অসুস্থ হয়ে পড়েন বারবার।(বদনজর সত্য)
৪|দ্বীন থেকে ছিটকে পড়া। সালাতে অবহেলা।ফ্রী মিক্সিং এ অভ্যস্হ হয়ে যাওয়া।
আল্লাহ আপনাকে হেফাজতে রাখুন।আমীন।
#AFMC special
টপিকঃ বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা
⭐️ কোষ ও এর গঠন
কনফিউজিং টপিক (পার্ট ১)
📌 স্নেহজাতীয় পদার্থের বিপাক সংঘটিত হয় → রাইবোসোমে
📌 স্নেহজাতীয় পদার্থ বিপাকে
সাহায্য করে → মাইটোকন্ড্রিয়া
📌 স্নেহজাতীয় পদার্থের
অন্তঃবাহক → এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
📌 স্নেহজাতীয় পদার্থ সঞ্চয়
করে → ইলায়োপ্লাস্ট ( উদ্ভিদকোষে )
📌 স্নেহ বিপাক নিয়ন্ত্রণ
করে → গ্লাইঅক্সিসোম
#confusion
#suggestion
📍 তপন স্যার এমসিকিউ | পদার্থবিজ্ঞান ১ম পত্র | নতুন এডিশন
🤫 মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য যেসব এমসিকিউ পড়তে হবে, সেগুলো হলুদ মার্কার দিয়ে দাগানো আছে
➡️হাইগ্রোমিটার⇨আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্র/আর্দ্রতামান যন্ত্র
hygro=wet
metron=measurement
➡️এসিডের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব মাপক যন্ত্র⇨হাইড্রোমিটার
ড্রো /গ্রো খেয়ালে রাখিয়েন,এটা ম্যাক্সিমাম ভুল করেন।
#important
প্রাইভেট মেডিকেল নিয়ে যত প্রশ্ন আছে এগুলা গুছানো পোস্ট আমি কাল কালেক্ট করে দিয়ে দিব।ধৈর্য্য ধরুন।
Читать полностью…কুয়েশ্চন ব্যাংক সলভ করবেন।
জিকে নেই CU-A unit এ।
JU-A তে ম্যাথ দাগাতেই হবে।
মানবন্টন:
বাংলা-৩
ইংরেজি-৩
আইসিটি-৮
ফিজিক্স-২২
কেমিস্ট্রি-২২
ম্যাথ-২২
AFMC নিয়ে কনফিউশান ক্লিয়ার করুন এখান থেকে।
Читать полностью…চান্স হই নি যাদের:
যাদের আল্লাহ একটু অপেক্ষা করাচ্ছেন সত্য কথা বলতে চান্স হই নি যাদের আপনাদের প্রতি বার্তা হলো আপনারা ফেইসবুক ডিলেট করে দেন এই কয়েকদিন।সামনের এক্সামগুলো ভালোভাবে দিয়েন৷
বেস্ট অফ লাক।
🔥 অনুশীলনী এনালাইসিস সিরিজ (পর্ব-০৩)
📖 বইঃ আলিম স্যার অনুশীলনী
🩺 অধ্যায়ঃ কোষ ও এর গঠন
🔝 ৭। সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু এনজাইম
🔍 জেনে রাখোঃ
☞ কোষের নিঃসৃত পদার্থ- হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার
(ট্রিকঃ His PEN)
🔝 ৮। লাইগেজ এনজাইম DNA খন্ডক জোড়া লাগায়
🔍 জেনে রাখোঃ
☞ DNA অণুর প্যাঁচ খুলতে সাহায্য করে- হেলিকেজ এনজাইম
☞ DNA প্রতিলিপি তৈরির জন্য অত্যাবশ্যকীয় এনজাইম- পলিমারেজ [GST 20-21]
☞ DNA রেপ্লিকেশনে পৃথকীকৃত ডাবল হেলিক্স পুনঃসংযুক্তিতে বাধা দেয়- সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন [JU 22-23]
☞ DNA প্রতিলিপনে ডাবল হেলিক্স প্যাঁচ খুলতে সাহায্য করে- হেলিকেজ এনজাইম [GST 23-24]
🔝 ৯। মেথিওনিন দ্বারা ট্রান্সলেশন শুরু হয়
🔍 জেনে রাখোঃ
☞ প্রোটিন গঠনকারী অ্যামিনো এসিডের সংখ্যা- ২০টি
☞ জেনেটিক কোড- ৬৪টি
☞ অ্যামিনো এসিড নির্দেশকারী জেনেটিক কোড- ৬১টি
☞ Start Codon - AUG (মেথিওনিন)
☞ Serene অ্যামিনো এসিডকে নির্দেশ করে- UCC
#onu_analysis
#sabas_contents
#SABAS@amarto_basicvalona
মেডিকেল ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটায় চান্স পাওয়া নাতি-নাতনিরা বাদ পড়বেন ।
©TDC
🔥 অনুশীলনী এনালাইসিস সিরিজ (পর্ব-০২)
📖 বইঃ আলিম স্যার অনুশীলনী
🩺 অধ্যায়ঃ কোষ ও এর গঠন
🔝 ৪। DNA জীবের বংশগতিয় পদার্থ
🔍 জেনে রাখোঃ
☞ DNA-র প্রধান কাজ হলো জীবের বৈশিষ্ট্য প্রকাশ করা
☞ DNA সিঁড়ির প্রতি প্যাচের দৈর্ঘ্য- 34Å [DU 17-18]
☞ DNA ডাবল হেলিক্সের দুটি স্ট্র্যান্ড এর মধ্যবর্তী দূরত্ব- 2nm
☞ মুরগির ডিপ্লয়েড কোষে ২.৫ পিকোগ্রাম DNA থাকে
☞ মানুষের দেহকোষে DNA অণুর ওজন ৫.৬ পিকোগ্রাম
☞ DNA-এর সংখ্যাবৃদ্ধির পদ্ধতিকে বলে- DNA অনুলিপন
☞ DNA অনুলিপন ঘটে কোষ বিভাজনের ইন্টারফেজের- S পর্যায়ে
☞ E. coli কোষে DNA অনুলিপনের সময়সীমা- ২০-৩০ মিনিট
🔝 ৫। রবার্ট হুক কোষ/কোষ প্রাচীর আবিষ্কার করেন
🔍 জেনে রাখোঃ
☞ Cell শব্দটির প্রবর্তক- রবার্ট হুক
☞ Micrographia গ্রন্থের রচয়িতা- রবার্ট হুক
☞ নিউক্লিয়াস আবিষৃকার করেন- রবার্ট ব্রাউন
☞ জীবিত কোষ আবিষ্কার করেন- অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক
☞ কোষবিদ্যার জনক- রবার্ট হুক
☞ আধুনিক কোষবিদ্যার জনক- Carl P. Swanson
🔝 ৬। কোষ গহ্বরের চারপাশে পাতলা আবরণ টনোপ্লাস্ট
🔍 জেনে রাখোঃ
☞ উদ্ভিদকোষের অভ্যন্তরে pH রক্ষা করে- কোষগহ্বর
☞ অ্যালিউরিন দানা এবং বিভিন্ন প্রকার এনজাইম বিদ্যমান- কোষগহ্বরে
☞ বায়োপ্লাস্ট- মাইটোকন্ড্রিয়ার অপর নাম
☞ বায়োমেমব্রেন- কোষঝিল্লির অপর নাম
© SABAS
© Shaon Vaiya
#onu_analysis
#sabas_contents
🔥 অনুশীলনী এনালাইসিস সিরিজ (পর্ব-০১)
📖 বইঃ আলিম স্যার অনুশীলনী
🩺 অধ্যায়ঃ কোষ ও এর গঠন
🔝 ১। অটোফ্যাগি ঘটে লাইসোসোমে
🔍 জেনে রাখোঃ
☞ লাইসোজোমে ৫০ ধরণের এনজাইম থাকে
☞ কোষের অটোলাইসিস ঘটায় লাইসোজোম
☞ লাইসোজোম আবিষ্কার ও নামকরণ করেন দ্য দুবে
(ট্রিকঃ দুলাভাই >> দু >> দুবে >> লা >> লাইসোজোম)
☞ লাইসোজোম প্রাণিকোষে বেশি পাওয়া যায়
🔝 ২। পিউরিন বেস অ্যাডেনিন ও গুয়ানিন
🔍 জেনে রাখোঃ
☞ এক রিং বিশিষ্ট ক্ষারক পাইরিমিডিন
☞ থাইমিন বিদ্যমান শুধুমাত্র - DNA তে
☞ ইউরাসিল বিদ্যমান শুধুমাত্র - RNA তে
(ট্রিকঃ ইউরাসিল >> রা >> RNA)
🔝 ৩। সূচনা কোডন AUG
🔍 জেনে রাখোঃ
☞ কোডন জেনেটিক তথ্যের মূল একক
☞ AUG কোডন মেথিওনিনকে নির্দেশ করে
☞ ৪টি কোড নির্দেশিত অ্যামাইনো অ্যাসিড- ভ্যালিন [DU 19-20]
☞ ট্রিপটোফেন নির্দেশকারী কোডন- UGG [JU 18-19]
☞ কোনো অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে না- UAA,UAG,UGA কোডন [DU 20-21]
☞ স্টপ কোডন- UAA,UAG,UGA
© SABAS
© Shaon Vaiya
#onu_analysis
#sabas_contents
যদিও ঘোষণা অনুসারে সময় শেষ
এখনও অফারে নেওয়া যাচ্ছে।
তাই মিস করিয়েন না😌।
🌼আপুরা হুসনুল খুলুক কোর্সটা করার চেষ্টা করবেন ইন শা আল্লহ।
AA1188 কুপন ব্যবহার করে লুপে নিন আরো অতিরিক্ত ১০% ডিস্কাউন্ট🔥🔥
মিস করিয়েন না কিন্তুওওওও।
আজকে সারাদিন আপনাদের এই রেজাল্ট নিয়ে ব্যাস্ত ছিলাম।আজকে আর রিপ্লাই দিচ্ছি না৷ ইনশাআল্লাহ, কাল আবার কথা হবে।
পরামর্শ-০১:যারা চান্স পেয়েছেন তাদের জন্য বার্তা হলো-দ্বীন থেকে ছিটকে যাবেন না।হারাম রিলেশনশিপটা বেশি দেখা যায় এই ফ্রী টাইমে। এটা থেকে নিজেকে হেফাজতে রাখবেন।
পরামর্শ-০২:যারা চান্স পান নি, হতাশ হবেন না। আরও অনেক স্কোপ বাকি৷ ইনশাআল্লাহ ভালো কিছু হবে।
📚 আলিম স্যার বোটানি এমসিকিউ [দাগানো, নতুন এডিশন]
/channel/SABASpdf/813
📚 আলিম স্যার জুলোজি এমসিকিউ [দাগানো, নতুন এডিশন]
/channel/SABASpdf/803
#alim_sir #SABAS
মেইন বই খুব ভালোভাবে পড়া লাগবে এবং কুয়েশ্চন ব্যাংক দেখা মাস্ট।।
ইনশাআল্লাহ ভালো হবে।
সিউ তে এ ইউনিটে ১২০০+
তবে পজিশন ৩০০০+ এর মধ্যে থাকলে সাবজেক্ট পাবেন।
AFMC মেডিকেল এর মতো।এক্সট্রা রাইটারের অনুশীলনী দেখে যেতেই হবে।
হ্যা কন্টিনিউ করেন।তবে স্ট্রেটিজিক্যালি কিছু পরিবর্তন আনবেন পড়ায়।যেমন:এক্সামে কোন টপিকে বেশি ভুল হচ্ছে ঐগুলা যেন আর ভুল না হই সেগুলো এনশিউর করবেন এবং কুয়েশ্চন ব্যাংক সলভ করবেন।
Читать полностью…ডেন্টালের জন্য কিভাবে শুরু করবেন এই রিলেটেড ডিটেইলস পোস্ট দিব কালকে ইনশাআল্লাহ। তাই আজকে এই রিলেটেড কুয়েশ্চনের আনসার আপাতত দিচ্ছি না।
Читать полностью…CU-A হুবহু মেডিকেল এর প্রিপারেশন। মেডিকেল এর প্রিপারেশন দিয়েই আপনি টপ করতে পারবেন এই ইউনিটে।
Читать полностью…