amarto_basicvalona | Unsorted

Telegram-канал amarto_basicvalona - important Info + links

10528

Scientific name: amarto basicvalona । প্রয়োজনের তাগিদে বিভিন্ন প্লাটফর্ম হতে প্রাপ্ত তথ্য এখানে সংগ্রহ করে রাখা।। কোনো প্ল্যাটফর্ম, এর সাথে জড়িত নয়।। সকলের জন্য দুয়া আর শুভেচ্ছা🌱🌸🦋

Subscribe to a channel

important Info + links

🆓 Exam Bot Update 🎉

🆓 অধ্যায়ভিত্তিক ভার্সিটি প্রশ্নব্যাংক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 📌 বোটানি+জুলোজি প্রশ্ন এড করা হয়েছে!

Check it out!

🔎 এক্সাম বট লিংকঃ
t.me/Exampedia_bot

Читать полностью…

important Info + links

বাইপাইল থেকে ঠিকানা, মৌমিতা, সাভার এর অনেক বাস আছে যা দিয়ে জাহাঙ্গীর নগর যেতে পারবেন, নরমালি ৩০ মিনিট লাগার কথা বাইপাইল থেকে JU, তবে জ্যাম থাকবে সেটা মাথায় নিয়েই বের হবেন অনেক আগে ।।

#JU

Читать полностью…

important Info + links

📌জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত কিছু কথা


১) ঢাকা ও আশপাশ থেকে যারা এক্সাম দিতে আসবে, তারা পরীক্ষার ১.৫ ঘন্টা আগেই যেন ক্যাম্পাসে উপস্থিত থাকতে পারো তেমনি ভাবেই রওনা দেয়া উচিত। এক্সাম এর দিন জ্যাম থাকে।

২) ডেইরি গেট দিয়ে প্রবেশ করলে দুই পাশে বিভিন্ন জেলার স্টল থাকবে, নিজ জেলার স্টল থেকে নানান তথ্যগত সহায়তা পাবা।

৩) মোবাইল, মানিব্যাগ পরিচিত কাউকে দিবে পরীক্ষার হলে যাবে না।

৪) এক্সামের আগে গেটের বাহিরের কোনো শিট, নোট এগুলো পড়ার প্রয়োজন নাই একদমই।

৫) পরিশেষে ঠান্ডা মাথায় সর্বোচ্চ আউটপুট পরীক্ষার হলে দিয়ে আসতে চেষ্টা করবে। OMR এ দুইটা বাক্য লেখা সহ, সেট কোড, রোল ভালো ভাবে পূরণ করবে।

JU এর নমুনা OMR টা দেখো নীচে -

মার্ক করা অংশটুকু তে প্রশ্নপত্রে একটি বাংলা এবং একটি ইংরেজি বাক্য থাকবে ,সেটা দেখে হুবহু লিখবে এখানে।

দুয়া রইলো সকলের জন্যে।।

_ANC #JU #varsity

Читать полностью…

important Info + links

📌 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জেলাভিত্তিক বড় ভাইদের সাথে যোগাযোগের নাম্বার - ক্লিক করুন

★ যেকোনো দরকারে বড় ভাই বোনদের সাথে যোগাযোগ করিও, নিজ জেলার করলে তোমারও সুবিধা হবে


_ANC

Читать полностью…

important Info + links

শেষ সময়ে এই টপিকগুলো বারবার রিভিশন দাও।

লাস্ট মূহুর্তে এসে হতাশ না হয়ে নিজের প্রতি বিশ্বাস রাখো। মনোবল ধরে রাখো। পরীক্ষা তোমার ভালো হবে ইন শা আল্লাহ।

#JU_D #varsity

Читать полностью…

important Info + links

জাবির কিছু শিক্ষক কর্তৃক করা এমন আচরণ অবশ্যই দুঃখজনক ।।

Читать полностью…

important Info + links

জাবি ভর্তি পরীক্ষায় কোনো সিট নাম্বার দেওয়া থাকে না। শুধু রুম নাম্বার দেওয়া থাকে। যে রুমে তোমার পরীক্ষা হবে সেখানে নিজের ইচ্ছা মতো বসতে পারবে।

#JU #varsity

Читать полностью…

important Info + links

হাসিনা আর মুজিবের মেলা

Читать полностью…

important Info + links

স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চাই, তাকে আগুনে পুড়তে হই, হাতুড়ির আঘাত খেতে হই। এরপর অলংকার হই,এরপরই সুন্দরী নারীর গলায় ঝুলতে পারে।

আই থিংক ইউ গট দ্যা পয়েন্ট।

Читать полностью…

important Info + links

কি বলবো আর!
এই মাইয়া যেমনে ভ্যাটকাইতাছে মন ডা চাইতাছে জুতা দিয়া
পি|টা|ইয়া থুইয়া আসি…
কেউ আবার জ্ঞান দিতে আইসেন না যে ও এখনো ছোট এত কিছু না ভেবে চলে গেছিল বয়ফ্রেন্ডের সাথে!! বেতিক্রম কিছু হলে একবারে সুশীল পাড়ায় আগুন লেগে যেতো এতক্ষণে।।

Читать полностью…

important Info + links

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের D UNIT এ গতবছর ( ২০২৩-২৪ শিক্ষাবর্ষে) সর্বনিম্ন ৫৬.২০ পেয়ে চান্স পেয়েছে।
.
ভর্তি পরীক্ষায় ৮০ তে ৫৬.২০ পেয়েছে আর জিপিএ সহ মোট পেয়েছে ৭৬.২০ ( ১০০ তে)
.
জাবি D ইউনিটে ছেলেরা লাস্ট ৩৫৬ পজিশন  পর্যন্ত সাবজেক্ট পেয়েছে
.
মেয়েরা লাস্ট ২৫৬ পজিশন পর্যন্ত সাবজেক্ট পেয়েছে।
.
ছেলেদের
সর্বোচ্চ নাম্বার : ৮৯.৬০
সর্বনিম্ন নাম্বার : ৭৬.২০
.
.
মেয়েদের
সর্বোচ্চ নাম্বার : ৯০.৮০
সর্বনিম্ন নাম্বার : ৭৯.০০

#JU_D #varsity

Читать полностью…

important Info + links

-২ টা কিডনি টোটাল কতটুকু Filtration করে?
-প্রতি কিডনি কতটুকু করে?

আজকের পড়া।

ডেন্টালের জন্য পড়তে থাকুন।

Читать полностью…

important Info + links

Explan:

✅21 বছর বয়সে অস্থির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে

✅30 বছর বয়স পর্যন্ত অস্থির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে

⭐Note:- Exact Year চাইলে ২১ বছর & Duration বোঝালে (পর্যন্ত Word থাকলে) Ans হবে ৩০ বছর

©Faria apu
#mediaim

Читать полностью…

important Info + links

🔴Topic:Biotechnology

✅ প্রথম স্তন্যপায়ী ক্লোন প্রাণী - বলি
✅ প্রথম ট্রান্সজেনিক প্রাণী - ইঁদুর
✅ প্রথম GMO নকশাকৃত প্রাণী - Glofish
✅ প্রথম সিনথেটিক জীব - সিনথিয়া ব্যাকটেরিয়া
✅ সোমাটিক এমব্রায়োজেনেসিস পদ্ধতিতে সর্বপ্রথম উৎপাদিত উদ্ভিদ - গাজর

#mediaim_contents
#MediAim_biology

Читать полностью…

important Info + links

/channel/thinkingcorner01/266

Читать полностью…

important Info + links

📌alert

JU তে আচ্ছা জেলা সমিতির বাইরেও কিছু স্টল থাকে , সেখানে রাখাটা আমি অন্তত নিরাপদ মনে করি না আর কি , যদি না সে JU এর স্টুডেন্ট হয়।।
তবে safe হলো তাদের ( জেলা ছাত্রকল্যাণ) কাছেই রাখা।। কিছু প্রতারক ( একা বা গ্রুপ করে ভ্রাম্যমাণ) কিন্তু ঘুরবেই , তার কাছে দিলে কিসমত ফুটা।। এক্সাম থেকে বের হয়ে তাকে নাও পেতে পারেন ,,,, কারণ সে mr. Bangladesh হয়ে যাবে।।
#alert

Читать полностью…

important Info + links

𝗜𝗤 (𝗠𝗼𝘀𝘁 𝗜𝗺𝗽𝗼𝗿𝘁𝗮𝗻𝘁 𝗤𝘂𝗲𝘀𝘁𝗶𝗼𝗻 𝗝𝗨-𝗗) 𝗨𝗻𝗶𝘁

বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণের আলোকে সাজেশন টা তৈরি করা। আই-কিউ লাস্ট মূহুর্তে এগুলো দেখে যাও। পরীক্ষায় এমন টাইপের প্রশ্ন আসবে।

যাদের আই-কিউ ভালো প্রিপারেশন নাই তারা এগুলো দেখে ধারণা নিতে পারো। আশা করি পরীক্ষায় ভালো করবে।

#JU #Varsity

Читать полностью…

important Info + links

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ম্যাপ

Читать полностью…

important Info + links

📌JU-D MODEL TEST (এক্সাম দিয়ে ঝালাই করেন)

https://www.rayvila.com/g.php/250208071415

পরীক্ষা শেষ সময়: আজ রাত ঠিক নয়টা

_VARSITY DEDICATED BATCH (sayeed vaia)

Читать полностью…

important Info + links

কতকিছু লিখতে ইচ্ছে করে।লিখি।মুছে দেই।আবার লিখি, মুছি।
বলতে ইচ্ছে হয়।বলা হয় না।মনে হয়, "থাক কি দরকার?"....
#quotes

Читать полностью…

important Info + links

সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে গিয়ে -

OMR ভরাটের জন্য কিন্তু আলাদা টাইম দেয়া হয় না। তাই সাবধান।


#JU #varsity

Читать полностью…

important Info + links

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ।

✅ কারো কাছে অ্যামাইটোসিস,মাইটোসিস ও মিয়োসিস সুন্দর করে নোট করা থাকলে শেয়ার করে আমাকে উদ্ধার করুন 🥺।
@mewmew2237

Читать полностью…

important Info + links

২৪ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে সম্ভাব্য ২০টি বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকছে, তা নিচে দেওয়া হলো:

① ইসলামী বিশ্ববিদ্যালয়
② বরিশাল বিশ্ববিদ্যালয়
③ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
④ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
⑤ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
⑥ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
⑦ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
⑧ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
⑨ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
⑩ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
⑪ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
⑫ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
⑬ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
⑭ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
⑮ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
⑯ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়
⑰ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি
⑱ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
⑲ শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়
⑳ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়


Читать полностью…

important Info + links

#Update

২০ টা বিশ্ববিদ্যালয় গুচ্ছে আছে।

গুচ্ছে নেই - SUST,JnU,KU, CoU গুচ্ছে নেই।

CoU কে মানানোর চেষ্টা চলছে।

Читать полностью…

important Info + links

ধৈর্য্য ধরতে হবে , অপেক্ষা করার মতো ধৈর্য্য



বিষণ্নতা?
—একদিন কেটে যাবে।
একাকীত্ব?
—থাকবে না আর।
পেরেশানি?
—ধুলো হয়ে উড়ে যাবে বাতাসে।

দুঃখের ভেতর লুকিয়ে থাকা ছোট্ট সুখের কুঁড়িটা একদিন ফোটবেই ফোটবে। দুঃখরা পালিয়ে যাবে। সুখের আমেজ ফিরে আসবে জীবনে। সেদিন বলবেন, কীসের পেরেশানি, কীসের বিষণ্ণতা!

একদিন আপনিও আয়নার সামনে দাঁড়াবেন। অপলক দৃষ্টিতে আয়নায় নিজেকে দেখবেন। সেদিন আপনি নিজেকে চিনতে পারবেন না। মনে হবে কোন নতুন মুখ দেখছি। মায়াবী, স্নিগ্ধ ও হাস্যজ্জল ঝলমল চেহারা। দেখবেন, চোখের কোণে এক অদ্ভুত দীপ্তি।

ঘাড় ঘুরিয়ে দেখবেন, সফলতা দরজায় দাঁড়িয়ে মুচকি হাসছে। আশেপাশে তাকিয়ে দেখবেন, পরিবারের সবাই হাসছে। সেই হাসি আপনার বুকের ভেতর জুড়েসুরে ধাক্কা দিচ্ছে। তখন মনে হবে— "সুখ বুঝি এল! সুখ সত্যিই এল!"

ধৈর্য ধরুন। খারাপ সময় কেটে যাবে। অন্ধকারের পর আলো আসবে। নতুন নতুন দরজা খুলবে। সব ঠিক হয়ে যাবে। শুধু অপেক্ষা করুন, আল্লাহর ফয়সালার অপেক্ষায় থাকুন।

Читать полностью…

important Info + links

এই দেশের অতুলনীয় কল্যাণ হতে পারে কোনো এক রিকশা ওয়ালা কিংবা কৃষকের সন্তান এর হাত ধরে। তার মেধার বদৌলতে। কিন্তু পোষ্য ভর্তি করিয়ে লাভ টা কি হবে সেটাই তাদের কাছে প্রশ্ন রইলো।

এইজন্যই এই দেশ এত পিছিয়ে গেছে। D ইউনিটে ৫৫/৮০ পেয়েও সিট মিলছে না। স্যার দের পা ধরেও পরের মেরিট লিস্ট প্রকাশ করা যায়নি গতবার। অল্পের জন্য একটা মেরিট লিস্ট আর দেয়া হয়নি। সোজা কথা মেধাবীদের পাত্তা দেয়া হয়নি।

আর এদিকে ৩০/৮০ পেয়েই প্রতি ডিপার্টমেন্ট এ ৪ জন করে স্নাতকে ভর্তি করা হচ্ছে। এইটা এক কথায় চাকরিতে মামা, চাচা থাকার মত। গ্রাম এলাকায় মানুষ অনেক সময় বলে, কিরে উপর মহলে মামা খালু আছে নাকি? না থাকলে তো চাকরি পাওয়া যায় না। এইরকমই এই পোষ্য কোটা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মত জাবিতেও অনতিবিলম্বে পোষ্য কোটা বাতিল করতে হবে।
©

Читать полностью…

important Info + links

আপনি যা চাইছেন তা কখনোই পাবেন না, বরং আপনি তা-ই পাবেন যা আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা চাইবেন।

আপনি বলতে পারেন, ‘অনেকে তো যা চায় তা-ই পায়’।

একদম ঠিক। এর কারণ হলো— তাদের চাওয়াটা আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়।

তাই, যখনই আল্লাহর কাছে কিছু চাইতে যাবেন, সাথে সাথে বলবেন— ‘ইয়া রব, আমি এটা চাইছি ঠিক, কিন্তু সেটাতে আমার জন্য কল্যাণ আছে কী না আমি জানি না৷ যদি কল্যাণ থাকে, তাহলেই যেনো আপনি আমার জন্য সেটা নির্ধারণ করেন’।

_আরিফ আজাদ

Читать полностью…

important Info + links

মিরপুর চিড়িয়াখানার দৃশ্য। জ্যান্ত খরগোশটিকে চিড়িয়াখানার লোকেরা সাপের খাঁচায় ঢুকিয়ে দিয়েছে। সাপটি যেন জ্যান্ত খরগোশটিকে গিলে খায়। খরগোশটিকে নিতান্তই সাপের খাদ্য হিসেবে দেখা হচ্ছে। সাপকে দেওয়ার জন্য আর কি কোনও খাদ্য নেই চিড়িয়াখানায়?

শুনেছি খরগোশটি অভুক্ত অবস্থায় সাপের ভয়ে সিঁটিয়ে থেকেছে কয়েকদিন। একটি প্রাণীকে এভাবে ভীত সন্ত্রস্ত রাখার অধিকার চিড়িয়াখানার পরিচালকদের কে দিয়েছে? তারা তো জানি প্রাণীদের অধিকার সম্পর্কে সচেতন! জানি বাঘ সিংহকে মাংস দেওয়া হয় খেতে, তাদের খাদ্য প্রস্তুত করতে কোনও না কোনও প্রাণীকে হত্যা করতে হয়। সেই লাইভস্টক প্রাণীদের অন্তত বাঘ সিংহের খাঁচায় ঢুকিয়ে দিনের পর দিন ভয় দেখানো হয় না। চিড়িয়াখানা জিনিসটা আমার খুব অপছন্দ। এটি উঠে যাওয়া জরুরি। বন্য প্রাণীরা বনে চলে যাক, আর যারা মানুষের সঙ্গে লোকালয়ে বাস করতে অভ্যস্ত, তারা লোকালয়ে বাস করুক। মানুষ তাদের ভালবেসে বাড়ির সদস্য বানিয়ে নিক।

Читать полностью…

important Info + links

#gk

✅ ভাষা আন্দোলনের ১ম শহিদ - রফিক
✅ ভাষা আন্দোলনের ২য় শহিদ - জব্বার
✅ ভাষা আন্দোলনের সর্ব কনিষ্ঠ শহিদ - অহিউল্লাহ
✅৬ দফার ১ম শহিদ - মনু মিয়া
✅গণ অভ্যুত্থানের ১ম শহিদ - আসাদুজ্জামান আসাদ
✅গণ অভ্যুত্থানের একমাত্র নারী শহিদ - আনোয়ারা বেগম
✅মুক্তিযুদ্ধের ১ম শহিদ - শঙ্কু সমজদার
✅মুক্তিযুদ্ধের ২য় শহিদ - ফারুক ইকবল
✅মুক্তিযুদ্ধের ১ম নারী শহিদ - কবি মেহেরুন্নেসা
✅মুক্তিযুদ্ধের ১ম শহিদ বুদ্ধিজীবী - ড.শামসুজ্জ্বোহা
✅মুক্তিযুদ্ধের ১ম শহিদ বীরশ্রেষ্ঠ - মুন্সি আব্দুর রউফ
✅মুক্তিযুদ্ধের সর্বশেষ শহিদ - তসলিম
✅২৪ এর জুলাই গণ অভ্যুত্থানের ১ম শহিদ - আবু সাইদ
✅২৪ এর জুলাই গণ অভ্যুত্থানের ২য় শহিদ - ওয়াসিম আকরাম
✅২৪ এর জুলাই গণ অভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহিদ - আব্দুল আহাদ

#mediaim_gk #gk
#mediaim_contents

Читать полностью…

important Info + links

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। পুনর্নিরীক্ষণে কোনো শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়নি।

ফল পরিবর্তন হবেই বা কি করে যদি উত্তরপত্র সঠিকটা
সরবরাহ না করেন? শুধুই ১০০০ টাকা করে নেওয়ার ধান্দা। ৩২০০+ শিক্ষার্থী পুননিরীক্ষণের আবেদন করেছিল, ভাবা যায়?

মাইগ্রেশনে যে বারবার ভর্তি ফি দিতে হয় সেটাও প্রতিবাদ করেন। ডকুমেন্টস পৌঁছে যেতে পারলে ভর্তি ফি কেন মাইগ্রেটেড কলেজে পৌঁছাবেনা? কেন আবার দিতে হবে?
©Mediaim

Читать полностью…
Subscribe to a channel