amarto_basicvalona | Unsorted

Telegram-канал amarto_basicvalona - important Info + links

10528

Scientific name: amarto basicvalona । প্রয়োজনের তাগিদে বিভিন্ন প্লাটফর্ম হতে প্রাপ্ত তথ্য এখানে সংগ্রহ করে রাখা।। কোনো প্ল্যাটফর্ম, এর সাথে জড়িত নয়।। সকলের জন্য দুয়া আর শুভেচ্ছা🌱🌸🦋

Subscribe to a channel

important Info + links

হে মুনাফিক গোলাম সুশীল!
এই মাটি, এই আকাশ, এই বাতাস তাওহিদী জনতার। তোমরা যাদের ভয়ে সুশীল সেজেছো তারা একবিংশ শতকের পরাজিত শক্তি।

Читать полностью…

important Info + links

এই বছর রমজানেও কিছু গোলামের পুতের
সেহেরির সময় একা উঠা লাগবে। আফসোস!

আল্লাহ তাদের জন্য ভালো কিছুর ব্যবস্থা করে দিন আমিন

Читать полностью…

important Info + links

JU D unit result


জাবি ডি ইউনিটের ফলাফল আগামীকাল প্রকাশ করা হবে।

#JU #varsity

Читать полностью…

important Info + links

গতকালকের অসস্থিকর জ্যাম আজকে শুন্যের কোঠায়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন , সেনাবাহিনী,পুলিশ,উপজেলা প্রশাসনের যৌথ তদারকি তে জাবি ক্যাম্পাসের আশেপাশে কোন প্রকার জ্যাম বর্তমানে নাই। এডমিশন এর শেষ দিন পর্যন্ত মাঠে থাকবে প্রশাসন এই আশাই করি।। গতকাল একটু এমন এলার্ট থাকলে অনেকের অবস্থা একটু ভালো হতে পারতো।।

#JU #varsity

Читать полностью…

important Info + links

May Allah bless our mothers and have mercy on everyone who passed away

Читать полностью…

important Info + links

#JU

ক্যান্ডিডেটরা, এই চার্টের বাইরে কেউ এক টাকাও বেশি দিবানা। আগে মূলামুলির দরকার নাই। জায়গায় যেয়ে ভাড়াটা দিয়ে সোজা হাটা ধরবা। টাকা না নিলে, রিকশার মধ্যে টাকা রেখে দিবা। কোনো তর্কাতর্কি করে টাইম নষ্টের দরকার নাই। এছাড়াও, তোমাদের জন্য শাটল বাস সার্ভিস থাকবে ক্যাম্পাসে।

এই ভাড়ায় না পোষাইলে আমাদের ক্যাম্পাসে রিকশা চালানোর দরকার নাই তাদের। কথা ক্লিয়ার।

আর বাস ভাড়া কন্ট্রোল করাটা আমাদের হাতে নাই। তারপরেও বাসে অনেক ক্যান্ডিডেট থাকো। সবাই মিলে প্রতিবাদ করবা।

একসাথে ২-৩ জন উঠলে মানবিক বিবেচনায় ৫/১০ টাকা বেশি দেয়া যায়, ক্যাম্পাসের অনেক জায়গা উঁচা। আমরাও দেই সেটা। কিন্তু এরা ২০ টাকার ভাড়া ৬০-৭০ কিভাবে চায়? তাই ন্যায্য ভাড়াই দিবেন সবাই।

©ju insiders #JU #varsity

Читать полностью…

important Info + links

আবারও বলছি, যথেষ্ট সময় হাতে নিয়ে পরীক্ষা দিতে আসবেন। ক্যাম্পাসে এসে দরকার হলে ২ ঘন্টা বসে থাকবেন, তাও ভালো। আজকে অনেকেই জ্যামের কারণে এক্সাম দিতে পারেনাই৷ এডমিশনের টাইমে ক্যাম্পাস থেকে সাভার পার হয়ে একদম ব্যাংক টাউন পর্যন্ত জ্যাম চলে যায়। তাই, ওইভাবে বুঝে শুনে আসবেন। ১০ মিনিটের রাস্তা পার হইতে এখন ৩০-৪০ মিনিট লেগে যায়৷

আর জ্যামের অন্যতম কারণ হলো ৮ লেনের রাস্তার প্রায় ৪ লেন দখল করে রাখা ক্যন্ডিডেটদের গাড়ির পার্কিং। আগামীকাল থেকে প্রশাসন এ ব্যাপারে ব্যাবস্থা নিবে বলে জানিয়েছে।

©ju insiders #JU #varsity

Читать полностью…

important Info + links

🔰ফটোরেসপিরেশন

☑️অপর নাম = আলোক শ্বসন
☑️আলোকনির্ভর প্রক্রিয়া
🎉ফটোরেসপিরেশন ঘটেঃ
✅পরিবেশে উচ্চ তাপমাত্রা(>30°C) ও তীব্র আলো সৃষ্টি হলে
✅ক্লোরোপ্লাস্টে CO2 এর পরিমাণ কম এবং O2 এর পরিমাণ বেশি হলে।
☑️ জড়িত অঙ্গাণু = ক্লোরোপ্লাস্ট,মাইটোকন্ড্রিয়া এবং পারঅক্সিসোম
☑️C3 উদ্ভিদে ঘটে
☑️ C3 উদ্ভিদের ফটোসিনথেসিস হার 25% পর্যন্ত কমাতে পারে
☑️ ATP ও NADPH তৈরি হয় না

🔴জেনে রাখা ভালো
🔵C3 উদ্ভিদের
✅ক্যালভিন চক্র ঘটে
✅প্রথম স্থায়ী পদার্থ 3-ফসফোগ্লিসারিক এসিড
✅পত্ররন্ধ্র দিনে খোলা,রাতে বন্ধ থাকে
✅ক্র্যাঞ্জ এনাটমি থাকে না
✅বায়ুমণ্ডলে O2 > 20% থাকলে কার্বন বিজারণ বাধাগ্রস্ত হয় এবং CO2 এর পরিমাণ 50-150 ppm হলে C3 চক্র ভালো হয়
✅সালোকসংশ্লেষণের জন্য অপটিমাম তাপমাত্রা = 10-25°C
✅প্রথম CO2 গ্রহীতা = রাইবুলোজ -১,৫ - বিসফসফেট।

🍀 সুক্রোজ উদ্ভিদের সারা দেহে পরিবাহিত হয়, গ্লুকোজ নয়।
🍀 গ্লুকোজ,সুকরোজ ও স্টার্চ এসব দ্রব্য উৎপাদন ক্যালভিন চক্রের বাইরে হয়(এরা চক্রের অংশ নয়)

#Mediaim_biology
#mediaim_contents

Читать полностью…

important Info + links

জরুরি সতর্কবার্তা:
যারা অপিরিচিত এপ্লিকেন্ট রাখছেন তারা অবশ্যই এপ্লিকেন্টের কাছে মূল প্রবেশপত্র, এসএসসি মূল রেজিষ্ট্রেশন কার্ড, এন আইডি বা অন্য আইডি কার্ডের ছবি তুলে রাখবেন।

বিগত সময়ে এপ্লিকেন্ট এর বেশে চোর এসে রুমের সব নিয়ে পালিয়ে গেছে এমন রেকর্ড আছে।

©ju insiders #JU #Varsity

Читать полностью…

important Info + links

টাকার বিনিময়ে কেউ মোবাইল/ব্যাগ রাখতে পারবে না।
—জাবি প্রক্টর একেএম রাশিদুল আলম ।

এমন কাউকে দেখলে নিকটস্থ দায়িত্বরত কাউকে বা প্রক্টর স্যারকে অবহিত করবেন।

- Md. Rahmatullah

©ju insiders
#JU #Varsity

Читать полностью…

important Info + links

JU ভর্তি পরীক্ষার্থীদের জন্য ট্রাফিক আপডেট:

ক্যাম্পাসে কিন্তু রিকশা নাই। মেইন গেইট থেকে ২ কিলো দূরেও কেন্দ্র আছে। সো, সবাই হিসেব করে হাতে পর্যাপ্ত সময় নিয়ে আসবেন পরীক্ষা দিতে । আগে চলে আসলে বসে রেস্ট নিতে পারবেন।

আরেকটা টিপস: বিপিএটিসি গেইট/সিএন্ডবি পর্যন্ত চলে আসলে বাসে বসে না থেকে হেটে আসলে তাড়াতাড়ি আসতে পারবেন।

©ju insiders
#JU #Varsity

Читать полностью…

important Info + links

এক্সাম হল এর জন্য গাইডলাইন:

জাবি ডি ইউনিট এক্সাম এর জন্য তুমি এতোদিন পরিশ্রম করেছো।

এই অবস্থায় নিজের সন্তুষ্টিই আসল। তুমি যদি মনে করো যে তোমার পক্ষে এর চেয়ে বেশি পরিশ্রম করা সম্ভব না, তার মানে হচ্ছে তুমি তোমার সর্বোচ্চ টা দিয়ে দিয়েছো। এখন বাকিটুকু হচ্ছে 'ভাগ্য'।

সৃষ্টিকর্তার উপর পূর্ণ বিশ্বাস রেখে হল এ যাবা। একেবারে মন খুলে দাগাবা।

২৮০ জন এর মধ্যে ১ জন হওয়া অবশ্যই ভাগ্যের ব্যাপার। তার মানে হচ্ছে লাক ফেভার করলে তোমার হয়ে যাবে।

ভয় পেলে আম ও যাবে ছালাও যাবে।

নির্ভয়ে এন্সার করবা।
বিন্দুমাত্র প্যানিকড হবা না।

৮০ টা প্রশ্ন, হল এ প্রশ্নের অবস্থা বুঝে দাগাবা। যদি মনে হয় যে প্রশ্ন সহজ তাইলে বেশি দাগাবা, প্রশ্ন কঠিন হলে কম দাগাবা।

যদিও প্রশ্নের উপর ডিপেন্ড করবে। তবুও ৮০ এর ভিতর ৬০ মার্ক কনফার্ম করতে পারলে আশা করি হয়ে যাবে।

ভুল উত্তরের জন্য ০.২ মার্ক কাটা। ৫ টা ভুল হলে মাত্র ১ মার্ক কাটা যাবে।

আমি ৭৭ টা দাগিয়েছিলাম, আবার আমার এক বন্ধু ৭০ টার মতো দাগিয়েছিলো।
মার্ক আমার ৬০, ওরও ৬০.

ওর মেরিট ৯৬, আমার ৯৭।
তো নিজের টা নিজে বুঝে শুনে দাগাবা।

অমুক ভাই বলছে ৮০ টাই দাগাতে তাই ৮০ টা দাগালাম এরকম করা যাবে না।


সৃষ্টিকর্তার উপর পূর্ণ বিশ্বাস রেখে এক্সাম হল এ যাবা। মন খুলে, ফ্রেশ মাথায় দাগাবা।

অবশ্যই যদি এটা তোমার জন্য মঙ্গলজনক হয়, সৃষ্টিকর্তা এখানে একটি সিট তোমাকে দেবেন।

সবাই ভালোভাবে পরীক্ষা দাও, ইন শা আল্লাহ ভালো কিছু হবে। সবার জন্য শুভ কামনা 🖤

©আদন
#JU #varsity

Читать полностью…

important Info + links

সারাদেশে একযোগে বিশেষ অপারেশন পরিচালনা করবে যৌথ বাহিনী।
আজ রাত থেকেই শুরু হবে এই অপারেশন
‘অপারেশন ডেভিল হান্ট’

Читать полностью…

important Info + links

দেশের প্রথম পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় "জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়", পাশাপাশি দেশের সবচেয়ে বেশি জেলা ছাত্রকল্যাণ সমিতিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। প্রায় ৫০ টির মত জেলা ছাত্রকল্যাণ সমিতি আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এর মধ্যে প্রাপ্ত কিছু সমিতির নাম্বার দেয়া হলো। আগামীকাল থেকে ভর্তি পরীক্ষা শুরু। পরীক্ষা ক্ষেত্রে সহযোগিতায় ১৯ তারিখ পর্যন্ত তাদের স্টল থাকবে ক্যাম্পাসে।

📌 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জেলাভিত্তিক বড় ভাইদের সাথে যোগাযোগের নাম্বার -
প্রয়োজনীয় নম্বর

★ যেকোনো দরকারে বড় ভাই বোনদের সাথে যোগাযোগ করিও, নিজ জেলার করলে তোমারও সুবিধা হবে

Читать полностью…

important Info + links

আজ অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা "ইউনিট গ"
ভর্তি পরীক্ষার ইংরেজি অংশের সমাধান❣️
Credit : English Healer

Читать полностью…

important Info + links

📌এই দুআ যার কবুল হয়ে যায়, পৃথিবীর শ্রেষ্ঠ সুখী সে।

اللّٰهُمَّ قَنِّعْنِيْ بِمَا رَزَقْتَنِيْ، وَبَارِكْ لِيْ فِيهِ، وَاخْلُفْ عَلَي كُلِّ غَائِبَةٍ لِّي بِخَيْرٍ

আল্লাহ! আপনি আমাকে যা রিযিক দিয়েছেন, তাতেই আমাকে সন্তুষ্ট বানিয়ে দিন। তাতে বরকত দান করুন। এবং আমি যা কিছু হারিয়ে ফেলেছি, তার তুলনায় অধিক উত্তম কিছু আমাকে দান করুন।

(বাইহাকী)

#reminder_of_the_day

Читать полностью…

important Info + links

লাইভ কুইজ চলমান।

কুইজ টপিক: এগ্রি প্রশ্ন ব্যাংক

কুইজে  আসো কিছু প্রশ্ন সলভ করো বসে না থেকে /channel/LivefightersSeries

Читать полностью…

important Info + links

এই পোস্ট টা মেয়েদের জন্য, ছেলেরা চাইলে স্কিপ করতে পারো, কিংবা নিজের ছোট বোনদের দেখাতে পারো।


তোমাদের বয়স কম, আবেগ স্বভাবতই বেশি, ঠিক ভুল অনেক সময় ই নির্বাচন করতে পারো না। এজন্য আমি তোমাদের দোষ দেব না, আমি নিজেই মাঝে মাঝে অনেক ভুলভাল সিদ্ধান্ত নেই, এগুলো খুবই স্বাভাবিক।

তোমাদের মাঝে কোচিং বা অনলাইনের ভাইয়াদের নিয়ে বেশি ফ্যাসিনেশন কাজ করে , আর এই ভাই বুয়েট মেডিকেল এর হলে তো ফ্যাসিনেশন থাকে তুংগে, ভাইয়ার সাথে ছবি তোলা, ভাইয়ার রিপ্লাই পাওয়া তোমার কাছে হয়ে যায় তোমার ক্যারিয়ার এর চেয়েও বেশি important!

তোমাদের মতো আরো অনেকেই আছে, তোমাদের এই immature behaviour এর জন্য সেই ভাইয়ের বন্ধুমহলে আলাদা একটা খ্যাতি চলে আসে, -"অমুকের জন্য মেয়েরা পাগল, অমুকের ফিমেইল ফ্যানবেস ভালো"।তোমাদের একেকটা immature behave নিয়ে তোমাদের সেই প্রিয় ভাইরা আড়ালে কি কি বলে, সেটা যদি আমি দেখাতে পারতাম!

কোনো ফেমাস ভাইয়া তোমাকে attention দিলেও খুব খুশি হওয়ার কিছু নাই, উনি তোমার মত হাজারটা ফিমেইল স্টুডেন্ট পড়ান, দেখো সবাইকেই এভাবে attention দিয়ে বেড়ান।

তাই নিজের আবেগ, attention ভুলভাল জায়গায় দেওয়ার তো কিছু দরকার নাই।ওই সময়টুকুতে নিজেকে তৈরি করো, নিজের ক্যারিয়ার এর জন্য কাজ করো, it will be best for you in the long run!!

hope you figured out what I wanted to portray here!
_Rehnuma Titir আপু

Читать полностью…

important Info + links

#JU

ঢাকা থেকে আগত পরিক্ষার্থীদের ভোগান্তি কমাতে আগামীকাল থেকে আসাদগেট হতে সকাল ৬ঃ৩০ থেকে প্রতি ঘন্টায় ক্যাম্পাসের উদ্দেশ্যে ডাবল ডেকার বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সূত্রঃ- পরিবহন অফিস

রুট: আসাদ গেইট > টেকনিক্যাল > গাবতলি > আমিনবাজার > সাভার > জাবি।

মানে সোজা রুট।

#JU #varsity

Читать полностью…

important Info + links

What you say and do might feel insignificant to you but it can leave a lasting impact on others. Be mindful of how you influence those around you.

Читать полностью…

important Info + links

#JU

টাইমলাইনে প্রতি রিফ্রেশে শুধু আজকে ভর্তি পরীক্ষার্থীরা যে এক্সাম দিতে পারে নাই তার পোস্ট

* এতবছর ধরে ক্যাম্পাসে আছি, এবারের মতো ভয়াবহ জ্যাম দেখি নাই। এর অন্যতম কারণ এপ্লিকেন্টদের নিয়ে আসা প্রাইভেট কার, ৩-৪ লেন করে প্রাইভেট কার রাখা। আর পুলিশ কার কি ছিড়তেসে কোন খবর নাই।

* এম এইচ গেইট থেকে জাবি স্কুল এন্ড কলেজ ২ কিলোমিটার রাস্তা। বাসে বসে থেজে অন্যান্য গেইটে যাওয়াটা আরো সময়সাপেক্ষ। জ্যামের কারণে মানুষের হেটে এসে আবার ক্যাম্পাসের ভিতরে হেটে ২ কিলোমিটার যাওয়া কি পসিবল? এই ক্যাম্পাস এমনি পায়ে চালিত রিকশার জন্য অনুপযুক্ত। যে রিকশা আছে, রিকশা পাওয়াই সোনার হরিণ।

* অটোরিকশা বন্ধ হওয়ার পর ক্যাম্পাসের স্টুডেন্টদের যে পরিমাণ ভোগান্তি পোহাতে হয়েছে! আর এটা শতগুণে বেড়ে গেল এডমিশনের সময়। এত সময়ে প্রশাসন একটা বিকল্প ব্যবস্থা করতে পারলো না।

* কাল থেকে শাটল বাস চালুর বিজ্ঞপ্তি দিয়েছে। এটা হলো দুনিয়ার সবচেয়ে ইউজলেস জিনিস, যেটা সময়ে পাওয়া যায় না। আর এত বড় বাস চলে, আবার লোকজনের হাটাচলার যে ভীড় থাকে। পুরাই অপদার্থ মার্কা ডিসিশন। মাথা ব্যথায় মাথা কা*ট*লো, এখন মাথার বদলে কি বসাতে চাচ্ছে বুঝি না।

* বিভাগীয় শহরে একক ভর্তি পরীক্ষা না নিলে এর নিস্তার নাই। এটা হলে যেমন ভোগান্তি কমতো, পরীক্ষার রেজাল্টেও বৈষম্য দূর হতো। ঢাবি পারলে জাবি কেন পারছে না? আসলে ইচ্ছা করলে পারে। মোটা অঙ্কের টাকার লোভ জাবি শিক্ষকদের পিছু ছাড়ছে না। এদের বেতন কিন্তু জণগনের ট্যাক্সের টাকায়ই হচ্ছে।

এই যে স্বপ্নভঙ্গের আহাজারি, অশ্রু, এদের দাম দেয়ার মতো সামর্থ্য আমাদের আছে?

আপনারা যারা পরিক্ষার্থী, আমরা বারবার রিকুয়েস্ট করছি, আপনারা দরকার হয় ক্যাম্পাসে এসে বসে থাকেন দুই ঘণ্টা, তাও এক্সট্রা সময় নিয়ে আসেন। সবার জন্য শুভকামনা।

©ju insiders #varsity

Читать полностью…

important Info + links

1 e.s.u = 1 Franklin

Electro Static Unit এর আরেক নাম Franklin unit

#info
#mediaim_contents

Читать полностью…

important Info + links

ফারুকীর বরাতে জানা গেল, অভ্রর মেহেদি হাসান খান একা একা পুরস্কার নিতে রাজি হননি।

চার বন্ধু মিলে অভ্র বানাইছিলেন। একা একা পুরস্কার কেন নিবেন? নিলে বন্ধুদের সাথে নিয়েই নিবেন।

শেষপর্যন্ত বাংলাদেশ সরকার উনার এই জেদের কাছে মাথানত করে চার বন্ধুকেই একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মেহেদি হাসান খানের ঐ তিন বন্ধুকে অভিনন্দন।

একুশে পদক পাওয়ার জন্য না। এমন একজন বন্ধু পাওয়ার জন্য।

পুরস্কার পদক টাকা কাজ করলেই পাওয়া যায়। বাট এমন একজন বন্ধু পাইতে সারাজীবনের আরাধনা লাগে।

এমন বন্ধুর চে বড় উপহার এক জীবনে মানুষের জন্য আর কিছু হয় না। হতে পারেও না।

Читать полностью…

important Info + links

কথার আছড়🕊️

আজকে ঢাবির সি ইউনিটে (ব্যবসায় শিক্ষা বিভাগ) ভর্তি পরীক্ষা দিতে গেলাম। আমাদের রুমে একটা বোরকা হিজাব পরা মেয়ে পরীক্ষা দিচ্ছে। ম্যাডাম ক্লাসে এসে বললেন,"তোমার নিকাব খুলো।" মেয়েটা সাথে সাথে খুলতে শুরু করলো! আমি তখনই বললাম," ম্যাডাম, আপনি তো তাকে আলাদা করে চেক করতে পারেন, এতগুলো ছেলের সামনে হিজাব-নিকাব খু'ল'ছে বিষয়টি খা'রা'প দেখায়"। সাথে সাথে ক্লাসের আরো কয়েকটা ছেলে "সহমত" বললো, তখন ম্যাডাম তাকে আলাদা চেক করে।

এখন আসল কথা হচ্ছে, মুসলমান মেয়েদের ইমান এত দুর্বল কেন? এরা হয় পর্দা করার মতো পর্দা করবে, নাহলে পর্দা করবে না। এতটাই দুর্বল ইমান যে, ম্যাডাম বলা মাত্রই হিজাব - নিকাব খুলে ফেলছে, এতগুলো ছেলের সামনে। ভার্সিটিতে ভর্তি হলে আর কী কী করবে!
বড় ভাইদের কাছে ক্ষমাপ্রার্থী, আপনারা যখন বলতেন,"ভার্সিটির মেয়ে বিয়ে করবো না" তখন আমি ভাবতাম আপনারা বেশি বাড়াবাড়ি করছেন। এখন বুঝতে পারছি আপনারাই সঠিক। আমাদের পুরুষেরা দাঁড়ি রাখার কারণে চাকরি হারায়,তাও দাঁড়ি কাটে না,আর নারীরা চেহারা পর্যন্ত দেখিয়ে ফেলে!

~ঈষৎ পরিমার্জিত।
—সুলেমান খান।

কার্টেসি:মুহস্বানাত

Читать полностью…

important Info + links

সুখবর!!❤️🌸

Ju ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ক্যাম্পাসের ভিতরে স্পেশাল শাটল বাস চালু করেছে জাবি প্রশাসন।

©ju insiders
#JU #varsity

Читать полностью…

important Info + links

জাবির সর্বশেষ আপডেটেড ম্যাপ।

এডমিশন ব্যবসায়ী বিভিন্ন পেইজ, গ্রুপে পুরোনো ম্যাপ প্রকাশ করা হচ্ছে। যেগুলো ফলো করলে পরীক্ষা কেন্দ্র খুঁজে পেতে ভয়াবহ সমস্যার সম্মুখীন হওয়া লাগতে পারে, ভুল করে অন্য জায়গায় চলে যাওয়ার মতো অবস্থা হতে পারে যেহেতু কয়েকটা বিভাগের স্থান পরিবর্তন হয়েছে। আশা করি নিচের ম্যাপটি ভর্তি পরীক্ষার্থীদের কাজে লাগবে।

- Tareq Mahmud

©ju insiders
#JU #varsity

Читать полностью…

important Info + links

টপিক : বিজ্ঞানীদের আবিষ্কার (ভৌত জগৎ ও পরিমাপ)


📌 আর্কিমিডিস

উদস্থিতিবিদ্যার সূত্র
☞ লিভারের নীতি
☞ কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল উর্ধ্বমুখী বলের সূত্র
☞ ধাতুর ভেজাল নির্ণয়
গোলীয় দর্পনের সাহায্যে সূর্য রশ্মি কেন্দ্রীভূত করে আগুন ধরানোর কৌশল

📌 গ্যালিলিও (⭐)

☞ মুক্তভাবে পড়ন্ত বস্তুর তিনটি সূত্র ⭐
☞ যৌগিক অণুবীক্ষণ যন্ত্র ⭐
☞ দূরবীক্ষণ যন্ত্র ⭐
☞ পানি উত্তোলনের যন্ত্র
উদস্থিতি নিক্তি
☞ বায়ু থার্মোস্কোপ আবিষ্কার
☞ সৃতিবিদ্যার ভিত্তি স্থাপন করেন ⭐
☞ স্থিতিবিদ্যা ও গতিবিদ্যায় অবদান রাখেন
☞ আধুনিক পদার্থবিজ্ঞান সূচনা করেন

📌 নিউটন (⭐)

☞ মহাকর্ষ বলের তত্ত্ব
☞ ক্যালকুলাস আবিষ্কার ⭐
☞ আলোর বর্ণালি আবিষ্কার ⭐
☞ বলবিদ্যা সাবাশ ও লেন্সের সূত্র আবিষ্কার
☞ আলোর কণিকা তত্ত্ব ⭐
☞ প্রতিফলক টেলিস্কোপ আবিষ্কার
'ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথেমেটিকস' নামক বই রচনা করেন ⭐

📌 টমাস ইয়ং (⭐)

☞ আলোর ব্যতিচার আবিষ্কার ⭐
☞ পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র আবিষ্কার
☞ মানব চোখে আলোর সংবেদনশীলতা সম্পর্কে ধারণা দেন ⭐
☞ স্থিতিস্থাপকতার দৈর্ঘ্য গুণাঙ্ক ইয়ং এর গুণাঙ্ক নামে পরিচিত

📌 হাইগেনস

☞ আলোর তরঙ্গ তত্ত্ব প্রদান করেন ⭐

📌 মাইকেল ফ্যারাডে (⭐)

☞ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব ⭐
☞ তড়িৎ চুম্বকীয় আবেশ
☞ আপেক্ষিক সাবাশ আবেশিক ধারকত্ব
☞ তড়িৎ বিশ্লেষণের সূত্র আবিষ্কার করেন
☞ তিনি আবিষ্কার করেন যে 'চৌম্বক ক্ষেত্র দ্বারা তড়িৎ প্রবাহ সৃষ্টি করা যায়'

📌 কেপলার (⭐)

প্রমাণ করেন যে 'গ্রহগুলোর গতিপথ বৃত্তাকার নয়, উপবৃত্তাকার'

📌 ম্যাক্সওয়েল

☞ তড়িৎ চুম্বকীয় তত্ত্ব প্রদান করেন ⭐


📌 রাদারফোর্ড

☞ আলফা কণা বিক্ষেপন পরীক্ষা করেন
☞ নিউক্লিয়ার আবিষ্কার ⭐

📌 আইনস্টাইন (⭐)

☞ আপেক্ষিক তত্ত্ব ⭐
☞ ব্রাউনীয় গতি
☞ আলোক তড়িৎ ক্রিয়া
☞ আপেক্ষিকতার সার্বিক ও বিশেষ তত্ত্ব
☞ শক্তি ও জড়তার সূত্র
☞ আপেক্ষিকতা সাবাশ ভর-শক্তি সমতা সূত্র (E = mc^2) আবিষ্কার ⭐
আলোক তড়িৎ ক্রিয়া আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান


📌 ম্যাক্স প্ল্যাঙ্ক (⭐)

☞ তেজকণাবাদ আবিষ্কার করেন ⭐
☞ আলোর কণাতত্ত্ব পুনর্জীবিত করেন
☞ কৃষ্ণবস্তুর বিকিরণ সাবাশ ব্যাখ্যা করেন ⭐
শক্তির ক্ষুদ্র গুচ্ছের নাম দেন কোয়ান্টা ⭐


📌 রবার্ট বয়েল

☞ সর্বপ্রথম মৌলিক পদার্থ সম্পর্কে ধারণা দেন ⭐

📌 ভাস্করাচার্য

☞ π এর মান নির্ণয় করেন

📌 থেলেস

☞ সূর্যগ্রহণ সম্পর্কে ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত ⭐

📌 কোপারনিকাস

সূর্যকেন্দ্রিক তত্ত্ব এবং চুম্বক বলের ধারণা দেন ⭐

📌 টলেমি

ভূকেন্দ্রিক তত্ত্ব আবিষ্কার করেন ⭐

© Nritika © SABAS
#SABAS@amarto_basicvalona

Читать полностью…

important Info + links

Content: রূপভেদ বা বহুরূপীতা:

Add করো: টিন(Sn) ধাতুর রূপভেদ তিনটি।

i.ধূসর (আলফা) টিন
ii. সাদা ( বিটা ) টিন
iii. রম্বিক (গামা) টিন

JU D + AFMC এর জন্য গুরুত্বপূর্ণ✅।

©Sayed

#Ju_D_Unit_Preparation

Читать полностью…

important Info + links

🔘 ভার্সিটি বায়োলজি : লাস্ট মোমেন্ট রিভিশন টপিক

✔️ জুলোজি শর্ট সিলেবাস

(সাজেশনগুলো যেকোনো পরীক্ষাতে কাজে আসবে ইনশাআল্লাহ)

©SABAS Edu #varsity

Читать полностью…

important Info + links

📌জাবি ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের জন্য কিছু সতর্কবার্তা-

১. মীর মশাররফ হোসেন হল গেইট (এমএইচ গেইট) থেকে ডেইরি গেট (মেইন গেইট) এর মাঝের জায়গা, ডেইরি গেট থেকে প্রান্তিক গেইটের মাঝের জায়গাটুকু সন্ধ্যার পর সবাই এভয়েড করবেন। ওখানে এই সময়টাতে ছিনতাইকারীরা বেশি তৎপর থাকে। এখানে প্রায়ই ছিনতাই হয়, আর গত ২  বছর আগের এডমিশন টেস্টে ছিনতাইকারীদের কোপ খেয়ে এপ্লিকেন্ট গুরুতর আহত হয়েছিলো। টাকা/পয়সা তো নিবেই, জীবন হুমকিতে পড়বে।

২. রাত ৯টার পর ডেইরি/প্রান্তিকের ওয়ভারব্রীজ পার হওয়ার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। একা থাকলে সতর্ক থাকুন।

৩. MH হল থেকে জীববিজ্ঞান অনুষদ পর্যন্ত রাস্তাটি সন্ধ্যার পর পরিহার করুন।

সৌজন্যে- JU Insiders

Читать полностью…
Subscribe to a channel