🔴 জানো Synthia কি?
- জানি। একটি মেয়ের নাম।
🔴 হাহা। না। এটি হলো বিশ্বের প্রথম সিনথেটিক জীব।
- ভাইরাস নাকি ব্যাকটেরিয়া নাকি মানুষ আবার🙄
🔴 ব্যাকটেরিয়া ✅
#biology
#mediaim_contents
পড়াশোনা চলছে তো!!!!💥🙂🙂
ভালো করে পড়াশোনা করো ভাইয়াপুরা,খালি স্বপ্ন দেখলেই হবে !! পত্তে হবে খুউব 🤭🤭⭐
💥💥HSC 24! Higher Math MCQ Compact Suggestion Sheet 🔥
ফার্স্ট পেপারের ৪ টি অধ্যায় কমপ্লিট হইছে। অন্তরীকরণ & যোগজীকরণ অধ্যায় কালকে রাতে এবং সেকেন্ড পেপারের অধ্যায়গুলো শুক্রবার রাতের মধ্যেই আপলোড দেয়া হবে ❤️
কম সময়ে MCQ এর জন্য প্রয়োজনীয় সবগুলো টাইপ রিভিউ করার জন্য পারফেক্ট কন্টেন্ট এই শিটগুলো। HSC পরীক্ষার জন্য প্রয়োজনীয় সবগুলো টাইপ কভার করা হয়েছে। প্রশ্নের ব্যাখ্যায় শর্টকাট টেকনিক সহ একদম সহজ ভাষায় নোট এড করে দেয়া হয়েছে 💥
ম্যাট্রিক্স ও নির্ণায়ক- 65
সরলরেখা- 72
বৃত্ত- 54
ত্রিকোণমিতি- 75
লিংক ::
https://drive.google.com/drive/folders/1yzH_qot6Cb5zph1wFAg3i31v-Y2aUb2B
📥Thanks to Abhi datta tushar Vai
#HSC #important
📥Gk booster dose একটা file দিচ্ছি MAT এর জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু info আছে পড়ে ফেলবে সবাই( শাওন ভাইয়াকে thanks), পরবর্তীতে একটা নোট share দিবো রিডিং দিবেন খালি 😇🤭💥💥💥💥
Читать полностью…হুশ 😒এসব বাদ দিয়ে পড় সব✊✊
🔰তাপোৎপাদী- তাপহারী বিক্রিয়া সমূহ 🔰
📌তাপোৎপাদী বিক্রিয়াঃ
▪️সকল দহন ও সংযোজন বিক্রিয়া তাপোৎপাদী বিক্রিয়া।
✅উদাহরণ-
🔹 H2+O2 ≈ H2O
🔹 C+O2 ≈ CO2
🔹 SO2+O2 ≈ SO3
🔹 CH4+O2 ≈ CO2+H2O
🔸 N2+3H2 ≈ 2NH3
📌তাপহারী বিক্রিয়াঃ
▪️সকল বিয়োজন বিক্রিয়া তাপহারী বিক্রিয়া।
✅উদাহরণ-
🔹 PCl5 ≈ PCl3+ Cl2
🔸 H2+I2 ≈ 2HI
🔸 N2+ O2 ≈ 2NO
🔸 C+S2 ≈ CS2
🔸 3O2 ≈ 2O3
-Ismail Ahmed Talha
(Premed 21 batch)
#mediaim_chemistry
#mediaim_contents
⚕ গুহ স্যার : অনুশীলনীর এমসিকিউ সল্ভ সিরিজ
💥💥রসায়ন ১ম পত্র
📌ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার
পার্ট-০১
/channel/ChemistryBEE/5996
পার্ট-০২
/channel/ChemistryBEE/6198
পার্ট-০৩
/channel/ChemistryBEE/6349
📌 গুণগত রসায়ন
পার্ট-০১
/channel/ChemistryBEE/6025
পার্ট-০২
/channel/ChemistryBEE/6233
পার্ট-০৩
/channel/ChemistryBEE/7721
📌 মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন
পার্ট-০১
/channel/ChemistryBEE/7687
পার্ট-০২
/channel/ChemistryBEE/8215
📌 রাসায়নিক পরিবর্তন
পার্ট-০১
/channel/ChemistryBEE/9274
পার্ট-০২
/channel/ChemistryBEE/10139
💥💥রসায়ন ২য় পত্র
📌 জৈব রসায়ন
পার্ট-০১
/channel/ChemistryBEE/6145
পার্ট-০২
/channel/ChemistryBEE/6431
পার্ট-০৩
/channel/ChemistryBEE/7531
পার্ট-০৪
/channel/ChemistryBEE/7571
পার্ট-০৫
/channel/ChemistryBEE/7663
[আপডেট হবে ইনশাআল্লাহ...]
#SABAS #chemistry
🌿সেমিকন্ডাক্টর ট্রিক্স-(আমার নিজের খুব প্যাঁচ লাগে দেখে বানালাম নেমোনিক্স🙂। সহজে মনে থাকলে avoid tricks)
🌿P-type সেমিকন্ডাকটর এর খেত্রে-
[ পরিমণি এসি তে বিজি]
পরিমনি- P-type বোঝাতে🙂
[এ- অ্যালুমিনিয়াম এর সাথে
সি- সিলিকনের ডোপায়ন.........]
তে
[বি- বোরণ এর সাথে
জি- জার্মেনিয়াম এর ডোপায়ন ]
🌿N-type এর ক্ষেত্রে
[ নুরের আজ ফাসি]
নূরের- N-type বোঝাতে
[আ-আর্সেনিক এর সাথে
জ- জার্মেনিয়াম এর ডোপায়ন ]
[ফা-ফসফরাস এর সাথে
সি- সিলিকনের ডোপায়ন ]
#physics #info
🕚📌আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানদের উঠে আসার গল্পগুলো কখনোই সহজ হয় না। ২০-২২ বছরের ক্যারিয়ারে এক দুর্বিষহ অধ্যায় পার করতে হয় এডমিশন পরিক্ষার মাধ্যমে।যেখানে গল্পের শুরুটা হয় বুক ফাটানো এক আত্নচিৎকার দিয়ে আর শেষটা দুফোটা অনাবিল সুখের অশ্রুফোটা দিয়ে।একজন পাবলিকিয়ান হওয়ার পরের গল্পগুলো যেমন খুবই রোমাঞ্চকর,ঠিক আগের গল্পগুলো তেমনই বেদনাদায়ক।
এডমিশন কোচিং এর সময় এক বড় ভাই বলছিলেন "এক সফল মানুষের পিছনে থাকে হাজারো অসাফল্যের ইতিহাস"। এই কথাটা আমার জীবনের সবচেয়ে বড় প্রেরনাদায়ক বানী। জীবনে হারতে হারতে জীবনযুদ্ধের এক পরাজিত সৈনিক আমি,তখন একটিবার সফলতার মুখ দেখার জন্য অসাফল্য সেই স্মৃতি গুলোকেই মূলধন হিসেবে নিলাম।
সেই সময়ের প্রতিটা রাত ছিল এক একটা উপন্যাসের পাতা, যেখানের চরিত্রগুলো ছিল অধরা সেই স্বপ্নকাননের মালা আর দৃশ্যগুলো কর্কটকাটাযুক্ত পথ। আপনি যদি একজন সত্যিকারের স্বপ্নদ্রষ্টা হন তাহলে না পাওয়ার পীড়াগুলো যদি আপনাকে প্রতি রাতেই ঘুম থেকে জাগিয়ে দিবে,মাঝরাতে হঠাৎ ঘুম ভাংবে স্বপ্নের ক্যাম্পাসে বিচরনের অদৃশ্যতার মাধ্যমে,সকালগুলো হবে স্বপ্নবুননের তাগিদে ভুলে যাওয়া আপনার দৈনিক কাজকর্ম। বিশ্বাস করুন বা নাই করুন,,,আপনি খাওয়ার প্রতিও ইন্টেনশন হারিয়ে ফেলবেন। কেমন জানি সত্যতায় রুপ নিবে সারাজীবন হাসির ছলে বলা এ,পি,জে,আব্দুল কালাম স্যারের সেই বানীটি" স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো,স্বপ্ন সেটাই যেটা তুমাকে ঘুমাতে দেয় না।
রাতের আকাশটা দেখার স্বপ্ন থাকে, মন চায় প্রেয়সীর হাতে হাত রেখে রাতের তারা গুনতে কিন্তু আপনি তখন জানালার পাশে টেবিলে বসে আপনার স্বপ্নের পিছনে ছুটছেন,মন তখন জানালার ফাকে রাতের আকাশের পানে টানবে না।রাত্রি যখন নীরব,আশপাশের পরিবেশ যখন নিশ্চুপ,আপনার চারপাশের পৃথিবী যখন শান্ত,আপনার তখনও ইচ্ছা হবে না আপনার চোখ দুটোকে এতোক্ষণেও একটু নিবিয়ে রাখি,আপনি চাইলেও পারবেননা পিঠটাকে চেয়ারের দেয়াল থেকে উঠিয়ে একটু মসৃন বিছানায় নিতে।কারন, রাতে কিছুক্ষন আগেই আপনি সেই লোকটার সাথে কথা বলেছেন যে তার জীবনকে বিসর্জন দিয়ে দিচ্ছে আপনার স্বপ্ন পূরনের তাগিদে,নেটওয়ার্ক এর ওপার থেকে ভেসে আসা সারাদিনের ক্লান্তি মিশ্রিত এক একটা বানী আপনার জন্য এক একটা নির্ঘুম রাত। "বাবা, তুই নিশ্চয় পারবি" কথাটার সাথে মিশে আছে হাজারো আকুতি, ভালোবাসা আর আত্মবিশ্বাস, যা আপনাকে আরও একবার জ্বলে উঠতে বলবে। আপনি যখন অধ্যয়নে ব্যাস্ত থাকবেন,শুধু এইটা ভাববেন না যে আমি একাই নির্ঘুম, আপনার অজান্তেই আপনার নয়নের মনি "মা" জায়নামাযে বসে খুদা তা'আলার কাছে ঠিকই আপনার সাফল্যের জন্য অঝোরে অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে। কষ্ট গুলো একা করে নিয়ে এভাবেই আপনার জন্য লড়ে যাচ্ছেন নির্দিধায়।সেই সময়টা যখন পৃথিবীটা আপনার কাছে মনে হবে বিষাদময় আর প্রতিটা চরিত্র আপনাকে বারবার বিষাক্ত করে তুলবে তখন মায়ের সেই দুটো কথায় আবার আপনি পুনসঞ্চারিত হবেন। সকল মৌলিক চাহিদাগুলো তখন শুধু নিয়ম হয়ে দাঁড়াবে আর আপনার একমাত্র চাহিদা হবে আপনার স্বপ্নের ক্যাম্পাস। ভুলে যেতে বাধ্য দেওয়ালের ওপারের কাব্যগুলোও। রাতের পর রাত কলরেটের হিসাব ভুলে রোমান্টিক কাব্য রচনায় ব্যাস্ত থাকা ছেলেটা কেমন জানি বাবার কিছু কথা শুনেই পালটে ফেলে সমস্ত প্রেক্ষাপট। তখন আর প্রেম কাব্য রচিত হয় না। এক হয় পড়ার টেবিল না হয় জায়নামাজ। আপনার পাশের বাসার আন্টি যখন আপনার মায়ের কাছে গিয়ে তার মেয়ের কথা খুব গর্বের সাথে বলতে থাকে তখন পাশেই নিশ্চুপ থাকা আপনি ভাবতে সক্ষম হোন থাকেন আপনার মায়ের মনের আকুলতাটাকে।বার বার হারিয়ে ফেলা নিজেকে আবার পুনর্গঠিত করতে ঝাপিয়ে পড়েন মায়ের মনের আকুলতা মিটাইতে। প্রতি রাতে বাবার সেই অতৃপ্ত, কিছু আক্ষেপ নিয়ে বলা কথা গুলো একবার হলেও ভাবিয়ে তুলবে।
গ্রাম থেকে দূরে কোথাও যাবেন স্বপ্ন পূরনের আশায়। "ব্যাপার না, মাথার উপর বাবা তো আছেই " বানীটা ভুলিয়ে দিবে আপনাকে যখন প্রতি রাতে মানুষটার অসহ্য কষ্টগুলো মায়ের মুখ থেকে শুনবেন। ব্যাস্ত হয়ে পড়বেন বাবার মুখে এক চিলিক হাসি ফুটাতে, ছটফট করতে থাকবে আপনার মনের ভিতরটা।
সে এক অদৃশ্য আগুন যা আপনাকে প্রতি নিয়তই জ্বালাবে। আপনার কাছের কোন এক বন্ধু চাকচিক্য পূর্ণ ফ্লাট বাসায় থাকে, ৫-৬ জন টিচারের কাছে পাঠ শিখে,হাত খরচ,খাওয়া দাওয়ার খরচ চোকাতে একটা ফোন কলই তার জন্য যথেষ্ট। সেখানে আপনি জ্বলতে থাকবেন আর প্রতি রাতেই স্বপ্ন বুনতে থাকবেন শহরের কোন এক চিপা গলির মেস বা কোনো এক সস্তা হোস্টেলে,যেখানে খাবারটা দেখা বারন শুধু চোখ বন্ধ করে গিলে নিবেন খুধার জ্বালা মিটাতে। আপনার হইতোবা পর্যাপ্ত বই থাকবে না কিন্তু আপনি ঠিকই কোনো পুরাতন বইয়ের লাইব্রেরী থেকে বই নিয়ে অভাব মিটাতে সক্ষম হবেন।
#confusion_killing
⭕পদার্থের অস্থায়ী কণিকার স্পিন সংখ্যা
🔰গ্লুওন /ফোটন/বোসন কণার স্পিন = +১
🔰W বোসন কণার স্পিন = +-১
🔰মিউওন কণার স্পিন = ১/২
🔥আরো জেনে নিই ,
হিগস বোসন ,মেসন এর স্পিন শুন্য🌻
ফার্মিয়ন কনা (ইলেকট্রন, প্রোটন,নিউট্রন) এর স্পিন =1/2🌻
#info
#confusing_topic
#mediaim_contents
কোকাকোলার বিতর্কিত বিজ্ঞাপনটি সরিয়ে ফেলা হলেও আমাদের মনে রাখতে হবে, বিজ্ঞাপনটি নির্মাণ করেছে - ডটবার্থ। প্রতিষ্ঠানটির প্রধান কর্তা হচ্ছেন - গাউসুল আজম শাওন।
এই প্রতিষ্ঠানটির মাদার প্রতিষ্ঠান হচ্ছে ট্রান্সকম গ্রুপ।
সেই সূত্রে,দৈনিক প্রথম আলো এবং ডটবার্থ একই গোয়ালের গরু।
~এহ্সান মাহমুদ
Drop your confusions in the comment box!
Video coming 🔜
https://www.facebook.com/groups/mediaim/permalink/2491801994361576/
⚠️ এলার্ট
বাদুড় পাখি না ❌ স্তন্যপায়ী ✅
তিমি মাছ না ❌ স্তন্যপায়ী ✅
চিংড়ি মাছ না ❌ আর্থ্রোপোড ✅
~ SABAS
#confusion #SABAS
#alert
🕚হালকা পড়ে ফেলেন;ঘুমানোর আগে -
#confusion_killing (তফসিল)
🟢৭ই মার্চের ভাষণ > ৫ম
🟢স্বাধীনতার ঘোষণা > ৬ষ্ঠ
🟢স্বাধীনতার ঘোষণাপত্র > ৭ম
#gk #mediaim
প্রায় বাইরে বের হলে,আমার কাছে একটা বই থাকেই।। আজকেও 'তিনিই আমার প্রাণের নবী' বইটা নিয়ে বিকেলে রমনা গেলাম একপাশে বসে পড়া শুরু করলাম।। ঢাকা শহরে রমনা / সোহরাওয়ার্দী উদ্যানের মতো এমন প্রাকৃতিক বিস্তৃত জায়গা তেমন একটা নেই।। তাই সেখানে প্রায় সময় হলেই চলে যাই।। পড়ন্ত বিকেলে রমনা হয়ে যখন ফার্মগেট আসি তখন বাস হতে নেমে রেস্তোরাঁয় বসে হালকা চা আর বই নিয়ে অনেকক্ষণ পড়লাম, সন্ধ্যে কোন ফাঁকে হয়ে গেলো টের পেলাম না। কিছু জিনিস চিন্তায় এলো -
আচ্ছা আপনার কোন প্রিয় মানুষ যদি আপনার হাত ধরে বলে " আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি, তুমি এই কাজটি কর" কাজটি যদি আপনার সাধ্যের মধ্যেই হয়৷ আপনি কি তাকে প্রত্যাখ্যান করতে পারবেন?
আচ্ছা ভাবুন তো স্বয়ং রাসুল সাল্লাল্লাহু আলাইহি সালামই যদি এসে আপনার হাত ধরে বলেন আপনি কি কোন ভাবেই প্রত্যাখান করবেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মুআয ইবনু জাবাল (রা.) এর হাত ধরে বললেন, হে মুআয, আল্লাহর কসম, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি৷ আমি তোমাকে ওসিয়ত করছি, প্রত্যেক নামাজের পর এই দুআ পড়া কখনো ছেড়ে দিয়াে না-
"হে আল্লাহ, আমাকে আপনার যিকির, আপনার কৃতজ্ঞতা আদায় এবং আপনার ইবাদাতগুলো সুন্দরভাবে আদায় করার তাওফিক দান করুন" (সুনানে আবি দাউদ, ১৫২২)....!
নিজেকে একবার মু'আয (রা.) এর জায়গায় কল্পনা করে দেখুন তো৷ আহা নবী সাল্লাল্লাহু আলাইহি সালাম'ই আমাকে যেনো বলছেন আমি তোমাকে ভালোবাসি,তুমি এই দোয়াটি সালাতের পর সবসময় পড়বে,কখনো ছেড়ে দিবেনা৷
📌Must read 📌
🧠সাবাশ ব্রেইন বুস্টার : পর্ব (০১-২০)
🧸Thanks to shaon vaia ❤️
#important
#SABAS #gk
💥💥টপিকঃ জয় বাংলা পত্রিকা💥💥
🔰 মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ আওয়ামী লীগের মুখপত্র ছিলো - জয় বাংলা ✅
🔰 সাপ্তাহিক জয়বাংলা প্রকাশিত হতো - মুজিবনগর থেকে ✅
🔰 জয় বাংলা পত্রিকার
- সম্পাদক : মতিন আহমদ চৌধুরী (ভারপ্রাপ্ত)
- প্রকাশক : আবদুল মান্নান
🔰 জয় বাংলা পত্রিকার প্রতিষ্ঠাকাল - ১১ মে ১৯৭১ ✅
⛔ সরকার অনুমোদিত বাংলাদেশের প্রথম পত্রিকা - জয় বাংলা 🔥
#SABAS #gk
©ShaonVaiya
এভাবে আকাশ দেখতে দেখতে মাঝে মধ্যে কিছু কাতুকুতু দেয় সেরেব্রাম এ লিখে ফেলি যা আসে মনে । এই যেমন এক বিজ্ঞপ্তি এলো এমন -
তোমার একদিনের খবর,
না পেলে
সারা শহর জুড়ে বিষন্নতায় ছেয়ে যায়!
তোমার নামে লেখা হয় সহস্র বেদনার কবিতা ও নিখোঁজ বিজ্ঞপ্তি!
তুমি কোন এক বিকেলে হারিয়ে গেছো,
তুমি কোন এক সকালে হারিয়ে গেছো,
তুমি কোন এক রজনীতে হারিয়ে গেছো,সেকথা আজও জানি নি!
তাই, তোমার'ই পথ চেয়ে এই শহরে এত বেদনার কবিতা ও বিজ্ঞপ্তি।
🟢নিউটন এর গতি সুত্রের কোনটি থেকে কী পাওয়া যায়.........
📌১ম সূত্রঃ
***জড়তা
***বলের সংজ্ঞা
📌২য় সুত্রঃ
***বলের অভিমুখ
***বলের পরিমাপ
***বলের গুণগত বৈশিষ্ট্য
***বলের একক
***একক বল
***বলের নিরপেক্ষ নীতি
***বলের সাথে ত্বরনের সম্পর্ক
📌৩য় সুত্রঃ
***ভরবেগের নিত্যতা সুত্র
***ভরবেগের সংরক্ষণ বিধি
#physics
#mediaim_contents
#important
🌼📍টপিকঃ তাপগতিবিদ্যার বিভিন্ন সূত্রের ধারণা
📌 সূত্র - ধারণা - প্রয়োগ
শূণ্যতম সূত্র - তাপমাত্রা - থার্মোমিটার
প্রথম সূত্র - অভ্যন্তরীণ শক্তি - ❌
দ্বিতীয় সূত্র - এনট্রপি - রেফ্রিজারেটর
📌 বিজ্ঞানীর নাম
- শূণ্যতম সূত্র দেন ফাউলার
- প্রথম সূত্র দেন জুল
- কাজ ও তাপের মধ্যে সম্পর্ক নির্ধারন করেন জুল
- প্রথম সূত্রকে সাধারণ ভাবে বর্ণনা করেন ক্লসিয়াস
#info #physics #SABAS
চলাফেরার জন্য আপনার কোনো ভালো জামা কাপড় থাকবে না কিন্তু তারপরেও একই কাপড়টা কেচে নিয়ে প্রতিদিন বের হতে আপনার একটুকুও বাধবে না।কারন আপনি তখন ভুলেই যাবেন বাহ্যিক সব চাকচিক্যতাকে।রাস্তার পাশে বা কোনো মোড়ে নানান স্বাদের খাবার প্রতি খায়েশ ঠিকই থাকবে কিন্তু,আপনার মানি ব্যাগ তাতে একটুও সারা দিবেনা। সুন্দরী কোনো মেয়ে দেখে ক্রাশ খাওয়ার আগে আপনাকে একবার মোবাইলের ব্যালেন্সটা চেক করতে হয়।। চলতে চলতে পরিক্ষা খুব কাছাকাছি এসে পড়ে। আবেদন করার জন্য আবার বাবার কষ্ট লুকানো পয়সা.....
আমার এখনো মনে আছে কিছু কিছু ভার্সিটির আবেদন লাস্ট ডেট ছাড়া করার কোনো সুযোগ ছিল না। ভালোবাসার দূত হয়ে থাকা কিছু সুখ দুঃখের বন্ধু হইতোবা আপনার দিকে হাত বাড়াবে,কাধে কাধ রাখবে।কিন্তু বেশির ভাগ চরিত্র গুলোই কেন জানি পালটি খেয়ে যাবে।খুব কাছের মানুশটাও যখন আপনার কথা মনে রাখবে না তখন আপনি আরোও একবার স্বার্থপর এই গ্রহের আসল পরিচয়টা পেয়ে যাবেন।
পরিক্ষা আসে, পরিক্ষা দেয়।
চারদিকে আপনার বন্ধু বান্ধবের সাফল্যের গল্প ভাসতে থাকে।
তারপর আপনিও কোনো এক ক্যাম্পাসের যোগ্য প্রার্থী নির্বাচিত হোন। আর এভাবেই রচিত হয় আমাদের মতো হাজারো মধ্যবিত্ত/নিম্ন-মধ্যবিত্তদের পাড়ি দেওয়া কর্কষময় এক পথের কাব্যগুলো।
©মোঃ সানোয়ার হোসাইন (সজীব) ভাইয়া
#confusion_killing
♻️স্নেহ বিপাকঃ
📛সংঘঠিত হয় বললে = রাইবোসোমে(স্থান বুজাচ্ছে)
✅স্নেহ/লিপিড সংশ্লেষণ = মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
✅লিপড সংশ্লেষণে জড়িত = গলগি বডি
📛বিপাক সাহায্য = মাইটোকন্ড্রিয়া
📛বিপাক নিয়ন্ত্রণ = গ্লাইঅক্সিসোম
📌 একইসাথে প্রোটিন সংশ্লেষ ও লিপিড বিপাক বললে - মাইটোকন্ড্রিয়া
#mediaim_biology
#mediaim_contents
তারা তাদেরকে জিজ্ঞাসা করবে: কোন কাজ তোমাদেরকে জাহান্নামে নিয়ে এল?
তারা বলবে: আমরা সালাত আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না।
সূরা: [আল-মুদ্দাসসির,৪২,৪৩]
At a glance দেখে নাও বাচ্চারা
#যেখানে_কনফিউশন_হতে_পারে
🔰জিনের প্রকারভেদ (VVI)
☑️ইন্টারমিডিয়েট জিন = অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিন
☑️মিউট্যান্ট জিন = জীবের মৃত্যুর জন্য দায়ী জিন
☑️সেমিলিথাল জিন = যেসব লিথাল জিনের প্রভাবে ৫০% এর বেশি জীব মারা যায়
☑️সাবভাইটাল জিন = যেসব লিথাল জিনের প্রভাবে ৫০% এর কম জীব মারা যায়
☑️পরিপূরক জিন = দুটি প্রকট জিন পরস্পরের পরিপূরক জিন
☑️এপিস্ট্যাটিক জিন = যে জিন অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়
☑️হাইপোস্ট্যাটিক জিন = যে জিনটি অপর জিনের কারণে প্রকাশে বাধা পায়
☑️পলিজিন = একটি মাত্র বৈশিষ্ট্য পলিজিন দ্বারা প্রকাশিত হয়।
#biology
#mediaim_contents
📌📌 এলার্ট
☞ RBC:WBC = 600:1
✅(RBC হচ্ছে আমজনতা, সংখ্যায় লক্ষ লক্ষ থাকে।
WBC হচ্ছে পুলিশ, কয়েক হাজার থাকে। একটা দেশে এভারেজে প্রতি ৬০০ জনের জন্য ১ জন পুলিশ। এভাবে মনে রাখবা)
☞ হিম:গ্লোবিন = 1:25
✅(হিম ২ অক্ষর, তাই পরিমাণে কম।
গ্লোবিন ৩ অক্ষর, তাই পরিমাণে বেশি। এভাবে মনে রাখবা)
~ SABAS
#confusion #SABAS
#alert
📥মানুষের শ্বসনতন্ত্রের অঙ্গসমূহ