amarto_basicvalona | Unsorted

Telegram-канал amarto_basicvalona - important Info + links

10528

Scientific name: amarto basicvalona । প্রয়োজনের তাগিদে বিভিন্ন প্লাটফর্ম হতে প্রাপ্ত তথ্য এখানে সংগ্রহ করে রাখা।। কোনো প্ল্যাটফর্ম, এর সাথে জড়িত নয়।। সকলের জন্য দুয়া আর শুভেচ্ছা🌱🌸🦋

Subscribe to a channel

important Info + links

📌দেহে কপার বিপাকের ত্রুটি - উইলসন ডিজিজ।

📌দেহে আয়রন বিপাকের ত্রুটি বললে - হিমোক্রোমাটোসিস।

#confusion_killing #biology

Читать полностью…

important Info + links

Don't focus on who's better than you,
Focus on yourself. It's always you vs yourself.👑

Читать полностью…

important Info + links

ও হ্যা মনে পড়েছে চাঁদে মুক্তিবেগ- 2.4km/s । সেই সাথে পৃথিবীর মুক্তিবেগ = 11.2km/s বা 7mile/s বা 2500mile/hr (1mile=1.6093km)

☕আরো কিছু মুক্তিবেগ:
বুধে - 4.3km/s
মঙ্গলে - 5km/s
শুক্রে - 10.3km/s
বৃহস্পতিতে - 59.5km/s

পড়ে ফেলিয়েন সবাই।❤️❤️

#physics #info

Читать полностью…

important Info + links

🕚🕚৭ যিলহজ্জ্ব, ইয়াওমুল জুমু'আ।

জিলহজ্জ্বের প্রথম জুম্মাহ'র রাত এটি। একে তো আল্লহ্'র শপথ করা বছরের সেই শ্রেষ্ঠ দশ রাতের এক রাত। তার ওপর আবার জুম্মাহ'র শ্রেষ্ঠতম রাত। আল্লহু আকবার। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মিলে শ্রেষ্ঠত্ব আরো গভীর হয়নি?

যিলহজ্জ্ব এবং জুম্মাহ স্পেশ্যল টাস্ক:

(১) রাতের শেষ তৃতীয়াংশে ফ্রেশ জামা পড়ে আতর খুশবো মেখে রবের কাছে ভিখারি হওয়া।

(২) কাল সন্ধ্যা নামার আগেই নবিজীর ﷺ প্রতি দুরুদ কমপক্ষে ৫০০০ বার‌। তাকবির কমপক্ষে ২০ বার, দু'আ কবুলের সিক্রেট কমপক্ষে ৩০০ বার , চেষ্টা করি ইন শা আল্লাহ।

Читать полностью…

important Info + links

📥🕚Hb এর সংখ্যা ভিত্তিক কিছু তথ্য পড়ে ফেলিয়েন ঘুম থেকে উঠেই:

১. মানুষের প্রতিটি লোহিত রক্ত কণিকায় প্রায় ২৭০ থেকে ২৮০ মিলিয়ন হিমোগ্লোবিন অণু থাকে

২.এক অণু হিমোগ্লোবিন চারটি হিম একক ও চারটি পলিপেপটাইড শৃঙ্খল  দ্বারা গঠিত

৩.সুস্থ দেহের প্রতি ১০০ মিলি লিটার রক্তে প্রায় ১৫ থেকে ১৬ গ্রাম হিমোগ্লোবিন থাকে

৪. হিমোগ্লোবিনের স্বাভাবিক মান 13-15 gm/dl (গড় 14.5 gm)

৫.প্রায় ৯৮ পারসেন্ট অক্সিজেন রাসায়নিক যৌগরূপে হিমোগ্লোবিনের সাথে পরিবাহিত হয়

৬.প্রায় ১০% কার্বন-ডাই-অক্সাইড কার্বামিনোহিমোগ্লোবিন রূপে পরিবাহিত হয় (মাজেদা ম্যাম)

৭. লোহিত রক্ত কণিকার কঠিন অংশের প্রায় ৯০% হিমোগ্লোবিন

৮. রক্তে হিম ও গ্লোবিন ১ঃ২৫ অনুপাতে থাকে

৯. হিমের ৩৩.৩৩ পার্সেন্ট লৌহ (Fe), পূর্ণবয়স্ক মানুষের সমগ্র রক্তে ৪-৫ গ্রাম লৌহ থাকে

১০. প্রতিটি হিমোগ্লোবিন চারটি হিম অংশ থাকায় এর চারটি ফেরাস অনু চার অনু অক্সিজেন যুক্ত করতে পারে

১১. প্রতিটি হিমোগ্লোবিন অনু ৫% হিম ও ৯৫% পার্সেন্ট গ্লোবিন নামক প্রোটিন দ্বারা গঠিত

১২. হিমোগ্লোবিনের আনবিক ওজন ৬৪,৪৫০ ডাল্টন

#mediaim_contents
#mediaim_biology

Читать полностью…

important Info + links

যাদের কাজকাম নেই,শুধুই স্ক্রলিং করতেছেন তাদের জন্য স্পেশাল জামের জুস 🥤 বহুত টেস্টি,কেউ খেতে চাইলে গাছের পাকা জাম নিয়ে চলে আসুন...বানিয়ে আপনাকে খাওয়াবো সাথেও আমিও খাবো😋🤭🤭

Читать полностью…

important Info + links

ফজর মিস করবো না ইন শা আল্লাহ।। আল্লাহ তৌফিক দিন।

Читать полностью…

important Info + links

Shortcuts for MAT Physics : 😉😉

√√কোনো গুলি তক্তার ভেতর S m প্রবেশ করে  বেগ হারালে আর কতটুকু প্রবেশ করবে -

1. বেগ 75% হ্রাস পেলে বা 25% হলে x= S/15 m প্রবেশ করতে পারে।

2. বেগ 1/3 হারালে x= 4S/5 m প্রবেশ করতে পারবে।

3. বেগ 1/3 হলে x= S/8 m প্রবেশ করতে পারবে।

4.বেগ 25% বা 1/4 হারালে x= 9S/7 প্রবেশ করতে পারবে।

5. বেগ অর্ধেক হারালে x = S/3 m প্রবেশ করতে পারবে।

উদাহরন -
√√কোনো গুলি তক্তার ভেতর ২.২৫ মিটার প্রবেশ করে ৭৫% বেগ হারালে আর কতটুকু প্রবেশ করবে?

= প্রবেশ করতে পারবে, x=২.২৫/১৫ মিটার = ০.১৫ মিটার (Ans)

Hope this will be helpful for MAT candidates 😃😃

Medha
(DMC -K-81)
#important #mediaim_physics

Читать полностью…

important Info + links

🟢🟢টপিকঃ গুরুত্বপূর্ণ কোষ/নালি/গ্রন্থির অবস্থান
#SABAS #info #biology

Читать полностью…

important Info + links

আকাশ কালো হয়ে এসেছে বৃষ্টি শুরু হলো।। আসেন কিছু পড়ে ফেলি।।

✅PH সমাচার

◾সাবান→৭-৮
•ট্রিকস: (সা)বান >সা > সাত(৭-৮)

◾শ্যান্পু→৫-৭
•ট্রিকস: শ্যা(ম্পু)>শেষে আছে প
প>>পাঁচ(৫-৭)

◾ফেস ওয়াস→৬-৮
•ট্রিকস:ফে(স) ওয়াস>স/ছ-ছয়(৬-৮)

◾টুথপেস্ট=৮
•ট্রিকস: টুথপেষ্ট>ট এর খেলা সব=আ(ট)


◾মায়ের চোখের পানি(৬.৬-৭.৬) Vs                মাতৃদুগ্ধ(৬.৬-৬.৯)

•ট্রিকস: চোখ যেহেতু দুইটা দেখুন চোখের পানির PH এ দশমিকের পর সংখ্যা দুইটাই সেইম। (৬.৬-৭.৬)


◾Anticeptic Mouth Wash-5.5
•ট্রিকস:সকাল সাড়ে ৫ টায় উঠলেই মাউথ ওয়াশ লাগে!

◾পাকস্হলী=১.৫-৩.৫(পাকস্থলীতে HCl ক্ষরিত হই তাই পাকস্থলী অম্লীয়)

◾ ক্ষুদ্রান্ত্র(পিত্তরস আসে)=৭.৫-৮(ক্ষারীয় পরিবেশ সৃষ্টি হই)

◾লালা=৬.২-৭.৪
•ট্রিকস: প্রথমে ১ বাড়ে, পরে ২ বাড়ে।
◾জীবতাত্ত্বিক PH=6.9-7.4(★★★)
◾ত্বক:
× বয়স্ক →চাপা>চার পাঁচ=৪-৫.৫
×বাচ্চা  →৫.৫-৭

◾বিয়া(র)=চা(র)=4

◾কৃষি জমির PH=3-9.5(বৃষ্টির পানির PH 3 এর চেয়ে কমে গেলে তখন তাকে এসিড বৃষ্টি বলে।)

★অম্লধর্মী মাটির PH বাড়াতে:(ক্ষারজাতীয় যোগ করব)

-চুন(CaO)
-লাইম স্টোন(CaCO3) 
-ডলোমাইট(CaCO3.MgCO3)

★ ক্ষারধর্মী মাটির PH কমাতে:(অম্লজাতীয় যোগ করব)

-নাইট্রেট সার(KNO3,NH4NO3)
-ফসফেট সার(সুপার ফসফেট,TSP,
    'DAP=(NH4)2 HPO4
-জিপসাম=CaSO4.2H2O

#chemistry ©Hamim

Читать полностью…

important Info + links

📌চ্যানেল যারা পরিচালনা করছেন-
🔖মুহাম্মদ আয়াত(JnU) -rest
🔖Umme mus'aab আপু(SUST)
🔖 হামীম জহুর (শেরে বাংলা মেডিকেল কলেজ)
🌸 একজন বিশ্রামে
চেষ্টা থাকবে এডমিশনে প্রয়োজনীয় সঠিক তথ্য সরবারহ করা, তবে আমাদের যেকোনো ধরণের ভুলত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।।

🎀প্রয়োজনীয় হ্যাসট্যাগ গুলো(Update হবে)


#Night_Dose
#info
#important
#MCQ_Daily
#Medilogy_Physics
#medilogy_chemistry
#mediaim_contents
#SABAS
#gk  #reminder
#HSC #strategy
#MediAimGiveAtry
#MediAim_Model_Test
#যেখানে_কনফিউশন_হতে_পারে
#mediphysics
#mediaim_physics
#mediorganic
#mediaim_chemistry
#note 
#medilogy #agri
#gupta
#BOB       #BH
#Problem_box
#MediAimGapSeries
#Vocab_Armory
#Dontskip         #biology
#Ashbe_na_bro    #JU_D
#last_moment।   #revise
#medhaapu       #box
#extracting_info #gst
#triplebondchemistry

Читать полностью…

important Info + links

এ আশা বুকে নিয়ে শত আশা পাড়ি দিয়ে ক্লাস করে বুঝলাম, না পড়লেই পেন্ডিং আর সাপ্লি 🙂


মাই ডেয়ার জুনিয়র'স:
এডমিশনে চান্স পাওয়ার পর যা ইচ্ছে করা যায় বলা হই কারণ এরপর পড়ার চাপে তেমন কিছুই করার থাকে না আর 🙂

Читать полностью…

important Info + links

মোবাইলেই অর্ধেক জীবন ঢেলে দিচ্ছি।
টের পাচ্ছি কিন্তু বদলাচ্ছি না!
ধিক্কার নিজের প্রতি °_°

Читать полностью…

important Info + links

মোবাইলের নেশা আছে আর জীবনে ভালো কিছু করতে পেরেছে, এই দুইটা জিনিস কখনোই একসাথে করতে পারবা না: শায়েখ আহমাদুল্লাহ

Читать полностью…

important Info + links

⛔পড়ে ফেলি⛔

✅coastal cartilage থাকে+ প্রকৃত- ১ম ৭ জোড়া পর্শুকা/ribs

✅Coastal arch গঠন+ অপ্রকৃত- ৮ম, ৯ম ও ১০ম জোড়া

✅ভাসমান পর্শুকা- ১১শ ও ১২শ জোড়া

✅আদর্শ পর্শুকা- ৩য় থেকে ৯ম জোড়া

#mediaim
#confusion_killing

Читать полностью…

important Info + links

📥📥লঘিষ্ঠ গণন,

☞ মিটার স্কেল - 0.1 cm
☞ স্লাইড ক্যালিপার্স - 0.001 cm
☞ স্ক্রু গজ, স্ফেরোমিটার - 0.0001 cm


#physics #SABAS
#confusion

Читать полностью…

important Info + links

#confusion_killing

⭐মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল স্বাক্ষরিত হয়>রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান)

⭐পাকবাহিনী অস্ত্র সমর্পণ করে> ঢাকা সেনানিবাস গলফ মাঠে।

🕚শিখা চিরন্তন> ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে

🕚শিখা অনির্বাণ> ঢাকা সেনানিবাসে

📥 শেখ মুজিবকে 'বঙ্গবন্ধু' উপাধি দেয়া হয়>রেসকোর্স ময়দানে

📥 শেখ মুজিবকে 'জাতির জনক' ঘোষনা করা হয়>পল্টন ময়দানে

A happy good morning to everyone
#gk #info #important

Читать полностью…

important Info + links

এইটা natural, একটু বেশি সুন্দর, যদিও মেঘের কারণে তেমন দেখা যাচ্ছে না ভালো করে।।🌸☕

Читать полностью…

important Info + links

সফরসঙ্গী হিসেবে আল্লহ'র রসূল এবং সাহাবা কিরামের জীবনী অন্তরপটে থাকলেই যথেষ্ট।
اللهم صل على محمد و على ال محمد
(رضي الله عنهم‌‎)

Читать полностью…

important Info + links

আর হ্যা জাম কিন্তু C3 উদ্ভিদ একই সাথে প্রকৃত ফল।। এছাড়াও এর পাতার ধরন -সিম্পল লিফ এবং Porogamy এর example এ পাবেন এই কিউট ফলকে পাশাপাশি এতে এস্টার হিসেবে ইথাইল বিউটানয়েট রয়েছে।। নেন কিছু ইনফো ও জানা হয়ে গেলো 🙂🙂❤️⭐

Читать полностью…

important Info + links

পড়া বাকি থাকলে রিভাইজ দিয়ে ঘুমাইয়েন ভাইয়া আপুরা।। সকালে উঠে আবার ঐটা এক নজরে দেখে নিবেন

Читать полностью…

important Info + links

🟢আবু হুরায়রা রাযি. বলেন,
যে ঘরে কুরআন তিলাওয়াত হয় সে ঘরে কল্যাণ ও বরকত বৃদ্ধি পায়। রহমতের ফেরেশতাদের পদচারণা ঘটে। শয়তান সেখান থেকে পলায়ন করে। আর যে ঘরে কুরআন তিলাওয়াত হয় না তাদের রিযিকে সংকীর্ণতা চলে আসে। সেখান থেকে রহমত ও বরকত চলে যায়। শয়তানের আনাগোনা বৃদ্ধি পায়। রহমতের ফেরেশতারা সেখান থেকে বিদায় নেয়।

বই : কুরআন অনুধাবন : পদ্ধতি ও সতর্কতা [পৃষ্ঠা: ৮৭]

🕚শুক্রবার রিমাইন্ডার 🕚
📌সূরা কাহফ সম্পূর্ণ তিলাওয়াত
📌দরুদ
📌ইস্তিগফার
📌বেশি বেশি দুয়া মাজলুম ও নিজেদের জন্য

#reminder

Читать полностью…

important Info + links

আল্লাহ আমার জন্য যা পছন্দ করেছেন, আমি কখনও তা অপছন্দ করিনা।
প্রত্যেক মুসিবতের বিনিময় আছে,
প্রত্যেক অসুস্থতার বিনিময় আছে , আল্লাহর উপর সন্তুষ্টির বিনিময় আছে,
দারিদ্র্যতার পুরষ্কার আছে,
ধৈর্য্যের পুরষ্কার আছে,

প্রতিটা কষ্টের বিনিময় জান্নাত,ইন শা আল্লাহ।।

Читать полностью…

important Info + links

আল্লাহুম্মা সাইয়্যেবান নাফিআ

অর্থ : ‘হে আল্লাহ! আপনি মুষলধারায় যে বৃষ্টি দিচ্ছেন, তা যেন আমাদের জন্য উপকারি হয়।'

-বুখারি : ১০৩২

Читать полностью…

important Info + links

পড় সব।। না পড়লে উত্তম মধ্যম পড়বে।। এখানে অনেক কন্টেন্ট আছে ফ্রি টাইম হলেই পড়ে ফেলবা।। বিকেলে জাস্ট রেস্ট নিবা কেমন!!😇

আরেকটা আছে #confusion_killing
Ekhaneo আস্তে আস্তে সব আসবে।

Читать полностью…

important Info + links

কেরে!! এইনে এত কথা কেন,2hour nai দেখে আমার নামে স্বরযন্ত্র হচ্ছে 😕😕
Mute মারতেছি দুই cute people কে 🕚

Читать полностью…

important Info + links

হাম্রা তো বাসসিডি তে সান্স পেয়ে গেসি।
একন প্রলেকা না করলেও সলে

Читать полностью…

important Info + links

এই জন্যই আয়াত নামের ছেলেটার পতন এখন সময়ের ব্যাপার 💔

Читать полностью…

important Info + links

📌টপিকঃ বিভিন্ন অস্থির প্রসেস সমূহ⭐

#SABAS #biology

Читать полностью…

important Info + links

🟢📥খুব ভালমত পড়ালেখা করার পরেও মেডিকেলে চান্স মিস হতে পারে যেসব কারণে:

১.অনুশীলনী মুখস্থ না করা:
অনুশীলনীর প্রশ্ন সলভ করা কিংবা অনুশীলনী থেকে কমন আসে এটা জানার সাথে অনুশীলনী মুখস্থ করার পার্থক্য আছে। অনুশীলনী ঠাটায় মুখস্থ না করলে এই জামানায় চান্স পাওয়া টাফ। (হাজারী, কবির; ইসহাক, তপন; মাজেদা, অক্ষরপত্র)।

২.ক্রিটিক্যাল থিংকিং:
২০১৮ আর ২০২২ এর অল্প কিছু প্রশ্ন বাদ দিলে মেডিকেলের প্রশ্ন হয় 'ধর তক্তা মার পেরেক' টাইপ। মানে তেমন কোনও প্যাচ থাকে না। এখানে বেশি গবেষণা করা, ডাবল মিনিং বের করা, একাধিক এন্সার খোঁজা- এসব করতে গেলে মারা খেয়ে চাতালে উঠে যাবা।

৩.সেইম ভুলের রিপিটেশন:
তুমি যদি আসলেই ভালমত পড়ালেখা করো+প্রশ্ন ব্যাংক সলভ করো, একই রকম প্রশ্ন একাধিকবার দেখবা। এর মধ্যে কিছু প্রশ্ন মেডিকেলেও আসবে। প্র্যাকটিসের সময় ভুলগুলো না শুধরাতে পারলে কোয়েশ্চেন ব্যাংক সলভের কাজটাই বেকার।

৪.'মুই কী হনু' মেন্টালিটি:
তুমি যদি দুইবার ফুল সিলেবাস কমপ্লিট করো, যেকোনও কোচিং এর অলিম্পিয়াডে তুমি ভাল করবা। এইখান থেকে ডিলিউশন ক্রিয়েট হবে যে তুমি কমন জিনিসগুলা না পড়েও পারো। এই চিন্তা একবার মাথায় ঢুকলে তোমার মেডিকেল প্রিপারেশনের হোগামারা সারা।

৫.টিচারের মন রক্ষা করার চেষ্টা করা:
এডমিশনে বা প্রিমেডিকেলে খুব কম সময় পাওয়া যায়। এইসময় অনেক টিচারকেই তোমার ইনইফেক্টিভ মনে হবে। অনেক টিচারের পরীক্ষার সিস্টেম তোমার পছন্দ হবে না। তোমার কাজ হবে নিজের জন্য বেস্ট কম্বিনেশনটা খুঁজে নেয়া। সেটা না করে দীর্ঘদিন পড়ছো বা টাকা দিয়ে ভর্তি হইছো তাই টিচারের মন রক্ষার জন্য লুথা পরীক্ষা বা পড়ালেখা কন্টিনিউ করলে আখেরি মারা খেয়ে যাবা।

যে পড়ালেখা করে না, সে চান্স না পেলে দুনিয়ার বা তার নিজের কিছু যায় আসে না। কিন্তু পড়ালেখা করা মানুষজনের স্বপ্নভঙ্গ খুব ড্যাঞ্জারাস ব্যাপার। ছোটখাটো সমস্যাগুলো খুঁজে বের করে সলভ করা তাই জরুরী।

©𝐃𝐫.𝐇𝐚𝐬𝐚𝐧 𝐑𝐚𝐬𝐡𝐞𝐝 (𝐌𝐁𝐁𝐒) ভাই
#strategy

Читать полностью…
Subscribe to a channel