📌খেয়াল রাখি ইন শা আল্লাহ:
হজরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত- রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি আল্লাহর তায়ালার সন্তুষ্টি অর্জনের আশায় দুই ঈদের রাতে জাগরণ (ইবাদত-বন্দেগি) করবে; তার কলব ওই (কিয়ামতের) দিনেও মরবে না, যে দিন (ভয়ঙ্কর ও বিভীষিকাময় পরিস্থিতির কারণে) মানুষের অন্তরসমূহ মারা যাবে।’ (ইবনে মাযাহ)
👽বেশি কথা হবে না, পড়াশোনা চলছে চলবে🐸
কৃমি বনাম Creamy 💁♂️
⭕কৃমিঃ
☑️চোখ কৃমি - Loa loa
☑️যকৃত কৃমি - Fasciola hepatica
☑️ফিতা কৃমি- Taenia solium
☑️সালমন কৃমি - Gyrodactylus corti
☑️রক্ত কৃমি- Schistosoma mansoni
☑️গোদ রোগের কৃমি --Wuchereria bancrofti
☑️গোল কৃমি - Ascaris lumbricoides
⭕Creamy :
☑️ক্রিম এক ধরনের ইমালশন
☑️ক্রিমের এজিং এর তাপমাত্রা = ৫-১০° সেলসিয়াস
☑️ক্রিমে চর্বির পরিমাণ= ৩৫-৪০℅
☑️ক্রিমে পানির পরিমাণ=৩৪℅
#chemistry #biology
#mediaim_contents
📌চ্যানেল যারা পরিচালনা করছেন-
🔖মুহাম্মদ আয়াত(JnU)
🔖Umme mus'aab আপু(SUST)
🔖 হামীম জহুর (শেরে বাংলা মেডিকেল কলেজ,বরিশাল)
চেষ্টা থাকবে এডমিশনে প্রয়োজনীয় সঠিক তথ্য সরবারহ করা, তবে আমাদের যেকোনো ধরণের ভুলত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।
#ngl_ask
শুকরিয়া। গ্রুপের 3 জন এডমিন ই চেষ্টা করে যাচ্ছেন যতোটুকু mentally support দেয়া যায়।। আমাদের জন্যেও দুয়া করবেন ।। আপনাদের পথচলা আল্লাহ সহজ করে দিন আমীন ।
#ngl_ask
تَقَبَّلَ اللّٰهُ مِنَّا وَمِنْكُمْ
" তাক্বব্বালাল্ল-হু মিন্না- ওয়া মিংকুম "
🌹 "আল্লাহ আমার এবং আপনার সহ সকলের সৎকর্মগুলো কবুল করুন।"🌹 🌿
🌙 ❝ ঈদ মুবারক 🌙
সহজ হিসাব, গড় বললে 37°C বা যদি প্রশ্নে একটা তাপমাত্রা থাকে তাহলে 37°C তাপমাত্রা হবে।
আর রেঞ্জ বললে 35-40°C. pH এর ক্ষেত্রেও তাই, রেঞ্জ ৬-৯ Accurate বললে ৭.
Optimum temperature, range এইটা নতুন কিছুনা। অপশনে শুধু একটা তাপমাত্রা থাকলে বা pH থাকলে যেইটা করেছি সেইটা করবেন। রেঞ্জ চাইলে ৩৫-৪০ আর ৬-৯
আশা করি আর সমস্যা নেই।।
মেডিকেলে প্রশ্নের সাথে লিখে দেয় না, প্রশ্নটি বায়োলজি থেকে করছি, উমুক অধ্যায় থেকে করেছি বা রসায়ন থেকে করছি। অপশন বুঝে উওর করতে হবে।
#biology
আম্মু যদি গরু কিনতে যাইতো তাইলে সবাই যেই গরু ১-১.৫ লাখে কিনে, আম্মু সেই গরু ৫০ হাজারে নিয়ে আসতো। দামাদামিতে বাঙ্গালী আম্মুরা বিশ্বসেরা...
Читать полностью…🏆Short note #physics
🏀নিউটন স্যারের গতিসূত্র গুলো থেকে যা জানতে পারি
⭕✅১ম সূত্র
⛳🎯জড়তা
⛳🎯বলের সংজ্ঞা
⭕✅২য় সূত্র
⛳🎯বলের অভিমুখ
⛳🎯বলের পরিমাপ
⛳🎯ত্বরণের অভিমুখ
⛳🎯মেডিএইম ঠিকানা
⛳🎯বলের গুণগত বৈশিষ্ট্য
⛳🎯বলের সাথে ত্বরণের সম্পর্ক
বলের একক
⛳🎯বলের নিরপেক্ষ নীতি
⭕✅৩য় সূত্র
⛳🎯বলের পারস্পরিক ক্রিয়ার সূত্র
⛳🎯ভরবেগের নিত্যতা+সংরক্ষণ সূত্র
⛳🎯রকেটের উড্ডয়নকাল
#mediaim_contents
#mediaim_physics
⭐JU preparation:
( বিগত বছরের qna গুলো দেখবা অবশ্যই,qna প্যাটার্ন সম্পর্কে ক্লিয়ার হবা)
📌Bangla / বাংলা
কবি পরিচিতি+ ছন্দ+শব্দার্থ+ সন্ধি + সমাস+ বাগধারা + বিপরীত শব্দ + সমার্থক শব্দ + এক কথায় প্রকাশ এই টাইপ গুলো বেশি আসে দেখলাম,, নির্দিষ্ট সিলেবাস বলা tough তাই ভালো হয় বিগত বছরের qn gulo দেখা।। DU A/D এর bangla গুলো দেখিও টাইম পেলে,, না দেখলে জাস্ট বিগত বছরের গুলো পড়ে যাবা। টাইপ কমন আসে।।
📌জাবি english 4 মার্কস নিশ্চিত করতে যা পড়তেই হবে (অ্যানালাইসিস অনুযায়ী) -
✅Spelling ( এটা মিস হয় না। একটা তো থাকবেই। মাঝে মাঝে দুইটাও দিয়ে দেয়)
✅Synonym /Antonym
✅ Preposition (জাবির প্রিয় টপিকস)
✅ Right form of verb / Subject verb agreement
✅Tense ( A unit এর জন্য আরো কিছু পড়া লাগবে, পরে বলবো নে)
এই টপিকসগুলো ভালো করে পড়লে ইংরেজীতে পুরো কাপায়ে দিতে পারবা। এটা কোনো সাজেশন না। অ্যানালাইসিস করে এটাই পেয়েছি। কমন না পড়িলে কর্তৃপক্ষ দায়ী নয়।😑😑but এগুলা মাস্ট পড়বা
#ngl_ask
📌পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া কৌশল। একসাথে লিখা আছে মতবাদ গুলো (summary)। মতবাদ পড়ে এই chart টা দেখলেই ক্লিয়ার হবা।।
#biology #important
অনেকেই দিয়েছে এইগুলো। ইউটিউব এ পাবা।। তবে বায়োলজি হেটার্স এর প্লেলিস্ট টা দেখতে পারো।।
biologyhaters?si=0o0ILkTQRU_dWY_q" rel="nofollow">https://youtube.com/@biologyhaters?si=0o0ILkTQRU_dWY_q
#ngl_ask
কালকে কোনো পড়াশোনা হবে না, একদম আনন্দে কাটাবেন।। তাও surprise হিসেবে Mediaim page এ organic rapid হবে I think, গতবার ও হয়েছে huge response ছিল।। পারলে ঐটাতে থাইকেন।। সবার জন্য দুআ।
Читать полностью…Grp এ টাইম দিয়ে আমার কি লাভ হয় যারা বলেছিলা; এগুলোই আমার প্রাপ্তি....
Opu vai , Hafiz vai, Emon vai,Apar Vai,Razib vai,Sumon vai,Fahad Vai shoho aro oneker student ami..... কৃতজ্ঞ আমি তাদের সবার প্রতিই, কারণ তাদের সবার থেকেই আমি অনেক কিছু শিখেছি।। আল্লাহ সকলের রিযক ও হায়াতে বরকত দিন।তাদের সুস্থতার মত নেয়ামত দিন, যাতে স্টুডেন্টস দের সার্বিক ভাবে সহযোগিতা করতে পারেন।আমিন।
❤️It was a complement from a smiling, gentle man and also a very good hearted teacher,thank you vaia 🌸
‘তোমাদের কোরবানির পশুর গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে তোমাদের মনের তাকওয়া। সৎকর্মশীলদের সুসংবাদ দাও।’(সূরা হজ, আয়াত ৩৭)।
আল্লাহ আমাদের কোরবানিগুলো কবুল করুন। আমিন।
তাকাবালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ✨
বান্দা তার রবের কাছে যত বেশি কাকুতি-মিনতির সাথে চায়, আল্লাহ তাকে ততই ভালোবাসেন, তত বেশি কাছে টেনে নেন এবং ততই দান করেন।
~ ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ
[ হাদিউল আরওয়াহ: পৃ. ৯১ ]
মূল্যবান সময় গুলো কিন্তু চলে যাচ্ছে, তাই আর দেরি না করে রবের কাছে কান্না করে ভিখারির মতো চাইতে থাকুন। যা যা লাগবে সবকিছুই চাইতে থাকুন। এছাড়া আরাফার শ্রেষ্ঠ দোয়া এবং দুরুদ পড়তে যেন না ভুলি...
হয় তারা হাটে গেলে যা হবে --
ভাই আরেকটু ডিপ কালার দেখান।
ভাই এটা না একটু হালকা মোটা হলে ভালো হতো। গায়ের রং উঠে যাবে নাতো??
লেজের চুলগুলো সফট না কেনো।
আরেকটু কমের মধ্যে গরজিয়াস দেখান🙂👍
- আণ্টি গরু কিনবেন না?
মা: ঘরের গরুগুলারে পাইলাই কুল পাইনা,আবার কিনতে যামু কোন দুঃখে!
মান সম্মান; হাহা
বেশি টাইম লাগলে এখন Qbank থেকে প্রশ্ন পড়েন+ প্র্যাকটিস করেন।। অল্প টাইমে এখন new কোনো ইনফো পড়া লাগবে না।। যা পড়েছেন ওইগুলো রিভাইজ দেন । ফর্মুলা গুলো দেখেন।। Physics math লাস্ট মোমেন্ট এ "physics Hunters" page Kichu free class আছে খুউব ই effective...Sumon ভাইয়ার SVSL টেকনিক সহ আছে।। ঐ suggestion ক্লাস গুলো অন্তত দেখে যাইয়েন।
#ngl_ask
⭐পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া > তিন বিজ্ঞানীর তিন ব্যাখ্যা 🤭🤭
📌আমরা জানি, রাতে বেলা সূর্যালোক না থাকায় সালোকসংশ্লেষণ বন্ধ হয়ে যায় কিন্তু শ্বসন চলতে থাকে বিধায় CO2 বেশি উৎপন্ন হয়। (শ্বসনের বিক্রিয়াটি দেখো)
🎯আর দিনের বেলায় CO2 সালোকসংশ্লেষণে ব্যবহৃত হয়ে যায় বিধায় কার্বন ডাই-অক্সাইড কম থাকে।
🎯পত্ররন্ধ্র খোলাঃ দিনের বেলায় CO2 কম থাকে যার ফলে CO2 পানির সাথে বিক্রিয়া করে যে কার্বনিক এসিড (H2CO3) উৎপন্ন করে তা কম। এতে pH বেড়ে যায়। (কারণ আমরা জানি pH=-log[H+])। pH বেড়ে গেলে অদ্রবনীয় শ্বেতসার চিনিতে রুপান্তরিত হয় আর আমরা জানি চিনি পানিতে দ্রবনীয় এখন রক্ষীকোষে অন্তঃঅভিস্রবণ প্রক্রিয়ায় পানি প্রবেশ করবে ফলে রক্ষীকোষ স্ফীতি হবে যার ফলে পত্ররন্ধ্র খোলে যাবে দিনের বেলায়।
🎯পত্ররন্ধ্র বন্ধ হওয়াঃ রাত্রিতে CO2 বেশি থাকে যার ফলে CO2 পানির সাথে বিক্রিয়া করে যে কার্বনিক এসিড (H2CO3) উৎপন্ন করে তা বেশি। এতে pH কমে যায়। (কারণ আমরা জানি pH=-log[H+])। pH কমে গেলে কোষস্থ দ্রবনীয় চিনি অদ্রবনীয় শ্বেতসারে পরিণত হয় আর আমরা জানি শ্বেতসার পানিতে অদ্রবনীয় এখন রক্ষীকোষে বহিঃঅভিস্রবণ প্রক্রিয়ায় পানি বের হয়ে যায় ফলে রক্ষীকোষ স্ফীতি কমে যায় যার ফলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায় রাতের বেলায়।
⭐Von Mohl > "রক্ষীকোষের স্ফীতির" পরিবর্তন > পত্ররন্ধ্র খোলা-বন্ধ হওয়ার প্রধান কারণ।
⭐F. E. Loyd > স্টার্চ-শ্যুগার মতবাদ
⭐Sayre (pH)> শ্বেতসার ও চিনির আন্তঃপরিবর্তন "কোষরসের pH" এর জন্য ঘটে থাকে।
#biology
English এর জন্য English healer এর উপরে কথা নেই।। তবে মাষ্টার বই থাকলে সেখান থেকেই practice করতে পারো।। জিকে এর জন্য retina/ unmesh/ medico/ jubayers gk/ খন্দকার gk একটা হলেই হবে।। রিসেন্ট ইনফো গুলো ও পড়তে হবে।। এর জন্য current affairs দেখতে পারো।।
🎯Eng+জিকে ধারা::
MAT>BCS>DAT>DU > CU ক্রমে পড়বা।।
#ngl_ask
যতক্ষণ তোমার পড়া/ daily target 🎯 শেষ না হবে পড়তে থাকবে।। টাইম তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি একটা চ্যাপ্টার কতো ভালো ভাবে পড়েছো আগে। যখন দেখবা একটা চ্যাপ্টার এর সব টপিক গুলো তোমার জন্য হয়ে গেছে। Question দেখে অন্তত এইটুকু বুঝতে পারবে যে - এই question টা চ্যাপ্টার এর কোন টপিক থেকে এসেছে এবং ans করতে পারছো তাহলে বুঝবে রিভাইজ হচ্ছে ঠিকঠাক।। তবে রিভাইজ এর ক্ষেত্রে এই লিখাটা follow করো।
#ngl_ask