amarto_basicvalona | Unsorted

Telegram-канал amarto_basicvalona - important Info + links

10528

Scientific name: amarto basicvalona । প্রয়োজনের তাগিদে বিভিন্ন প্লাটফর্ম হতে প্রাপ্ত তথ্য এখানে সংগ্রহ করে রাখা।। কোনো প্ল্যাটফর্ম, এর সাথে জড়িত নয়।। সকলের জন্য দুয়া আর শুভেচ্ছা🌱🌸🦋

Subscribe to a channel

important Info + links

কিডনি ২টা লাগবে বললো কেন আয়াত ভাই?



৩টা কিডনি লাগার কথা!

Читать полностью…

important Info + links

📌টেলোমিয়ারের দৈর্ঘ্য-
⭐জন্মকালে ৮০০০ bp,
⭐৩৫ বছরে ৩০০০ bp,
⭐৬৫ বছর বয়সে ১৫০০ bp

#biology

Читать полностью…

important Info + links

তাই নাকি
কে দিতে চায় শুনি
ঈদুল ফিতরের বইটা পাঠান নি এখনো।
ঈদুল আযহা চলে এসেছে😏।

Читать полностью…

important Info + links

আপুকে সবাই দিতে চাই,আপু নিতে চায় না।। কারণ আপু বড়লোকস, উনার নেক্সট টার্গেট SUST এর মালিকানায় ভাগ বসানো, কিছু বললেই বই চেয়ে বসবে,তাই আমাদের মত গরিব ভাইদের পক্ষ থেকে বেশি বেশি দুয়া দেই তাকে।। হ্যা, আপুমনি অনেক ভালো, তবে irony বেশি করে😐।।

#ngl_ask

Читать полностью…

important Info + links

🔴অপারেশন ব্লিটজ ( অপারেশন সার্চ লাইট এর আগের নাম )

🟠অপারেশন বিগ বার্ড ( শেখ মুজিবকে গ্রেফতার করার অপারেশন)

🟢অপারেশন ক্লোজডোর ( অস্ত্র জমা দেয়ার অপারেশন )

🔵অপারেশন জ্যাকপট ( ১৫ আগস্ট,১৯৭১,নদীপথে সংঘটিত অপারেশন)

#gk #info

Читать полностью…

important Info + links

Breakfast তৈরি করলাম।বেলা প্রায় ৩ টা।
এখন বারান্দায় বসে আকাশ দেখে দেখে নাস্তা করবো।
আপনারা তো গোশত-রুটি নিয়ে আসেন নি🙂।

Читать полностью…

important Info + links

আপনি তো আমার বাড়ির পাশে আছেন।
আপাতত গরু গোশত নেই বাসায়।বার্গার,পরোটা,চিকেন,পুডিং,সেমাই খেতে পারবেন,চলে আসেন।

Читать полностью…

important Info + links

Amar basay tomar দাওয়াত ❤️❤️

Читать полностью…

important Info + links

সকাল থেকে এখন পর্যন্ত এক গ্লাস পানি না খেয়ে থাকা Happy Eid day🥲
গোশত-রুটি নিয়ে বেড়াতে আসেন গায়েস

Читать полностью…

important Info + links

📡শুনুন এমন প্রশ্ন থাকলে মনে রাখবেন যৌগ বা লবণটির ক‍্যাটায়ন হবে ক্ষার এবং অ‍্যানায়ন হবে এসিড

✅1: NaCl
cation :NaOH
anion :Hcl
বুঝতেই পারছি এটা প্রশম। তাই pH 7

✅2: CuSO4
cation :Cu(OH)2
anion :H2SO4
নিঃসন্দেহে H2SO4 তীব্র তাই জলীয় দ্রবণ অম্লীয় হবে তাই pH<7

✅3:NH4Cl
cation :NH4OH (দুর্বল ক্ষার)
anion : HCl (তীব্র এসিড)
তাই দ্রবণ অম্লীয়
pH<7

✅4.:Na2CO3
cation :NaOH(তীব্র ক্ষার)
anion :H2CO3(দুর্বল এসিড)
দ্রবণ ক্ষারীয়
pH>7

#chemistry

Читать полностью…

important Info + links

Sylhet এর অবস্থা ভীষণ খারাপ।। পানি উঠেছে বেশ,অনেক জায়গায় বন্যা হয়েছে।। সবাই যাতে সুস্থ থাকে, জান মালের যাতে ক্ষতি না হয় এজন্য
তাদের জন্য সবাই মন থেকে দুয়া করবো ইন শা আল্লাহ।।

Читать полностью…

important Info + links

📌ভাইয়া আমি সেকেন্ড টাইম মেডিকেল এক্সাম দিয়েছিলাম।কিছু মার্ক এর জন্য হয়নি। খুব হতাশ লাগে। পড়তে বসলেই কান্না আসে। আসলে বের হতে পারছি না এগুলা থেকে। কি করবো ভাইয়া একটু পরামর্শ দিবেন।

✅হতাশ না হয়ে আল্লাহর উপর, আস্থা রাখতে হবে, সেটা যত খারাপ অবস্থাই হোক না কেনো।। কান্না আসা ভালো। আল্লাহর কাছে বলবেন, সব কথা।। তার সাহায্য চাইবেন।। নিজেও পরিশ্রম করে যাবেন।। খারাপ পরিস্থিতি অনেকেই pass করতেসে.... কেউ বসে আছে, কেউ এখনো লড়াই করে যাচ্ছে পায়ের নীচে সামান্য মাটির স্থানের জন্য।। পড়া চালায় যান।। দান সদকা করেন বেশি বেশি,, চেষ্টা করা থামিয়েন না।। খুউব বেশি প্রয়োজন মনে না করলে ট্রাই করবেন,মানুষের কাছে দুঃখ কষ্টের কথা না বলতে । এতে আসলে অন্তর শান্তি পায় না, দেখা যায় আরো মরুভূমির মত খা খা করে।। আল্লাহর কাছে বলেন, চান, নিজেও ঐ পথে পরিশ্রম করে যান।। আল্লাহ সহায় হবেন,ইন শা আল্লাহ।।

#ngl_ask

Читать полностью…

important Info + links

📌নিজের সবচেয়ে কাছের মানুষগুলো যখন নিজেকে বুঝতে পারে না তখন এর থেকা কষ্টের আর কিছু হয়না!!

✅হাজারো কষ্টের মাঝেও নিজেকে নিজের ভালবাসতে হবে ভাইয়া। দেখবে জীবন সুন্দর ❤️

#ngl_ask

Читать полностью…

important Info + links

এবার এটার কিছু possible solution এ আসি।। উত্তর দিয়েছেন Doctor Hadiur Rahman Siam Vai🤍
MBBS(DMC), BCS(Health)
উপদেষ্টা, DMC SCHOLAR.....

📌#প্রসঙ্গ_অনুশীলনীর_ভুল_উত্তর

অনুশীলনীতে ভুল উত্তর দেয়া থাকলে, ভুলই দাগাবো নাকি সঠিক উত্তর দাগাবো???


#সবসময়ই_সঠিক_উত্তর_দাগাতে_হবে

⭐কেন সঠিক উত্তরটা দাগাবো??

১) ৬টি Text book মেলালে প্রায় ৩০০+ ভুল পাওয়া যাবে। এতো ভুল উত্তর মুখস্থ করা সম্ভব নয়। অনেকসময় এমন হয়, ভুল পড়তে পড়তে সঠিকটাই মনে নাই।🥲🥲

২) অনেক সময় ইসহাক স্যারের অনুশীলনীতে ভুল উত্তর থাকলেও, তপন স্যারের বইয়ে ঠিক উত্তর দেয়া থাকে। প্রশ্ন যে তপন স্যারের বই থেকে করা হবে না, তার গ্যারান্টি কি??

৩)হাজারীর ক্ষেত্রেও ঠিক একই কথা প্রযোজ্য, হাজারী স্যারের বইয়ে যেটা ভুল আছে, কবীর স্যারের বইয়ে সেটার সঠিক উত্তর দেয়া & গতবছর কিন্তু কবীর স্যারের অনুশীলনী থেকে ২টা প্রশ্ন দেয়া হয়েছিলো।💔💔

৪) আরেকটি মজার বিষয় হচ্ছে, হাজারী স্যারের অনুশীলনীতে যেটা ভুল আছে, সেটাই আবার হাজারী স্যারের বইয়ের শেষ অংশে যে Objective গুলো আছে সেখানে সঠিক দেয়া আছে। আবার বইয়ের শেষ অংশে যেগুলো ভুল আছে, সেটা আবার বইয়ের অনুশীলনীতে ঠিক আছে। 😁

৫) আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, গত ৮বছরে বিতর্কিত অনুশীলনীর প্রশ্ন তেমনভাবে পরীক্ষাতে আসেনি। আসলেও কোনবছরই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ভুল উত্তর নেয়নি। তাই আমরা সঠিক উত্তরটাই দাগাবো।

৬) পরীক্ষার হলে ইচ্ছা করে ভুল দাগানো খুব কঠিন। গত ১০/১২ বছরের শিক্ষাজীবনে তুমি কি সঠিক উত্তর জানার পরও ভুল উত্তর দাগাতে পেরেছো??  আমি কখনোই পারিনি, কোনদিন ইচ্ছা করে ভুল দাগানোর সাহসও হয়নি। 😭😭মেডিকেল ভর্তি পরীক্ষায় ভুল দাগাবো, সেটা কল্পনা করতেই কেমন যেন লাগে!!!😩😩

৭) সবকিছুর মালিক আল্লাহ তা'য়ালা, আমি পরীক্ষার হলে সঠিকটা দাগিয়ে আসবো ইনশাআল্লাহ। আশা করি, যারা সঠিক উত্তর দিবে, আল্লাহ তা'য়ালা তাদের উপর অবিচার করবেন না।

৮) সঠিক উত্তর পড়বো, সঠিকটা দাগায়ে আসবো।

#suggestion #guideline

Читать полностью…

important Info + links

দারুন একটা দিক তুলে ধরেছো হামীম, মাশা আল্লাহ 🌸

Читать полностью…

important Info + links

আপাতত সারেন্ডার্ড ওয়াইফ,হাইয়া আলাস স্বলাহ,শিশুর মননে ঈমান🥹🥺 দিলেই হবে।

Читать полностью…

important Info + links

যে বই দেখাইছেন, কিডনি দুইটা বেঁচে পড়ে কিনে দিতে হবে 😐😒

Читать полностью…

important Info + links

✅তিনটা কথা মনে রাখবেন :
১.RNA - প্রোটিন তৈরির ব্লু প্রিন্ট
২.জীবনের ব্লু-প্রিন্ট - জিন
৩.জীবের মাস্টার ব্লু-প্রিন্ট- জিনোম

মনে না রাখলে মাথায় বারি দিবাম😒

#mediaim_biology
#mediaim_contents

Читать полностью…

important Info + links

এই নাম গুলো একবার পড়ে নিবেন, ঘুরেন আর পড়েন❤️🌸
©Anika afroz
#biology #info

Читать полностью…

important Info + links

ওইটা থেকে এইটা মজা বেশী🙃👍👍

Читать полностью…

important Info + links

হামীম ভাইরে বলছি 😒আমার বাসায় কেবল হামীম ভাই এর দাওয়াত; no appus allowed huh,

Читать полностью…

important Info + links

হামি বাড়িত যাইতে পারতেছি না। আবার ঢাকা যাবো😒

Читать полностью…

important Info + links

সবাই শুধু আয়াত ভাইকে দাওয়াত দেই বাকি দুই এডমিনকে কেউ দাওয়াত দেই না 😔

Читать полностью…

important Info + links

আজ রাত ১১.৩০ মিনিটে অরগানিক কেমেস্ট্রি র‍্যাপিড ফায়ার হবে পেজে ইন শা আল্লাহ!
অংশগ্রহণকারী ভাগ্যবান ৩জন পাবে বিশেষ পুরষ্কার।

https://www.facebook.com/100063679614274/posts/pfbid07e85Ce9SQ819yeremyqUURJK35FN7jRxyEMhb8D55PJDxKBgJmgYYsoaf3US1TVdl/?app=fbl

#mediaim_contents

Читать полностью…

important Info + links

“হতাশা যত বেশি সাফল্য তত নিকটে”

– মাহমুদুল হাসান সোহাগ ভাই ❤️


আমাদের অনেক সময়ই মনে হয়, আর হয়তো হবে না। হয়তো আর পারবো না। এই সময়ে শুধু একটাই কথা মনে রাখিও, হতাশা যত বেশি, সাফল্য তত কাছে। কারণ, আমরা জানিনা সফলতা কতটা দূরে। হয়তো আমরা একদম সফলতার পাশেই আছি, কিন্তু হয়তো বুঝতে পারছি না।

তাই, হতাশ হয়ো না। ভরসা রাখো আল্লাহর উপর। "নিশ্চয়ই আল্লাহ তায়ালা সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী।"

#ngl_ask

Читать полностью…

important Info + links

দেখো if you want to say " i deserve something" then u have to prove it.... আমি medical, ভার্সিটি তে চান্স পাইতে চায়,কিন্তু পড়তে মনে চায় না , বিষয়টা কেমন হয়ে গেলো না!! সময় থাকতে কিছু জিনিসের সঠিক মূল্যায়ন করতে হবে।। তবে হ্যা, সাময়িক খারাপ লাগলে,মন ভালো না থাকলে একটু বিরতি নিয়ে পারো, পছন্দের কাজ করতে পারো( অনলাইনে আসা বাদে)খারাপ না এতা।। বাট টার্গেট থেকে যাতে চোখ না সরে and ওই টার সমানুপাতিক হারে যাতে পরিশ্রমটাও করো সেই দিকে খেয়াল রাখবা।।

#ngl_ask

Читать полностью…

important Info + links

📌একাকিত্ব আমার পিছুই ছাড়ছে না ভাইয়া। আশেপাশে কত মানুষ কত আনন্দ উৎসব আর আমার কিছু নেই, একটু হাসিও ফুটাতে পারছি না মুখে, নিজেকে অনেক অসহায় লাগে।

✅সব ছাপিয়ে উঠে আসতে হবে। জীবনে একাকিত্ব ঘুচে আবারও ঘুরে দাড়াতে হবে। If you feel mentally down নিশ্চিন্তে বলিও, we are here ❤️🍀

#ngl_ask

Читать полностью…

important Info + links

😒📌ভাই রে ngl এ ভালো কিছু লিখিও,বলেই দিয়েছি যেকোনো question freely করো পেরা নাই।। বাট answerable যাতে হয়🥲🥲,অন্য কিছু না।।

Читать полностью…

important Info + links

#ngl_ask
Topic: preparation

For Second timers (লিখা আমানিল্লাহ,RpMC)

1st Timer দের তো সামনে পরিক্ষা ওরা তো HSC দিবে।

সেকেন্ড টাইমার দের এইসময় কি করা উচিৎ??

১.মেডিএইম বা কোন কোচিং এর সাথে মোটামোটি ভাবে আগানো উচিৎ যেখানে সে ভর্তি আছে।সেই ডিরেকশনে।

২.অথবা নিজের মতো করে রুটিন সাজায়ে নেওয়া উচিৎ। যেখানে কোচিং এর সাথে সাথে ফুল সিলেবাস কভার হয়ে যাবে।

কিন্তু কিভাবে??

আমি যেভাবে করতাম:

আমি বরাবর ই মেডিএইম এর স্টুডেন্ট।গতবার চান্স না পাওয়ার পর শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলা ছাড়া ফুল সিলেবাসের সব গুলা ক্লাস অপু ভাই এর টা আমি রেখে দিছিলাম।যাতে ফ্রি টাইমে করে কভার করতে পারি।কিন্তু HSC-23 পরিক্ষা শুরু হওয়ার আগে ভালো করে শর্ট সিলেবাস কভার করলাম কিন্তু ফুল সিলেবাস পারিনি কোনভাবেও।
কিন্তু HSC-23 এর এক দেড়মাস যখন তারা পরিক্ষা দিচ্ছিলো তখন আমি হাটলাম আমার নিজের মতো করে।

প্রথমে মেডিএইমের মেইন রুটিন ফলো করতাম।রিভিশনে সাধারনত দুইটা চ্যাপ্টার থাকে। তো তখন আমি দেখতাম যে ঐ দুইটার মধ্যে কোনটা আমার ১০০% কমপ্লিট আর কোনটা এখনো হয়নাই।

তারপর
১.যদি দুইটা অধ্যায় ই আমার আগে থেকেই ১০০% কমপ্লিট থাকতো তাহলে দুইটা চ্যাপ্টার ১দিনে ভালো করে পড়ে বাকি ১ দিন আমি ফুল সিলেবাসের একটা অধ্যায় পড়তাম। কারন আমাদের এক্সাম দুইদিন পর পর ১ টা করে হতো।

২.যদি দেখতাম যে না আমার একটা চ্যাপ্টার ১০০% পারি আরেকটা ঝামেলা আছে।তাহলে শর্ট সিলেবাসের সেই চ্যাপ্টার টা আমি আগে পড়তাম।পড়ার পর ১০০% পারি যেটা সেইটা জাস্ট ২-৫ ঘন্টায় সব কিছু আবার পড়ে ফেলতাম। তারপর যদি সময় পাইতাম তাহলে আমি ফুল সিলেবাসের কোন অধ্যায় শুরু করতাম না হলে ঐ ২ দিনে আর কোন নতুন ফুল সিলেবাসের অধ্যায় শুরু করতাম না।

৩. যদি দেখতাম দুইটাই পারি সেখানে ১দিন দিতাম। ফুল সিলেবাসের আরেকটা চ্যাপ্টার শুরু করছি যেটা একটু কঠিন। এবং সেই ফুল সিলেবাসের অধ্যায় টা ১ দিনে কমপ্লিট হচ্ছে না আরো একদিন বেশি লাগবে তখন পরের যে দুইদিনে একটা এক্সাম থাকতো সেখান থেকে আরো একদিন নিয়ে ফুল সিলেবাসের ঐ অধ্যায় টা শেষ করতাম।কারন যে অধ্যায় টা ধরতাম ঐ অধ্যায় টা শেষ না করে আমি আবার কখনোই আরেকটা অধ্যায় শুরু করিনাই। তারপর আবার সেই শর্ট সিলেবাসের মেইন রুটিনে ফেরত আসতাম। এইভাবে করে প্রায় সবগুলা চ্যাপ্টার ই আমি HSC পরিক্ষা শেষ হওয়ার আগেই শেষ করে ফেলছিলাম।শুধুমাত্র মানব জীবনের ধারাবাহিকতা একটা অধ্যায় বাদ ছিলো এবং পরের ৩ মাস শুধু রিভাইস দিছিলাম।

তাই যারা সেকেন্ড টাইমার তোমরা চাইলে শর্ট সিলেবাসের পাশাপাশি ফুল সিলেবাস টা কভার করে নিতে পারো যেমন টা আমি করছিলাম।
তবে টারগেট থাকতে হবে HSC পরিক্ষা যেদিন শেষ হবে তার একদিন আগেই আমি আমার ফুল শর্ট যা আছে সব শেষ করবো। তবে মেইন গুরুত্ব টা তোমার কোচিং বা মেডিএইম এর রুটিন এর উপর রেখে তারপর ফুল সিলেবাস টা ধরবে।

⭐Qna01: শর্ট সিলেবাস আগে পড়া থাকলেও শতভাগ পারি এমন মনে হয় না, তাই ভালো ভাবে পড়তে অনেক সময় লেগে যায়। এই ক্ষেত্রে কি করবো ভাইয়া?
✅ ভালোভাবে পড়তে সময় লাগবে এইটাই স্বাভাবিক। আর ১০০% বলতে এইটা বুঝানো হয়নাই সব ইনফো তোমার পারা লাগবে। বুঝানো হয়েছে,, ঐ অধ্যায় কি কি ধরণের প্রশ্ন হতে পারে, কোন কোন টপিক থেকে প্রশ্ন হতে পারে, সেই টপিক গুলাতে তোমার বুঝতে সমস্যা আছে কি না।কোন টিচারের ক্লাস করা লাগবে কি না।,,১০০% পারা বলতে বুঝাইছি ঐ চ্যাপ্টার টা শুধু রিভাইস দিলেই হব আমার আর ডিটেইলস পড়া লাগবে না।

#sugession

Читать полностью…

important Info + links

কাল ঈদ অথচ অনেকে ফজর কাজ্বা করেন৷ বোন আমার, ঈদে মেহেদী দিতে গিয়ে রাত জাগেন কিন্তু তাহাজ্জুদ পড়ার চিন্তা আপনার মাথায় আসে না।আপনি রাত জেগে গল্পে মেতে উঠেন কিন্তু ফজর করেন কাজ্বা।


ঈদের সালাত পড়ে এসে গরুর কাজকর্ম শেষ করে আপনি ঘুমিয়ে পড়েন যোহরের সালাতের আগে! কিন্তু আপনি এতে মোটেও কষ্ট পান না!

আপনি আছরের সময় বন্ধুর সাথে আড্ডায় ভুলে যান আছরের সালাতের কথা।মাগরিবের সময় মেহমানে চাপে আপনি টেরই পান না মাগরিবের সময় শেষ।


সারাদিনের ক্লান্তি আর আপনার ইনবক্সে আনাগুনা বেড়ে যায় সন্ধ্যার পর।আর আপনি হারিয়ে যান ঐ ফিতনার অতল গহ্বরে।এশাও হয়ে যায় অবহেলায় কাজ্বা।



প্রিয় ভাই, আপনাকেই স্মরণ করিয়ে দিতে চাচ্ছি :সালাত বিমুখ হবেন না।

Читать полностью…
Subscribe to a channel