Scientific name: amarto basicvalona । প্রয়োজনের তাগিদে বিভিন্ন প্লাটফর্ম হতে প্রাপ্ত তথ্য এখানে সংগ্রহ করে রাখা।। কোনো প্ল্যাটফর্ম, এর সাথে জড়িত নয়।। সকলের জন্য দুয়া আর শুভেচ্ছা🌱🌸🦋
📌"গুণগত রসায়ন"
©Riya
#Agri #biology #note
নিউটনিয়ান বলবিদ্যা_watermark.pdf
#agri #physics #BK
Right form of Verb .pdf
#Bk #english #agri
💥 #জৈব_রসায়ন সিরিজের পর্ব-৯:
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার এডমিট কার্ড প্রকাশিত, পরীক্ষা যথাসময়ে (২০ জুলাই)
Читать полностью…🔰Content For Agriculture University
🚨🚨Agri_content
🔔 ক্লোরোফ্লোরোকার্বন (CFC) তথা ফিয়ন এর ধর্ম:
☞ পানিতে অত্যন্ত সুস্থিত (stable)
☞ অবিষাক্ত (Non-toxic)
☞ গন্ধহীন
☞ পানিতে অদ্রবণীয়
☞ অদাহ্য (Non-inflammable)
⛔ ফ্রিয়ন এর ব্যবহার:
☞ অ্যারোসল (aerosol)
☞ প্রপেল্যান্ট গ্যাস (Propellant gas)
☞ কীটনাশক ঔষধ
☞ হেয়ারস্প্রে (Hairspray)
☞ সুগন্ধি (Perfume) ও অন্যান্য গৃহসামগ্রীতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে।
©️ Sabir Mahmud
#Mediaim_Contents
বাংলা ২য় পত্রের ৪০ নম্বরের পিডিএফ।
সময় থাকলে প্রিন্ট করে নাও।
প্রথমে শিট পড়। তারপর বোর্ড পড়। আর রিটেন পার্টের জন্য এই ভিডিওটি দেখ। ইনশাল্লাহ, বেশ ভালো করবে।
https://www.youtube.com/watch?v=8L-_f5n1gz0&t=227s
পিডিএফ ড্রাইভ লিংক-
https://drive.google.com/file/d/11OSRT4plkpX3iWoqMocZ7iXMnFHzeLxZ/view?fbclid=IwZXh0bgNhZW0CMTAAAR0yOGtVIWq6iHMHufbTn2ftBLGJtbXUwZFjWGjiccJQn3oAv1UPlAQMW_A_aem_5g9SyIvCwhRQdm_WOZ70RQ
“একজন বন্ধু কখনোই তোমার বাঁধাগুলোকে নিজের মনে করে ভাগ করে নিবে না, একজন ভালোবাসার মানুষ কখনোই তোমার ব্যাথার ভার বইবে না, তোমার খুব কাছের মানুষটাও তোমার হয়ে রাত জাগবে না।
.
সুতরাং নিজের দিকে খেয়াল করো, নিজেকে রক্ষা করো, নিজেকে গড়ে তোলো এবং জীবনের ঘটনাগুলো কে ততটুকুই মূল্য দিবে যতটুকু সেগুলো গুরুত্ব বহন করে। ভালোভাবে জেনে রেখো, তুমি যখন ভেঙ্গে পড়বে তখন শুধুমাত্র তুমিই তোমাকে আবার দাড় করাতে পারবে অন্য কেউনা। যখন তুমি হেরে যাবে একমাত্র তোমার সংকল্পই তোমাকে জয় এনে দিবে, অন্য কিছুনা। নিজেকে দাড় করানোর দায়িত্ব তোমার নিজেরই। অন্যের চোখে নিজের মূল্য খুজতে যেওনা। নিজের আত্মচেতনার মাঝেই নিজের আসল মূল্য।
.
যদি তোমার বিবেক শান্তিতে থাকে তাহলে অবশ্যই তুমি উচ্চ শিখরে আরোহন করবেই, আর যদি নিজেকে যদি তুমি আসলেই চেন তাহলে কে তোমাকে নিয়ে কি বললো তা তোমাকে আর বিব্রত করবে না। জীবনের দুশ্চিন্তাগুলোকে ঝেড়ে ফেলে দাও, কেননা জীবন শুধুমাত্র আল্লাহ’রই জন্য। ভবিষ্যৎ নিয়ে ভেবোনা, কেননা ভবিষ্যৎও একমাত্র আল্লাহরই হাতে। একটা ব্যাপারই শুধু ভাবো, 'কীভাবে আল্লাহকে খুশি করা যায়'। কেননা তুমি আল্লাহকে খুশি করলে, তিনি তোমাকে খুশি করবেনই।
জীবন নিয়ে কান্নাকাটি করো না কেননা তা শুধু তোমার হৃদয়কেই কাঁদাবে।
শুধু একটাই প্রার্থনা করো, “হে আল্লাহ, আমাকে এই জীবনের এবং আখিরাতের ভালোগুলোই দান করুন।” একটা সিজদাতেই হতাশা নিমেষেই দূর হয়ে যায়, একটা দু'আতেই সুখ এসে ধরা দেয়।আল্লাহ কখনোই তোমার ভালো আমলগুলো ভুলেন না, উনি কখনোই ভুলবেন না মানুষের সাথে করা তোমার ভালো ব্যবহার কিংবা মানুষের দুঃখ লাঘবের তোমার সেই ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রচেষ্টাগুলো।
.
এই কথাগুলো মেনেই জীবনটাকে কাটিয়ে দাও। কেউ তোমার সাথে ভালো না করলেও তুমি ভালো করে যাও, কেননা যারা ভালো কাজ করেন আল্লাহ তাদের পছন্দ করেন।
~ ইমাম ইবনুল কায়্যিম (রাহিমাহুল্লাহ)
পৃথিবীর ২ প্রকার মানুষের সাথে ফেন্ডশীপ করার সময় সাবধান:
১) অতিচালাক
২)অতিবোকা
অতিচালাক ব্যাক্তি তার বিপদে আপনাকে গায়েল করবে।আর অতিবোকা ব্যাক্তি এমন সব কাজ করবে আপনিও ফেঁসে যাবেন।যারা সদ্য নতুন কলেজে উঠলেন আপনাদের প্রতি এই বার্তা।
সাস্টে আমার সিট টা বিক্রি করা হবে।
কারো লাগলে জানাবেন।
-এডমিন আপা।
📌Theory Part (রাসায়নিক পরিবর্তন) একটু দেখে যাইও।।GST এর জন্য share করেছিলাম।। আবার দিচ্ছি।।
1. রাসায়নিক বিক্রিয়ার নিয়ামক**
2. রাসায়নিক সাম্যাবস্থা**
3. লা-শাতেলীয় নীতি সম্পর্কিত তথ্যাবলী **
4. পানির আয়নিক গুণফল, বিয়োজন মাত্রা, লঘুকরণ সূত্র ও বিয়োজন ধ্রুবক****
5. লবণের আর্দ্র বিশ্লেষণ ও বাফার দ্রবণ ও pH ***
6. অম্ল ক্ষার সাম্যাবস্থার গাণিতিক প্রয়োগ ***
7. বিক্রিয়া তাপ,এনথালপি ও তাপ রসায়নের সূত্র
©Sajjad
#chemistry #agri
BK-AGRI-পরিবেশ_রসায়ন-Note.pdf
#BK #agri #chemistry
⭐মেডিফিজিক্স শেষ মুহূর্তের প্রস্তুতি -১০ :
১. চৌম্বক ফ্লাক্সের একক
Wb বা Tm^2 বা Nm/A
২. চৌম্বক ফ্লাক্স ঘনত্বের একক
Wb/m^2 বা T বা N/A/m বা N/m/C s
৩. 1 T = 1 Wb/m^2 = 1 N/A/m= 10^4 gauss
৪. চৌম্বক প্রবেশ্যতার একক Wb/m/A বা Tm/A
৫. দুটি সমমুখী সমান্তরাল প্রবাহ পরস্পরকে আকর্ষণ করে আর বিপরীতমুখী প্রবাহ পরস্পরকে বিকর্ষণ করে।
৬. দুটি সরল সমান্তরাল তড়িৎবাহী পরিবাহীর মধ্যকার ক্রিয়াশীল বল প্রবাহদ্বয়ের গুণফলের সমানুপাতিক, বিবেচিত পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক এবং পরিবাহীদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক।
৭. স্থির আধানের উপর চৌম্বক ক্ষেত্র কোনো বল প্রয়োগ করে না।
৮. চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সমকোণে আধান গতিশীল হলে চার্জটি সর্বাধিক বল অনুভব করে।
৯. হল ভোল্টেজ প্রতি একক আয়তনে চার্জ বাহকের সংখ্যার ব্যস্তানুপাতিক।
১০. কোন বিদ্যুৎবাহী কুণ্ডলীর বিদ্যুৎ প্রবাহ এবং কুণ্ডলীর ক্ষেত্রফল ভেক্টরের গুণফলকে ঐ কুণ্ডলীর চৌম্বক ভ্রামক বলে।
#mediaim_contents
#mediphysics
এমন ঢং করলে আজকে অস্কার থাকতো আমার হাতে🤏🐸
Читать полностью…🚨Update🚨
GST agri এর সিট প্ল্যান প্রকাশিত হয়েছে।
বাংলা ২য় পত্রে উপস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ বিষয়৷ সুন্দর উপস্থাপন করলে নাম্বার বাড়ে৷
নীল ও কালো কালির কম্বিনেশনে খাতা উপস্থাপনার পদ্ধতি দেখে নাও। নিজেরা খাতায় এভাবে লিখবা।
© কাউসার স্যার
সাবেক প্রভাষক (বাংলা), AKMCC
#HSC 24
দুই মিনিটের জন্য Heart ব্লক হয়ে গেছিলো😐,ngl এর message দেখে।। আরে কি বলে!!! পড়ে এখানে এসে দেখি এই অবস্থা🌚
বি:দ্রঃ Ngl এ লিংক এ message দিলে ঐটা আমার (আয়াত) কাছে আসে ভাই/বুইন 🥲, আপার কাছে যায় না।।তাই উনারে personally message দিয়েন 😑😐
#ngl_ask
আমরা জানি,
Cp-Cv=R .....(i)
আবার ,
Y=Cp/Cv [এখানে Y= 5/2]
>5/2=Cp/Cv
>Cp=5/2×Cv
Cp এর মান i এ বসাই; তাহলে পাচ্ছি
Cp-Cv=R
>5/2Cv-Cv=R
>5Cv-2Cv=2R
>3Cv=2R
>Cv=2R/3
So, এখানে অপশন ভুল আছে চিন্তা করিও না।
#physics #confusion_killing
#agri টাইম কম।। এক্সাম এর জন্য এখন English pattern টাই ফলো করো । যেই টাইপ গুলো বেশি আসছে যেমন
PREPOSITION ⭐⭐⭐
RIGHT FORM OF VERB⭐⭐⭐
VOICE⭐⭐⭐
TENSE⭐⭐⭐
NARRATION⭐⭐⭐
PARTS OF SPEECH⭐⭐⭐
SYNONYM-ANTONYM⭐⭐⭐
GROUP VERB⭐⭐⭐
IDIOMS AND PHRASES ⭐⭐⭐
TRANSLATION ⭐⭐⭐
SPELLING ⭐⭐
এগুলো দেখে যাইও,practice যেকোনো একটা বই থেকে করিও যেটা এখন তোমার সাথে আছে।।
#ngl_ask