amarto_basicvalona | Unsorted

Telegram-канал amarto_basicvalona - important Info + links

10528

Scientific name: amarto basicvalona । প্রয়োজনের তাগিদে বিভিন্ন প্লাটফর্ম হতে প্রাপ্ত তথ্য এখানে সংগ্রহ করে রাখা।। কোনো প্ল্যাটফর্ম, এর সাথে জড়িত নয়।। সকলের জন্য দুয়া আর শুভেচ্ছা🌱🌸🦋

Subscribe to a channel

important Info + links

⚜️ এক্সট্রা ইনফো ⚜️
🎯🎯অর্থনৈতিক রসায়ন(part-3)


💠 বাংলাদেশে তিন ধরনের কয়লা পাওয়া যায়-
বিপুল- বিটুমিনাস, পিট, লিগনাইট।
💠 পরিমাণের দিক থেকে পৃথিবীতে বিটুমিনাস কয়লা সবচেয়ে বেশি কিন্তু বাংলাদেশ লিগনাইট কয়লা সবচেয়ে বেশি।
💠 বাংলাদেশ এনথ্রাসাইট কয়লা পাওয়া যায় না।
💠 বাংলাদেশ মজুদ কয়লার পরিমাণ প্রায় 3.967 বিলিয়ন মেট্রিক টন।
💠 বিটুমিনাস কয়লার ক্যালোরিফিক মান প্রতি পাউন্ডে
1200-1400 BTU.
💠 বিটুমিনাস কয়লা তিন প্রকার- সাব বিটুমিনাস, সাধারণ বিটুমিনাস, সুপার বিটুমিনাস।
💠 পিট কয়লায় স্থির কার্বনের পরিমাণ ১৫-২২%, অ্যানথ্রাসাইট কয়লায় স্থির কার্বনের সর্বোচ্চ পরিমাণ ৯৬%, লিগনাইট কয়লায় স্থির কার্বনের পরিমাণ ৩৮%.
💠 সালফার সাধারণত কয়লার মধ্যে পাইরাইট যৌগ  এবং ক্যালসিয়াম সালফেট হিসেবে উপস্থিত থাকে।
💠 আর্সেনিকের সর্বোচ্চ সীমা 1.5×10^-2% এবং ফসফরাসের সর্বোচ্চ সীমা 3.0×10^-2%থাকা উচিত
💠 কয়লার মধ্যে ছাই এর পরিমাণ 5.5-25% পর্যন্ত থাকতে পারে।
💠 প্রতি টন কয়লা হতে 1.0×10^4 থেকে 1.3×10^4 ঘনফুট কোল গ্যাস উৎপন্ন হয়।
💠 প্রডিউসার গ্যাসের ক্যালোরিফিক মান 1300-1500 K Cal m^-3
💠 ওয়াটার গ্যাসের ক্যালোরিফিক মান 2500-2800 K Cal m^-3
💠 CH4 গ্যাসের ক্যালোরিফিক মান 1069 K Cal m^-3 বা 23874 BTU/Ib

#Mediaim_chemistry
#mediaim_contents

Читать полностью…

important Info + links

সকল দাগানো বই, অনুশীলনী সলভ ক্লাশ

•বায়োলজি
-হাসান স্যার, আজিবুর স্যার, আলিম স্যার
-আজমল স্যার,মাজেদা ম্যাম, আলিম স্যার

•ফিজিক্স
-ইসহাক, তপন

•কেমিস্ট্রি
-হাজারী,কবির, গুহ স্যার

•জোবায়ের জিকে/MP3

সব কিছুর সলিউশন:

https://biohaters.com/

Читать полностью…

important Info + links

ভাই , এখনের maximum মানুষ বিছানা থেকে কিছু পথ দূরে মসজিদে যেতে চায় না, স্বপ্ন দেখে প্রিয়তমা নিয়া পুই পুই করে মক্কা যাবে 🫤🐸
এটাই চেতনা 🥷

Читать полностью…

important Info + links

🥷Soln:

s→ 1টি অরবিটাল
p→ 3টি অরবিটাল
d→ 5টি অরবিটাল
f→ 7টি অরবিটাল

s এর জন্যে l=0
p এর জন্যে l=1
d এর জন্যে l=2
f এর জন্যে l=3

*2n²→ শক্তিস্তরে ইলেকট্রন ধারণক্ষমতা।

*2(2l+1)→ উপশক্তিস্তরের ইলেকট্রন ধারণক্ষমতা।

*(2l+1)→উপশক্তিস্তরে অরবিটাল সংখ্যা।


#chemistry

Читать полностью…

important Info + links

আমাকে বই হাদিয়া দেন।
আমি আপনাকে ব্রেইন হাদিয়া দিবো।

Читать полностью…

important Info + links

আরেওওওও বুদ্ধি নাই কুনু।
আমিও তো তাই বললাম।
গ্রুপে আরো ১০০ জন জয়েন করলে ওরাও উপকৃত হবে,শান্তি পাবেন😌।
সাবক্রাইব না করলে উপকৃত হবে কেমনে হুহ। নাকি আপনি শুধু একদলকেই উপকৃত করতে চাচ্ছেন😏। যারা এখনো চ্যানেলের খবর জানে না তাদের কথা বাদ নাকি।
আমি বৃহত্তর অর্থে চিন্তা করি। তাই চাচ্ছি আরো ১০০ জন ভাই-বোন উপকৃত হোক😌🥱। বুঝছেন স্যার?
কিচ্ছু বুঝে না😏

Читать полностью…

important Info + links

কুনদিন গ্রুপে ঢুকে 7k Subscribers দেখবো😭

Читать полностью…

important Info + links

কেঁদে মরে মনঃ


☘️যে মানুষটা একসময় আপনাকে বলেছিলো সে আপনাকে ছাড়া বাঁচবে না, এখন আপনি দেখতে পাচ্ছেন সে শুধু বেচে আছে এমন না, দিব্যি খাচ্ছে, ঘুরছে আনন্দ করছে,

যে মানুষটা আপনাকে বলেছিলো আপনাকে ছাড়া তার জীবনের পরিপূর্ণ না, সে মানুষ এখন ঠিকই অন্য কাউকে নিয়ে জীবন উপভোগ করছে।

☘️আর আপনি? আপনার হয়ত কষ্টে নাওয়া খাওয়া বন্ধ। জীবনে বেচে আছেন কেনো সেটা নিয়ে ভাবা শুরু করেছেন।

কখনো ভেবে দেখেছেন? কি সহজে মানুষ ভুলে যায়। আপনি বসে বসে ভাবছেন, ওই মানুষ কিভাবে পারলো এমনটা করতে। ভেবে জীবন নিয়েই বিতৃষ্ণা অনুভব করছেন।

☘️প্রিয় ভাই,বোন আমার, আপনি ও কিন্তু আল্লাহ কে ভুলো গিয়েছেন, ভুলে গিয়েছেন কত অজস্র নিয়ামতে ডুবিয়ে রেখেছেন তিনি। ভুলে গেছেন আপনার মা বাবার কথা,যারা নটা মাস আপনাকে নিয়ে দিনরাত টেনশন করেছে। আজো করে।

🌼প্রিয়, কি দরকার যা নিজের তা নিজের ভেবে কষ্ট পাওয়ার? যে রব আপনার জন্মের আগে আপনাকে ভালোবাসার ঘোষণা দিয়েছে, তাকে ভালোবাসার সময় কি হয়নি?

#reminder

Читать полностью…

important Info + links

📌জেনে রাখি
🎁জঙ্ঘাস্থি কি?

🥷🥷জঙ্ঘাস্থি : জঙ্ঘায় থাকা অস্থি।

১. জঙ্ঘা: পায়ের নলা / ঠ্যাং / হাটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত এলাকা।
২. অস্থি: হাড়।

ব্যাখ্যা: জঙ্ঘা এলাকায় যে অস্থি থাকে, তার নাম- জঙ্ঘাস্থি।একে টিবিয়া বলে।। নাম তো এইটা শুনেছো..
📌(রাজীব ভাই থেকে)
#biology #info

Читать полностью…

important Info + links

📌যেভাবে ব্যাক করবেন:

🥷Possible সব উপায়ে ব্লক করবেন,যোগাযোগের সব মাধ্যম থেকে তাকে সরান।। তার স্মৃতি মনে থাকে / স্মরণ হবে এমন কিছু থাকলে ফেলে দিবেন।। তার কথা যত চিন্তা করবেন ঐসব মনেও বেশি পড়বে।। কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখবেন।।

পুরুষ মানুষ যদি হন - মেয়েদের পিছনে ঘুরাঘুরি না করে নিজের উপর টাইম ইনভেস্ট করেন ।। Skill বাড়ান।। নিজেকে কর্মক্ষম করেন,টাকা উপার্জন করেন যাতে একজনকে পালতে পারেন ,নাইলে পরিবার সমাজ সবাই এক কথাই বলবে নিজের পায়ে দাঁড়াও আরো কত কিছু।।সৎ সাহস নিয়ে মেয়ের পরিবারের কাছে প্রস্তাব দিবেন, বিয়ে দিলে হবে নইলে নিজের কাজে লেগে যাবেন ।।আল্লাহর কাছে উত্তম স্ত্রীর জন্য দুআ করবেন যাতে তিনি মিলিয়ে দেন ।। সাহায্যকারী হিসেবে আল্লাহ সর্বোত্তম 🏵️
(Relationship নিয়ে যথেষ্ট পরিমাণ বলা হয়েছে,further এই type qna না করার অনুরোধ)

#ngl_ask

Читать полностью…

important Info + links

কারো প্রয়োজন নেই থাকার, আল্লাহ কে সাথে নিয়েই সামনে আগান।। এমন সিচুয়েশন এ পড়লে আল্লাহকে ছাড়া কিছু কল্পনা করবেন না।। দেয়ালে পিঠ ঠেকে গেছে,কি করবো বুঝতে পারতেছিনা etc হলে...দুই রাকাত ইস্তিখারা সলাত পড়বেন আল্লাহর কাছে দুআ করবেন।।যাতে তিনি আপনাকে সঠিক পথ দেখান।।

#ngl_ask

Читать полностью…

important Info + links

মাঝেমধ্যে নিয়ামাত পাবার পর এই অনূভুতি হয় যে একদম পার্ফেক্ট টাইমেই এই নিয়ামাতটা পেয়েছি। অর্থাৎ আগে পেলে এর মাহাত্ম্য হয়তো বুঝতে পারতাম না। আল্লাহ তাআলা তো জানেন যে বান্দা কখন কোনো নিয়ামতের উপযুক্ত হয়। তখনই সেটা দেন। এজন্য দেখা যায় কোনো স্পেসিফিক নিয়ামাত পাবার পর অনুভব হয় যে, এখনই তো এর দরকার ছিল।

যেমন ধরুন, কখনো এমন হয় যে একটা বই বাসায় আগে থেকেই আছে, কিন্তু আমি হয়তো ২ বছর পর বইটা পড়লাম। পড়ার পর মনে হয় যে আলহামদুলিল্লাহ এতদিন পরে পড়েছি। আগে পড়লে এর অনেক কিছুই বুঝতাম না। অথচ বইটা আগেই কেনা, কিন্তু দেখা গেল যে একে বুঝতে যে প্রয়োজনীয় জ্ঞান দরকার তা মাঝের দু বছরের মুদ্দতে অর্জিত হয়েছে নিজের অজান্তেই। এখন যখন পড়ছি, বেশ বুঝছি। আগে পড়লে হয়তো সেভাবে বুঝতাম না।

জাস্ট একটা উদাহরণ দিলাম। নিজেদের জীবনে মিলিয়ে নিন, দেখবেন জীবনের অনেক নিয়ামতের ক্ষেত্রেই এই সত্যটা সুস্পষ্ট।

অথচ বান্দা ত্বরাপ্রবণ,খুব তাড়াহুড়ো করে , ছটফট করে । কোনো চাওয়া তৎক্ষণাৎ পূরণ না হলে হতাশায় ভোগে।
যখন কোনো চাওয়া পূরণ হয়না তখন নিজেকে এই প্রবোধ দেই যে, হয়তো আমি এখনো এর উপযুক্ত নই, কিংবা এটা আমার জন্য ঠিক না। আল্লাহ তাআলা হয়তো এজন্যই দিচ্ছেন না কিন্তু আমি বুঝতে পারছি না। সর্বাবস্থায় প্রশংসা তো আল্লাহ তাআলারই🌼

Читать полностью…

important Info + links

⚜️⚜️ এক্সট্রা ইনফো ⚜️⚜️
🎯পরিবেশ রসায়ন(part-9)


💠 ফসফরিক এসিড মনোসোডিয়াম লবণ (NaH2PO4) এর জলীয় দ্রবণের প্রকৃতি অম্লীয় হলেও ডাইসোডিয়াম লবণ (Na2HPO4) এর জলীয় দ্রবণের প্রকৃতি ক্ষারীয় হয়
💠 তরল NH3 দ্রাবকে দ্রবীভূত NH4Cl এসিডের অনুরূপ আচরণ করে
💠 তরল NH3 দ্রাবকে দ্রবীভূত সোডামাইড (NaNH2) ক্ষারক হিসেবে আচরণ করে
💠 মিঠা পানির উৎস চারটি- ১.হিমবাহ ও তুষার আচ্ছাদিত পানি ২.বৃষ্টির পানি ৩.নদীর পানি ৪.গভীর নলকূপের পানি
💠 হিমবাহ ও তুষার আচ্ছাদিত মোট পানির ২% বরফ হিসেবে থাকে
💠 ভূপৃষ্ঠে মিঠা পানির উৎসের মধ্যে প্রায় 75% থাকে হিমবাহ ও তুষার আচ্ছাদিত পানি
💠 মৃদু পানির 0.86% আসে বরফ থেকে।
💠 পরিমাণের দিক থেকে 3 কোটি km^3 পানি থাকে বরফ আকারে
💠 পৃথিবীতে সমুদ্রের পানির পরিমাণ 137 কোটি km^3.
💠 পৃথিবীর সঞ্চিত মিঠা পানির মধ্যে সর্বাধিক (৭৪%) হলো  ভূগর্ভের পানি

#Mediaim_chemistry
#mediaim_contents

Читать полностью…

important Info + links

📌সামনের সমস্ত দরজায়ও  যদি তালা লেগে যায়, হতাশ হবেন না। জেনে রাখুন, আকাশের একটি দরজা আপনার জন্য ঠিকই খোলা আছে।  আরশে আযীমের সেই দরজার অভিমুখী হোন, দেখবেন আপনার জন্য কল্যাণকর বাকি সমস্ত দরজা আপনা-আপনিই খুলে যাচ্ছে। দুআ করতে পারাও, দুআ কবুলের লক্ষন।। আলহাদুলিল্লাহ।

🕚জুমা_রিমাইন্ডার
সূরা কাহফ তিলাওয়াত
দরুদ
ইস্তিগফার
বেশি বেশি দুয়া মা জ লুম ও নিজেদের জন্য

Читать полностью…

important Info + links

সবাই কি পেরেছিলে নতুন করে শুরু করতে?
আগে কেন পড়োনি, কত পড়া বাকি, কি করেছ, কেন সময় নষ্ট করেছ। সব ভুলে কি পেরেছিলে শুরু করতে?

যদি পেরে থাকো। তাহলে বলব এক ধাপ এগিয়ে গেলে।

আজ বলব "চোখ বন্ধ করা" নিয়ে কিছু কথা।

অবাক হলে? চলো শুরু করা যাক।

এখনই একবার চোখ বন্ধ করো। করো করো।

করেছিলে? কি দেখতে পেলে?

অনেকেই অনেক রকম উত্তর দেবে।

আজ থেকে তোমাদের সবার উত্তর মেডিকেলে চান্স পাবার রেসাল্ট এর আগ পর্যন্ত একই হওয়া চাই।

কিভাবে?

নাও আরেকবার চোখ বন্ধ করো, তবে এবার চোখ বন্ধ করে ভাবো

তোমার গায়ে একটি সফেদ দাগহীন সাদা এপ্রোন।
তোমার মুখে হাস্যোজ্জ্বল বিজয়ের হাসি।

ভেবেছ? ভবিষ্যৎ ডাক্তারগণ কেমন লাগলো?

অনেক চমৎকার তাইনা? নিজেকে মানিয়েছেনা খুব? এই সাদা এপ্রোনে?

পড়তে চাওনা? চাওনা আজীবনের জন্য এটার মালিক হতে?
আব্বু আম্মুর সাথে এপ্রোন বানাতে দিতে যেতে? এপ্রোন পড়ে ফেসবুকের প্রোফাইল পিকচার দিতে চাওনা?

আজ থেকে যখনই মনে হবে...

আমাকে দিয়ে হবেনা
আমি পারব না
আমার অনেক গ্যাপ আমার হবেনা
আমার মনে থাকেনা
আমার পড়তে ইচ্ছে করে না।

এভাবে চোখটা বন্ধ কোরো। আর নিজেকে এপ্রোন পড়া অবস্থায় কল্পনা কোরো।

দেখো সব অনীহা দূর হয়ে মন বইতে বসবে।

আরেহ? কেন ইচ্ছে করবেনা?
তোমার কাজ কি?

তোমার আম্মু কি কোনদিন বলেছে থাক আজ রান্না করব না। কাল থেকে করব।

তোমার আব্বু বলে? আজ কর্মস্থলে যাব না। কাল থেকে। না পরশু থেকে না তার পরদিন যাব?

বলেনা। তারা তাদের কাজ করে যাচ্ছে তোমার স্বপ্ন পূরণের লক্ষ্যে।

তবে তুমি কিভাবে আজ নয় কাল,কাল নয় পরশু করে করে পড়া জমিয়ে রাখছো?

মনে থাকেনা? কেন থাকেনা?

কতক্ষণ পড়লে থাকবে? ১ ঘন্টা নাকি ১০ ঘন্টা?

যদি ১০ ঘন্টা হয়। তাহলে টেবিলে ওই ১০ ঘন্টাই দাও।

কিসের বাঁধা? কিসের ব্যস্ততা?
সফলতা একদিনে আসেনা।
এত সহজেও আসেনা।

তোমাকে পরিশ্রম করতে হবে। তোমাকে তোমার সর্বোচ্চ দিতে হবে।

আমাকে যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত কোনটি।

আমি বলব সেই মুহূর্ত যখন নিজের আব্বু আম্মুর চোখে নিজের সফলতায় আনন্দ অশ্রু ঝরে, সেই দৃশ্য দেখতে পাওয়া।

বিশ্বাস করো, যেদিন এটা দেখবে। বুঝবে পৃথিবীতে সবকিছু বিনা বাক্যে ত্যাগ করে দেয়া যায় এই ২ মিনিটের মুহূর্তটার জন্য।

কিসের ফেসবুক, কিসের আড্ডা, কিসের টাইম পাস।

এই নাটকীয় মুহূর্তটির জন্য সব ছেড়ে দেয়া যায়।

আর বেশি কিছু বলব না।

চোখ বুজতে শিখো। বুজলেই যেন নিজেকে এপ্রোন পড়া অবস্থায় দেখতে পারো।

দেখবে এই কল্পনা যেদিন সত্যি হবে৷ সেদিন প্রকৃতি বিবর্ণ হলেও শত রঙের মূর্ছনা নিয়ে তোমার চোখে ধরা দেবে।

সত্যিই তোমাকে সাদা এপ্রোনে অনেক মানাবে।

সময় নষ্ট না। পড়তে থাকো।

Chase your dream, you will look pretty on the white coat.

Читать полностью…

important Info + links

সবাই এই সেকশনে গিয়ে দেখবেন।

Читать полностью…

important Info + links

🔥আলিম স্যার 🔥

✅বোটানি দাগানো বই

1) কোষ এর গঠনঃ
https://drive.google.com/file/d/1po7LSDDIJamjgxau-GiNQIGzuzwSBYNr/view?usp=drivesdk

2) কোষ বিভাজনঃ
https://drive.google.com/uc?id=1SNkZ6Hlgi3g9XLZ0FIyo6e20rCGIQaVE&export=download

3) কোষ রসায়নঃ
https://drive.google.com/uc?id=1SUWaU1u9HTzRrwW1WmUjaOJ5gYAoorWM&export=download

4)অনুজীবঃ
https://drive.google.com/uc?id=1SJSjNX28KnTxlfo6PWwZCC7kf_nPtMFq&export=download

5)শৈবাল ও ছত্রাকঃ
https://drive.google.com/uc?id=1SVuVdlUCNNZ1aLZVsHE9gK_UcSFYTU4O&export=download

6) ব্রায়োফাইটা ও টেরিডোফাইটাঃ
https://drive.google.com/uc?id=1YwKhTX9w3qE9m5dksn8LgHIXO1pc85xd&export=download atlas

7) নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদঃ
https://drive.google.com/uc?id=1YvYcjc1igbLr-wfjyl0JW2c9ptgma8oU&export=download

8)টিস্যু ও টিস্যুতন্ত্রঃ
https://drive.google.com/uc?id=1SOXlhJc7kDdBYm_1VpO_GxtXzP9U56Ra&export=download

9)উদ্ভিদ শারীরতত্ত্বঃ
https://drive.google.com/uc?id=1SRqqh1QzZp9mINIV3s8W5iIi9eGeKrIf&export=download

10)উদ্ভিদ প্রজননঃ
https://drive.google.com/uc?id=1SQIUSUOTyY9FeP3fdo3tUynLng6E9Y4t&export=download

11)জীবপ্রযুক্তিঃ
https://drive.google.com/uc?id=1YwvhHJKBFR8YQhqco6Oa-lf9-SYl8F-E&export=download

12)জীবের পরিবেশঃ
https://drive.google.com/uc?id=1SJi15tMy3bYjj2ZALeLStD-C8amZdVfb&export=download

✅জুওলজি দাগানো বই

1) প্রাণীর বিভিন্নতা ও শ্রেনিবিন্যাসঃ
https://drive.google.com/uc?id=1V6PbUcCwQ3xj-k-z8bmYBgCMfMGF4KkW&export=download

2) প্রাণীর পরিচিতিঃ
https://drive.google.com/uc?id=1H26Mv_0HW3v_u2bzygVpUtOMmI5kv2Jb&export=download

3) পরিপাক ও শোষণঃ
https://drive.google.com/uc?id=19QXQOjZnl62xvvKInH5xE1evZ58ml73a&export=download

4) রক্ত ও সঞ্চালনঃ
https://drive.google.com/uc?id=1iP2BdgYBwUuFGMwVOVb_eY-Y8ajbtG4N&export=download

5) শ্বসন ও শ্বাসক্রিয়াঃ
https://drive.google.com/uc?id=1s-kyQzNz7xP-gzusG5poZ9Q8xAUal2i7&export=download

6) বর্জ্য ও নিষ্কাশনঃ
https://drive.google.com/uc?id=1syqY3LUPfYnzbDjaHSHKA_VItnaU4vn7&export=download

7)চলন ও অঙ্গচালনাঃ
https://drive.google.com/uc?id=1y8eJ4_byQ60I6CHJkXQAsPmRcBxqWUxR&export=download

8)সমন্বয় ও নিয়ন্ত্রণঃ
https://drive.google.com/uc?id=1KGnaf1wSQaRZr8FjhYec4E5fhuYrEMjp&export=download

9) মানব জীবনের ধারাবাহিকতাঃ
https://drive.google.com/uc?id=1f6E1uK6pIMkgDVavlI4JuoUAUZ4EtAHE&export=download

10) মানবদেহের প্রতিরক্ষাঃ
https://drive.google.com/uc?id=1uQoV1pMF9MY-MJtYcQ46qmn5F1Vyu4OS&export=download

11) জিনতত্ত্ব ও বিবর্তনঃ
https://drive.google.com/uc?id=1ng4ABL3hbBMRxFHVvDOTwF2jyf0tMfAX&export=download

12)প্রাণীর আচরণঃ
https://drive.google.com/uc?id=1w8033f-bYctz0wvx3iAbNgYqzu7Ye1ct&export=download

©DMC Scholar
#Biology #note

Читать полностью…

important Info + links

এক পসলা বৃষ্টিতে ভিজে একশ এক মাইল দূরে তাকেই দেখতে যেতে মন চাই৷ তার মায়াবী চোখের বাঁকা চাহনি দেখব বলেই আমার মনে ঢেউ এর সৃষ্টি হই৷তাকে একটু কাছে বসে গল্প করব বলেই আমি আমার কল্পনায় রাজত্ব সাজায়।সে প্রজাপতির উপর ভর করে এসে আমাকে ফিশফিশ করে বলে:হে আমার রাজকুমার,তুমি কি কি আনমনে ভাবছো আমায়!মনে পড়ে কি আমার কথা?

আমি উত্তর দিলাম- তোমার কথা ভাবতেই দিন করিয়া দিয়েছি পার তবুও পাই না তোমায় কাছে! কতবার ছুটে গিয়েছি তোমায় এক ফলক দেখব বলে!

হে প্রিয় ভাই,
আপনার ১০১ মিটার দূরে মসজিদ থাকা সত্ত্বেও আপনি মসজিদে যেতে পারেন না!
আপনার আপনার রব কতবার যে স্মরণ করেন কিন্তু আপনি আযান দেওয়ার পরও তাকে স্মরণ করার আপনার টাইম হই না অথচ আপনার প্রিয়তমার কথা ভাবতেই আপনার দিন পার হয়ে যায়!

আপনি কি জানেন না যে আপনি বিচারের ময়দানে আপনাকে প্রশ্নের সম্মুখীন করা হবে?আপনি তখন কি জবাব দিবেন?
অন্তরের যিনা কেনো করেছেন প্রশ্ন করা হলে কি জবাব দিবেন?

এখনই সময়, ফিরে আসুন রবের দিকে।

Читать полностью…

important Info + links

এতো ভুল করতেছেন কেনো?? Question খেয়াল করবেন তো আগে 🫤🙂

Читать полностью…

important Info + links

হরলিক্স খেয়ে বুদ্ধি বাড়ায়ে আসবো নে,এইটা নিয়ে জীবন যুদ্ধে আগানো বড় মুশকিল।।

⭕✅দুইটা কথা মনে রাখবেন :

১. রেনিন নিষ্ক্রিয় এনজিওটেনসিনোজেনকে এনজিওটেনসিন-১ এ পরিণত করে৷

২. BNP(Brain Natriuretic Peptide) প্রধানত ক্ষরিত হয় হার্টের ভেন্ট্রিকুলার মাসল থেকে৷

⛔❌দুইটা কথা ভুলে যাবেন :
১. এনজিওটেনসিনোজেন বৃক্ক থেকে ক্ষরিত হয় (সঠিক উত্তর - লিভার)

২. BNP প্রধানত ক্ষরিত হয় ব্রেইন থেকে৷

#mediaim_contents

Читать полностью…

important Info + links

ওইটা থেকে বেশি শান্তি পাবো পোলাপান যাতে একটু হইলেও উপকৃত হয়।। এটাই চাওয়া সাবস্ক্রাইবার ওতো প্রয়োজন নেই,admin apa 🙂❤️

Читать полностью…

important Info + links

ঠিক আছে, প্রিয় ( ভাই আরকি)

Читать полностью…

important Info + links

⚜️এক্সট্রা ইনফো ⚜️
🎯অর্থনৈতিক রসায়ন(part-2)


💠 বাংলাদেশের প্রতিবছর মাথাপিছু গড়ে 6531 cubic feet প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়।
💠 শুষ্ক প্রাকৃতিক  গ্যাসের ঘনত্ব 0.7-0.9 kg/m^3
💠 প্রাকৃতিক গ্যাস ফিল্ড থেকে গ্যাস উত্তোলনের সময় যে নিম্ন ঘনত্বের তরল হাইড্রোকার্বনের মিশ্রণ পাওয়া যায় তাকে কনডেনসেট বলে।
💠 বাংলাদেশের গ্যাস ফিল্ড গুলি থেকে প্রতিদিন 1400 BBL কনডেনসেট  উত্তোলিত হয়।
💠 আমাদের মোট বিদ্যুৎ চাহিদার ৮৮% গ্যাসভিত্তিক পাওয়ার প্ল্যান্টে উৎপন্ন হয়।
💠 অধিকাংশ বিশেষজ্ঞের মতে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের মজুদ প্রায় ২০ ট্রিলিয়ন ঘনফুট (TCF)।
💠 বর্তমানে দৈনিক চাহিদা প্রায় ২৮০ কোটি ঘনফুট।
💠 12g কার্বন পোড়ালে 393.4 Kj তাপ শক্তি পাওয়া যায়
💠 1.0 Btu=252 cal এবং 1.0 cal=4.184 J.
💠 প্রকৃতিতে যে জ্বালানি পাওয়া যায় তাকে প্রাইমারি জ্বালানি বলা হয়।  যেমন: শুকনা কাঠ, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি।
💠 প্রাইমারি জ্বালানি কে বিভিন্ন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পরিবর্তিত করে যে জ্বালানি উৎপন্ন করা হয় তাকে সেকেন্ডারি জ্বালানি বলে। যেমন: কোল গ্যাস,  প্রোডিউসার গ্যাস, ওয়াটার গ্যাস, পেট্রোলিয়ামের আংশিক পাতনের ফলে উৎপন্ন কেরোসিন, ডিজেল, পেট্রোল, অকটেন, গ্যাসোলিন ইত্যাদি।

#Mediaim_chemistry
#mediaim_contents

Читать полностью…

important Info + links

সবর করবা, এসব নিয়ে ওতো চিন্তা করবে না,মাথায় আনবে না।।এখন অনেক কথাই শুনবা, এগুলা যাতে তোমাকে হতাশ না করে বরং আরো ভালো করতে উজ্জীবিত করে।।ওই পরিমাণ স্ট্রং থাকো।। রেজাল্ট দিয়ে তাদের জবাব দিবে অতটুকু হেড অন্তত রাখা উচিত।।
একটা গোপন কথা কি জানো তোমরা???এটা 22,23 ব্যাচ কেও বলেছি।। যে -

যারা "তুমি পারবে না/তোমাকে দিয়ে হবে না" বলে ভয় দেখায়, তারা কিন্তু জানে যে, একটু চেষ্টা করলে তুমিও পারবে।।
Be positive,stay positive and strong 🌸

#ngl_ask

Читать полностью…

important Info + links

⚜️⚜️ এক্সট্রা ইনফো ⚜️⚜️

🎯অর্থনৈতিক রসায়ন(part-1)

💠 মোট জ্বালানি চাহিদার ৭৩% পূরণ হয় প্রাকৃতিক গ্যাস দিয়ে
💠 একটু খেয়াল করো : দেশে বিদ্যুৎ উৎপাদনের ৪৩% আসে প্রাকৃতিক গ্যাস থেকে। কিন্তু হাজারী ৫৫% দেয়া।
💠 বাংলাদেশে বর্তমানে ছয়টি গ্যাস বিপণন কোম্পানি আছে
💠 সক্রিয় গ্যাস ক্ষেত্রের সংখ্যা ১৯ টি
💠 বাংলাদেশের বর্তমানে মোট গ্যাস মজুদের পরিমাণ 14.50 TCF
💠 মোট চাহিদা 2728 MCF
💠 বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের ক্যালোরিফিক মান 1006-1062 BTU
💠 শীত প্রধান দেশে সেন্ট্রাল হিটিং এ প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়
💠 চা শিল্পে ড্রায়ার এর তাপমাত্রা সরবরাহের ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়
💠 প্রাপ্ত ও সঞ্চিত প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ৪২ তম
💠 প্রাকৃতিক গ্যাসের ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশে পৃথিবীর ৩২ তম দেশ।

#Mediaim_chemistry
#mediaim_contents

Читать полностью…

important Info + links

দুইটাই দরকার আছে।। কথাটি হবে " স্মার্টলি হার্ডওয়ার্ক" করতে হবে।। মেইন জিনিস যেইটা পার্থক্য করে দেয় সেটা হলো strategy and proper planning সাথে সেইটা সঠিকভাবে সম্পন্ন করা।। একই জায়গায় দুইজন ব্যক্তি বিভিন্ন উপায়ে যেতে পারে।। কেউ খুব বিচক্ষণতার সাথে বর্তমান পরিস্থিতি মাথায় রেখে সেই লক্ষ্যে আগায় যাতে বাঁধার পরিমাণ সবচেয়ে কম হয় এবং দ্রুত যাওয়া যায়।। কেউ প্রতিদিন যেভাবে যেতো ,যেই পথে যেতো সেইভাবেই লক্ষ্যের দিকে ছুটে চলে।।অথচ পথের থেকে যাওয়া বাধা গুলো সে লক্ষ্য করে নি বা সে জানেই না যে এই পথে এখন আগের মত করে গেলে প্রচুর সময় লাগবে, সঠিক সময়ে যেতে পারবে না।।

একজন মেইন বই , সহায়ক বইয়ের সব গাদা গাদা ইনফো পড়তেছে,রিডিং পড়ে শেষ করে ফেলতেছে অনেক কষ্ট করে প্রতিটা টপিক খুঁটে খুঁটে পড়তেছে, এই বইয়ে একটা লিখা আরেকটা বইতে আরেক রকম info, এতো গোঁজামিল এ brain কাজ করে না দিনশেষে কিছু মনে রাখতে পড়তেছে না,output=0

আরেকজন মেইন বই খুব ভালোভাবে পড়ার পড় যখন সহায়ক বই পড়ে সে এমন সব তথ্য আগেই cut সাট করে নেয় যেগুলো মেইন বইয়ের সাথে contradictory... সে আগে থেকে এনালাইসিস করে পড়ে।। একটা টপিক এর কোন কোন বিষয় গুলো গুরুত্বসহকারে কিভাবে পড়তে হবে তার একটা জেনারেল আইডিয়া হয়ে গেছে তার।। এখন সে গুছিয়ে সুন্দর ভাবে পড়তে পড়তেছে , মনেও রাখতে পারতেছে।। সব ঢালাও ভাবে না পড়ে বুঝেশুনে নিজের পড়াটা এগিয়ে নেয়।।

So, smartly hard work> smart work> hard work .

#ngl_ask

Читать полностью…

important Info + links

⚜️⚜️ এক্সট্রা ইনফো ⚜️⚜️
🎯🎯পরিবেশ রসায়ন(part-10)


💠 পানিতে BOD ও COD এর অনুপাত 0.3 থেকে 0.8 এর মধ্যে থাকা উচিত
💠 0°C তাপমাত্রায় বায়ু দ্বারা 100%
সম্পৃক্ত পানির DO মান 10.92ppm
💠 ট্রেস মৌলের পানিতে উপস্থিতির পরিমাণ-
১. লেড (pb) - 0.1 mgL^-1
২. ক্যাডমিয়াম (Cd) - 0.01 mgL^-1
৩. মার্কারি (Hg) - 0.001 mgL^-1
💠 পানির TDS কমানোর উপায়-
১. ফিল্টার  ২.পাতন  ৩.আয়ন বিমুক্ত করণ ৪.কার্বন ফিল্টার ৫.বিপরীত অভিস্রাবণ
💠 pH মিটার তৈরিতে প্রয়োজন-
১.ক্যালোমেল তড়িৎদ্বার ২.গ্লাস তড়িৎদ্বার ৩.একটি সুবেদী ভোল্টমিটার
💠 দূষিত পানি অসম্পূর্ণ জারনের ফলে মিথেন(CH4), ফসফিন(PH3), হাইড্রোজেন সালফাইড(H2S),অ্যামিন  জাতীয় যৌগের উদ্ভব ঘটে
💠 সমুদ্রের সারফেস ওয়াটারের DO এর মান বেশি হলে ওই পানি উচ্চ গুণমান সম্পন্ন
💠 তাপমাত্রা বৃদ্ধি পেলে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণের হ্রাস ঘটে
💠 পৌর এলাকার ও সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত  অপরিশোধিত সোয়ারেজ পানির BOD এর মান 100 থেকে 400 ppm
💠 খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের বর্জ্য পানির BOD এর মান 10000ppm পর্যন্ত হয়ে থাকে।

#Mediaim_chemistry
#mediaim_contents

Читать полностью…

important Info + links

⚜️⚜️এক্সট্রা ইনফো⚜️⚜️

🎯🎯পরিবেশ রসায়ন(part-8)


💠 ওজোন স্তরকে ধ্বংসকারী CFC এর মধ্যে ফ্রিয়ন -১১ এবং ফ্রিয়ন -১২ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়
💠 Halozns হল ফ্লোরোকার্বন যার মধ্যে কোন H পরমাণু উপস্থিত থাকে না।Halons অনুতে ফ্লোরিন পরমাণুর উপস্থিতির পাশাপাশি অন্তরপক্ষে একটি Br  পরমাণু উপস্থিত থাকতে হয়
💠 বায়ুমন্ডলে প্রতিদিন 350000 মেট্রিক টন ওজোন সৃষ্টি  ও ধ্বংস হয়
💠 জানা যায় ১ ওজোন স্তর হারালে অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব ২% বেড়ে যায়
💠 সূর্য থেকে আসা 2.8×2.9×10^-7 nm তরঙ্গ দৈর্ঘ্যের প্রতি বেগুনি রশ্মি নির্বিঘ্নে বায়ুমন্ডলে ঢুকে প্রোটিন ও নিউক্লিক এসিডকে ধ্বংস করে দেয়
💠 2.9×10^-7 nm থেকে 3.2×10^-7 nm ব্যান্ডের UV-B রশ্মি Ozone hole দিয়ে পৃথিবীতে প্রবেশ করে মানুষের ত্বকে ক্যান্সার সৃষ্টি করে
💠 UV-B রশ্মি পানিতে 5 মিটার পর্যন্ত প্রবেশ করতে পারে
💠 FDG প্ল্যান্টের উৎপন্ন জিপসামকে interior decoration এর কাজে ব্যবহার করা হয়
💠 এসিড বৃষ্টির কারণে মার্বেল পাথরের উপর যে ক্ষতের সৃষ্টি হয় স্টোন ক্যান্সার বলে

#Mediaim_chemistry
#mediaim_contents

Читать полностью…

important Info + links

✨মেডিকেলে সার্ভাইব করার কিছু মূলমন্ত্র :

Number 1. Keep your expectations at lowermost level.

Number 2. Remember 10 times a day you're getting in the most toxic environment ever.

Number 3. You’re here to be an empathetic doctor, not an info memorizing machine.

Number 4. Mental health is inarguably the most important element in your medical life.

Number 5. Learn to embrace failure from the very first day.

Text from respected : Marufa Sultana Apu

Читать полностью…

important Info + links

📌ঢাবিতে আসা এই প্রশ্নটা অনেকে না বুঝে মুখস্থ করো। এখান থেকে ব্যাখা দেখে নাও।

ব্যাখাঃ NaOH সবল ক্ষার, এর সাথে বিক্রিয়া করার জন্য এসিড হওয়া প্রয়োজন।

অ্যালকোহল এক প্রকার নিরপেক্ষ যৌগ। এটি ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ+পানি তৈরি করতে পারে না।

অপশনগুলো দেখো এবার।

A. ইথানল
অম্লীয় না, তাই বিক্রিয়া করে না ❌

B. ফেনল
অম্লীয়, বিক্রিয়া করবে ✅

C,D. জৈব এসিড
অম্লীয়, বিক্রিয়া করবে ✅

#confusion #SABAS #chemistry

Читать полностью…
Subscribe to a channel