Scientific name: amarto basicvalona । প্রয়োজনের তাগিদে বিভিন্ন প্লাটফর্ম হতে প্রাপ্ত তথ্য এখানে সংগ্রহ করে রাখা।। কোনো প্ল্যাটফর্ম, এর সাথে জড়িত নয়।। সকলের জন্য দুয়া আর শুভেচ্ছা🌱🌸🦋
🔖একনজরে নাম
✅Walter flemming = প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন + মাইটোসিস নামকরণ
✅স্লাইখার =ক্যারিওকাইনেসিস নাম দেন
✅হাওয়ার্ড এবং পেলক = কোষ চক্র আবিস্কার
✅বোভেরি = সর্বপ্রথম মায়োসিস কোষ বিভাজন লক্ষ্য করেন
✅বেনেডিন এবং হাউসার = n সংখ্যক ক্রোমোজোম আবিস্কার করেন
✅স্ট্রাসবুর্গার= হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করেন
✅ফার্মার মুর = সর্বপ্রথম হ্রাসমূলক বিভাজনকে মায়োসিস বলেন
✅থমাস হান্ট মর্গান = ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দেন
✅রুডলফ ভিরশাও = "কোষ থেকে কোষের সৃষ্টি হতে পারে" বলেন...
✅টিম হান্ট = সাইক্লিন প্রোটিন আবিস্কার করেন (sea archin এর ডিমের প্রোটিন সংশ্লেষন নিয়ে কাজ করতে গিয়ে)+ নাম দেন সাইক্লিন।
#cell_division #info
#mediaim_contents
তাঁরে আল্লাহ প্রিয় মানুষের দীর্ঘ সঙ্গ দেন নাই।
জন্মের আগেই তাঁর বাবারে নিয়ে গেছেন।
জন্মের পর লম্বা সময় মায়েরে রাইখা দুধ মায়ের কাছে ছিলেন। যখন মায়ের কাছে আসলেন, কয় বছরের মাথায় আল্লাহ তাঁরে 'মাতৃহীনা' বানালেন।
কোলে তুইলা নিলেন দাদা। ওমের সেই আশ্রয় যখন জুইত কইরা নেওয়ার সময় হইলো, দাদাও চইলা গেলেন।
চাচা রইলেন খানিক দীর্ঘ সময়, কিন্তু মুসলিম হইলেন না। পাশে রইলেন, কিন্তু প্রিয় হইলেন না।
সহধর্মিণী আসলেন যিন্দেগীতে। চড়াই-উৎরাই পার হইয়া যখন একটু স্থির হইবেন, তাঁরেও আল্লাহ নিয়া গেলেন।
কোন প্রিয় মানুষ তাঁর জীবনে দীর্ঘ সময় অবস্থান করেন নাই। কেন জানি না। কিন্তু মনে হয়, প্রিয়জনের এই শূন্যতা পূরণ হইয়া যাইতো আল্লাহর সঙ্গ দিয়া। আল্লাহরে অনুভবের মধ্য দিয়া। তাই তিনি ভাইঙ্গা পড়েন নাই। কোন বিচ্ছেদ তাঁরে টলাইতে পারে নাই। শূন্যতা তাঁরে একাকী কইরা দিতে পারে নাই। তিনি দমেন নাই। তাঁর দিল কাঁনলেও হাত কাঁপে নাই। অকম্পিত হাতে আলো লইয়া ঘুইরা বেড়াইছেন সারাটা জীবন।
আমরা ভাইঙ্গা পড়ি। আমরা একাকীত্বে ভুগি। আমরা টইলা যাই। নিজের উপর থাইকা নিয়ন্ত্রণ হারাই। আমরা যে আল্লাহরে ওইভাবে অনুভব করতে পারি না! অনুভব করতে চাইসিলামই বা কবে!
মনটা যখন নরম হইয়া টলমল করে তাঁর বিচ্ছেদের কষ্টগুলা মনে ইয়াদ কইরা আসেন আল্লাহরে বলি, 'আল্লাহ তিনি যেমনে তোমারে অনুভব করছেন, আমিও করতে চাই। তোমার সঙ্গ যেইভাবে তাঁরে একা হইতে দেয় নাই, আমিও সেই রকম সঙ্গ চাই। কিভাবে কী, আমি জানি না। আমারে সেইভাবে গইড়া তুলবা তুমি। আমি খালি আমার দিলটা খুইলা দিলাম, তুমি কি দরদের সুতা দিয়া দিলটারে যতন কইরা সাজাইয়া দিবা না?'
اللهم صل على محمد و على ال محمد
~ ফারহিন আল মুনাদি
🔥আলিম স্যার 🔥
✅বোটানি দাগানো বই
1) কোষ এর গঠনঃ
https://drive.google.com/file/d/1po7LSDDIJamjgxau-GiNQIGzuzwSBYNr/view?usp=drivesdk
2) কোষ বিভাজনঃ
https://drive.google.com/uc?id=1SNkZ6Hlgi3g9XLZ0FIyo6e20rCGIQaVE&export=download
3) কোষ রসায়নঃ
https://drive.google.com/uc?id=1SUWaU1u9HTzRrwW1WmUjaOJ5gYAoorWM&export=download
4)অনুজীবঃ
https://drive.google.com/uc?id=1SJSjNX28KnTxlfo6PWwZCC7kf_nPtMFq&export=download
5)শৈবাল ও ছত্রাকঃ
https://drive.google.com/uc?id=1SVuVdlUCNNZ1aLZVsHE9gK_UcSFYTU4O&export=download
6) ব্রায়োফাইটা ও টেরিডোফাইটাঃ
https://drive.google.com/uc?id=1YwKhTX9w3qE9m5dksn8LgHIXO1pc85xd&export=download atlas
7) নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদঃ
https://drive.google.com/uc?id=1YvYcjc1igbLr-wfjyl0JW2c9ptgma8oU&export=download
8)টিস্যু ও টিস্যুতন্ত্রঃ
https://drive.google.com/uc?id=1SOXlhJc7kDdBYm_1VpO_GxtXzP9U56Ra&export=download
9)উদ্ভিদ শারীরতত্ত্বঃ
https://drive.google.com/uc?id=1SRqqh1QzZp9mINIV3s8W5iIi9eGeKrIf&export=download
10)উদ্ভিদ প্রজননঃ
https://drive.google.com/uc?id=1SQIUSUOTyY9FeP3fdo3tUynLng6E9Y4t&export=download
11)জীবপ্রযুক্তিঃ
https://drive.google.com/uc?id=1YwvhHJKBFR8YQhqco6Oa-lf9-SYl8F-E&export=download
12)জীবের পরিবেশঃ
https://drive.google.com/uc?id=1SJi15tMy3bYjj2ZALeLStD-C8amZdVfb&export=download
✅জুওলজি দাগানো বই
1) প্রাণীর বিভিন্নতা ও শ্রেনিবিন্যাসঃ
https://drive.google.com/uc?id=1V6PbUcCwQ3xj-k-z8bmYBgCMfMGF4KkW&export=download
2) প্রাণীর পরিচিতিঃ
https://drive.google.com/uc?id=1H26Mv_0HW3v_u2bzygVpUtOMmI5kv2Jb&export=download
3) পরিপাক ও শোষণঃ
https://drive.google.com/uc?id=19QXQOjZnl62xvvKInH5xE1evZ58ml73a&export=download
4) রক্ত ও সঞ্চালনঃ
https://drive.google.com/uc?id=1iP2BdgYBwUuFGMwVOVb_eY-Y8ajbtG4N&export=download
5) শ্বসন ও শ্বাসক্রিয়াঃ
https://drive.google.com/uc?id=1s-kyQzNz7xP-gzusG5poZ9Q8xAUal2i7&export=download
6) বর্জ্য ও নিষ্কাশনঃ
https://drive.google.com/uc?id=1syqY3LUPfYnzbDjaHSHKA_VItnaU4vn7&export=download
7)চলন ও অঙ্গচালনাঃ
https://drive.google.com/uc?id=1y8eJ4_byQ60I6CHJkXQAsPmRcBxqWUxR&export=download
8)সমন্বয় ও নিয়ন্ত্রণঃ
https://drive.google.com/uc?id=1KGnaf1wSQaRZr8FjhYec4E5fhuYrEMjp&export=download
9) মানব জীবনের ধারাবাহিকতাঃ
https://drive.google.com/uc?id=1f6E1uK6pIMkgDVavlI4JuoUAUZ4EtAHE&export=download
10) মানবদেহের প্রতিরক্ষাঃ
https://drive.google.com/uc?id=1uQoV1pMF9MY-MJtYcQ46qmn5F1Vyu4OS&export=download
11) জিনতত্ত্ব ও বিবর্তনঃ
https://drive.google.com/uc?id=1ng4ABL3hbBMRxFHVvDOTwF2jyf0tMfAX&export=download
12)প্রাণীর আচরণঃ
https://drive.google.com/uc?id=1w8033f-bYctz0wvx3iAbNgYqzu7Ye1ct&export=download
©DMC Scholar
#Biology #note
এক পসলা বৃষ্টিতে ভিজে একশ এক মাইল দূরে তাকেই দেখতে যেতে মন চাই৷ তার মায়াবী চোখের বাঁকা চাহনি দেখব বলেই আমার মনে ঢেউ এর সৃষ্টি হই৷তাকে একটু কাছে বসে গল্প করব বলেই আমি আমার কল্পনায় রাজত্ব সাজায়।সে প্রজাপতির উপর ভর করে এসে আমাকে ফিশফিশ করে বলে:হে আমার রাজকুমার,তুমি কি কি আনমনে ভাবছো আমায়!মনে পড়ে কি আমার কথা?
আমি উত্তর দিলাম- তোমার কথা ভাবতেই দিন করিয়া দিয়েছি পার তবুও পাই না তোমায় কাছে! কতবার ছুটে গিয়েছি তোমায় এক ফলক দেখব বলে!
হে প্রিয় ভাই,
আপনার ১০১ মিটার দূরে মসজিদ থাকা সত্ত্বেও আপনি মসজিদে যেতে পারেন না!
আপনার আপনার রব কতবার যে স্মরণ করেন কিন্তু আপনি আযান দেওয়ার পরও তাকে স্মরণ করার আপনার টাইম হই না অথচ আপনার প্রিয়তমার কথা ভাবতেই আপনার দিন পার হয়ে যায়!
আপনি কি জানেন না যে আপনি বিচারের ময়দানে আপনাকে প্রশ্নের সম্মুখীন করা হবে?আপনি তখন কি জবাব দিবেন?
অন্তরের যিনা কেনো করেছেন প্রশ্ন করা হলে কি জবাব দিবেন?
এখনই সময়, ফিরে আসুন রবের দিকে।
এতো ভুল করতেছেন কেনো?? Question খেয়াল করবেন তো আগে 🫤🙂
Читать полностью…হরলিক্স খেয়ে বুদ্ধি বাড়ায়ে আসবো নে,এইটা নিয়ে জীবন যুদ্ধে আগানো বড় মুশকিল।।
⭕✅দুইটা কথা মনে রাখবেন :
১. রেনিন নিষ্ক্রিয় এনজিওটেনসিনোজেনকে এনজিওটেনসিন-১ এ পরিণত করে৷
২. BNP(Brain Natriuretic Peptide) প্রধানত ক্ষরিত হয় হার্টের ভেন্ট্রিকুলার মাসল থেকে৷
⛔❌দুইটা কথা ভুলে যাবেন :
১. এনজিওটেনসিনোজেন বৃক্ক থেকে ক্ষরিত হয় (সঠিক উত্তর - লিভার)
২. BNP প্রধানত ক্ষরিত হয় ব্রেইন থেকে৷
#mediaim_contents
ওইটা থেকে বেশি শান্তি পাবো পোলাপান যাতে একটু হইলেও উপকৃত হয়।। এটাই চাওয়া সাবস্ক্রাইবার ওতো প্রয়োজন নেই,admin apa 🙂❤️
Читать полностью…⚜️এক্সট্রা ইনফো ⚜️
🎯অর্থনৈতিক রসায়ন(part-2)
সবর করবা, এসব নিয়ে ওতো চিন্তা করবে না,মাথায় আনবে না।।এখন অনেক কথাই শুনবা, এগুলা যাতে তোমাকে হতাশ না করে বরং আরো ভালো করতে উজ্জীবিত করে।।ওই পরিমাণ স্ট্রং থাকো।। রেজাল্ট দিয়ে তাদের জবাব দিবে অতটুকু হেড অন্তত রাখা উচিত।।
একটা গোপন কথা কি জানো তোমরা???এটা 22,23 ব্যাচ কেও বলেছি।। যে -
যারা "তুমি পারবে না/তোমাকে দিয়ে হবে না" বলে ভয় দেখায়, তারা কিন্তু জানে যে, একটু চেষ্টা করলে তুমিও পারবে।।
Be positive,stay positive and strong 🌸
#ngl_ask
⚜️⚜️ এক্সট্রা ইনফো ⚜️⚜️
🎯অর্থনৈতিক রসায়ন(part-1)
💠 মোট জ্বালানি চাহিদার ৭৩% পূরণ হয় প্রাকৃতিক গ্যাস দিয়ে
💠 একটু খেয়াল করো : দেশে বিদ্যুৎ উৎপাদনের ৪৩% আসে প্রাকৃতিক গ্যাস থেকে। কিন্তু হাজারী ৫৫% দেয়া।
💠 বাংলাদেশে বর্তমানে ছয়টি গ্যাস বিপণন কোম্পানি আছে
💠 সক্রিয় গ্যাস ক্ষেত্রের সংখ্যা ১৯ টি
💠 বাংলাদেশের বর্তমানে মোট গ্যাস মজুদের পরিমাণ 14.50 TCF
💠 মোট চাহিদা 2728 MCF
💠 বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের ক্যালোরিফিক মান 1006-1062 BTU
💠 শীত প্রধান দেশে সেন্ট্রাল হিটিং এ প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়
💠 চা শিল্পে ড্রায়ার এর তাপমাত্রা সরবরাহের ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়
💠 প্রাপ্ত ও সঞ্চিত প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ৪২ তম
💠 প্রাকৃতিক গ্যাসের ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশে পৃথিবীর ৩২ তম দেশ।
#Mediaim_chemistry
#mediaim_contents
দুইটাই দরকার আছে।। কথাটি হবে " স্মার্টলি হার্ডওয়ার্ক" করতে হবে।। মেইন জিনিস যেইটা পার্থক্য করে দেয় সেটা হলো strategy and proper planning সাথে সেইটা সঠিকভাবে সম্পন্ন করা।। একই জায়গায় দুইজন ব্যক্তি বিভিন্ন উপায়ে যেতে পারে।। কেউ খুব বিচক্ষণতার সাথে বর্তমান পরিস্থিতি মাথায় রেখে সেই লক্ষ্যে আগায় যাতে বাঁধার পরিমাণ সবচেয়ে কম হয় এবং দ্রুত যাওয়া যায়।। কেউ প্রতিদিন যেভাবে যেতো ,যেই পথে যেতো সেইভাবেই লক্ষ্যের দিকে ছুটে চলে।।অথচ পথের থেকে যাওয়া বাধা গুলো সে লক্ষ্য করে নি বা সে জানেই না যে এই পথে এখন আগের মত করে গেলে প্রচুর সময় লাগবে, সঠিক সময়ে যেতে পারবে না।।
একজন মেইন বই , সহায়ক বইয়ের সব গাদা গাদা ইনফো পড়তেছে,রিডিং পড়ে শেষ করে ফেলতেছে অনেক কষ্ট করে প্রতিটা টপিক খুঁটে খুঁটে পড়তেছে, এই বইয়ে একটা লিখা আরেকটা বইতে আরেক রকম info, এতো গোঁজামিল এ brain কাজ করে না দিনশেষে কিছু মনে রাখতে পড়তেছে না,output=0
আরেকজন মেইন বই খুব ভালোভাবে পড়ার পড় যখন সহায়ক বই পড়ে সে এমন সব তথ্য আগেই cut সাট করে নেয় যেগুলো মেইন বইয়ের সাথে contradictory... সে আগে থেকে এনালাইসিস করে পড়ে।। একটা টপিক এর কোন কোন বিষয় গুলো গুরুত্বসহকারে কিভাবে পড়তে হবে তার একটা জেনারেল আইডিয়া হয়ে গেছে তার।। এখন সে গুছিয়ে সুন্দর ভাবে পড়তে পড়তেছে , মনেও রাখতে পারতেছে।। সব ঢালাও ভাবে না পড়ে বুঝেশুনে নিজের পড়াটা এগিয়ে নেয়।।
So, smartly hard work> smart work> hard work .
#ngl_ask
⚜️⚜️ এক্সট্রা ইনফো ⚜️⚜️
🎯🎯পরিবেশ রসায়ন(part-10)
⚜️⚜️এক্সট্রা ইনফো⚜️⚜️
🎯🎯পরিবেশ রসায়ন(part-8)
(VVI)
📌 "দেহকোষ" থেকে ক্ষরিত হরমোন প্রকৃতির "প্রোস্টাগ্লান্ডিন" নামক "লিপিড" যৌগের জন্য জ্বর আসে।
📌 "শ্বেতরক্তকণিকা"থেকে ক্ষরিত "পাইরোজেন" নামক "পলিপেপটাইড" ক্ষরনের জন্য জ্বর আসে।
🔴দেহকোষ আর WBC কোনটার কারণে কখন জ্বর আসে খেয়াল রাখবেন ভাপুরা🔴
#mediaim_contents
#confusion_killing
⚜️ এক্সট্রা ইনফো ⚜️
🎯🎯অর্থনৈতিক রসায়ন(part-3)
সকল দাগানো বই, অনুশীলনী সলভ ক্লাশ
•বায়োলজি
-হাসান স্যার, আজিবুর স্যার, আলিম স্যার
-আজমল স্যার,মাজেদা ম্যাম, আলিম স্যার
•ফিজিক্স
-ইসহাক, তপন
•কেমিস্ট্রি
-হাজারী,কবির, গুহ স্যার
•জোবায়ের জিকে/MP3
সব কিছুর সলিউশন:
https://biohaters.com/
ভাই , এখনের maximum মানুষ বিছানা থেকে কিছু পথ দূরে মসজিদে যেতে চায় না, স্বপ্ন দেখে প্রিয়তমা নিয়া পুই পুই করে মক্কা যাবে 🫤🐸
এটাই চেতনা 🥷
🥷Soln:
s→ 1টি অরবিটাল
p→ 3টি অরবিটাল
d→ 5টি অরবিটাল
f→ 7টি অরবিটাল
s এর জন্যে l=0
p এর জন্যে l=1
d এর জন্যে l=2
f এর জন্যে l=3
*2n²→ শক্তিস্তরে ইলেকট্রন ধারণক্ষমতা।
*2(2l+1)→ উপশক্তিস্তরের ইলেকট্রন ধারণক্ষমতা।
*(2l+1)→উপশক্তিস্তরে অরবিটাল সংখ্যা।
#chemistry
আমাকে বই হাদিয়া দেন।
আমি আপনাকে ব্রেইন হাদিয়া দিবো।
আরেওওওও বুদ্ধি নাই কুনু।
আমিও তো তাই বললাম।
গ্রুপে আরো ১০০ জন জয়েন করলে ওরাও উপকৃত হবে,শান্তি পাবেন😌।
সাবক্রাইব না করলে উপকৃত হবে কেমনে হুহ। নাকি আপনি শুধু একদলকেই উপকৃত করতে চাচ্ছেন😏। যারা এখনো চ্যানেলের খবর জানে না তাদের কথা বাদ নাকি।
আমি বৃহত্তর অর্থে চিন্তা করি। তাই চাচ্ছি আরো ১০০ জন ভাই-বোন উপকৃত হোক😌🥱। বুঝছেন স্যার?
কিচ্ছু বুঝে না😏
কেঁদে মরে মনঃ
📌জেনে রাখি
🎁জঙ্ঘাস্থি কি?
🥷🥷জঙ্ঘাস্থি : জঙ্ঘায় থাকা অস্থি।
১. জঙ্ঘা: পায়ের নলা / ঠ্যাং / হাটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত এলাকা।
২. অস্থি: হাড়।
ব্যাখ্যা: জঙ্ঘা এলাকায় যে অস্থি থাকে, তার নাম- জঙ্ঘাস্থি।একে টিবিয়া বলে।। নাম তো এইটা শুনেছো..
📌(রাজীব ভাই থেকে)
#biology #info
📌যেভাবে ব্যাক করবেন:
🥷Possible সব উপায়ে ব্লক করবেন,যোগাযোগের সব মাধ্যম থেকে তাকে সরান।। তার স্মৃতি মনে থাকে / স্মরণ হবে এমন কিছু থাকলে ফেলে দিবেন।। তার কথা যত চিন্তা করবেন ঐসব মনেও বেশি পড়বে।। কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখবেন।।
পুরুষ মানুষ যদি হন - মেয়েদের পিছনে ঘুরাঘুরি না করে নিজের উপর টাইম ইনভেস্ট করেন ।। Skill বাড়ান।। নিজেকে কর্মক্ষম করেন,টাকা উপার্জন করেন যাতে একজনকে পালতে পারেন ,নাইলে পরিবার সমাজ সবাই এক কথাই বলবে নিজের পায়ে দাঁড়াও আরো কত কিছু।।সৎ সাহস নিয়ে মেয়ের পরিবারের কাছে প্রস্তাব দিবেন, বিয়ে দিলে হবে নইলে নিজের কাজে লেগে যাবেন ।।আল্লাহর কাছে উত্তম স্ত্রীর জন্য দুআ করবেন যাতে তিনি মিলিয়ে দেন ।। সাহায্যকারী হিসেবে আল্লাহ সর্বোত্তম 🏵️
(Relationship নিয়ে যথেষ্ট পরিমাণ বলা হয়েছে,further এই type qna না করার অনুরোধ)
#ngl_ask
কারো প্রয়োজন নেই থাকার, আল্লাহ কে সাথে নিয়েই সামনে আগান।। এমন সিচুয়েশন এ পড়লে আল্লাহকে ছাড়া কিছু কল্পনা করবেন না।। দেয়ালে পিঠ ঠেকে গেছে,কি করবো বুঝতে পারতেছিনা etc হলে...দুই রাকাত ইস্তিখারা সলাত পড়বেন আল্লাহর কাছে দুআ করবেন।।যাতে তিনি আপনাকে সঠিক পথ দেখান।।
#ngl_ask
মাঝেমধ্যে নিয়ামাত পাবার পর এই অনূভুতি হয় যে একদম পার্ফেক্ট টাইমেই এই নিয়ামাতটা পেয়েছি। অর্থাৎ আগে পেলে এর মাহাত্ম্য হয়তো বুঝতে পারতাম না। আল্লাহ তাআলা তো জানেন যে বান্দা কখন কোনো নিয়ামতের উপযুক্ত হয়। তখনই সেটা দেন। এজন্য দেখা যায় কোনো স্পেসিফিক নিয়ামাত পাবার পর অনুভব হয় যে, এখনই তো এর দরকার ছিল।
যেমন ধরুন, কখনো এমন হয় যে একটা বই বাসায় আগে থেকেই আছে, কিন্তু আমি হয়তো ২ বছর পর বইটা পড়লাম। পড়ার পর মনে হয় যে আলহামদুলিল্লাহ এতদিন পরে পড়েছি। আগে পড়লে এর অনেক কিছুই বুঝতাম না। অথচ বইটা আগেই কেনা, কিন্তু দেখা গেল যে একে বুঝতে যে প্রয়োজনীয় জ্ঞান দরকার তা মাঝের দু বছরের মুদ্দতে অর্জিত হয়েছে নিজের অজান্তেই। এখন যখন পড়ছি, বেশ বুঝছি। আগে পড়লে হয়তো সেভাবে বুঝতাম না।
জাস্ট একটা উদাহরণ দিলাম। নিজেদের জীবনে মিলিয়ে নিন, দেখবেন জীবনের অনেক নিয়ামতের ক্ষেত্রেই এই সত্যটা সুস্পষ্ট।
অথচ বান্দা ত্বরাপ্রবণ,খুব তাড়াহুড়ো করে , ছটফট করে । কোনো চাওয়া তৎক্ষণাৎ পূরণ না হলে হতাশায় ভোগে।
যখন কোনো চাওয়া পূরণ হয়না তখন নিজেকে এই প্রবোধ দেই যে, হয়তো আমি এখনো এর উপযুক্ত নই, কিংবা এটা আমার জন্য ঠিক না। আল্লাহ তাআলা হয়তো এজন্যই দিচ্ছেন না কিন্তু আমি বুঝতে পারছি না। সর্বাবস্থায় প্রশংসা তো আল্লাহ তাআলারই🌼
⚜️⚜️ এক্সট্রা ইনফো ⚜️⚜️
🎯পরিবেশ রসায়ন(part-9)
📌সামনের সমস্ত দরজায়ও যদি তালা লেগে যায়, হতাশ হবেন না। জেনে রাখুন, আকাশের একটি দরজা আপনার জন্য ঠিকই খোলা আছে। আরশে আযীমের সেই দরজার অভিমুখী হোন, দেখবেন আপনার জন্য কল্যাণকর বাকি সমস্ত দরজা আপনা-আপনিই খুলে যাচ্ছে। দুআ করতে পারাও, দুআ কবুলের লক্ষন।। আলহাদুলিল্লাহ।
🕚জুমা_রিমাইন্ডার
সূরা কাহফ তিলাওয়াত
দরুদ
ইস্তিগফার
বেশি বেশি দুয়া মা জ লুম ও নিজেদের জন্য