Scientific name: amarto basicvalona । প্রয়োজনের তাগিদে বিভিন্ন প্লাটফর্ম হতে প্রাপ্ত তথ্য এখানে সংগ্রহ করে রাখা।। কোনো প্ল্যাটফর্ম, এর সাথে জড়িত নয়।। সকলের জন্য দুয়া আর শুভেচ্ছা🌱🌸🦋
যারা যেখানেই ভর্তি আছো,এই কথাগুলো মাথায় রাখবা, প্রাসঙ্গিক post তাই share করা।। কথাগুলো যথার্থ।
Читать полностью…না।। গোপন সূত্রে জানা গেছে , ওটা এডমিন আপুর দূরসম্পর্কের আত্মীয় ছিল।🙂
Читать полностью…শিশিরাঙ্ক সংক্রান্ত:
পরীক্ষায় যদি শিশিরাঙ্ক change হবে কিনা প্রশ্ন আসে:
যদি প্রশ্নে আপেক্ষিক আর্দ্রতা নিয়ে কিছু না লিখা থাকে তাহলে প্রথমে লিখবা,
-আপেক্ষিক আর্দ্রতা স্থির না রেখে তাপমাত্রা কমালে, রুমে উপস্থিত জলীয়বাষ্পের পরিমাণ একই থাকে, তাই শিশিরাংক চেঞ্জ হয়না।
তারপর,
-আর আপেক্ষিক আর্দ্রতা স্থির রেখে তাপমাত্রা কমালে শিশিরাংক চেঞ্জ হবে, কারণ সেক্ষেত্রে রুমে উপস্থিত জলীয়বাষ্পের পরিমাণ কমে যাবে। নতুন শিশিরাংক ম্যাথ করে বের করবা।
আর যদি বলেই দেয় আপেক্ষিক আর্দ্রতা স্থির তাহলে শুধু ম্যাথ করে নতুন শিশিরাংক বের করে দিয়ে আসলেই হবে।
রাতের বিনোদন:
পরশুদিন ফিজিক্স পরীক্ষা,
২০২০ সালের প্রশ্ন গুলো দেখে যেও, ওইগুলা থেকে কমন আসার চান্স বেশি! 🎯
এবার ঘুম দেন 🌚
#HSC2024
for mcq:
১) স্থিতিস্থাপকতার সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক ( হুকের সূত্র )
২) পয়সনের অনুপাত, -১ থেকে ০.৫ এর মধ্যে vary করে।
৩) সঞ্চিত শক্তি সর্বোচ্চ হয় স্থিতিস্থাপকতার সীমায়।
৪) স্থিতিস্থাপকতার সীমা অতিক্রম করলে, বস্তু স্থিতিস্থাপকতা হারায়। আর অসহ পীড়ন অতিক্রম করলে বস্তু ছিঁ’ড়ে যায়।
৫) F vs l (দৈর্ঘ্য প্রসারণ) এর গ্রাফ মূলবিন্দুগামী সরলরেখা হবে। এই গ্রাফের নিচের অংশের ক্ষেত্রফল থেকে তারে সঞ্চিত শক্তি পাওয়া যাবে।
৬) স্থিতিস্থাপকতার সীমার মধ্যে পীড়ন vs বিকৃতির গ্রাফও মূল বিন্দুগামী সরলরেখা হবে।এটার নিচের অংশের ক্ষেত্রফল থেকে একক আয়তনে সঞ্চিত শক্তি পাওয়া যাবে।
৭) সংনম্যতা = ১/ (আয়তনের স্থিতিস্থাপকতার গুণাঙ্ক)
৮) বিকৃতির কোনো একক নেই
৯) Young এর গুণাঙ্ক যতো বেশি বস্তু ততো স্থিতিস্থাপক, মানে তাকে প্রসারিত করা ততো কঠিন।
১০) Young এর গুণাঙ্ক তারের উপাদানের উপর নির্ভরশীল।
মোট সঞ্চিত শক্তি = ( 1/2* YAl^2 ) / L = 1/2 * F * l
একক আয়তনে সঞ্চিত শক্তি = ( 1/2* Yl^2 ) / L^2
= 1/2* পীড়ন* বিকৃতি
©POS
#HSC2024 #Physics
Suggestion 5:
যদি Newtonian Mechanics & Work Power Energy থেকে Preparation নাও, অবশ্যই আনত তল নিয়ে পড়াশোনা করতে হবে।
Newtonian Mechanics এ আনত তলে ঘর্ষণ, বস্তুর গতি & সুতার টান।
Work এ আনত তলে শক্তির সংরক্ষণশীলতার নীতি আর কৃতকাজ।
©Promit dada
#HSC2024 #Physics
Suggestion 3: Ideal gas
প্রশ্ন: T তাপমাত্রায় N2 or O2 গ্যাসের গতিশক্তি কতো?
Confusion যেটা থাকে যে 3/2* nRT দিয়ে করবো নাকি 5/2* nRT…
উত্তর: 3 টা লাইন লিখবা
রৈখিক গতিশক্তি = 3/2* nRT
কৌণিক গতিশক্তি = 2/2* nRT
টোটাল গতিশক্তি = 5/2* nRT
তিনটাই বের করবা, ফুল নাম্বার দিবে হোপফুলি।
©Promit dada
#HSC_24 #Physics
Suggestion 1: পদার্থের গাঠনিক ধর্ম।
প্রশ্ন: পীড়ন vs বিকৃতির গ্রাফ দিয়ে দিবে, স্থিতিস্থাপকতার সীমায় পীড়ন বিকৃতির মান দেয়া থাকবে। সর্বোচ্চ সঞ্চিত শক্তি বের করতে বলবে।
উত্তর: প্রথমত সর্বোচ্চ সঞ্চিত শক্তি পাওয়া যাবে স্থিতিস্থাপকতার সীমায়। প্রথমে স্থিতিস্থাপকতার সীমার পীড়ন & বিকৃতি ব্যবহার করে ( 1/2* পীড়ন* বিকৃতি ) দিয়ে একক আয়তনে সঞ্চিত শক্তি বের করবা। তারপর তারের দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে গুণ করলেই টোটাল সর্বোচ্চ সঞ্চিত শক্তি বের হয়ে যাবে।
©Promit dada
#HSC_24 #Physics
ওটাও আমার ই,JU D unit এর জন্য খুলেছিলাম।।
Pdf দিয়েছি দেখেন
/channel/AmartobasicValona/1217
#ngl_ask
📌📌রুই মাছ টপিক রিভিশনের জন্য note 🕓 ( যে চেয়েছিলে,দেখে নিও)
/channel/AmartobasicValona/1215
📌📌"মেডি ফিজিক্স" সিরিজের পর্ব -২০
📌📌"মেডি ফিজিক্স" সিরিজের পর্ব -১৮(ভেক্টর)
১.A (vector) . B(vector)=ABcos(theta)
২. একক ভেক্টর : মান= ১ একক।
৩. A(vector)/ |A(vector)| =একক ভেক্টর, টুপি চিহ্ন দিয়ে ও প্রকাশ করা যায়।
৪. ভেক্টর রাশিকে দুইভাবে প্রকাশ করা যায় । যথা: অক্ষর ও চিহ্ন।
৫. অক্ষরকে আবার চার ভাবে প্রকাশ করা যায় ।
৬. সরলরেখা দ্বারা ভেক্টর প্রকাশ: জ্যামিতিক প্রকাশ।
৭. অবস্থান ভেক্টর : মেডিএইম ব্যাসার্ধ ভেক্টর।
৮. নাল ভেক্টর : মান ০ একক।
৯. A (vector) x B(vector)=
ABsin(theta) direction
১০. তিনটি ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত:
{A (vector) x B(vector) }. C(vector)=0
{A (vector) x C(vector) }. B(vector)=0
{B (vector) x C(vector) }. A(vector)=0
#mediphysics
#mediaim_contents
নিজের স্টুডেন্টদের বিরুদ্ধে পোস্ট - (খুব তিতা)
আপনি অনেকগুলো টাকা দিয়ে ভর্তি হইলেন.. খুব মনে করেন সুনাম শুনলেন.. হুজুগে ভর্তি হইলেন.. ভর্তি হইলেই চান্স এমনও শুনলেন..
ধরেন একটা ভালো পাবলিকে সীটই আছে ১০০০/- টা, আর আপনার ভাইয়ার স্টুডেন্ট সংখ্যাই ৬/৭ হাজার হয়ে গেছে..
সে যাই হোক ভর্তি হয়ে দেখবেন সবই ঠিকমত চলছে..
তারপর আপনি ক্লাস করলেন না, এক্সাম দেন না, পড়াশোনা করলেন না.. খুব ভাইয়া ভক্ত হইলেন.. লাভের লাভ আমারই হইলো.. আপনি ঠকে গেলেন.. সত্য কথা আপনার টাকা আমার জন্য কিন্তু লাভজনক প্রজেক্ট..
এরপর এক্সাম আসলো, তালগাছ উদ্ধার হয়ে গেলো আপনার.. মানে যা হবার তাই হইলো.. এরপর আপনার ভাইয়া ভক্তি, কোচিং ভক্তিও স্বর্গে..
এরকম বহু গ্রুপের ভাইয়া ভক্তদের খুব কমই চান্স পাইতে দেখেছি.. তারপর দার্শনিকও হইতে দেখেছি..
ভাইয়া ভক্তি বাদ দিয়ে নিজের চরকায় তেল দেন.. পড়াশোনা করেন সে আপন যে কোর্সেই থাকেন না কেন..
দিনশেষে আপনি কিন্তু আমার আর ওই ভাইয়ার শুধু স্টুডেন্টই.. আপনি রেগুলার থাকলে আমার ভালো চোখে থাকবেন না হলে আপনাকে চিনতে পারাটাও অনেক টাফ হবে..
আপনার সাথে আমার সম্পর্ক কিন্তু ওইটাই - আপনি টাকা দিয়ে আমার কোর্স নিচ্ছেন.. আমিও আপনাকে আমার দেওয়া কথামত সবকিছু দিতে বাধ্য.. সো অতিরিক্ত ভাইয়া ভক্তি বাদ বাদ দিয়ে এই সময় যেটা করার সেটাই করেন.৷ না হলে সময়ের পরে আপনি যতই দার্শনিক গিরি দেখান না কেন তাতে আমার বা আপনার ভাইয়ার কিচ্ছু আসবে যাবে না..
ধন্যবাদ....
_অপু ভাই।
📌It's potassium short
✅ K+ ম্যাক্রো মৌল, উদ্ভিদ মাটি থেকে শোষণ করে।
✅ K - যুক্ত সার উদ্ভিদের ফুল ফল ধারণে সহায়ক।
✅ K+ আয়ন সবচেয়ে দ্রুত গতিতে শোষিত হয়।
✅ K+ বিজারণ বিভব -2.92 V
✅ আয়ন বিনিময় মতবাদ অনুসারে H+ এর পরিবর্তে K+ আয়ন কোষের অভ্যন্তরে প্রবেশ করে।
✅ K+ শোষণ বাধাগ্রস্থ হয় Ca²+ ও Mg²+ এর কারণে।
✅ K হতে হালকা বেগুনি শিখা উৎপন্ন হয়।
✅ K+ আয়ন পত্ররন্ধ্রের খোলা বাঁধায় ভূমিকা রাখে।
✅ K সালোকসংশ্লেষণে অণুঘটক হিসেবে কাজ করে।
✅ K chromate, লেড ক্রোমেটের বিকল্পরূপে ব্যবহৃত হয়।
✅ K Ferrocyanide, Cu2+ & Zn2+ আয়নের মেডিএইম নিশ্চিতকারী পরীক্ষায় ব্যবহৃত হয়।
✅ K Pyroantimonate,সোডিয়াম শনাক্তকরণে ব্যবহৃত হয়।
✅ K Sorbate পৃথিবীর সর্বত্র খাদ্যবস্তুর প্রিজারভেটিভস রুপে ব্যবহৃত হয়।
✅ K Ferrocyanide - এর আকৃতি অষ্টতলকীয়।
✅ K & Na -এর ভারসাম্য রক্ষা করে অ্যালডোস্টেরন হরমোন।
#Medi_Aim_Bio
#mediaim_contents
আমি উপরে দেখলাম " রাতের বিনোদন"।
সত্যি সত্যি বিনোদন মনে করে দেখতে আসছিলাম😑😑😑😑😑😑😑😑
✅ভেক্টর
✅নিউটনিয়ান বলবিদ্যা
✅মহাকর্ষ অভিকর্ষ
✅আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব
শর্ট সিলেবাস যখন থেকে, এই চারটা অধ্যায়গুলা থেকে ঘুরিয়ে ফিরিয়ে ডাবল প্রশ্ন হয়।
৭ টা অধ্যায় থেকে ৭ টা ৮ নাম্বার টা এগুলো মধ্যে একটা থাকে।
for mcq:
1) পৃথিবীপৃষ্ঠ পর্যন্ত gravity, r( কেন্দ্র হতে দূরত্ব) এর সমানুপাতিক
2) পৃথিবীপৃষ্ঠের বাইরে gravity, r এর বর্গের ব্যস্তানুপাতিক
3) পৃথিবীপৃষ্ঠে gravity সর্বোচ্চ
4) পৃথিবীর কেন্দ্রে gravity ০
5) যেসকল স্থানে gravity ০ ( পৃথিবীর কেন্দ্র, মহাশূন্য ) সেসকল স্থানে সরলদোলক দুলবে নাহ, মানে দোলনকাল অসীম।
৬) পৃথিবীর কৌণিক বেগ বর্তমান বেগের ১৭ গুণ হলে বিষুব অঞ্চলের মানুষ নিজেকে ওজনহীন অনুভব করবে।
৭) ভুস্থির উপগ্রহের পর্যায়কাল ২৪ ঘণ্টা & ভূপৃষ্ঠ হতে ৩৫৭৮৬ কিমি উপরে স্থাপন করা হয়।
৮) মেরুঅঞ্চলে গ্র্যাভিটি বেশি, তাই ওজন বেশি অনুভব হয়।
৯) G এর একক Nm^2kg^-2
১০) পৃথিবীপৃষ্ঠে মুক্তিবেগ 11.2 kms^-1
©POS
#HSC2024 #Physics
Suggestion 4: Ideal গ্যাস
যদি গড়মুক্তপথ & Crms মিলিয়ে প্রশ্ন করে -
প্রতি সেকেন্ডে no of collision = Crms / ( গড় মুক্তপথ )
প্রতি collision এ প্রয়োজনীয় সময় = ( গড় মুক্তপথ ) / Crms
কোনোকিছু উল্লেখ না করলে Maxwell এর ফর্মুলা ( নিচে root 2 সহ) দিয়ে গড়মুক্তপথ বের করবা।
©Promit dada
#HSC2024 #Physics
Suggestion 2 : Ideal Gas
শিশিরাঙ্ক বের করার ম্যাথগুলোতে ২ টা গ্লেইসার ধ্রুবক দিয়ে দিবে।
Always রুমের তাপমাত্রা বা শুষ্ক বাল্বের তাপমাত্রার গ্লেইসার ধ্রুবকের মান দিয়ে ম্যাথ করবা।
©Promit Dada
#HSC_24 #Physics
Retina/ medico/ unmesh/ jubayers/ MP3 একটা follow করলেই হবে
📌Preparation strategy
/channel/mediInfo_links41/7350
#ngl_ask
আয়াত ভাই, এত কষ্ট কিভাবে করেন ভাই?🙂
সময় তো আমাকে ধরা দিতেই চাচ্ছে না। আমার থেকে পালিয়ে বাঁচতে চাইছে।
📌#এগ্রিটার্গেটক্লাস : ত্রিকোনমিতি (১ম পত্র)
ফিজিক্স প্রিপারেশন:
ভিডিও একটু লম্বা বাট যদি সময় থাকে এই সাজেশন ওয়াইজ আগাইতে পারেন৷১.৫ দিয়ে দেখে ফেলতে পারেন।
Suggestions: Everything of Physics 1st Paper - HSC Exam 2024
https://youtu.be/kVxX58fFfms?si=TSVJPPUS6x37dRdG
#HSC #Physics #Suggestions #HSC2024
📌📌"মেডি ফিজিক্স" সিরিজের পর্ব -১৯(ভেক্টর)
১. কার্ল শূন্য হলে , অঘূর্ণনশীল বুঝায়।
২. কার্ল ঘূর্ণনশীলতা নির্দেশক।
৩. ডাইভারজেন্সর ভৌত ধর্ম পড়তে হবে।(সলিনয়ডাল, আয়তন কম-বেশি, ঘনত্ব কম-বেশি কখন হয় এগুলো সম্পর্কে)
৪. ন্যাবলা আবিষ্কার করেন - হ্যামিলটন
৫. ন্যাবলাকে 'ডেল' নামকরণ করেন - গিবস
৬. W=F(vector).S(vector),
T(tau)(vector) = r(vector)x F(vector)
৭. সামান্তরিকের ক্ষেত্রফল=
|A(vector) x B(vector)|
৮.ত্রিভুজের ক্ষেত্রফল=
0.5 |A(vector) x B(vector)|
৯. ভেক্টর যোজনের দৃষ্টান্ত পড়তে হবে।
১০. ভেক্টর বিয়োজনের দৃষ্টান্ত পড়তে হবে।
#mediphysics
#mediaim_contents
আর কত দিন যে দেখতে হবে একা,
অপরুপ এই চাঁদ টা!😂