যাদের চোখে ঘুম নাই,তারা time waste না করে পোল গুলো সলভ করো শুয়ে বসে... তাও do not waste your time plz ❤️🌸
📌 Biology BEE এর প্রথম পোল
/channel/BiologyBEE/3
#SABAS
ফেইসবুকে আপনার জেলার নামাজ ও রোজার সময়সূচী লিখে সার্চ দিবেন। এরকম পেইজ পাবেন। সেটা ফলো করতে পারেন।
Читать полностью…প্রতিবছর একটা ব্যাপার ঘটেই চলেছে সেটা হলো অনুশীলনী রিপিট হচ্ছে তাও কেন তোমার বোধদয় হয় না-অনুশীলনী কুয়েশ্চন গুলো প্রেকটিস করে ফেলি!
অনুশীলনীতে যে প্রশ্ন দেওয়া থাকে সেগুলো কোন না কোন বোর্ডে আসা কুয়েশ্চন।তুমি অনুশীলনী করো না কিন্তু বিভিন্ন কোচিং এর চাকচিক্য বই(প্রেকটিস বই) এর শতশত কুয়েশ্চন সলভ করো! বলছি না ঐগুলা সলভ না করতে, আমি বলছি-আগে অনুশীলনী সলভ করে ফজর কাজ আদায় করো।
সময় এখনও আছে, প্রয়োজনে আয়োজন সাজাও।অনুশীলনীর কোন কুয়েশ্চন বুঝতে অসুবিধা হলে ইউটিউবে সলভ ক্লাস দেওয়া আছে একটু টেনে দেখে ফেলো।যারা সব পরিক্ষায় ভালো করে ওরা আগে বইয়ে যা আছে ঐগুলা করে ফেলছে তাই এক্সট্রা প্রেকটিস বই তারা সলভ করে। তুমিও তাদের সাথে গা ভাসিয়ে দিলে কেন?
তোমার তো এখনও হাজারী স্যারও সলভ করা হই নি! কবির স্যারের প্রশ্ন চোখেও দেখো নি! গুহ স্যারের অনুশীলনী করবে সে চিন্তা করে প্লান ও ফিক্সড করো নি! তুমি কেন বাজারের কুয়েশ্চন ব্যাংক সলভ করতে যেতে চাচ্ছো!
⚕️ পদার্থবিজ্ঞান
🎖️ অনুশীলনীর এমসিকিউ [দাগানো]
মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য যেসব এমসিকিউ পড়তে হবে, সেগুলো হলুদ মার্কার দিয়ে দাগানো আছে।
© SABAS ©Shaon vaiya
#SABAS #chemistry
(Share করার ক্ষেত্রে যথাযথ ক্রেডিট দেয়ার চেষ্টা করবো ইন শা আল্লাহ।। কারণ এগুলো যিনি ব্যবস্থা করে দিয়েছেন: shaon vaia; উনার অনেক শ্রম এর সাথে জড়িত।। আশা করি বিষয়টা খেয়াল রাখবো)
⚕️ রসায়ন দ্বিতীয় পত্র
🎖️ গুহ স্যারের অনুশীলনীর এমসিকিউ [দাগানো]
মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য যেসব এমসিকিউ পড়তে হবে, সেগুলো হলুদ মার্কার দিয়ে দাগানো আছে।
🚨 কারা পড়বে এই এমসিকিউ গুলো?
= হাজারি ও কবির স্যারের বইয়ের দাগানো এমসিকিউ গুলো যাদের পড়া শেষ, শুধুমাত্র এবং শুধুমাত্র তারাই এটা পড়বে।
© SABAS ©Shaon vaiya
#SABAS #chemistry
(Share করার ক্ষেত্রে যথাযথ ক্রেডিট দেয়ার চেষ্টা করবো ইন শা আল্লাহ।। কারণ এগুলো যিনি ব্যবস্থা করে দিয়েছেন: shaon vaia; উনার অনেক শ্রম এর সাথে জড়িত।। আশা করি বিষয়টা খেয়াল রাখবো)
⚕️ রসায়ন প্রথম পত্র
🎖️ হাজারি স্যারের অনুশীলনীর এমসিকিউ [দাগানো]
মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য যেসব এমসিকিউ পড়তে হবে, সেগুলো হলুদ মার্কার দিয়ে দাগানো আছে।
© SABAS ©Shaon vaiya
#SABAS #chemistry
(Share করার ক্ষেত্রে যথাযথ ক্রেডিট দেয়ার চেষ্টা করবো ইন শা আল্লাহ।। কারণ এগুলো যিনি ব্যবস্থা করে দিয়েছেন: shaon vaia; উনার অনেক শ্রম এর সাথে জড়িত।। আশা করি বিষয়টা খেয়াল রাখবো)
⚕️ রসায়ন ১ম পত্র
🎖️ কবির স্যারের অনুশীলনীর এমসিকিউ [দাগানো]
মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য যেসব এমসিকিউ পড়তে হবে, সেগুলো সবুজ মার্কার দিয়ে দাগানো আছে ☑️
© SABAS ©Shaon vaiya
#SABAS #chemistry
(Share করার ক্ষেত্রে যথাযথ ক্রেডিট দেয়ার চেষ্টা করবো ইন শা আল্লাহ।। কারণ এগুলো যিনি ব্যবস্থা করে দিয়েছেন: shaon vaia; উনার অনেক শ্রম এর সাথে জড়িত।। আশা করি বিষয়টা খেয়াল রাখবো)
⚕️ রসায়ন প্রথম পত্র
🎖️ গুহ স্যারের অনুশীলনীর এমসিকিউ [দাগানো]
মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য যেসব এমসিকিউ পড়তে হবে, সেগুলো হলুদ মার্কার দিয়ে দাগানো আছে।
🚨 কারা পড়বে এই এমসিকিউ গুলো?
= হাজারি স্যারের বইয়ের দাগানো এমসিকিউ গুলো যাদের পড়া শেষ, শুধুমাত্র এবং শুধুমাত্র তারাই এটা পড়বে।
🚨 কোন এমসিকিউ গুলো পড়বে?
= শুধুমাত্র গোল্লা দেওয়া গুলো পড়লেই হবে ইনশাল্লাহ, বাকিগুলো হাজারি স্যারের এমসিকিউ থেকেই কভার হয়ে যাবে।
© SABAS ©Shaon vaiya
#SABAS #chemistry
(Share করার ক্ষেত্রে যথাযথ ক্রেডিট দেয়ার চেষ্টা করবো ইন শা আল্লাহ।। কারণ এগুলো যিনি ব্যবস্থা করে দিয়েছেন: shaon vaia; উনার অনেক শ্রম এর সাথে জড়িত।। আশা করি বিষয়টা খেয়াল রাখবো)
📌জিনোম দিবেন
#confusion_killing
✅তিনটা কথা মনে রাখবেন :
১.RNA - "প্রোটিন" তৈরির ব্লু প্রিন্ট
২.জীবনের "ব্লু-প্রিন্ট" - জিন
৩.জীবের "মাস্টার ব্লু-প্রিন্ট"- জিনোম
মনে না রাখলে মাথায় বারি দিবাম😒
#mediaim_biology #ngl_ask
#mediaim_contents
আপনি ৩-৩.৪৫ এর মধ্যে পড়ে ফেলিয়েন।। ফজর এর ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত পড়া যায় ,যতদূর জানি।
#ngl_ask
HSC-2024
ফিজিক্স এক্সামের জন্য কিছু বুদ্ধি দেই,,,
১)সকালে সূত্রগুলা পরিচয় সহ,একক-মাত্রা সহ একবার দেখে যাবা।সময় থাকলে ক,খ।
২)এক্সাম হলে বসে,,,আগে ভালোমতো CQ ৫ মিনিট টাইম নিয়ে সিলেক্ট করবা।সিলেক্ট করা খুব ই গুরুত্বপূর্ণ কাজ।
কি কি দেখে সিলেক্ট করতে পারো!!
-ক,খ পারো কি না
-গ,ঘ এ কোন সূত্র হবে বুঝতেসো কি না
-জানা কন্সেপ্ট দিয়ে মিলানো যাবে কি না।
এভাবে ৫-১০ লাগলে সুন্দরভাবে সিলেক্ট করবা।
৩)গুরুত্বপূর্ণ বুদ্ধি,!!
মেইন ম্যাথ খাতায় করার আগেই ছোট ছোট করে রাফ পেইজে সূত্র বসিয়ে আন্সার মিলিয়ে রাখবা একটু কম সময়ে।
এতে মেইন খাতায় লিখার সময় সময় লাগবে কম,,কারণ কি সূত্র হবে তা তো আগেই ভেবে রাফ পেইজে লিখে রাখসো।
এতে জানা জিনিস ভুল হওয়ার পসিবিলিটি কম।
আর আন্সার টাও মিলাবা যে OK কিনা।
৪)সুযোগ থাকলে ফ্রেন্ডের সাথে জাস্ট আন্সার টা মিলাবা।
৫)উত্তরগুলা প্রশ্নে লিখে নিয়ে আসবা,,,এতে বাসায় এসে মিলাতে সুবিধা হবে।Tension কম হবে।
লাস্টে একবার ক্যাল্কুলেশন চেক দিবা।
একক-মাত্রা চেক দিবা।
৬)সকালে ওযু করে(মুসলিমরা) হলে যাবা।(সব এক্সামের আগেই)
এই ছিল টুকটাক কথাবার্তা....✅
ঠান্ডা মাথায় এক্সাম দিয়ে আসো সবাই।
© রাফি ভাইয়া
#HSC 24 last momentum 🕑
সবাই ভালো করে অনুশীলন করবে।। যারা সেকেন্ড টাইমার আছো ,সময়গুলো কাজে লাগাও অনুশীলনী সলভ করে এগিয়ে রাখার জন্য এমন সময় খুব কম পাবে।। তাই give your best ❤️❤️🌸🔥
Читать полностью…আমার এডমিশন সময়ের ৪০% সময় নষ্ট করেছিলো এই গান-বাজনা।
বাসার নিচেই কিন্ডারগার্টেন। দু'দিন পর পর ওখানে এই পার্টি, সেই পার্টি আর উচ্চস্বরে গানবাজনা চলতো।
তারপর আরো ২০% সময় নষ্ট হয়েছিলো ওদের সাথে ঝগড়া করতে করতে😒। ইনারা নাকি আবার শিক্ষক।১০০ বার রিপোর্ট পাঠালেও কাজ হতো না।
একেবারে শেষেরদিকে বাড়িওয়ালার বাসায় গিয়ে ডিরেক্ট উনাকে এইটা ওইটা বলে এসেছিলাম। তারপর একটু বন্ধ হলো এসব।
বিয়ে হলো হালাল সম্পর্ক স্হাপনের একমাত্র উপায়।কিন্তু সে বিয়েতে হারাম গান বাজনা করে বিয়ের কোন সুন্নাহ সমুন্নত করা হয় আমার বুঝে আসে না!
কাল ২ টা আইটেম বাট পাশের বিল্ডিং এর বিয়ের গানবাজনা এত তীব্র পড়তেই পারছি না!
⚕️ রসায়ন দ্বিতীয় পত্র
🎖️ হাজারি স্যারের অনুশীলনীর এমসিকিউ [দাগানো]
মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য যেসব এমসিকিউ পড়তে হবে, সেগুলো হলুদ মার্কার দিয়ে দাগানো আছে।
© SABAS ©Shaon vaiya
#SABAS #chemistry
(Share করার ক্ষেত্রে যথাযথ ক্রেডিট দেয়ার চেষ্টা করবো ইন শা আল্লাহ।। কারণ এগুলো যিনি ব্যবস্থা করে দিয়েছেন: shaon vaia; উনার অনেক শ্রম এর সাথে জড়িত।। আশা করি বিষয়টা খেয়াল রাখবো)
⚕️ রসায়ন ২য় পত্র
🎖️ কবির স্যারের অনুশীলনীর এমসিকিউ [দাগানো]
মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য যেসব এমসিকিউ পড়তে হবে, সেগুলো সবুজ মার্কার দিয়ে দাগানো আছে ☑️
[শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দাও]
© SABAS ©Shaon vaiya
#SABAS #chemistry
(Share করার ক্ষেত্রে যথাযথ ক্রেডিট দেয়ার চেষ্টা করবো ইন শা আল্লাহ।। কারণ এগুলো যিনি ব্যবস্থা করে দিয়েছেন: shaon vaia; উনার অনেক শ্রম এর সাথে জড়িত।। আশা করি বিষয়টা খেয়াল রাখবো)
পূর্বনির্ধারিত কর্মসূচী অনুযায়ী আগামী রবিবার শিক্ষকদের আন্দোলন চলমান থাকবে। কোনো ধরনের ক্লাস, পরীক্ষা,ভর্তি পরীক্ষা হবে না। পরবর্তী কর্মসূচী আগামীকাল (রবিবার) ফেডারেশনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
- অধ্যাপক ড. মো রফিকুল ইসলাম সরদার-- সভাপতি, বাকৃবি শিক্ষক সমিতি।
শিক্ষক ফেডারেশনের নিজস্ব আলোচনা হয় নি আজ।।
যা কাল হবে সরকারের স্বীদ্ধান্তের উপর....
📌📌কবির স্যার ও গুহ স্যারের বইয়ের এমসিকিউ দাগিয়ে দেওয়ার আগে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছি, মনোযোগ দিয়ে পড়
এক্সট্রা কিছু জেনে রাখো
🚥ভোল্টমিটার এর ক্ষেত্রে
✅ ভোল্টমিটার একটি উচ্চ রোধ বিশিষ্ট চল কুণ্ডলী গ্যালভানোমিটার। "একটি চল কুণ্ডলী গ্যালভানোমিটারের সাথে "উচ্চমানের" রোধ "শ্রেণীতে" যুক্ত করে এটি তৈরি ।
✅ বর্তনীর যে দুই বিন্দুর মধ্যে বিভব বৈষম্য নির্ণয় করতে হবে - ঐ "দুই বিন্দুর মধ্যবর্তী অংশের সাপেক্ষে" একে "সমান্তরাল সমবায়ে" যুক্ত করতে হয়।
✅ ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধিঃ "শ্রেণী সমবায়ে" উচ্চমানের রোধ যুক্ত করতে হয় ।
""" দিয়ে কখন কোনটা দাগাবা চিহ্ন দিয়ে দিয়েছি
🔵🔵আর গ্যালভানোমিটার ও এমিটারের পাল্লা বৃদ্ধি বললে > সমান্তরালে স্বল্পমানের রোধ
#Mediaim #physics