Scientific name: amarto basicvalona । প্রয়োজনের তাগিদে বিভিন্ন প্লাটফর্ম হতে প্রাপ্ত তথ্য এখানে সংগ্রহ করে রাখা।। কোনো প্ল্যাটফর্ম, এর সাথে জড়িত নয়।। সকলের জন্য দুয়া আর শুভেচ্ছা🌱🌸🦋
মন খারাপ করিও না, তেল দিতে পারব না এই টপিকে,যে ১৩ মার্ক কাটলেও chance হবে তোমার etc...cause এটা অনেক বড় decision, jeta ভালো মনে করবে ওইদিক যেয়ো।। আর MAT এ টিকে গেলে যে জীবন সুন্দর হয়ে যাবে বিষয়টা এমন না।। যেইখানেই এক্সাম দেয়ার সুযোগ হবে দিবে বুঝেছো?? সৃষ্টিকর্তা কার রিযিক কোথায় রেখেছেন উনি ভালো জানেন।। দেখা গেলো তুমি DU তে/ অন্য public Uni তে খুব ভালো একটা সাবজেক্ট পেয়ে গেলে,দেখবা তখন MAT এর এই এক্সাম এর কথা তেমন পেরা দিবে না।। মন খারাপ করিও না ।।পড়তে থাকো।।
Читать полностью…🟥সতর্কতার জন্য এখানে দিচ্ছি
টপিকঃ লিপস্টিক, মেহেদী, আফটার শেভ লোশন প্রস্তুতি (কর্মমুখী রসায়ন)
টপিকঃ গ্লাস ক্লিনার ও টয়লেট ক্লিনার প্রস্তুতি (কর্মমুখী রসায়ন)
পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলমান থাকবে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
#news
দুইজন দুইজনার জন্য দুআ করেন যাতে ভালো রেজাল্ট আসে, সামনের এক্সাম গুলোতে এই বিষয়ে সতর্ক থাকবেন, যেহেতু অন্যের খাটা দেখে লিখা অনুচিত 🙂🙂
#ngl_ask
⛄এস্টার সমাচার 🍀🍀
এস্টার সাধারণত মনোরম সুগন্ধযুক্ত বর্ণহীন, উদ্বায়ী তরল এবং অনেক ফুল এবং ফলের সুগন্ধ এবং স্বাদ তৈরি করে।
১.পাকা ফলের সুগন্ধের জন্য দায়ী নিম্নের কোনটি? ( JUST C UNIT)
• ইথিলিন
• অ্যারোমেটিক এস্টার
✅• এলিফ্যাটিক এস্টার
• কালসিয়াম কার্বাইড
জৈব এসিড ও অ্যালকোহল বিক্রিয়া করে এস্টার উৎপন্ন করে। সুতরাং জৈব এসিড ও অ্যালকোহলের বিক্রিয়ায় উৎপন্ন যৌগকে এস্টার বলে। জৈব অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের হাইড্রোজেন পরমাণু অ্যালকিল গ্রুপ দিয়ে প্রতিস্থাপিত হলে যে যৌগ উৎপন্ন হয় তাকে এস্টার বলে। এস্টারের সাধারণ আণবিক সংকেত CnH2nO2 ।
বিগত বছরে আসা প্রশ্ন:
১. পাকা কলায় নিচের কোনটি থাকে?( MAT:18-19)
✅ ইথাইল এসিটেট এস্টার
২. পাকা কলার গন্ধটি কোন এস্টারের উপস্থিতির জন্য?(SAU:11-12)
✅পেন্টাইল ইথানয়েট
বিগত বছরে আসা প্রশ্ন:
❌আসেনি
বিগত বছরে আসা প্রশ্ন:
১.পাকা আনারসে কোন এস্টার-এর উপস্থিতি পাওয়া যায়? ( RU C unit 19-20 Group-02 set-03)
✅ বিউটাইল বিউটারেট এস্টার
২.আনারসে কোন এস্টার বিদ্যমান?( JU A unit 22-23)
a.Amyl acetate
✅b.Ethyl butanoate
c.Pentyl ethonoate
d.Ethyl acetate
বিগত বছরে আসা প্রশ্ন:
পাকা কমলায় নিচের কোনটি থাকে ?(AFMC 15-16)
✅অকটাইল অ্যাসিটেট এস্টার
বিগত বছরে আসা প্রশ্ন:
জেসমিন ফুলে কি থাকে.?( PUST A Unit).
✅CH3CO.OC5H11( অপশনে সব সংকেত ছিলো)
বিগত বছরে আসা প্রশ্ন:
❌আসেনি
বিগত বছরে আসা প্রশ্ন:
❌আসেনি
বিগত বছরে আসা প্রশ্ন:
❌আসেনি
বিগত বছরে আসা প্রশ্ন:
❌আসেনি
বিগত বছরে আসা প্রশ্ন:
জাম ও পিচে কোন এস্টার থাকে?[JU 22-23 D Unit]
বেশি জানো:
১.ইথাইল বিউটারেট এস্টার ইথাইল অ্যালকোহল এবং বিউটানোয়িক অ্যাসিড থেকে তৈরি হয়।
২.ইথাইল বিউটারেট এস্টার জাম বা পীচ ফলের সুগন্ধি গন্ধের জন্য দায়ী।
বিগত বছরে আসা প্রশ্ন:
❌আসেনি
বিগত বছরে আসা প্রশ্ন:
❌আসেনি
বিগত বছরে আসা প্রশ্ন:
❌আসেনি
টপিকঃ পলিমারের ব্যবহার (জৈব রসায়ন)
ভুল করতেছেন কেনো🥲 কালকে না হরমোন গুলো ভালো করে পড়তে বললাম😞😞
Читать полностью…ডাক্তার হামীম ভাই থেকে প্রেসক্রিপশন নিতে হবে
Читать полностью…আপ্নে না ঘুমিয়ে এখনও অনলাইনে এডমিন আপু🌚
মেলাটোনিন কি কাজ করা অফ করে দিয়েছে?
আপনি ৩-৩.৪৫ এর মধ্যে পড়ে ফেলিয়েন।। ফজর এর ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত পড়া যায় ,যতদূর জানি।
#ngl_ask
HSC-2024
ফিজিক্স এক্সামের জন্য কিছু বুদ্ধি দেই,,,
১)সকালে সূত্রগুলা পরিচয় সহ,একক-মাত্রা সহ একবার দেখে যাবা।সময় থাকলে ক,খ।
২)এক্সাম হলে বসে,,,আগে ভালোমতো CQ ৫ মিনিট টাইম নিয়ে সিলেক্ট করবা।সিলেক্ট করা খুব ই গুরুত্বপূর্ণ কাজ।
কি কি দেখে সিলেক্ট করতে পারো!!
-ক,খ পারো কি না
-গ,ঘ এ কোন সূত্র হবে বুঝতেসো কি না
-জানা কন্সেপ্ট দিয়ে মিলানো যাবে কি না।
এভাবে ৫-১০ লাগলে সুন্দরভাবে সিলেক্ট করবা।
৩)গুরুত্বপূর্ণ বুদ্ধি,!!
মেইন ম্যাথ খাতায় করার আগেই ছোট ছোট করে রাফ পেইজে সূত্র বসিয়ে আন্সার মিলিয়ে রাখবা একটু কম সময়ে।
এতে মেইন খাতায় লিখার সময় সময় লাগবে কম,,কারণ কি সূত্র হবে তা তো আগেই ভেবে রাফ পেইজে লিখে রাখসো।
এতে জানা জিনিস ভুল হওয়ার পসিবিলিটি কম।
আর আন্সার টাও মিলাবা যে OK কিনা।
৪)সুযোগ থাকলে ফ্রেন্ডের সাথে জাস্ট আন্সার টা মিলাবা।
৫)উত্তরগুলা প্রশ্নে লিখে নিয়ে আসবা,,,এতে বাসায় এসে মিলাতে সুবিধা হবে।Tension কম হবে।
লাস্টে একবার ক্যাল্কুলেশন চেক দিবা।
একক-মাত্রা চেক দিবা।
৬)সকালে ওযু করে(মুসলিমরা) হলে যাবা।(সব এক্সামের আগেই)
এই ছিল টুকটাক কথাবার্তা....✅
ঠান্ডা মাথায় এক্সাম দিয়ে আসো সবাই।
© রাফি ভাইয়া
#HSC 24 last momentum 🕑
সবাই ভালো করে অনুশীলন করবে।। যারা সেকেন্ড টাইমার আছো ,সময়গুলো কাজে লাগাও অনুশীলনী সলভ করে এগিয়ে রাখার জন্য এমন সময় খুব কম পাবে।। তাই give your best ❤️❤️🌸🔥
Читать полностью…আমার এডমিশন সময়ের ৪০% সময় নষ্ট করেছিলো এই গান-বাজনা।
বাসার নিচেই কিন্ডারগার্টেন। দু'দিন পর পর ওখানে এই পার্টি, সেই পার্টি আর উচ্চস্বরে গানবাজনা চলতো।
তারপর আরো ২০% সময় নষ্ট হয়েছিলো ওদের সাথে ঝগড়া করতে করতে😒। ইনারা নাকি আবার শিক্ষক।১০০ বার রিপোর্ট পাঠালেও কাজ হতো না।
একেবারে শেষেরদিকে বাড়িওয়ালার বাসায় গিয়ে ডিরেক্ট উনাকে এইটা ওইটা বলে এসেছিলাম। তারপর একটু বন্ধ হলো এসব।
টোটাল 4.67 এর নিচে গেলে, ভার্সিটি প্রিপারেশন এর দিকে আগাবা(পার্সোনাল অপিনিয়ন),cause 9 Mark এর মত কাটা যাবে।। এর নিচে গেলে MAT বেশি রিস্কি হয়ে যায় আমার মতে।। এর চেয়ে better হয় ভার্সিটি প্রেপ নেয়া,এতে স্কোপ বেশি পাবা।।
#ngl_ask
MAT preparation এখন শুরু করলে আমি কি পারবো?
_ পারবে। রেগুলার থাকবেন , এক্সাম, গুলো ভালো করে দেবেন যেখানেই ভর্তি থাকেন ।। এক্সাম এ নম্বর কম আসলে হতাশ হবেন না, ভুল গুলো শুধরে আবার এক্সাম দেবেন।। MAT এর আগ পর্যন্ত পুরো দমে লেগে থাকতে হবে।।
আমি কৃষি এক্সাম এর পর থেকে শুরু করলে তো পিছিয়ে যাবো,কিছু পড়িনি?
_কে বললো পিছিয়ে থাকবেন।। আপনি agri preparation niyechen মানে আপনি পড়ার মধ্যেই আছেন অনেক পড়াই পড়া হচ্ছে ।। সো, ভালো করে agri দিয়ে এসে, হা হুতাশ না করে।।পড়তে বসে যাবেন।।
#ngl_ask
টপিকঃ বিভিন্ন প্রকার খাদ্যে শর্করার প্রকারভেদ (কর্মমুখী রসায়ন)
টপিকঃ BOD এর মান (পরিবেশ রসায়ন)
টপিকঃ অবস্থান্তর ধাতুর আয়নের বর্ণ (মৌলের পর্যাবৃত্ত ধর্ম)
#chemistry #SABAS
টপিকঃ বামার সিরিজে বিভিন্ন রেখা বর্ণালি (গুণগত রসায়ন)
#SABAS #chemistry
টপিকঃ বিভিন্ন প্রাণীর চলন অঙ্গ
#SABAS #biology
যাদের চোখে ঘুম নাই,তারা time waste না করে পোল গুলো সলভ করো শুয়ে বসে... তাও do not waste your time plz ❤️🌸
📌 Biology BEE এর প্রথম পোল
/channel/BiologyBEE/3
#SABAS
অনেক আগে অফ করে দিয়েছে। রাতের বেলা আর কাজ করে না😞।
Читать полностью…ফেইসবুকে আপনার জেলার নামাজ ও রোজার সময়সূচী লিখে সার্চ দিবেন। এরকম পেইজ পাবেন। সেটা ফলো করতে পারেন।
Читать полностью…I hope you heal from the things you don't talk about.🌸
Читать полностью…প্রতিবছর একটা ব্যাপার ঘটেই চলেছে সেটা হলো অনুশীলনী রিপিট হচ্ছে তাও কেন তোমার বোধদয় হয় না-অনুশীলনী কুয়েশ্চন গুলো প্রেকটিস করে ফেলি!
অনুশীলনীতে যে প্রশ্ন দেওয়া থাকে সেগুলো কোন না কোন বোর্ডে আসা কুয়েশ্চন।তুমি অনুশীলনী করো না কিন্তু বিভিন্ন কোচিং এর চাকচিক্য বই(প্রেকটিস বই) এর শতশত কুয়েশ্চন সলভ করো! বলছি না ঐগুলা সলভ না করতে, আমি বলছি-আগে অনুশীলনী সলভ করে ফজর কাজ আদায় করো।
সময় এখনও আছে, প্রয়োজনে আয়োজন সাজাও।অনুশীলনীর কোন কুয়েশ্চন বুঝতে অসুবিধা হলে ইউটিউবে সলভ ক্লাস দেওয়া আছে একটু টেনে দেখে ফেলো।যারা সব পরিক্ষায় ভালো করে ওরা আগে বইয়ে যা আছে ঐগুলা করে ফেলছে তাই এক্সট্রা প্রেকটিস বই তারা সলভ করে। তুমিও তাদের সাথে গা ভাসিয়ে দিলে কেন?
তোমার তো এখনও হাজারী স্যারও সলভ করা হই নি! কবির স্যারের প্রশ্ন চোখেও দেখো নি! গুহ স্যারের অনুশীলনী করবে সে চিন্তা করে প্লান ও ফিক্সড করো নি! তুমি কেন বাজারের কুয়েশ্চন ব্যাংক সলভ করতে যেতে চাচ্ছো!
⚕️ পদার্থবিজ্ঞান
🎖️ অনুশীলনীর এমসিকিউ [দাগানো]
মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য যেসব এমসিকিউ পড়তে হবে, সেগুলো হলুদ মার্কার দিয়ে দাগানো আছে।
© SABAS ©Shaon vaiya
#SABAS #chemistry
(Share করার ক্ষেত্রে যথাযথ ক্রেডিট দেয়ার চেষ্টা করবো ইন শা আল্লাহ।। কারণ এগুলো যিনি ব্যবস্থা করে দিয়েছেন: shaon vaia; উনার অনেক শ্রম এর সাথে জড়িত।। আশা করি বিষয়টা খেয়াল রাখবো)