amarto_basicvalona | Unsorted

Telegram-канал amarto_basicvalona - important Info + links

10528

Scientific name: amarto basicvalona । প্রয়োজনের তাগিদে বিভিন্ন প্লাটফর্ম হতে প্রাপ্ত তথ্য এখানে সংগ্রহ করে রাখা।। কোনো প্ল্যাটফর্ম, এর সাথে জড়িত নয়।। সকলের জন্য দুয়া আর শুভেচ্ছা🌱🌸🦋

Subscribe to a channel

important Info + links

একজন আমাকে গোপনে ইনবক্সে প্রশ্ন করেছে। তবে আমি ইনবক্সে উত্তর না দিয়ে প্রকাশ্যে উত্তর দিচ্ছি।

উত্তর: পাগলা কুকুর মারা শুধু জায়েজ না। সামর্থ্যবানদের ওপর ওয়াজিব।

দলিল: দলীল: আইশা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হারাম শারীফের ভিতরেও পাঁচটি অনিষ্টকারী প্রাণীকে মারা যায়ঃ ইদুর, বিচ্ছু, কাক, চিল ও #হিংস্র_কুকুর।

— সহীহ, ইবনু মা-জাহ (৩০৮৭), মুসলিম,তিরমিজি ৮৩৭.

সব কুকুর মারার কথা আমি বলা হয়নি। যে সকল কুকুর মানুষ কামড়ায় এবং হিংস্রতা প্রদর্শন করে সেগুলোর কথা বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফের ভেতরেও হিংস্র কুকুরকে মারার অনুমতি দিয়েছেন।

_আতাউর রহমান বিক্রমপুরী (হাফি.)

Читать полностью…

important Info + links

📌ভিটামিন তৈরিতে ব‍্যাকটেরিয়া:


মানুষের অন্ত্রে Escherichia coli(E. coli) ব‍্যাকটেরিয়া ভিটামিন তৈরি করে-
✅ভিটামিন-B1
✅ভিটামিন-B2
✅ভিটামিন-B7/H
✅ভিটামিন-B9/B12
✅ভিটামিন-K

এগুলা বাদে বাকি গুলো তৈরি করতে পারে না।
📍মনে রাখতে পারি -

E.Coli = B. Koli
Vitamin B,K

#biology #mediaim_contents

Читать полностью…

important Info + links

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিপীড়নবিরোধী শিক্ষক সমাবেশ কাল

Читать полностью…

important Info + links

চিটাগং এর অবস্থা খুবই খারাপ। সবাই দোয়া করিয়েন।

Читать полностью…

important Info + links

🎗shortnote🎗

🎁হাইড্রা

⭕এপিডার্মিসের কোষ(7টি)
⚡নিজ পইসা সংগ্রহ⚡
✅নি=নিডোসাইট
✅জ=জননকোষ
✅প=পেশি আবরণী কোষ
✅ই=ইন্টারস্টিশিয়াল কোষ
✅সা=স্নায়ু কোষ
✅সং=সংবেদী কোষ
✅গ্রহ=গ্রন্থি কোষ

⭕গ্যাসট্রোডার্মিসের কোষ(5টি)
✅পুষ্টিকোষ
✅ইন্টারস্টিশিয়াল কোষ
✅স্নায়ু কোষ
✅সংবেদী কোষ
✅গ্রন্থিকোষ

📛হাইড্রার নেমাটোসিস্টের নাম📛
🔸️পেনিট্র্যান্ট/স্টিনোটিল(সবচেয়ে বড়)
🔸️ভলভেন্ট/ডেসমোনিম
🔸️স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট/হলোট্রাইকাস আইসোরাইজা
🔸️স্টেরিওলিন গ্লুটিন্যান্ট/ অ্যাট্রাইকাস আইসোরাইজা(সবচেয়ে ছোট)

♻️কিছু গুরুত্বপূর্ণ সংকেত দেখে নেই♻️(extra)
🎀FeSO4.7 H2O = সবুজ ভিট্রিওল
🎀ZnSO4.7 H2O = সাদা ভিট্রিওল
🎀CuSO4.5 H2O = ব্লুভিট্রিওল
🎀MgSO4.7 H2O = (নাম বলো দেখি)
🎀Na2CO3.10 H2O = কাপড় কাচা সোডা
🎀Me2DI3Ai2M = মেডিএইম সোডা
🎀Na2SO4.10 H2O = গ্লুবার সল্ট
🎀CaSO4. 2 H2O =জিপসাম
🎀K2SO4.Al2(SO4)3.24H2O =ফিটকিরি

#mediaim_contents

Читать полностью…

important Info + links

♻️Correct spelling♻️

⚡Jeweler- সর্বপ্রকার অলঙ্কার
⚡Jewellery/jewelry-জহরত
⚡Judgement-বিচার
⚡License- অনুমতি/অনুমতি দেয়া
⚡Leisure-অবকাশ
⚡Lying - অবস্থিত/শয়ন করা
⚡Lieutenant- লেফটেন্যান্ট
⚡Lineage-বংশকূল
⚡Literature -সাহিত্য
⚡Literateur- সাহিত্যিক
⚡Luminary- নেতৃত্বের গুনসম্পন্নব্যক্তি
⚡Millionaire- লাখপতি
⚡Mustache- গোঁফ
⚡Maintenance- রক্ষণাবেক্ষণ/ ভরণপোষণ
⚡Machinery-প্রশাসন ব্যবস্থা
⚡Mediaeval- মধ্যযুগ
⚡Misalliance- নিকৃষ্ট জাতের বিবাহ
⚡Messenger- বার্তাবাহক
⚡Mosquito-মশা
⚡Whisper-ফিসফিস করা
⚡Willfully-স্বেচ্ছায়
⚡Willful-ইচ্ছুক
⚡Wits-উপস্থিত বুদ্ধি
⚡Woollen-পশমী

📛Question type: Choose the correct spelling-
a)ascertain
b)assertain
c)asertain
d)asartain

#english
#mediaim_contents

Читать полностью…

important Info + links

📛Important idioms and phrases📛

🔸️Die in harness(কর্মরত অবস্থায় মারা যাওয়া)- Dr.Sujon died in harness.

🔸️To the backbone(হাড়ে হাড়ে)- He is a man wiked to the backbone.

🔸️Call a spade a spade(স্পষ্টভাবে কথা বলা)- You can call a spade a spade to me.

🔸️Call in question(সন্দেহ করা)-We should not call his honesty in question.

🔸️Lion's share(সিংহভাগ)-He took the lion's share of the food.

🔸️Heart and soul(প্রাণপনে)-He tried heart and soul to get a first class.

🔸️Hard and fast(ধরা-বাঁধা)-There is no such hard and fast rule in this matter.

🔸️Give a hand(সাহায্য করা)- Give a hand to the poor.

🔸️At daggers drawn(খারাপ সম্পর্ক)- The two friends are at daggers drawn.

🔸️Hue and cry(শোর-গোল)-I heard a hue and cry then.

🔸️Hard nut to crack(কঠিন সমস্যা)-He is a hard nut to crack

#english
#mediaim_contents

Читать полностью…

important Info + links

নির্যাতিতের রক্ত ইতিহাসের গতিপথ বদলায়।

যাদের রক্ত ঝরেছে তাদের হারানোর কিছু নেই,সবার রক্তের কালিতে ইতিহাস লেখা হয় না।

যাদের রক্তে লিখিত হয় তারা সেসব সৌভাগ্যবান যাদের ইতিহাস প্রজন্ম ধরে স্মরণ করা হবে।

Читать полностью…

important Info + links

জাহান্নামের আগুনে তোমরা পুড়ে ঝলসে যাও। তোমাদের ক্ষুধা নিবারনে দেওয়া হোক গলিত পূঁজ আর যাক্কুম বৃক্ষ। জালিমের এটাই উপযুক্ত পাওনা।

আমিন

Читать полностью…

important Info + links

৪.৩৫
বহু শিক্ষার্থী হতাহত, ঢাকা মে‌ডি‌কেল ইমা‌র্জেন্সি‌তে ডাক্তার সঙ্কট। ছাত্রলী‌গের স‌ঙ্গে ঢা‌বির বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে সংঘর্ষ চল‌ছে।

৪.০০
আহসানউল্লাহ ইউনিভা‌র্সিটি অব সা‌য়েন্স এন্ড টেক‌নোল‌জি রাস্তা অব‌রোধ ক‌রে‌ছে।

*জা‌বি‌তে সন্ধ‌্যা ৭.৩০ এ মশাল মি‌ছিল।

বিকাল ৩.১০
বিজয় ৭১ হলে ছাত্রলীগের হামলা, রক্তাত্ত বহু ছাত্র। আন্দোলনকারী ছাত্ররা এগো‌চ্ছে একাত্ত‌রের দি‌কে।

৩.৩৫
ঢা‌ব্রি বিজয় একাত্তর হল আন্দোলনকারী‌দের দখ‌লে। বহু শিক্ষার্থী হতাহত, আইসিইউতে নি‌য়ে যে‌তে হ‌চ্ছে অ‌নেক‌কে।

দুপুর ২.০০
শাটল ট্রেন থেকে চবি সমন্বয়ক রাফিকে জোরপূর্বক তুলে নিয়ে গেছে ছাত্রলীগ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক তালাত মাহমুদ রাফিকেও নিয়ে গেছে ছাত্রলীগ।

১.
ব‌্র‌্যাক, নর্থসাউথ, ইউনাইটেড ইন্টারন‌্যাশনাল; বেসরকা‌রি বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ছে‌লেরা রাস্তা আট‌কে দি‌য়ে‌ছে। প্রগতি সরণি বন্ধ, রাজধানীর কুড়িল চৌরাস্তায় AIUB, যমুনার সামনে NSU ও IUB; নতুন বাজারে UIU এর শিক্ষার্থীদের কর্মসূচি চলছে।

২.
শাহবা‌গে পু‌লি‌শের এক ট্রাক ব‌্যা‌রি‌কেড আস‌লো।
গরম পা‌নি উপেক্ষা ক‌রে নে‌মে আস‌ছে ইডে‌নের মে‌য়েরা। ছাত্রলী‌গের হামলায় এক মে‌য়ে আইসিইউতে। অবস্থা আশঙ্কাজনক।
৩.
প‌থে নামার ঘোষণা দি‌য়ে‌ছে কু‌মিল্লা জিলা স্কু‌লের ছে‌লেরা। বিশ্ব‌বিদ‌্যালয় থে‌কে আন্দোলন ছড়া‌চ্ছে স্কুল ক‌লে‌জেও।

৪.
তাঁতীবাজারে পুলিশের ব্যারিকেড ভেঙে রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

৫.
শাহবা‌গের আশেপা‌শের ওয়াইফাই ফ্রি পাসওয়ার্ড করে দি‌য়ে‌ছে আশেপা‌শের দোকান ও বসবাসরতরা। বে‌শিরভাগ 12345678 দি‌য়ে‌ছে।

৬.
বুয়েট ,ঢাকা কলেজ ও তিতুমীর ক‌লে‌জের ছে‌লেরা শাহবা‌গে।

৭.
চট্টগ্রামের সকল ক‌লেজ ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছে‌লেরা বিকাল ৩:৩০ এ ষোলশহরে নাম‌বে। যোগ দে‌বে চ‌বি'র সা‌থে।

৮.
গোপালগঞ্জের শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অবস্থান নি‌য়ে‌ছে বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের সাম‌নে।

৯.
ঢাকা নার্সিং কলেজের শিক্ষার্থীরা যোগ দি‌য়ে‌ছে রাজু ভাস্কর্যে

১০.
বাংলা‌দেশ কৃ‌ষি বিশ্ব‌বিদ‌্যালয়, ময়মন‌সিং‌হে বিকাল ৫টায় অবস্থান।

১১.
কুড়িগ্রামে আন্দোলন ওপর ছাত্রলীগের হামলা,
অনিরুদ্ধ প্রনয়ণ প্রান্তিক, সাদিকুর রহমান ও রতন অধিকারী না‌মের ৩ শিক্ষার্থী আহত।

..continue

Читать полностью…

important Info + links

অচিরেই যেকোন যৌক্তিক আন্দোলনে তথাকথিত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কিছু ভাইকে আমাদের পাশে পাই না!

প্রতিবারেই তারা উদ্যত হয়ে হাতে লাঠি নিয়ে আমাদের মাথায় আঘাত করে। তাও তাদের ভাই হিসেবে সব ভুলে আপন করি কিন্তু তারা প্রতিদান হিসেবে আমাদের প্রতিবারই দিয়েছে আঘাত।

ইসলামের অবমাননা হই এমন কাজে যখন আলেম সমাজ বিরোধীতা করে তখনও তারা বাঙালি হিসেবে নিজেকে পরিচয় দিয়ে আমার ভাইয়ের উপর আঘাত করে!


আজকে আমার ভাই যখন বৈষম্য দূর করতে কোটাপ্রথা বাতিল চাই তারা লম্বা রড দিয়ে আমার ভাইকে আঘাত করেই যাচ্ছে! বুকের ভেতরটা ফেটে যাচ্ছে।


তবে জানিয়ে রাখছি,অচিরেই তারা আমাদের দলভুক্ত নই। তারা জালিম, ফাসেক, মুনাফিক।হে রব, হয়তো তাদের হেদায়েত দেও নাইলে দুনিয়ায় ধ্বংস করে দেও৷

Читать полностью…

important Info + links

#mediaim_important
🔵বিভিন্ন তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ব্যবহার

⭕বেতার তরঙ্গ
✅বেতার যোগাযোগ ব্যবস্থা
✅দূরবর্তী স্থানে শব্দ বা ছবি প্রেরণের জন্য
✅টেলিভিশন(VHF আর UHF) তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্রতর***
✅দূরবর্তী স্থানে টেলিভিশন তরঙ্গ কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট এর মাধ্যমে রিলে করা হয়***

⭕মাইক্রোওয়েভ তরঙ্গ ***
রাডার যন্ত্র*,রেডিও যোগাযোগ ব্যবস্থায়, নৌ ও বিমান চালনা*,শিল্প কারখানা, খাবার রান্না ও গরম করতে, শিল্প কারখানায় ব্যবহৃত হয় ।

⭕অবলোহিত রশ্মি***
✅এর বিকিরণ প্রতিফলন ও প্রতিসরণের সূত্র মেনে চলে***
✅ব্যতিচার ও সমবর্তন ঘটে***
✅বেগ আলোর বেগের সমান***
✅কোনো বস্তুর উপর পড়লে তাপমাত্রা বাড়ে***
✅সৌরচুল্লিতে* , আবহাওয়ার পূর্বাভাস দিতে*, কুয়াশা/অন্ধকারের মধ্যে ছবি তুলতে, ফলকে শুষ্ক করতে করতে* , নাইট গগলসে*, মাংশপেশীর ব্যথা বা টান এর চিকিৎসায় ব্যবহৃত হয়***

⭕দৃশ্যমান আলো
✅আমাদের চোখ এই আলো ব্যবহার করে
✅উদ্ভিদের সালোকসংশ্লেষণ*** প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
✅ফটোগ্রাফিক ফিল্ম প্রভাবিত করে

⭕অতিবেগুনি রশ্মি***
✅ আয়নায়ন ঘটানো
✅ প্রতিপ্রভা সৃষ্টি
✅ রাসায়নিক বিক্রিয়া ঘটানো
✅ফটোইলেক্ট্রিক ক্রিয়া
✅ফটোগ্রাফিক ফিল্ম প্রভাবিত করে
✅ অনুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধির কাজে
✅শরীরে ভিটামিন-ডি তৈরিতে

⭕এক্সরে
✅চিকিৎসা ক্ষেত্রে
✅ গবেষণা কাজে
✅ চোরা চালান নিরোধে ***

⭕গামা রশ্মি ***
✅ রোগ নির্ণয়ে
✅ বিজ্ঞানাগারে গবেষণার কাজে
✅ ধাতব পদার্থের খুঁত নির্ণয়ে
✅ ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস

#chemistry
#mediaim_contents

Читать полностью…

important Info + links

টপিকঃ দুধ (কর্মমুখী রসায়ন)


📌 দুধ একটি ইমালসন

📌 কোন প্রাণীর দুধে কোনটি বেশি?

শক্তি/ ক্যালরি/ চর্বি বেশি - মহিষ
প্রোটিন বেশি - ভেড়ী
ল্যাকটোজ/ চিনি বেশি - মানুষ

📌 দুধের pH 6.6-6.9

📌 দুধের প্রোটিন ৩ শ্রেণির
- ক্যাসিন (প্রধান প্রোটিন)
- ল্যাক্টো অ্যালবুমিন ও ল্যাক্টো গ্লোবিউলিন (হোয়ে প্রোটিন)

📌 ক্যাসিন
- ফসফো প্রোটিন
- পানিতে অদ্রবণীয়
- ৪ ধরণের

📌 দুধের শর্করা ল্যাকটোজ

📌 ল্যাকটোজ
- গ্লুকোজ + গ্যালাক্টোজ
- দুধের অসমোল হিসেবে কাজ করে
- অসমোসিস প্রক্রিয়ায় সাহায্য করে

📌 দুধের প্রধান উপাদান পানি (৮২-৮৮%)

📌 দুধে প্রধান আয়নসমূহের সেট K+, Ca2+, Cl-

📌 দুধে ভিটামিন A বেশি থাকে, ফুটালে ভিটামিন C নষ্ট হয়

📌 তরল দুধ সংরক্ষণের পদ্ধতি পাস্তুরাইজিং

📌 সংগৃহীত দুধের pH নিয়ন্ত্রণের জন্য NaHCO3 মিশানো হয়

📌 দুধ থেকে দই/ছানা - কোয়াগুলেশন

#SABAS ©ShaonVaiya #chemistry

Читать полностью…

important Info + links

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে নেটওয়ার্ক স্লো করে দেওয়া হয়েছে।
সম্ভব হলে পৌছে দিন ম্যাসেজটা-

১- সবাই মোবাইলে ভিপিএন ইন্সটল করে নেন। (ProtonVPN/Tunnelbear VPN) কিছুক্ষণ পরেই ইন্টারনেট ডাউন করে দেয়া হইতে পারে, বিশেষ করে ক্যাম্পাস এলাকায়।

২- পুলিশ টিয়ার গ্যাস মারলে সেটা থেকে নিজেকে প্রটেক্ট করতে হবে। মাস্ক থাকলে মাস্ক পড়ে নিবেন, যাতে নাক থেকে থুতনি পর্যন্ত কভার করে। চশমা/গগলস থাকলে পড়ে নিবেন, যদি চশমা না থাকে, সানগ্লাস থাকলে সানগ্লাসই পড়ে নিবেন। মাস্ক না থাকলে রুমাল বা কোন কাপড় ভিজিয়ে মুখ ঢেকে রাখবেন যাতে টিয়ার গ্যাসের কেমিকাল চোখে না লাগে বা নাক দিয়ে না ঢুকে। শরীরের যতটা সম্ভব অংশ কাপড় দিয়ে ঢেকে রাখবেন। হাতে পানির বোতল রাখেন যাতে টিয়ার গ্যাস মারলে চোখ ধুয়ে নিতে পারেন।

৩- যদি পুলিশ টিয়ার গ্যাস মারে, যত দ্রুত সম্ভব কোন স্পেয়ার ভারী কাপড় পানিতে ভিজিতে ক্যানিস্টারের উপরে থ্রো করেন, যাতে গ্যাস শোষণ করে নিতে পারে। কোন পানিভর্তি বালতি উল্টা করে ক্যানিস্টারের উপরে বসায়ে দিতে পারলে আরো বেশি ইফেক্টিভ হবে। ক্যানিস্টার হাত দিয়ে ধরে থ্রো করা বা আগুন জ্বালানো বিপদজনক।
 
৪- সব লাইট বন্ধ করে দেয়া হইলে সবাই মোবাইলের ফ্ল্যাশলাইট অন করবেন, যতটা সম্ভব ভিডিও করবেন/ছবি তুলবেন, অর্থাৎ আন্দোলনের যতটা সম্ভব ডকুমেন্টেশন যাতে থাকে।

৫- পুলিশের রাবার বুলেট ঠেকানোর জন্য শিল্ড হিসেবে রাস্তার ব্যারিকেড, কোন গাড়ি, অথবা হাতের কাছে যা পান, যেকোন কিছু ব্যবহার করতে পারেন। হেলমেট থাকলে হেলমেট পড়ে নিতে পারেন মাথার প্রটেকশনের জন্য।

৬- পারলে জুতা পড়ে বের হন যাতে প্রয়োজনে দৌড়াতে পারেন।

(আরো পয়েন্ট মাথায় আসলে এডিট করে যোগ করে দেয়া হবে।)

©

Читать полностью…

important Info + links

লক্ষ কণ্ঠে গর্বিত উচ্চারণে প্রতিধ্বনিত হচ্ছে
একসময়ের ট্যাবু শব্দটি।
কি বিচিত্র মানুষের রূপ,
কি বিচিত্র বিধাতার প্রতিশোধ।

Читать полностью…

important Info + links

Don't spread false news....
-from jaber vai

Читать полностью…

important Info + links

Share it with your friends..DCC...!

Читать полностью…

important Info + links

জানিনা কি হবে, তবে -
আজ সেই বিজয়ের দিন.
১০ই মুহাররাম।

Читать полностью…

important Info + links

এদের জন্য তো প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদের ও অপমান হচ্ছে।।মেয়ে হয়ে কিভাবে এসব কথা বলে!!!

Читать полностью…

important Info + links

কোটা আন্দোলনে শিক্ষার্থীদের সাহায্য পাঠাতে দান করুন নিচের নম্বরে :
বিকাশ/রকেট/নগদ : 01408-138990

~মরিউম ফাউন্ডেশন-মেডিএইম
Morium Foundation-MediAim

Читать полностью…

important Info + links

পড়েন পড়ে,ঘুম দেন।। দুআ করেন সকলের জন্য।

Читать полностью…

important Info + links

হামীম আর এডমিন আপু, গ্রুপে আপাতত কোটা নিয়ে আপডেট না দেই আমরা।। স্টুডেন্টরা এফবি থেকে, টেলিগ্রামে শিফট হচ্ছে।। যেটা ভালো দিক ওদের জন্য।। আমরাও এগুলো এখন থেকে এখানে না দেই।। খুব গুরুত্বপূর্ন হলে দুই একটা দিতে পারি।। তবে ওদের এখন পড়াশোনায় ব্যাক করা দরকার।। তাই আমরা এগুলো আর না দেই।। ওনলি স্টাডি রিলেটেড পোষ্ট ই দেই ইন শা আল্লাহ।।

ছাত্র ছাত্রী ভাইয়া আপুদের বলবো,আপনারা আন্দোলনে সরাসরি উপস্থিত না হলেও মুনাজাতে আমাদের জন্য দুআ করিয়েন,দেশ টা যাতে ভালো হয়, ন্যায্য অধিকার টা যাতে আদায় হয়ে যায়।। আর সন্ত্রাসীদের জন্য ব্যাপক ভাবে লানত ও গযবের দুয়া করবেন।। আল্লাহ যাতে এদেরকে বাস্তব রূপ টা দেখার তৌফিক দেন ।।আমিন।।

Читать полностью…

important Info + links

এগুলো পরিচিতদের কাছে ছড়িয়ে দেই।। Already DMC তে জরুরি বিভাগে ঢুকে অনেককে মেরেছে ছাত্রলীগ কর্মীরা।

Читать полностью…

important Info + links

যাদের এক্সাম তাদের প্রতি বার্তা:


আপনি ফোন লক করে বাসায় দিয়ে দেন৷এই হায়না শকুনের অত্যাচার দেখলে আপনার হৃদয়ে রক্তক্ষরণ আরও বাড়বে।
আপনি পড়াশোনা থেকে ডিটাচড্ হয়ে এক্সাম খারাপ হোক এটা কোনভাবেই কাম্য না৷ যারা মাইর খাচ্ছে তারা আপনার ভাইবোন।তাদের জন্য দোয়া করবেন।

Читать полностью…

important Info + links

পতাকা টা রক্তাক্ত 💔
📍Dhaka University

Читать полностью…

important Info + links

আপনার জন্য অবিরাম অন্তহীন দোয়া ও ভালোবাসা রইল প্রিয় ভাই

আল্লাহ আপনাকে কুদরতি হাত দিয়ে সাহায্য ও সহযোগিতা করুক।
আমিন❤️❤️

Читать полностью…

important Info + links

টপিকঃ কৌটাজাতকরণে ব্যবহৃত প্রিজারভেটিভস (কর্মমুখী রসায়ন)


🔰 ফল - ক্যানিং তরল - প্রিজারভেটিভস

📌 আম+আনারস+কাঁঠাল
➤ 30-40% চিনি
➤ 0.25% সাইট্রিক এসিড
ট্রিকঃ এগুলো মিষ্টি বেশি, তাই চিনিও বেশি লাগবে ✅

📌 পেয়ারা
➤ 10% চিনি
➤ 0.06% সাইট্রিক এসিড
➤ 0.125% অ্যাসকরবিক এসিড
ট্রিকঃ পেয়ারা মিষ্টি কম, তাই চিনিও কম লাগবে ✅


🔰 সবজি - ক্যানিং তরল

📌 কচি ভুট্টা+সবুজ মটর
➤ 2% লবণ
➤ 5% চিনি
ট্রিকঃ এগুলো টক না, তাই লবণ কম লাগবে ✅

📌 টমেটো
➤ 10% লবণ
➤ 5% চিনি
ট্রিকঃ টমেটো টক, তাই লবণ বেশি লাগবে ✅


🔰 মাছ,মাংস - ক্যানিং তরল

📌 মাছ+মাংস
➤ 2% লবণ
➤ 2% চিনি

#SABAS ©ShaonVaiya #chemistry

Читать полностью…

important Info + links

ওমা! তাই নাকি?
এই বেডা না বললে আগে তো জানতাম না।

Читать полностью…

important Info + links

বিষয়টা মোটেও মজা করা বা হাসির পর্যায়ে নেই।।।

Now It's an National Crisis.
Evey one should stand for Students.

বন্ধুমহল এবং পরিচিত সবাইকে অনুরোধ করব, মিডিয়ার সর্বোচ্চ ব্যবহার করে খবর গুলো সবার কাছে পৌঁছাতে।। ইতোমধ্যে ইন্টারনেট speed down করে দেয়া হয়েছে বিশেষ করে DU এলাকায় ।। আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হতে পারে।। রক্ত দাতার পর্যাপ্ত ব্যবস্থা করে রাখা অতীব জরুরী মনে করছি।। তাই আপনাদের প্রয়োজন পড়তে পারে আশা করি ছাত্রসমাজের পাশেই থাকবেন।।

Читать полностью…

important Info + links

যদিও আমার শরীরে তৎকালীন পাকিস্তানি সেনাবাহিনীর রক্ত বইছে। তাও আমি মুক্তিযোদ্ধা 🥱🥱।

বি:দ্র: যুদ্ধ পরবর্তী বাংলাদেশ সেনাবাহিনীর রক্ত। ক্লিয়ার করে দিলাম। খেয়েদেয়ে শুয়ে পড়েছি। নাহয় ফুডপান্ডার কল আসবে আবার এত রাত্রে😒।

Читать полностью…
Subscribe to a channel