Scientific name: amarto basicvalona । প্রয়োজনের তাগিদে বিভিন্ন প্লাটফর্ম হতে প্রাপ্ত তথ্য এখানে সংগ্রহ করে রাখা।। কোনো প্ল্যাটফর্ম, এর সাথে জড়িত নয়।। সকলের জন্য দুয়া আর শুভেচ্ছা🌱🌸🦋
ছোটবেলায় আমার নানু অনেক শখ করে পুলিশের পোশাক আর আর্মির পোশাক আমার গায়ে দিয়ে সারা বাজার ঘুরাতেন৷আমার এখনও কানে ভাসছে আমার নানুর বন্ধুকে বলতে-তোমার নাতিকে মেজরের মতো লাগছে! তখন সে কথাটা শুনে যে পরিমাণ প্রাইড ফিল হয়েছিল সেটি কখনও ভুলার মতো ছিল না।
তবে সেই সেইম পোশাক দেখলেই দ্বিগুন আফসোস আসে আর সেই আফসোস বয়ে ঘুরছে বাংলাদেশ সেনাবাহিনী আর পুলিশ!
সে সময়ে পুলিশ/সেনাবাহিনীর প্রতি যে পরিমাণ রেসপেক্ট মানুষের অন্তরে ছিল সেটা কি নিমিষেই ঘৃণায় পরিণত হয়েছে?
একটা জাতির এত অধ:পতন কিভাবে হতে পারে!কিভাবে তারা গোলামীতে নিজেকে উৎসর্গ করে দিলো!
এখন কেবলই মাথায় আসে-
"ধ্বংস হোক সে কালোহাত, যারা আমার ভাইয়ের রক্তের স্রোত দেখে হাসে!"
এতোদিন গা/যার জন্য কান্না করেছিলাম।
এখন নিজ দেশের জন্যই কান্না করতে হচ্ছে !
কি একটা অবস্থা করে রেখেছে;!
গুম, অত্যাচার...
আসসালামু আলাইকুম।
ভীতুদের ভীতিকর ৫ দিন, সাহসীদের রণক্ষেত্রের ৫ দিন।
এ-ই মুহূর্তে অনেকে হয়তো পৃথিবীর মায়া ত্যাগ করে জান্নাতের সুঘ্রাণ উপভোগ করছে কিন্তু আমাকে আপনাকে ভীতু হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়েছে হায়েনার দল।যারা পৃথিবীর বুকে শহীদ হয়েছে তারা সফল, আমরা কি তবুও তাদের রক্তের মূল্য বুঝে নিব না এই হায়েনার দল থেকে ?
ইনশাআল্লাহ,অন্ধকার পেরিয়ে আলোর দিশা পাবোই। বি ইজ নি আল্লাহ।
যারা BTCL ব্যবহার করে তাদের সকলের Wifi এসেছে।
কিন্তু যারা নন গভমেন্ট ইন্টারনেট ব্যবহার করে, তাদের কারো ইন্টারনেট আসে নাই এবং ভিপিএন ছাড়া সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যাচ্ছে না।
শহীদের সংখ্যা হাজার ছাড়াইছে এইটা জনসাধারন জানে।। প্রকৃত সংখ্যা যাতে না জানে মানুষ,এজন্য কতো বৃথা চেষ্টা করে যাচ্ছে।। আপাতত মিডিয়ার কোনো কথা বিশ্বাসযোগ্য নয়
Читать полностью…কোটা আন্দোলনের নাহিদের অবস্থা , কি পরিমান নির্যাতন হয়েছে আন্দাজ করা যায়!!
Читать полностью…উহুদের যুদ্ধের শহীদদের আত্মাকে আল্লাহ্ সবুজ পাখির দেহে দিয়ে দিয়েছিলেন। তারা জান্নাতের সুদৃশ্য বাগানগুলোতে ঘুরে ঘুরে সেখানকার সব অনুগ্রহ ভোগ করে আল্লাহ্র আরশের নিচে অবস্থান করে বলাবলি করছিলো যে আমরা যদি আমাদের পৃথিবীতে থেকে যাওয়া ভাইদের জানাতে পারতাম আমরা এখন কেমন আছি যাতে তারা যেন জিহাদ চালিয়ে যেতে এতটুকু কার্পণ্য না করে।
আল্লাহ্ বললেন: "আমি সে ভার নিলাম।" অতঃপর তিনি নাজিল করলেন:
"আর তোমরা মনে কোরো না যারা আল্লাহ্র পথে নিহত হয়েছে তারা মৃত, বরং তারা জীবিত তাদের রবের কাছে রিজিকপ্রাপ্ত হয়ে।" [সূরা আলে ইমরান: ১৬৯]
আজ ছোট ছোট ছেলেগুলোকে দেখে এবং তাদের মায়েদের বন্ধুদের কান্না দেখে করুন অনুভূতি হলো।
আমরা সবাই আল্লাহ্র কাছে দোয়া করি যেন এই বাচ্চাগুলোকে আল্লাহ্ তার পথে শহীদ হওয়ার মর্যাদা দান করেন, সেভাবে তাদের আখিরাতকে এখনই আলোকিত এবং মর্যাদান্বিত করেন যেমনটা দেখলে তাদের মায়েদের, ভাইবোনদের এবং বন্ধুদের মন জুড়িয়ে যাবে। আর আমাদের যেন আল্লাহ্ সাহস দেন। আমরা যেন এর শেষ দেখে যেতে পারি।
অলরেডি বিভিন্ন মোবাইল অপারেটরের ইন্টারনেট থেকে ফেসবুক বন্ধ হয়ে গেছে। ব্রডব্যান্ড থেকেও হয়তো বন্ধ করে দেওয়া হবে। এইক্ষেত্রে VPN ব্যবহার করতে পারেন। অনেক ফ্রি VPN সিকিউরড হয় না বা স্লো কাজ করে। সেই বিবেচনায় https://one.one.one.one/ এর ফ্রি সার্ভিস খুবই ভালো এবং প্রায় সকল প্ল্যাটফর্মে সাপোর্ট আছে।
অ্যান্ড্রোয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.cloudflare.onedotonedotonedotone&hl=en
iOS অ্যাপ: https://apps.apple.com/us/app/1-1-1-1-faster-internet/id1423538627
এইটার সাথে সাথে https://psiphon.ca/ এর সাপোর্টও দেখতেছি বেশ ভালো এবং ওরা শুধু নরমাল VPN না, সেন্সরশিপের ওপেন অ্যাকসেস নিয়েই কাজ করে।
আর প্রিমিয়াম সাপোর্টের জন্য Nord VPN ইউজ করতে পারেন।
SUST varsity gate right now!
মেহেদী ভাই থেকে নেওয়া।
SUST(CSE)
পাবলিক বিশ্ববিদ্যালয় কে মা র ছে, প্রাইভেট দাড়াইছে।
নেট অফ করছে, WiFi ফ্রি করে দিসে।
মামলা দিসে, ফ্রীতে আইনজীবীরা আসছে।
বাংলার মানুষ 🔥🇧🇩🇧🇩
আজকের শহীদদের মিছিল:
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
AIUB এর ৩জন শহীদ
MIU এর ১জন শহীদ
IUB এর ৫ জন শহীদ
BRAC এর ১জন শহীদ
BUFT এর ১জন শহীদ
শান্ত মরিয়ম ইউনিভার্সিটির ১জন শহীদ
IUT এর ১ জন শহীদ
MIST এর ১জন শহীদ
Northern এর ৩ জন শহীদ
East West এর ১ জন শহীদ
DRMC এর ১ জন শহীদ
Madaripur Govt College এর ১ জন শহীদ
মাদারীপুর এরিয়ার স্কুল ছাত্র ৩ জন
সরকারি দেবেন্দ্র কলেজ=১জন
সরকারি মহিলা কলেজ=১জন
টঙ্গী কলেজের ১জন শহীদ
কুমিল্লা বিশ্বরোডে ৭জন শহীদ
টাঙ্গাইলে ২ জন শহীদ
উত্তরা হাইস্কুলের ২জন শহীদ
নারায়ণগঞ্জ মহিলা কলেজের ১জন শহীদ
বগুড়া আজিজুল হক কলেজের ২ জন শহীদ
মোট: ৪১ জন
শহীদদের নাম, বয়স, ব্যাচ/ইউনি/ব্যাকগ্রাউন্ড, ছবি এই তথ্যগুলো কোথাও আপডেট করা দরকার।
শুধু সংখ্যা না।
⚠️ কিছু দিক নির্দেশনা
🔘 HSC-23
কৃষির প্রস্তুতি আপাতত অফ রাখো। সেকেন্ড টাইম মেডিকেল প্রস্তুতি শুরু করো। সেকেন্ড টাইমের জন্য যা পড়বা, কৃষিতেও কাজে আসবে।
১। বায়োলজি এক্সট্রা রাইটার (পিডিএফ/বই) পুরোটা রিডিং দিতে থাকো। শুধু রিডিং দাও বারবার।
২। ইংলিশ ভালোভাবে পড়ে রাখো। বিশেষ করে ভোকাবুলারি।
৩। অনুশীলনীর এমসিকিউ বারবার সল্ভ করো। আগে করা থাকলেও আবার করো।
🔘 HSC-24
জীববিজ্ঞান প্রস্তুতি এগিয়ে রাখো। চিত্র আঁকা শিখো।
জীববিজ্ঞান প্রস্তুতি এগোনো থাকলে কেমিস্ট্রি + ম্যাথের অংকগুলো প্র্যাকটিস করো।
কেমিস্ট্রি বিগত বছরের বোর্ড এমসিকিউ + অনুশীলনী সল্ভ করো। (এতে মেডিকেল প্রস্তুতিও এগিয়ে থাকবে)
🔘 HSC-22
তোমাদের শুধুমাত্র কৃষি পরীক্ষা বাকি। তোমরা ম্যাথ করো খুব ভালোভাবে। প্রতিটা চ্যাপ্টারের প্রশ্নব্যাংক সমাধান করো।
©️SABAS
যেহেতু আমরা পড়াশুনার প্লাটফর্ম, তাই স্টুডেন্টদের জন্য বেসিক কিছু গাইডলাইন দেয়া হলো। যাদের ফলো করার, তার ফলো করো। যাদের ফলো করার নেই, তারা ইগনোর করো।Читать полностью…
কিছু প্রত্যাশা আপনার কাছে:
•ফেইসবুকে ফিরে পেয়ে আলহামদুলিল্লাহ পড়তে পড়তে "ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন" এর নিউজ ভুলে যাবেন না৷
•স্বৈরাচারের এই জুলুমের প্রতিটি রক্তের ফোঁটা ফেরত না পাওয়া অবধি স্বৈরাচারসহ তাদের অনুসারীদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করবেন।
•মুনাফিকরা যেদিকে যায় তাদেরকে বলে-
"আমরা তো তোমাদের দলেই ছিলাম"। মুনাফিকদের অন্তরে জায়গা দেওয়ার আগে সাবধানতা অবলম্বন করবেন।
•সবর্শেষ প্রত্যাশা:আপনি আপনার সময় পড়াশোনায় দিবেন। আপনি যত জ্ঞান অর্জন করবেন তত গুরুত্বপূর্ণ সেক্টরে নিজের ডিসিশন দিতে পারবেন।আপনার মতো নীতিবান, সৎ মানুষের বড়ই অভাব দেশের এই পঙ্গু অবস্হায়৷
ইন্টারনেট অফ করে ভাইদের ওপর চালানো নির্মম হত্যাযজ্ঞ
Читать полностью…মা বাবা জানে না তাদের সন্তান কোথায় লাশ হয়ে পড়ে আছে । মা সন্তানের অপেক্ষায় প্রহর গুনছে
Читать полностью…https://bangla.themirrorasia.net/news/2024/07/23/2469
Читать полностью…ছাত্ররা নাকি মহাখালীর ডাটা সেন্টারে আগুন দেয়ায় দেশে ইন্টারনেট নাই। গত ৪ দিন ধরে এই মিথ্যাচার করল সবাই মিলে। অথচ ক্লাউড ফ্লেয়ার বলতেছে বাংলাদেশ সরকারের নির্দেশে ইন্টারনেট বিচ্ছিন্ন করা হয়েছে।
Читать полностью…মোবাইলে আন্দোলন-বিক্ষোভের ভিডিও পেলে নির্যাতন
Читать полностью…এই লিস্ট বিসিএসে ক্যাডার সংখ্যার নয়!
মোট: ৫২জন, ১৮ জুলাই সন্ধ্যা ৬টা
AIUB এর ৩জন শহীদ
IUB এর ৫ জন শহীদ
CTG বাকলিয়া সরকারি কলেজ এর 2জন শহীদ
BUFT এর ১জন শহীদ
শান্ত মরিয়ম ইউনিভার্সিটির ১জন শহীদ
Imperial এর ১জন শহীদ
IUT এর ১ জন শহীদ
MIST এর ১জন শহীদ
Northern এর ৩ জন শহীদ
DRMC এর ১ জন
East West এর ১ জন শহীদ
Madaripur Govt College এর ১ জন শহীদ
মাদারীপুর এরিয়ার স্কুল ছাত্র ৩ জন
সরকারি দেবেন্দ্র কলেজ ১ জন
সরকারি মহিলা কলেজ ১ জন
টঙ্গী কলেজের ১জন শহীদ
যাত্রাবাড়ি ২ জন
নরসিংদী ৬জন শহীদ
কুমিল্লা বিশ্বরোডে ৭ জন শহীদ
টাঙ্গাইলে ২ জন শহীদ
চট্টগ্রাম ৩ জন শহীদ
উত্তরা হাইস্কুলের ২জন শহীদ
নারায়ণগঞ্জ মহিলা কলেজের ১জন শহীদ
বগুড়া আজিজুল হক কলেজের ২ জন শহীদ
This is not about Quota anymore!
বাংলাদেশে মোবাইল ডাটা থেকে ফেসবুকে প্রবেশ 'ব্লক' করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে সর্বোচ্চ পর্যায় থেকে অপারেটরদের নির্দেশ দেয়া হয়। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই এটি কার্যকর হতে পারে। একই সাথে যোগাযোগের জন্য বহুল ব্যবহৃত বিভিন্ন এপও ব্লক করার সম্ভাবনা রয়েছে। বিকল্প যোগাযোগের ব্যবস্থা/মাধ্যম তৈরি রাখুন।
Zulkarnain Saer
১. Proton VPN - https://protonvpn.com/download
এই ভিপিএনটি বাইপাস থ্রোটলিং করে। আপনি যখন এই ভিপিএনটিতে কানেক্ট করবেন, তখন আপনার আইএসপি, বা মোবাইল অপারেটর বুঝতে পারবে না, আপনি কোন ওয়েব সাইট ব্যবহার করছে।
২. Briar - https://briarproject.org/download-briar/
যদি ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, তাহলে #Briar অ্যাপ পরস্পরের যোগাযোগ-সূত্র রক্ষা করা সম্ভব। এখনই নামিয়ে রাখতে পারেন। এটা ব্লুটুথ এবং ওয়াইফাই-এর মাধ্যমে কাজ করতে পারে। এটা এনক্রিপটেড।
আমাদের মত ঘনবসতি দেশে এই অ্যাপ ভালো কাজ করতে পারবে। যত বেশি লোক এটা ডাউনলোড করে ব্যবহার করবেন তত বেশি এটা ভালোভাবে কাজ করবে।
ইন্টারনেট না থাকলেও যদি বিশ্ববিদ্যালয়গুলোতৈ ল্যান নেটওয়ার্ক এবং ওয়াইফাই থাকে, তাহলে এই অ্যাপ দিয়ে পারস্পরিক যোগাযোগ করা সম্ভব।
উত্তপ্ত কক্সবাজার!
শহরের প্রধান সড়কের ফজল মার্কেট, পেট্রোল পাম্প ও লালদীঘি পাড় এলাকায় ব্যাপক গোলাগুলি!
দোয়ায় রাখবেন
বাম্পার ফলন হচ্ছে 😬
বিটিভিতে ভয়াবহ আ*গুন।
দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের দ্রুত সহযোগিতা
কামনা করছি। ভিতরে আটকা পড়েছেন অনেকে।
আলহামদুলিল্লাহ BTV অফিসে আগুনের বাম্পার ফলন হচ্ছে, লটকনের চাষপোযোগী করা হচ্ছে।
Читать полностью…উত্তরার পরিস্থিতি নরমাল হয়নাই পুলিশসহ বাকিরা ছাত্রদের উপর টিয়ারশেল ,রাবার বুলেট ছেড়ে সরাসরি গু'লি করতেছে।
Читать полностью…